আমরা প্রত্যেকের ব্যাক্তিগত মতামত কে সম্মান জানাই। এই ভিডিওতে কয়েকটি বাইকের ইউজার ম্যানুয়াল আপনাদের সামনে তুলে ধরার চেস্টা করেছি। আমাদের লোকাল মেকানিক্স এবং ইঞ্জিন অয়েল এর অসাধু লোকেরা মিলে বাইকার দের ধোকা দেয়ার জন্য ঘন ঘন অয়েল চেঞ্জ করায়। কারন একটি অয়েল বিক্রি করতে পারলে পুরান অয়েলের ৫০/৬০ টাকা এবং নতুন অয়েলের লাভ মিলে ভালো একটা টাকা ইনকাম করে মেকানিক্স। তাই এদের ফাদে পা দিয়ে ঘন ঘন অপ্রয়োজনীয় ভাবে টাকা নস্ট না করার আহব্বান রইলো। এর পরেও যদি আপনি পরিবর্তন করেতে চান তবে করতে পারেন। আপনার বাইকের ইউজার ম্যানুয়ালে স্পস্ট ভাবে লিখা আছে কত কিমি তে টপ আপ করবেন আর কত কিমি পরে পরিবর্তন করবেন। সেটা মেনে চলবেন এবং অবস্যই ম্যানুয়ালে লেখা অয়েল গ্রেড মেন্টেইন করবেন। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন।
@biswajitdas5023 жыл бұрын
Sothik bolechen. Onek onek dhonnobad bai.😄
@ananhridoy2714 Жыл бұрын
আপনার ভিডিও দেখার পর হোন্ডার কাস্টমার সেন্টারে কল দিছি। তারপর ওরা বললো ৪ হাজার চালানো যাবে সর্বোচ্চ। আপনি ঠিক কথাই বলেছেন ভাই। আসলে ওরা আমাদের লুটার পাঁয়তারা করছে।
@RVBD Жыл бұрын
অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
@mosharrof11 Жыл бұрын
বিষয়টাকে এভাবে বুঝানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@BD-TOUR3 жыл бұрын
রিয়েল ভিউ কে অনেক অনেক ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য। অনেক উপক্রিত হলাম।💗💗💗💗💗
@RVBD3 жыл бұрын
অনেক ধন্যবাদ আমাদের সাপোট করার জন্য।❤️
@mdsaifulislam43572 жыл бұрын
ভাই আপনার কথা গুলো অনেক গুরুত্বপূর্ণ একটা সঠিক ইনফরমেশন দিলেন
@RVBD2 жыл бұрын
আরো বিস্তারিত জানার আগ্রহ থাকলে আমাকে কল দিবেন +৮৮০১৫৩৯৩৩৯৩০৩
@mdrepon24972 жыл бұрын
এক কথায় বললে,,,,,অসাধারণ আলোচনা। জাঝা-কাল্লাহ খায়ের।
@RVBD2 жыл бұрын
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
@BrindabonBD3 жыл бұрын
আমার জীবনের নজিরবিহীন একটা রিভিউ দিলেন ধন্যবাদ
@RVBD3 жыл бұрын
আমিও আপনার মতই একজন সাধারন বাইকার। দোয়া রাখবেন ভাই♥️🙏😁
@mr.smartbiker5010 Жыл бұрын
আপনার ভিডিও দেখার পর থেকে ৩০০০কিমি এর আগে আর মবিল পরিবর্তন করি না ধন্যবাদ আপনাকে।
@RVBD Жыл бұрын
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে আমার পাশেই থেকে সাপোর্ট করবেন।
@RVBD Жыл бұрын
যেখানে ৩০০০ এ ৩ টা অয়েল দিতেন সেখানে ১ টাতেই হয়। দেখেন এখানে আপনার ২ টা অয়েল বেচে গেল। আর ৩০০০ চালানোর পরে অয়েল ফিল্টার পরিবর্তন করবেন। আর নতুন অয়েল ফিল্টার লাগালে অবস্যই ১০০ মিলি অয়েল বেশী ডুকাবেন।
@RVBD2 ай бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। তিন হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করার ফলে আপনার কোন ধরনের কোন ক্ষতি হয়েছে কিনা সেটা জানাবেন এবং এটা সত্যিই সাশ্রয় কিনা সেটাও অনুগ্রহ করে জানাবেন। দীর্ঘ এক বছর পরে এ কারণে রিপ্লাই করে জানতে চাইলাম ব্যাপারটা আমি আসলে ভিডিওতে যা বলেছি সেটা সঠিক কিনা মূল্যায়ন করবেন
@tanvirrahman89743 жыл бұрын
ভাই অনেক ধন্যবাদ, এটা একটা শিক্ষনিয়ো ভিডিও ছিল।
@RVBD3 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মুল্যবান কমেন্ট করার জন্ন্যে। আমরা সবসময়ই আপনাদের কমেন্ট কে অনেক মুল্যবান মনে করি। হোক সেটা পজেটিভ অথবা নেগেটিভ। আমাদের এই পথচলায় আপনার সাপোর্ট অথবা পরামর্শ দিয়ে ভবিষ্যৎএ সাহাজ্য করবেন এই প্রত্যাশা রইলো। ভিডিগুলি বন্ধুদের মাঝে শেয়ার করলে অনুপ্রাণিত হব এবং অবস্যই আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল এর সাবস্ক্রাইব করার সরাসরি লিংক 📺📺 👇👇👇👇 m.kzbin.info/door/uSbiTKtvFDE5FTvusGQlSw
@biswajitdas5023 жыл бұрын
Onek dhonnobad real view ke tottho to share korar jonno.. thanks❤️
@joniislam34682 жыл бұрын
Ami jantam bisoy ta but aj clear holam ... Thank you vaiya
@RVBD2 жыл бұрын
ধন্যবাদ।
@mohinpatowari52916 ай бұрын
X blade best mailage ar jonno kon mobil use krbo..?
@RVBD6 ай бұрын
হোন্ডা শোরুমে যে ইঞ্জিন অয়েল বিক্রি করে সেটি অরিজিনাল এবং সেটি দিয়ে আপনি দীর্ঘ পথ অতিক্রম করতে পারবেন। আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইয়ের ভিতরে লেখা রয়েছে প্রত্যেকটি ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার বাইক রাইড করতে পারবেন তার সবই তথ্য সেই বইতে লেখা রয়েছে
@nsneel6948 Жыл бұрын
Vai discover 110 biKe supee 4t 10 w 30 best naki 20 w 50,,,? Konta dela valo hobe and koto kilo por por change kora ushit,,,?
@RVBD Жыл бұрын
ম্যানুয়াল বই দেখুন। সেখানে সব তথ্যি লিখা আছে। grade 20w50 Replace every 3000-4000 km...
@kabirhossinroni50433 жыл бұрын
ভাই আপনার দোকান কোথায়? আপনি একজন সঠিক দোকানদার।
@RVBD3 жыл бұрын
ভাই আমার বন্ধুর একটি বাইক ওয়াশিং এর দোকান আছে। আমি সেখানে বসে বসে বসে ভিডিও টিডিও বানাই যাতে একজন বাইকার অন্তত আমার ভিডিওর মুল মেসেজ টি বুঝতে পারে। আমি একজন বাইক প্রেমিক। যেই বিশয় গুলা নিয়ে মস্ত বড় বাইক টিউবার রা ভিডিও বানায় তারা কেউই মনেহয় এই ইঞ্জিন অয়েলের বিশয় টা নিয়ে এখনো কোন ভিডিও বানায় নাই অন্তত বাংলাদেশে। আবার এমন ও হতে পারে তারা আরো ভালো ভিডিও বানিয়েছে যা আমি দেখতে পারিনি। ভাই, অনুরোধ থাকবে আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন। কারন পরবর্তী ভিডিওতে যদি কোন ভুল থাকে তা ধরিয়ে দিবেন এবং যদি গ্রহনযোগ্য কোন মেসেজ দিতে পারি তবে তা মুল্যায়ন করবেন। ❤️❤️ আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য আমার ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে ভালোবাশা রইলো❤️👌😁
@agrobangla35719 ай бұрын
Apache RTR 160cc te kon engine oil ta use korbo...
