this recitation will be one of the best cover ever. Just wow!!
@fatema82002 жыл бұрын
Nice creation, Blue sari,nice voice,made me impressed, imotional
@Kobitarecitiation3 жыл бұрын
আহ্!! অসাধারণ জ্বালাময়ি আবৃত্তি
@ruhulitm4 жыл бұрын
অসাধারণ!! কথাগুলি বুকের এপাশ ভেদ করে ওপাশে চলে গেলো !! কবিতা যেমন সুন্দর, সুন্দর তেমনি আবৃতি -পরিবেশনা l
@farhanashuchona31154 жыл бұрын
kzbin.info/www/bejne/p2aVc2Vnm9yUmbc
@kobijewel Жыл бұрын
সব মিলিয়ে দারুণ অনুভূতি হচ্ছে
@cjd11372 жыл бұрын
best best best ever. অনেকবার শুনলাম। মন খারাপ হলেই শুনি। আপনার মত যত্ন করে কেউ বলতে পারে নাই
@Dr.Atik45 Жыл бұрын
Amr onek poshonder kobita❤️
@mdanamulhoque97894 жыл бұрын
মায়বী আবৃত্তি 👌
@shamratshajahan331 Жыл бұрын
আবৃত্তির সাথে ব্যাকরাউন্ড মিউজিকের কি দারুণ সমন্বয়। ❤
@aklimalima73615 жыл бұрын
অসাধারণ আপু । এর আগেও শুনেছি এই চিঠিটা। কিন্তুএই আবৃত্তিটাই সেরা। খুব ভালো লাগ্লো
@animeshhazra79534 жыл бұрын
Amar kobita dikhibar amontoron roilo vai
@shawonabdulla91154 жыл бұрын
Taslima has the proper right to come back to her motherland
@jahangiralamjabir18903 жыл бұрын
এতোটা দরদ নিয়ে কবিতাটি লিখেছেন কি বলবো। কবিতা শুনতে শুনতো কখন যে দু চোখের কোনে দু ফোটা জল নেমে আসছে বোঝতেই পারি নি। শরীরের মাঝে কেমন একটা শিহরণ অনুভব করলাম।
@kobitatomake76404 жыл бұрын
ভীষন ভালো কবিতা,পাঠ অসাধারন।
@animeshhazra79534 жыл бұрын
Amara kobeta dikhar amontoron roilo ami apnar profaeli giyachilam bat kichu e nai
বাহ... দারুণ। অসাধারণ। এতো দেখি আমাদের নতুন এক ম্যাডাম। ম্যাডামের যে এই প্রতিভা আছে তাতো জানতামি না। দারুণ... চোখ বন্ধ করে মুগ্ধ হয়ে কেবল শুনলাম আর শুনলাম।... খুবি ভাল লাগছে...
@kobitarakash32742 жыл бұрын
তসলিমা নাসরিন লেখায় অন্যান্য
@Dr.Atik4511 ай бұрын
Afia akter, apni kothay thaken? Apnar voice e kobita ta jeno tar puro chondo pelo
@mdnuruzzamannahid9286 Жыл бұрын
জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে ক’দিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই।
প্রিয় রুদ্র, প্রযত্নেঃ আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুরে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগত্সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরীবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প করতে - করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাটতে - হাটতে। কে তোমাকে বাধা দিতো? জীবন তোমার হাতের মুঠোয় ছিলো। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি, দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলী খালার সাথে? তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন ! তুমি আর কারো সঙ্গে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম ! তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে। যেন আমরা দু’জন জন্মেছি দু’জনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেলো বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিলো। ঢাকা শহরটিকে এতো ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এতো হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিলো চার বছরের। এতো বছর পরও তুমি কী গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে ! সেদিন আমি টের পেয়েছি। আমার বড়ো হাসি পায় দেখে, এখন তোমার শ’য়ে শ’য়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিলো? যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছো। আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝিনা তারা তখন কোথায় ছিলো? শেষদিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিলো। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে … তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিলো। এই ভেবে যে, তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প শোনাচ্ছো ! ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে ! আমাকে আবার জিজ্ঞেসও করলে, কেমন হয়েছে। আমি বললাম, খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ ! কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশভরা জোত্স্নায় গা ভেসে যাচ্ছিলো আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। “ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও”। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার? নেলী খালার? শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিলো তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে ক’দিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই। ইতি, সকাল পুনশ্চঃ আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতোকাল ঐ ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো? নাকি আমি ভুল শুনি?
