বহু বছর এর প্রচলিত association কে ছেড়ে সম্পূর্ণ নিজে কে তৈরী করে নতুন করে একা শুরু করতে একমাত্র মীর ই পারেন।তাও এত কম সময় এত লাখ listeners এত subscriber। Salute Mir da!!!! এই অসম্ভব কে সম্ভব তুমি ই পারবে একমাত্র।অনেক ভালোবাসা।❤
@sumanbose1506 Жыл бұрын
মীরদা, আমাদের এই পোড়া বাংলায় এমন অনেক অনেক বীর বিপ্লবী আছে যাদের কাহিনী যাদের বিপ্লবগাঁথা আমাদের সবার কাছে অচেনা অজানা। যারা এখনো অবধি থেকে গেছেন ইতিহাসের পাতায়। যাদের আমরা প্রায় ভুলেই গেছি। আপনার ঠেকে এমন সব বিপ্লবীদের গল্পকথা শুনতে চাই।।।আবদার রইলো।
@pritambaradhikary4539 Жыл бұрын
অনেক দিন পরে সেই পুরনো Sunday suspense এর স্বাদ পেলাম..। মীর স্যার এর কণ্ঠে ভূতের আওয়াজ সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতন..। গপ্পো মীরের ঠেক মানে ভালোবাসা❤❤
ছোট বোনের নিয়ে বেস্ত ছিলাম।ভালো ভাবে সোনার সময়ে হয়ে ওঠেনি গুরুদেবের কণ্ঠস্বর।আজ শুনতে বসেছি ঠান্ডা এক গ্লাস ঘোল নিয়ে 😊😊😊। অয়ন্তিকা দি অনেক অনেক ভালোবাসা।গুরুদেব মীরদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা দাদা ❤❤❤❤❤।
@bhaswatibose6025 Жыл бұрын
মীরকে অনেক ধন্যবাদ এমন একটি ব্যতিক্রমী গল্প নির্বাচন করার জন্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া বাংলা একটি মাইলস্টোন। এটি এমন একটি ছোট গল্প যার শেষ থেকে শুরু হয় পাঠকের ইন্টারপ্রিটেশন এর পালা। আজকে যারা এই গল্পের শ্রোতা বা কোনো এক সময়ে গল্পটি পড়েছেন, তারা বলতে পারবেন গল্পটির শেষে তাঁরা নিজেরা কি সিদ্ধান্ত নিলেন।
@subhankarsinhamahapatra8876 Жыл бұрын
বোনের নামে বদনাম হবার পর এই ধীরেন এর এই নাটক করার সিদ্ধান্ত।নাহলে আত্মা যাকে ভর করেছে তার নাম করে ডেকে।পাড়া জড়ো করবে কেনো। তাছাড়া ওই বাস ডইঙওতএ না পারাটা ধিরেন জানত এবং সে সেটা সরিয়ে দিতে আগে থেকেই বলেছিল। কিন্তু নবীন গিন্নির নাটক আমার মাথায় ধুঁকছে না।হয়ত নবীন নিজেই খুন করেছিল ফাল্গুনীকে
@sudeshnamondal9523 Жыл бұрын
গল্পটা আগে পড়েছিলাম আর আজ শুনলাম মির দার কণ্ঠে । খুব সুন্দর পরিচালনা ও উপস্থাপনা। গ্রাম বাংলার nostalgic গল্প শোনার এমন প্ল্যাটফর্ম বোধ করি আর খুঁজে পাওয়া যাবে না। Thank you মির দা এবং গোটা টীম কে । এভাবে আমাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিয়ে যেও।❤❤❤❤❤❤
@SusmitaDasGiri Жыл бұрын
Ayantika কে এখানে পেয়ে খুব খুব ভালো লাগলো...... Ayantika কে regular শুনতে চাই....😊
@keyadaspaul6799 Жыл бұрын
তোমার এই শুধু গল্প পড়া নয়,, বিভিন্ন দিক থেকে মিক্সিং এর এই ধারাটা আমার বেশ ভালো লাগে,,,, যেমন ধরো সাহিত্যের সেরা সময় দিয়ে শুরু আবার মাঝে একটু গোয়েন্দা ছোঁয়া আবার এখন সেই তারানাথ তান্ত্রিকের মত সন্ধ্যা রাতের দিকে সেই পুরনো দিনের ফেলে আসা দিদা -ঠাকুমার সেই গা ছমছমে ভূতের গপ্পে ফিরে এলে,,,,,, সত্যিই তুমি দারুন,,,,, ভালো থেকো , শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে তোমাকে জানাই অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন ।।
@ananda-official02 Жыл бұрын
গাঁয়ের সন্ধ্যে বড়ো অদ্ভুৎ হয় , কিরকম একটা মায়া লেগে থাকে ❤...
