কবিগুরু সম্পর্কে অনেক অজানা তথ্যবহুল ঘটনা জানতে পারলাম। তাঁর বিশ্বজোড়া খ্যাতি থাকলেও তাঁর হৃদয়ে এতো বেদনার ক্ষতর কথা আমি জানতাম না। তাঁর জীবনের এই ব্যথার কথা জেনে মর্মহত। প্রত্যাশা করি এমন আরও এপিসোড দেখার। ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা উপস্থাপক ও চ্যানেলকে।
@dulalchandradhar2822 жыл бұрын
আজ আমার দুঃখের বোঝা কিছুটা কমলো, কারণ আমার চাইতেও দুঃখের জীবন কারো ও ছিল ,আছে,হয়ত বা থাকবে।তাই দুঃখের সমস্ত বোঝা গুলো কে কাধে তুলে ,হাসি মুখে চলতে শুরু করলাম জীবনের শেষ সীমা রেখাটার দিকে ।।
@mohammaddelwarhossain48632 жыл бұрын
কবিগুরু রবি ঠাকুরের তিন কন্যার স্বামীদের অজানা তথ্য গুলো না জানা-ই ভালো ছিল। আমার ধারনা ছিল তিনি সারাজীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটিয়েছে। মেয়ে জামাইদের কারনে কবিগুরুর জীবনের বড় একটা সময় কষ্টকর অধ্যয়ের মধ্যে অতিবাহিত হয়েছে এটা জেনে খুবই মর্মাহত হয়েছি।
@madhumitamitra11412 жыл бұрын
কবি গুরুর বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। জানতে পারলাম যে, একজন অসাধারণ ব্যাক্তির নিজস্ব জীবন কত দুখের হতে পারে। কত সহ্যশক্তি থাকলে, একটি মানুষ এত দুখ সহ্য করতে পারে, তা কবি গুরু ই দেখিয়ে গেছেন। তাঁর চরণে সশ্রদ্ধ প্রনাম জানাচ্ছি।
@jana-ajana-bangla2 жыл бұрын
রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে শুধু দুঃখ, যন্ত্রনা আর আঘাত। তবে তাঁর অতিমানবীয় সহ্যশক্তির পরিচয়ও আমরা বারংবার পেয়েছি।
@paintingacademy93522 жыл бұрын
আজ আর নিজের কষ্টকে কষ্টই মনে হচ্ছে না,,,এমন একজন অসাধারণ মানুষের নির্মম দূঃখের কাহিনী শুনে,,,,,,,
@paintingacademy93522 жыл бұрын
আজ যেনো কবি গুরুর🙏সহ্য শক্তি সম্পর্কে যেনে নীজের সহ্যশক্তি ও কিছু টা বেড়ে গেলো
@sumanabhattacharya3783 Жыл бұрын
Akdom 100/khati Katha. Ato kasta lanchchana sadharan manuser karma noi. Jogi manus chara sambhab noi. Kimba hoito sajhya korte korte manus airokom hoye jai. Kabir ta jante parchi kasta lagche. Ajo ageo ai ghatana ghate jai agochare.
@badhanchakraborty51182 жыл бұрын
বড়ই হৃদয়বিদারক ,করুন কবির এই অপমান অসম্মান এবং দুঃখ বেদনার ভান্ডার, যা জীবিত থাকতে কবির পাওয়ার কথা ছিল না। আরো বেশি ভাবে লেখা আছে সুজিত কুমার সেনগুপ্তের "রবীন্দ্রনাথ ও কালো মেঘের দল" এই বইটি পড়লেও চোখে জল আসবে আমাদের!
@pramilabhattacharyya17712 жыл бұрын
P000⁰p0⁰
@kalpanamazumder19022 жыл бұрын
কবির হৃদয়বিদারক যন্ত্রণায় আমরাও অশ্রুসিক্ত।
@jana-ajana-bangla2 жыл бұрын
"আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো।"
@sharmeenahmed15762 жыл бұрын
রবি ঠাকুরের মত এত শক্তিশালী লেখকের পারিবারিক জীবন যে এত দুঃখ কস্টময় ছিল তা শুনে খুবই মর্মাহত হলাম।
@jana-ajana-bangla2 жыл бұрын
সত্যিই খুব দুঃখজনক ।
@radhikaraynandita91892 жыл бұрын
খুব কষ্ট পেলাম।
@joysreemukherjee8335 Жыл бұрын
@@radhikaraynandita9189 😊😊
@The_Truth_Investigator2 жыл бұрын
😢😔🙏💗💐💐💐.. "কাঁদালে তুমি মোরে".. .
