এত সাহসী একজন মহিলা, এবং এত ধৈর্য দেখলাম তার চোখে মুখে যা বলার ভাষা আমাদের নেই 😢😢নিজের চোখের পানি আটকাতে পারলাম না। অনেক অনেক দোয়া আপুর জন্য এবং ওনার দুই ছেলের জন্য। আল্লাহ ওনার সবগুলো ইচ্ছা পূরণ করে দিন।আমিন।
@hamidafarhana86619 ай бұрын
কানিজ সুবর্ণার মতো এতো ফাস্ট একটা মেয়ে যে এতো ভালো একটা মা হবে ভাবাই যায়না।আল্লাহ ওনার অনেক অনেক অনেক ভালো করুক।
@RehanSona-d3z8 ай бұрын
Allah onar sontan der sustho kore dak doa kori
@shinygirl36988 ай бұрын
Ma sobsomoy e Ma ..
@mexicandream80278 ай бұрын
Jekono ma e valo ma. Tara jiboner tagide onek kichui korte paare. ❤
@Sakibkhan-o2b6 ай бұрын
মায়েরা সব সময় ভালোই হয়। এখানে পাস্ট সেকেন্ড এর কোন বিষয় না। মেয়েরা যখন মা হয় তাদের তখন আলাদা একটা খমতা হয়ে যায়৷ সেটা আল্লাহ প্রদত্ত। আর মা সব সময় মা। এখানে সে আগে কি ছিলো সেটার কথা বাদ।
@farjanasuchi74526 ай бұрын
যে একজন অটিস্টিক সন্তানের মা একমাত্র সেই জানে লালন পালন করতে তার কতটুক ধৈর্য সহ্য ও ভালোবাসা প্রয়োজন আর সে যদি আশেপাশের মানুষের সাপোর্ট না পায় তাহলে তখন তার জীবন আরো সংকটময় হয়ে পড়ে। আল্লাহ আমাদের মত এমন মা দের ধৈর্য সহ্য ও তাদের লালন-পালন করার মতো কঠিন মনোবল, শক্তি ও সাহসের তৌফিক দান করুন। কারণ এসব মা দের পথ চলতে গেলে অনেক কঠিন সময়ের মোকাবেলা করার প্রয়োজন হয়, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হয়ে সুন্দর ভাবে পথ চলতে সাহায্য করবেন। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো কানিজ সুবর্ণা র মতো মা য়েদের। আর বাপজানদের জন্য রইল সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া। আল্লাহ তাদের নেক হায়াতের সাথে সুস্থতা দান করুন।
@sharmeenahmed15768 ай бұрын
কানিজ তুমি অনেক সাহসি আর বুদ্ধিমতি মেয়ে। দুনিয়ার জিবনে যাদের কস্ট বেশি হয় বিনিময়ে আল্লাহ তাদের অনেক বড় ধরনের পুরস্কার দেন। তুমি একজন আদর্শ মা।
@shahinabinteshahid57928 ай бұрын
কানিজ সুবর্ণা সন্তানের ডাক শোনা নিয়ে যে ভাবে বললেন আমার ভিতরটা কেঁপে উঠল এবং চোখে পানি চলে এসেছে। দোয়া করি আল্লাহ যেন এই পৃথিবীতেই ওদের মুখে বুলি ফুটিয়ে দেন।
@WonderfulChrysanthemumFl-ri8vd6 ай бұрын
ওনার ইন্টারভিউ গুলো দেখলে বোঝা যায়, উনি কতটা অসুখী বিবাহিত জীবনে, তবু বাচ্চাদের জন্য জীবন বিসর্জন দিচ্ছেন, এটা অনেক সাধারণ মেয়েরাও পারে না❤❤❤
@neepalaila18649 ай бұрын
আমি ঝরঝরিয়ে কাঁদছি কানিজের কথাগুলি শুনে।দোয়া করি আল্লাহ যেনো কানিজের সব কষ্ট দূর করে দেন।
@farhanarumpa10649 ай бұрын
হে আল্লাহ তুমি অটিস্টিক বাচ্চাদের সুস্থ করে দাও। বিশাল কিছু লাগবে না তারা যেন শুধু তাদের পার্সোনাল দৈনন্দিন কাজগুলো ঠিকভাবে করতে পারে সেই তৌফিক দাও।
@atiasultana50069 ай бұрын
Ameen
@FarhanaRahman-m1r9 ай бұрын
আমীন সুম্মা আমীন।
@ebtesumbushra77689 ай бұрын
Aameen
