আমি ফ্রিজ থেকে মুলা বের করলাম ডাল দিয়ে রান্না করবো বলে।ঠিক তখনই নোটিফিকেশন আসলো মুলা রান্নার।তখনই ডিসিশন চেঞ্জ করলাম।আর এইভাবে রান্না করেছি।বাচ্চারা মুলার নাম শুনলেই তিন হাত লাফিয়ে উঠে। এটা খেয়ে কিছুই বললোনা দেখে বুঝলাম ওরা বুঝতে পারেনি এখানে কি আছে। তোমাকে অনেক ধন্যবাদ আপু। এইভাবে সহজলভ্য রেসিপি দিয়ে আমাদের মত মধ্যবিত্তদের উপকার করার জন্য।