ব্যান্ডেল নান্দনিকের পক্ষ থেকে ধন্যবাদ । অসাধারণ একটি নাটক । ব্রাত্য বসু কেন যে শ্রেষ্ঠ তা এইরকম কাজ গুলি প্রমাণ করে । সকলের অভিনয় দারুন লেগেছে । বাড়তি মুগ্ধতা তৈরি হয়েছে ঋত্বিক ঘটকের চরিত্রে কৃষ্ণেন্দু ।আবার ধন্যবাদ রুদ্ধ সঙ্গীতের সকল কলাকুশলীদের।
@prasenjitdasgupta19703 жыл бұрын
তিনবার একাডেমিতে দেখেছি এই নাটক। সেই প্রথম দেবশঙ্কর হালদারের নাটক দেখা। তারপর থেকে ওনার প্রায় সব নাটকই দেখেছি। অনেকদিন ধরেই ইউটিউবে খুঁজতাম এই নাটকটি। অবশেষে পেয়ে খুব খুশি।
@sutapasarkar97793 жыл бұрын
দেবব্রত বিশ্বাস সত্যিই ছিলেন একটি প্রতিষ্ঠান!! আমার কিশোরবয়েসে উনি চলে গেছেন। তারপর যত বয়েস বেড়েছে... যত ওনার গান শুনেছি মুগ্ধ হয়েছি!! আজও আমি ওনাকেই রবীন্দ্রসংগীতের শ্রেষ্ঠ শিল্পী বলে মনে করি!! একমাত্র ওনার গানেই সেই মন্ত্র আছে যা আমাদের কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করতে জানে!!
@debasishchakrabarti49212 жыл бұрын
দেবব্রত বিশ্বাস ছিলেন একজন অনন্য গায়ক। আমি চঞ্চল হে, আকাশ ভরা সূর্য তারা, বহু যুগের ওপার হতে ইত্যাদি গানগুলি তাঁর কণ্ঠে সঠিক অনুভূতিতে প্রকাশ পেয়েছে। তবে শ্রেষ্ঠ গায়ক কাউকেই বলা যায় না। হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায় এরা প্রেম পর্যায়ের গান গুলি কে মুর্ত করে গেছেন। গায়ক গায়িকাদের কণ্ঠ অনুযায়ী গান নির্বাচন করতে হবে তবেই সেগুলির উত্তরণ ঘটবে। পূজা পর্যায়ের গানগুলি যেমন সুবিনয় রায়, সাগর সেন, মোহন সিংহ, অর্ঘ্য সেন এঁদের কণ্ঠে সঠিক অনুভূতিতে প্রকাশ পেয়েছে।
@abhijitmajumder9278 Жыл бұрын
বয়সের অনেক ফারাক থাকা সত্বেও তিনি এই স্কুল ছাত্র কে ' আপনি ' বলতেন। এক লাইন ও কখনও গাইনি, তবুও সামনে বসিয়ে কত গান ই শুনিয়েছেন!! দীর্ঘ কত চিঠি পেয়েছি তাঁর কাছ থেকে: পানের ছিটে তাদের দেহে। কত,কত স্মৃতি তাঁর রয়ে গেছে নিভৃতে। আজ এই নাটক দেখে, এ নাটকের অনেক চরিত্র কে বড় কাছ থেকে চেনার সুবাদে বডড স্মৃতিমেদুর হয়ে উঠলাম। দেবশঙ্কর ভারি চমৎকার!! চমৎকার নাটকের বাঁধন। শুভকামনা রইল।
@uttamghosh5033 жыл бұрын
এতবড়ো মাপের মানুষ কে নিয়ে এতবড়ো কাজ অতুলনীয়। এককথায় অসাধারণ ।
অপূর্ব।কতবার যে দেখেছি..এই দশকের অন্যতম এক শ্রেষ্ট নাটক।প্রত্যেকের অভিনয় অসাধারণ।
@dr.suchandramitrachaudhury96073 жыл бұрын
অসাধারন! মুগ্ধতা বোঝানোর ভাষা নেই। কি উপস্থাপনা। কি অদ্ভূত নিপুণতায় সেই সময়কে এতো প্রাণবন্ত করে তুলে ধরা। আর দেবশংকর হালদার সম্পর্কে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।🙏🙏🙏
@SushantaKar3 жыл бұрын
নাটক দেখবার এমন আন্তর্জালিক সুযোগ পেয়ে ধন্য। নইলে এমন নাটক দেখা হত কই?
