7 বছর ধরে sunday suspance শুনছি। এখন প্রত্যেক রবিবার দুপুর এ dip-mir জুটি খুব মিস করছি 😢কিন্তু শনিবার গপ্পো মির এর ঠেক মির sir কে পেয়ে খুব ভালো লাগছে
@soumyapandey917611 ай бұрын
শরৎচন্দ্র বাবু THE LEGEND. মীর দা ধন্যবাদ
@shuvankarsarkar644211 ай бұрын
ধুলো পড়া কোনো আঁকার খাতা বা কোনো কবিতার ডাইরি থেকে ধুলো সরিয়ে পড়তে পড়তে যেমন অনেক স্মৃতি জীবন্ত হয়ে ওঠে , এই গল্প টা তেমনই অনেক স্মৃতির ধুলো ঝেড়ে আবার নতুন করে দিলো ❤️❤️❤️
@reddevil8981310 ай бұрын
Darun bolechhen 🙏❤
@EnnovationKuts8 ай бұрын
❤😊😮
@Viratfan77911 ай бұрын
ছোটবেলায় দেখা এই পাগলা ছেলেটাকে যে আবার মীর দার চ্যানেলে শুনতে পাবো ভাবিনি,, শুনতে শুনতে কেমন যেন ছোটবেলায় ফিরে গেলাম ❤️ অনেক ধন্যবাদ মীর দার টিমকে,,, সেই ছোটবেলা টাকে মনে করানোর জন্য
@sambitkoley273311 ай бұрын
শরৎচন্দ্র বাবুর লেখা মীরের গলায় যেন অন্য মাত্রা পায়। শ্রীকান্ত, লালু, রামের সুমতি, বছর পঞ্চাশ পূর্বের কাহিনি... অতুলনীয়।
@Brut77011 ай бұрын
Mahesh
@sanchitamukherjee89597 ай бұрын
শরৎচন্দ্র বাবু🤨🙄☹️
@rupamaybiswas787911 ай бұрын
সেই ছোটবেলায় পড়েছিলাম লালু ❤️ আবার এতদিন পর শুনছি ,সত্যি মির অনবদ্য ❤ ধন্যবাদ
@realmir11 ай бұрын
❤️
@ayeshakhatun876011 ай бұрын
@@realmirplease mir da Sherlock Holmes er detective story sunte chai 😊
ইশ যদি প্রতিদিন গল্প আসতো গপ্পো মীর এর ঠেকে তাহলে প্রতি রাতেই ঘুম টা কত ভালোই না হতো 🥰❤
@abdulmajed200011 ай бұрын
ছোটবেলায় নিন্ম মাধ্যমিকে থাকাকালীন সময়ে বাংলা বইয়ে লালু গল্পটা পড়েছিলাম। কিন্তু, আপনাদের এত সুন্দর উপস্থাপনায় নতুন করে আবার উপলব্ধি করলাম। ধন্যবাদ পুরো টিম কে💝
@DrPritamChakraborty11 ай бұрын
বাংলাদেশে ও এসব পড়ানো হয় নাকি ? আমি অবগত হয়েছিলাম আমদানিত আরবী গল্প গুলোকে অনুবাদ করে পাঠ্যসূচির অন্তর্গত করেই ভবিষ্যতে প্রজন্মকে অকথ্য বাঙালি থেকে এক মধ্যপ্রাচ্যের যুগনায়ক তৈরি করার চেষ্টা হচ্ছে ।
@debabratadebnath210111 ай бұрын
গল্প শুনতে শুনতে স্কুল জীবনে ফিরে গেলাম। ধন্যবাদ মীর স্যার ❤️❤️
@realmir11 ай бұрын
❤️❤️খুব ভালো লাগলো দেখে যে তোমার গপ্পোটি এতটা ভালো লেগেছে। শুনতে থেকো।
@saptakchattopadhyay755211 ай бұрын
আমি
@AmKing_of_curses11 ай бұрын
@@realmirস্যার একটা কথাই জিজ্ঞেস করার ছিল আপনাদের গল্পগুলো Spotify তে পাওয়া যাচ্ছে না কেন
@pranabbanerjee-uk9ub11 ай бұрын
@@realmir Part 2 chai captain
@SubhadeepJana-mx7mw9 ай бұрын
@@realmir0😊😊😊😊😊
@dser273610 ай бұрын
Mir you are excellent. Jai Ho. Ei bhabei Aamader Ananda diye jaben ❤
@tuhin.stat.11 ай бұрын
গত পরশু থেকে অপেক্ষায় ছিলাম।অবশেষে পেলাম! "লালু" লালুর পাঠা বলি নিয়ে চমৎকার লেখা। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি আমাদের বাংলা সহ পাঠে ছিলো ছিলো এই গল্পটি। নতুন বই হাতে পেলেই সবার আগে বাংলা সহপাঠের গল্পগুলো পড়তাম। বেশ মজা পেয়েছিলাম এটা পড়ে। ধন্যবাদ ক্যাপ্টেনকে তার অনবদ্য পরিবেশনায় আমার পুরনো স্মৃতিকে উদ্দীপ্ত করানোর জন্য।🇧🇩🇧🇩🇧🇩
