বেড প্রস্থ হবে ৩.৫ ফিট। এক বেডে দুই লাইনের মাঝে দূরত্ব হবে ২ ফিট। চারা থেকে চারার দূরত্ব হবে ১.৫ ফিট। বেড থেকে বেডের দূরত্ব হবে ১/১.৫ ফিট। সার দিয়ে মালচিং পেপার দিয়ে ঢেকে দিবেন। পরে হালকা করে সেচ দিবেন। সার দেওয়ার ১৫ দিন পরে বেডে সরাসরি বীজ রোপন করবেন। রোজার আগের মাস এবং রোজার প্রথম ২ সপ্তাহে শসার বাজার ভাল থাকে। সুতরাং এই বিষয় টা মাথায় রেখে সময় নির্বাচন করবেন। কৃষি কাজ অনেক অংশে প্রকৃতি নির্ভর এবং ভাগ্য নির্ভর। প্রকৃতি এবং ভাগ্যের নানা কারনে আপনি যেমন লাভবান হতে পারেন তেমনি ক্ষতিগ্রস্ত হতেও পারেন সব রকম পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখুন ভরসা রাখুন মহান আল্লাহতাআলার উপরে এবং সব সময় তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করুন। বুদ্ধি খাটান, পরিশ্রম করুন এবং ধৈর্য ধরুন, সফলতা আসবে ইনশাআল্লাহ।
@mdrayhanmeia3748 Жыл бұрын
ইনশাআল্লাহ 💝💝
@MdAzad-dh3wt Жыл бұрын
আস্সালামু আলাইকুম ভাইয়া,এই প্রজেক্টের হাভেস্টের সময় একটা ভিডিও দেবেন,অপেক্ষায় রইলাম।
@কৃষিওগল্পকথা10 ай бұрын
অনেক ধন্যবাদ ভাই
@RohulAmin-s3v10 ай бұрын
সহমত জেদ্দা থেকে দেখছি
@GardenFreshBD Жыл бұрын
শীতের মাঝে কাঞ্চন সেরা, আর গরমে গ্রিন বিউটি আর সেমি। অল্প করে করলেই তুলনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ
@bdsmiledesigninghome925311 ай бұрын
জানুয়ারি সময় কোনটা ভাল হবে
@Sahidur199411 ай бұрын
ধন্যবাদ ভাই। আপনার ভিডিও সেইভ করে রাখছি। ❤❤❤
@bd242605 ай бұрын
ভাই, আমি তো ইউটিউবে শষা চাষের শত শত ভিডিও দেখেছি, অনেক কম্পানির ট্রেনিং ভিডিও দেখেছি, কিন্তু আপনি যেভাবে বিস্তারিত বললেন, এমন করে কেউই বলে নাই, আপনার ভিডিও অসাধারণ হয়েছে, বীজ পাতা কম্পানির শষা কেমন, একটু জানাবেন, ধন্যবাদ, আপনার ঠিকানা কোথায়,
@maagro47045 ай бұрын
বীজ পাতা ভালো।
@ibrahimhowlader67 Жыл бұрын
কতগুলো ভিডিও দেখছি এ জাবত আমার কাছে আপনারটাই সেরা মনে হইছে??
@rajkumarsahani719610 ай бұрын
Dada net keto mm keto dam Koi paba jabe
@ziaulhaque3754 Жыл бұрын
ভালো আইডিয়া। ধন্যবাদ।
@md.mojaharHossain-ie7uj10 ай бұрын
আমি কি ভাবে করবো রমজানের জন্য আমাকে বলবেন কি
@RidoyHasan-z8u Жыл бұрын
Vai ai bocor romjan mas a ki sosa ses kora jai...ar tokon ki jat sosa ses kora jai
@rihadhossin1970 Жыл бұрын
এক খুঁটি থেকে আরেক খুঁটির দুরত্ব কত ফিট?
@sanjidislam7984 Жыл бұрын
বাই পেপার ছারা কি চাষ করা জাবে,,
@mdahsanhabib5413 Жыл бұрын
মালচিং পেপার কোথায় পাওয়া যায়
@aloksahoo898 Жыл бұрын
কতদিন পর পর সেচ দিতে হয়
@uzzalkumar5605 Жыл бұрын
ভালো আইডিয়া
@mdayes5552 Жыл бұрын
Dabol bade gac poti sosar folon kemon hoy
@rubelsordar3682 Жыл бұрын
আচ্ছা মাছা নেইট কোথায় পাওয়া যায় আর কতো খরচ হয়
@israfilahammad1071 Жыл бұрын
আসসালামুয়ালাইকুম ভাই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শীতের শসা লাগাবো নাকি গরমের শসা লাগাবো
@maagro4704 Жыл бұрын
সিজনাল গুলা।
@israfilahammad1071 Жыл бұрын
@@maagro4704 কয় একটা জাতের নাম বলেন ভাই
@amiamir7929 Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই, ফেব্রুয়ারির ১-৫ তারিখে জমিতে স্যার দিয়ে মালচিং করার পর দিন ই কি শশার বীজ লাগানো যাবে? আর মালচিং এ কি চারা নাকি বীজ লাগালে ভালো।
@maagro4704 Жыл бұрын
সার দিয়ে মালচিং পেপার দিয়ে ঢেকে দিবেন। পরে হালকা করে সেচ দিবেন। সার দেওয়ার ১৫ দিন পরে বেডে সরাসরি বীজ রোপন করবেন। রোজার আগের মাস এবং রোজার প্রথম ২ সপ্তাহে শসার বাজার ভাল থাকে। সুতরাং এই বিষয় টা মাথায় রেখে সময় নির্বাচন করবেন।
@imtiazhridoy5690 Жыл бұрын
Ei Net er Num ki vai?