@MD.wadudrana22 жыл бұрын
দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে এই অজানা কথাগুলো সবাইকে জানিয়ে দেওয়ার জন্য নমস্কার দাদা ভালো থাকবেন
@mdabdulzalil30962 жыл бұрын
কবিগুরুর এই অমানবিক ইতিহাস দ্বারা আল্লা আমাদের কি শিক্ষা দিলেন তা বোধগম্য নহে।
এতো কষ্ট পেয়েছিলেন বলেই তিনি এতো ভালো উপন্যাস লিখতেন। সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে সে কবি হোক অথবা সাধারন মানুষ
@jana-ajana-bangla2 жыл бұрын
"আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো।"
@namitasaha58782 жыл бұрын
ঈশ্বর সব সময়ই আমাদের আশিস দেন যে সয় সে রয় ,তাই আমাদের প্রাণের রবীন্দ্রনাথের গান ও কবিতা তাঁকে পৃথিবীতে এত সন্তানদের মনের মধ্যে সারা দিন বাঁচিয়ে রেখেছেন,সেটা তাঁর কষ্টের সহ্য জন্য ই। প্রণাম কবির শ্রীচরণে ......চিরদিন থাকুন সবার সাথে .....হে মহান কবি 🙏🙏🙏🙏
@amitsaha52852 жыл бұрын
সব অপরাধ আর অপমান এক দিকে আর ঈশ্বরের আশীর্বাদ আর ভালোবাসা আর একদিকে। রবীন্দ্রনাথ বেচে থাকুন আমাদের মনের গভীরে।
@arundhati96812 жыл бұрын
কবিগুরু রবীন্দ্রনাথের নিজের ভাষাতেই বলেছেন। আমরা সত্যকে অস্বীকার করি তাই সত্যের কাছেই পরাজিত হই, উনার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
@subratakumarsen83382 жыл бұрын
Diganto bistrito protibha thaka sotte o biswa barenyo Kobi ke eto ta kasto pete hoyeche ...mon ta nirab hoye gelo.. ki nidarun nioti.
@firozabegum3676 Жыл бұрын
Most of the great and famous men suffered a lot in their lives, but our most respected favorite Rabindra Nath suffered most.very painful. He was an angel. So he has the strength to tolerate all sufferings . thanks for the post
@subirsarangi6000 Жыл бұрын
Eto kosto peyechhilen tai bodh hoy eto monimuktor sristi hoechhilo
@jana-ajana-bangla Жыл бұрын
Thanks for your comments madam. This was probably the most painful chapter in his personal life.
@s.m.ashrafali25332 жыл бұрын
আমার ক্ষুদ্র জ্ঞান ও অবগতি থেকে বলছি, এই পৃথিবীতে দুঃখ-কষ্ট ছাড়া কোনো প্রতিভাধরের প্রতিভার বিকাশ ঘটে নি। সারা দুনিয়ার ইতিহাস সাক্ষী। সে তুলনায় মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখ-কষ্ট ছিল অনেক কম । কবিগুরুর প্রতি আমি শ্রদ্ধাশীল।
@sikhahalder76462 жыл бұрын
😢😢 সত্যি কি মর্মান্তিক
@madhumitarrannabanna91612 жыл бұрын
যার খ্যাতি বিশ্বব্যপি তিনি জীবদ্দসায় এতো কষ্ট ভোগ করেছেন শুনে খুব কষ্ট পেলাম ।
@mjron12692 жыл бұрын
এটাই হয়ত নিয়তি। অনেক বড় বড় মনীষীদের জীবনের আরেকটি দিক থাকে কষ্টে ভরা।
আজকে অনেক অজানা তথ্য জানতে পারলাম অনেক অনেক ধন্য বাদ।
@namitasaha58782 жыл бұрын
আঘাত না পেলে মনের থেকে রক্তের খরন হয় না , মনের ব্যাথা র জন্যই ওঁনার লেখায় দুঃখ ,আবেগ ও ভালবাসার কথার কথা এসেছে ,এত আবেগ আছে বলেই তাঁর গান ও কবিতা আমাদের প্রাণ ও মন ছুঁয়ে গেছে । সবার মনেই দুঃখ ও কষ্ট আছে বলেই আমরা কবির অন্তরের সাথে মিশে গেছি । এক আত্মা না হলে অনুভব করা যায় নাতাই প্রতি গান ....... নীরবে ,টিভিতে
@namitasaha58782 жыл бұрын
নিভিতে আমরা যুক্ত থাকি কবির সাথে
@namitasaha58782 жыл бұрын
ধন্য হলো এ জীবন মোর এই কবির গানে মিশে । রবীন্দ্রনাথের গানকে অন্তরে ভালবেসে ।
@jana-ajana-bangla2 жыл бұрын
আপনি ঠিকই বলেছেন madam, তাইতো কবি লিখেছেন "আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো।"
@animabiswas78929 ай бұрын
কবির সম্পর্কে আরো জানতে চাই
@manikaroy6082 жыл бұрын
বিশ্ব বরেণ্য কবির জীবন খুব দুঃখের ছিল,তাইতো তার গান,কবিতা, ও সব লেখার সঙ্গে নিজেদের একাত্ম করে দেওয়া যায়।কবিকে জানাই প্রণাম।🙏🙏🙏
@jana-ajana-bangla2 жыл бұрын
"আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো।"
@sumitachoudhury41962 жыл бұрын
কবির প্রতি আমার অন্তরের গভীর শ্রদ্ধা রেখেই বলছি, কবি সঙসার জীবনে পুরোপুরি ই ব্যর্থ ছিলেন। তা না হলে দূরদর্শিতা র অভাবে অমন হীরের টুকরো জামাই বাছেন? আর মেয়েদের জীবন ও ছারখার হয়ে যায়। ছেলে মেয়েরা ও তাদের মায়ের অকালমৃত্যু হয়। এই সব মানতে বড় কষ্ট হয়। সবসময় অদৃষ্টের দোহাই দিলে চলে না। এসব ঘটনা থেকে আমাদের ও শিক্ষা নেওয়া উচিত, যাতে আমাদের এমন দুর্দশা না হয়। 🙏🙏🙏🙏🙏
@minaroy8922 жыл бұрын
Hi
@Linta-Movies2 жыл бұрын
.
