আপনার ভিডিও গুলোতে আলাদাই মাদকতা আছে। বার বার দেখি, তাও যেন আশ মেটে না। আপনার ভিডিও দেখেই এবার ঝেপি ঘুরে এলাম। অসাধারন লগলো জায়গাটা। গ্রামের অনেকের সাথে পরিচয় হলো। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন
@kanikamurmu9 ай бұрын
কাঞ্চনজঙ্ঘার স্বর্গীয় দৃশ্য আর রাতের পাহাড়ের দৃশ্য অসাধারণ ।❤ মনে হচ্ছে হাজার হাজার জোনাকিরা উড়ে বেড়াচ্ছে। দারুন লাগলো 👍👌👍☺️
@Viral_Scope9 ай бұрын
হ্যাঁ অপূর্ব দৃশ্য
@bhuiyanexpress30502 ай бұрын
বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি প্রায়ই।এখানে ছোট একটা পাহাড়ের পাশে আমার বাড়ি। পাহাড়ের নাম লালমাই পাহাড়। পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে।পাহাড়ি নীরবতার কি এক দারুণ ভাষা।আপনার ভিডিও অসাধারণ। সেই নীরবতা ভাষা খুঁজে পাই।
@Viral_Scope2 ай бұрын
খুব সুন্দর
@arunasishdasgupta65319 ай бұрын
Don't understand why you have so less Subscribers! আপনার Video Footage, Music আর আপনার Voice এ অদ্ভূত এক ল্যাদ আছে. Hectic schedule এর পর বেশ একটা Relaxation এর কাজ করে. তাই আমি আপনার Video যখন আসে তখনি দেখি না, Mood নিয়ে দেখার জিনিস.
@Viral_Scope9 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
@pritikanahalder98189 ай бұрын
অসাধারণ একদম ঠিক বলেছেন
@sovanlalchakraborty99949 ай бұрын
এমন মোহমাদকতাময় কন্ঠ, নদীর মতো তিরতির করে বয়ে চলা এক আখ্যান। vloger না, যেন একজন কবি তাঁর নির্জনতার গল্প বলে চলেছেন
@aakashchatterjee35859 ай бұрын
অসাধারণ লাগলো দাদা । জায়গাটা দুর্দান্ত ছিল। মুগ্ধ হলাম আবার.....যত বলব কম বলা হয়ে যাবে।কাঞ্চনজঙ্ঘা সকালে আর রাতে অপূর্ব লাগলো। স্বর্গীয় সুখ অনুভব করলাম। আমারও পাহাড় খুব পছন্দের জায়গা।কী দেখলাম!! অনবদ্য। গল্পের মতো। কুর্নিশ স্যার।
@Viral_Scope8 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ স্যার
@gourabhalder13439 ай бұрын
দাদা আমি শুধু আশায় বসে আছি তোমার চ্যানেলে 100k সাবস্ক্রাইবার হবে সেটা দেখার জন্য, কারণ সত্যি তোমার কোন চাহিদা আশা নেই, কিন্তু আমরা তোমার শুভাকাঙ্ক্ষী এবং দর্শক হিসেবে আমাদের এটা ইচ্ছা তোমার 100k subscriber
@Viral_Scope9 ай бұрын
এখনো তাহলে কয়েক বছর 🤣🤣🤣
@Qwert388489 ай бұрын
1 million hbe.... amder Asa eta...
