আমি জানি না ঠিক কতখানি হৃদয়ে যন্ত্রণা থেকে এই গানটি এই সুরে গাওয়া যায়। এই গানটি গাওয়ার জন্য মুনিয়া মুন আপনাকে যতই প্রশংসা করি না কেন সেটি অনেক কম হবে। এক কথায় সেরার সেরার সেরার সেরা। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা নেবেন।
@asitbiswas8463 Жыл бұрын
Apnar ai gan ta ami 100 bar sunechi ..jato bar suni tato valo lage ..India theke bolchi mam
@prasenjitroy25612 жыл бұрын
ভগবানের আশীর্বাদ আছে তোমার সূরে । চোখের জল রাখা যায় না ,আমার বলার ভাষা নাই ।
@santanukarmakar83389 ай бұрын
aha ki kokil kontho tomar gan sunte sunte ghumye gelam .porer din koment korlam❤❤❤❤
@shaheenmahmud4261 Жыл бұрын
যেমন কন্ঠ তেমনি বাদ্যযন্ত্রের সমন্বয়।সব মিলিয়ে অসাধারণ।
@mdjakirhossain11132 жыл бұрын
সত্যিই গানটি শুনে অনেক মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ সুর,সংগীত ও গায়কী।
@shamimahmed565 Жыл бұрын
অসাধারণ কন্ঠ, এইগান টি সবার কন্ঠে ফুঠে না, আপনার কন্ঠে অসম্ভব সুন্দর হয়েছে, ধন্যবাদ
@t.majumder7342 жыл бұрын
অনেক গায়কের গলায় এই গানটি শুনেছি , কিন্তু বোন তোমার মত এত দরদ দিয়ে কেউ গাইতে পারে নি। বাদ্যকার যারা এই গানটিকে সুমধুর করতে সহায়তা করেছেন তারাও প্রশংসার যোগ্য। Really awesome performance indeed. ♥️♥️
@sanatandormiovideotrips6057 Жыл бұрын
অসাধারণ একটি পরিবেশনা
@papubauri5671 Жыл бұрын
সেরা
@nurhossain3695 Жыл бұрын
Right
@sawan2995 Жыл бұрын
Right
@juberahmed2792 Жыл бұрын
Tik
@prabirkumarpal5669 Жыл бұрын
ভারতের পশ্চিমবঙ্গের ছোট্ট শহরের এক সামান্য মানুষ আমি। আপনার কন্ঠের মাধুর্যে আমি অভিহিত। অজস্রবার শুনলাম গানখানি, তাও মন ভরেনি। মনে হয় আরও শুনি। অসাধারণ কন্ঠের অধিকারিনী আপনি। নমস্কার।
@Md.Salim2025 Жыл бұрын
💔💔💔 পুরান ঢাকার লালবাগ থেকে শুনছি।। অসাধারণ লাগলো আপু
@zahangiralom6632 жыл бұрын
আমি যতগুলো শিল্পীর কন্ঠে এই গানটি শুনছি তার মধ্যে মুনিয়া মুনের গানটি সর্বেসর্বা
@khushipar89562 жыл бұрын
Akdom thik
@MsMoreom-bb9ps9 ай бұрын
❤মুনিয়া আপু দয়াল আপনাকে ভালো রাখুক দয়াল নিজ হাতে আপনার কন্ঠে সুর দিয়েছেন
@Nirov-eu6ff Жыл бұрын
অনেক গায়কের গলায় গান টি শুনেছি কিন্তু আপনার মতো সাজিয়ে আর কেউ এমন করে গাইতে পারিনি। Love from West Bengal ❤️❤️❤️❤️
@avijitsir2503 Жыл бұрын
আমি পশ্চিম বঙ্গ থেকে ৷ এখন পর্যন্ত দুই দেশের যত শিল্পী গানটি করেছেন তার মধ্যে এটা বেস্ট ৷ সাথে কিবোর্ডে যিনি আছেন তাঁকেও ধন্যবাদ ৷
@pradipmirdda48166 ай бұрын
দাদা আপনি একদম আমার কথাটা নিয়ে নিয়েছেন।
@ajourneyforachievement63186 ай бұрын