@jana-ajana-bangla2 жыл бұрын
At least বড় আর ছোট জামাই এর ঘটনা গুলো সত্যি । Net এ অনেক রেফারেন্স আছে। But মেজো জামাই এর ব্যাপারে বিশেষ কিছু খুজে পেলাম না। আর minor marriage ? আপনার নিজের ঠাকুমা বা তার মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছিল ? তাহলে তো আগেকার দিনের সব বাঙালিকে জেলে যেতে হতো।
@syedabegum59552 жыл бұрын
কবি সম্পর্কে অজানা তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে কবির একটি গানের লাইন মনে পড়ছে, "আমি জেনে শুনে বিষ করেছি পান "।
@jana-ajana-bangla2 жыл бұрын
বাঃ, খুব সুন্দর লিখেছেন madam.
@amalhalder38462 жыл бұрын
ঘাত প্রতিঘাতের মধ্যে রচিত হয়েছে অমর রচনা।সেই কারণেই তিনি আমাদের প্রানের কবি,লহ পোরোনাম।
@purnimasarkarsong96972 жыл бұрын
Ofcourse dear
@swapna_dharchaudhuri Жыл бұрын
বিশ্ব কবির এমন দুঃখের কাহিনী জেনে আরও কষ্ট পেলাম, কারণ উনার সাহিত্যের জগৎ আমাদের কে সর্বদা বাঁচিয়ে রেখেছে
@pihumukherjee74882 жыл бұрын
কবির অনেক কষ্ট ছিল অথচ তাঁর অসাধারণ সৃষ্টি তাঁকে ঈশ্বরের স্হানে পৌঁছে দেয়
@subodhbasu58262 жыл бұрын
তিনজন জামাই সৎ পাত্র!! জেনে খুব কষ্ট পেলাম! সম্ভবত ভাগ্যের নির্মম পরিহাস!☹️☹️
@26buluranikarmokar.shift-162 жыл бұрын
এতো যন্ত্রণাও কারো ভাগ্যে থাকে! তাও আবার কবি গুরু রবীন্দ্রনাথের জীবনে। খুবই কষ্ট লাগলো এই কুলাঙ্গারদের কথা শুনে। হে গুরুশ্রেষ্ঠ তোমার সৃষ্টি চিরকাল অম্লান থাকবে প্রতিটি মানুষের হৃদয়ে।
@jayantichatterjee54742 жыл бұрын
🙏
@nimaisrimani1723 Жыл бұрын
P0
@nilimaroy4045 Жыл бұрын
@@jayantichatterjee5474 Byp
@jhunuchowdhury40382 жыл бұрын
দিদি ভাইয়ের কাজ্যাকালাপের সঙ্গে দারুন মিল পাওয়া যায়।
@mukulikachatterjee81922 жыл бұрын
আমরা মানি না মানি কিন্তু জীবনের অভিশাপ বলে একটা কথা আছে সেটা একদম সত্যি।বাস্তব জীবনে যেখানে আমরা এই মানুষটাকে আকাশের মত ভাবি সেখানে এই কথাটা সত্য;যে তিনি একজন পিতা ।তাই তিনি সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে ;অমানুষের হাত থেকে মেয়ের অব্যাহতি চেয়েছিলেন তাই এই জানোয়ার থেকে যমকে দেওয়া সহজ মনে করেছিলেন আমাদের জীবনে র প্রতি পরতে পরতে তিনি জড়িয়ে আছেন থাকবেন।তিনি আমার প্রানে র ঠাকুর ।প্রনতি জানাই তাকে ।আমার হৃদয়ে যেমনি ছিলে তেমনি থাকো কবি ।
@mdabdulgofur26592 жыл бұрын
Chonndro
@mdabdulgofur26592 жыл бұрын
Chondro
@praloychatterjee86372 жыл бұрын
অসাধারণ দাদা পরবতী এ রকম আরো চাই নমস্কার
@jana-ajana-bangla2 жыл бұрын
অনেক ধন্যবাদ। আপনাদের এই মন্তব্যগুলি থেকে পরিশ্রম করার উৎসাহ পাই।
@swapnadey41652 жыл бұрын
এতো দুঃখ পেয়ে ছিলেন বলেই হয়তো এতো বড়ো কবি হতে পেরেছিলেন আগুনে পুড়ে সোনা যেমন খাঁটি হয় আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে
@jana-ajana-bangla2 жыл бұрын
"আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো "
@suvajitkumarghosh6717 Жыл бұрын
বেশ ভালো লাগলো।সত্যি ভাবাই যায় না।তার মতো এত বড় মানুষের কপালে কিনা এত দুর্ভোগ।আসলে সবই ভাগ্যের নির্মম পরিহাস।
@jana-ajana-bangla Жыл бұрын
সত্যিই তাঁর মতো ব্যক্তিও এত পারিবারিক যন্ত্রনা সহ্য করেছেন ভাবলে কষ্ট হয়।
@shyamadey9254 Жыл бұрын
উপস্থাপনা খুব ভালো ।
@jana-ajana-bangla Жыл бұрын
ধন্যবাদ ম্যাডাম।
@Sandy-tw8ru2 жыл бұрын
এত কষ্ট হলো যে পুরোটা শুনতে পারলাম না। 😥তবে অবাক হয়ে ভাবি তিনি এ ভুলগুলো করেছিলেন কেন?