@vajravairochoni3 жыл бұрын
ভালো একটা বাংলা শব্দ শিখলাম
@someshbhuiya12723 жыл бұрын
বিষয় ভাবনা নিয়ে বিতর্ক রয়েছে।তবে অভিনয় ও উপস্থাপনা সুন্দর
@arpanroy99673 жыл бұрын
কি অসাধারণ একরাশ মুগ্ধতা 😍😍 কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি🌼
@sumanshyamal98913 жыл бұрын
বাঃ দারুণ প্রয়াস। মঞ্চনাটকে এভাবে এই অতিমারির সময় ঘরের কোনায় পৌঁছে দেওয়ার জন্য।অনন্য দেবশঙ্কর বাবু।। অভিনন্দন।।
@debyanideypurkayastha76433 жыл бұрын
অনবদ্য দেবশঙ্কর হালদার, আমি মুগ্ধ
@tuhinsubhratripathi48273 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই এমন একটি অনবদ্য নাটক দেখার সুযোগ করে দেবার জন্যে। অপূর্ব বুনন ও তার প্রকাশ।
@samshedshapan9 ай бұрын
অসাধারণ বললে কম হয়। এক টুকরো ইতিহাস যেন চাঁদ হয়ে সময়ের আকাশে উদ্ভাসিত হল। এত প্রাণশক্তি নিয়ে এত জীবন্ত অভিনয় জর্জ দা! ভোলার মত নয় ❤
@hhnm711 күн бұрын
অসাধারণ সৃষ্টি ব্রাত্য বসুর। সকল কে অভিনন্দন জানাই মাথা নত করে।
@sagnikroy66333 жыл бұрын
অনেক ধন্যবাদ এই নাটক-টা দেওয়ার জন্য। দেখার সুযোগ করে দেওয়ার জন্য।।অসাধারন নাটক। ব্রাত্যজনের আরো নাটকের অপেক্ষায় রইলাম। আবার-ও ধন্যবাদ।
@GeoQuanta2 жыл бұрын
আমি বহুদিন থেকেই ভেবেছি যদি থিয়েটারের নাটকগুলো ইউটুবে পেতাম...আমরা যারা কলকাতা থেকে বহুদূরে থাকি এবং নাটক ভালোবাসি ..তাদের না পাওয়াগুলো এক অনাস্বাদিত আনন্দ দান করবে | আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা.......|
@barnaligupta29453 жыл бұрын
অসাধারণ ! ব্রাত্যদা আপনি এগুলোই করুন! মুগ্ধ
@sudeshnabhattacharya12853 жыл бұрын
প্রথমবার যখন দেখলাম ভাষা হারিয়ে গেছিলো। এই নিয়ে তৃতীয়বার দেখছি। এত নিখুঁত সকলে, কি করে সম্ভব জানিনা । ব্রাত্যদাকে অনুরোধ করব বিশ্ববরেণ্য বিজ্ঞানী প্রফেসর সত্যেন বোস ও টেস্ট টিউব বেবীর আবিষ্কর্তা ডাঃ সুভাষ মুখার্জীকে নিয়েও যদি এই ধরণের কোনো নাটক করেন তো বাঙালি হয়ে কৃতজ্ঞ থাকব 🙏
@adityanarayanmukherjee51853 жыл бұрын
যতদূর মনে পড়ে আজ থেকে এগারো বছর আগে আসানসোল রবীন্দ্র ভবনে , রুদ্ধসঙ্গীত পরিবেশনার সাক্ষী ছিলাম।ব্রাত্যজন কে ধন্যবাদ ফিরিয়ে দেওয়ার জন্য মুহূর্তগুলোকে।
@sharboreemukherjee89273 жыл бұрын
হঠাৎ করে দেখতে পেয়ে আমি যে কি খুশি হলাম স্যার 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@chorus12313 жыл бұрын
Asadharan. I have no words to express my feelings. Mon bhore gelo. Debshankar Halder can be placed in the same row where our Sambhu Mitra, Ajitesh, Bijan Bhattacharya, Utpal Dutta and all legendary actots of Bengali theatre stand. Really great actor of today's time.
