আসলে হিউমিক এসিডের দাম এতো বেশি হওয়ার কারণে গাছের রুট ট্রিটমেন্টের সময় একান্তই প্রয়োগ করা ছাড়া সব সময় ব্যবহার করা সম্ভব হয়ে ওঠেনা। অনেকেই ঘরোয়া পদ্ধতিতে হিউমিক এসিড বানানোর ভিডিও করেছেন, কিন্তু সেগুলিতে সবাই এক এক রকম করে দেখিয়েছেন যে কোন পদ্ধতিতে করতে হবে এই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। অনেক আগে আপনি একটি ভিডিওতে এই পদ্ধতির উপর একটি ভিডিও করবেন বলেছিলেন। আপনার কাছে বিশেষ অনুরোধ রইল যদি এই বিষয়টির উপরে একটি ভিডিও করেন।
@tMMTk1519 күн бұрын
খুব ভালো উপযোগী ভিডিও ধন্যবাদ 🙏 দাদা মাটি তে কিছু পাতিলেবুর গাছ আছে গাছে কিছু ফল আছে তিন চার সাইজের বর্তমানে গাছে মোটামুটি ফুল আসছে। যেহেতু ফল প্রত্যেক সপ্তাহ তুলতেই হয়। ঘরোয়া ভালো ইনটসাইট ও ফাঙ্গিসাইট কিভাবে তৈরি করা যায়। আমি নিম তেলাকুচা পাতা ও হলুদ রুসুন ও পিয়াজ পেষ্ট করে তার রস ১০০ এম এল করে প্রতি ডামে স্পে করি খুব ভালো উপকার পাই নি। তাই প্রফেস্ক সুপার দিতে হলো। জৈব্য বাড়িতে তৈরি জন্য একটি ভিডিও করুন। খুব ভালো হবে। ধন্যবাদ 🙏 হর হর মহাদেব
@nilmonirajak71816 күн бұрын
স্যার কতদিন অন্তর প্রয়োগ করতে হবে যদি বলেন তাহলে খুব উপকৃত হব
@syedabulayaz442316 күн бұрын
Dada ai November december mas a malta mosambi gacher ki porichorja korbo akta video din na..
@nazmulislam-nh9wc19 күн бұрын
thanks dada
@greengarden590019 күн бұрын
Very informative video
@sujitlovelovesujit527519 күн бұрын
স্যার, গাছের মাটিতে প্রয়োগ করতে গেলে বা গাছে স্প্রে করতে গেলে কোন সারের সাথে কোন সার বা কোন কীটনাশক এর সাথে কোন ছত্রাক নাশক একসাথে মিশিয়ে প্রয়োগ করা যাবে বা যাবে না এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও দিলে অনেকেরই সুবিধা হত। বিশেষ করে নতুন বাগানিদের জন্য বা যারা ধরুন ইচ্ছে থাকলেও গাছের পেছনে সময় দিতে পারে না, তাদের জানা থাকলে কয়েকটা জিনিস যেগুলো একসাথে দেওয়া যায় সেগুলো একবারে স্প্রে করে দিতে পারবে।
@rajgardens19 күн бұрын
👍
@sanjitpaul48547 күн бұрын
dada, Humic acid koto din ontor tob er matite deoya jete pare ?
@MasudReza-ci1xh19 күн бұрын
Dada kamon acho.Masud form Bangladesh
@Marium279819 күн бұрын
Thanks dada 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@syedsahidulla712219 күн бұрын
নতুন চারা গাছ রোপনের সময় প্রথমে গাছের গোড়ায় সাধারণত ফ্যাঙ্গিসাইট জল ও রুট হরমোন দিই। এর সাথে কি হিউমিক আসিড দেওয়া যাবে?
ট্রাইকোডার্মা ভেরিটি জলে গুলে গাছের গোড়ায় দিয়ে একদিন পর ছত্রাক নাশক বা স্প্রিন্ট স্প্রে করবে গাছে তারপরে 15 দিন পর যেকোনো গ্রুপের একটা কীটনাশক নিয়ে স্প্রে করবে তারপরে যেকোনো দোকানে গিয়ে 14 35 14 নিয়েছে গাছের গোড়াতে প্রায় দু চামচ দিয়ে দেবে এতটুকুই করলে তোমার গাছ আবার সবুজ ও সতেজ হয়ে উঠবে গাছের বৃদ্ধি ও ঠিকঠাক হবে
@rimanaskar935319 күн бұрын
Ei eki question amar o..
@ARKGAMING0319 күн бұрын
Reporting korun .....
@subirbanerjee678718 күн бұрын
আপনার কথা শুনে দাদা এঁটেল মাটিতে টবে আম গাছ বসিয়েছিলেম।ওতে কিছু ধানের কুড়া দিয়েছিলাম। vermicompost ও দিয়েছিলাম। কিন্ত পরে জল দেবার কয়েক দিন পর মাটি এত শক্ত দেখি যে মাটি যেন পাথর।আমি প্রতি 10 দিন অন্তর humic acid fertilizer দিচ্ছি।কিন্ত মাটি নরম ভুরভুরে তো হয় না।কি করবো?আর দু একটি গাছে নুতন শাখা আসছে।কিন্ত খুব সরু এবং শুকিয়ে যাচ্ছে।দয়া করে উপায় বলবেন
@dolapanja407419 күн бұрын
দাদা, আমার কাছে lab গ্রেডের হিউমিক এসিড রয়েছে এটা কি পটাসিয়াম হিউ মেট এর মতন সমান কার্যকরী নাকি আমি utkarsh এর পটাসিয়াম হিউমেট কিনব?