@dipasarkareasybalconygarde22692 жыл бұрын
Vul hoye jai jibon a. Asole anek dokkho lok o vul kore,,, he isshor amr praner kobi k ato kosto kore jete hoyese....
@kakolikarmakar80292 жыл бұрын
Nijer sontan to hoye jay
@dulaldatta56172 жыл бұрын
বিশ্বকবির এই অপমানজনক ও অসহ্য যন্ত্রণা দায়ক হৃদয়বিদারক কাহিনী শুনে আমি খুবই মর্মাহত হলাম যা তাঁর মত মহান ব্যক্তির পক্ষে অকল্পনীয় তাকে আমি আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা জানাই
@jana-ajana-bangla2 жыл бұрын
বস্তুত, কবির সন্তানভাগ্য অতিশয় বেদনাদায়ক ।
@kaziwazedaliali4561 Жыл бұрын
ধন্যবাদ বাবা জীবনদের ।তবে এটা থেকে মনে হয় মেয়েরা তখন কার দিনে ছিল বড় উপেক্ষিত ।
@abuhassan36002 жыл бұрын
আমি আজ মাত্র একবার শুনলাম। ইচ্ছা আছে আরো অন্তত ১০ বার শুনবো তারপর চেষ্টা করে দেখবো কোন মন্তব্য লিখতে পারি কিনা। এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু ভাবার এবং গবেষণা করার মত অনেক উপাদান বিদ্যমান রয়েছে বলে মনে করি। আমি তো আকাশ থেকে পড়লাম । আপনি যা বলেছেন আমি তার বিন্দুবিসর্গও তো জানতাম না। মাথাটা কেমন যেন চক্কর খেয়ে গেল। আপনাকে সাবস্ক্রাইব করেছি লাইক করলাম। ধন্যবাদসহ লন্ডন থেকে সেলিম বলছিলাম। ভালো থাকবেন।
@jana-ajana-bangla2 жыл бұрын
আপনার সদয় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এটি রবীন্দ্রনাথের জীবনের একটি স্বল্পচর্চিত অধ্যায়। ঘটনাগুলি দুঃখজনক হলেও সর্বৈব সত্য। আপনাদের ভালোবাসার থেকে অনেক উৎসাহ লাভ করলাম।
@poshupakhirgolpo2 жыл бұрын
Asadharon. Anek kichu Janlam.
@ManobMajumder2 жыл бұрын
বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা ও পারিবারিক জীবনের এ যন্ত্রণা সত্যিই জানা ছিলো না, হয়তো অনেকেই জানেন না। এত অন্তরজ্বালা নিয়ে তিনি যে বিশাল সৃষ্টি সম্ভার রচনা করেছিলেন তা অনন্য বৈশিষ্ট। তাঁর তুলনা শুধুই তিনি এক ও অদ্বিতীয়. প্রনাম জানাই।
@jana-ajana-bangla2 жыл бұрын
ঘটনাগুলি অত্যন্ত দুঃখজনক হলেও সর্বৈব সত্য।
@mita41682 жыл бұрын
বাস্তব জীবনের এত ভুল সিদ্ধান্তের জন্যই তিনি কষ্ট পেয়েছেন।
@abhrabhaduri53112 жыл бұрын
Apni je kaj suru korechhen seta kore jan
@miraseal69412 жыл бұрын
কবির জীবন যে খুবই চরম কষ্ট এবং দুঃখের ছিল তা আমি বহুবার পড়েছি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভালো মানুষ মানে সরল হাদয়ের মানুষ যখন দঃুখ পায় তখন তার পরীক্ষা নেওয়া হয় সংসার অসার কাজেই . প্রেম ভালোবাসা আনন্দ মানুষের জন্য সীমত থাকা ভালো আর বাকীটা ঈশ্বরের চরনে অর্পন করা উচিৎ আমরা তা করিনা তাই তো এত যন্ত্রণা সহ্য করতে হয় ধন্যবাদ পাঠক নমস্কার নেবেন ❤️ 🙏
@swarupsarkar19002 жыл бұрын
N just. No CT
@basude43302 жыл бұрын
আপনার প্রতিবেদনটি শোনার পর কবির ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। ভাবছিলাম সত্যিই কি উনি মানুষ রুপে জন্মেছিলেন নাকি মনুয্যশরীর ধারী অন্য কেউ ছিলেন !!?