@amitghosh2899 Жыл бұрын
ধন্যবাদ ভাই। আর একটা বিষয় একটু জানালে উপকৃত হতাম। হিরো স্পিন্ডার প্লাস গাড়িতে কত মিলি গ্রাম ইন্জন অয়েল দিতে হবে? দয়া করে জানাবেন!!!
@RVBD Жыл бұрын
অনুগ্রহ করে শোরুম থেকে অথবা ম্যানুয়াল বই থেকে স্পস্ট তথ্য জেনে নিন।
@emonahamed95952 жыл бұрын
hero honda splendor এর জন্য কোন মবেল ভালো হবে ভাই? ধন্যবাদ।
@RVBD2 жыл бұрын
১০w৩০ মিনারেল। যে কোন কোম্পানির টা ই ক্রয় করতে পারেন। (মতুল,শেল,হিরো,এপয়েল,ক্যাস্ট্রল, মবিল ইত্যাদি ব্রান্ড)
@RVBD2 жыл бұрын
অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন।
@emonahamed95952 жыл бұрын
@@RVBD hero honda splendor এর super 4t মবেল ব্যবহার করলে কি ভুল হবে?
@RVBD2 жыл бұрын
গ্রেট যদি ঠিক থাকে তাহলে কোন ভুল হবে না আপনি দেখেন আপনি কোন গ্রেট ব্যবহার করেছেন আর আপনার ভাইকে কোন গ্রেড প্রয়োজন সেটিও বাইকের ট্যাংকের উপরে স্টিকার এর ভিতরে লেখা রয়েছে
@emonahamed95952 жыл бұрын
ধন্যবাদ ভাইজান
@dmmamun138411 ай бұрын
ভায় আমি আপনার ভিডিও দেখছি এবং আমার একটা প্রশ্ন হলো Hero Honda Splender এ ১০০ সি সি বাইকে Hi-Pro মবিলটা ব্যবহার করলে কত কিঃমঃ চালাবো আর এটা ফুল সিনথেটিক কি না একটু জানাবেন?? প্লিজ ভায়া
@RVBD11 ай бұрын
নুন্যতম ৩০০০+ চালাবেন
@tanvisdiary93832 жыл бұрын
Best review. I checked user manual, ur comments is true.
@RVBD2 жыл бұрын
মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। বাইক বিপণনকারী সংস্থা এবং তাদের স্থানীয় ডিলার ও স্থানীয় মেকানিক্স রা বাইকারদের পকেট কাটার জন্য বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানি কর্তৃক নির্দেশিত ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঠিক সময় কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা 500 1000 কিলোমিটার পরিবর্তন করতে কাস্টমারদের কে উৎসাহ প্রদান করে। এতে করে একটি নতুন ইঞ্জিন অয়েল থেকে লাভ খায় + আপনার ফেলে যাওয়া পুরাতন ইঞ্জিন অয়েল টাকা কেজি দরে বিক্রি করে সেখান থেকেও লাভ খায় + শোরুমে ইঞ্জিন অয়েল পরিবর্তন বাবদ আপনার কাছ থেকে একটি চার্জ রাখে সেটাও খায়। মোটকথা বাইকিং কমিউনিটিকে পুলিশ যেমন মনে করে একই রকম বাইকের মেকানিক্স এবং শোরুম মিলে বাইকারদের কে ধোকা দিয়ে থাকে। বাইক প্রস্তুতকারী সংস্থা এর ইঞ্জিনিয়ারগণ কখনোই না বুঝে ইউজার ম্যানুয়াল বইতে এই তথ্যগুলো লিখত না। যদি বইতে লেখা কিলোমিটারে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কখনই তারা তাদের নিজেদের বাইকের বদনাম হবে এমন তথ্য তারা ম্যানুয়াল বুকে দিত না। ইঞ্জিন অয়েল পরিবর্তন নিয়ে আমার চ্যানেলে তিন থেকে চারটি ভিডিও রয়েছে। আমি চাই আমার বাইকিং কমিউনিটি সঠিক পদ্ধতি অবলম্বন করে বাইক রাইডিং করুক এতে আমাদের দেশ আমাদের নিজেদের জন্য অনেক উপকারী হবে। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
@RVBD2 жыл бұрын
এখানে আরো একটি কথা বলে রাখা ভালো বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় বাইক নিয়ে ভিডিও করে এমন ইউটিউবার বা বাইকিং কমিউনিটি নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলো কখনোই এই সত্যটি তুলে ধরে না। সত্যি কথা বলতে এরা ভিডিও করে এবং জনপ্রিয় হয়েছে তাদের মাথায় কোনো ব্রেন নেই। মেকানিক্স বলে তারা সেটাই ভিডিওতে উপস্থাপন করে। এখনকার ইউটিউবাররা কখন কোথায় ঘুরতে যাবে, কার কবে জন্মদিন, কোন বাইক বেশি টান ভালো, কে কত দামি বাইক চালাতে পারবে এসকল বিষয় নিয়েই ভিডিও তৈরি করতে ব্যস্ত থাকে। কেউ কখনোই একজন বাইকার কে সঠিক এবং সৎ বুদ্ধি দিয়ে সহায়তা করার কোন ইউটিউবার বাংলাদেশ আমি দেখিনি। তাই আমি নিজ উদ্যোগে মাঝেমধ্যে বাইক নিয়ে টুকটাক ভিডিও তৈরি করে এবং একমাত্র সঠিক সত্য উপস্থাপন করার চেষ্টা করি। যেহেতু আমি পপুলার ইউটিউবার নই সেহেতু আমার ভিডিও তে রঙ-ঢঙ নেই। আর আমি ভিডিও করার সময় কোন কাটছাঁট করিনা। আমি কোন পপুলার ইউটিউবার বা প্রতিষ্ঠান নাম নিচ্ছি না। দু একজন লোক ব্যতীত বাংলাদেশের সকল বাইক রিলেটেড কন্টেন ক্রিয়েটর হচ্ছে গণ্ডমূর্খ
@tanvisdiary93832 жыл бұрын
সব গর্দভ নইলে এমন ভূয়া একটা বিষয় মানুষের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হইলো। আমি আর কাউকে দেখলাম না এই বিষয়ে বলতে।
@RVBD2 жыл бұрын
৯৮% জানেনা। আবার ২% জারা যানে তারা ব্যাবসায়ীক সারথে বলেনা😁
@ahmedemon33659 ай бұрын
Rtr 2v 150 er jonno kon Mobile tah valo hobe ektu janaben bhai
@RVBD9 ай бұрын
10w30 any authentic brand you can usr
@mdreza92683 жыл бұрын
খুবই ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@RVBD3 жыл бұрын
ভাই, আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখবেন। আমি চেস্টা করি এরকম কিছু ভিডিও করার যার মাধ্যমে আপনি আমি বা আমরা উপক্রিত হতে পারি। ধন্যবাদ❤️❤️❤️
@Mythinking019 Жыл бұрын
আপনার শেষ কথাটা ভাল লাগছে। কারো টাকা কামরালে প্রতি লিটারেরর সাথে ইঞ্জিন চেঞ্জ করুল।
@RVBD Жыл бұрын
ওটা ক্ষোভে, রাগে দুক্ষে বলেছি ভাই।
@playboy6001 Жыл бұрын
Vai yamaha rx 100 er jnno kon kon mobil valo hbe?
@RVBD Жыл бұрын
যে কোন কোম্পানির 2T ইঞ্জিন অয়েল ব্যাবহার করবেন। বাজারে যা পাওয়া যায় তা 4T. আপনাকে 2T ইঞ্জিন অয়েল ব্যাবহার করতে হবে
@hasibulislam4853 жыл бұрын
আপনার কথার মাঝে অনেক সততা খুঁজে পাইছি ভাই.........