@manasjana45893 жыл бұрын
You seemed to be very liberal in certification
@surajitbhattacharyya85043 жыл бұрын
Osadharon...2 Bar Hall e giye dekhechi....Bratya Da osadharon....Debshankar Halder is the greatest in our time....
@SuddhasattashomeShome3 жыл бұрын
অপেক্ষায় ছিলাম। থিয়েটারে বসে দেখা আর এই মাধ্যমে দেখা,দুটো সম্পূর্ণ আলাদা অনুভূতি। চলমান চিত্র তে অভিনেতার close up শট গুলিতে তার যে মুন্সিয়ানা,সেটা থিয়েটারে বসে ঠিক বোঝা যায় না। এই নাটকটার যেটা ভালো লাগল সেটা হলো যে একটা বিরুদ্ধ মত বা মতামত কে যার যার দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপিত করার খোলা হাওয়া কে নাটকের পরিচালক বয়ে যেতে দিয়েছেন,নিজের মতামত চাপিয়ে দেন নি। বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অংশ,সংস্কৃতি সংগীত, রাজনীতি সবটাই ভাবীকালের সিদ্ধান্তের উপর,চেতনার উত্তরাধিকারের উপর ছেড়ে দিয়েছেন এবং এইভাবে দর্শককেও এই নাটকের একজন আত্মিক কুশীলব করে নিয়েছেন।
@alokmandal12353 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা।সময় ও বাস্তবতা উদ্ভাসিত নাট্য প্রযোজনায়।ব্রাত্য বসুকে আন্তরিক শুভেচ্ছা জানাই এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য।
@sharmisthanath13113 жыл бұрын
মুম্বাই তে এই নাটক স্টেজে দেখে মুগ্ধ হয়েছিলাম। বহু বছর আগে হলেও আজও ভুলি নি। দেবশঙ্করবাবু সহ সকলের অসাধারন অভিনয়। এখানে আবার দেখতে পেয়ে অভিভূত। অসংখ্য ধন্যবাদ
@ritamghosh38002 жыл бұрын
khub asha korechilam ,natok ta jeno sabsamay dekhte pai, sei asha purna holo, ei natok ekbar i manche dekhechi. khub sundor
@soumyamukherjee39032 жыл бұрын
Thank You so much Bratujon for uploading this legendary play.
@sukanyachattopadhyay67673 жыл бұрын
Khub bhalo laglo. Debshakarbabu r obhinoy chuye gelo
@atanupaul30263 жыл бұрын
আমার অতি প্রিয়....কতবার দেখেছি মনে নেই.... ইউটিউবে এখনই বেশ কবার দেখা হয়ে গেলো.....চলতে থাকবেই......শুভেচ্ছা আর সমর্থন ছাড়া কি আর দিতে পারি !!!
@4c53sourayansaha33 жыл бұрын
এরা শাষক দলের ও বাত্য বসুর দালাল। কমিউনিস্ট পার্টিকেই আক্রমন করাই ওনার উদ্দেশ্য ছিল। এই নাটকটা ঔ সময়েই লেখা হয়, যখন সে "তৃনমূলে" নাম লেখায় তথাকথিত বুদ্ধিজীবী বলে।
@manabendrapakhira58013 жыл бұрын
আমি দীর্ঘদিন আপনার সঙ্গীত এর ভক্ত। আপনার ( দেবব্রত বিশ্বাস ) অনুষ্ঠান শুনেছি রবীন্দ্র সদনে। আজকে এই নাটকটির মাধ্যমে শিল্পী জীবনের বেদনাঘন মূল্যবান মূহুর্তের সাক্ষী হয়ে থাকলাম। নাটকের, নাম চরিত্র রূপায়ণে, রূপদান করে তুলতে সাহায্য করেছেন শ্রদ্ধেয় নাট্যকার শ্রী বার্ত বসু মহাশয়। প্রত্যেকটি চরিত্রায়ন ভীষণভাবে আন্তরিক। দেবশঙ্কর বাবুকে আমার হার্দিক শুভেচ্ছা ও ভালবাসা। সবার জন্য দেবদুলাল বন্দোপাধ্যায় স্মৃতি সংসদ এর পক্ষ থেকে অনেক সাধুবাদ ও অভিনন্দন জানাই। ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️
