Рет қаралды 47,286
গৌর আসর বন্দনা
গৌর এস দয়া করিয়া, গৌর এস দয়া করিয়া।।
আনতে কি পারিব তোমায় ডাকিয়া।
আমি নাম জানিনা, ধাম চিনিনা তোমায় ডাকদিব কি বলিয়া।।
আনতে কি পারিব তোমায় ডাকিয়া।
গৌর হে, তুমি সংকীর্তনের শীরমনি, প্রেমদাতা রসের খনি, আছি তোমার আসাতে বসিয়া।
এসে কর কিত্তন, প্রেম বরিষন, তোমার ভক্তগন লইয়া।
আনতে কি পারিব তোমায় ডাকিয়া।।
গৌর হে, আমার মনের এ আকিঞ্চন, ভক্তি ডোরে বাঁধবোচরন
সেই ডোর আমার গিয়াছে ছিড়িয়া।।
আমি বনোফুলে পুজিবচরন, ফুলের অংকুর গেল শুকাইয়া
আনতে কি পারিব তোমায় ডাকিয়া।
গৌর হে, মাখন বলে পতিত পাবন।
পতিত বলতে আমার মতন,
পাবিনা আর ত্রিভুবন ঘুড়িয়া।
আমি জনমে জনমে রইলাম পতিত
তোমার চরণ আশায় চাহিয়া।
আনতে কি পারিব তোমায় ডাকিয়া।
শ্রী শ্রী রামঠাকুর সেবা সম্প্রদায়, পরিচালক - শ্রী রবীন্দ্র লোধ, যোগাযোগ - ০১৭১৫১৯৭১২৭, কুমিল্লা, বাংলাদেশ।
Sri Sri Ramthakur Seba Sampradaya
Proprietor- Sri Rabindra Lodh#01715197127
Cumilla, Bangladesh
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
--------------------------------------------------------------------------------------------------
***Please watch: Ek Nam Sankritan/ এক নাম সংকীর্তন/ Harinaam Sankirtan
• Ek Nam Sankritan/ এক ...
***Please watch: Hare Krishna Maha Mantra, Kirtan/মহানাম সংকীর্তন/ISKCON
• Hare Krishna Maha Mant...
***Please watch: কৈবল্য ভুবন/RAM THAKUR/কৃপাসিন্ধু শ্রী শ্রী রামঠাকুর/Sri Sri Kaibalyanath/Kaibalya Bhuban
• কৈবল্য ভুবন/SRI SRI RA...