@RVBD3 жыл бұрын
🙏🙏
@MD.EnamulHaqueZecy2 ай бұрын
আসসালামু আলাইকুম।ভাই আমার china freedom F-6a 100cc bike.এই বাইকের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ভালো হবে এবং কত কিলোমিটার পর্যন্ত রাইড করা যাবে।একটু দয়া করে জানাবেন প্লিজ। আমার ম্যানুয়াল বইটি নাই।গুগলেও পায় নাই।
@RVBD2 ай бұрын
20w40 din
@sohagsorol Жыл бұрын
Vai suzuki gixxer fi&abs jonno valo akta battery suggest koron please
@RVBD Жыл бұрын
আপনার বাইকের সিটের নিচে একটি ম্যানুয়াল বই রয়েছে সেই ম্যানুয়াল বই ভালো করে পড়ে দেখুন সেখানে বিস্তারিত লিখা রয়েছে।
@shibliashraf46533 жыл бұрын
Thanks for this advice vai আমার প্লাটিনা বাইক কী ইঞ্জিন অয়েল ব্যরহার করলে ভালো হয়???????????
@RVBD3 жыл бұрын
ভাই, আপনার বাইক কি ১০০ সিসি নাকি ১১০ ছিছি? আপনার ইউজার ম্যানুয়াল বই টা আছে?? থাকলে সেটাতে চেক করুন। না পেলে আমাকে জানাবেন।। আর ভাই চ্যানেল টা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো❤️
@Hasanmhhddd16 күн бұрын
কথা আছে ভাই একটু শুনেন।আমার Tvs Metro plus 110 cc বাইক।এখন এই বাইকের ইউজার মেনুয়াল বইতে লিখা আছে ৬ হাজার কিলো পর পর Engine Oil পরিবর্তন করুন।কিন্তু সার্ভিসিং এর যে বই আছে Tvs কম্পানির সেখানে লিখা আছে ১,০০০-১,২০০ কিলো পর পর ইঞ্জিন অইল পরিবর্তন করুন।এখন ২ টাই তো Tvs এর ই বই।তাইলে কারটা মানবো একটু যদি বলতেন।
@RVBD13 күн бұрын
আপনি যে কোন ভাল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল সঠিক গ্রেড মেইনটেইন করে ভরবেন এবং প্রতি চার হাজার কিলোমিটার পরপর ফেলে দিবেন। আপনি একই কমেন্ট আরো দুই তিন জায়গায় করেছেন আপনার আরেক জায়গায় বিস্তারিত উত্তর দিয়েছি সেটি দেখে নিবেন
@parthosarker21414 ай бұрын
Dada Amar mt 15 bike 8000+ride korse akhon engine ar power and smooth sound ar jonno kon Mobil use korbo ?
@RVBD4 ай бұрын
Full synthetic 10w40 Shell,Yamahalube,motul,mobil এ সকল ব্র্যান্ডের ভিতরে যেকোনো একটা অথেন্টিক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল কিনে নিলেই হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন
@Light_House..3 жыл бұрын
Fzs fi v2 owner manual ta Dile khushi hotam. Subscribed 🏃🏃🏃
@RVBD3 жыл бұрын
মুল্যবান কমেন্ট এর জন্য ধন্যবাদ ভাই। আমি সেটার লিংক খুজে দেয়ার চেস্টা করছি পরবর্তী কমেন্ট এ।। আর সাবস্ক্রাইব করার জন্য জীবন ভর ক্রিতজ্ঞ থাকবো❤️❤️❤️❤️❤️
@RVBD3 жыл бұрын
এই লিংক থেকে ডাউনলোড করে নিন ❤️❤️ dokumen.tips/documents/yamaha-fz-s-20-fzn150d-manual.html
@mdzahurulislam2456 Жыл бұрын
ভাই পালসার বাইক এর জন্য হাইপ্রো নাকি ডিটিএসআই এই দুইটার মধ্যে কোনটা ভালো হবে??
@RVBD Жыл бұрын
আপনি যে ব্র্যান্ডের ওয়েল ভরেন না কেন রয়েলটি ভালো কোন দোকান বা স্বনামধন্য কোন দোকান থেকে ক্রয় করবেন বা স্বনামধন্য কোন প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন। যে কোন কোম্পানির গ্রেড ঠিক রেখে যেকোনো অয়েল ভরতে পারবেন।
@mdzahurulislam2456 Жыл бұрын
@@RVBD thank you vai
@mdrajon3803 ай бұрын
Bajaj ct100 kon mobil ta use korbo dada jodi akto bolten r koto k.m babohar korbo
@RVBD3 ай бұрын
20w50 Change 4000km। এর নিচে পরিবর্তন করার কোন দরকড় নাই
@nayeemshouvon2 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ ভাই ❤️
@differentdesignoflife24473 жыл бұрын
ধন্যবাদ ভাই,৩ বছর পর জানলাম
@RVBD3 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মুল্যবান কমেন্ট করার জন্ন্যে। আমরা সবসময়ই আপনাদের কমেন্ট কে অনেক মুল্যবান মনে করি। হোক সেটা পজেটিভ অথবা নেগেটিভ। আমাদের এই পথচলায় আপনার সাপোর্ট অথবা পরামর্শ দিয়ে ভবিষ্যৎএ সাহাজ্য করবেন এই প্রত্যাশা রইলো। ভিডিগুলি বন্ধুদের মাঝে শেয়ার করলে অনুপ্রাণিত হব এবং অবস্যই আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল এর সাবস্ক্রাইব করার সরাসরি লিংক 📺📺 👇👇👇👇 m.kzbin.info/door/uSbiTKtvFDE5FTvusGQlSw
@tanvirahmedtanim41482 жыл бұрын
Thank you so much bai, jantam na ei information ta
@RVBD2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাই♥️♥️
@shurajshariar47842 жыл бұрын
Vaya Bajaj Discovere garite kon mobil use korbo plz ektu bole dian
@RVBD2 жыл бұрын
বাজাজ ডিটিএসআই ইঞ্জিন অয়েল।
@mdlimon-ky1cj Жыл бұрын
Vai, hero hf Deluxe a Kon Mobil babohar korbo, R koto kilo calabo, janaben plz
যেকোনো ভালো ব্র্যান্ডের ১০ ডব্লু ৩০ গ্রেট এর ওয়েল ব্যবহার করবেন এবং এটির দাম এক এক কোম্পানি ভেদে একেক রকম হতে পারে। তবে সবচেয়ে নির্ভেজাল এবং নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে আপনি যদি শোরুম থেকে ক্রয় করেন তাহলে জেনুইন অয়েল পাবেন।
@abdurrohoman646 Жыл бұрын
নতুন বা ফাস্ট টাইম কি একটু তাড়াতাড়ি মবিল চেন্জ করতে হবে
@RVBD Жыл бұрын
প্রত্যেকটা মোটরসাইকেলের প্রথম এক বা দুই হাজার কিলোমিটার ব্রেক ইন পিরিয়ড হিসেবে গণ্য হয়। অধিকাংশ ক্ষেত্রেই প্রথম 1000 কিলোমিটার ইঞ্জিন অয়েল প্রথমবার পরিবর্তন করা লাগে। এটা সম্পূর্ণই আপনার বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের ম্যানুয়াল বুকে লিখে দেয়। অনুগ্রহ করে যে কোন বিষয়ে জানার জন্য আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই পড়ে দেখুন। অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন
@mdshohagforazi7285 Жыл бұрын
ধন্যবাদ ভাইয়া অনেক সু পরামর্শ দেওয়ার জন্য বাজাজের ডিসকভার গাড়ি কত হাজার কিলোমিটার চালাইতে হবে একটু বলবেন ভাই
@RVBD Жыл бұрын
ম্যানুয়াল বই দেখুন
@babluchowdhury86736 ай бұрын
Vai subcrive korlam ❤
@RVBD6 ай бұрын
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই
@biggiant59976 ай бұрын
Honda x blade e koto kilo chalabo r kon engine oil dibo??
