ওয়ারিশ সনদ কি ? ওয়ারিশ সনদ করতে কত টাকা লাগে ? কি কি কাজে লাগে

  Рет қаралды 28,158

TECHMentor Ekram

TECHMentor Ekram

10 ай бұрын

প্রিয় দর্শক,
এই আজকের ভিডিওতে আলোচনা করেছি ওয়ারিশ সনদ কি ?
কোথায় কি কাজে লাগে ও কিভাবে পাওয়া যায়?
কোন ব্যক্তির মৃত্যুর পর তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে ভাগ করে দেওয়া অর্থাৎ ব্যক্তিগত আইন অনুসারে বণ্টন করতে ওয়ারিশ জানা একান্ত প্রয়োজন। ওয়ারিশ সম্পর্কে স্থানীয়দের জানা থাকলেও কোন প্রতিষ্ঠানের পক্ষে তা জানা সম্ভব হয় না বা জানে না। তাইএই বিষয়টি নির্ধারণ করার জন্য স্থানীয় পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন অথবা আদালত কর্তৃক ওয়ারিশ সনদ প্রদান করা। ভবিষ্যতে ঝামেলা এড়াতে মূলত এই সনদ বেশ কাজে দেয়। নিচে এই সম্পর্কে আলোচনা করা হলো।
♦ ওয়ারিশ সনদ কি?
কোন ব্যক্তির মৃত্যুর পর তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুসারে এবং দেশিয় আইনে বণ্টন করা হয়। দেখা যায় স্থানীয় ভাবে একজন ব্যক্তির উত্তরাধিকার ও ওয়ারিশ কে কে তা সবাই জানলেও অফিস আদালত বা প্রতিষ্ঠানের পক্ষে জানা সম্ভব হয় না আবার দেখা যায় এক ব্যক্তির একাধিক স্ত্রী ও সন্তান থাকলে, মৌখিক ভাবে কাউকে ত্যাজ্য করলে বা পরিবারের কাছ তেকে দুরে থাকলে তার প্রকৃত উত্তরাধিকার কারা তা নিয়ে প্রশ্ন ওঠতে পারে, তাই ভবিষ্যতে যে কোন ধরণের সমস্যা এড়াতে স্থানীয় প্রশাসন অথবা আদালত থেকে কে কে সেই মৃত ব্যক্তির ওয়ারিশ সেই সম্পর্কে একটি সনদ প্রদান করা হয়, এটিকে ওয়ারিশ সনদ বলা হয়।
♦ কেন ওয়ারিশ সনদ প্রদান করা হয়?
কোন ব্যক্তির মৃত্যুর পর তার প্রকৃত ওয়ারিশগণের সংখ্যা, ধরন (ছেলে না মেয়ে), অবস্থা ইত্যাদি জানতে এই সনদ প্রদান করা হয়। আমাদের বর্তমান জাতীয় পরিচয় পত্র বা অন্যান্য সার্টিফিকেট ব্যবস্থা কিছু দিন আগেও চালু ছিল না তাই এই সনদের প্রয়োজন পরে আবার অন্য দিকে বর্তমান ব্যবস্থায় অনেক ভুল ভ্রান্তি থাকে বা আপডেট থাকে না কিংবা কিছু কিছু স্থানে বাস্তব চিত্র হয়তো সার্টিফিকেট বা সরকারি তথ্যের সাথে অমিল থাকতে পারে তাই এই বিষয় গুলো পরিষ্কার করতে ওয়ারিশ সনদ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। মোদ্দাকথা ওয়ারিশ সম্পর্কিত যে কোন ঝামেলা এড়াতে এই সনদ প্রদান করা হয়।
♦ কি কি কাজে এই সনদ দরকার পড়ে?
✔ জমি-জমা বা সম্পত্তি বাটোয়ারায়
✔ জমি খারিজ/নামজারি করতে
✔ আইনগত অধিকার আদায়ে
✔ ঘোষণমূলক মোকদ্দমায়
✔ ব্যাংক- বীমায় মৃত ব্যক্তির অর্থ থাকলে
✔ পেনশন তুলতে।
♦ কিভাবে এটি পাওয়া যায়?
ওয়ারিশ সনদ সাধারণত স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত প্রত্যয়ন পত্র । যা একজন মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকার/ওয়ারিশদের স্বীকৃতি দেয় । আবার ওয়ারিশ সনদ দেওয়ানী আদালতের মাধ্যমেও পাওয়া যায়। সাধারণত অর্থ ও অস্থাবর সম্পত্তির দেনা - পাওনা, ব্যাংক-বিমা ইত্যাদির সুষ্ঠ হিসাব পাওয়া জন্য ও যাতে করে ভবিষ্যতে কোন ধরনের ঝামেলা না হয় সে জন্য দেওয়ানী আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নেওয়া হয়।
সনদ ফিঃ
সাধারণত ৫০-২০০ টাকা হয়, এটা পৌরসভা বা ইউনিয়ন পরিশোধ ভেদে আলাদা হয় তবে এটা খুব বেশি হয় না।
♦ কেন এই সনদ প্রয়োজন?
ওয়ারিশ সনদ উত্তরাধিকারগণকে তাদের নামে কোন সম্পত্তি হস্তান্তরিত আছে কিনা, বা উত্তরাধিকার যোগ্য কতটুকু সম্পদ আছে তা সত্যায়ন করে। উত্তরাধিকারী/ সুবিধাভোগীর আবেদনের প্রেক্ষিতে উত্তরাধিকার আইন অনুযায়ী সনদটি ইস্যু করা হয়। ওয়ারিশ সনদ কার্যকরী, কিন্তু সব সময় এর বলে মৃতের সম্পদে উত্তরাধিকার নাও পাওয়া যেতে পারে। এর সাথে প্রয়োজন হতে পারে, একটি মৃত্যু সনদ এবং অনাপত্তি সনদ। মনের রাখবেন, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে পৌরসভা বা ইউনিয়ন পরিশোধ থেকে সনদ নিলেই হয় আর অর্থ সংক্রান্ত ও অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত থেকে এই সনদ গ্রহণ করতে হয়। ‘
কখন আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নিতে হয়