@nowrinakter54878 ай бұрын
Amen
@kazitania75598 ай бұрын
আমিন
@kuddusjajira83929 ай бұрын
যার অটিজম বাচ্চা নাই সে বা তারা কোন দিন ও বুঝবে না এই কষ্ট ! আপনার জন্য অন্তর থেকে দোয়া করলাম আপা। আর দর্শক দের কাছে হাত জোর করে বলছি কেউ একটা ও বাজে মন্তব্য করবেন না প্লিজ
@khanmh27359 ай бұрын
আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আমিও পেরেছি কারণ আমার একটা ছেলে এ ডি এস ডি আক্রান্ত
@raziahaider66659 ай бұрын
😢😢😢😢
@tahminaadhnan33599 ай бұрын
Manuser koto kharap mentality hole aei sob bacchder niye khap montobbo ba kharap bebohar kore. Othocho unnoto deshe asob bacchder sathe sobai valo bebohar kore sob jaygay normal bacchader cheye besi pradhonon deya hoy.government theke o onk benefits deya hoy
@Payelfaristavlogs9 ай бұрын
আমার একটা অটিজম মেয়ে আছে বয়স 10
@thaminanasrin42939 ай бұрын
আমার এক আত্নীয়ের ১মেয়ে আছে এমন। মেয়েকে সরকার থেকে টাকা দেয় আবার মা যে কষ্ট করে মেয়েকে লালন পালন করে তাই মা কেও টাকা দেয়। ২জনকে প্রায় ১লাখ ৩৫ হাজারের মত টাকা দেয়। আবার মেয়েকে নিয়ে যেখানেই যায় সবাই খুব গুরুত্ব দেয়, ভালো ব্যাবহার করে।
@fullofhappiness72669 ай бұрын
কত সরল মনের একটা মানুষ,, সুন্দর সাবলীল আর অকপট ভাবে সব বলে যাচ্ছে।
@TAHMINAAKTER-eu4gx6 ай бұрын
Onek dua apnar jonno
@abfaisal35079 ай бұрын
কতোটা সহজ সরলভাবে নিজের কষ্টকে প্রকাশ করলো,সত্যিই অসাধারণ।
@AminaKhatun-jv8ik8 ай бұрын
একবার মা ডাক শোনার জন্য বেহেশত পর্যন্ত আশা রেখে অপেক্ষা করতে চায়,,,এটাই মা।
@HamidaIslamNipa6 ай бұрын
অসম্ভব শক্তিশালি মনের একজন মা,আল্লাহ নিশ্চয়ই এর জন্য উত্তম বিনিময় দান করবেন, আমিন। ❤❤❤
@RehanAndAyaanShow9 ай бұрын
আল্লাহ রহমত করুন। কানিজ সুবর্ণার জন্য ভালোবাসা, শ্রদ্ধা, স্যালুট❤
@iranturkey48689 ай бұрын
আপনাকে এধরণের দুটি ছেলে উপহার দিয়ে মহান আল্লাহ আপনাকে শান্ত এবং আপনাকে মহান আল্লাহ নিবিড়ভাবে তার ক্ষমতা সম্পর্কে জানার তৌফিক দান করেছেন। এবং আপনাকে ধর্মের দিকে ফিরিয়ে এনেছেন। এটা আপনার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এর পুরস্কার পরবর্তী জীবনে পেতে পারেন। যদি এমন জীবন না হতো তাহলে আপনারা আরো কঠিন হতে পারতেন এ জীবনে। তাই সৃষ্টিকর্তা এ জীবনে একটু কস্ট দিয়ে পরবর্তী জীবন বিশাল সুন্দর করে রেখেছেন হয়তো।আপনার বাচ্চাদের জন্য কোটি ভালোবাসা।
@shujjomukhi36549 ай бұрын
👍👍👍👍👍
@ghontuthedustucat9 ай бұрын
4:28 😅
@samiaislam77418 ай бұрын
আমীন
@amenarahman90618 ай бұрын
May Allah help you and your kids to go through all difficulties in this world, make everything easy for you and them, accept your prayers and reward you Jannatul Ferdous hereafter ❤
@kanizfatema34539 ай бұрын
আমাদের struggle এর শেষ নাই, আল্লাহ এই মাকে আপনি শান্তি ও হেদায়েত দিন
