Рет қаралды 19,987
Moushumi Pakhi is now yours. After countless hours in the studio, here's my debut single which will also be available on all streaming platforms soon. #moushumipakhi #rafid
Lyrics: মৌসুমী পাখি,
কোথায় তুমি যাও উড়িয়া?
মিষ্টি ফলের লোভে তুমি
পাশৰ ফলের কথা,
যাও ভুলিয়া।
মৌসুমী পাখি
কোথায় তুমি যাও উড়িয়া?
জ্যৈষ্ঠ মাসের শুরুতে
তোমার মনে প্রেম আসে,
উড়াল দেওয়ার পথে
তুমি যাও দেখা দিয়া।
নষ্ট মোহের বিনিময়
আমার তোমার প্রেমটা হয়,
সঙ্গ দেওয়ার কথা
তুমি যাও বলিয়া।
উড়াল দেওয়ার আগে বলো
স্বাদটা ফ্যাকাসে।
পাশৰ অংশের দুর্গন্ধটা,
তোমার মনে আসে।
ভাদ্র, আশ্বিন, পৌষ মাসে
দেও না তুমি দেখা,
তোমার এই বেইমানির ফলে,
আমার এই গান লেখা।
ফলের অঙ্গের শটন ক্রিয়া
বুঝলা না গো তুমি পাখি,
তোমায় আবার দেখার কথা
কই না শুধু মনে রাখি।
মন তো বলে আবার আশা
ভঙ্গ করে যাবে উড়ে,
বহু দূরে, বাসা বেঁধে
হাসতে শিখেছো কি?
Composition: Rafidul Hoque
Lyrics: Rafidul Hoque
Guitars: Rafidul Hoque, Ehtesham Ali Moeen.
Vocals: Rafidul Hoque, Istiak Ifty(youtube- • IFTY - Train ta cholch... ), Shayekh Mohammad Sifat, Ehtesham Ali Moeen
Bass: Fardin Fayez Omee
Keys: Shuprio Shahi Teerno
Flute: Tashfiq Ezaz Ansary(Spacepiper) (youtube link- / @spacepiper )
Production/Mixing/Mastering: Jagot Jit