অনবদ্য। অতুলনীয়। প্রিয় কলিম শরাফীর কণ্ঠে বিমূর্ত হয়ে ওঠা প্রিয় গানগুলো। কতবার শুনেছি, বার বার শুনতাম। রেকর্ডিং এর দোকান থেকে রেকর্ড করিয়ে বন্ধুদের উপহার দিতাম।আশির দশকের শেষে সদ্য তারুণ্যে পা দেয়া বন্ধুরা মন প্রাণ ভাসিয়ে দিয়ে শুনতাম তখনকার লিভিং লিজেন্ড কলিম শরাফীর গান। রবীন্দ্র সঙ্গীত বড্ড টানতো আমাদের। বন্ধুরা অনেকেই ছিল তাঁর প্রতিষ্ঠান 'সংগীত ভবনে' তাঁর শিক্ষার্থী হিসেবে।সৌভাগ্য হয়েছে সরাসরি তাঁর গান শোনার, গান শেখাতে দেখার। নিজেকে ধন্য মনে করি। প্রিয় শিল্পীর জন্য অতল শ্রদ্ধা।
@SayedaSuraiyaSubahan5 ай бұрын
I'm
@anuppathak47156 ай бұрын
এই অসাধারণ শিল্পীর গান আগে শোনা হয়নি,বলতেও লজ্জা লাগে! অতুলনীয়।
@priyasankarchoudhuri4393 Жыл бұрын
মুগ্ধতা। শুধুই মুগ্ধতা।মন শান্তিতে ভরে গেল। প্রণাম এই গায়ক কে।
@MD.ShahAlamSikder-o7p4 ай бұрын
রবীন্দ্র সঙ্গীতের ভাবের দ্যোতনা কলিম শরাফির মধুর কণ্ঠে যেভাবে ফুটে উঠেছে তার তুলনা মেলা ভার। তাঁর গলার সুর অজর, অমর, অক্ষয়!
@asokeranjan9926 Жыл бұрын
অসাধারণ এই শিল্পীকেও 46 এর ভ্রাতৃঘাতী দাঙ্গায় এই বাংলা ছেড়ে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে যেতে হয়েছিল একথা মনে পড়লে লজ্জায় ম'রে যেতে হয়!
শিল্পীর গায়কি শ্রদ্ধেয় সুবিনয় রায়কে মনে করিয়ে দেয়।প্রণাম।
@rumachakraborty6422 Жыл бұрын
অপূর্ব গায়কী। মন ভরে গেল
@swapanpal11516 ай бұрын
অসাধারণ গান শুনলাম অনেক দিন পরে। খুব ভালো লাগলো
@swapanmandal7175 Жыл бұрын
মন খারাপের দিন আমার সাথী আপনার এইসব গান গুলো।নমস্কার।
@amaldatta174 Жыл бұрын
এমন পবিত্র মধুর সুরের পরশে শান্তিতে ভরে যায় মন । উনার চরণে প্রণাম জানাই ।
@Rabindranath. Жыл бұрын
থ্যাংক কিউ 😊😊❤❤
@amaldatta174 Жыл бұрын
@@Rabindranath. ❤️
@swapanmahmud861811 ай бұрын
The Legend!!!
@ShaheenurRashid4 ай бұрын
সাধক শিল্পী।অসাধারণ।
@samarhare3779 Жыл бұрын
দারুন, দারুন, দারুন। এই রবীন্দ্রসঙ্গীত বার বার মন শুনতে চায়।
@mirade16985 ай бұрын
পঙ্কজ মল্লিক,দেবব্রত, কলিম শরাফী,হেমন্ত, সুবিনয় রায়, সাগর সেন ,প্রত্যেক রবীন্দ্রসঙ্গীত শিল্পীরাই স্ব স্ব ক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। চির অমলিন তাঁদের কণ্ঠস্বর।
@goutammridha19906 ай бұрын
অসাধারণ | কলিম সরাফি আমার কাছে Best | ওনার গান শুনলে আর কারো গান ভাল লাগেনা | আজ ওনার শতবর্ষ | আমার নিনম্র শ্রদ্বা ও প্রনাম জানাই | ওনাকে এদেশে ধরে রাখা যায়নি বলে লজ্জায় মাথা নত হয়
@MD.ShahAlamSikder-o7p3 ай бұрын
কলিম শরাফির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনলে মনে হয়, যেন স্বয়ং রবীন্দ্রনাথই গান গাইছেন!
@cine127 Жыл бұрын
বেঙ্গল ফাউন্ডেশন এক আশীর্বাদ তরুণ প্রজন্মের জন্য!
@sarbanihome1620 Жыл бұрын
Khub bhalo laglo. Anek pronum janai
@RuhulAmin-mo4ps Жыл бұрын
🙏🙏🌷🌹💖 অসাধারণ
@tirthankarmitra679211 ай бұрын
প্রিয়তম শিল্পী কলিম সাহেব, যত শুনি মুগ্ধ হই। প্রতিভার প্রতি সুবিচার করতে পারলাম না।
@profdrjnansil5066 Жыл бұрын
অসাধারণ গায়ণের জন্য অভিনন্দন জানাই।
@srabanimukherjee82346 ай бұрын
আজ এই শিল্পীর জন্মশতবর্ষ । আনন্দবাজার পত্রিকায় ওঁনার কথা লেখা পড়ে আবার গান শুনলাম এবং মুগ্ধ হলাম।
@anushreesarkar8956 ай бұрын
Amio editorial ta porei elam.