@manashmozumder42232 жыл бұрын
একটা ছোট্ট কথা, বেলা ও শরৎ শ্রীরামপুর নয়, ডিহি শ্রীরামপুর রোডে থাকতেন। এই জায়গাটা মধ্য কলকাতার পার্ক সার্কাসের কাছাকাছি। রবীন্দ্রনাথ অসুস্থ বেলা (বেলি) কে দেখতে এখানেই আসতেন।
@jana-ajana-bangla2 жыл бұрын
ভুল বলার জন্য দুঃখিত এবং সঠিক তথ্য জানাবার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আরো সতর্ক হবো।
@peacefullifetv50652 жыл бұрын
না কোনো কস্ট বা অনুশোচনা নয়। সব কিছু মানুষের কর্মফল।
@shafiqulislam8185 Жыл бұрын
কবি, সাহিত্যক, অভিনেতা হওয়া এক জিনিস আর বাস্তবতা ভিন্ন জিনিস। # সুযোগ সন্ধানী আর বাটপার ছিল, আছে, থাকবে,😢😢😢😢😢😢😢😢
@mahamayasikdar67132 жыл бұрын
অথচ উনি নিজেই রচনা করেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। শুধুমাত্র নিজেই দুঃখ পেলেন না, মেয়েটার জীবনটাকে একেবারে তছনছ করে দিলেন।
@daviddas51072 жыл бұрын
Onar moto lokra all time onno der gyan diye beran
@habib-jr3vh Жыл бұрын
He was man of double standard. Himself an evil man, that's why each time he chose an evil man as his son in law.
@tkr11452 жыл бұрын
The video is really UNIQUE. Keep it up please. Thanks 🙏
@jana-ajana-bangla2 жыл бұрын
Thank you so much.
@abulkalamazad-ph9bi2 жыл бұрын
মজার ভিডিও। মন দিয়ে শুনলাম। ধন্যবাদ প্রিয়।
@Monidipa-Kobita_119.2 жыл бұрын
সত্যি উনি বার বার ভূল করেছেন... নিজের মেয়েদের উচ্চ শিক্ষিত করে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করলে বরং হয়তো তিনি সফল হতেন......!..এতটা লেখনী শক্তি এতোটা মানুষ এর অন্তর বর্ণনা করেও তিনি মানুষ চিনতে পারেননি...!এতো ছোটোতে বিয়ে দেওয়া কখনোই উচিত হয় নি তাঁর...!তাঁর ভূলে তিনি ও তাঁর মেয়েরা সারাজীবন কষ্ট আর অপমানিত হয়েছিল...!
@rinkieghosh37822 жыл бұрын
একদম সত্যি। উনি ই তো ওনার গল্পের নায়িকা দের শিক্ষিত ও প্রতিবাদী হতে বলেছিলেন। তবে কেন ওই ভাবে এত আদরের মেয়ে গুলো কে sath তাড়াতাড়ি বিয়ে দিলেন
@bitturaha1939 Жыл бұрын
00000000000
@robiulmondol7866 Жыл бұрын
@@rinkieghosh3782 eta silo tokonkar niom
@sapnabhattacharjee7062 Жыл бұрын
You r right absolutely right
@rakhimukerji79379 ай бұрын
We sll know the insult a pirali brahmin had to put up with. ALL THEIR LIFE TaGORES REMAINED AT THE MARGIN OF HINDU SOCIETY BUT CONTRIBUTED THE HIGHEST.
@irasengupta51152 жыл бұрын
কবিগুরু প্রনাম।ভীষন কষ্ট হচ্ছে। উনার মতো একজন মহামান্য পৃথিবীর শ্রেষ্ট কবি মহামানব কে আপন জনেরা এতো কষ্ট দিল কি ভাবে। ওরা তিনজনই অসুর জামাতা।আমার বিবেক বলছে মন বলছে।
@kalpanasenguptabaruah51802 жыл бұрын
কবিগুৰু কে প্ৰণাম। ভীষণ যন্ত্ৰণাদায়ক কাহিনী 🙏🏿 কল্পনা সেনগুপ্তা বৰুৱা। অসম
@shafaliakter46802 жыл бұрын
@@kalpanasenguptabaruah5180 l
@abhijitchakrabarty40022 жыл бұрын
Excellent information thanks 👌
@jana-ajana-bangla2 жыл бұрын
Welcome sir.
