দারুন আইডিয়া। তবে আপনার দেখানো রিলেটা কি আসলেই ১০০ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারে? এর মুল্য এবং এটার সাইজ অথবা এটার বিল্ড কোয়ালিটি দেখে তো মনে হচ্ছে নাহ। ১২ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার রেটিং এর যে রিলে গুলো আইপিএস ইউপিএসে ব্যবহার হয় ওইগুলো মুল্য তো আরো বেশি হয় । এছাড়া অনলাইন দেখলাম এটা বাইকে ব্যবহার হয়,তবে কন্টিনিউ ব্যবহার করা যাবে?
@ElectroFit.7 ай бұрын
আমার দেখানো রিলে টা ৮০ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারে তবে ১০০ অ্যাম্পিয়ার ও কিনতে পাওয়া যায়। আর এটার বিল্ড কোয়ালিটি আপনি হাতে নিলেই বুঝতে পারবেন।
@Alordishari45 ай бұрын
আসসালামুয়ালাইকুম সাব্বির ভাই! আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি হোয়াট নাম্বার দিয়েন যদি আপনার কোন সমস্যা না হয়
@shakilrana34905 ай бұрын
ইউপিএস দিয়ে ফ্যান চালালে শব্দ হয় এটা কি করে ঠিক করা যাবে আপনার জানা থাকলে একটু জানাবেন।
@Al-AminAkash-y2i5 ай бұрын
ক্যাপাসিটর লাগান শব্দ কমবে
@রমজানমুহম্মদ7 ай бұрын
আপনার রিলের এম্পেয়ার ধারণ ক্ষমতা অনেক কম এই জায়গায়
@ElectroFit.7 ай бұрын
দুঃখিত ভাই। একটা ফ্যান, কম্পিউটার, লাইট চলতে ব্যাটারি থেকে সর্বোচ্চ ২০-৩০ amp কারেন্ট টানে ইনভার্টার। রিলে ম্যাক্স ৮০ amp লোড নিতে পারবে। এটা যথেষ্ট থেকেও বেশি।