@SATORU-bot Жыл бұрын
❤️
@rajasarkar2145 Жыл бұрын
❤❤
@অজানাতথ্য.6.2lakhviews.1yearag Жыл бұрын
Exactly ❤️
@amitmondal1953 Жыл бұрын
Seisob gaa ekhon ar nei😅
@harajitmukherjee9465 Жыл бұрын
Acha acha
@susmitasarkar6206 Жыл бұрын
উফ্ দারুন...গায়ে কাঁটা দিয়ে উঠলো...তাই কাল রাতে শোনার সাহস করিনি...আজ এখন শুনলাম... অসাধারন। আবার এক সপ্তাহের অপেক্ষায় থাকলাম।
@kirtichakraborty1668 Жыл бұрын
Classic বাংলা ভুতের গল্প.... আহ... অনেক দিন পর 😍😍😍 শুনে মনটা ভরে গেল😢😢 সেই শুরুর দিককার Sunday Suspense এর দিনগুলোর কথা মনে পড়ে গেল 😊😊😊
@bapimohanta4324 Жыл бұрын
P
@anisam7605 Жыл бұрын
এটা ভূতের গল্প নয়।
@samraatsingh9571 Жыл бұрын
Eta bhut? 😒
@aparnamishra1504 Жыл бұрын
Tumi horror story ki khobor
@c-137sourajitdas3 Жыл бұрын
@@anisam7605suggest koro kichu bhut er golpo
@dcreep2010 Жыл бұрын
'হলুদ পোড়া' যখন প্রথম পড়ি,মনে হয়েছিল এটা sunday suspense এর জন্য একদম আদর্শ একটা এপিসোড হতে পারে; অ্যাদ্দিন পর আজ গল্পটার রূপায়ণ শুনে সত্যিই খুব ভালো লাগলো।
@mistiroy3488 Жыл бұрын
সারা সপ্তাহ অপেক্ষা করার পর মীর দার কণ্ঠে এমন গল্প অপেক্ষা টাকে সার্থক করে তোলে।। ধন্যবাদ মীর দা।
@anirbanghosh8209 Жыл бұрын
গল্পের এই যে selection এটার পিছনে কতটা মেহনত লাগে, কতটা পড়াশুনো লাগে সেটা ভেবেই মীর বাবুকে অনেকটা সেলাম
@GolperAdda6 Жыл бұрын
আমি আজকে খুব খুশি। মানিক বন্দ্যোপাধ্যায় এর গল্পঃ শুনবো। অশেষ ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর একটা গল্পঃ উপহার দেওয়ার জন্য।❤❤আর অসাধারণ পোস্টার ডিজাইন।
@saswatidasgupta3911 Жыл бұрын
প্রতিটি শব্দে রহস্য মুড়ে গেছে। অসাধারণ 👌👌👌
@creativemohona Жыл бұрын
শেষ মেস একটা ভূতের গল্পঃ পাওয়া গেলো 🥰🥰🥰 Mir দার গলায় 😘😘😘😘 এটাই চেয়ে ছিলাম
@mohit.428 Жыл бұрын
মীর দাদার গলার আওয়াজ সুনলেই একটা আলাদা অনুভুতি রক্তে রক্তে ছড়িয়ে পড়ে।🤗🤗 তারপরে আবার ভূতের গল্প এত সত্যিই সোনায় সোহাগা❤❤ কোন তুলনাই হয়না😊😊 দাদা তুমি সত্যিই অসাধারন.....ব্যক্তিত্ব বহন করে বেড়াচ্ছো প্রত্যেক শ্রোতার মনে❤❤ ভালো থেকো দাদা সব সময়...আর বেঁচে থাকো অনন্ত কাল❤❤
@arnabkanthal4185 Жыл бұрын
অয়ন্তিকা দি কে অনেকদিন পর শুনে পুরোনো স্মৃতি ফিরে এলো😊। অনেক ধন্যবাদ ফিরিয়ে আনার জন্য❤
@tm92211 Жыл бұрын
@@PhenomenalArchive kannakati korchhen kyano
@realshounakbasu Жыл бұрын
True
@JHUMURMONDAL-tx3xe Жыл бұрын
ইন্দ্রানী দির অপেক্ষায় রইলাম
@imtiazuddin6937 Жыл бұрын
Y
@sudiptanaiya3683 Жыл бұрын
Daktar noy Master hobe
@Banchokobi Жыл бұрын
রাত এখন 10 : 53 আমি এই সময় এই কমেন্ট টা করছি রাস্তায় কেউ নেই , আমি একাই বসে বসে শুনছি আমি দারুন অনুভব করছি ফাঁকা মাঝ রাস্তায় বশে বসে আমি এই গল্পঃ টা শেষ করলাম , ❤️❤️🤗
