খুব ভালো লাগলো দেখে ও শুনে । আমরা মূলত সাভারের বিরুলিয়া অঞ্চলের আদিবাসী । ঠাকুমার মুখে গল্প শুনতাম । আর মনে মনে স্বপ্নের জগতে চলে যেতাম। আমি দেখিনি কখনোও কারণ সে সুযোগ আর হয়নি । খুব আশা একবার সেই মাটিটাকে ছুয়ে দেখার। অনেক আবেগ লুকিয়ে সেখানে । আমাদের বাড়ি ছিল একটা উঁচু অঞ্চলে । বর্ষায় নাকি চারি বেয়ে বেয়ে গ্রামের মহিলারা এ বাড়ি থেকে অন্যবাড়ি ইত্যাদি কাজে তারা যাতায়াত করতেন । এবং খুব সুন্দর ছিলো চারিদিকে ঠাকুমা ও অন্যান্যদের মুখে যা শুনেছি । অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🌾🌿