@adityachakraborty6613 жыл бұрын
ব্রাত্য বসুর ৩টে নাটকের নাম যদি উল্লেখ করতে হয় আমি রাখি অশালীন, 'উইঙ্কেল টুইঙ্কেল আর রুদ্ধসংগীত।কতোবার যে দেখেছি এই নাটকটি!দু চোখ ভরে গেলো জলে,তারপরেও আরো একবার।দেবশঙ্কর হালদারকে প্রণাম,একটি চরিত্রকে এইভাবে প্রাণ দেওয়ার জন্যে।
@amarnathdas90153 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর নাটক উপহার দেবার জন্যে।
@dr.suchandramitrachaudhury96075 ай бұрын
অসাধারণ! যত বার দেখি ততবার বাকরুদ্ধ হয়ে যাই।❤❤❤
@aharnishyoutubechannel52463 жыл бұрын
এই নাটকটির সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই সঙ্গে মনে পড়ছে রবিশঙ্কর বলের কথা।
@ritusarkar50263 жыл бұрын
Asadharan! Srashtake aamar binamra pranam.❤
@অসীমদাসআলো3 жыл бұрын
অসাধারণ এক অনুভূতি হলো যা আজীবন বাঁচিয়ে রাখবো অন্তরের প্রকোষ্ঠে। রুদ্ধ দ্বার সব খুলে দিয়ে জয় হোক মানব সংগীতের। ভালোবাসায়, শ্রদ্ধায় আরও একবার প্রণতি জানাই ব্রাত্য বসু মহাশয়কে।
@kalyanchowni14853 жыл бұрын
কী দারুণ অভিনয়। একজন আর্টিস্টের প্রকৃত জন্মদিন তার মৃত্যুদিন এর প্রথম দিন থেকে।
@shapansarkar94193 жыл бұрын
অনেক দিন পর নাটক দেখে মুগ্ধ হলাম।
@ভ্রমণ-ল৮ঙ3 жыл бұрын
এ নাটকটি একটি ইতিহাস... এই নাটকের অভিনয় মুগ্ধ করেছিল...
@nirjharkmondal10843 жыл бұрын
অনবদ্য উপস্থাপন।কৃতজ্ঞতা পুরো দলকে।
@subhasmandal3935 күн бұрын
রুদ্ধ সংগীত । সত্যি মিথ্যে মিশেলে জানা অজানা তথ্যে ভরপুর নাটক। জর্জদা দেবব্রত বিশ্বাসের ভূমিকায় দেবশঙ্কর হালদার অনবদ্য। একটা নাটক করুক না 'ব্রাত্যজন' সংস্থা প্রণব মুখার্জি কে নিয়ে, যার রাজনৈতিক জীবন ব্যাক্তজীবন বৈচিত্র্যময়তায় ভরপুর!!❤👍❤.
@abhisekmaikap58553 жыл бұрын
Kotodin opekhay chilam.. thanks
@sohini08123 жыл бұрын
Onek dhonyobad natok ti upload korar jonno. Bahudin dhore khujchi.
@subhasisbandyopadhyay17893 жыл бұрын
Asadharon script, abhinoy, aha ki dekhlam..
@tapanchakraborty35753 жыл бұрын
এই নাটকের মাধ্যমে ব্রাত্য বাবু নিজের ভিতরের বামপন্থী বিদ্বেষ কয়েকটি চরিত্রের মুখে বসিয়ে দিয়েছেন
@ranjankumarghosal67583 жыл бұрын
Duttababu o tai korten. Shathe shathyang. 100% gabya ghrito diye ki natok hoi!
For all of us whosoever still bother to resist orthodoxy in the world of art & Literature, it is a must watch ...
@adrijamanna32192 жыл бұрын
Ki osadharon ovinoy, darun darun.