@maagro4704 Жыл бұрын
Special nam nai. Macha toirir net bolley chine dokandar ra.
@bidyutbiswas3958 Жыл бұрын
এটা কোথায়, আর এই শুসার বিজটা কোথায় পাবো
@hannansarkar3316 Жыл бұрын
ভাই মালচিং পেপার কোথায় পাওয়া যায় একটু জানাবেন। আমাদের মধুপুরে মালচিং পেপার পাওয়া যায়না
@mdmehedimiraz9987 Жыл бұрын
হিসাব করা খুব সহজ গো ভাই,,
@sohelmalitya3256 Жыл бұрын
Malching pepar ta kothai pawa jabe
@arindamfouzder7704 Жыл бұрын
ভাই শসা গাছের কাটিং সম্পর্কে কিছু বলতে পারবেন??
@maagro4704 Жыл бұрын
হাইব্রিড শসায় কোন প্রকার কাটিং করার দরকার নেই।
@arindamfouzder7704 Жыл бұрын
@@maagro4704 কাটিং করলে ফলন বেশি হয় এটা কি ঠিক, না কি সমস্যা হবে গাছের
@ajoychakmachakma5005 Жыл бұрын
এক গাছে কত কেজি পাওয়া যায় শষা।
@khairulislamrana1559 Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া আমি ভারত থেকে বলছি আমার জমিতে এখন আলু আছে তো আমি ভাবছি যে বাড়িতে চাল আটা তৈরি করব চা কাপে তৈরি করব তারপর 15 দিন পর জমিতে লাগাবো হবে কি একটু বলবেন দাদা দয়া করে ইনপরটেন কথা বলছি আপনাকে
@maagro4704 Жыл бұрын
চারা ১৫ দিন পর জমিতে লাগাতে চাইলে ছোট পলি ব্যাগ অথবা বড় চায়ের কাপে এ মাটি দিয়ে তৈরি করতে হবে। শসা গাছ খুব দ্রুত বড় হয় তাই তাড়াতাড়ি মূল জমিতে লাগানো ভাল।
@ajoychakmachakma5005 Жыл бұрын
ডিসেম্বরে কি শষা লাগানো যাব
@RohulAmin-s3v10 ай бұрын
না তখন শিত বেশি থাকে জেদ্দা থেকে দেখছি
@goldendoller7221 Жыл бұрын
ভাইরে ২০২২ সালে শসা চাষ করে ৪ লাখ টাকা লস করসি । গতো বছর ৩ টাকা কেজি ছিলো সেই কথা কেও বলেনা
@safiyasultana1183 Жыл бұрын
Vi ami o abar abar korci abar abhowar karone locer dike
@krishnalohar2317 Жыл бұрын
Valo hybrid Sosa bij ki a6e blen
@RanaKhan-lb8jw Жыл бұрын
আমি ২ লাখ লস করছি
@mdmehedimiraz9987 Жыл бұрын
আইরিশ কোম্পানি মালচিং কোথায় পাওয়া যায়
@sanwarhossen7367 Жыл бұрын
রমজান মাসে শসার বাজার ভাল থাকে না।
@sanwarhossen7367 Жыл бұрын
এগুলো সরাসরি বীজ দেওয়া নাকি চারা? কারণ এখনতো প্রচুর শীত।
@maagro4704 Жыл бұрын
বীজ দেওয়া।
@amiamir7929 Жыл бұрын
এই মালচিং পেপার দাম কত? আর কি ভাবে বিক্রিয় হয়, কেউ জানালে উপকৃত হবো
@Newstv24.A Жыл бұрын
এটা কোন জায়গায় / কোন জেলায়?
@maagro4704 Жыл бұрын
সখিপুর, টাংগাইল।
@skjasimuddin2666 Жыл бұрын
@@maagro4704 India ai bij ta paoya jabe ki
@ruhulamin0017 Жыл бұрын
জাতের নাম কি
@maagro4704 Жыл бұрын
ভিডিওতে সব বলা আছে।
@ruhulamin0017 Жыл бұрын
Jater name bolen
@livecricketmatch42 Жыл бұрын
রমজানের জন্য কোন জাত চাষ করবো
@maagro4704 Жыл бұрын
ভিডিওতে সব বলা আছে।
@akramulhuq743 Жыл бұрын
গতো রমজানে ৫ টাকাকেজি গলপোটাকম করো
@goldendoller7221 Жыл бұрын
ঠিক ভাই এই সালারা কৃষকদের লোভ দেখায় আর লস করায়। এই সালা করনার ভিতর চাষ করে লাভ করছে শুধু সেটায় বলে। আর রমজানের সময় চাষ করে লস করছে সেটা কখনো বলেনা
@SonilAktar-d7f Жыл бұрын
Nambarbiden
@chikuchakma5655 Жыл бұрын
বীজ অথবা চারা কোথায় পাওয়া যাবে
@maagro4704 Жыл бұрын
বীজের দোকানে খুঁজ করুন।
@mdnasiruddin23969 ай бұрын
প্লিজ ভাই আপনার ফোন নাম্বার টা দেন
@maagro47049 ай бұрын
আমাদের ফেসবুক পেইজ আছে, চ্যানেলের নিচে লিংক দেওয়া আছে। কোন কিছু জানতে চাইলে SMS করুন।