@taslimasvlog86899 ай бұрын
আমার মেঝ বোনের মেয়েও। সে কথা বলতে পারে না এমনকি হাটাচলা করতেও পারে না 😢😢।বয়স 22 বছর।আল্লাহ সবাইকে ধৈর্য্য ধরার তৈফিক দান করুন।আমীন। মহান রাব্বুল আলামীনই শ্রেষ্ঠ বিচারক।তিনি কোথায় কিসে ভালো রেখেছেন তিনিই একমাএ জানেন।
@simranahmed859 ай бұрын
একটি বিশেষ অবস্থা মানুষকে কতটা পরিবর্তন করে দেয়, এই কানিজ সুবর্ণা কতটা পরিবর্তিত হয়ে গেছে। আল্লাহ তার জন্য সহজ করে দিন।
@mexicandream80278 ай бұрын
Ameen
@nasrinmun9 ай бұрын
মা হিসেবে আপনি অসাধারণ।❤ ভালো থাকবেন। আয়মান আর আজমাঈন এর জন্য হৃদয় এর সব ভালোবাসা ও শুভকামনা❤
@BabyMom-q7e9 ай бұрын
কি যে কষ্ট লাগছে উনার সিচুয়েশনটা ভেবে।আল্লাহ উনাকে অনেক অনেক ধৈর্য্য দিও।
@AnuragLSP9 ай бұрын
কানিজ সুবর্ণা র প্রতি অনেক স্নেহ ভালোবাসা। নিজেই বাচ্চা মেয়ে তারপর দায়িত্ব অনেক। ওর জীবনকে কে যাতে আল্লাহ সহজ করে দেয়। সন্তানদের ভালো এই কামনা করি। আসলে ওর বেদনা বোঝার ক্ষমতা আমার নেই। এই ছোট্ট মাকে অনেক আদর। গানটা ছেড়ো না ওটাই তোমাকে বাঁচিয়ে রাখবে। পৃথিবী অনেক কঠিন।
@atiatulquddus89359 ай бұрын
কি সুন্দর করে আঁচলটা টেনে বসছে,মাশাল্লাহ। আললাহ তার সহায় হোন,আমিন।
@Sincerely_Jahan9 ай бұрын
এখনো কানে বাজে কানিজ সুবর্নার “ ভালোবাসা মানে ...♥ সময়ের চেয়েও, দ্রুত হয়ে, তোমার কাছে ছুটে যাওয়া। ভালোবাসা মানে ...♥ ভর দুপুরে, ঘুমিয়ে গেলে, বিকেল বেলার ...” গানটি । ২০০১-২০০২ এর দিকে একুশে টিভিতে নিয়মিত প্রচারিত হত। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে তার গান শুনতাম । কানিজ সুবর্না ছিলেন সেই সময়ের তুলনায় অনেক বেশি আধুনিক, খুব ফ্যাশনেবল এবং চমৎকার গায়কীর অধিকারী । কিন্তু খ্যাতির চুঁড়ায় থাকতে হটাত করে তিনি সবকিছু ছেড়ে অন্তরালে চলে যান। আজ অনেক বছর পর উনাকে টিভিতে দেখে খুব ভাল লাগল আবার at the same time উনার Life struggle শুনে সত্যি খুব খারাপ লাগল । Potentiality থাকা স্বত্তেও উনি হয়ত গানের জগতে খুব বেশি এগিয়ে যেতে পারেন নি কিন্তু উনি নিজের ছেলেদের জন্য খুব ভাল একজন মা হতে পেরেছেন । এটাই বা কম কিসে ॥ অনুষ্ঠানটি দেখার সময় বার বার মনে হচ্ছিল উনার খুব মন খারাপ.. বিশ্বাস করুন একটুও মন খারাপ করবেন না । আপনি অনেক সাহসী একজন মা যে তার সন্তানদের ভাল রাখতে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে আর মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে । অনেক অনেক দোআ আর ভালবাসা রইল আপনার এবং আয়মান, আজমানের জন্য । ❤❤ বি:দ্র - উপস্থাপকের আরো একটু সহানুভুতিশীল ও সহমর্মী হওয়া উচিত ছিল । কি ধরনের প্রশ্ন করতে হবে সে সম্পর্কে আরো কিছুটা Homework করা প্রয়োজন ছিল ।
@dilrubasiddiqa85138 ай бұрын
উপস্থাপক একেবারেই আনারি
@kathyshepherd71178 ай бұрын
Potential. Potentiality bole kichhu nai
@Shorna-12348 ай бұрын
True. 😢
@iranturkey48688 ай бұрын
Right.