@letslearnmarineengineering46075 жыл бұрын
খুবই অল্প সময় ধরে দেখেছি। তার পরেই চোখ বুজে ফেলেছি। তাই বলতে পারবোনা যে, ভিডিওটি কেমন হয়েছে। কিন্তু অডিওটা অসাধারণ। কবিতার প্রতি অনাসক্তি আমার বরাবরের এক সাধারণ ব্যাপার। তবে মনে হচ্ছে, আবৃত্তি চোখ বন্ধ করেই দেখা উচিত। তা ভিডিও হোক আর অডিও।
@farhanashuchona31154 жыл бұрын
kzbin.info/www/bejne/p2aVc2Vnm9yUmbc
@sabbirlovelu58536 жыл бұрын
চমৎকার সুন্দর ম্যাম
@gankobitarkhata58745 жыл бұрын
মন ছুয়ে গেল!
@kanijafsana45526 жыл бұрын
অসাধারণ মেম।😍
@Tohid019173302305 жыл бұрын
অসাধারণ Beautiful Recitation
@AmiHimoআমিহিমু6 жыл бұрын
অসাধারণ ম্যাম। ভাবিনি। এই এক নতুন ম্যাম।। :)
@akramulsikder7387 Жыл бұрын
যারা তসলিমা নাসরিনকে পছন্দ করে না, তারা কেবল খুব অল্পই জানে তার বেপারে।
@lisanbakal30222 жыл бұрын
আমি তসলিমা নাসরিনের বই ছোট বেলায় পড়তাম ।
@masudrana-zv1bg3 жыл бұрын
অসাধারন
@hafijulmondal66083 жыл бұрын
কথা গুলো হইতো রুদ্র শুনছে ...... সে এখন না ফেরার দেশে ইচ্ছা থাকলেও উপায় নেই ফেরার ।
@NahidNawaz0076 жыл бұрын
Nice recitation ♥
@farhanashuchona31154 жыл бұрын
kzbin.info/www/bejne/p2aVc2Vnm9yUmbc
@papia51465 жыл бұрын
Apu tomar kobita abriti kub kub sondor
@doctor24283 жыл бұрын
আরে ভাই , কবিতার মর্ম টা বুঝতে চেষ্টা করো l
@abusufiantalukdar64915 жыл бұрын
💚অসাধারণ লেখা দিদি 💚
@animeshhazra79534 жыл бұрын
Amara kobeta dikhar amontoron roilo vai
@KMARIFOFFICIAL6 жыл бұрын
অসাধারন,
@riponislam23954 жыл бұрын
Speechless
@ABMAtaurRahman6 жыл бұрын
বাহ্,চমৎকার !
@afrinzabin50255 жыл бұрын
চোখে এতো পানি কেনো??? আমি তো ভালো আছি
@animeshhazra79534 жыл бұрын
Amara kobeta dikhar amontoron roilo vai
@SultanAli-is5zt5 жыл бұрын
Nice voice and also reaction 😘
@farhanashuchona31154 жыл бұрын
kzbin.info/www/bejne/p2aVc2Vnm9yUmbc
@mostakahmed7753 жыл бұрын
Best
@salmantushar50833 жыл бұрын
এত সুন্দর কেন?
@shankarroy40984 жыл бұрын
Khub Sundar
@souravkumar97925 жыл бұрын
অসাধারণ
@ashastinyworld93425 жыл бұрын
ম্যাম অনেক ভালো লেগেছে 😍😍😍 Please keep it up 😍😍😍😇
@BiswasHafij4 жыл бұрын
সুন্দর!