Same motamot
@abhijitdas85786 ай бұрын
Ami wb theke, ata best❤❤❤
@Subhojit44445 ай бұрын
Amio west bengal theke❤
@dkpassion3993 Жыл бұрын
আমার খুবই প্রিয় একটি গান।সব সময়ই গানটি শুনি। যখন মন খারাপ থাকে তখন আরও বেশি করে শুনি😘😘😘আপনি খুব সুন্দর করে গেয়েছেন দিদিভাই।
@ramjanali3837 Жыл бұрын
সত্যিই মুনিয়া মুন একজন অসাধারন শিল্পী
@mohammadaman4847 Жыл бұрын
অসাধারণ বোন তোমার গানটা অনেকের মুখে শুনেছি তোমার মত সুন্দর দরদি কন্ঠে কেউ গাইতে পারেনি ধন্যবাদ আমি বাংলাদেশি ডুবাই থাকি দোয়া আর ভালোবাসা রইলো 🌹🌹❤️
@preeteshkumarbanerji2943 Жыл бұрын
Absolutely Right from Bharat ❤❤❤❤
@bonksayan451011 ай бұрын
অতুলনীয়, অসাধারণ, অনবদ্য কোনো বিশেষণই বোধহয় এখানে প্রযোজ্য নয়.....কি অপূর্ব যে গেয়েছে এই গান টা, আমার এই বোন টা, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ...আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা ❤❤
@AmitDas-qe8md Жыл бұрын
Darun darun songs dear OK ,really anayke anayke sumdor didi such a mine blowing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumansanu6309 Жыл бұрын
❤ সত্যি গলায় গানটি মিলেমিশে একাকার,শুভকামনা আপনার জন্য বোন ❤
@smmorshed41523 жыл бұрын
ওহ! কি যে গেয়েছো রে বোন! অসাধারন।
@SanjuranaR.M.S Жыл бұрын
তোমার গলার স্কেল ❤ অসাধারণ আর তোমার কন্ঠ খুব খুব ভালো, এই রকম কন্ঠ সাত জন্মের সাধনা, আর একটা কথা গান হলো সাধনার জিনিস।❤
@samirroy6014 Жыл бұрын
❤❤আমি পশ্চিমবঙ্গ এর জলপাইগুড়ি জেলা থেকে বলছি। সারাদিনে একবার আপনার গলায় এই গান টা না শুনলে মনে হয় কিছু একটা বাকি আছে।❤❤❤
@jahangiralom74726 ай бұрын
আমি কোচবিহার থেকে
@piughosh9162 жыл бұрын
কোনো কথা হবে না এতসুন্দর গানে ১০০%
@pujamistri17289 ай бұрын
আমি গান শুনে মুগ্ধ বার বার শুনতে ইচ্ছা হয় এই গলায় এই গানটি 💐❤
@MdNuroisiam9 ай бұрын
😂😂😂😂😂😂😂
@narouttamdas4216 ай бұрын
আমি থো প্রায় সময় শুনি
@ritagol7957 Жыл бұрын
Khub valo geyecen, majhe majhe suni , Manta valo hoye jay❤❤❤❤❤
@pallabadhikary735 Жыл бұрын
অসাধারণ যত শিল্পী গেয়েছেন তার মধ্যে সেরা শিল্পী মুনিয়া মুন
@debasishsarkar7027 Жыл бұрын
এই গানটি আমি জীবনে সবচেয়ে বেশি শুনেছি মুনিয়া মুন (দিদিভাই) এর গলায়। সত্যিই অসাধারণ
@skgofficial99 Жыл бұрын
এই গান টা মুনীয়া মুন সবথেকে ভালো গেয়েছে 🎉🎉 অসামান্য misuic
@MdAhasan-kg5og8 ай бұрын
আমিওএকমত
@shamsuzzamanshemul88353 ай бұрын
এই গান টি অনেক শিল্পী কন্ঠে শুনছি, তবে আপনার মতো এত দরদী কন্ঠে আর কেউ গাইতে পারে নাই। ধন্যবাদ হে শিল্পী আমার মনের খোরাক দেওয়া জন্য।অনেক দোয়া রইলো আপনার জন্য।