@Viral_Scope9 ай бұрын
@@Qwert38848 আশা পূরণ হবে না 😊
@pankourirboi9 ай бұрын
সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, যারা নেচে কুঁদে নিজেদের জাহির করে, ঢাক পিটিয়ে নিজেদের সেরা বলে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে পারবে, তাদের লাখ কেন কোটি তেও পৌঁছুতে সময় লাগবে না, তবে যারা সত্যিকারের সুন্দর কিছু করতে চাইবে তাদের এমন ই সীমিত থেকে যেতে হবে, এটাই দুঃখের তবে একটা বিষয় পরিষ্কার, শান্তনু দার সাবস্ক্রাইবার কম হলেও, যেটুকু আছে, তাদের বেশিরভাগই কিন্তু জেনুইন, তারা নির্জনতা প্রিয়, প্রকৃতি পাগল এ ব্যাপারে আমি নিশ্চিন্ত ❤❤ লাভ ইউ শান্তনু দা
@indranibanerjee89489 ай бұрын
Ro 1 ta asadharon video dekhlam apurbo chokh r moner Shanti eanedaye tomar vlog gulo 👌👌bhalo theko
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ দিদি
@indranibanerjee89489 ай бұрын
Haa 😄😄khub khoshi holam
@jayantamondal11874 ай бұрын
অনেক ইউটিউবের ট্রাভেল ভিডিও দেখি কিন্তু আপনার ভিডিও গুলি ১টু অন্য ধরনের। খুব ভালো লাগে আপনার ভিডিও গুলি
@Viral_Scope4 ай бұрын
@@jayantamondal1187 Thanks a million 😊
@sovanlalchakraborty99949 ай бұрын
কী দেখলাম!! অনবদ্য। গল্পের মতো। কুর্নিশ স্যার।
@Viral_Scope9 ай бұрын
এর পিছনে আপনার ভূমিকাও অনেকটা আছে।
@sudiptabhattacharjee16419 ай бұрын
Viral scoper video mane magic ja dekhe nimese mon valo hoye jai..asusual opurbo sundor👌👌👌👌 sply rater akash chader alor sathe paharer drisso ak onno tripti..Thks Santanu da ato sundor vlog gulo amdr gift korar jonno,onek onek valobasa💕🥰🥰tkcr🙋🏻♂️🙋🏻♂️
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
@pritikanahalder98189 ай бұрын
Sunday সকালে আপনার ভিডিও দেখলে মন ভাল হয়ে যায়।মুগ্ধ হলাম আবার.....যত বলব কম বলা হয়ে যাবে।
এটা দেখার পর কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে বসে ছিলাম,এ এক পরম তৃপ্তি❤❤
@Viral_Scope9 ай бұрын
🙏🏼🙏🏼
@debaratimandal9 ай бұрын
drun valo laglo. jamon sundr jaiga, tamon apnar asadharan photography.
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@bipasaganguly81568 ай бұрын
রাতের দৃশ্যগুলো অনবদ্য।
@prosenjitpodder3659 ай бұрын
সত্যি বলছি আমার দেখা অন্যতম বেস্ট ভিডিও গ্রাফার। দারুণ লাগে ভিডিও দেখতে। আপনি আপনার ক্যামেরা র লেন্স দিয়ে উত্তরবঙ্গের অন্য জগতে নিয়ে চলে যান। ধন্যবাদ ❤
When I have free moments love to spend that moment withis type of quality video. I feel relaxed to watch the nature and as food lover, your blogs also give knowledge about that. I watched many many blogs on social media but something always missing. Bring more blogs like this with lots of love from Barrackpore.
@Viral_Scope5 ай бұрын
@@somnathghosh2525 thanks a lot
@shyamalendumajumdar90409 ай бұрын
যথারীতি একটা অনাবিল কবিতা আর স্বচ্ছল ঝর্ণার চিত্রায়ন। আপনি বরাবরই আমার প্রিয়তম ভ্লগার।
Your cinematography and editing skills are out of this world.
@Viral_Scope9 ай бұрын
Thanks a bunch
@dipankarsen43499 ай бұрын
খুব খুব খুব ভালো লাগলো। যাওয়ার ইচ্ছে উপস্থাপনার গুণে প্রবল। শুভেচ্ছাসহ...