সাধারণত অর্থ পাওনা, ব্যাংক-বিমা, কোম্পানির শেয়ার এবং স্টকের জন্য ইত্যাদির বণ্টনের জন্য ও যাতে করে ভবিষ্যতে কোন ধরনের ঝামেলা না হয় সে জন্য দেওয়ানী আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নেওয়ার প্রয়োজন পড়ে, যেখানে আদালতের আদেশের মাধ্যমে ওয়ারিশ সনদ প্রদান করা হয়।
👍 ভিডিওগুলো ভালো লাগলে চ্যনেলটি Subscribe করে নিন !
🔔 সেই সাথে পাশে থাকা Bell 🛎 বাটনে ক্লিক করুন !
🔔Subscribe My Channel :▶
kzbin.info...
♦ For Business inquiry :
💙 প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01831499641 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন)
✔ My Personal fb id : / tech.ekram
✔ Facebook Page : www. techmentorekram
✔ Facebook Group : / techmentorekram
📞 SMS : 01831499641 (WhatsApp SMS only)
👉 আমার টেলিগ্রাম চ্যানেল লিংকঃ t.me/TechMentorEkram
===================== Disclaimer ========================
➤ Disclaimer :- This Channel does not promote any illegal content, Does not encourage any kind of illegal activities. All contents provided by this channel is meant for EDUCATIONAL purpose only
➤ Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 50
@EvanAhmmed-nq5sl
@EvanAhmmed-nq5sl 21 күн бұрын
thnx for your helpful information ❤
@md.mahamudunnabi-miah9721
@md.mahamudunnabi-miah9721
Good
@farahmunmun5866
@farahmunmun5866
Assalamualaikum bhaia waris sonod online kivabe korbo ae bisoye details video den.
@eyasin_official
@eyasin_official
ভাইয়া 2nd জিরো রিটার্ন এর একটা ভিডিও দেন,
@nadiazaman8893
@nadiazaman8893
Nid correction er jonno warish shonod chawa hoy, kintu pita jodi mrito na hoy shekhetre ki korbo?
@mohammademonhossain6335
@mohammademonhossain6335
ব্যবসায়ীদের সর্বনিম্ন আয়কর রিটার্ন দাখিলের ভিডিও আপলোড কইরেন ভাইয়া প্লিজ। দয়া করে
@MdRipon-sh3tl
@MdRipon-sh3tl
The application with this NID number is being processed by the central system. An applicant is not allowed to submit two applications at a time.
@arafathazari3073
@arafathazari3073
Vai online zero return submit kora ki chalo hoico bolban plz ❤
@muhtasimjawadchowdhuryishm7451
@muhtasimjawadchowdhuryishm7451
Death certificate chara ki warish nama neoa shombhob?
@MasudRana-uv1we
@MasudRana-uv1we
ভাই জমির মালিক মৃত এর NID নাই কেমনে সনদ পাব একটু জানাবেন
@alaminshek3203
@alaminshek3203
❤❤❤❤
@nahiannewaj5865
@nahiannewaj5865
১৯৮৫ সালে মৃত্যুবরণ কারি ব্যক্তির মৃত্যু সনদপত্র বা ওয়ারিশ সনদ কি ভাবে করবো
@mdsaddam3358
@mdsaddam3358
আমার আম্মা মারা গেছে 2017 সালে এখন আমরা তো আমার মিতু সার্টিফিকেট বের করি নি আমার আম্মা যে জমি আছে সেই জমির আমি ভাগ করে নিলে এক্ষেত্রে আমাদের কি ভুল হলে সেটা কিভাবে সংশোধন করব
@cr6gemar597
@cr6gemar597
0 রিটার্নের একটা ভিডিও দাও ভাই❤
@eyasin_official
@eyasin_official
ভাই, ই-রিটার্ন সাইট তো খুলেছে নতুন ভিডিও দেন
@user-rv2ms7co2t
@user-rv2ms7co2t
এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে এবং এক পালিত/সৎ পুত্র রেখে যায়।এক্ষেত্রে ওই মৃত ব্যক্তির নামে ওয়ারিশ সার্টিফিকেট উঠাতে গেলে পালিত/সৎ পুত্রের নাম কি ওই ওয়ারিশ সার্টিফিকেটে অন্তর্ভুক্ত হবে?অভিজ্ঞদের মতামত আশা করছি
@Arifkhanosman4991
@Arifkhanosman4991
ওয়ারিশ নামা যদি নিজে বানিয়ে ফেলি কোনো সমস্যা হবে? এটা কি অনলাইনে থাকে ?
@Tho726
@Tho726
Tin er ki khobor vya ❤
@online771
@online771
0 return kobe joma dite parbo.. update den
@faysaldh64
@faysaldh64
টি সার্টিফিকেটের এড্রেস চেঞ্জ করতে দিয়েছে অনেকদিন হয়ে গেল এখনো চেঞ্জ করে দিচ্ছেন না এটা যদি একটু বলতেন। কি করতে পারি?
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,8 МЛН