@parthadas74336 ай бұрын
Theek hi bola tha
@ranjansengupta170811 ай бұрын
Mirda, সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো। ছেলেবেলা এই গল্প কতবার যে পড়েছি তার ঠিক ঠিকানা নেই। অসাধারণ পরিবেশনা। গল্প থেকে বেতার নাট্য রূপ খুব ভালো। খুব ভালো থাকুন। আজ মনের থেকে খুশি হয়েছি, খুব খুব আনন্দ পেয়েছি।
@somnaths.m577411 ай бұрын
শৈশবটা কোথায় যেনো হারিয়ে গেছে, যেভাবে হারিয়ে যায় প্রথম " প্রেম" শুধু পড়ে থাকে শুকনো ফুলের পাঁপড়ির মত কিছু আবছা স্মৃতি।💖😌💓
@EnnovationKuts11 ай бұрын
😊
@EnnovationKuts11 ай бұрын
Aabchha Otit Pichhutaan
@somnathbanerjee620311 ай бұрын
জিন্দাবাদ লালু । জিন্দাবাদ মীর সাহেব। জিন্দাবাদ গপ্পো MIR এর ঠেক। আগামী শনিবারের জন্য অপেক্ষায় রইলাম। সুন্দর গল্প চয়ন মীর সাহেবের অনুভব করলাম।
@tozammelbabu160711 ай бұрын
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প❤ তার সঙ্গে মীর দা কণ্ঠ,, অসাধারণ লাগে😮 এবার শনিবারের অপেক্ষায় 🙏🙏
@MoumitaDas-zm8ys3 ай бұрын
লেখকের কি অসাধারণ সৃষ্টি। সত্যি কথাশিল্পী বটে। আর চ্যানেলের উপস্থাপনা অসামান্য।
@Almin_broАй бұрын
"আহা, এই গল্পটা শুনে যেন শৈশবে ফিরে গেলাম! ছোটবেলায় একবার এই গল্পটা পড়েছিলাম, কিন্তু তখনও বুঝিনি কতটা স্মৃতি মনের ভেতর লুকিয়ে থাকবে। গল্পটা শুনতে শুনতে ছোটবেলার সেই নির্ভেজাল দিনগুলোর কথা মনে পড়ে গেল। ধন্যবাদ এই সুন্দর স্মৃতিটা ফিরিয়ে আনার জন্য!"❤❤
@saptakchattopadhyay755211 ай бұрын
ছোটবেলার কথা মনে করিয়ে দেবার জন্যে মীর দা কে আন্তরিক ধন্যবাদ। এই চরিত্র টা লালু আর ইন্দ্রণাথ আমার প্রাণের খুব কাছের। লালু কে ফিরে পেয়ে যেনো শৈশব ফিরে পেলাম। মীর দা ছাড়া গল্প শোনার মজা অসম্পূর্ণ থেকে যায়।
@jayeetasarkar2417 ай бұрын
ছোটবেলার দিন গুলো মীর দা এমন সুন্দর ভাবে ফিরিয়ে দেয়, যে বলার কোনো ভাষা থাকে না, মনে হয় যেন সংসারের সব জটিলতা কাটিয়ে আবার যেন সেই সুন্দর বাল্যাবেলা গুলো ফিরে পেয়েছি। হঠাৎ করে এই বয়সে ছোটবেলার অনুভূতি গুলো উপভোগ করানো সোজা কথা নয়। এশুধু একজন ই পারে। Thanks you মীর দা ❤😊😊😊
@biswajaan11 ай бұрын
ছোটবেলার স্মৃতি আজ আবার জেগে উঠল.. সেই লালুর মত হওয়ার ইচ্ছাটাও আবার জেগে উঠল.. Thank You Mir Da
@reememukherjee559211 ай бұрын
Darun darun ..e ak nirmol hasir fhoura jano... Sarat Chandra chattopadhyay paren erokom likhte...r presentation bhari misti laglo goppo Mir er thek er.🎉🎉❤❤
@soumyadeeppaul710111 ай бұрын
This story was in our icse course... Remembering those days, feeling nostalgic. Thank you Mir sir for bringing those days back..
