*খুব আনন্দ হচ্ছে। কৃত্রিমতার দমবন্ধকর পরিবেশ থেকে এই মাটির সংস্পর্শে আসা মনে আনে এক অনাবিল আনন্দ। খুব ভালো কাজ করেছেন। হে প্রকৃতি, রাজ গার্ডেন্সকে সমৃদ্ধ করো, তোমার আশীর্বাদে ভরিয়ে দাও ফুল ফলে। পরিশ্রম সার্থক হোক।*
@mushiurrahman490511 күн бұрын
এত সুন্দর করে একটা মানুষ কি করে বলতে পারে শুধু মনমুগ্ধ হয়ে শুনলাম ❤( বাংলাদেশ থেকে )
@PapisRoofGarden10 күн бұрын
অপেক্ষার অবসান হলো। গাছ গুলোকে দেখে মনটা আনন্দে ভরে উঠলো। এবার গাছগুলো আগের থেকেও ভালো জায়গা পেয়েছে। চারিদিকে মনোরম দৃশ্য-"অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি,ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি" । ইচ্ছা থাকিলেই যে উপায় হয় আপনি তার জলন্ত দৃষ্টান্ত । "নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো,যুগজনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো " ।ভালো থাকবেন দাদা 🙏
@rajgardens9 күн бұрын
🙏
@souravmoyra60078 күн бұрын
বাঃ, মনটা এখন অনেকটা হালকা হয়ে গেল। দারুন উদ্যোগ দাদা। তোমার এই কঠোর প্রচেষ্টার জন্য অনেক অনেক অভিনন্দন 👏👏👏👏👏👏
@ashimroy307811 күн бұрын
অপূর্ব! এ তো দক্ষ যজ্ঞ। Hat's off to you. পরের ভিডিও টা আরও একটু বড় এবং আরও details জানাবার অনুরোধ রইল। আমি 71 yrs এবং cancer patient. তবুও শরীর ঠিক থাকলে ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা রইল। আশা করি পরের ভিডিও শীঘ্রই পাব।
@abidurrahman48711 күн бұрын
বাংলাদেশ থেকে বহুদিন আপনার বিডিও দেখি দাদা, অনেক ভালো লাগে, আপনার ব্যথায় ব্যথিত ছিলাম এতোদিন আজ খুবি আনন্দীত..।
@sanghamitrachowdhury174911 күн бұрын
নতুন ঠিকানায় মনের আনন্দে বেড়ে উঠুক রাজ গার্ডেন্স ৷ সত্যিই শাপে বর হয়েছে .... স্বাধীনভাবে হিন্দোলিত হোক্ সবুজেরা !!!!! অনেক শুভকামনা ....🎉🎉🎉
@AmitDas-pu9ok10 күн бұрын
চোখের জল আটকাতে পারলাম না অসংখ্য ভালবাসা রইল আপনার জন্য
@mallinathbasu44411 күн бұрын
আপনি অনুপ্রেরণা যোগালেন আমার হৃদয়ে আজ ৬৫বছর বয়সেও আপনার কর্মকান্ডে অনুপ্রাণিত হলাম। আপনার ভিডিওগুলো আমার ক্ষুদ্র প্রচেষ্টার সহযোগী তাই আপনি ভালো থাকলে আমরাও খুশী থাকবো
@joinedventure621211 күн бұрын
অনেক ভালো লাগল। যা হয় ভালোর জন্যই হয়। আপনি আপনার বাগানবাড়িতেই বাড়ি করে চলে যান। শহরের নরপিশাচ মানুষের ভীরে থাকার চেয়ে অবলা গাছের সাথে জীবন পার করলেই বেশি শান্তি ও সম্মান পাবেন।
@ramanujmukherjee655110 күн бұрын
অপূর্ব... সমাজের অবক্ষয়য়ের মাঝে অসম লড়াইয়ের একটি উৎকৃষ্ট উদাহরণ ... প্রথমদিকে খুবই মন খারাপ হয়েছিল... আপনার এই অসম যুদ্ধ জয়ের পর এখন আমি মানসিক শান্তি পেলাম... এই ৭৬ বছর বয়সে আমার শরীর পারবে কিনা জানিনা তবুও একবার আপনার নতুন বাগান সচক্ষে দেখার ইচ্ছা রইল... ঈশ্বর কৃপা আপনার উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি... ধন্যবাদ ... ভাল থাকবেন...
