Рет қаралды 8,665
রংপুরে কামরুল আহসান বিপ্লবের ছাদকৃষি
========================
রংপুরের কামালকাঁচনা পাড়ার কামরুল আহসান বিপ্লব তার একতলা বাড়ির ২,১০০ বর্গফুট ছাদকে রূপান্তরিত করেছেন এক সবুজ কৃষিক্ষেত্রে। চার বছর ধরে তিনি গণমাধ্যমে দেখে পাওয়া অনুপ্রেরণাকে বাস্তবে রূপ দিয়েছেন। তার ছাদকৃষি শুধু সবজি ও ফসল উৎপাদনে নয়, বরং জৈব পদ্ধতিতে কৃষির নতুন সম্ভাবনার দরজা খুলেছে। ছাদকৃষিতে রোগবালাই মোকাবিলা এবং উদ্ভিদের পরিচর্যার অভিজ্ঞতাও তিনি অর্জন করেছেন। এ ধরনের উদ্যোগ রংপুর বিভাগীয় শহরে ছাদকৃষির দ্রুত বিস্তারের উদাহরণ এবং নগর দূষণ রোধে এক অনন্য প্রচেষ্টা।
Facebook: / shykhseraj
KZbin: / shykhseraj
Twitter: / shykhseraj
Instagram: / shykhseraj
Linkedin: / shykhseraj
#SSERAJ