@RVBD6 ай бұрын
এ বিষয়ে বিস্তারিত তথ্য বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইতে লেখা রয়েছে। বাংলাদেশের প্রচলিত প্রায় সকল মডেল এই তিন হাজারের নিচে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার কোন রেকর্ড অধ্যাবধি আমি দেখিনি ম্যানুয়াল বইতে। তারপরেও আরো নিশ্চিত হওয়ার জন্য আপনি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর ফেসবুক পেইজে অথবা তাদের হেল্পলাইনে ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন
@shahadathossen4842 Жыл бұрын
fzs v3 bike a 350 kilo te akbr change korce..akhon abr koto kilo por change korbo?
@RVBD Жыл бұрын
ODO 1000-4000-7000-10000-13000-16000
@alamkan7476 Жыл бұрын
ধন্যবাদ ভাই আপনাকে অনেক আপনার কাছ থেকে শিখলাম আমার ভাইকে খাজার হয়েছে এখন মিস্ত্রি বলতেছে যে পাল্টাইতে এখন দেখলাম না আরো চলবে
@RVBD Жыл бұрын
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
@nazmulhuda50082 жыл бұрын
Subscribe না করে পারলাম না, আপনার কথা গুলো ১০০% সঠিক। আমি আমার বাইকে motul ৫১০০ semi synthetic oil দিয়ে ৩০০০ কিলো চালাই আরও বেশি (৪০০০+) চালানো যাবে, কারন হোন্ডা livo ম্যানুয়ালে ইঞ্জিন oil ৪০০০ কিলো পর পর পরিবর্তন করতে বলা হয়েছে। কোন প্রকার প্রবলেম ফেস করি নাই। কিন্তু মেকানিক বলে ১৫০০ কিলোতে পরিবর্তন করতে, কিন্তু আমি করি না।
@RVBD2 жыл бұрын
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
@jahedhossain9489 Жыл бұрын
onk helpful hoisa bhaiya
@RVBD Жыл бұрын
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
@md.abusayedsarker77433 жыл бұрын
আপনার আলোচনা শুনে খুব ভালো লাগলো ভাই অনেক ধন্যবাদ
@RVBD3 жыл бұрын
🙏🙏 অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আমি মুলত বাইকের ই ভিডিও বানাই না। আমার যখন যা ভাল্লাগে তা ই ভিডিও করি। তবে আমার চ্যানেলের ১০০% কন্টেন্ট ১০০% রিয়েল। আশা করি পাশেই থাকবেন♥️🙏
@RVBD3 жыл бұрын
বাকার হিসেবে যদি কখোনো জ্যাকেট ক্রয় করেন তবে এরকম একটি জ্যাকেট চাইলে ক্রয় করতে পারেন। kzbin.info/www/bejne/iJe4oax8itingLc
@BithiRani-rk4vy2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য
@RVBD2 жыл бұрын
আপা আপনাকেও অনেক ধন্যবাদ
@informativevlogs8811 Жыл бұрын
ভাই হরনেট ম্যানুয়াল বইতে কি ৩৬,০০০ কি. মি. পর পর চেঞ্জ করতে বলছে নাকি ৬,০০০ কি. মি. পর পর চেঞ্জ করতে বলছে?
@RVBD Жыл бұрын
বই টার অই পাতার ক্লিয়ার ছবি তুলে পাঠান হোয়াটসঅ্যাপ এ +৮৮০১৫৩৯৩৩৯৩০৩
@shahriyarsagor7921 Жыл бұрын
ভাই Yamaha fzs v2 তে কত কি.মি. পর ইন্জিন অয়েল চেন্জ করতে হবে? এবং কত গ্রেডের মবিল ব্যবহার করতে হবে?
@RVBD Жыл бұрын
১০০০-৩০০০-৭০০০-১০০০০-১৩০০০-১৬০০০-১৯০০০-২২০০০
@nkmfashion9367 Жыл бұрын
একটা Engine oil দিয়ে দীর্ঘদিন যদি মোটরসাইকেল চালাতে চান সে ক্ষেত্রে আপনাকে নিচে উল্লেখিত বিষয় গুলো খেয়াল রাখতে হবে । ইঞ্জিন অয়েল বেশিদিন চালাতে হলে এয়ার ফিল্টার সবসময় পরিষ্কার রাখতে হবে। বাজারের প্রচলিত ক্লাসপ্লেট কখনো লাগানো যাবে না । অবশ্যই কোম্পানির অরিজিনাল ক্লাসপ্লেট ব্যবহার করতে হবে। ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে । কোন কারনে পিস্টন পরিবর্তন করলে সে ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না ।
@RVBD Жыл бұрын
অতি মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই
@hbhasan361 Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই যারা মাসে এক দুইবার চালায় তারা কি মেইন্টেন করবে কিলোমিটার নাকি মাস দয়া করে জানাবেন
@RVBD Жыл бұрын
মাসে। ৬ মাসে ১ বার। বছরে ২ বার।
@rafiul6332 жыл бұрын
Rtr 2v koto kilo recommend kore jante cai?
@RVBD2 жыл бұрын
নুন্যতম ৪০০০+. আপনার ইউজার ম্যানুয়াল বইতে লেখা আছে। পড়ে দেখুন।
@raihannabi45002 жыл бұрын
Dts এটা পাওয়া যাচ্ছে না নওগাঁ জেলাতে এটা বিপরিত কি ভালো মানে হবে জানাবেন ১২৫ সি ডিসকাভার জন্য please
@RVBD2 жыл бұрын
কোম্পানির টুয়েন্টি w 50 গ্রেড এর অয়েল দিতে পারবেন
@mdmonirdewan31423 жыл бұрын
ভাই,,,Zara 110 cc বাইক নতুন কিনছি,,প্রথম বার ৬৫০ কিমি যাওয়ার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম,,,,এখন দ্বীতীয়বার কতো কিঃমিঃ যাওয়ার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে ভালো হবে,,,প্লিজ জানাবেন ভাই❤️ আর অনেক ভালোবাসা রইলো আপনার জন্য,,আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো❤️পাশে আছি,,এগিয়ে যান ভাই❤️
@RVBD3 жыл бұрын
অনুগ্রহ করে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই দেখুন। যারা বাইকের বিশয়ে আমার অভিজ্ঞতা নেই ভাই 🤔🙏
@priyankakarmokar6119 Жыл бұрын
ইয়ামাহা ভার্সন টু তে কোন ইঞ্জিন অয়েলটা বললে ভাল হয়
@RVBD Жыл бұрын
ইয়ামাহালুব ১০/৪০ অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন
@Insightsmotorider3 жыл бұрын
ভাই আপনার মতামত পুরা সত্য।
@RVBD3 жыл бұрын
প্রিয়, ইন্সাইট রাশেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, মুল্যবান কমেন্ট করার জন্য। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেস্টা করবেন😄❤️❤️❤️❤️❤️।
@shanto1017 Жыл бұрын
ভাই ইয়ামালুব টপ আপ করবো কিভাবে?? ছোট বোতল কি পাওয়া যায় নাকি?
@RVBD Жыл бұрын
সব সময় শো রুম থেকে জেনুইন ইঞ্জিন অয়েল ভরবেন। আপনার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটির চেয়েও ১০০ মিলি অয়েল বেশি দিবেন যদি আপনার বাইকের সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে এবং সেই ফিল্টার আপনি পরিবর্তন করেন। ধরুন আপনার বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি এক লিটার। এবং আপনি ইঞ্জিন রয়েল ফিল্টার পরিবর্তন করেছেন তাহলে তখন আপনাকে ১১০০ মিলি মানে ১০০ মিলি অয়েল বেশি দিতে হবে। এক্ষেত্রে আপনি এক লিটারের একটি বোতল অতিরিক্ত ঘরে কিনে রেখে দিবেন। সেখান থেকে ১০০ মিলি করে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময় ভরে দিবেন।
@MijanMolla88358 ай бұрын
স্কুটারের ইঞ্জিন অয়েল (মবিল) কতদিন পর পর চেঞ্জ করতে হয় জানাবেন প্লিজ🙏🙏🙏
@RVBD8 ай бұрын
দয়া করে ম্যানুয়াল বই চেক করুন।
@babluchowdhury86736 ай бұрын
Vai chakar batash age piche kmn hoywa ucit
@RVBD6 ай бұрын
আপনি যে আপনি যে ভাগ ব্যবহার করেন সেই ভাইকে ম্যানুয়াল বই অথবা চেসিসের সাথে অথবা চেন খাবারের সাথে লেখা রয়েছে
@masudsunny2713 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই। আমি সবসময় আপনার ভিডিও দেখি, দয়া করে আমাকে পুরাতন হোন্ডা সিডিআই ১০০সিসি বাইকের ইউজার ম্যানুয়েলের লিংকটি দিতে পারবেন ভাই?