@sontudas8335 Жыл бұрын
শুভ অক্ষয় তৃতীয়া ক্যাপ্টেন তোমায় অনেক অনেক ধন্যবাদ🙏💕 নতুন করে সবাইকে এতো খুশি ও আনন্দ উপভোগ করানোর জন্য💞
@secretperson3112 Жыл бұрын
সব থেকে বড়ো কথা কি জানো মিরদা তুমি এক নিমেষে আমার চারপাশের পরিবেশকে গল্পের ঘটনার পরিবেশে বদলে দাও তোমার কন্ঠ দ্বারা। মনে হয় সব চোখের সামনে ঘটছে। যতক্ষণ তুমি গল্প বলে যাও পরিস্কার যেন দেখতে পাই ঘটনাগুলো পরপর। আজ পর্যন্ত অনেকের কাছেই গল্প শুনেছি বা এখনো শুনি কিন্তু এই অনুভূতি আর কোথাও হয় না। কোনোরকম অ্যানিমেশন বা চিত্র ছাড়া কেবল কথার দ্বারা একটা পুরো গল্পকে সিনেমার মতো চোখের সামনে স্পষ্ট দেখানোর ক্ষমতা তোমারই আছে...
কিছু গান যেমন বিশেষ গলায় ফিট হয়, তেমনি কিছু গল্প মীর-দার গলা ছাড়া অসম্পূর্ণ ❤
@sabnomrahaman2724 Жыл бұрын
Ami bengla honour ar student ....sei 2nd year a pore6ilam...amder syllabus 6ilo...akhon amr akta 6tto baby a6e ...mone pore gelo onek purono smriti... thanks mir da....
@Sid_Creations Жыл бұрын
Sir Manik Bandyopadhyay is always my favourite, Onar Story aar Mir Da'r Voice, osadharon jugol bondi. Aar ki chai... Darun Darun Darun laglo, Thank You Mir Da... 🙏🙏🙏
@taniachakraborty3176 Жыл бұрын
দুরন্ত performance! একটা 'মিথ্যা' নাকি একশোবার উচ্চারণ করলে বিশ্বাসের দিক দিয়ে তা মানুষের মনে 'সত্যি'র জায়গা পায়। পরিবেশ কী বিরাট প্রভাব ফেলে আমাদের মনে! ভূতের গপ্পোর আড়ালে মনোবিজ্ঞানের এই গূঢ় তত্ত্ব মানিক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকাশ করেছেন, ভাবা যায় না just 🙏
@snigdhadutta85723 ай бұрын
যদি সেটাই হয়ে থাকে, তাহলে ধীরেন নিজের বোনকে কেন মারলো?
@madhukhanra2673 Жыл бұрын
শেষ মেস মীরদার গলায় একটা ভূতের গল্প পেয়ে খুব খুশি হোলাম🤗❤
@creativemohona Жыл бұрын
সে আর বলতে ❤
@saikatmukherjee1837 Жыл бұрын
Ekdum ❤❤
@snigdharoy607 Жыл бұрын
@@creativemohona to the best friend hone ke karan hai ki korey amar nibi nitei
@samrat3075 Жыл бұрын
Stay healthy stay blessed, happy Eid to you and your family,
@untoldStoryVlog003 Жыл бұрын
Apni dakhta know patnir thaka kom na 😂
@anuradhatarafdar5417 Жыл бұрын
আমি গল্পটা কলেজে পড়ার সময় পড়েছিলাম । আজ এতদিন পর শুনে অসাধারণ লাগলো । শুধু ভূতের গল্প তো নয়, সাইকোলজিক্যাল ভূতের গল্প । মানিক বন্দোপাধ্যায় শ্রেষ্ঠ , মীর অসাধারণ।
@dranitachowdhury2422 Жыл бұрын
After a long period of time , I listened the voice of ayantika. Beautiful direction by our captain. Hats off. Above our sky the standard. Of this channel from the beginning.