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@SusmitaSil-d5j5 ай бұрын
Asadharon laglo video ta beautiful
@rajarshiroychowdhury19759 ай бұрын
3:05 😍 ১ মিনিট শান্তিতে চোখদুটো জুড়িয়ে গেল 💙
@Viral_Scope9 ай бұрын
💗💗💗
@subhashdatta72339 ай бұрын
Apurba ❤,Kanchanjangha kotobar dekhechi tao mon chae abaro dekhte
@subirdesarkar80499 ай бұрын
Room gulo darun, ak din jabo, room gulo thike view khoob sundor..khoob sundor akta vlog hoeche dada, bhalo thkben
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ আপনাকে
@pritikaguin59049 ай бұрын
একরাশ মুগ্ধতা, না জানি সামনে থেকে আরো কত বেশি সুন্দর হবে!আর আপনার এই লোকাল লোকেদের সাথে গ্রাম ঘুরতে যাওয়ার ব্যাপারটা বেশ লাগে!
@Viral_Scope9 ай бұрын
তাও তো বড় চা বাগানটা বাকি থেকে গেছে 😊
@pritikaguin59049 ай бұрын
@@Viral_Scope ঘুরতে পারতেন তাহলে আমরাও দেখতে পেতাম।
@Viral_Scope9 ай бұрын
@@pritikaguin5904 শীতকালে চা গাছ ছেঁটে ফেলা হয়, গিয়ে ভালো লাগতো না। অন্য সময় হলে যেতাম
@meghnapaul85009 ай бұрын
Khub sundor kore Rishihat farmstay k dekhiechen.amra okhane gechilam.asadharon jaiga.jini chaer pata tulchilen r garite chilen uni dineshjir baba🙏
@SoundofTista8 ай бұрын
কি যে অদ্ভুত শান্তি লাগলো ভিডিওটা দেখে।।
@Viral_Scope8 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
@debasishsamaddar58609 ай бұрын
অসম্ভব সুন্দর ভিডিও যার বর্ণনা করা বড় মুশকিল আমার কাছে
@Viral_Scope9 ай бұрын
💗💗
@tulipsvlogs6339Ай бұрын
আপনার ভিডিও দেখেই বাংলাদেশ থেকে ঘুরে এলাম রিশিহাটে।অনেক ভালো লেগেছে।🎉🌿
@Viral_ScopeАй бұрын
Thank you so much
@sabihasultana71089 ай бұрын
আমি সব সময় ই আপনার ভিডিও দেখে মুগ্ধ হয়ে যাই। অনেক অনেক শুভ কামনা রইলো দাদা।
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ আপনাকে
@sarmisthabakshi3778 ай бұрын
👍😊❤️❤️❤️ অতি পরিচিত ঘিঞ্জি দার্জিলিঙের অসাধারণ রূপলাবণী ফুটিয়ে তুলতে একমাত্র আপনিই পারেন । দেখবোনা দেখবোনা করেও খুলে বসলাম এই ভিডিও দেখতে আর মুগ্ধ হয়ে আপনার এই অসাধারণ উপস্থাপনা উপভোগ করলাম । অনেক অনেক শুভেচ্ছা জানাই ভাইরালস্কোপকে আর কর্ণধার শান্তনু লাহিড়ী মশাই কে 🎉
@thevagabong73148 ай бұрын
প্রায় রাত দু'টো। কিছুতেই ঘুম আসছেনা.. কারণ মন পাহাড়-পাহাড় করছে। ভাইরাল স্কোপ খুলে বসলাম.. এই ভ্লগ টা দেখার পর আপাতত আমি hallucination এ আছি। ধন্যবাদ Santanu দা আজকে রাতের ঘুম ওড়াবার জন্য 😇
@Viral_Scope8 ай бұрын
অপূর্ব
@gourab67879 ай бұрын
অনেক পুরনো স্মৃতী তাজা হয় গেল। আমি দার্জিলিং গেলেই দীনেশ জির সাথে যোগাযোগ করি হোটেল এর জন্যে। ওনাদের চা কারখানা টা আমি দেখেছি। পূর্ণিমার রাতের রিশিহাট এর সৌন্দর্য আলাদাই। আর এখানকার নিস্তব্ধতার কথা নাই বা বললাম। খুব ভালো লাগলো।
@Viral_Scope9 ай бұрын
বাহ খুব ভালো
@gypsieswithjobs9 ай бұрын
রবিবার সার্থক। দারুন একটা জায়গার খবর পেলাম। রাতের ভিউ খুব সুন্দর।
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ আপনাকে
@sudeepguha55957 ай бұрын