@RVBD3 жыл бұрын
এটা তো খরের গাদায় সুচ খোজার মত ব্যাপার। তবে আমি আপ্রান চেস্টা করে আপনাকে কিছুক্ষন পরে জানাচ্ছি। ভাগ্য ভালো হলে পেতে পারেন
@masudsunny2713 жыл бұрын
@@RVBD ভাই ধন্যবাদ, ইউজাল ম্যানুয়েল বইটার লিংক পেলে অবশ্যই জানাবেন, আপনাকে কষ্ট দেয়ার জন্য লজ্জিত।
@RVBD3 жыл бұрын
আরেহ না ভাইয়া♥️♥️🙏🙏
@RVBD3 жыл бұрын
আপনার বাইক কি cd 100 naki cdH100
@masudsunny2713 жыл бұрын
CDI 100 ভাই।
@abdullahraza86973 жыл бұрын
Vai valo laglo apnar kotha... Thanks
@RVBD3 жыл бұрын
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মুল্যবান মতামত প্রদানের জন্য।।। অনুগ্রহ করে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাজিয়ে দিবেন। শুভকামনা রইলো❤️😁
@MdImam-ut7tk Жыл бұрын
ভাইয়া বাজাজ 150 পালসার এর কত কিলোমিটারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো একটু বললে খুশি হবো
@RVBD Жыл бұрын
নুন্যতম ৩০০০ কিলোমিটার
@syedrazibulislam31456 ай бұрын
good information bhai
@RVBD6 ай бұрын
অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন এবং ভিডিও টা শেয়ার করবেন প্লিজ
@abdullahilkafi53803 жыл бұрын
yamaha fazer v1 carburetor engine er jonno kon grade dite hobe? 48k + running. koto kilo por drain dite hobe?
@RVBD3 жыл бұрын
ভাই, আমি নিজেও সেই ভি ১ চাইলাই। এটার ৩-৯ পাতায় দেখুন। ম্যনুয়ালের। আমার টা ৯৫০০০ কিমি😃😃 সকল ভি ১ কারবুরেটর ভা এর জন্য Yamahalube 20w 40 grade দিতে হবে।যেটা কালো বোতলে পাওয়া যায়। এবং প্রতি ৬০০০ কিমি পরে ড্রেইন দিতে হবে। এবং প্রতি ৩০০০ কিমি পরে চেক করবেন অয়েল কমেছে কিনা। যদি কমে তবে যেটুকু কমেছে সেটুকু ভরে দিবেন। এবং ৬০০০ এ পরিবর্তন করবেন। এভাবে আমি করি। কারন কোম্পানি এটাই বলে দিছে বাইকের ম্যানুয়ালে। আপনি চাইলে ম্যানুয়াল ডাউনলোড করে নিতে পারেন নিচের দেয়া লিংক থেকে। আর অবস্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল টি এবং ভিডিওটি শেয়ার করবেন। drive.google.com/file/d/15ADAu7-AT90tnJSKH4NOb71vD4EyLd91/view?usp=drivesdk
@@RVBD tobe vai file ta download kora jacche na. apni dekhben bapaer ta?
@RVBD3 жыл бұрын
ভাই, এখন চেক করুন এই লিংক এ drive.google.com/folderview?id=1O9JlvXW_u289u7FjoLc8eQl61jWHwz7s
@abdullahilkafi53803 жыл бұрын
@@RVBD vai, ei drive link e yamaha fazer er manual nai
@tapossen09tapos562 жыл бұрын
ভাই আমি ইয়াহামা লুব 10w40 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি এবং প্রতিবার ওয়াল ফিল্টার চেঞ্জ করি আমি কত পর্যন্ত চালাইতে পারব
@RVBD2 жыл бұрын
মিনারেল সেমি সিন্থেটিক এবং সিন্থেটিক এগুলোর উপরে কিলোমিটার নির্ভর করে না। আপনার বইতে যত কিলোমিটার লেখা রয়েছে প্রত্যেকটা দিয়েই তথ্য কিলোমিটার চালাতে পারবেন। আমার ভার্সন টু তে আমরা তিন হাজার কিলোমিটার চালাই। এবং প্রতিবার অয়েল ফিল্টার পরিবর্তন করি এগারোশো মিলি করে ইঞ্জিন অয়েল ভরি।
@md.alaminfall219911 ай бұрын
Nice information ❤
@RVBD11 ай бұрын
মুল্যবান মতামত এর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
@kutubahmed51092 жыл бұрын
ভাই আপনার কথা গুলো অনেক ভাল লাগছে
@RVBD2 жыл бұрын
আমি একজন বাইকার। বাইকারদের জন্যই আমি ভিডিও বানাই ভাই। আমি মুখস্থ কথা বলিনা। ম্যানুয়ালে যা বলে তা ই বলি। ধন্যবাদ।
@amazingshow4705 Жыл бұрын
Mineral অয়েল দিয়ে কি ৩০০০ কিলো চলা যায়?