@RomaRuma-u6w11 күн бұрын
দাদা আমি বাংলাদেশ থেকে, আজ দ,চোখ বেয়ে পানি আসছে,আমার ভিডিও দেখে অনেক কিছু, অনেক অনেক কিছু শিখেছি,ভাষা হারিয়ে ফেলেছি,
@robiulsgarden440711 күн бұрын
দোয়া এবং শুভ কামনা রইল রাজ গার্ডেন এর জন্য। নতুন করে ফুলে-ফলে ভরে উঠুক রাজ গার্ডেন।
@goutamroy98189 күн бұрын
ভগবান যা করেন ভালোর জন্য। যাঁরা গাছ গুলো কে উৎখাত করেছিলেন তাঁদের অনেক ধন্যবাদ। খুব শান্তি পেলাম।
খুব ভালো লাগলো রাজ গার্ডেন এর নতুন ঠিকানা।ভালো থাকুন সুস্থ্য থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন এই কামনা করি 🙏💕
@agautam8411 күн бұрын
ভীষন ভীষণ খুশি হলাম আপনার আজকের প্রতিবেদনটি দেখে । আপনার গাছগুলি শুধু আপনারই ছিল না , আত্মীয়তা গড়ে উঠেছিল আমাদের সাথেও । আমার বিশ্বাস গাছ গুলি এবার নতুন করে নিঃশ্বাস নিয়ে মুক্তির আনন্দ উপভোগ করবে । ভাল থাকুন আপনি, ভাল থাকুক রাজ গার্ডেনস এর এই মন মাতানো সদস্যরা । আর সবার প্রতি আপনার যে আমন্ত্রণ তা আন্তরিক ভাবেই গ্রহণ করলাম । ইচ্ছে রইল সুযোগমত একবার স্বচক্ষে রাজ গার্ডেনস দর্শন করার । নমস্কার ।
@rajgardens11 күн бұрын
🙏
@alpananath91409 күн бұрын
ওহ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইলো, কি যে আনন্দ হলো নতুন বাগানের কর্মকাণ্ড দেখে বলার ভাষা নেই, গাছেরাও খুব খুশি মনে হলো, খুব আনন্দ পেয়েছি দাদা, আপনি এই সন্তান দল নিয়ে খুব আনন্দে সুখে থাকবেন, নমস্কার জানবেন, নিমন্ত্রণ পেলে যাবার ইচ্ছে আছে 🙏
@bhaskarbharadwaj447111 күн бұрын
বড় মনখারাপ হয়ে গেছিল,ভাই, প্রিয়জনদের ছিন্নমূল হবার উপক্রম দেখে।আজ ওদের নতুন ঠিকানায় স্বমহিমায় উজ্জ্বল দেখে বড় প্রাণের আরাম হল।চরৈবেতি!