@PRoy-uy9pk21 күн бұрын
Unparallel Bratya Basu
@dr.uttiyadebengalihonours62363 жыл бұрын
প্রোডাকশন ফাটাফাটি। দেবশঙ্কর হালদার সম্পর্কে নতুন করে তো কিছু বলার নেই। অভিনয় বৈচিত্র্য ওঁকে পৃথক করে। ঋত্বিকের চরিত্র যিনি করেছেন তার অভিনয়ও খুব ভালো। তবে ওইসময়ের ইতিহাসের সব ঘটনার ক্ষেত্রে একমত নই।
@lalchak61263 жыл бұрын
নাটক বা থিয়েটার বাঙালির মৌলিকত্ব বহন করছে, দক্ষিণ বা বলিউডের কাছে আত্মসমর্পণ করেনি, এখনও গর্ব বোধ করি ।
@tapankumardas18273 жыл бұрын
excellent
@Travel_with_us4ever2 жыл бұрын
এটা যথাযথ সত্য কথা 😁😁😁😁
@udaymurmu5622 жыл бұрын
Sahmat
@champamodak3192 жыл бұрын
আপনার post khub valo laglo
@ashishmoydey1748 Жыл бұрын
এক কালে ছিল। এখন আর কিছু নাই নাই নাই......
@mousumibanerjee40653 жыл бұрын
ব্রাত্য বসু বিশিষ্ট বুদ্ধিজীবী!নাটক পরিচলনা ও প্রযোজনায় অন্যতম ব্যক্তিত্ব এই নাটক দেখলেই বোঝা যায়!জর্জ বিশ্বাসের ভূমিকায় দেবব্রত হালদার মহাশয় যথাযথ!ওনাকে আমার শ্রদ্ধা জানাই। নাটকের টিমকেও ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাই ইউটিউব কে। ইউটিউব না থাকলে বাড়ি বসে অন্যতম শ্রেষ্ঠ নাটক দেখা হতো না।
@someshbhuiya12723 жыл бұрын
দেবব্রত নয় দেবশঙ্কর হালদার
@hhnm711 күн бұрын
গত কদিন বাড়ির সবাই অনেক বার দেখলাম এবং আবার অনেক বার দেখবো।
@pronobkumarbasu32673 жыл бұрын
অ্যাকাডেমীতে বেশ কয়েক বছর আগে দেখেছিলাম। ইউটিউবে আবার দেখতে পাবো। দারুণ ব্যাপার।
@nitikachatterjee73563 жыл бұрын
খুব সুন্দর।অনেকদিন বাদে দেখলাম।দারুন।
@shyamamukhopadhyay11883 жыл бұрын
Natok ta khub sundor hoyeche.D.biswas somporke onek kichu jante parlam.🙏🙏
@MusicMantraIndia3 жыл бұрын
আজকের সময়ে এতো নাটকের উপাদান থাকা সত্ত্বেও, বাজারে নাটক নেই,কারণ নাট্যকাররা সরকারের নির্লজ্জ তোষণকারীর ভূমিকায়,হায় বঙ্গভূমি!!!
@debashissaha4822 жыл бұрын
অনবদ্য দেবশঙ্কর!! আমার চির ফেভারিট।
@tapasgosh6242 Жыл бұрын
ব্রত্যদা , অসাধারন। প্রশংসার কোনো ভাষা নেই।
@গুলজার-দ৮ট2 ай бұрын
চটি চাটা প্রাণী ব্রাত্য বসু কি তাদের কোম্পানির মালকিন ডাইনি বুড়ি ঠগী দিদিমণির ক্রিয়াকলাপ নিয়ে নাটক করবেন না? কি তাবেদার মশাই ব্রাত্য বসু মহাশয় আর কতো চটি চাটবেন, চটি চাটা বন্ধ করে আপনার মালকিনের নষ্টামি ও দুর্নীতি নিয়ে একটা নাটক কি তৈরী করবেন না? আর কতো চটি চাটবেন?
@niranjanmitra14433 жыл бұрын
ব্রাত্য নিশ্চয়ই ক্ষমতাধর, বলার অপেক্ষা রাখে না ৷
@debasishchakrabarti49213 жыл бұрын
দেবব্রত বিশ্বাস একজনছিলেন অনন্য রবীন্দ্রসংগীত গায়ক। ঈর্ষার বশবর্তী না হয়ে তাঁর গানে নেওয়া স্বাধীনতা গুলি সরাসরি আলোচনা করাই অভিপ্রেত ছিল। তাহলে হয়তো তিনি নিজেকে amend করতেন আর আমরাও তাঁর আরো কিছু গানের রেকর্ড পেতাম। একটা কথা সবসময় সত্যি যে অন্যের সৃষ্টিকে যতদূর সম্ভব immaculately উপস্থাপন করা। রবীন্দ্রসংগীত হচ্ছে Bach, Beethoven, Mozart, Chaikovosky bajnar মত গীতি রূপে universal classic
@ranjankumarghosal67583 жыл бұрын
Kintu irsanwita didimoni ? Rabindrasangeet to Shantiniketan o Deshapriya Park er ancestral property.