Saw your video by chance just now...u have an exceptional voice quality and beautiful way of narration....ei Bagan ta aamar khub chena as aami cha Bagan e 10 bochor chilam ebong Rishihaat er samne Marybong cha Bagan e 1998 e aami assistant manager chilam ...aamar ek dike rishihhat aar aarek dike Lingia n chontong chilo ( bijanbari)..hotat jano puro memory gulo phire elo ...tomar sathe ek din kotha bolbo to relieve those memories
@Viral_Scope7 ай бұрын
Thank you so much 🙏🏼
@mohanraman73656 ай бұрын
Dada Apnar Video dekhe sotti erom mone hoy je amra o apnar saathe saathe travel korchi❤
@debashisdutta79798 ай бұрын
Apnar video gulo dekhle mone hoi paharer kono ek gramei bose...hypnotised hoye jai. Khub bhalo.. kindly gaan ta kar jodi ektu bolen
@debashisdutta79798 ай бұрын
Gaan er utsho ta janaben please
@SWAPANKUMARDUTTAKOLKATA9 ай бұрын
প্রকৃতিকে অপূর্ব অনুভব করলাম আপনার মাধ্যমে। 🙏🙏
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ নেবেন
@samarde9 ай бұрын
Watched and enjoyed. Frankly speaking, who else but you can present such a soothing night view of Darjeeling from Risheehat ?
@Viral_Scope9 ай бұрын
Thanks a lot 😊
@swarnaballav57809 ай бұрын
আপনার videography হাত এত ভালো যে প্রতিটা video এর প্রথম কয়েকটা shots দেখেই আপনি থেকে like বাটন এ হাত চলে যায় 😄 keep it up... আপনার video দেখেই Rangaroon গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল 🎉❤
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@swarnaballav57809 ай бұрын
@@Viral_Scope U r most welcome ❤️
@pranabghosh84869 ай бұрын
দেখে খুব খুব আনন্দ লাগলো 👍👍👌👌❤️❤️
@Viral_Scope9 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@pronobroy509 ай бұрын
Shantanu da Khub bhalo hoyeche video just amazing ❤❤❤
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@ujjalsharma73849 ай бұрын
Viral scope.আমার কাছে প্রেরনার উৎস ❤️❤️❤️❤️
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ দাদা
@shikhab22506 ай бұрын
My god you do have a nice eye for scenery phool gulo ki shundar capture korechen those tiny tots are the best full of energy 😊
@Viral_Scope6 ай бұрын
Thank you so much 😀
@bengalisoul0019 ай бұрын
আরেকটি নতুন জায়গার সন্ধান 😊 দারুণ লাগল 😇
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ আপনাকে
@SanghamitraMandal9 ай бұрын
Classically beautiful and a classic gateaway. But Kanchenjunga, tulonaheen. Ek mon-matal experience 😊
@Viral_Scope9 ай бұрын
Yes, true
@angelinathedrifter9 ай бұрын
Am a nite person...life begins at nite so are hidden emotions ' honestly Sunday without your Vlogs ' kinda feels incomplete Kacha Bong ' 😊 waiting for the next one
@Viral_Scope9 ай бұрын
Wow, thank you
@samittbiswas76129 ай бұрын
I think it's best travel vlog in youtube in india.