@lolboy976711 күн бұрын
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলো দেখা হয়। আগের ভিডিও টা দেখে খারাপ লেগেছিলো, এতোদিনের সাজানো সব কিছু কিভাবে সরাবেন শুরু করবেন। আজকের ভিডিও টা দেখে বেশ ভালো লেগেছে, খুশিও লেগেছে। কিছু লোক আপনার ক্ষতি করতে চেয়েছিলো, কিন্তু স্রষ্টা সেই ক্ষতিটাই আপনার জন্য বহুগুনে উপকার হিসেবে তৈরি করে দিলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভাই।
@nupursarkar975211 күн бұрын
খুব খুব খুশি হলাম।গাছেদের ভালোবাসি,তাই গাছবাগানীদের ও সর্বদা মঙ্গল কামনা করি। রাজ গার্ডেন এর উচ্ছেদ শুনে মনে খুব কষ্ট পূয়েছিলাম,এখন নতুন ঠিকানার কথা শুনে খুব আনন্দ পেলাম।সফল হোন আপনি আর সেজে উঠুক রাজ গার্ডেন।
@bikachprasunchandra40237 күн бұрын
আপনার অদম্য লড়াই কে কুর্নিশ করি শুধুমাত্র গাছেদের ভালো বেশে এভাবে ও ফিরে আসা যায় নিজের শেকড়ে সেটা বুঝতে পারছি আপনার এই কাজ দেখে ভালো থাকুন সবসময় সবুজে থাকুন সবসময় আপনার প্রতি অনেক শুভেচ্ছা ও পাশে থাকার প্রতিশ্রুতি রইলো স্যার ❤❤❤
@kajaldey42265 күн бұрын
খুব ভালো লাগলো আপনার এই ভিডিওটা, একদম মক্ষম জবাব দিয়েছেন নতুন রাজ গার্ডেন তৈরী করে,আপনার নতুন গার্ডেনের উন্নতি কামনা করি , ভগবান আপনার মঙ্গল করুন ।🙏
খুব ভালো লাগলো। রূপ কথার গল্প মনে হলে ও সত্য। আপনার হাতে জাদু আছে। আপনার কাছে অনেক কিছু শিখতে পারবো। এর আগে অনেক সমস্যার সমাধান পেয়েছি । আপনার বিশেষ গুণ আমাদের মতো নতুন দের ডাকে সাড়া দেন। আপনার মনের শক্তি খুব এটাই দরকার। বিপদে ভেঙে পড়লে চলবে না। সুস্থ থাকুন দীর্ঘ জীবি হউন, ভালো থাকবেন। অনেক অনেক ভালো বাসা রইলো।
@Prashansas2023creativeblog11 күн бұрын
অশেষ শ্রদ্ধা দাদা আপনাকে, নতুন ঠিকানার জন্য শুভেচ্ছা রইল দাদা, অনেক অনেক বছর সুস্থ ভাবে বাঁচুন আপনি তবেই তো এমন উদ্যোগ আরও দেখতে পাব। আপনার বাগানে ভিজিট করার অপেক্ষায় রইলাম।
@Moutainmaverick3 күн бұрын
চোখে জল চলে এলো।একজন মানুষ গাছ কে ঠিক কতটা ভালবাসলে এমন মহাযজ্ঞ করা যায় আপনাকে না দেখলে জানা যেতনা 😢😢❤❤
@thedesignhouse267311 күн бұрын
বাংলাদেশ থেকে একজন বৃক্ষপ্রেমীকে সালাম ও ভালবাসা। অনেক দোয়া রইল আপনার জন্য।
ওহ্ ! গাছগুলোর জন্য কি যে আনন্দ হচ্ছে!! মনে হচ্ছে মুখঝামটা দেওয়া বাড়ি মালিকের কবল থেকে আমি নিজেই যেন মুক্ত হলাম। পেলাম নিজের বাড়ি, যেখান থেকে আমায় কেউ কোথ্থাও বার করে দেবার হুমকি দিতে পারবে না 😊😊 গাছগুলোর জন্য আপনার এই লড়াইকে কুর্নিশ জানাই স্যার।🙏🏻 আপনি খুব ভালো থাকুন, পৃথিবী ভালো থাকবে। 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@BijoyBarman-q3b9 күн бұрын
আপনার পরিশ্রম ও সৎ উদ্দেশ্য আর সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সফল হোলো। ধন্যবাদ ঈশ্বর আপনার/আপনাদের মঙ্গল করুন।
@mayukhdas440111 күн бұрын
দাদা, আমি সোনারপুরে থাকি... খুব খুব ভালো লাগছে কাছের মানুষ কাছাকাছি আসায়... রাজ-গার্ডেন ফুলে-ফলে রঙে-গন্ধে কানায় কানায় ভরে উঠুক... এই কামনাই করি...