@debasishchakrabarti49213 жыл бұрын
সুচিত্রা মিত্রের ভূমিকা অবশ্যই সমালোচনার উর্ধ্বে নয়। নাটকে যেখানে একটা গানে চঞ্চল উচ্চারণে সুচিত্রা ভুল করেছিলেন সুচিত্রা মিত্রের তাল লয় জ্ঞান খুব ভালো ছিল কিন্তু কণ্ঠে মধুরতা ছিল না এবং কণ্ঠস্বর চ রায় উঠলে ভেঙে যেতো। বিপরীতে কণিকা বন্দ্যোপাধ্যায় কণ্ঠ ছিল অতি মধুর ও উঁচুতে উঠলেও কণ্ঠস্বর ভাঙত না। বাজে করুন সুরে, দূরে কোথা দূরে দূরে প্রভৃতি গান তাঁর উদাহরণ।
@subhasde27343 ай бұрын
দেবশংকর বাবুর অসাধারণ অভিনয় আমার মনে চিরকাল দাগ কেটে থাকবে।
@tapasighosh35663 жыл бұрын
এত সুন্দর নাটক আমি আগে দেখিনি।👍
@indranibandyopadhyay1782 Жыл бұрын
আমি যঐন জর্জ বিশ্বাসকে চোখের সামনে দেখতে পাচ্ছি। অসাধারণ সৃষ্টি
@গুলজার-দ৮ট2 ай бұрын
চটি চাটা প্রাণী ব্রাত্য বসু কি তাদের কোম্পানির মালকিন ডাইনি বুড়ি ঠগী দিদিমণির ক্রিয়াকলাপ নিয়ে নাটক করবেন না? কি তাবেদার মশাই ব্রাত্য বসু মহাশয় আর কতো চটি চাটবেন, চটি চাটা বন্ধ করে আপনার মালকিনের নষ্টামি ও দুর্নীতি নিয়ে একটা নাটক কি তৈরী করবেন না? আর কতো চটি চাটবেন?
@biswajitbhattacharya939219 күн бұрын
বলার ভাষা নেই। শুধু দেখলাম। বাক্যহারা - - -
@sumansen22033 жыл бұрын
আমি যে কি খুশি হলাম এটা দেখতে পেয়ে। মেদিনীপুর এ এটা দেখা সম্ভব হয় নি। আমি অত্যন্ত খুশি।
@elabhattacharyya73863 жыл бұрын
আমরা যারা মফঃস্বলে থাকি তাদের অনেকে র ই ভীষণ নাট্যপ্রীতি থাকা সত্বেও সবসময়ে নাটক দেখা হয়ে ওঠেনা। you tube যদি সেই সুযোগ করে দেয় তাহলে খুব ভালো হয়।
Osomvob sundor ovinoy , natok cinemar theke aro besi sotti etai kyamon jyano bodh hochche , se cinemai jotoi realism er byabohar korar subidha thakuk .
@alokeshchattopadhyay91013 жыл бұрын
Great Debshonkar Sudhu Na bolA ta.. Amar hoie gelen.
@ayanraju3 жыл бұрын
Osamanyo obhinoy, Debshankar babu kokhon jano , Georga da e mishe jaaan. Echarao Ritwick Ghatak r bhumikay Mr. Dewanji r obhinoy o durdanto!!
@Ananda2710663 жыл бұрын
What to say - this is a masterpiece
@somnathchattopadhaya79133 жыл бұрын
Salute to Bratya Basu.