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ 💐
@bimansaha70059 ай бұрын
অসাধারণ লাগলো দাদা।জায়গাটা দুর্দান্ত ছিল। কাঞ্চনজঙ্ঘা সকালে আর রাতে অপূর্ব লাগলো। স্বর্গীয় সুখ অনুভব করলাম। আমারও পাহাড় খুব পছন্দের জায়গা।❤❤❤
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ
@saptarshipal939 ай бұрын
রবিবারে KZbin খুলে viral scope এর নতুন ভিডিওর Thumbnail দেখতে পাওয়ার মুহূর্তটাও যেন কোনো অংশে সপ্তমীর ভোরের থেকেও কম না আমার কাছে... এরকম অনবদ্য Script 💖 আর দুর্দান্ত ভিডিওগ্রাফির মান আপনাকে আরও সফলতার শিখরে নিয়ে যাবে এই কামনা করি। আশা করছি আরও বেশি কিছু পাব আপনার কাছে...🙏🙏🫡🫡❤❤
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@samiranbiswas71896 ай бұрын
আপনার ভিডিও মানে মন কেমনের কবিতা
@subhajitsaha32829 ай бұрын
আজ অব্দি যতো গুলো ভিডিও দেখেছি আপনার সব গুলোই অপূর্ব, তবে বলতেই হচ্ছে এটা সেরার সেরা❤😊...অনেক ধন্যবাদ এটার খোঁজ দেবার জন্য, bucket list এ এটা add হয়ে গেলো.❤🎉
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ দাদা
@dipaksharma89529 ай бұрын
Thank you for taking time to make the video, I also stay in the neighborhood.
@Viral_Scope9 ай бұрын
Oh nice
@debjanikar6649 ай бұрын
Beautiful place dada...awesome presentation dada❤
@Viral_Scope9 ай бұрын
Many many thanks
@biswashirak6788 ай бұрын
Question karbo vblm,kintu apni to sb answer e diye dilen,dhannobaad.khb vlo presentation.
@Viral_Scope8 ай бұрын
😊😊🥰🥰
@somsubhrachatterjee74039 ай бұрын
একটা কথা ভীষণ দামি, পাহাড়ে গিয়ে প্রতিবার কাঞ্চনজঙ্ঘা দেখতেই হবে এই প্রত্যাশা না নিয়ে গিয়ে বরঞ্চ পাহাড় যা দেবে তাই চেটেপুটে খাওয়ার মানসিকতা থাকা উচিত, তাহলেই সে তার রূপ উজাড় করে দেবে।
@Viral_Scope9 ай бұрын
True
@debjyotikali13339 ай бұрын
আপনার ভয়েস খুব সুন্দর, বর্ননা দারুণ লাগে।
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ
@SomnathDe-h7d6 ай бұрын
ভালো ব্লগ।
@SubrataMondal-tm8pm7 ай бұрын
Beautiful Travel Vlog. Amazing place. BTW, background song is great as well. Who is the singer? Please share the name. Thank you.
@tanmoybaral19439 ай бұрын
Just wow.........eto taratari apnar vdo ses hoye jai keno...........money hoi around dekhi.......
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@sunayanadatta44749 ай бұрын
অপূর্ব।
@avikdas67419 ай бұрын
Mesmerizing scenic beauty..good job brother..by the way whing song it @3:20 timeframe?
@tithichakraborty43099 ай бұрын
Osadharon vdo .. mugdhota te Vora ❤️
@Viral_Scope9 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 😊😊
@PRATAPSOUGATACom9 ай бұрын
আমি পুরুলিয়া থেকে প্রতাপ সিংহ,"Viral Scope" এর প্রতিটি ভিডিও আমি সারাদিন জুড়ে রিপিট করে দেখি নিয়মিত,সেই শুরুর দিন থেকে,,,,,কি যে শান্তি পাই আমি একমাত্র অন্তর থেকে সেটি উপলব্ধি করি আর আনন্দ সাগরে ভেসে বেড়ায় আপন মনে...😌💞💞😌😌💞💞😌
Darun video ❤. Amra ei same homestay te 2022 er December er last week e chilam. Tokhon sudhu 1st floor ta chilo, oporer 2 to floor hoi ni. Jaigata darun holeo onader behaviour valo lage ni.... thik paharer manush er moto chilo na.