@skyspace17507 күн бұрын
RAJ Gardens-এর নতুন ঠিকানা দেখে বেশ ভালো লাগলো। আপনার ভিডিওগুলি আমি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখি। আপনার জন্য সবসময় শুভ কামনা রইলো। ঢাকা থেকে জামান।
@rupaliroy243511 күн бұрын
কি ভালো যে লাগলো বাগানটা দেখে, চোখে জল চলে এল। ভীষন ভীষন ভালো লাগলো। আমি নিজে একজন ছাদ বাগানী, বাগান ছাড়া নিজেকে ভাবতে ই পারি না
@krishnachandra1128 күн бұрын
নতুন কিছু সৃষ্টি করতে ধংস আবশ্যক. ভালোই হয়েছে. আমি গড়িয়া তে থাকি, গড়িয়া থেকে পিয়ালী কাছেই, আমি একদিন অবশ্যই যাবো. আপনার গার্ডেন আরো বৃদ্ধি পাক এই প্রার্থনা করি. ভালো থাকবেন.
@rupamanjarigoswami20578 күн бұрын
খুব সুন্দর বাগান আপনার গাছ আরও বেশি নিশ্বাস নিতে পারবে। অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আপনার জন্য❤❤❤❤❤
@Kamruzzaman-un4om11 күн бұрын
বিশেষভাবে সমব্যথী ছিলাম নূতন রাজ গার্ডেন্স এর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমন্ত্রণ জানালে আসবে একদিন
@sharmiladeb33612 күн бұрын
দাদা,আপনার এই ভিডিওটি দেখে যে কি আনন্দ পেলাম, তা বলে বোঝাতে পারব না। জায়গাটা অপূর্ব-দেখে মন ভরে গেল ❤। আমি প্রবাসী বাঙালি, চাকরির থেকে অবসর নিলেও আপনার বাগান স্বচক্ষে দেখার সুযোগ হয়ত পাব না, কিন্তু মনশ্চক্ষে আপনার সাজানো বাগান বেশ দেখতে পাচ্ছি। বাগানের প্রচুর শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করি। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
@KamalaBanerjee-h7b9 күн бұрын
দাদা আপনার গাছেরা নতুন ঠিকানা পেয়েছে দেখে ভালো লাগলো। আমার ভালবাসা রইল গাছেদের জন্য।
@biplabguha30888 күн бұрын
অসাধারণ প্রচেষ্টা। মনের সংকল্প যদি দৃঢ় হয় পথ ঠিক খুঁজে পাওয়া যায়, যতই বাধা আসুক। ভালো থাকুন, এগিয়ে যান। আমরা থাকি অপেক্ষায় আর ও সুন্দর সুন্দর ভিডিও র অপেক্ষায়, আপনার থেকে।
@mitabhattacharyya47169 күн бұрын
Congratulations Dada . বেঁচে থাকুক আর. আমাদের রাজ গার্ডেনস ।
@sukantapaul464211 күн бұрын
সত্যি বলছি দাদা। দেখে সত্যিই খুব আনন্দ পেলাম❤❤❤
@Kolkatalover94511 күн бұрын
সুন্দর খুবই সুন্দর, মুখে কিছু বলার নেই। আপনার বাগান চিরসবুজ হয়ে থাকুক।🙏
@kunalkarmakar137611 күн бұрын
খুব ভাল হয়েছে। অনেক অনেক বড় হোক রাজ গার্ডেন। এই কামনা করি🙏
@koushikranjanmandal741611 күн бұрын
কতটা গাছ ভালোবাসলে এরকম এতবড় কর্মকান্ড করা যায়.. আপনাকে মন থেকে ধন্যবাদ ও প্রণাম ❤🙏
@arun.akdbkp11 күн бұрын