@shallyrahman37898 ай бұрын
কানিজ আপুর কথা গুলো অসম্ভব ভালো লাগলো। মা তো এমনই হওয়া উচিত। স্যালুট আপু আপনাকে। দোয়া করি সারাজীবন সবাইকে নিয়ে সুস্থ ভালো এবং নিরাপদে থাকুন ❤❤
@GfGf-cv3im8 ай бұрын
কথা গুলো শুনছি আর প্রায় ঘুমিয়ে পড়ছি হঠাৎ আপুর একটা কথায় ঘোর কেটে গেল, আমি নামাজ পড়ছি জান্নাতে যাবো আর ছেলেদের মা ডাক শুনবো।আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সঠিক ভাবে দীনের পথে ফিরে আসুন।
@mehedimasudbhuiyan20418 ай бұрын
তাহলে আমরা বেহেস্তে আছি শুকরিয়া,
@khanmh27359 ай бұрын
আপনি ঠিক বলেছেন। যাদের স্পেশাল বাচ্চা নেই তারা কখনো বুঝবে না এই কষ্ট। আত্মীয়-স্বজনের কিংবা পাড়া প্রতিবেশীর কাছে গেলে যখন দরজা লাগিয়ে দেয় তখন বুঝা যায় পৃথিবীর মায়া কত বেশি সুস্থ মানুষের। আল্লাহ আমার মত প্রত্যেকটা মায়েদের জীবন সুন্দর করে দিন।আমিন।
@raziahaider66659 ай бұрын
😢😢😢😢😢
@shahnaznodee83199 ай бұрын
কানিজসুবর্ণার কথাগুলো শুনে ,উনার সংগ্রামের কথা শুনে চোখে পানি এসে গেল।আল্লাহ উনাদের ভালো রাখুন।
@OlyGrace8 ай бұрын
চোখের জল ধরে রাখতে পারিনি 😢 কতটা কষ্ট চেপে নিজেকে নিয়ত্রন করে এই কথা গুলো মা কানিজ বলেছেন সেটা শুধু একজন মা যার অটিস্টিক সন্তান আছে সেই বুঝবে। We salute you Dear Sister for your patience and sacrifices for your both sons with special needs. I did struggled a lot with my child too. Did all those therapies all day. By the grace of Almighty God, my child developed a lot like 90% and living normal life! I would encourage all parents of special needs children to continue their therapies, and take training to take care of them and not to depend on medication. May our Creator give blessings upon all children in special needs. Amen 🤲🙏🏼
@tasminahossain99999 ай бұрын
প্রতিটি মা অনন্য। আপনি আর আপনার ছেলেদের জন্য শুভকামনা
@evaakter78809 ай бұрын
হাজারো সালাম অনেক কিছু শিখার আছে এই মার কাছে। আমি তো সুস্ত সন্তান নিয়ে পাগল হয়ে জাই।এই ধরনের মাদের সম্মানিত করা উচিত
@mexicandream80278 ай бұрын
Allah oder jonno behesht nirdharon kore rekhechen. Tara shudhu taader k chaibe jaara taader shathe valo feel korechen. ❤
@sayedbaki78228 ай бұрын
কানিজ সুবর্না একজন মা এটা ধ্রুব সত্য ঠিক তেমনি একজন প্রখ্যাত মা-ও বটে! ওনার বাচ্চাদের প্রতি আল্লাহর রহমত কামনা করি। আর কানিজ সুবর্নার জীবনের বিশাল পরিবর্তন আমার নজর কেড়েছে। আল্লাহ সহায় হবেন ইনশাআল্লাহ। ভালোবাসা অবিরাম। ❤
@kalunogor9 ай бұрын
কানিজ আজ তোমারে দেখে অনেক ভালো লাগ্লো,তুমি সুখে নেই স্বামীর সংসার নিয়ে,ছেলে দুটি অসুস্থ। নিজের এতো যোগ্যতা, মেধা,উন্নত ক্যারিয়ার, ডিপেন্ডেবল ফ্যামিলি থাকা স্বত্বেও এদের ফেলে চলে যাওনি শুধু নিজের সুখের আশায়।সব যন্ত্রণা,স্বামীর যুলুম সয়েও ধৈরয ধরে আছো এজন্য আল্লাহ তোমায় অনেক পুরস্কার দিবেন পরোকালে।আল্লাহর পথে থাকো,ইসলামের আদেশ নিষেধ গুলো মেনে চলো,পরদা করে চলো আল্লাহ তোমায় আরও মুমিন বানায় এই দোয়া করি।
@shujjomukhi36549 ай бұрын
স্বামীর জুলুম কিসের ? ওদের কি সাংসারিক জীবনে সমস্যা ছিল ? তারা কি আলাদা আছে?
@NeelaBlue9 ай бұрын
আমিও তাই ভাবছি,হামিন আহমেদের সাথে সংসারে সমস্যা আছে শুনিনি।@@shujjomukhi3654
@srabonti19879 ай бұрын
julumer kotha to kothao uni bolenni.... shami to shongshar chhereo jayni tahole kothe theke erokom comment korlen bujhlamna......ekta negative kotha uni bolenni....
@english_fast9 ай бұрын
@@shujjomukhi3654 In an earlier interview with Tanvir Tareq, Kanij she said that she got pregnant before marriage; seduced by Hamin Ahmed.