@RVBD Жыл бұрын
ম্যানুয়ালে যত লিখা তা নিশ্চিন্তে যে কোন সেইম গ্রেড এর অয়েল দিয়েই চালাতে পারবেন। তবে অয়েল জেনুইন হতে হবে।
@Ratul627 Жыл бұрын
Very initiative video
@tanjimarafat5522 жыл бұрын
Bhaia. Asole amader akhane j poriman a heat weather se Jonno 10w40 dea spleender a 6000 km mana bujte parsen APNI
@RVBD2 жыл бұрын
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার অতি মূল্যবান কমেন্টের জন্য। আসলে ভাই আপনার বাইকের সাথে যে ইউজার ম্যানুয়াল বইটি আছে সে বইতে যা লেখা আছে সেটি হচ্ছে বাইক থেকে সঠিক পারফরম্যান্স পাওয়ার একমাত্র মূলসূত্র। ডিস্ট্রিবিউটর অথবা রিসেলার রা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে অথবা লোকাল মেকানিক্স বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। সেসব কথায় কান না দিয়ে সব সময় বাইকের ইউজার ম্যানুয়াল বইটি ফলো করবেন সেই বইতে সঠিক ইনফরমেশন সুন্দর ভাবে লেখা আছে। আর হ্যাঁ ভারত বাংলাদেশ নেপাল এ সকল দেশের ওয়েদার কন্ডিশন বলতে গেলে একই তবে ভারতের যে সকল অঞ্চলে বরফ পড়ে সেসকল অঞ্চলের জন্য বাইক ভিন্ন হয়ে থাকে কিন্তু আমাদের বাংলাদেশে ওয়েস্টবেঙ্গল এ সকল জায়গায় ওয়েদার একেবারে সমান হয়ে থাকে। এবং এসকল বাইক গুলো আমাদের এই সকল অঞ্চলের জন্যই তৈরি হয়। আমার যে ভিডিওটি করেছি এই ভিডিওতে আমার নিজের বলা কোন কথা নেই কোম্পানির যারা ইঞ্জিনিয়ার যারা এই বাইকটি তৈরি করেছেন তারা যেটি বলেছেন কেন আমরা সেটির বাইরে যাব। লোকাল মেকানিক্স টা চরম লেভেলের অপদার্থ। তারা চেষ্টা করে একজন বাইকার কে ঘনঘন ইঞ্জিন অয়েল পরিবর্তন করাতে। এই মেকানিকদের কে পিন দিয়ে থাকে ইঞ্জিন অয়েল কোম্পানির দালালগুলো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তবে হ্যা আপনি চাইলে 100 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। যেটা সঠিক নিয়ম সেটা প্রত্যেকটা বাইকের বাইকের লেখা আছে এবং সে নিয়মে পরিবর্তন করা বেস্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটি যদি পারেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি বাইকের সাথে দু'চারটা ভিডিও মাঝেমধ্যে করে থাকি
@xturjo69412 жыл бұрын
Honda user menual e pcci na bhiya
@RVBD2 жыл бұрын
যে কোন হোন্ডা শুরুমে গেলেই বই পাবেন। অথবা bangladesh honda pvt ltd ফেসবুক পেইজে নক দেন। ওরা বলে দিবে
@toufiktoufik3097 Жыл бұрын
১০০ সিসির বায়িকে সেমি সিনথেটিক ওয়েল কি ব্যবহার করা যায়
@RVBD Жыл бұрын
২ টাকার ছাগলের জন্য ৪ টাকার দরি না কেনাই উত্তম। মুল ব্যাপার হচ্ছে আপনি গ্রেড ঠিক রেখে যে কোন ক্যাটাগরির/ ব্রান্ডের ই অয়েল দিতে পারেন।
@gulamsarwar13973 жыл бұрын
ডিসকভার 110 সিসি তে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবো? ইন্ডিয়া তে বলে ১০w৩০ আবার বাংলাদেশ বলে ২০w৫০। বিসয় টি পরিস্কার ভাবে বলবেন।
@RVBD3 жыл бұрын
মুল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে নিচের দেয়া লিংক থেকে ডিস্কভার এর ইউজার ম্যানুয়াল বই টা ডাউনলোড করে নিন। এটার ২১ নাম্বার পাতায় স্পস্ট লিখা আছে bajaj dtsi 1000 এই অয়েল টা 10w30 ব্যাবোহার করতে হবে। এবং প্রতি ৫০০০ কিমি পরে যদি অয়েল ১০০ বা ২০০ গ্রাম কমে তবে সেই ১০০ বা ২০০ গ্রাম ভরে দিবেন।। আর এভাবে যখন ১০০০০ কিমি হবে তখন মবিল পরিবর্তন করবেন😁। হ্যা ভাই আপনার বাজাজে ১০০০০ কিমি পরজন্ত চালাতে পারবেন ১ টা বাজাজ dtsi 10000 অয়েল দিয়ে।। www.google.com/url?sa=t&source=web&rct=j&url=www.bajajauto.com/pdf/discover_100_125.pdf&ved=2ahUKEwic4bWZkvnvAhU7xzgGHSrHDasQFjAAegQIAxAC&usg=AOvVaw2EHiz7rjXeQ48oq_BwOxEy
@RVBD3 жыл бұрын
আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করবেন প্লিজ❤️😁
@সুঁখঁপাঁখিঁ-জ৪ফ2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ভাই❤️
@RVBD2 жыл бұрын
❤️❤️🙄
@avijitbala78443 жыл бұрын
ভাই আমার CBZ 150CC, Model-2009 বাইকের জন্য কোন কোম্পানির এবং কোন গ্রেডের মবিল নিব। কত কিলোমিটার চালানোর পর পাল্টাবো, বললে উপকৃত হব।
@RVBD3 жыл бұрын
Dada অনুগ্রহ করে কিছুটা সময় দিয়ে সহাওয়াতা করবেন। আমি চেক করে জানাচ্ছি। চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন❤️❤️
@RVBD3 жыл бұрын
দাদা, অনুগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। ম্যানুয়াল পাঠিয়ে দিবো। Use hero genuine engine oil or recommended grade oil. OIL CAPACITY : 1.2 litres ENGINE OIL GRADE: SAE 10W 30 SL Grade (JASO MA2) ENGINE OIL TOP UP PROCESS Check engine oil level each day before operating the motorcye More frequent cleaning may be required when riding in dusty areas. **** Replace once in every two years or 30000 km, whichever is earlier. ** Replace engine oil once in every 6000 km.Top up once in every 3000 km. • Check idle CO emission along with idle r/min/idle CO adjustment (if required). @ Visit Authorised Hero MotoCorp workshop for inspection, cleaning, lubrication and adjustment of drive chain at every 1000 km *** Inspect & maintain specified torque. NOTE:- Always wipe the water from the motorcycle after washing. Use clean soft cloth or pressurized air for completely drying the water
@RVBD3 жыл бұрын
More frequent cleaning may be required when riding in dusty areas. **** Replace once in every two years or 30000 km, whichever is earlier. ** Replace engine oil once in every 6000 km.Top up once in every 3000 km. • Check idle CO emission along with idle r/min/idle CO adjustment (if required). @ Visit Authorised Hero MotoCorp workshop for inspection, cleaning, lubrication and adjustment of drive chain at every 1000 km *** Inspect & maintain specified torque. NOTE:- Always wipe the water from the motorcycle after washing. Use clean soft cloth or pressurized air for completely drying the water
@RVBD3 жыл бұрын
My Whatsapp number 01539339303
@SBMARUF-vg4li Жыл бұрын
আপনার এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিলাম।
@RVBD Жыл бұрын
এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার কাছে।
@SBMARUF-vg4li Жыл бұрын
ডিসকাভার ১১০ কোন গ্রেডের ইঞ্জিন ওয়েল??
@RVBD Жыл бұрын
@SBMARUF-vg4li ২০w50
@lifewithbrg67513 жыл бұрын
Service center er mechanic amar TVS radon 110cc bike a 20w 40 diche. Ete ki amar bike engine er kono khoti hobe??? bhai asa korchi apnar theke answer pabo.
@RVBD3 жыл бұрын
প্রিয়, লাইফ উইথ বিয়ারজি ভাই, আপনার মুল্যবান কমেন্ট কমেন্ট এর জন্য ধন্যবাদ। যেহেতু অন্য গ্রেড বা অন্য কোম্পানির মবিল ভরেচেন সেহেতু এটা আপাতত চালাল। কোন সমস্যা নাই। আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই দেখুন সেখানে পরিস্কার লেখা আছে, আপনার বাইকের রিকোমান্ডেন্ট ইঞ্জিন অয়েল গ্রেড এর নাম এবং সাথে লেখা আছে ব্রেক ইন প্রিয়ড এবং রেগুলার কত কিমি পরে মবিল চেঞ্জ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি তার পরেও কোন কনফিউশন থাকে আমাকে হোয়াটসেপ এ নক দিয়েন। ০১৫৩৯৩৩৯৩০৩ চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলি শেয়ার করবেন।
@mdalamin-ts4jo3 жыл бұрын
Bajaj discover 100 cc te ki mobil? Grade? Price? And koto km te change korbo please????
@RVBD3 жыл бұрын
প্রিয় আলামিন ভাই, শুভেচ্ছা নিবেন। ডিস্কভার ১০০ এবং ১১০ সিসির জন্য 10w30 grade. আপ্নি বিভিন্ন কোম্পানির এই গ্রেড টা ব্যাবোহার করতে পারেন তবে বাজাজের (bajaj dtsi 10000) এই অয়েল টা সবচেয়ে ভালো হবে কারন কোম্পানি এটাই দিতে বলে। আর এই অয়েল টা দিয়ে আপনি ১০০০০ কিমি পরজন্ত চালাতে পারবেন। মুল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাজিয়ে রাখবেন❤️❤️❤️❤️
@mdalamin-ts4jo3 жыл бұрын
@@RVBD user manual a to 20w40 daoya ase!!!