দারুন দারুন সংবাদ। এগিয়ে যান সব প্রতিকূলতা জয় করে। গ্রামের ছেলে গ্রামেই ফিরে গিয়ে পাবে বেঁচে থাকার অক্সিজেন। 👍🏼😊🙏🏼
@amitbanerjee132911 күн бұрын
গাছেদের ছিন্ন মূল হবার ভিডিও দেখে কেঁদে ভাসিয়েছিলাম । আজ ওদের নতুন স্থায়ী আবাসে প্রাণ চঞ্চল ঝলমলে রূপ দেখে আবারও চোখ ভিজে গেল। তবে এবার আনন্দাশ্রু । খুব ভাল লাগল । আমি একজন গাছ প্রেমী বয়স্ক মানুষ। আমার গাছেদেরও অনেক সমস্যার মোকাবিলা করতে হচ্ছে প্রতিনিয়ত। এখনও লড়াই চালিয়ে যাচ্ছি। জানিনা আর কতদিন পারব। আপনার বাগানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি । ভাল থাকবেন। সবুজে থাকবেন। নমস্কার।
@rajgardens9 күн бұрын
🙏
@sankarsingha204211 күн бұрын
নতুন রাজ গার্ডেন ফলে ফুলে ভরে উঠুক ।এই কামনায় রইলাম।
@prasantanath521510 күн бұрын
Sotti ... apni osadhyo sadhan korechen... kemon jano ek manosik shanti pelam...apnar agami din gulo ei sobujer modhye e katuk... onek ,, onek subheccha roilo.
@khushidabanu193911 күн бұрын
আমার ভীষণ আনন্দ হলো দুই চোখে জল এলো দাদা 🌷
@atanuroy433011 күн бұрын
অসাধারণ ভিডিও মুগ্ধ হলাম । আপনার ভিডিও অনেক দেখেছি ভাল লাগে আপনার কথা বলার ধরণ বাগান সমন্ধে আপনার অসাধারণ জ্ঞান দেখে সমৃদ্ধ হই । আমি একজন ছাদ বাগানি চোখে জল এসে গেল আপনার ভিডিও দেখে।
দাদা,,,, খুব ভালো লাগলো। আপনি video তে বললেন ধ্বংস র পর সৃষ্টি। মানে পরিবর্তন। যা ভগবান বলেছেন,,, পরিবর্তন ই পৃথিবীর নিযম। আপনার মনের ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ পূরন করেছেন। এইটাই আমার খুব, খুব ভাল লেগেছে। দাদা,,,,,, ভগবান শ্রীকৃষ্ণ কে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আপনি , আপনার পরিবার, এবং আপনার গাছেরা শ্রীকৃষ্ণ দয়া য়ে ভাল থাকবেন এই কামনা করি।
দাদা এরকম কিছুই আশা করেছিলাম। আগের ভিডিওটা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছিল। এখন সত্যিই অনেক বেশি ভালো লাগলো।
@pritamsaha251610 күн бұрын
Darun hoyeche.... Just wow ki bolbo Mann ta bhore gelo Amar oo apnar mtoi ekta sopno janina puron hobe kina but chesta krbo... Apnake onek onek subho kamana roilo....God bless You❤ From Agartala,Tripura
@ZakiaSwapna11 күн бұрын
আলহামদুলিল্লাহ,,, আল্লাহ পাক আপনার কষ্ট দূর করেছেন।। খুব খুশি লাগতাছে।। আমি বাংলাদেশ থেকে।।
@umasaha160710 күн бұрын
