আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই? আমি আলমগীর সৌদি আরব থেকে। আমি কিছু দিন আগে আমার পরিবার সহ ভিজিট ভিসার জন্য এপ্লাই করেছি। তা রিজেক্ট হয়েছে। এখন আমার এবং আমার বড় মেয়ে ইস্কুলিং ভিসা জন্য এপ্লাই করতে চাচ্ছি। বড় মেয়ের বয়স ৫ বছর। তার LOA পাইছি। এখন ভিসার জন্য এপ্লাই করব।ভিসা কি পাব? আমার সৌদি আরব প্লাম্বার এবং পাই পিটারের কাছের অভিজ্ঞতা আছে। কোন সারটিফিকেট নাই।