@sudipta5563 жыл бұрын
এমন নাটক সৃষ্টি করা যায় না; 'সৃষ্টি' হয়ে যায়। এখন চায়ের পেয়ালার রকে তর্ক ওঠে- অ্যামাজন, ফ্লিককার্টের বন্যা সেলের সুযোগ নিয়ে। ভাবতে অবাক লাগে, এমনো একটা সময় ছিল যেখানে মানুষ 'মানুষের' সমস্যা ও সমস্যামুক্তির কথা ভাবতে। অনেক কথাই হয়তো 'উপর' দিয়ে গেল। তা যাক। কিন্তু তা চেতনাকে নাড়া দিল! শুভ চেতনা, শুভেচ্ছা ও সাধুবাদের সঙ্গে #banerjee4u
@thakumargalpo3 жыл бұрын
দেবশঙ্কর হালদারের অভিনয় আমার বেশ ভালো লাগে
@ajitmajumdar35632 жыл бұрын
এই নাটকের জন্য পরিচালককে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
@rupalibhattacharjee10383 жыл бұрын
Osadharon,onek diner icche aj natok ti dekhe puron korlam. Amar cheler Kalindi Bratyajon er shishu natyo kormoshalar prothom batch er student chilo. Oder obhinito tasher desh natok ti ebhabe prochar korle bishesh upokrito hobo
@BiswajitGhosh-mu4qm Жыл бұрын
ব্রাত্য বসুর এই নাটক থেকে অনেক কিছু জানলাম। সক্রিয় রাজনীতি না করে এসব সৃষ্টিতে থাকলে আমরা সমৃদ্ধ হতাম। শতররুপের ক্ষেত্রেও একথা সত্য।
@গুলজার-দ৮ট2 ай бұрын
চটি চাটা প্রাণী ব্রাত্য বসু কি তাদের কোম্পানির মালকিন ডাইনি বুড়ি ঠগী দিদিমণির ক্রিয়াকলাপ নিয়ে নাটক করবেন না? কি তাবেদার মশাই ব্রাত্য বসু মহাশয় আর কতো চটি চাটবেন, চটি চাটা বন্ধ করে আপনার মালকিনের নষ্টামি ও দুর্নীতি নিয়ে একটা নাটক কি তৈরী করবেন না? আর কতো চটি চাটবেন?
@sudipasarkar12473 жыл бұрын
খুব সুন্দর একটা নাটক দেখলাম। দেবব্রত বিশ্বাসের সম্পর্কে অনেক কিছু জানলাম।
@prabhatmukherjee95093 жыл бұрын
ব্রাত্যবাবু এই নাটকে দেবব্রত বিশ্বাসকে দিয়ে বলিয়েছেন "মাওবাদী হওনটা কামাওবাদী হওনের চেয়ে বেটার চয়েস", কিন্তু নিজেই, কামাওবাদীদের দলে ঢুকে গেলেন। নাট্যকারের বক্তব্য হল মুখে যত বড় কথাই বল, আসলে নিজের ধান্ধা ঠিক রাখো।
@basude43303 жыл бұрын
ওনার ঐটুকুই দরকার ছিল অর্থাৎ বাম বিরোধীতা। পৃথিবীতে leftism একটা বিশাল বড় বিষয়। প্রচুর মতামত সাধারণ ভাবেই আছে এবং থাকবে। সে হিসেবে তৃণমূলীদের আঁতুড় ওঠেনি। তারমধ্যে এত কাটাকাটি ছেঁড়াছেঁড়ি কেন? অনেক ছোট - মাঝারি -বড় -অতি বড় শিল্পী ..মূলে ঢুকেছেন বেরিয়েছেন এবং চলছে। সেবিষয়ে চুপ কেন? নাকি নিজে গদি, মাল পেয়েছেন বলে লেজ নাড়ছেন? বেশীরভাগ শিল্পী সাহিত্যিকদের এই একটা আদি অভ্যেস....... খুঁটি ধরা।
@goutamkumardey23033 жыл бұрын
Bratya babu r direction, ek kothey ootulonio.
@parthasinha59533 жыл бұрын
অসাধারণ অভিনয় ও নির্দেশনা!
@rishradurayanjtf70513 жыл бұрын
Thank you for sharing. Khub pochonder kaj ❤️
@alokeshchattopadhyay91013 жыл бұрын
Ami khub khusi. Bratya Je ke Nomosker. Pronam. Koto kichu janlam. Sudhu nibedon Late Comrade CM agunpakhi.. Ei romkon research dhormi ekta korun. Jeta historical evidence hoie thake.