Darun laglo natun Raj gardens. Sotti e shap e bor hoeche. Ami apnar anekdin er purono subscriber. Apnar vdo theke anek kichu sikhechi. Apnar ai natu bagan dekhe khub bhalo laglo. Sundar ak bagan bari hoe uthbe Raj gardens. Amra chad bagani ra sokol ei amon akta garden bananor swapno dekhi. Sotti e darun laglo dada. Best of luck
@goswamiirani10 күн бұрын
Apurbo laglo aapnaar jiboner ei kotthin shomoy theke aanondo khunjey paowa, notun anabil aanonder thikana'r golpo. Ja hoy ta kichhu bhalo'r jonyoi hoy. Raj Gardens ke anek anek shubho kamona......❤❤❤🙏🙏🙏 Gachhera aager theke anek bhalo baari pelo.❤ Prakriti Ma jeno aapnaar gachheder ebong aapnaake aaro aaro bhalo raakhen.🙏
@kajalsen101211 күн бұрын
খুব সুন্দর বাগান বাড়ি এতো দিন গাছেদের বাগান ছিল বাড়ি ছিলোনা আজ সেটা তারা পেয়ে গেল নতুন রুপে সেজে উঠলো রাজ গার্ডেন। সেলুট জানায় আপনাকে ।
@subhabratasarkar8519 күн бұрын
একেবারে সঠিক সিদ্ধান্ত।।।অনেক অনেক ভালো থাকবেন।।।
@FarhanKhan-fr3td8 күн бұрын
বাংলাদেশ থেকে আসবোই আসবো। নয়া রাজ গার্ডেনে❤️❤️❤️🌻🌻🌻🌻
@traditionwithchanchal871311 күн бұрын
ভাষা হারিয়ে ফেলেছি দাদা। কিছু বলার নেই। একটা কথা ঠিকই বলেছেন ধংসের পরেই আছি সৃষ্টি, আপনি পেরেছেন। ❤❤❤ বাংলাদেশ থেকে অনেক অনেক শুভকামনা রইল।
@nilmonirajak718111 күн бұрын
স্যার দেখে খুব খুশি হলাম
@rongdhanugarden10 күн бұрын
Khub valo laglo Raj Gardens er natun thikana dekhe ।
খুব সুন্দর বর্ণনা আপনার, ভালো লাগলো। আমিও গাছ ভালোবাসি। আমারও ফ্ল্যাটের ছাদে গাছ রাখা নিয়ে অশান্তি হচ্ছে। যদিও আমার বাগান ছোট, তবু গাছকে ভালোবাসার হৃদয় সবার থাকে না। তাই কেউ এর মর্ম উপলব্ধি করতে পারে না। ভালো লাগলো আপনার উৎসাহ ও অদম্য ইচ্ছেশক্তির কাছে কিছু নিষ্ঠুর মানুষকে হার মেনে যেতে হলো বলে। ভালো থাকবেন।
@MsMumraj11 күн бұрын
বাহ অদম্য ইচ্ছা শক্তি দেখে সত্যি আমি মুগ্ধ আপনার দীর্ঘ আয়ু আর সফলতা কামনা করছি❤
@kunalmukherjee528411 күн бұрын
Notun thikanay pran vore gach lagan.onek subhechha roilo Dada.❤❤❤❤
আপনার বাগান সেইভাবে আমার দেখা হয়নি কিন্তু সেদিন একটি হঠাৎ ভিডিও দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছিল আজ আবার একটা ভিডিও দেখলাম দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@bikaslahiri4211 күн бұрын
ভাই তোমার ভিডিও দেখে খুবই অভিভূত হলাম। অসাধারণ তোমার ক্ষমতা, অসাধারণ তোমার গাছের প্রতি ভালোবাসা। বিকাশ লাহিড়ী বয়স: 76 years সেইজন্য 'tumi' বলে সম্বোধন করলাম।
@anupampradhan529511 күн бұрын