@torunbabu868710 ай бұрын
গানটা অনেক বড় বড় শিল্পীর কণ্ঠে শুনেছি কিন্তু এত সুন্দর হয়নি এত সুন্দর আবেক দিয়ে গেয়েছেন শুনলে চোখে জল এসে যায়। 5:31 ❤❤❤❤❤❤❤❤
@shuvoroy007a Жыл бұрын
ভারতের কোলকাতা থেকে শুনছি,🙏গান শুনে কখন যে চোখ ভিজে গেল জানি না😭 অসাধারন আবেগে গেয়েছ বইন❤️🙏
@binoydas55142 жыл бұрын
অপূর্ব এই গানটি শুনতে শুনতে মন ভরে গেল । তুমি আরও অনেক বড় শিল্পী হও। আশীর্বাদ থাকল
@shovonahmed82702 жыл бұрын
এ পৃথিবী যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন এই গানটি থাকবে । আমার তখন ১০/১২ বছর বয়স হবে তখন থেকেই ফিতা ক্যাসেট ও রেডিওতে গান টি শুনতাম ঠিক এখন ৩৮ সে গানটি প্রায় প্রতিদিনই শুনা হয় । দরদ দিয়ে গানটি গেয়েছেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন
@RajibRoy-ib9xs Жыл бұрын
অসাধারণ শুনে মন ভরে গেল
@bishwanathdas5484 Жыл бұрын
হৃধয়টা ধুমরে মুছেই দিয়ে গেলেন। অসাধারণ দিদি। ❤❤
@asm88292 жыл бұрын
এই গান টা বাংলাদেশ এবং ভারতের যেকজন শিল্পী গেয়েছেন তাদের মধ্যে সবথেক ভালো গেয়েছেন মুনিয়া মুন । অসাধারন । বারবার শুনলেও আস মেটে না। (কলকাতা থেকে। )
অসাধারণ গায়কী মুন,সেই সাথে অনেক অনেক ধন্যবাদ প্রিয় মিউজিশিয়ানস ভাইদের এত দরদ দিয়ে বাজিয়েছেন ❤
@swapankumarbasak52018 ай бұрын
আমার কাছে সেরা গায়িকা।
@kanikamajumder4876 ай бұрын
আহা কি গলার সুর কি মিষ্টি মন প্রাণ ভরে গেল আমি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে দেখছি
@RabindranathBiswas-p5s9 ай бұрын
আমার এই 70 বছর বয়সে ও প্রতিদিন অনন্ত একবার তোমার গলায় এই গানটি শুনতেই হবে ! তোমাকে ও তোমার যন্ত্র বা বাদ্যকারদের প্রতি আমার আশীর্বাদ রইল !
@luinahamed28362 жыл бұрын
এই গানটা আমার ভিসন প্রিয়, মুনিয়া মুন সত্যি খুব দরদ দিয়ে গানটা গেয়েছেন। ❤️❤️ really her voice is heart touching,,
@avikpramanick5602 Жыл бұрын
❤
@sudanshuadhikary3036 Жыл бұрын
আসাধারন মিষ্টি গলা ।দরদ দিয়ে গেয়েছেন। বার বার শুনতে ইচ্ছে হয়। খুব ভালো লাগল।
@prasenjitsarkar82492 жыл бұрын
ইন্ডিয়া(আসাম) থেকে বলছি।গানটি যেমন সুন্দর তেমনি সুন্দর গেয়েছো।অসাধারণ।অনেক ধন্যবাদ তোমাকে।
@AtanuChatterjee-k9s9 ай бұрын
আমি ইন্ডিয়া থেকে বলছি। এই গানটা যেন আপনার জন্যই তৈরি হয়েছে। আমার মনে হয় যতগুলো গান আপনার আছে তার মধ্যে অন্যতম সেরা গান গাওয়া এই গানটা। কোন কথা হবে না বস।❤
@moubiswas93744 ай бұрын
আজ আমার ভালোবাসার সঙ্গে ঝগড়া হয়েছে😢😢😢😢😢😢😢😢😢
@uttamdas7814 Жыл бұрын
অসাধারণ শিল্পী । এই গানটার জন্য
@sujitdebnath250 Жыл бұрын
Wow!! She sang it so superbly!!
