স্যার আমি কলকাতা থেকে শুনছি। কি অসাধারণ বক্তব্য! মোহিত হয়ে গেলাম। এত ভাল শিক্ষক সারা জীবনে খুব কম দেখেছি। এমনকি আমার নিজের বিশ্ববিদ্যালয় C.U তেও বিরল। বাংলাদেশ সম্পর্কে ধারণা পরিবর্তন হয়ে গেল। আপনাদের মত পন্ডিত মানুষরাও ওদেশে আছেন অথচ রাজনীতি, সাংস্কৃতিক জগতে দেশের মুখপাত্র দেখে মনে হয় সবাই কি হিরো আলম/ দেওয়ার জাহান ঝন্টু ..........।
@AhmedBabluOFFICIAL5 жыл бұрын
এত অসাধারণ লাগল যে, মনে হলো এক ধাক্কায় সাবঅল্টার্ন সম্পর্কে অনেকখানি শিক্ষিত হয়ে উঠলাম। ধন্যবাদ সাঈদ ফেরদৌস। ধন্যবাদ বোধিচিত্ত।
@shouvikmondal67132 жыл бұрын
ইতিহাসের ছাত্র হিসেবে এই ধরনের একটা ভিডিও দেখে খুবই সমৃদ্ধ মনে হলো নিজেকে। এরকম আরো ইতিহাস নির্ভর টপিক নিয়ে আলোচনা দিলে ভালো হয়। অনেক ধন্যবাদ।
@sanjaymaitra85623 жыл бұрын
সর্বপ্রথম বোধিচিতত সকল কে ধন্যবাদ ও শুভকামনা জানাই। আপনাদের এই উদ্যোগের ও তা বাস্তবায়িত করার ফল স্বরূপ একের পর এক এই রূপ মনন শীল অনুষ্ঠানে অত্যাধুনিক মাধ্যমের সহযোগিতায় অংশ গ্রহন করতে পারার জন্য। কত অজানা কে জানতে পারলাম, সমৃদ্ধ হলাম আপনাদের দেওয়া উপহারে। প্রনাম 🙏
@mdraihanali25214 жыл бұрын
বাংলাদেশে যে এতো গুনি মানুষ থাকেন, বোধিচিত্ত এমন অনুষ্ঠানের আয়োজন না করলে অজানাই থেকে যেত। বোধিচিত্তের কাছে আমি কৃতজ্ঞ।
@Adv.Rahman5 жыл бұрын
কি আসাধারণ আলোচনা! কি অসাধারণ আলোচনা। ধন্যবাদ আবারও বোধিচিত্তকে।
@nayeemhossain7385 жыл бұрын
খুব আগ্রহোদ্দীপক একটি বিষয়ের দারুন এবং উপভোগ্য বক্তৃতা ♥
@delwarhossain91513 жыл бұрын
অসাধারণ। অভিভূত। ধন্যবাদ।
@saifulislamshahin82124 жыл бұрын
বেশ চমৎকার ব্যাখ্যা, ধন্যবাদ বোধিচিত্ত।
@mohammadiqbalmonawar70202 жыл бұрын
বোধিচিত্তের প্রতি কৃতজ্ঞতা।
@saifsiraj5 жыл бұрын
আকর্ষণীয় বাগভঙ্গি। বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ।
@Adv.Rahman5 жыл бұрын
ধন্যবাদ বোধিচিত্ত।
@ashok7553 жыл бұрын
Very balanced review. Thanks
@rabindrakamilya1894 жыл бұрын
Thanks sir for your nice representation & thanks to bodhichitya
@tamaldey84233 жыл бұрын
অসাধারণ অসাধারণ ❤️
@kapilentertainmentstudio92035 жыл бұрын
একটা সুন্দর আলোচনা
@shahidulmamunsm4 жыл бұрын
দারুন মনোগ্রাহী আলোচনা।
@kolikata16904 жыл бұрын
বাহ! বেশ লাগলো।
@liaquatali30303 жыл бұрын
Nice...I like it
@wululantor70634 жыл бұрын
খুবই গোছানো আলাপ
@efratsheikh5265 жыл бұрын
বাহ, দারুন আলোচনা
@brewedmeditation28863 жыл бұрын
আহ্, মধুর ভাষণ
@TheMirazMithu4 жыл бұрын
