Рет қаралды 1,178
রিক্সাচালক হয়েও বড় মনের পরিচয় দিলেন || অসহায় রোগীর পাশে দাঁড়ান ||Food For Helpless || এই ভিডিওটি এক অসাধারণ মানবিকতার গল্প তুলে ধরে। একজন সাধারণ রিকশাচালক হয়েও কীভাবে তিনি তার অসাধারণ মানসিকতার পরিচয় দিয়েছেন, সেটিই এখানে দেখানো হয়েছে। নিজে দৈনন্দিন জীবনে সংগ্রাম করে বাঁচলেও, তিনি একজন অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। রিকশাচালকের এই উদারতা ও সহানুভূতি আমাদের মনে করিয়ে দেয়, সাহায্য করার জন্য ধনী হতে হয় না; বড় মনই যথেষ্ট। এই উদ্যোগ কেবল অসহায় রোগীকে সাহায্য করার গল্প নয়, বরং আমাদের সবাইকে অন্যদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। এই ভিডিওটি আপনাকে আবেগাপ্লুত করবে এবং মানুষ হিসেবে আমাদের দায়িত্বের প্রতি নতুনভাবে ভাবতে শিখাবে। ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন যাতে এমন মহৎ উদাহরণ আরও বেশি মানুষকে অনুপ্রাণিত করতে পারে। #FoodForHelpless #Humanity #SupportTheNeedy #Inspiration #KindnessMatters