@chandrikgupta49225 ай бұрын
অসাধারণ, খুবই সুন্দর ❤। কলকাতা থেকে।
@Swagatamdas2682 жыл бұрын
কি বলব ম্যাম,অাপনার কণ্ঠের সুনাম যত-ই বলব কম হয়ে যাবে.কেননা অাপনার কণ্ঠের সত্যি-ই কোনো তুলনা হয়না.অামি অাপনার এই মধুর কণ্ঠের গান প্রতিদিন শুনি.ভগবান অাপনার মঙ্গল করুক
@MehediHasan-pp1my Жыл бұрын
মুনিয়া আফু তোমার এই গানটা আমি নিজও অনেক বার শুনছি। আর অন্যদের ও অনেক শুনাইছি। অসাধারণ।
@dhrubapande7772 жыл бұрын
অসাধারণ আবেগ ঢেলে দিয়েছেন। আপনার সুরের দোলা যতখানি দেখেছি, আপনার সুরের ভেতরে আমার প্রাণের দোলা দেখেছি অনেক বেশি।
@DLabangoLatika5 ай бұрын
অনেক শিল্পীর কণ্ঠে এই গানটি শুনেছি , তার মধ্যে এটি best 🎉❤❤
@kanikamajumder4875 ай бұрын
আহা কি গলা কি মিষ্টি গলা যতবার শুনি মন যেন ভইরা যায় চোখ দিয়ে জল আসে
@KajalDas-zi2zs Жыл бұрын
আমি ভারত assam শিলচর থেকে দেখছি সত্যি খুব অসাধারণ এবং বাইদ্যো কর যারা সভার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। রইলো 👍❤️
@makarimf Жыл бұрын
ধন্যবাদ অপার বাংলার প্রিয় ভাই
@RejowanRafi-v6j Жыл бұрын
আপনাকেও ধন্যবাদ ভাইয়া
@KajalDas-zi2zs Жыл бұрын
❤️
@sobujpata2939 Жыл бұрын
আপনার প্রত্যেকটি গানে আমার কাছে খুব ভালো লাগে। চালিয়ে যান। আশা করি আপনি আমাদেরকে আরো ভালো ভালো গান উপহার দিবেন।
@tarakchandrapal73947 ай бұрын
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত ,,, এক কথায় অসাধারণ আপনি গানটি দরদ দিয়ে গেয়েছেন ❤❤❤
@sankarpramanik74463 жыл бұрын
খুব মিষ্টি, সোজা হৃদয়ে গিয়ে আঘাত করলো, তোমার কণ্ঠে মধু কিন্তু একটা তীক্ষ্ম ফলার মত, হৃদয়ে গিয়ে বিদেছে, আঘাত পেলেও বার বার শুনতে ইচ্ছে করে, অসাধারণ,👌🇮🇳
@prakashchmahato14995 ай бұрын
Ami west bengal theke bol6i .ai gaan tar tulo na hoy na .ar ato sundor gai lo mon ta vore gelo .super hit
@kollolmajumder7362 жыл бұрын
অসাধারন বললেও কম বলা হবে। খুব খুব খুব ভালো হয়েছে আপনার গলায় গাওয়া এই গান। একদম অন্য জগতে অর্থাৎ ভগবানের দরবারে চলে গেছিলাম। ধন্যবাদ পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে।
@madara_karnajit_editz3418 Жыл бұрын
Amar moner kotha gulu jeno apni likhe dilen.... Dhonnyo bad apnake ..Ajoshro Shuveccha Munia ji ke
@chandanasamul185110 ай бұрын
মন থেকে বলছি। মন ছুঁয়ে গেল বোন❤
@kallolkumardatta2621 Жыл бұрын
বাঃ বাঃ, চমৎকার । তোমার আরও আরও উন্নতি হবে । মন ছুঁয়ে গেলো। অসাধারণ, আমি তোমার গানে মোহিত। অসম্ভব দরদী গলা, এবং সুর। (কলকাতা থেকে)
@nishat82772 жыл бұрын
বাহ,,,মনোমুগ্ধকর পরিবেশনা করলেন আপু💐💐
@AKASHDas-hk7fc4 жыл бұрын
যার মুন এর গান ভালো লাগে like দাও 👇👇
@AigEyg9 ай бұрын
কয় এক বছর ধরে এই গানটি আমি সুনছি তার কনো হিসাব নাই আসলে গানে জেদরদ মুগ্ধ হবার মতই আমি আজও কোম পক্ষে ছয় থেকে সাত বার সুনেছি ধন্যবাদ
@dilipgoswami99742 жыл бұрын
আপনার এই গান শুনে আমি এবং আমার পরিবার, আত্মীয় স্বজন মুগ্ধ হয়ে গেছি। এবং আপনার কণ্ঠে এই গান শুনে মন তৃপ্ত হয় গেছে। অসাধারণ।
@TechnicalSurojit Жыл бұрын