Dada nomoskar, dekhe mon juriye galo,har na manar aer aek nam RAJ GREENES👍🏻👍🏻👍🏻
@shantuss844411 күн бұрын
দারুন বিষয়,,,,শুভ কামনা রইলো রাজ গার্ডেনের জন্য। আগামীর দিনগুলো আরো ভালো হবে।
@Evergreen3111 күн бұрын
একজন গাছ প্রেমী এবং ছাদ বাগানি হিসাবে এই ভিডিও দেখে খুব ভালো লাগছে . অনেক অনেক শুভকামনা রইলো
@bhubeshsarkar150410 күн бұрын
আপনার ধর্য আর অধ্যবসায়কে কুর্নিশ জানাই। শুভেচ্ছা নিয়ত।
@asischakraborty175711 күн бұрын
শত্রুর মুখে ছাই দিয়ে দারুন বাগান করেছেন দাদা, আমার তো দেখে খুব আনন্দ হচ্ছে।❤❤❤
@nazimuddin978511 күн бұрын
বাংলাদেশ থেকে,,, অনেক ভনেক খুশি আপনি সুস্থ থাকবেন
@rajalama973510 күн бұрын
আপনাকে অসংখ্য অভিনন্দন। আপনার এই শূন্য থেকে শুরু করবার,যাত্রা আমাকে মুগ্ধ করেছে।
@vs.shihab7711 күн бұрын
কি পরিমান গাছ প্রেমি হলে একজন মানুষ এমন উদ্যোগ নিয়ে এমন কাজ করতে পারে❤❤❤❤
@amitavakar719211 күн бұрын
দারুন। Great fighter. আপনার গাছের প্রতি এই ভালোবাসা সকলের কাছে অনুকরনীয়। ধন্যবাদ গাছেরা আরও ভালো ভাবে বাঁচবে।
@allizzwell2711 күн бұрын
আমি খুব খুশি, খুব ভালো লাগলো, দাদা আপনার গার্ডেন দেখার সৌভাগ্য হলে একদিন যাওয়ার ইচ্ছে প্রকাশ করলাম। ভালো থাকবেন
@miradebroy132111 күн бұрын
আমি আপনার থেকে বয়সে হয়ত অনেক টাই বড় এই বয়সে ও সব কাজ সেরে কিছু ফল ও ফুলের গাছ করি আমার ছোট ছাদে। বহুদিন ধরে রাজ গাডেন আমার খুব প্রিয়। মনটা খারাপ লাগছিল গাছ গুলি র কথা ভেবে। আজ জানলাম গাছ গুলি তার নিজের জায়গা পেয়েছে। খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
@asitroychowdhury867211 күн бұрын
আপনার প্রতি রইল আমার সশ্রদ্ধ অভিবাদন |
@allinone..46099 күн бұрын
Khub khub khub valo hoache kaku. Dekheo santi.... Anek valo thakun apni r apner sontan somo gach ra.
@sonakhasnobis898711 күн бұрын
দাদা,, ভিডিওটা দেখার পর কোন ভাষা নেই কিছু বলার । আরও উন্নতি হোক এই বাগানের । ❤❤
@taptichaudhuri105111 күн бұрын
মনখারাপের খুব ভালো লাগলো নতুন বাগানের খবর পেয়ে। বাগান দেখার আমন্ত্রণের অপেক্ষা করছি।
@ssharifulislam82611 күн бұрын
বাংলাদের থেকে নিয়মিত দেখি আপনার ভিডিও আপনার নতুন ঠিকানা দেখে ভালো লাগলো । ভালোবাসা রইলো আপনার ও আপনার বাগানের জন্য ❤❤❤
@snehasmake-upartistry505710 күн бұрын
দাদা অসম্ভব ভালো লাগছে দেখে,, আমার বাড়ি সোনারপুর এ, , তাই বাড়ির কাছাকাছি এসেছেন দেখে খুব ভালো লাগলো, ,,অনেক শুভকামনা আপনার জন্য দাদা ❤️❤️🙏🙏🙏