@joychandrashill1150 Жыл бұрын
দারুণ। আপনি অতুলনীয়। আপনার মুখ থেকে গল্প শোনার মজা মনে হচ্ছিলো জীবনে মিস হয়ে যাবে। কিন্তু কি দারুণভাবে নিজেকে বাচিয়ে রাখলেন নিজের শ্রোতাদের কানে। Lots of ❤️
@osimakhatun310 Жыл бұрын
আজকের গল্পে ধীরেনের চরিত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মীর.. 😂 😂 আর মীর এর সাবলীল কথাগুলো, যেন ধীরেনের চরিত্রে গেঁথে দেওয়া.. ভূতের ভয়ের চেয়ে, ধীরেনের অস্বস্তিকর বিরক্তি প্রকাশ শুনে শরীর মন বীভৎস ভাবে পুলকিত হয়.. 🤗 🤗
Tumi jannat nasib karo .amin .. Tomar attar Santi kamona kori 🥀
@dearbabu1835 Жыл бұрын
মীর দা গলা ছাড়া গল্প মানাই না একটা যাদু আছে গল্প ,,,আর একটা জিনিস কে খুব মিস করছি ,,ঐ শুরু হওয়ার আগে একটা গুলি আওজ টা শুনলে গায়ে লাম খারা হয়ে যেতো
@chandachandrima143 Жыл бұрын
Mir da is really an exceptional talent we see once in few decades. Thank you for bringing the gems of bengali literature to us. Its really hard on time to go on reading a book now a days despite me being a reader. Mobile phones has taken the front seat now. Wish to receive many more treasure through your voice. All the best..and thank you
@realmir Жыл бұрын
That's our goal; to keep Bengali literature alive... Glad it's happening.. 🙏🏼
@chandachandrima143 Жыл бұрын
@@realmir Wow. reply from Mir da himself🙂🥰Thank u again..
@soumyadeepguha8135 Жыл бұрын
Not in decades, maybe in centuries
@Shoumo-li8tk Жыл бұрын
@@realmir big fan ..
@subhajitchakraborty469 Жыл бұрын
গপ্পো মীর দার মুখে শুনার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি🥺🥺🥺 এভাবেই আমাদের আনন্দ বিনোদন দিয়ে যাও সর্বদা 🥺🥺🥺🥺 মীর দা we love you🥺❤️❤️❤️
Eijonnoi purono lekhok der bhoutik golpo sudhu lekha noy, Proper curation of horror. Pranam Swargiyo Manik babu ke and Thanks a lot Mir da for bringing this as an audio story. onekdin por ekta durdanto golpo shunlam..
@romantic2584 Жыл бұрын
Very excited 🌚❤️ প্রতি শনিবার মির দার গলায় গল্প শোনার অপেক্ষায় থাকি❤️🌚Love You,,,,
@santanusutradhar1828 Жыл бұрын
দামিনী কে অভিনয় করেছে বুঝতে পারলাম না ঠিক। তবে মন ছুঁয়ে গাছে।অসাধারণ বাস্তবতায় ভরা।অসাধারণ এক অনুভব। শিল্পীকে শ্রদ্ধা।
@realmir Жыл бұрын
Ayantika 🎉
@santanusutradhar1828 Жыл бұрын
তাই বলি এত সাহস হঠাৎ করে কার হলো। আমি ওনাকে একবার দেখতে চাই মীর দা। reels এ
@arindambala6079 Жыл бұрын
Thank you Mir Sir. Love you Sir. খুব মিস করতাম আপনাকে। অবশেষে আবার ফিরে পেলাম। আপনি শুধু গল্পই শোনান না। শ্রোতাদের মনে আপনার ভয়েস যে জায়গাটা করে নিয়েছে সেখানে আপনার গল্পঃ না থাকলে শূন্যতার সৃষ্টি হয়।যা কেউ পূরণ করতে পারবে না। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sritilekhadhar4985 Жыл бұрын
কী দারুণ,ভয় ও খুব,সাংঘাতিক,আর এত সুন্দর উপস্থাপনা এ আরো ভালো লাগছে,খুব ভালো লাগলো💕
@autisticvampire2403 Жыл бұрын