*সাবলীল-বাচনভঙ্গি এবং গুরুত্বপূর্ণ আলোচনা ❤*
@abutaher34655 жыл бұрын
আসাধারণ
@arupbar5 жыл бұрын
অনেক ধন্যবাদ।
@avijitmukherjee45413 жыл бұрын
আমি কিভাবে এই মহান মানুষ এর সাথে যোগাযোগ করতে পারি.. Please help me
@tahsinsilvy49553 жыл бұрын
ধন্যবাদ
@BillahaMdMasum4 жыл бұрын
অসাধারন, তবে কি বলতে পারি সাবঅল্টার্ন রা মিড লেভেলে যেতে পারেন না কারন এলিটিস্টরা তাদের সেখানে যেতে বাধা দেন। সেক্ষেত্রে সাবঅল্টার্নিস্টদের ব্লাইন্ড স্পটে থেকে যেতেই হচ্ছে, সাবঅল্টার্ন আচে বলে কি তবে পপুলিস্ট পলিটিক্স বৃদ্ধি পেয়েছে উপমহাদেশে? অনেক অনেক প্রশ্ন রয়ে গেলে। স্যার। আবার কোথায় আপনার লেকচার শোনা যাবে ! জানতে পারলে ভালো হত।
@taiubatonoi48232 жыл бұрын
♥
@sudipghosh144 жыл бұрын
অত্যন্ত জ্ঞানী ও সুবক্তা ।moreover being a calcuttan ( call me snob ! And sorry ) আপনার বাংলা কলকাতার উচ্চারণ পাই
@zahid19094 жыл бұрын
যে কোন বিষয়ে গুরুত্বপূর্ণ কাজের দাবীদার হতে গেলে, আমাদের কণ্ঠেও সেই 'প্রবল স্বরটা' চলে আসে। দারুণ ক্রিটিক করেছেন, দাদা। আমাদের সাব-কন্সাস অনেককিছুই আমাদের অজান্তেই বলায়।
@sayeedferdous19704 жыл бұрын
হা হা আমি তো করসি খাইসি করেই কথা বলি সচরাচর, কিন্তু আনুষ্ঠানিকতা হয়তো যাকে আপনি বলছেন কলকাত্তাইয়া, সেইটাতে আমাকে ঠেলে নিয়ে গেছে।
@MDTAHER-ng7sn4 жыл бұрын
খুব ভাল লাগলো । একটা প্রশ্ন ছিল , ভারতবর্ষে (বিশেষ করে বাংলায় ) ব্রিটিশ অস্ত্বীত্ব কে অস্বীকার করা , বা তাকে ভুল প্রমান করাটা কি অপরিহার্য ?
@kentokickot5952 жыл бұрын
ব্রিটিশ অস্তিত্ব যদি আমরা উপমহাদেশের দিক থেকে দেখি তাহলে ব্রিটিশ অস্তিত্ব বলতে সবসময়ই আমরা উচ্চতর কোনো কিছু দেখি।আমাদের বিভিন্ন ধরনের মানসিকতা দেখলে বোঝা যায় যে সেগুলো ব্রিটিশ অস্তিত্ব ফলে তৈরি সমস্যা।
@pinkpasa26342 жыл бұрын
সেটা সম্ভব নয়।
@anandarupa5959 Жыл бұрын
louis dumont er proshongsha korar mane hoyna. irfan habib o hira singh er kaajer maddhome bojha jay je dumont er analysis khub eurocentric chilo, aar class analysis ke sompurno bhabe erie geche aar caste ke ekta religion based concept e atke rekheche.
@pradyumnabandyopadhyay79264 жыл бұрын
এমনি ত ভালো। কিন্তু কয়েকটি জায়গায় সঠিক তথ্য দিলেন না।দেশ বিভাগ নিয়ে অনবদ্য কাজ করে ন সাবলটান ঐতিহাসিক gyan pandey prose of otherness রচনা য়। পড়ে নিন ।
@sayeedferdous19704 жыл бұрын
হুম সত্য, আমার উল্লেখ করা উচিতছিলো। তাঁর কাজ আমি রিভ্যু করেছি আমার থিসিসে। তবে পুরো কালেক্টিভের সামগ্রিক কাজের পরিধিতে দেশভাগে উপস্থিতি সামান্যই।