@PronatiSanyal Жыл бұрын
অনেক জানলাম ,ভালো লাগলো
@jana-ajana-bangla Жыл бұрын
Anek dhanyabad.
@polinadhikari6044 Жыл бұрын
সংসার জীবনে কবি গুরুর এত কষ্ট, দুঃখ, অপমানের কথা জেনে মন প্রাণ দুঃখার্ত হয়ে গেল।
@goutamchatterjee6763 Жыл бұрын
রবীন্দ্রনাথ যদি এতো দুঃখ ও এতো আনন্দ না পেতেন তাহলে আমরা হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে পেতাম না ।
@shikharoy2072 Жыл бұрын
কিছু লিখতে পারলাম না ,এত কষ্ট তারপর ও তিনি বিশ্বকবি
@ourwonderworld6 Жыл бұрын
The way you expressed your self is amazing!as if you felt what the great poet had gone through!
@jana-ajana-bangla Жыл бұрын
Thank you so much !! As a blind fan of his literary creations, I also felt deeply pained.
@sujitvoice65682 жыл бұрын
মন ভারাক্রান্ত হয়ে গেল।
@kawsarabegom63742 жыл бұрын
এত অপমান জনক শর্তে কবি মেয়ের বিয়ে দিলেন কেনো ?
@Kaushik59542 жыл бұрын
সত্যি কোনো মানুষের জীবনে এত দুঃখ থাকে? ভগবান করুক যেনো এমন দুঃখ কোনো মানুষের জীবনে না আসে। হে সর্বশক্তিমান, তুমি এই মানুষটার অস্তিত্বকে রক্ষা করো, সময় এনার অস্তিত্বকে যেনো গ্রাস না করতে পারে।🙏🙏🙏
@purnimasarkarsong96972 жыл бұрын
Sir akjon popular, respected, great person hte gele hajar bipod perote hay 🧐🧐🧐😭😭my favourite poet Rabindranath Tagore 👌🏻👌🏻👌🏻👌🏻He is in my heart 👌🏻👌🏻
@jana-ajana-bangla2 жыл бұрын
Very true madam.
@swatimunshi3268 Жыл бұрын
একেবারে ঠিক। নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারাটাই মহৎ লক্ষ্যে পৌঁছানোর পথ।
@Linta-Movies2 жыл бұрын
খুব সুন্দর এবং তথ্যসমৃদ্ধ উপস্থাপনা ।
@tapanmullick87512 жыл бұрын
Thanks a lot
@aparnadechoudhury2852 жыл бұрын
কবি প্রচুর জ্ঞানে ভরপুর থাকলেও ওনার বাস্তব জীবনের জ্ঞান খুব অল্শ ছিল,ব্রাম্ভসমাজে মেয়েদের স্বাধীনতা থাকলেও উনি ওনার মেয়ে বউকে কোন স্বাধীনতা দেননি।উনি ওনার ভালোলাগাকে জীবনে বেশি গুরুত্ব দিয়েছেন বলেই ওনাকে এই অসহনীয় দুঃখ পেতে হয়েছিল।
@sudhangsukumardas19202 жыл бұрын
Apnar bastab buddhi eto beshi je.....sei jug samparke apnar dharona khubi kom.....tai ektu history porlei bujhte parben sei jug ar ei jug duto sampurna alada.......sei juge ei juger moto eto adhunikata chilo na.....tobe kichu samaje meyeder sadhinata thakleo puro samaj takhono meyeder sampurna shadhinata dei ni.....ar amader kabiguru chinta dharai adhunik holeo takeo sei samajer niyam mene cholte hoyechilo.....tai ekhane kabigurur kono dosh nei......ok....dosh samajer.....valo kore history jene tarpore kobiguruke blame korben.....ajatha tar name mitthye dosharop korben na....ok..
@Peripatetic9992 жыл бұрын
@@sudhangsukumardas1920 আপনার মতো অসংখ্য জ্ঞানীতে ভর্তি এই বঙ্গভূমি। তাই তো বঙ্গের এই হাল🤣🤣। গর্বেই ফুলে থাকুন ফানুস হয়ে 🤣🤣।
@kalikinkarsamanta38262 жыл бұрын
আপনি কোনরকম পড়াশোনা না করেই একজন মহাপুরুষের সম্বন্ধে মন্তব্য করলেন। আপনি অপরাধ করেছেন।
@salmabegum69682 жыл бұрын
এতো কষ্ট কি ভাবে একজন মানুষের থাকে? একটা ছেলে ও নাই। মেয়ের জামাগুলো ভালো হলোনা। এটাই নিয়তি। মানুষ সর্ব সুখে সুখি হয়না।
@bachchukhan39182 жыл бұрын
বিশ্ব কবির এতো ভুল মেনে নেয়া যায় না। সে সময় কি ছেলের এতো অভাব ছিল যে এতো এতো পন দিয়ে মেয়েদেরকে এতো অল্প বয়সে বিয়ে দিতে হবে।
@spendcuber1199 Жыл бұрын
Thakur barir chhele-meyeder songe sei samoy keu bibah dite chaito na kenona thakur barike ek ghare kora hoyechhilo. Hoy to sei karonei asahai kabi emon aaptti janak baina mene nite badhyo hoyechhilen.