@rahulsanjowal284 ай бұрын
অনেকদিন পর কান, মাথা এবং মন ডুবিয়ে একটি গল্প শুনলাম, গল্পের প্রতিটি শব্দ যেন জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছিল। এজন্যই শরৎচন্দ্র মহাশয়কে কথাশিল্পী বলা হতো।
@sajalbiswas470911 ай бұрын
সেই গল্পটা যেটা আমি ছোট বেলায় পড়েছিলাম আজ মীর দার কণ্ঠে শুনছি খুব ভালো লাগছে,,, ধন্যবাদ জানাই মীর দা কে এবং এই চ্যানেল কে,,,,
@subhankarchakroborty735311 ай бұрын
Thank u Mir Da.. Choto belar sriti ta abar mone pore galo.... ❤❤❤
Wow🤩 2 fab bengali youtuber in one place❤. Mir reminisce our old memories by telling stories and koushik do the same with beautiful travelling videos❤
@TheAspirant52527 ай бұрын
Hay hay dada je ❤
@Creative245global6 ай бұрын
Thik
@bikashdolai98164 ай бұрын
Koushik da je love you brother ❤
@LandofTellers4 ай бұрын
Yes bro .
@ghoshrider711 ай бұрын
Osadharon ... Didi r mukhe sunechilam ei lalu r goppo .. tokhn boyes Koto hobe .. 10 r ekhn 26 .. osadharon laglo mir da ❤️❤️ love u all team goppo mir er thek .. jindabaad
@ayanghosh526211 ай бұрын
ধন্যবাদ গপ্পো মিরের ঠেক৷ পুরোনো দিন গুলো কিছুক্ষণের জন্য ফিরে পেলাম৷ "স্মৃতিটুকু থাক"৷👌👌
A-ha Lalu series ta pora hoyni. Sokh puroner suru koranor jonno thank you!