❤joto bolbo totota kom hoey jabe.. Didi tmr voice aro gun chayi
@tanikchandradas2932 жыл бұрын
এই গানটি অনেক শিল্পী র মুখে শুনেছি best of all
@FaDa-gb9zj6 ай бұрын
অসাধারণ❤❤
@sushilmondal8054 Жыл бұрын
এই গান টা আমি বহু বার শুনেছি, বারবার শুনতে ই ইচ্ছে করে।
এতো সুন্দর একটি গান, এতো সুন্দর ভাবে গেয়েছো.....অসাধারণ। সঙ্গে এতো সুন্দর বাজনা, সত্যি খুব ভালো লাগলো। আরও এগিয়ে যাও, ভগবানের কাছে প্রার্থনা করি
@mcusaif67692 жыл бұрын
গানটার মাঝে আবেগের শতভাগ ফুটিয়ে তুলেছেন শিল্পি মুনিয়া মুন,অসাধারন কন্ঠশৈলী, সাথে বাদক দলের ফারফর্মেন্স ছিল ওয়াও।
@goutamroy460 Жыл бұрын
এই গান,সুর, চিরকালই অমর থাকবে❤❤❤
@miltonroymilon16343 жыл бұрын
গানটি যত বার শুনি বার বার শুনতে মান চায়, গানটি অসাধারণ, মুনিয়া মুন অসাধারণ গেয়েছেন কলাকুশলী সবাই ছিল পারফেক্ট
@dulalmaitra92082 жыл бұрын
Same aamio
@romandas55882 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mohdsuman44852 жыл бұрын
Good
@nakuldas13432 жыл бұрын
Nice
@ChandanSharma-ix3ez Жыл бұрын
অসাধারণ গানের সুর আর অসাধারণ কন্ঠ চমৎকার ❤❤❤❤❤❤❤❤❤
@SanjayPaul-jk8hl7 ай бұрын
Khub Sundar 😊
@Rjrajesh-rx3ds2 жыл бұрын
অসাধারণ কন্ঠ ,উপস্থাপন অসাধারণ, হৃদয় ছুঁয়ে গেছে One of my most loved song.. চোখের জল বেরিয়ে আসতে বাধ্য ।
@sukashjoddar97602 жыл бұрын
Excellent
@ratishsaha3304 Жыл бұрын
গানটির রচয়িতা রাধারমন দত্ত মহাশয়কে কুর্ণিশ । শিল্পী মুনিয়া মুন তো আবেগময় কথা ও সুরে গেয়ে হৃদয়কে ছুয়ে গেছেন ; সঙ্গে যারা সঙ্গত করেছেন , তাদের যে আন্তরিক প্রয়াস সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে ।
@modhugoshal7583 ай бұрын
অসাধারণ গানের প্রতিটি কথা চোখের জল ধরে রাখতে পারলাম না😢😢😢😢
@manjulroy44642 жыл бұрын
অপূর্ব হয়েছে।। মুগ্ধ হয়ে শুনলাম।।
@Susmita-wl3hb8 ай бұрын
একজন শিল্পীর জীবন ধন্য হবার জন্যে এমন একটা গানই যথেষ্ট। এত দরদ দিয়ে এই গানটা আর কাউকে গাইতে শুনিনি।
@pranabmukherjee22263 жыл бұрын
যেমন গান, তেমন কন্ঠ, তেমন গায়কী। আপনি আরো অনেক দিন এই ভাবেই আমাদের মুগ্ধ করুন।
@saddamhossain41173 жыл бұрын
Excellent
@satyenmondal1993 Жыл бұрын
😅😅
@tarunbera1220 Жыл бұрын
Ek kothay.....darun👌👈👍
@biswajitroy47302 жыл бұрын
আমি পশ্চিম বাংলার নদীয়া জেলার থেকে। দিদির গানগুলো শুনতে খুব ভালো লাগে।
@RobiulIslam-lo9hf Жыл бұрын
অসাধারণ হইছে
@shamimaakter5690 Жыл бұрын
গানটি শুনে যতটা না কেঁদেছি তার চেয়ে বেশি কেঁদেছি তোমার ইমোশনাল দেখে
@RekhaDuttaBanik6 ай бұрын
অসাধারণ লাগল কাদিয়ে ছারল ❤❤❤❤পশ্চিম বঙ্গের থেকে শুনলাম।
@dipakbhowmick9676 Жыл бұрын
আমি নিজেও গানটা আমার ব্যান্ডে এই গানটা গাই কিন্তু আজ পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশের যত বড় বড় শিল্পীর কন্ঠে এই গানটা শুনেছি তাদের মধ্যে মুনিয়া মূনের গান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ
@parimalsarkar-il8yk6 ай бұрын
❤❤❤শিল্পী কে খুব ধন্যবাদ। এত সুন্দর করে পরিবেশন করার জন্য।