দাদা বলছি যে আমার কাছে একটা গাড়ি আছে রয়েল এনফিল্ড ক্লাসিক গাড়িটা ব্যাটারি চার্জ হচ্ছে না এর কিছু পরামর্শ দিতে দিলে একটু ভালো হতো এর আর্মিচার কয়েল একটা পুড়ে গিয়েছিল আমি ওটা ইপিআর রিং করে এনে লাগিয়েছি আর আর ইউনিট চেঞ্জ করেছি চার্জ কম চার্জিং হচ্ছে আর গাড়িটা বাড়ি থেকে দুদিন রেখে দিলে চার্জ শেষ হয়ে যাচ্ছে দাদা এর কিছু পরামর্শ দিলে খুব ভালো হতো
@pankajmotorcycles9099 Жыл бұрын
গাড়িটা start করে চার্জিং চেক করতে হবে মাল্টিমিটার দিয়ে 13.50 থাকতে হবে। যদি চার্জিং কম থাকে তাহলেও আর্মিচার কয়েল থেকে RR ইউনিট পর্যন্ত লাইনটা ভাল করে চেক্ করতে হবে। আর্মিচার কয়েল খারাপ থাকলে রিপিআরিং করলে হবেনা original কয়েল লাগাতে হবে