@trinabarai877611 ай бұрын
মনে হলো সেই ছোটোবেলার দিনে ফিরে গেছি 🤭 লালু গল্পটা পড়ে বেশ মজা লেগেছিল, আজ আবার সেই স্বাদটা ফিরে পেলাম... অনেক ধন্যবাদ মিরদা 🙏
@RahulRoy-ur8tf11 ай бұрын
ছোটো বেলায় পড়েছিলাম খুব মজা পেয়েছিলাম, এই গপ্পো শুনতে শুনতে সেই সময়ে ফিরে গেলাম। ধন্যবাদ মীর দা❤🙏
@ritikamondal62211 ай бұрын
এই গপ্লের সাথে ছোট বেলার স্মৃতি জড়িয়ে আছে। প্রথম মায়ের পাশে শুয়ে গল্পটা শুনি তার পর বড়ো হয়ে বইতে পড়ি। আজ সেই স্মৃতি আবার সতেজ হয়ে গেলো ❤
@ApurbaHalderHalder9 ай бұрын
apni ekdom thik bolechen
@ankanghosh945111 ай бұрын
Amader class 8 e ei golpo ta pore porrikha diyechilam, eta abar shune, sei purono smriti abar jege uthlo, Gaye kata aar chokhe jol o aslo🥺😌🤍...... Thank You Mir sir, and your team 🙏🤍
@India-z1u11 ай бұрын
সেই 2012 সালে প্রথমবার সানডে সাসপেন্স শোনা,তখন আমার ক্লাস নাইন।বাবার রেডিও চালাতেই হঠাৎ একটা গল্পঃ চলছে শুনলাম।সেই শুরু! প্রথমবার যে গল্পঃ শুনেছিলাম,নাম তার 'দেহান্তর।'রবিবার দুপুর 12 টা আর রাত 11 টার অপেক্ষায় দিন গুনতাম।আবার শনিবার বিকেল 4 টের পুনঃপ্রচার শুনতাম।সেদিনের মীর দ্বীপ যুগলবন্দী আজও মিস করি।সেসব সোনালী দিন আজ অতীত।তবে তোমার আওয়াজ ছাড়া সব কিছু অপূর্ন মনে হয়। নাহ্ সানডে সাস্পেন্সকে ভুলিনি,ভুলতে পারিনি আর সাথে তোমাকেও মীর দা।অনেক ভালোবাসা রেখে গেলাম❤
@anushkaadhikary76943 ай бұрын
Chotibala te pathya boi te porechilam shei🥹 abar notun kore atto shundor vabe shriticharon korar jonno tnq mir❤love you 🙌🏻
@anubhutisarkar633311 ай бұрын
সেই ছোটবেলা ক্লাস ফাইভে লালু পড়েছি আজ এত বছর পর আবার গল্প মীরের ঠিক লালু শুনলাম খুব ভালো লাগলো। সত্যি মীর দা তুমি অসাধারণ কাজ করে চলেছ 😊
@payelmondal884011 ай бұрын
সেই ছোটবেলায় ক্লাস ৪ বাংলা বই তে ছিল গল্পটা।।আজকে আবার অনেক বছর পর শুনলাম গল্পটা।। ধন্যবাদ মীরদা 🥺🥰
@ProximateSum7411 ай бұрын
আজকে বুঝতে পারলাম যে বইয়ে পড়া আর মির দার গলায় শোনা এর মধ্যে কতটা পার্থক্য মির দাদা অনেক অনেক ধন্যবাদ এরকম উপহার দেয়ার জন্য 🙏🏻
@srabonichowdhury394311 ай бұрын
Apni ekdom thik bolechen MIR dar voice e goppo shonar mojai alada। Shey jemon goppoi hok na kano!
অনেক ছোটবেলায় স্কুলের পাঠ্যবইতে প্রথম পড়েছিলাম লালুর গল্প। সেটা ছিল লালুর শশ্মানের কির্তি। পড়ে এতো মজা পেয়েছিলাম যে বারবার বই খুলে গল্পটা পড়তাম ।তারপর মা জানাল লালুর নাকি আরও কয়েকটি গল্প রয়েছে । সেই কথা শুনে বইয়ের আলমারি থেকে শরৎ রচনাবলী বার করে লালুর বাকি দুটো গল্পও পড়ে ফেললাম । খুব আনন্দ হয়েছিল কিন্তু দুঃখও পেয়েছিলাম কারন মাত্র তিনটি গল্পই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালুকে নিয়ে লিখেছিলেন আরও কয়েকটা লিখলে বেশ হতো । এখন যখনই মীরদার কন্ঠে লালু শুনি পুরোনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে। আর লালুর চরিত্রে সমাপনকেও দারুন মানিয়েছে ।