*Theory 1* : Dhiren is a mastermind. Maybe he had some grudge on his sister Subhra & Balai. Maybe they had a secret relationship Dhiren somehow ended up discovering & didn't approve. So he decided to get rid of them by coming up with this master plan. He first killed Balai & then his sister & claimed Balai killed her as a ghost. *Theory 2* : Dhiren had some kind of mental illness, maybe split personality disorder. Maybe he wasn't like this from the beginning cuz if it was ppl around him would've noticed but he was a normal person. But something must have affected him deeply, maybe a forbidden relationship between Subhra & Balai. So Balai became his split personality. Balai was killed by those goons & then Dhiren switched to Balai & killed Subhra. *Theory 3* : Everything is as it is narrated, supernatural
@susantamondal6770 Жыл бұрын
He didn't even claim that Balai killed his Sister, It's Damini who told this
But that doesn't explain how damini was "possesed" like it is quite unlikely that two people have a mental illness... maybe it is a kind of supernatural entity
@avishasarkar Жыл бұрын
@portalx15 "a time that you enjoy doing is not a wasted time" : a wise man
@badhanpaul9110 Жыл бұрын
Or maybe theory 1 is partly correct. After the Damini incident he had to get rid of all these to have his normal life back and he pretended to be that ghost. As he said Bolai had eyes Shubhra but he didn't get a chance. So, he cleared the name of his sister also he opened a door to get sympathy for himself that Bolai killed her sister using his body.
@ipshaparvin5553 Жыл бұрын
Ki je anando hocche etodin por Mir dar gola sune ,,moruvumir te sottie jol er dekha Pele jerom onuvuti hoi thik serom Tai....love u Mir daa...& thanks a lot abar amadr etto sundor golpo upohar deoar jonno....😍🥰❣️
@Paromita199 Жыл бұрын
খুব মিস করেছি এই কণ্ঠস্বর।ফিরে পেয়ে খুব ভালো লাগছে স্যার ❤
@riktahowladar-wd5lm Жыл бұрын
সারা সপ্তাহ গল্প শুনার জন্য অপেক্ষা করে থাকি,,, দারুণ লাগছে গল্পটা ❤❤❤
@purnendukarak1235 Жыл бұрын
শুনতে শুনতে মনে হচ্ছিল আমার সামনেই যেন পুরো ঘটনাটা ঘটেছিল... So realistic ♥️
@sakilahamed5070 Жыл бұрын
DURATION -50:29 sec
@sharminrita2852 Жыл бұрын
আপনার ভয়েস টা আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত। খুব ভালো লাগে শুনতে শুনেও শান্তি পাই। ❤
@sujoybiswas3408 Жыл бұрын
Mir da missing Sherlock Holmes very much in your voice. And taranath tantrik. Please come up with more stories of these two ensamble characters. Much love and luck Sujoy
@pritambhowmick8333 Жыл бұрын
অসাধরন উপস্থাপনা ❤আজকের বৃষ্টি ভেজা দিনে এই স্বাদের ভাগ হয়না।
@tanmoy_sarkar_official979 Жыл бұрын
এবারের গল্প টা দারুন লাগলো ❤❤❤❤ শুভ অক্ষয় তৃতীয়া মীর দা তোমাকে এবং তোমার পরিবার কে।।❤❤❤❤❤
@tanmoy_sarkar_official979 Жыл бұрын
Kore diyechi .. apnader golpo gulow valo
@ishandas3035 Жыл бұрын
কাকা তো ফাটিয়ে দিয়েছে গো। জীও কাকা তোমাকে প্রথম শুনলাম কোনো গল্পে।।❤️