@tawhidsajeeb34179 ай бұрын
আমার একটা বাচ্চা আছে সেরিব্রাল পালসি সমস্যা ওর।আমি জানি এরকম একটা বাচ্চা থাকলে একজন মাকে কিকি সমস্যার সম্মুখীন হতে হয়। সবচেয়ে কষ্ট হয় যখন কাছের মানুষগুলোর কিছু বলা,ব্যবহার দেখে কিন্তু আল্লাহ তায়ালার কথা চিন্তা করি তখন প্রশান্তি আসে। কিন্তু একটা বাচ্চার পিছনে খরচ ও আছে আমি আমার পেশায় যোগদান করিনি শুধু ওর যদি অবহেলা হয় এই ভয়ে।আমি যেটা করব ওর জন্য অন্য কেউ তা করবে না। ওর একটু ভালো থাকার জন্য" বিক্রয় পেজ" আছে সবাই সহযোগিতা করবেন।এখন বয়স ১৩ বছর হাটতে পারেনা, কথা বলতে পারেনা যাপ্রয়োজন শাহাদাত আঙুল দিয়ে দেখিয়ে দেয়, চেয়ারে বসতে পারে তাও খুব নড়াচড়া করে। "হরেকরকম অর্গানিক "আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় একটি জীবন হতে পারে সাফল্যময়।দোয়া করবেন সবাই।আসসালামু আলাইকুম
@shahanajparvin36229 ай бұрын
আলহামদুলিল্লাহ্ আপু, তোমার ছেলে দুটি তোমার প্রতি আল্লাহর দেয়া অশেষ রহমত।ওদের কারণে তুমি প্রকৃত আলোর পথ চিনতে পেরেছ। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ওদেরকে ভালোবাসবে, যত্ন নিবে, দেখবে তুমি পৃথিবীতে অনেক মানসিক প্রশান্তি লাভ করবে আর আখেরাতে পাবে আল্লাহ তা'আলার অফুরন্ত নেয়ামাত।
@mdkabir60259 ай бұрын
আল্লাহ তায়ালা আপনাদের কে সুখে শান্তিতে থাকার তওফিক দান করুক। আমিন।
@shahnazrahman52218 ай бұрын
কানিজকে চিনতাম এক সময় কিন্তু জীবনের এই অংশ জানতাম না। আললাহ সুবহানতায়ালা ওদের প্রতি রহমত বর্ষিত করুন।
@khanmh27359 ай бұрын
আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। কারন আমার একটা ছেলে এ ডিএসডি আক্রান্ত। এরকম স্পেশাল বাচ্চা যাদের আছে তারাই বুঝবে এই অনুভূতি। আলহামদুলিল্লাহ আমি শুনে অনেক খুশি হয়েছি আপনি নামাজ পড়েন। আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করেন। নিশ্চয় আল্লাহ আমাদের জন্য কোন এক প্রশান্তি রেখেছেন। এই দুনিয়াতে কিংবা আখিরাতে। তবে ঘৃণা করি তাদেরকে ওই সব আত্মীয় স্বজনকে যারা আমার এবং আমাদের বাচ্চাকাচ্চাকে দেখে পাগল মনে করে এবং দরজা বন্ধ করে দেয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমার মত মায়েদের আল্লাহ কষ্ট সহ্য করার মতো ধৈর্য দান করুন। আর আমার কমেন্ট যারা পড়ছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিন।
@tahminanoor82909 ай бұрын
প্রিয় বোন আপনার কমেন্ট পরে চুখের পানি ধরে রাখতে পারিনি আল্লাহ আপনাকে সবর দান করুন আমার জন্য ও দোয়া করবেন প্লিজ
@Meh_wish-b3s9 ай бұрын
Apnar baccha ki kotha boltay pare, doctor dekhaichen,amr baccha o same
@khanmh27359 ай бұрын
@@Meh_wish-b3s বাংলাদেশের সব বড় বড় ডাক্তার দেখানো শেষ। শুধু বাকি আছে ওর বিদেশে চিকিৎসা করানো। তার প্রয়োজন অনুযায়ী কথা বলে। তবে কম। আমার বাচ্চাটা সব সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মতই দেখতে।তার রাগ বেশি বুদ্ধি কম। দোয়া করবেন।
@Meh_wish-b3s9 ай бұрын
@@khanmh2735 amr baccharo same obostha, Ami desh a doctor dekhaichilam medicine diche,khelay chup thake sob kaj Kore bad Diya abar same ,kotha or dorkar hoilai bolay, Budhi thik ache kinto bhulay jay 😭. Allah kotin porikha diche ..dektay normal bacchar motoi but ki HOA hotat Allah Jane ,
@suraiyaakhter68379 ай бұрын
ফিয়ামানিল্লাহ!