@rajadastidar376511 ай бұрын
Sobai samoyer sathe change hoye jache.. erokom lokgulo hariye jache . Tc mirda.. thanks and lots of love and support
@princeyt538611 ай бұрын
অনেকদিন আগে পড়েছিলাম গল্পটা, ভুলেও গিয়েছিলাম কিছুটা , আজকে আবার শুনে সব মনে পড়ে গেল, ছোটবেলায় ছাদে বসে বাবার কাছে বই পড়ার কথা, শীতকালের সময়। ধন্যবাদ মীর দা। ❤
@aruprajak419210 ай бұрын
পুরনো স্মৃতি আবার জীবন্ত হয়ে উঠলো। গল্প শুনতে শুনতে কল্পনার জগতে চলে যাই। খুব ভালো লাগে সেই দিনের কথা মনে করে, ছেলেবেলার সেই স্বর্ণ যুগ ❤
@sekherchakraburtty9911 ай бұрын
Splendid. A notorious boy but with a heart of Gold. Superb
@sukhendupramanik626111 ай бұрын
ছোট্টবেলায় এই গল্পটা পড়েছিলাম আজ আবার মনটা ভরে গেল শুনে। ধন্যবাদ মীরদা নস্টালজিয়ায় ভরিয়ে দেওয়ার জন্য।
@harisankarchakraborty857611 ай бұрын
কেমন আছেন মীর দা আপনার গল্প পাঠ শুনতে আমার খুবই ভালো লাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর "শ্রীকান্ত " ও " দত্তা" উপন্যাস সম্পূর্ণ শোনানোর অনুরোধ রইলো
@lopamudrasinha593011 ай бұрын
Chhotobela e pora golpo, kintu shune bhishan bhalo laglo! Thank you Mir da for choosing it
@romantic258411 ай бұрын
দারুন লাগলো❤️❤️😍😍,,,,,,ছোটবেলার স্মৃতি ফিরে পাই এই ঠেকে ❤️🙂💫Captain
@reenaguha45411 ай бұрын
Ki daaroon golpo ta..ki touchy..please ei rakam aro sundor goppo niye eso
@archanasil249711 ай бұрын
সেই ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেল ❤❤,,,,,,,,,,,, ধন্যবাদ মীর দা❤❤
@BiparnaDutta6 ай бұрын
Amar 8 bochorer meye vison moja pelo.anek dhonyobad Mir da apnake.valo thakben.
ছেলেবেলায় পড়েছিলাম, আজ যেন চরিত্র প্রাণবন্ত, ছেলে মেয়ের সাথে শুনে মনটাই সেই ছেলেবেলার দিনে ফিরে গেল। মিরদা তোমাকে সেলাম ❤। বাকিদের জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালবাসা রইল। 😊
@sandipanroy818911 ай бұрын
সেই ক্লাস সিক্সে পাঠ্যপুস্তকে এই গল্প পড়ে ছিলাম আর প্রচন্ড হেসেছিলাম ,মনে পড়ে গেল সেই দিন টা.. Mir daa লালুর বাকি গল্পগুলোর জন্য অপেক্ষায় রইলাম, খুবই সুন্দর উপস্থাপনা আর অনেক অনেক ভালোবাসা❤❤❤❤❤
@syedahad849011 ай бұрын
আমাদের বাংলাদেশের স্কুলের পাঠ্যপুস্তকে ছিল এই গল্পটা। খুব ভালো লাগলো আবারো আগের দিন গুলো মনে পরে গেলো❤️
@Saoda-zr6ln11 ай бұрын
Kon class er boite??