@RVBD3 жыл бұрын
ভাই, ডিস্কভার ১০০/১১০ এর জন্য ১০/৩০ গ্রেড এবং ১২৫সিসি ও পালসারের জন্য ২০-৫০ গ্রেড। তবে আবার কিছু কিছু ১০০ সিসির জন্য ম্যানুয়ালে ২০৪০ ও লিখে দেয় কোম্পানি। আপনার বাইকের ইউজার ম্যানুয়ালে যেটা লেখা আছে সেটাই ভরবেন। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ❤️❤️
@mdabdulbaten67242 жыл бұрын
Honda CB 125 Shine sp কতো কিলোমিটার পরে ইঞ্জিন অয়েল চেন্স করবো ম্যানুয়াল বইটা বুঝতে পারছি না প্লিজ হেল্প করেন ভাই
@RVBD2 жыл бұрын
ভাই অনুগ্রহ করে আপনার ম্যানুয়াল বইয়ের পিরিয়ডিক মেইনটেনেন্স টাইম যে পাতাটি রয়েছে সেই পাতাটি আমাকে মেইল করেন অথবা আমার হোয়াটসঅ্যাপে পাঠান আমি আপনাকে রিপ্লাই করব। +৮৮০১৫৩৯৩৩৯৩০৩
@smfalak80663 жыл бұрын
ভাই আমার বাইক ইয়ামাহা গ্লেডিটর ১২৫ আমি কতো গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যাবহার করবো, জালানালে আমার সুবিধা হতো ভাইয়া!!!!
@RVBD3 жыл бұрын
ভাই এটা গ্রেড হল Recommended oil: YAMALUBE 4-stroke motor oil (20W40 type SG). Oil quantity: Total amount: 1.2 L Periodic oil change: 1.0 ল আপনি চাইলে নিচের লিংক থেকে এটার ম্যানুয়াল ডাউনলোড করে নিতে পারেন। আর চ্যানেল টি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। ভিডিও গুলা শেয়ার করার অনুরোধ রইলো। ইউজার গাইড এর লিংক drive.google.com/file/d/15kxm84-BNs-l2eJZNPW_Mk1NFC3wVtRg/view?usp=drivesdk
চ্যানেল টি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। আর ম্যানুয়াল বই টা ডাউনলোড করে নিন এবং ভালো ভাবে পড়ে দেখুন
@MdRayhan-n2u2 ай бұрын
ভাই আমার বাইকে ১০ w ৩০ ব্যাবহার করতে বলা হয়েছে আর ৬ হাজার কিলো পর মবিল চেঞ্জ করতে বলা হয়েছে এখোন ৬ হাজার কিলো চালানোর জন্য কোন মবিল ব্যাবহার করবো মিনারেল নাকি
@RVBD2 ай бұрын
shell fuel save use koren
@Faysal0072 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাই💖
@RVBD2 жыл бұрын
আপ্নাকেও ধন্যবাদ
@md.razobali688911 ай бұрын
Awesome bro
@RVBD11 ай бұрын
মুল্যবান মতামত এর জন্য অনেক ধন্যবাদ
@surashmitrosupom4140Ай бұрын
vai amr pulser singel disk ami onk den por por bike use kri tao olpo ৫/৭ km babohar kori tate ami ki 3000+ km calabo obosoi janaben vai
@RVBDАй бұрын
বছরে ২/৩ বার পরিবর্তন করবেন
@surashmitrosupom4140Ай бұрын
@@RVBD onk donnobad vai vlo tkben
@surashmitrosupom4140Ай бұрын
@@RVBD dada apnr parsonal number ta dean apnr shop e jabo ami
@RVBDАй бұрын
@surashmitrosupom4140 আমার দোকান নেই
@hajarinizam88543 жыл бұрын
ভাই আমি হোন্ডা ড্রিম১১০ একটা বাইক নিয়েছি বাট আমার মবিল গ্রেড ১০W৩০ আমি কত কিলো মিটার ব্যবহার করতে পারব একটা ইঞ্জিন অয়েল দিয়ে...?
@RVBD3 жыл бұрын
ভিডিও না দেখলে এরকম প্রশ্ন থাকবেই। অনুগ্রহ করে পুরা ভিডিওটা দেখুন। আর প্লিজ ইউজার ম্যানুয়াল বই দেখুন। সব লিখা আছে ভাইয়া। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ
@BIKER_SID10 ай бұрын
New engine oil dear poreo gear shifting hard Gixxer fi abs a and 1k run korar poreo hard!
@RVBD10 ай бұрын
ক্লাচ ফ্রী প্লে ঠিক করুন
@md.ibrahimkholil6353 жыл бұрын
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন,FZS V2 ,10w 40 semi synthetic, কত কিলো চালানো যাবে দয়া করে বলবেন
@RVBD3 жыл бұрын
ভাইয়া, দয়া করিয়া আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই টি দেখুন। তবে যদি ম্যানুয়াল বই না থাকে তাহলে ভিডিওটা সময় নিয়ে পুরাটা দেখুন। আপনার প্রশনের বিশদ আলোচনা আমি করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মুল্যবান কমেন্ট করার জন্ন্যে। আমরা সবসময়ই আপনাদের কমেন্ট কে অনেক মুল্যবান মনে করি। হোক সেটা পজেটিভ অথবা নেগেটিভ। আমাদের এই পথচলায় আপনার সাপোর্ট অথবা পরামর্শ দিয়ে ভবিষ্যৎএ সাহাজ্য করবেন এই প্রত্যাশা রইলো। ভিডিগুলি বন্ধুদের মাঝে শেয়ার করলে অনুপ্রাণিত হব এবং অবস্যই আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল এর সাবস্ক্রাইব করার সরাসরি লিংক 📺📺 👇👇👇👇 m.kzbin.info/door/uSbiTKtvFDE5FTvusGQlSw
@drnoman40323 жыл бұрын
আপনার কথা অনেক ভালো লাগলো
@RVBD3 жыл бұрын
আপনার ভালো লাগাতেই আমার সন্তুস্টি। বাস্তবতাকে তুলে ধরেছি। অনুগ্রহ করে চলতি পথে সাথেই থাকবেন❤️
@creativefurniturebd3 жыл бұрын
tahole ki bike nosto na howa porjonto engine oil change korbo na.
@RVBD3 жыл бұрын
প্রিয় বাংলা ইউটিউব ভাই, আমার ভিডিওটি মনেহয় পুরোপুরি না দেখেই কমেন্ট করলেন। প্রত্যেক্টা বাইকের ইউজার ম্যানুয়ালে লেখা থাকে কত কি,মি পরে টপ আপ করবেন আর কত কি,মি পরে পরিবর্তন করবেন। অধিকাংশ বাইকে ৬০০০ কিমি তে চেঞ্জ এবং ৩০০০ কিমি তে টপাপ করতে হয়।। আপনি চাইলে প্রতি ১০০ কিমি পরে ও চেঞ্জ করতে পারেন সেটা আপনার ব্যাক্তিগত ইচ্ছা আর সামর্থ এর উপরে নির্ভর করে। অনুগ্রহ করে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল এবং আমার ভিডিওটা পুরোপুরি খেয়াল করে দেখবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুল্যবান মতামতের জন্য।আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করলে খুশী হবো ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।❤️❤️
@mojammelhaque83752 жыл бұрын
Honda livo 110 disc কত কিলোমিটার চালানো যাবে ভাই রিপ্লাই দিলে খুভ উপকৃত হবো কৃতজ্ঞ থাকবো ভাই
@RVBD2 жыл бұрын
অনুগ্রহ করে ম্যানুয়াল বই চেক করুন। প্লিজ
@mojammelhaque83752 жыл бұрын
@@RVBD খোজে পাচ্ছিনা ভাই
@RVBD2 жыл бұрын
শো রুম থেকে সংরহ করে নিয়ে আসুন। আমার কাছে লিভো এর ম্যানুয়াল বই নাই।
@mojammelhaque83752 жыл бұрын
@@RVBD ভাই বই আছে কোথায় লেখা বা কিবাবে লেখা সেটা খোজে পাচ্ছিনা আপনাকে অশেষ ধন্যবাদ ভাই
@RVBD2 жыл бұрын
আপনার বই টা হাতে নিয়ে হোয়াটসেপ এ ভিডিও কল দিবেন +8801539339303
@mashallahtv9554 Жыл бұрын
ভাই জিকসার মনোটন বাইকে জনো কি মবিল ইওজ করবো
@RVBD Жыл бұрын
ভাইয়া আপনার ম্যানুয়াল বই টা দেখুন। আমার কাছে তো আপনার বাইকের ম্যানুয়াল বই টা নেই ভাইয়া
@mdsaifulislam43572 жыл бұрын
আমি আপনার সাথে কথা বলতে চাই কিভাবে যোগাযোগ করবো বলবেন প্লিজ
@RVBD2 жыл бұрын
Whatsapp 01539339303 সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা কল মেসেজ দিবেন।
@AhosanLifestyle3 жыл бұрын
ভাইয়া আমার রানার ৮০ সিসি এডি ডিলাক্স বাইক। মেনুয়াল বই নাই আমার কাছে, কি গ্রেড এর ইঞ্জিন অয়েল ব্যাবহার করতে হবে, জানাবেন প্লিস।
@RVBD3 жыл бұрын
ভাইয়া আপনার নিকটস্থ রানার শোরুম থেকে ম্যানুয়াল বই সংরহ করে জেনে নিতে পারেন। সত্যি কথা বলতে এটার ম্যানুয়াল আমার কাছে নেই ভাই। আপনি শোরুমেই পেয়ে যাবেন। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন
@ahmedxakeer36753 жыл бұрын
প্রিয় ভাই, আমার এ্যাপাচি 2v ১৬০ সিসি তে কত কিলোমিটার পর পর চেঞ্জ করবো যদি বলতেন?