@kankana20033 жыл бұрын
Bratya je noy bratya babu...😊
@subhajitpatra63393 жыл бұрын
অসাধারণ👏
@riyagorai83263 жыл бұрын
অসাধারণ !! 🌻🌻
@satyakichakraborty5743 жыл бұрын
অনন্যসাধারণ নাট্যনির্মাণ, দেবশঙ্কর বাবুর অতুলনীয় অভিনয় যা এই নাটকের প্রাণ l
@Hiiii1383 жыл бұрын
Osadharon..khub sundor.
@jayabanerjee1033 жыл бұрын
Dhanyo,opurbo jibon sarthok🙏🏻🙏🏻🙏🏻
@basude43303 жыл бұрын
খুব ভালো লেগেছে। অনেক দিন পরে একটা সুন্দর প্রযোজনা দেখলাম। রুদ্ধসংগীত ব্যাপারটাও বুঝলাম। কিন্তু নাটকের প্রথমার্ধে জ্যোতি বসু বা প্রমোদ দাশগুপ্তদের ব্যাপারটা মূল বিষয়ের সাথে যত না আনুষঙ্গিক, পরিচালকের নিজস্ব রাজনৈতিক প্রয়োজনে অবশ্যম্ভাবী নয় কি? কারণ সে সময়কার পরিস্থিতিতে রাজনৈতিক বিষয়বস্তুর অভাব ছিল না। এখন দেখা যাক পরিচালক মহাশয় বর্তমান রাজনীতি নিয়ে কি কাহিনী সাজাচ্ছেন।
@ranjankumarghosal67583 жыл бұрын
Culture-fulture na bojhar jonyei to IPTA bhanglo! George to okhaneo bratyo chhilen!
1 hour 48 minutes sotti uni amader hriday achen aaj 2020 teo amra onar gaan shunle mugdho hoi... uni aajo beche achen ek hriday theke anno hridaye uni beche achen
@goutamkumardey23033 жыл бұрын
O nek din por sundoor ekti natok dekhlum, sottyee o tuloneyo.
@prasantabiswas20173 жыл бұрын
অপূর্ব...👌খুব ভালো লাগলো 🙏❤
@sudeshnabhattacharya12853 жыл бұрын
অসাধারণ 🙏 🙏
@manoramasadhu88393 жыл бұрын
ভীষণ ভালো একটা প্রয়াস।
@shibaramchakrabortty8190Ай бұрын
Asadharon barto babu
@radhe56093 жыл бұрын
নন্দিকার, দেবশঙ্কর হালদার অভিনীত নাটক আমি একবার রানাঘাটের নজরুল মঞ্চে দেখেছিলাম। নাটক দেখতে আমার ভালোই লাগে তবে বাংলাদেশে যে বিভিন্ন আঞ্চলিক ভাষায় ও বাস্তব জীবনের ঘটনার মধ্যদিয়ে নাটক তৈরি করে যা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে, কারণ সেখানে যে ভাবে আঞ্চলিক ভাষা আসল প্রাকৃতিক সৌন্দর্য্যে তুলেধরে তা ওই মঞ্চস্থ নাটকে পাওয়া যায়না, সবথেকে বেশি মুগ্ধ করেছে আমাকে বাংলাদেশের আঞ্চলিক ভাষাকে তুলে ধরার জন্য , আমাদের পশ্চিমবঙ্গের বহু আঞ্চলিক ভাষা আছে সেই ভাষাতে একটু শহরে গিয়ে কথা বললে তথা কথিত বাবুরা আর দৃষ্টিতে দেখে যা বাংলাদেশে একদমই কোথাও দেখতে পাবেননা। যদিও থিয়েটারের একটা আলাদা মর্যাদা আছে তবু বর্তমানে এই মঞ্চ নাটক আমার মনে হয় দর্শক অনেক কম হয় তাই নাটক নির্মাতা আপনারা একবার ভাববেন বাংলাদেশের মতন করে যদি নাটক উপস্থাপন কারাজায় ,এতে পশ্চিমবঙ্গের ভাষা, প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি রক্ষা পাবে। ধন্যবাদ