@sabitaroynaskar458711 ай бұрын
অসাধারণ .... দারুন , এতদিন পর আবার নতুন করে লালুকে পেলাম। সব ই তোমার জন্য। ❤❤❤❤
@souravdas286811 ай бұрын
ক্যাপ্টেন🤠 শীতকাল থাকতে থাকতে একখানি জম্পেশ ভূতের গল্প শোনানোর আবদার রইলো ☺️☺️
@shorts_4_life_66611 ай бұрын
Jobbor hoiche khasa khasa mir babu 😆😆🤞haste haste hat je khule gelo dada ..... ar patha koi😆 ... samarpan da darun joto bar e asen jomiya den golpo... gola ta khub prio amr... 🙏❤❤❤❤❤❤❤
@EjrjBrnr11 ай бұрын
ধন্যবাদ মিরদাদা, আমার প্রিয় চরিত্র ফুটিয়ে তোলার জন্য❤
@snehasisdas67968 ай бұрын
ছোট বেলার স্মৃতি, খুব ভালো লাগলো মীর দা।
@Bhromonvibes11 ай бұрын
সত্যি মীর দা অসাধারণ ছিল গল্পটা লালুর চরিত্র একদম মন ছুঁয়ে গেছে ❤❤
@manasidey314611 ай бұрын
আবারও একবার ছোট বেলায় ফিরে গেলাম। মীর এগিয়ে যাও। আর ও অনেক গল্প শুনতে চাই। ভীষণ ভাল লাগছে।👌👌👌👌
@zidanmallick402211 ай бұрын
ছোটো বেলার স্কুলের কথা মনে পড়ে গেলো,, ধন্যবাদ মির স্যার
@jharnahalder912311 ай бұрын
ছোটবেলার স্মৃতি ফিরে এলো। সন্ধ্যার সময় বাবা পড়াতে বসাতেন। লালু পাঠ্য বই এ ছিলো। এই গল্প পড়তে আমরা যেমন মজা পেতাম বাবা ও পড়িয়ে। আজ কয়েক মাস বাবা চলে গেছেন। গল্প টা শুনতে শুনতে সেই দিনে ফিরে গেলাম। কত কিছুই মনে পড়ছে।ধন্যবাদ গপ্পো মীরের ঠেক ছোটবেলা ফিরিয়ে দেবার জন্য।
@latiformondal502411 ай бұрын
মনটা ভরে গেল সত্যি ই অনবদ্য ❤❤❤
@chaitaleeupadhayay59011 ай бұрын
Kono golper abdar korbo na mir da ....tumi ja anbe tai sunbo ....❤tumi osadharon
@osimakhatun31011 ай бұрын
ঘরে ঘরে এমন লালু-রা যেন নবজন্ম লাভ করে.. মীর আফসার আলী, আজকের গপ্পো ছোটো হলেও.. শিক্ষার উপমা দিয়েছেন ভালোই, 🙏শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏.. 💐🙏💐🙏💐🙏 সমাপন মিশ্র কে অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ.. 🔥😘🔥😘🔥🥰🥰🥰👍💚👍
@biswajitsarkar717011 ай бұрын
ধন্যবাদ স্যার আপনাকে আমার অনেক দিনের একটা ইচ্ছা আপনি পূরণ করলেন। আমি এর আগে অনেকবার , আপনারা যখন জিজ্ঞাসা করেছেন পরবর্তীতে কি গল্প শুনতে চাই না আমি বহুবার লিখেছিলাম তাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্প শুনতে চাই । এতদিনের একটা অপ্রাপ্তি ইচ্ছাকে আপনারা প্রাধান্য দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্প মিরের ঠেকের প্রত্যেক সদস্যকে।❤❤
@debarghamalakar949711 ай бұрын
Couldn't be more happier. This was my favourite story during Class 10 Bengali ICSE Exams. Felt like a trip back to memory lane.