@samikdutta70129 ай бұрын
So beautiful and energetic
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ দাদা
@KishoreChowdhury-n5o9 ай бұрын
অসাধারণ লাগলো
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ
@aadritabasak20163 ай бұрын
Khub shundor laglo jaygata dada.. sotti tomar vlog er kono tulona hoyna... achha gari jekhane namabe sekhan theke ki khub chorai rastay uthte hobe ? amar sathe maa thakbe, ektu hatur problem ache .. ar rasta kirokom okahne jawa .. ektu janio please...
@VromonExpress9 ай бұрын
দাদা, বাংলাদেশ থেকে দেখছি। খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো ❤️
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@TRAVELLERARUP9 ай бұрын
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ দাদা
@TRAVELLERARUP9 ай бұрын
@@Viral_Scope Welcome ❤️🥰
@tourguruji9 ай бұрын
Fatafati Boss
@Qwert388489 ай бұрын
Video and Voice .. Really fantastic 👏👌 .. From Barrackpore
@Viral_Scope9 ай бұрын
Thanks a bunch
@NusratjahanShawon-ow8dq9 ай бұрын
Bangladesh thake dekci jabo kokhono. Apnar video gulo onek beshi valo lage
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@Abhijit_Dasgupta9 ай бұрын
asadharon...khub valo laglo 👌
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@ayanpaul80698 ай бұрын
Dada vishn sundor lglo video ta❤️ Aktu jodi bolten resheehat better option hbe naki bijanbari jawa ta better hbe?
@parthapaul13799 ай бұрын
Darun Sundor ❤
@tanmoydasgupta71739 ай бұрын
Kub e sundor presentation...kichu query chilo..ai place ta nia
@tanmoydasgupta71739 ай бұрын
Njp tekhe garir cost koto Porte pare?
@Viral_Scope9 ай бұрын
@@tanmoydasgupta7173 ভিডিওতে বলেছি, এখন আমার আর মনে নেই
@mammascuisinebymadhusree70469 ай бұрын
Uff ki sundor 😍😍 swapno puro 😊❤
@Viral_Scope9 ай бұрын
🥰🥰🥰
@sarojbose60159 ай бұрын
দারুণ লাগলো ভালো থাকবেন
@Viral_Scope9 ай бұрын
আপনিও ভালো থাকবেন
@souravsarkar35539 ай бұрын
onk din tmr video te comment kore otha hoy na. actually last video gulo sobai mile bose tv te dekhi... sobai tmr video khub valobase. amn korei chaliye jao dada.......
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ দাদা
@amitmandal619 ай бұрын
Very nice video- really enjoyed. Thanks
@Viral_Scope9 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 😊😊
@surajitjana92559 ай бұрын
খুব সুন্দর ❤❤
@gaming_with_nazmul84829 ай бұрын
Love you dada valo thako sob somoy opakhar somoy ta mugdho hoya thakai kokhon asho tomar sopno dakhano video niya somrat sirajgong Bangladesh ❤💚🤗
@Viral_Scope9 ай бұрын
অজস্র ধন্যবাদ আপনাকে
@rajabhattachariya66308 ай бұрын
ঘটনাচক্রে একই দিনে আমরা ঋষিহাটে ছিলাম। আলাপ হয়েছিল। জানি না, আপনার মনে আছে কিনা। খুব ভালো লাগল।
@Viral_Scope8 ай бұрын
হ্যাঁ অবশ্যই মনে আছে। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
@shahalamalbani25507 ай бұрын
অপুর্ব ভিডিওগ্রাফি
@kousikmallick9 ай бұрын
Ekkothai Asadharon.Which lens and camera are u using?
@Viral_Scope9 ай бұрын
Nikon z 30
@parthasen32237 ай бұрын
Most underrated vlog. God knows...why
@Viral_Scope7 ай бұрын
Good question
@abhijitbiswas78372 ай бұрын
কোন মাসে গিয়েছিলেন? আমি ডিসেম্বরে শেষ সপ্তাহে যাবো ভাবছি। সেই সময় যাওয়াটা কি ঠিক হবে?
