Amio exactly eta e kori..... Boi ami always ekta carry kori ... Tobey jokhon Mone hoy j heavy hoye jete pare either magazine or mobile er pdf er upor e rely kori...
@sharmisthaandbooks4 ай бұрын
Pdf টা টানা পড়া আমার মতো পাওয়ার থাকা লোকদের জন্য খুব বেদনাদায়ক
@moumitadas52374 ай бұрын
@@sharmisthaandbooks আমার ও পাওয়ার এর জন্য কষ্ট হয় । একভাবে তাই পাড়ি না তবে out of home ওটার ওপরই ভরসা করি।
@sarthak84514 ай бұрын
এ আবার কিরকম ব্যবহার? আশ্চর্য!! দেজ্ কর্তৃপক্ষের এটা একটু করা ভাবে deal করা উচিত। আমি বহরমপুরে কিছুদিন আগে খোলা একটি ছোট্ট দেজ্ এর দোকানে গেছিলাম। একজন যথেষ্ট কম বয়সী মহিলা ছিলেন দোকানে, যার ব্যবহার অত্যন্ত ভালো। অবাক হয়েছিলাম আমি গিয়ে প্রচুর বই দেখেছি, পড়েছি, কিন্তু তিনি একটুও বাঁধা দেননি যেখানে একাই তিনি দোকানটি সামলাচ্ছিলেন। কিন্তু আমি যে কটি এরকম খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বেশিরভাগই দেখেছি কিছু মাঝবয়েসী ভদ্রলোকের থেকে। কিন্তু এতটা তাচ্ছিল্য ভরে মানুষ ব্যবহার করলে শুধু তিক্ততাই বাড়বে। ঠিকই বলেছেন একটু ভালো ব্যবহারই মানুষ চায় আর মনেও রাখে।
@sharmisthaandbooks4 ай бұрын
@@sarthak8451 হ্যাঁ, ডানলপের স্টোরে একজন ভদ্রমহিলা আছেন, তাঁর ব্যবহার খুবই মিষ্টি, অনেক যত্ন করে নিজে থেকে বই বের করে দেখান, আনন্দ স্টোরে যিনি আছেন ডানলপে তিনিও সর্বদা হেল্পফুল এরকম ব্যবহার উন্নাসিক মধ্যবয়স্ক লোকদের থেকে পেয়েছি আগে এটাও সত্যি, এইবারে সব মাত্রা ছাড়িয়ে গেছে বলে ভিডিও করলাম। তখন রীতিমত Shocked ছিলাম ওনার আচরণ দেখে, ঝামেলা করতে ইচ্ছে হয় নি এতো দূরে এসে, কিন্তু এমন অভদ্র আচরণ কোনো ক্রেতা deserve করেন না