তুমি গুরু ছিলে,আর থাকবে❤❤ খুব ইচ্ছে একদিন সামনে থেকে তোমাকে দেখার,জানি না কিভাবে সম্ভব।। প্রণাম নিও,আর ঈদের শুভেচ্ছা❤
@sukantas3588 Жыл бұрын
আজকের আবহাওয়ার সাথে "হলুদ পোড়া " একদম পারফেক্ট, ধন্যবাদ এরকম একটা গল্প পরিবেশনের জন্য 🥰
@sukantas3588 Жыл бұрын
আগে তো শুনতে দিন মশাই। 😊
@nabojitchakraborty2351 Жыл бұрын
অনেক দিন পর হার হিম করা ভূতের গপ্পো শুনলাম মীর দা তোমাকে অসংখ্য ধন্যবাদ আবার মন জয় করার জন্য।। @realmir
@tufanbera52298 ай бұрын
00:03 Discussion about foreign places 07:26 The discussion is on foreign cultural influences. 14:14 Discussion on foreign elements and financial transactions. 20:08 The importance of subscribing to the original channel 25:39 Discussion on the impact of the color yellow on the soul 32:17 Discussion on the impact of fear when wearing yellow 38:10 Discussion on the fear associated with wearing yellow 45:08 Discussion on the impact of the color yellow
@sreyashakolay1203 Жыл бұрын
Ufff.🔥🔥🔥.ki darun hoyeche Mir da!!!!! finally ekta bhuter golpo pellam😍ai bhabe e golper thek cholte thakuk😍😍😍😍😍😍
@kankanakantal Жыл бұрын
ক্যাপ্টেন love you 🥺 কোনোদিন ভাবতে পারিনি অয়ন্তিকা দির গলা আবার শুনব ,, কিন্তু তোমার জন্য সেটাও সম্ভব হয়েছে ,,, তোমার মিরচি ছাড়ার পর আবার নতুন ভাবে ফিরে আসা আবার অয়ন্তিকা দির গলা,,,, সমস্ত অসম্ভব কে সম্ভব করেছ তুমি ,,, 🫶অনেক ভালোবাসা ক্যাপ্টেন ♥️
@sakilahamed5070 Жыл бұрын
সবাইকে ঈদ মোবারক! ✨💕💖 Ayantika❣️🥰 দি কে এনে 'মানিক বন্দ্যোপাধ্যায়ের' গল্প উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ। এক একদিন এক একরকম কিংবদন্তি দের কন্ঠের স্বাদ। এভাবেই এগিয়ে চলুক আমাদের গপ্পো মীরের ঠেক!!❤
@shahadathossain114 Жыл бұрын
mir আমি আর আম্মা আপনার অনেক বড় ভক্ত বাংলাদেশ থেকে ❤❤ গল্পের background sound আপনার থেকে ভালো আর কেউ দিতে পারে না, আর কন্ঠের কোনো তুলনা হবে না!!
@parthsarathikarmakar7884 Жыл бұрын
Good to hear some radio mirchi r j again like ayantika.feeling nostalgic.want more.
@kalpanachakrabarty24693 ай бұрын
অদ্ভূত জটিল একটা গল্প। ভুত না মেন্টাল ডিপ্রেশান-দ্বন্দ্বে পড়ে গেলাম। মীর অসাধারণ!🙏❤️
@cnbanerjee Жыл бұрын
Mir Da ❤❤❤ is Back Feeling so great!!! Awaiting more stories including তারানাথ tantrik, Mir da is simply outstanding in this character 😊
@sunnyscreation3453 Жыл бұрын
বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, বিকেল বেলা আর কানে সানডে সাসপেন্স। স্বর্গ লাগছে❤
@nandini9873 Жыл бұрын
কী অসাধারণ উপস্থাপনা!!! এটাই মীর 🎉🎉অনেক অনেক সাবস্ক্রাইবার চাই এই চ্যানেলের
@galpobiswa Жыл бұрын
উফফ... এই দুপুরেও গায়ে কাঁটা দিয়ে গেল।
@chitrakundu7112 Жыл бұрын
❤ এই তিথি তে অক্ষয় হোক প্রিয় মীর দা ঠেক এই দোয়া করি , ঈদ মোবারক মীর দা ❤
@trilok1718 Жыл бұрын
ঠিক যেন এমনটাই চেয়েছিলাম.. অসাধারণ অসাধারণ❤️ যার উপর শুভ্রার আত্মা ভর করেছিল সেই দামিনীর চরিত্রে কন্ঠটি কার?
@roohitsingh9443 Жыл бұрын
মির দা দারুন হলো আজকের গল্পটা......❤❤ আরো একবার তারানাথ কে পাবোনা তোমার কণ্ঠে......??