@aeyshashiddiqua92809 ай бұрын
একজন মায়ের জন্য দুটো বাচ্চা নিয়ে প্রতি নিয়ত যুদ্ধ করা সত্যি অনেক কষ্টকর। এই কষ্ট উনি ছাড়া কেউ বুঝবেনা। দোয়া করি আল্লাহ যেন আপনাদের সহায় হোন।
@aminaaktherjharna32799 ай бұрын
প্রিয় একজন শিল্পী ❤️আল্লাহ সত্যি ওনাকে পরীক্ষা করছেন।ইন শা আল্লাহ ওনি সব কিছু দেখেন।
@mahirrabbi-kw7pe9 ай бұрын
সন্তানদের উসিলায় আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন, আরো বেশি করে হেদায়েত দান করুন, ভালো থাকুন আপনারা,
@rifathasan19789 ай бұрын
আপনার বাচ্চারা অনেক লাকি তারা আপনার মতো মা পেয়েছে। আপনি ভালো থাকবেন
@dr.shohelreza589 ай бұрын
এত সুন্দরী একটা মহিলা, তারপর ও মা হিসেবে পারফেক্ট
@artandcrafttv67659 ай бұрын
আপু তোমাকে অনেক দিন পর দেখলাম,তাও আবার আযমান-আয়ানের মা হিসেবে।এই প্রোগ্রামে তোমার কথা শুনে, তোমাকে দেখে তোমার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসা আরো বেড়ে গেল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের জন্য, ঈশ্বর যেন ওদের সাথে মিরাক্কেল কিছু করে। তুমি যেন ওদের মুখে মা ডাক শুনতে পাও। ❤️❤ওদের স্বাভাবিক জীবন কামনা করি।
@florencemitali41419 ай бұрын
কানিজ সুবর্ণা, চোখের সামনে ভেসে আসে তার হাত পা নেচে নেচে সুন্দর কন্ঠে গান। খুবই আকর্ষণীয়, আমার ভালো লাগার শিল্পী, আজকে আমি surprised, যাই হোক পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়, কেউ বলতে পারে না। আপনি খুব খুব ভালো থাকবেন, আপনার ছেলেদের জন্য দোয়া রইল।
@syedaafrosejahan38768 ай бұрын
অসাধারণ একজন মা, আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য্য ধারণ করতে সাহায্য করুন আমিন।
@nishatafrin78159 ай бұрын
কানিজ আপনার মানসিক শক্তি অনেক,মাশাল্লাহ। আমার একটা মাত্র ছেলে সে এ এস ডি,এ ডি এইচ ডি নিয়ে আছে।আমার খুব কষ্ট হয় কেও ওকে নিয়ে প্রশ্ন করলে কিন্তু তাও উত্তর দিতে হয়।অনেক কষ্ট হয়। যার অটিস্টিক বাচ্চা নেই সে কখনো ফিল করতে পারবেনা।আল্লাহ আমাদের শক্তি দিক।আমীন
গলাটা এখনো কত সুন্দর !!! আল্লাহ তোমার আর তোমার বাচ্চাদের উপর রহম করুন। আমিন।
@marofamony88699 ай бұрын
চোখের পানি আটকে রাখতে পারিনি।আল্লাহ যেন আপনার সহায় হন।
@SpiritualK7379 ай бұрын
কি সুন্দর উপস্থাপনা! উপস্থাপিকার কথাগুলো মনোমুগ্ধকর।
@mmhammada.mannan81508 ай бұрын
এটা আল্লাহর পরীক্ষা ,ধৈর্য ধরলে,এদেরকে ভালবাসলে বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘোষনা দিয়েছেন।
@UrmiHaque-ql2gu8 ай бұрын
খুব কষ্ট পেলাম।আল্লাহ ধৈর্য দিক উনাকে এবং সকল অটিস্টিক বাচ্চাদের মা বাবাদের
@sabbirahmed14839 ай бұрын
অনেক দোয়া রইলো কানিজ সুবর্ণার জন্য
@masumakhanom63879 ай бұрын
আল্লাহ আপনাকে আরো ধর্য্য দান করুক, একদিন আল্লাহ আপনার আশা পুরণ করবে ওরা আপনাকে মা বলে ডাকবে ইনশাআল্লাহ
@ummakulsum99998 ай бұрын
আপনার ধৈর্য দেখে আপনার প্রতি সন্মান আরো বেড়ে গেলো।
@bilkisbegum9445 ай бұрын
Salute this brave mom. My heart felt thanks to you, kaniz Shubarna. You are the greatest mom in the world. Praying for you always. May Allah give you strength to handle this difficult times and shower his blessings on your family all the time. I couldn’t control my tears. O Allah please help these mothers in every step of their lives.