@jana-ajana-bangla Жыл бұрын
একদম সঠিক তথ্য দিয়েছেন আপনি। ধন্যবাদ।
@nilkanthadebnath47602 жыл бұрын
প্রদীপের নিচের অন্ধকার টা যে এত ঘন ছিল রবীন্দ্রনাথের জীবনের সেটা জানা ছিল না।
@tapasmoitra20052 жыл бұрын
অসাধারণ । অনেক অজানা বিষয়ে জানতে পারলাম । নমস্কার
@jana-ajana-bangla2 жыл бұрын
নমস্কার এবং ধন্যবাদ।
@fahimbhuiyafahim.fahim.2832 жыл бұрын
ভাই, " নমস্কার " এই শব্দের প্রকৃত অর্থ কি হবে কেউ জানাবেন কি?
@kuhubiswas6577 Жыл бұрын
Asadharon post.
@jana-ajana-bangla Жыл бұрын
অনেক ধন্যবাদ ম্যাডাম।
@subhashdas5287 Жыл бұрын
কবির অনেক অজানা তথ্য জানতে পেরে মন দুঃখে ভরে গেলো। নিয়তি কে মেনে নিতে হবে সকলকে।
@jana-ajana-bangla Жыл бұрын
স্যার, যতই বেদনাদায়ক এবং অল্পচর্চিত হোক, এই কঠিন যন্ত্রনা কবিকে সইতে হয়েছিল নীরবে।
@omarwahid10602 жыл бұрын
হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়লো🥲
@jana-ajana-bangla2 жыл бұрын
সত্যিই তাঁর মতো প্রতিভাশালী এক ব্যক্তির এই অবস্থার কথা ভাবলে মান ব্যথায় ভরে ওঠে।
@rajeshbauri295 Жыл бұрын
Biswa kobi Rabindranath Tagore r eto koster jibon sune ami hotobak hy gelam , abng se juger somaj babosthau j vison kharap chilo setau bojha jai r sorbo pori Nari ra sorbokaler aboheler Patra hy eseche tau bojha jai ,ei somaj babostha ke ami ghrina kori ei j Narir proti otacher,Sc,St manusder proti otacher ,ei somaj babotha ter jonoi to Biswakobi Rabithakur k eto dukho kosto Pete hyche ,ekhono ei somaj babostha ter birat kichu unnoti hy ni .Rabi Thakur k janai koti koti pronam.
@shyamalighosh12552 жыл бұрын
মানুষ টিকে বোঝা ক্ষমতা আমাদের মধ্যে নেই, বিশাল এক সমুদ্র 🙏🙏🙏
@jana-ajana-bangla2 жыл бұрын
একদম ঠিক ম্যাডাম।
@jhunusarkar20912 жыл бұрын
Ekdom thik bolechen
@shampamukherjee23102 жыл бұрын
একদম সঠিক বলেছেন।
@hparson77222 жыл бұрын
বিশ্বজযী কবি এত worthless মেযেজামাইগুলো কীভাবে পেযেছিলেন ভাবতে অবাক লাগে!
@tusharkantichongdar83142 жыл бұрын
ভাগ্যের বিরম্বনা থেকে তাহলে কাহারো মুক্তি নেই!!!!
@panaullah62892 жыл бұрын
বাংলার দুই মহান কবি দুঃখ কে অবলম্বন করে সারাটি জীবন কাটিয়েছেন।
@exmuslim54422 жыл бұрын
দুই মানে আরো একটি কে??
@ranumondal59672 жыл бұрын
কবির নজরুল ইসলাম
@jana-ajana-bangla2 жыл бұрын
ঠিকই বলেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপরেও video বানাবার ইচ্ছা আছে।
@panaullah62892 жыл бұрын
ধন্যবাদ।
@tribeniprasadbagchi7284 Жыл бұрын
@@jana-ajana-banglasei jonyei Kazi Nazrul er r ek nam "Dukhu Mia".
@jahangirmondal33542 жыл бұрын
very proud n intetesting characteristic character of the superior community .