@tapanchattopadhyay216910 ай бұрын
Truly a great artiste! Darun bhalo lagchhe.
@bhaskarsengupta912010 ай бұрын
অসাধারন।মন ভরে গেল
@RahmanKarigor Жыл бұрын
ভরাট কন্ঠের অন্যন্য সুরের মূর্ছনা।
@pranatidas99694 ай бұрын
বহুদিন পর এতো ভালো সুর সমৃদ্ধ মন ছুঁয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলাম, গায়ককে আমার অন্তরের শশ্রদ্ধ প্রনাম।
@digjoymanna35209 ай бұрын
Akhon mohan shilpi abong bola jete pare Robindra Songeet jogote shrestotomo. Onake Amar ontorer sroddha janai
@tapanchattopadhyay2169 Жыл бұрын
Wonderfully sensitive rendering of the songs. A great artiste.
@mirade16987 ай бұрын
জন্মশতবর্ষে সশ্রদ্ধ প্রণাম জানাই এই অসাধারণ শিল্পীকে।
@shilabasuray72227 ай бұрын
কি সুন্দর কণ্ঠ শুনে মুগ্ধ হলাম. Pronam janai.
@satyajitchanda5864 Жыл бұрын
ওপারে-ও কত মণিমুক্তো ছড়িয়ে ছিল বা আছে!
@runarunkumar51733 ай бұрын
গায়ক,উচ্চারণে দেবব্রত বিশ্বাসের ছাপ। প্রতিটি গান সুখশ্রাব্য।
@taniachanda7902 Жыл бұрын
ProNam roilo..vishoN valo laglo
@shilabasuray72226 ай бұрын
Ei ashadharon shipir ei gaanti amar mone hoey ku ato shundor kore gaeyni.Amar pronam janai..
@AjoyDas-rt2rh10 ай бұрын
Porane posilo, onar kontho.
@rajatkantinath7715 Жыл бұрын
খুব খুব ভালো লাগলো... মন ভরে গেলো
@nirmalbiswas5945 Жыл бұрын
Osadharan. Osadharan.
@shyamalbhattacharya48486 ай бұрын
Monta bhore gelo eto sundor
@malaysarkar4107 Жыл бұрын
অনবদ্য! অনবদ্য ! অনবদ্য।
@BiswanathDebnath4 ай бұрын
The #4 track in this collection, "ami tomay jato" - this is the second time I am listening to this song in more than 40 years. The first time I heard this was a recording by K.L. Saigal in the early 1980s. Kalim Sharafi's rendition is equally good or maybe even better.
@bimolroy2404 Жыл бұрын
অনেক দিন পরে শুনলাম,৯০ এর দশকে খুব শুনতাম।প্রিয় শিল্পীদের একজন,ধন্যবাদ।
@arunkumarchakrabarti7139 Жыл бұрын
মন ভরে গেল।
@Debolina668 ай бұрын
অসাধারন কণ্ঠস্বর । নির্বাক হয়ে শুনে যেতে হয় কেবল ।
@samirghose7741 Жыл бұрын
অপূর্ব । ভালো লাগলো
@kalyanchattopadhyay3819 Жыл бұрын
অপূর্ব ! যেন নতুন করে জর্জ বিশ্বাসকে খুঁজে পেলাম । সেই মন ভরিয়ে দেওয়া সুরেলা উদাত্ত কণ্ঠ । আবার বলি, অপূর্ব অসাধারণ।
@jyotirmoychakraborty41448 ай бұрын
অপূর্ব।
@parthachakraborti174 Жыл бұрын
অপূর্ব
@debaratipal9104 Жыл бұрын
প্রণাম ।
@RanjitDas-g4i Жыл бұрын
অসাধারণ ।
@digjoymanna35209 ай бұрын
**Akhon--- akjon
@MegaSiddharth100 Жыл бұрын
🙏🙏🙏
@sanjoykumarmajumdar8096 Жыл бұрын
জর্জ বিশ্বাসকে মনে করিয়ে দিলেন।
@ShyamalBhar-n8u9 ай бұрын
I a.m 80yrs. Old now. I heard frbobrata noswas . Found shadow. In kalim sharafi.but sounds beautiful.
@supiakhatun210 Жыл бұрын
Apurbo❤
@arijitganguli Жыл бұрын
Asadharan
@arijitganguli Жыл бұрын
Monta bhore galeo
@dipalighosh4353 Жыл бұрын
Opurbo gayoki
@madanmoitra8274 Жыл бұрын
vora roilo smriti sudhay
@maitreyeemajumder307 ай бұрын
Onoboddyo
@anuproy1062 Жыл бұрын
জানিনা কেন, আমার মনে হয় কলিম শারাফির মত এত ভাল রবীন্দ্রসঙ্গীত আর কেউ গায় নি। মনে হয় রবি ঠাকুর বোধয় এই চেয়েছিলেন, শুধু গান, বেশি স্টাইল নয়, বেশি বাদ্যি নয়, চোখ উল্টে আঁতলামো নয়, মাথা নেড়ে বোদ্ধাবাজি নয়।