@babaipodder70124 күн бұрын
1ta nursery man bolchilo ei banana ba Achari chili er seed er theke fol naki valo hoy na......!
@PranabChatterjee-w5f8 күн бұрын
আম, পিয়ারা, আমলকি, গোলাপজাম- এই জাতীয় গাছে কি dormancy হয় না ? শীতকালে কি এইসব গাছে চাপান সার দেওয়া উচিত ? দয়া করে উত্তর দেবেন। ধন্যবাদ ।
@RABINDRANATHGHOSH-lb9go4 күн бұрын
Dada amar potgrown seedless guava plant er fol & leaves e morichar moto dag hochche,face book e picture send korechhi pl.dekhben , samadhan janale upokrito hobo,thanks in advance
Khol pocha jol er songa Humic asid babohar kora jaba?
@rajgardens19 күн бұрын
👍
@Thedog-r-h6m12 күн бұрын
দাদা এখন কি লেবু গাছে হিউমিক এসিড দেওয়া যাবে? আর দশ ইঞ্চি টবে কতটা পরিমানে দেবো ও কিভাবে প্রয়োগ করবো, যদি সমাধান বলেদেন তা হলে খুবই উপকৃত হব।
@rajgardens12 күн бұрын
এখন একবার দিয়ে দিন, এরপর আর দেওয়ার দরকার হবে না। দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে।
@Thedog-r-h6m11 күн бұрын
@rajgardens সুপ্রভাত, ধন্যবাদ দাদা information এর জন্য।
@NasimaAmin-j8j19 күн бұрын
দাদা টবে ও হাফ ড্রামে কতটা পরিমাণ দিতে হবে প্লিজ জানাবেন ভাল থাকবেন।
@rajgardens18 күн бұрын
2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে দিতে হবে ভিডিওতেই আলোচনা করেছি। ড্রামের মাটি ভেজাতে যতটা পরিমাণ লাগবে সেভাবেই সলিউশন তৈরি করবেন।
@RealmiyaBhai2.018 күн бұрын
দাদা আমি একটা বড় আমের ডালে গোবর দিয়ে বেঁধে দিয়েছিওখানে ওখানে অনেকগুলো শিফা এসেছে এখন ডালটা আমি পাতাগুলো ঝরে দিয়ে একটা চারটিতে রেখেছি ওখানে নতুন করে ডাল বার হয়ে এসেছে কিন্তু এখন দেখতেছি ডালটা শুকিয়ে যাচ্ছে আমি দেখেছিডালটা ওই জায়গাটাতে কেটে দিয়ে ছাপ লেগে দিয়েছি তারপরও ডালটা শুকাচ্ছে দ্বিতীয় কারণ আমরা যখন কাঁঠালের চারাগুলো অন্য দোকান থেকে নিয়ে আসতেছি 16/16 কভারে যখন রাখতেছে চারাটা কিছুদিন ভালো হয়ে উঠেছে নতুন ডাল আসতেছে কিছুদিন পর চারাটা ডাল পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে এর কারণ কি একটু জানাবেন খুবই সমস্যার মধ্যে আছি আর আমার ফেসবুক নেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনার
@souravbanerjee242516 күн бұрын
6% বা 12% অথবা 18% হিউমিক এ্যাসিড ও পটাশিয়াম হিউমেট এর পার্থক্য কী ? এটা একটু বলুন। কোনটা বেশী কার্যকরী ?
@rajgardens15 күн бұрын
হিউমিক এসিডের সঙ্গে ওই পার্সেন্টেজে পটাশিয়াম থাকে। ফুল ফল সিজনে বেশি পার্সেন্টেজের পটাশিয়াম হিউমেট ব্যবহার করা ভালো।
@somiakter948519 күн бұрын
এই সময় ডালিম ছারা লাগানো যাবে?
@rajgardens19 күн бұрын
👍
@subirbanerjee678718 күн бұрын
কতদিন অন্তর দিতে পারা যায় বললেন না
@geneticgaming675719 күн бұрын
Accha potassium humate chemical naki organic sir ?
@rajgardens18 күн бұрын
কিছু কিছু কোম্পানির রয়েছে পুরোটাই অর্গানিক আর ভিডিওতে যেগুলির কথা বলা হয়েছে সেইগুলো সম্পূর্ণ জৈব নয়।
@tanushreemallick933619 күн бұрын
Ami akta gacher dokan theke humic acid kinechilam, kalo chotto chotto dana, kintu jole gole na, ami seta janalam oder, bollo mati songe mise gele golbe, jole gulbe na
@rajgardens19 күн бұрын
দোকানদার ঠিকই বলেছেন। হিউমিক অ্যাসিড তিনটি ফর্মে পাওয়া যায়। লিকুইড, গ্রানুয়াল, ফ্লেক্স।
@runuali869119 күн бұрын
হাফড্রামের মাটি তৈরিতে কতটুকু হিউমিক এসিড দিব?
@sayantanpal176919 күн бұрын
2gm per litre water
@pradipghorai398913 күн бұрын
এখন কি প্রশ্নের উত্তর দেওয়া হয় নি?
@rajgardens12 күн бұрын
👍
@dilip195819 күн бұрын
২ gm চা চামচ এর কত টুকু।
@sayantanpal176919 күн бұрын
Half chamoch
@babaipodder70125 күн бұрын
Bolchi banana chili, je gulo Achari ba boro boro Mota chili gulo hoy, segulo er seed jodi store kori, tahole sekhan theke samner year ba taro pore chara toiri kore gach korle fol dhorano jabe??? Valo fol hobe??