@nidhisn24633 жыл бұрын
এটাই ইসলাম
@kamrulhasananik37686 жыл бұрын
চমৎকার
@remajahan99334 жыл бұрын
কবিতা শুনে মনে হলো আমিও ভালো নেই।
@user-ni5gx3pf5q11 ай бұрын
😢
@Imamulkhan734 жыл бұрын
🥀🥀
@rejaurrahman81806 жыл бұрын
Incredible Afia Ma’am!!! You’re one of the pride of AbrittyMela: keep stepping ahead 🎶
@sumondebnath67615 жыл бұрын
Very nice
@hammadsohag62704 жыл бұрын
আবৃত্তির চেয়ে মিউজিক সাউন্ড বেশি এসেছে
@mollikaahmed56635 жыл бұрын
ভালো আছি,ভালো থেকো,আকাশের ঠিকানায় চিঠি লিখো
@hashiburrahaman85584 жыл бұрын
❤❤
@moniruzzaman34175 жыл бұрын
আব্রিতি করতে চাই
@hafijulmondal66083 жыл бұрын
অসাধারণ বললে কম বলা হবে
@mraa-y4l2 жыл бұрын
সান্তনু নামে একজন সুপরিচিত ঋষি ছিলেন, যিনি দেবতাদের দ্বারা সম্মানিত ছিলেন এবং যাঁর দীপ্তি ছিল পদ্মের (অর্থাৎ ব্রহ্মার) মতো। (তাঁর) সুন্দরী ও যৌবনবতী (স্ত্রী) আমোঘা নামে পরিচিত ছিলেন। একবার ব্রহ্মা তার স্বামীর (সন্তনু) সাথে দেখা করতে তার বাড়িতে গেলেন। সেই সময় শ্রেষ্ঠ ঋষি (অর্থাৎ সান্তনু) ফুল ইত্যাদির জন্য বনে গিয়েছিলেন।সর্বোত্তম দেবতাদের দেখে, তিনি (অর্থাৎ আমোঘা) তাকে তার পা ধোয়ার জন্য একটি সম্মানজনক নৈবেদ্য এবং জল দিয়েছিলেন। তাকে (দূর থেকে) নমস্কার দিয়ে তিনি ঘরে প্রবেশ করলেন।দাগহীন দেহের সেই নারীকে দেখে স্রষ্টা ভালোবাসার আবেগে আপ্লুত হলেন। স্রষ্টা, নিজেকে জাহির করে, তার আগে কে ছিলেন তার কথা ভেবেছিলেন। পরমাত্মা ব্রহ্মার বীর্য শয্যাশালায় পড়ল। অতঃপর ব্রহ্মা দুর্দশাগ্রস্ত হয়ে দ্রুত চলে গেলেন।তারপর ঋষি বাড়িতে এসে দেখলেন (ব্রহ্মার) বীর্য আসনটিতে। তিনি সুন্দরী মহিলাকে (তাঁর স্ত্রীকে) জিজ্ঞেস করলেনঃ এখানে কে এসেছে?তখন অমোঘা তাকে বললেন (অর্থাৎ উত্তর দিলেন): "হে প্রভু, ব্রহ্মা এখানে এসেছিলেন। আপনার জন্য অপেক্ষা করার জন্য আমি এই আসনটি দিয়েছিলাম। তপস্যার মাধ্যমে আপনি জানতে পারবেন তার বীর্যের কারণ (কেন)। এখানে জমা করা হয়েছে।"তখন সেই ব্রাহ্মণ ধ্যানের মাধ্যমে তা বুঝতে পারলেন। "হে শুভ রমণী, দয়া করে আমার আদেশে ব্রহ্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ বীর্য রক্ষা করুন। এক পুত্র, যিনি একাই সমস্ত জগৎকে শুদ্ধ করবেন, জন্মগ্রহণ করবেন। (এখন) আমাদের শুভ কামনা পূর্ণ হবে।" অতঃপর সতী, প্রসিদ্ধ মহিলা, তাঁর আদেশ পালন করে, একটি পুত্রের জন্মের জন্য, পরমাত্মা ব্রহ্মার বীর্য পান করলেন। (পদ্মা পুরাণ:I.৫৫.১৯b-৩০a;পৃষ্ঠা:৭৫৩) (আপনি যদি পদ্ম পুরাণ পড়তে চান তবে আপনার ইমিল আপলোড করুন।)
@madhumitashortlife38564 жыл бұрын
Aro kobita sonar jonno nicher link a click kore video ti like kore amader songe thakun. kzbin.info/www/bejne/o5_WooyJa66paaM👌👍