@riahalder741110 ай бұрын
Shiter dupur gaye jor, cholche mir dar golar story telling, ashadharon..🌼☺️
@shambhunathpal774 Жыл бұрын
অনেক দিন পর Ayatika দির আওয়াজ শুনব।❤
@amritarnabdev Жыл бұрын
এমনই ক্লাসিক ভূতের গল্প চাই। আমার একটা আর্জি আছে। এটা নিতান্তই আমার নিজের আর্জি। স্যার, সিরাজ স্যারের ছোট মামা আর পুটুর কিছু গল্প গুলো নিয়ে আসেন।
@bijanchatterjee3712 Жыл бұрын
মীর সাহেব আপনি যে গল্পই উপস্থাপনা করবেন, আমি জানি সে গল্পঃ পাঠ আমাদের মন ভালো করে দেবেই।❤🎉😂
@somnathchatterjee2418 Жыл бұрын
Really mirda you are great,hats off to you and your voice,I heard three times about this from yesterday till today, there will be no one like you, like this you always stay with us Mir Da, and never leave us please.
@souravpatra1368 Жыл бұрын
এরম ব্যাকগ্রাউন্ড মিউজিক আর মীর স্যার এর কণ্ঠে ভূতের গল্প উফফফ ❤
@sayantabarai Жыл бұрын
আমরা যারা পুরনো সানডে সাসপেন্স শুনতে শুনতে অভ্যস্ত, তাদের সেই পুরোনো স্বাদ নতুন করে ফিরিয়ে আনার জন্য অসংখ্য ধন্যবাদ।
@amiyachatterjee7215 Жыл бұрын
অয়ন্তিকাদি কে পেয়ে খুব ভালো লাগলো 😊😊😊 গল্প টা শুনে সত্যি খুব ভয় পেলাম... অনেকদিন পর ভূতের গল্প . Thank you so much মীরদা ❤❤❤❤❤❤❤❤ পুরোনো সানডে সাসপেন্স এর ছোঁয়া পেলাম
@rittikapaul8485 Жыл бұрын
সব কাজবাজ সেরে বসে পড়েছি গপ্পো শুনতে😌🥰♥️
@osimakhatun310 Жыл бұрын
বাপরে বাপ, কি উত্তেজনায় ছিলাম সারাদিন ধরে মীর.. যেই তুমি সামনে এলে, কেমন অদ্ভূত একটা টান কানের পাশে ঘুর ঘুর করছে.. 😀 😀 যাই হোক, এবার শুনি দারুণ ভয়ংকর গল্পটা.....!!!!!!
@skd4508 Жыл бұрын
Hii
@osimakhatun310 Жыл бұрын
@@skd4508 hello
@ramacharisourav1341 Жыл бұрын
গল্পতে যে এতো সুন্দর টুইস্ট হতে পারে সত্যি দাদা তুমি না থাকলে জানতেই পারতাম না ধন্যবাদ আরো একটা ভালো গল্প উপহার দেওয়ার জন্য ❤❤🙏🙏🙏
@pratikmukherjee5882 Жыл бұрын
It was just too good. Saturday is incomplete without 'Goppo Mirer Thek'!!!!! What a Performance!!!! Thank you!!!! A Humble Request: ব্রাম স্টোকারের 'জুয়েল অফ সেভেন স্টার', ড্রাকুলার পরে এটা ছিল ওনার সেরা সৃষ্টি | এমনকি কিছু কিছু ক্ষেত্রে ড্রাকুলার চেয়েও ভাল | বাংলা অনুবাদের নাম: 'সপ্তর্ষির অভিশাপ'। খুব সম্ভবতঃ বাংলায় প্রকাশকের নাম ছিল : চিরায়ত। অনেক অনুরোধ পাঠানো হয়েছে, কিন্তু কখনও মঞ্জুর হয়নি। অনুরোধ রইলো মীর দা, এইবার এটা করুন | Please. Requesting all the way from Montreal, Canada. Pleaseeeeeeee Sir !!!!!!!