@manojitbaidya30167 ай бұрын
খুব ভালো লাগলো, পুরনো স্মৃতি মনে পড়ে গেল।
@mdRohan-zb8ui11 ай бұрын
মনটা খারাপ ছিল মিরদার গলার আওয়াজ শুনতে শুনতে অনেকটা মন ভালো হয়ে গেছে ❤❤❤❤
@RandomIndianBengali11 ай бұрын
Thank you so much Mir Uncle ❤!,This is in our ICSE SYLLABUS
@barshabera284811 ай бұрын
এই Platform কে অনেক ধন্যবাদ এই রকম non friction classic story Audio drama শোনানোর জন্য ❤ খুব ভালো লাগলো 😍🥰❤
@moumitadasmaity-kf3rv11 ай бұрын
Sunte sunte school life a pouche jacchi,, thank u mir da,,love u ..❤ro onnak onnak golpo chai,,feludar golpo chai,,
@utsha78biswas11 ай бұрын
অনবদ্য,ছোটবেলার স্মৃতিতে ফিরে খুব ভালো লাগলো মিরদা❤❤❤❤❤❤❤অনেক ধন্যবাদ
@GhurteFirte2 ай бұрын
ছোট বেলার স্মৃতি আবার জাগিয়ে তুললে ... Thanks
@debjanikar66411 ай бұрын
School life memories.....thank you to goppo Mir er thek ❤
@arghyabera407811 ай бұрын
Studied many years before ICSE Bengali Syllabus. 🥺 Felt Nostalgic and tears rolled down my eyes as I recalled those childhood days. 😭
@gargibanrjee11 ай бұрын
Mon chuye jae ei sob golpo shunle. Eto ber porechi je protyek ta shobdo mukhostho hoye gache. Tobu o ki je bhalo lage!! ❤ Mir dar sundor uposthapona to achei!! ❤️❤️ Sharat Chandra Chattyopadhyay r asben na r ei sob choritro o r asbe na!! 😢
@dreamer-.-puja11 ай бұрын
ছোটবেলার দিনে গুলো মনে পড়ে গেল, অনেক ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা 💞✨
@susamapaul499310 ай бұрын
দশ বছর আগের স্মৃতি আবার জেগে উঠলো।
@rajeskanrar283911 ай бұрын
গল্পঃ টা শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠলো হটাৎ যেনো ছেলে বেলার স্মৃতি মনে পড়ে গেলো ❤️🤗
@riteshchakraborty376211 ай бұрын
Amar hariye jawa chhele bela je. Thank you so so much mir babu ❤❤
@akmamdipto877211 ай бұрын
ধন্যবাদ মীরদা, ছোটবেলার স্মৃতি গুলো পুনরুজ্জীবিত করার জন্য ❤
@bidishabose758711 ай бұрын
Thank you Mir da ei goppo tar jonno . Ki sundor ! Chotobelar koto smiriti mone porlo …Thank you once again 🙏
@LizaKarmakar-f7x11 ай бұрын
মায়ের মুখে শুনেছি এই গল্প নিজের কানে শোনার ইচ্ছাটা পূরণ হলো আজ ❤❤
@Mr_Magic711 ай бұрын
স্মৃতিচারণ করতে ভালোই লাগলে❤️ একদম মন ছুঁয়ে গেলো🥰❤️
@tanishamitra56911 ай бұрын
Sei chotobelar purono smriti...tar sathe domfata hasi...🎉🎉😂😂😂 Saturday is complete and ❤❤❤❤ for Captain Mir and his team...hats off and keep it up. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊
@swarnanilkarmakar868211 ай бұрын
মুর্শিদাবাদ বহরমপুর থেকে শুনছি ❤ অনেক দিন ধরে এই ঠেক এ আছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এও রয়েছি ❤❤❤ মীর দা আপনার প্রতি আমার পরম অনুরোধ "তারানাথ তান্ত্রিক" এর দীর্ঘ সময়ের ভয়ংকর কোনো গল্প আপনি উপহার দিন আমাদের কোন তাড়াহুড়ো নেই তবে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি "তারানাথ সিরিজ" হলে তো জমে যাবে পুরো তবে সিঙ্গেল কিন্তু দীর্ঘ সময়ের হলেও সেটাও কম না ❤❤❤ অনেক অনেক ভালোবাসা entire team ❤❤❤
প্রত্যেকেই অনবদ্য,।দারুন লাগলো বললে খুব কম বলা হয়।গুরুদেব অপূর্ব সুন্দর,।
@sankhaghosh687011 ай бұрын
অসাধারণ জানা গল্পও যেনো নতুন লাগল।❤❤
@tarakinkarkarmakar27587 ай бұрын
লালুর গল্পটা আমি যে কতবার পড়েছি তার ইয়ত্যা নেই। কিন্তু আজ গল্প মীরের ঠেকে লালূর গল্পটা শুনে আমি অবিভূত। আপনাদের উপস্থাপনা এতটাই সুন্দর হয়েছে যে গল্পপাঠ শূনতে শুনতে আমি যেন স্থান কাল পাত্র সব চোখের সামনে দেখতে পেলাম, উপভোগ করলাম, আনন্দ পেলাম। ধন্যবাদ।