@taposirabeyaruma77226 ай бұрын
আল্লাহপাক উনার ভালো করুন..❤ উনার নিষ্পাপ বাচ্চা আয়মান, আজমানকে ভালো রাখুন, উনি যে তাদের আদরের আদর্শ মা কথায় বুঝা যায়...সেজন্য আল্লাহ তাকে অনেক সওয়াব দিবেন, এই কষ্টের বিনিময়ে... ❤️❤️❤️
@lamiaislam48298 ай бұрын
সত্যি কেউ বলতে পারবেনা কার ভাগ্য কি আছে,একজন গাইকা বলে তার বাঁচ্চার অটিজম হয়েছে,একজন অভিনেতা বলে তার ছেলে মরে নদীর জলে ভাসছে,এমন মন্তব্য করা মানুষগুলো আসলে মানুষের মধ্যেই পরেনা,আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি চাইলে দুনিয়ায় কি না হয়,তুমি আপাকে অন্তত মা ডাক শোনাও এবং তার মনের জোড় আরো বাড়িয়ে দাও, সেতো তোমার দেয়া নেয়ামত আগলে রেখেছেন।
@nurunnaharjhorna81829 ай бұрын
Kanij shuborna kotha shune mon vore geche....koti shahoshi akjon manush uni. Allah unak onk valo rakhuk r onk dhorjoshokti dek
@NilufaKobita8 ай бұрын
আমার ছেলেটাও কথা বলতে পারেনা।হাটতে পারেনা।কিছুই পারেনা,অথচ আমার ছেলের সবটুকু জুড়ে শুধুই আমি।এতেই আমার সব অপ্রাপ্তি গুলো প্রাপ্তি পায়।আমার ছেলেটাই আমার সবচেয়ে বড় পূরন্যতা।আলহামদুলিল্লাহ
মাশা-আল্লাহ, আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী মানুষ বলে আমার মনে হয়।।।।।।।
@ummakulsum99998 ай бұрын
উনি কত সহজে কথা গুলো বল্লেন, কিন্ত তার ভেতরটাকে আমি অনুভব করলাম চোখের পানি ধরে রাখতে পাড়লাম না😢
@Lucyandkitty9 ай бұрын
অনেক অনেক অনেক দোয়া রইলো সবসময় আপনার এবং ২ টো বাবুর জন্য। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সহায় হবেন। আমিন
@LailaSultana-p5j9 ай бұрын
আল্লাহপাক আপনার এই কষ্টের উত্তম জাজাকাল্লাহ দান করুক আমিন
@sarminara6 ай бұрын
আল্লাহ আপনাকে আরো ধর্য্য দিন।এই কষ্ট বোঝার ক্ষমতা পৃথিবীতে কারো নেই😢😢আমার ছেলে ৫ বছর বয়সে কথা বলা শুরু করেছিলো।এই দেরিতে কথা বলা দেখে কি যে ভয় হতো তা বলার ভাষা নএখন আলহামদুলিল্লাহ ভালো আছে ❤আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন ❤
@SSStoriesworld8 ай бұрын
এমন শিশুদের দেখাশোনায় একটা টিম ওয়ার্ক প্রয়োজন। যা বাংলাদেশের পেক্ষাপটে কেন জানি সম্ভব হয়না! মা এবং মায়ের ফ্যামিলিরই যেন শুধু দায়! এটা অনেক কষ্টকর 🥲
@sadia5268 ай бұрын
Ekdom thik boltechen...
@MonirulIslam-li7cs8 ай бұрын
মহান আল্লাহ আপনাকে আরও বেশি মানসিক দৃঢ়তা ও ধৈর্য দেন, যেন আপনি বাচ্চাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন।
@farhanshaheen1157 ай бұрын
একদম অন্যরকম ভাল অনুষ্ঠান। ভাল লাগল।
@hafizashirin72929 ай бұрын
আল্লাহ্ পাক ওনাকে ধৈ্য্যশীলদের অন্তর্ভুক্ত করুন। বাচ্চাদের সুস্থ করে দিন।
@AbulKalam-zn5og9 ай бұрын
Ameen
@asefkabir32568 ай бұрын
Excellent answers. She is such a strong woman and a resilient mother.
@trfs43047 ай бұрын
সত্যি অসাধারন একজন মা উনি আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ 🤲🏻
@enasrannaghor57079 ай бұрын
আল্লাহতালা আপনাকে অনেক ধৈর্য ধারণ করুক ❤
@Farzana90878 ай бұрын
স্কুলে আমাদের সঙ্গে পড়তো কানিজ সুবর্ণা!ওর জন্য মন থেকে দোয়া রইলো।
@nishi46555 ай бұрын
Can’t hold my tears ! Allah apnar khub valo koruk apu. Bacchara sustho hoye jak
@sanaxworld6 ай бұрын
হে আল্লাহ এই মা - বাবা কে অনেক ধৈর্য্য ও অনেক অনেক রহমত দান করুন আমিন ♥️ কথা গুলো শুনে অনেক কান্না চলে এলো। আল্লাহ সব পারে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মা ডাক শুনাবেন ও বাচ্চাদের সুস্থ করে দিবে ❤ সবচেয়ে সত্য কথা সুস্থ সবল বেঁচে থাকা টা আল্লাহর রহমত।
@sarabela6 ай бұрын
Strongest Mother Choosen By God....Best Wishes My Sweet Heart Kaniz Suborna❤❤
@akhtarabanu31366 ай бұрын
❤❤❤❤❤❤ অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনার জন্য। আয়মান ও আজমান আমাদের দেবশিশু। ওরা মহান আল্লাহর blessing.
@bulu28678 ай бұрын
বোন আপনার জন্য অনেক কষ্ট লাগলো❤ কিন্তু আপনি যে এত ভালো মনের মানুষ ভালো একটা মা ধৈর্যশীল মা আপনাকে আল্লাহ আরো ধৈর্য দেখ❤❤ আপনার জন্য ভালোবাসা দোয়া রইল❤❤ আপনার ছেলেদের জন্য দোয়া রইল ভালোবাসা❤❤ আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন আমিন😢 ❤❤❤
@sumana9198 ай бұрын
May Allah Taala bless Ayman, Azman and all the autistic babies and their parents for their strugglings ,, Ameen.