@santaghosh8342 Жыл бұрын
Instagram এ ভিডিওগুলো দেখে খুব উৎসাহ তৈরি হয়েছিল। ঠিক উৎসাহ তৈরি হয়েছিল ❤❤
@munnavai469 Жыл бұрын
❤প্রিয় মীর ভাই ও তোমার "ঠেক " কে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ❤ ঈদ মোবারক ❤❤ বিখ্যাত সাহিত্যিক মানিক বন্ধোপাধ্যায় এর গল্প আবার তোমাদের সমগ্র পরিচালনা গল্প ভালো তো হবেই। 😊😊😊 শুনছি ও সাথেই আছি আমি (গল্প পাগলা )😅😅 সেই সুদূর ওপার বাংলা থেকে 🎉🎉🎉
@bikashitadeykarmakar2442 Жыл бұрын
একে class 11 তায় আবার science.......গল্প শোনা এখন যেন বহু প্রতীক্ষার অবসান...... বাকি গল্প গুলো শুনলেও এটা হাবিজাবি notification এর ভীড়ে হারিয়ে গিয়েছিল..... আজ সময় পেয়েছি, আজ এটা শুনেই ছাড়বো
@BhajGobindamHindi Жыл бұрын
সময়সীমা 50:29 আবার তারকাঁটা #Ayantika... আজকাল তো #SundaySuspense এ ও শোনা যায় না অয়ন্তিকার কণ্ঠ ।
@sweetydas2308 Жыл бұрын
Mirchi chere diyeche Ayantika di onk din age
@nilabjachakraborty5648 Жыл бұрын
সেই আগেকার ভৌতিক গল্পের ফ্লেভারটা পেলাম আজ।ভৌতিক গল্পপাঠে মীরদা(পুরুষ কন্ঠে) ও অয়ন্তিকার(মহিলা কন্ঠে) বিকল্প তেমন একটা নেই বলেই আমার বিশ্বাস।
@pritharoy8477 Жыл бұрын
গল্পটা just ফাটাফাটি 🥰... প্রত্যেক শনিবার অপেক্ষায় থাকি নতুন নতুন গল্পের জন্য❤
@lovelypandey9644 Жыл бұрын
Ratri bela, khola janla, janlar baire boro boro gach, ghutghute ondhokar, R ei golpo sunchi tar sathe background music Uff 🔥🔥🔥 Oshadharon ❤❤
@AnuvabSpeaks Жыл бұрын
ঈদের দিনে তোমার দেওয়া শ্রেষ্ঠ উপহার মীর দা।❤🎉❤❤🎉
@subhashbose5306 Жыл бұрын
Ahàa! globpo bhuter abar Mir daar golai, kono juri nei , অসাারন ekti গল্প, এবং উপস্থাপনা, চোখ বুজে একমনে গল্প শুনতে শুনতে আমি যেনো নিজেই গল্পের ভেতরে চলে গিয়েছিলাম।। "মীর আফসার আলী" আমাদের প্রিয় মীর দা যুগ যুগ জিও🙏🏻🙏🏻
@BLANKB990 Жыл бұрын
যদি এই গল্পে তারানাথের তান্ত্রিক আবির্ভাব ঘটে থাকে তবে এই গল্পটি কিছুটা ভিন্ন পর্যায়ে যাবে,afterall গ্রাম বাংলার ভূত এবং তারানাথের সম্পর্ক বহু বছর থেকে😅❤
@saptarshibanerjee5742 Жыл бұрын
সেটা আবার ব্যানার্জী vs ব্যানার্জী হয়ে যাবে!😇
@koushikdas8258 Жыл бұрын
Mir sir আপনার উপস্থাপনা দারুন সুন্দর।আপনার গলার আওয়াজ হৃদয়কে ছুয়ে যায়।আপনার শরীর ও কন্ঠস্বর যেনো ভালো থাকে এই কামনা করি ঈশ্বরের কাছে।
@avishekpaul8620 Жыл бұрын
ঈদ মোবারক মীর ভাই।❤
@KabboNath16 күн бұрын
যারা হেরেও হার মানে না, যারা স্বপ্ন কে ধরতে পারে।বা যাদের হারানো যায় না,যাদের স্বপ্ন নিজেই খোঁজে।মীর তুমি সেই একজন - সেলাম করলে তোমাকে ছোটো করা হয়। তাই ছোট্ট ভালোবাসাটাই দিলাম। কোনোদিন ভালবাসা ছোটো হয় বলে শুনি নি।🙏🙏🙏
@sayansengupta8931 Жыл бұрын
Ekta samannnyo golpo...music a kothay nie gelo😮😮..kudos to thekk team🎉
@letsplay8717 Жыл бұрын
Sherlock homes হয়ে যাক পরের week এ 🙏🙏
@mistishayari Жыл бұрын
Mir da tumi chile bolei Sunday suspense suntam jedin diye tumi nei ami ar suni na dada .. mir da tumi Sera❤ tomar voice a golpo sonar moja tai alada lavel er ❤