@RVBD3 жыл бұрын
ভাই সত্যি কথা বলতে আমার কাছে ম্যানুয়াল বই নেই ভাই। তাই সঠিক টা বলতে পারছিনা। তবে যখন আপনি জানবেন টা ঠিক কিত কিমি পরে পরিবর্তন করা লাগে তখন আনুমানিক ২০০০+ এ পরিবর্তন করে নিবেন।
@mdhasanurrahmansuzon12783 жыл бұрын
80cc bike e koto kilo por por engine oil change korbo? Amar 800ml engine oil lage..
@RVBD3 жыл бұрын
ভাইয়া এটা আপনার বাইকের ইউজ্যার ম্যানুয়াল বই তে লেখা আছে। আমি তো জানিনা আপনি কোন মডেলের কি বাইক ব্যাবোহার করেন। তবে ম্যানুয়াল না পেলে ২৫০০+ চালিয়ে ফেলে দিবেন। এবং কোন গ্রেড দিবেন তা বাইকের ট্যাংকের উপরে লেখা থাকতে পারে। অথবা নেট এ সাচ করে দেখে নিতে পারেন ভাইয়া♥️🙏। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
@mdhasanurrahmansuzon12783 жыл бұрын
@@RVBD আমি zongsen 80cc বাইকটি চালাই। এই বাইকটি 2nd hand কিনেছিলাম। এইজন্য ম্যানুয়েল বইটা পাইনি। আর নেটে সার্চ দিয়ে গ্রেডও খুজে পাইনি। তবে আমি 20w50 আপাতত এই এই গ্রেডের ইঞ্জিন ওয়েল ব্যবহার করছি। আর আমার বাইকে ৮০০গ্রাম ইঞ্জিন ওয়েল ব্যবহার করি। এখন apoil ap ইঞ্জিন ওয়েল টা ব্যবহার করছি। এই ইঞ্জিন প্রায় ১৫০০+ কিলো চালালাম। এখনও ড্রেন দেইনি। একটু জানাবেন কোন ক্ষতি হবে কিনা।
@RVBD3 жыл бұрын
একেবারে সঠিক ভাবেই ঠিকঠাক ভাবে চলছে মনে হচ্ছে। চালিয়ে যান♥️♥️♥️🙏🙏
@mdhasanurrahmansuzon12783 жыл бұрын
@@RVBD আজকে ডিপস্টিক খুলে ইঞ্জিন ওয়েল হাতে নিয়ে দেখছি যে, আঠালো টাইপ হয়ে গেছে। গাড়ি টানছে না। ইঞ্জিন ওয়েল কি ড্রেন দিয়ে দিব?
@RVBD3 жыл бұрын
পিছলা থাকলে পরিবর্তন এর দরকার নাই৷ কিন্তু খস্খসে থাকলে পরিবর্তন করে দেখে নিতে পারেন। আমার মনে হয় কম টানার পেছনে ক্লাচ প্লেট বা অন্যান্য প্রব্লেম হয়ে থাকতে পারে!! ধন্যবাদ
@riganengr44162 жыл бұрын
সুজুকি জিক্সার এসএফ এ কত কিঃমিঃ পর পরিবর্তন করবো?
@RVBD2 жыл бұрын
ভাইজান, সুজুকির জিএক্সেসারের ম্যানুয়াল বই টা অনুগ্রহ করে দেখুন। সেখানে সব কিছুই লেখা আছে ভাইয়া।
@mdshuvo43403 жыл бұрын
ভাই আমার suzik sf new টা আমার এই বই এ ত every 4000.5000 লেখা নাই আর এটা বোঝতে ও পারতিছি না আপনে যদি এটা একটু বোঝে দিতেন খুব ভালো হতো ?? প্লিজ ভাই
@RVBD3 жыл бұрын
অনুগ্রহ করে করে আপনার জিক্সার এসেফ এর কোন মডেল টা চালান আমাকে জানান। কারবুরেটর নাকি এফাই?? এই তথ্যের সাথে আপনার ইমেইল এড্রেস বা হোয়াটসেপ নাম্বার টা লিখে দিন। বিস্তারিত হোয়াটসঅ্যাপ এ জানিয়ে দিবো। ধন্যবাদ
@mdshuvo43403 жыл бұрын
আমার suzik sf কারবোরেটার
@RVBD3 жыл бұрын
Solved by phone call. Thanks
@RVBD3 жыл бұрын
For your safety i remove your phone number😃
@mdrezaul3848 Жыл бұрын
Fzs V2 koto km chalabo
@RVBD Жыл бұрын
বাইক কেনার পরে প্রথম অয়েল ১০০০ কিলোমিটার। এর পরে প্রতি ৩০০০ অন্তর অন্তর। গ্রেড ১০/৪০ প্রতি বার অয়েল পরিবর্তন এর সময় ফিল্টার পরিবর্তন করতে হবে। এবং অবস্যই প্রতিবার ফিল্টার পরিবর্তন করলে ১১০০ মিলি ইঞ্জিন অয়েল দিতে হবে। আপনি মিনারেল, সিন্থেটিক, সেমি সিন্থেটিক, টেক্নোসিন্থেটিজ, ফুল সিন্থেটিক যা ই ভরেন না কেন সবগুলা দিয়েই ৩০০০ কিলোমিটার চালাতে পারবেন চোখ বন্ধ করে। বিস্তারিত আপনার বাইকের ম্যানুয়াল বইতে লেখা আছে। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
@NayemofDishari3 жыл бұрын
ভাই হিরু ইগনেটরে ১২৫ সিসি তে কোনটা ব্যবহার করবো মবিল
@RVBD3 жыл бұрын
প্রিয় ভাই, অনুগ্রহ করে আমাকে কিছুটা সময় দিয়ে সহায়তা করবেন। কারন আমার কাছে অই ম্যানুয়াল টি নেই। আমি সংগ্রহ করে আপনাকে লিংক দিয়ে দিচ্ছি। আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো😁❤️
@RVBD3 жыл бұрын
ভাইজান, আমি আন্তরিক ভাবে দুক্ষ প্রকাশ করতেছি, কারণ আমি আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই টা কোথাও খুঁজে পাইনাই। আপনি বাইক কেনার সময় কি বই টি হাতে পান নি?? যদি পেয়ে থাকেন তবে সেখানে দয়া করে দেখুন😁❤️❤️ অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা 🛎️বেল বুতামে চাপ দিয়ে বেল টি বাজিয়ে রাখবেন। ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো ❤️❤️ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করার সরাসরি লিংক 👇👇👇👇👇 cutt.ly/wx14E1w ☝️☝️☝️☝️☝️