@afrozlima4617 ай бұрын
Salute apnak... Apni amr childhood er ekjon fvrt. Singer. But,, shune khub kosto laglo je apnr baccha ra.... Jak,allah apnak, bacchader valo rakhuk dua kori.....❤❤❤
@HumayraJuhayra-n7s6 ай бұрын
আপনার ও আপনার সন্তানের জন্য, আমাদের সবার পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা....😊
@Independence-July8 ай бұрын
আল্লাহ্ হলেন উত্তম ফয়সালাকারী। আপনার মণের জোর আর আল্লাহর উপর বিশ্বাস দেখে আমি অভিভূত। ইন-শা-আল্লাহ্ আপনার সুদিন আসবে, যেভাবে ধৈর্য ধরছেন সেভাবে আল্লাহর উপর ভরসা করুন, ভালো থাকবেন।
@MiyukiMio4 ай бұрын
Allah rohom koren apnake dunia o akhirater uttom protidan din Amin ❤❤❤❤❤❤
@babluislam87136 ай бұрын
Masha'Allah, What a beautiful conversation .I admire you ( kaniz Subarna) May Allah accept your prayers and good intentions.
@farzanasadeque23506 ай бұрын
কানিজ সুবর্ণা আপনি একজন অসাধারন মা ! আপনার দুই ছেলে এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া। মহান আল্লাহ তায়ালা আপনার মনের আশা পূর্ণ করুন। আমিও দুই ছেলের মা। আপনি সবার জন্য এক প্রেরনা। ❤️❤️🙏
@tapitasathi50606 ай бұрын
আপু, ছোট বেলায় তোমার গানের খুব ভক্ত ছিলাম। অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমাদের জন্য। স্যালুট তোমাকে
@sangeetakrahman39776 ай бұрын
Salute kaniz almas. Akek manusher jibon akek rokom. May Allah bless you obviously. Thanks.
@nasrinfatema87088 ай бұрын
কানিজ সুবর্না আপুর জন্য অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা 😍
@shahnazahmed77739 ай бұрын
May Allah bless your family and make everything easy for you. Ameen 💕
@MiyukiMio4 ай бұрын
Boja jache unar sadhinota nei amon akjon star hower poreo😢ma hishebe sofol insha'Allah akdin er protidan paben❤❤❤
@NasrinSultana-z9f5 ай бұрын
অসাধারন মা। অনেক শ্রদ্ধা।
@Bangladeshicanadianmom786 ай бұрын
বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের মায়েদের পক্ষে সব কিছু ব্যাখ্যা করা সম্ভব নয় এটা আলাদা রকম অনুভুতি এক অসাধ্যকে সাধন করার দায়িতব শুভ কামনা সব সময়
@farzanaislam20809 ай бұрын
কানিজ সুবর্ণার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। দুনিয়ায় এই জীবনটাই আসল জীবন নয় ।আল্লাহ সুবহানাতায়ালা পরীক্ষার মাধ্যমে মানুষকে তার কাছাকাছি নিয়ে আসতে চান। আল্লাহ সুবহানাতায়ালা যাকে পছন্দ করেন তাকেই পরীক্ষা দেন।দোয়া করি যেন আপনি আল্লাহ সুবহানাতায়ালা পুরোপুরি আনুগত্যশীল বান্দাই পরিণত হন।
@fromnowhere81319 ай бұрын
Ekjonn maa tar family er support chara eka eka evabe duijon special bachader boro korchen Allah take nek hayat dan korun,tar bacha dui ta ke shustho kore din Ameen
@sonyaislam91068 ай бұрын
Amin🤲🤲
@mexicandream80278 ай бұрын
Ameen
@aliehsan29186 ай бұрын
What a caring mother, Salute you Sister, I pray from my heart for your sons
@sarinaalamkhan55996 ай бұрын
অসাধারণ একজন মা।অসাধারণ একজন মানুষ।
@syedayeasmin86388 ай бұрын
Respect to Kaniz, may Allah accept your dua.
@zakiasultana49459 ай бұрын
I pray for her, InshAllah, some day you will be rewarded so much. You are special to Allah for your strength and patience. Your children will make you proud someday. And Feroza Begum was my mothers favourite singer and mine too. May Allah bless you and your family.
@jibokBarua999 ай бұрын
কানিজ সূর্বনার জন্য শুভকামনা।
@ananyaananya87949 ай бұрын
পছন্দের শিল্পী.. আপনার সাথে দেখা হয়েছে রাস্তায়.. আপনার জন্য অনেক অনেক দোয়া..
@shamimaanwar16499 ай бұрын
আমাদের সমাজে এখন ও অনেক অমানুষ আছে যারা এই বাচ্চাদের ভয় পায় ও এড়িয়ে চলে। আর পিছনে যার যা মনে আসে তাই বলে আল্লাহ তুমি এই আমানুষদের কে হেদায়েত কর