@joshua88ful6 ай бұрын
Hi , on which month did you go to the Homestay and also does the car reach to the homestay or do we have to walk few meter upwards to the homestay
@rajadas12963 ай бұрын
Simply Incredible video
@Viral_Scope3 ай бұрын
Thank you very much!
@abhijitmallick38688 ай бұрын
Oshadharon bolle kom bola hobe. Jachhi Rishihaat ( Inspired by viral scope). Jemon sundor vedio temon bornona.....ovivuto.
@POULOMIDAS-cl7yx7 ай бұрын
অসাধারণ 😊
@realSSarkar99 ай бұрын
Darun homestay ta. Notun ekta jaoyar jaiga add holo amar list e ❤
@Viral_Scope9 ай бұрын
👍👍
@SSDsTravelnfood8 ай бұрын
কাজের ফাঁকে মন খারাপ লাগলে, অবসর সময়ে পাহাড়ের উদারতা অনুভব করতে আপনার ভিডিও দেখি। সত্যি কথা বলতে মাদকতা আপনার ভিডিওর চেয়েও আপনার কথা বলার সৌন্দর্যে। আপনি বেশি মিউজিক বা গাদা গুচ্ছের কথা বলে পাহাড়ের শান্ত ভাবটা নষ্ট করতে দেন না। To the apt কথা বলারও প্রয়োজন আছে জীবনে। বেশি কথার মায়াজাল সবসময় ভালো লাগে না। চালিয়ে যান। আপনার ধৈর্য্য, পড়াশুনো সবটা ধরা পড়ে আপনার ভিডিওতে। ভালো থাকবেন
@Viral_Scope8 ай бұрын
আপনার কথায় বুঝলাম, ঠিক পথেই হাঁটছি।
@guruchandbain76449 ай бұрын
ভীষন সুন্দর দাদা❤❤❤
@Viral_Scope9 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@parthasarathichatterjee61399 ай бұрын
South Peling er video blog er prothom 1 min dekhe Subscribe korechilam...besh kichu pointers likhechilaam video bhalo lagar karon hishebe.... ... niyomito nah holeo, vblog er suggestion ele na dekhe egote parina... ...yato shundor uposthapona aajker dine nei bolle bhul hobe naa... Beside fantastic video capture and way of delivering necessary information....bhalo lagar oro onek dik aache jetaa prothom dike ototaa realize kori ni...kyano yato bhalo laage dekhte ei video gulo aapnaar... Yakhon kichutaa holeo bujhte pari...thik ki karone bhalo laage video gulo... 1. Apnar byarate jawar byaparta shei chotto byalar udhigno mone golpo shunete boshar moto...na giyeo upobhoggo 2. Paharer moto yato shundor prokritir bornonai khub shindho yakta tone use hoyeche...unnecessary chiktkaar cyachamechi nei...tai shunte shune mone hoi kokhon jyano oi jaigai pouche giye dariye nijei dekhchi 3. Jehetu aapni nijeke dyakhannaa chobite, hence kichhukhon video dyakhar pore ei relization taa hariye jai je aamra third person...khub shojei mishe jai..mone hoi nijei directly shob kichu dekchi o shunchi.. 4. Background muaic and choice of song...onekei choice kore...shudhu instrumental music hole maniye newa jai...but choice of song jodi situation er shonge bemanan hoi...tahole ek lohomai she shundor kono experience ke noshto kore dewar khomota raakhe...aapni shedikthekeo dohkhotaa orjon korechen... ....aamar onek shubechhaa roilo aapanar kajer jonno. Bhalo thakben.
@Viral_Scope9 ай бұрын
অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু বলেছেন; আমি অনেকটা আশ্বস্ত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে অনেক ভালোবাসা, অপ্রাপ্তি থেকে vlog বানাই তাই এখানে কোনো কৃত্রিমতা রাখি না। আমি যেভাবে ভ্রমণ করি সেই ভাবেই দেখানোর চেষ্টা করি। আপনার মত দর্শক পাওয়া আমার কাছে পুরস্কার স্বরূপ।