@shaktidas38188 ай бұрын
এত খারাপ জামাই হতে পার তা ভাবতেই পারি না ।কবি তো মানুষ নন তাই তিনি সহ্য করতে পেরেছে ন । ওরা তো নিজেদের ই অপমান করেছেন । নিজেরে করিতে গৌরবদান , নিজেরে কেবল ই করি অপমান । কথাটা এসব লোকের জন্য ই প্রযোজ্য ।প্রণাম কবিগুরু ।
@saifsiddiquee89332 жыл бұрын
সুন্দর আলোচনা
@krishnabhattacharya16532 жыл бұрын
কেন যে এত মুক্ত পুরুষ হয়ে নাবালিকা মেয়েদের উনি বিয়ে দিয়েছিলেন, ওনার তো আরো মেয়েদের শিক্ষিত করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা উচৎ ছিল এই মর্মান্তিক যাতনা ও পেতে হতো না তাহলে
@tarikanowar53912 жыл бұрын
Uni baira joto boro boro kotha boluk likhuk na kano....bastob jibon somporkke onar kono dharonai cilona.....ta na hola e din dekte hotona
@Twistaround Жыл бұрын
নতুন করে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে কিছু জানলাম। একই সাথে খবই মর্মাহত হলাম।😢😢
@jana-ajana-bangla Жыл бұрын
সত্যিই মর্মাহত হবার মতই ঘটনা।
@ahamidurrahman50492 жыл бұрын
ঘটনা গুলো খুউব মনোকষ্টোকর।মনটা খারাপ হলো।
@myfavourites50719 ай бұрын
আজ এত বছর পরও আমরা এই কবির কাছে ই প্রতিনিয়ত মাথা নত করি এবং তাঁর বর্বর জামাতাদের ধিক্কার জানাই। এটাই বোধহয় সময়ের নেয়া প্রতিশোধ
@siddharthachakraborty3877 Жыл бұрын
আমার মনে হয় কবির উচিত ছিলো মেয়ে দের এতো তাড়াতাড়ি বিবাহ না দিয়ে উচ্চ শিক্ষা দেয়া , তাহলে খুব সুন্দর হতো ।
@baishalisarkar47692 жыл бұрын
তোমার জন্য মন খারাপ লাগে কবিগুরু! আমরা যে তোমায় বড্ড ভালোবাসি!
@jabirabdullah12602 жыл бұрын
এই বাঙলা মোটামুটি সব কিছু বুঝতে পারে। তবে শেষ টা ???
@arunbanerjee9663 Жыл бұрын
এই করুণ কাহিনী আমি জানতাম আপনি সুন্দর করে সাজিয়ে বললেন ,ধন্যবাদ।
@kartikroy67892 жыл бұрын
ধন্যবাদ
@samsujjoha79348 ай бұрын
Very sad
@debasisbose45422 жыл бұрын
সুন্দর উপস্থাপন ।
@jana-ajana-bangla2 жыл бұрын
অনেক ধন্যবাদ। সকলের ভালো লাগলে পরিশ্রম সার্থক বলে মনে হয়। 🙏
@debasisbose45422 жыл бұрын
@@jana-ajana-bangla ভালো থাকবেন ।
@pbh2473 Жыл бұрын
আমাদের কষ্ট এর কাছে কিছু নয়😢😢
@peacefullifetv50652 жыл бұрын
অন্তর যদি পরিচ্ছন্ন না হয় বিশ্বাস যযদি সৃষ্টি কর্তায় না থাকে তবে সব কিছুতে ওলট পালট কান্ড ঘটে!
@suprobhatdutta3951 Жыл бұрын
এত দুঃখ কষ্ট , সমালোচনা ছিল বলেই তিনি আজ বিশ্বকবি। অনেক মানুষ যাবে আসবে কিন্তু রবীন্দ্রনাথ, যিনি রবি অর্থাৎ সূর্য অর্থাৎ আলো এবং ইন্দ্র অর্থাৎ বজ্রের মত সহনশীল ,তাদের নাথ
@khukubiswas8042 жыл бұрын
পুরাটা শুনতে পারলে ভালো হত। কবির জীবনে যদি এতোটা দূর্বিসহ হয় তাহলে আমরা কি ভাবে আমরা চলবো।তার মেয়েদের সুখের জন্যই কবি এতো কিছু করেছেন। পত্যোক বাবা মা সন্তানের জন্য এটাই করেন।কবি ব্যর্থ হয়েছেন, আর আমরা তো কিছুই ন।প্রনাম কবিকে।
@tapansana43452 жыл бұрын
পৃথিবীতে ভালো মানুষের কপালে এমনই হয়
@ip5522 жыл бұрын
মন ব্যাথায় ভারাক্রান্ত হয়ে গেলো।
@jana-ajana-bangla2 жыл бұрын
সত্যিই খুব দুঃখজনক ঘটনা। তবে সর্বৈব সত্য।
@nupurchakraborty116 Жыл бұрын
এতো কষ্ট কবির ভাগ্যে ছিল ভাবা যায় না
@susthirbhanja1263 Жыл бұрын
Very good and materialistic presentation. From other biographical books on Rabindranath it seems that poet was not so realistic in marital life. Great personalities seem not successful in their personal lives.
@jana-ajana-bangla Жыл бұрын
Thanks a lot
@basudebbhattacharjee760010 ай бұрын
মানুষের কাছে নিজের দুঃখ অনেকটাই ফিকে হয়ে পরে যখন মনে হয় আমার চেয়েও দুখী আমাদের মহাকবিও ছিলেন।
@subratagoswami2235 Жыл бұрын
জীবনটাই এরকম, কেউ যানেনা কবে ,কথায়, কিরকম মনবেদনা আমাদের জন্য অপেক্ষা করছে।