আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার বাবা আবার পড়াশোনার খরচ চালাতে পারছিলেন না. ঠিক তখনই আমার মা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে আমাকে পড়াশোনার খরচ চালায়, একটা সময় আমি ল্যাবরেটরী মেডিসিনের উপরে ডিপ্লোমা শেষ করি, এবং পরবর্তীতে ল্যাবরেটরী মেডিসিনের উপরে স্নাতক , এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি আজ আমি নিজেই একজন উদ্যোক্তা,, সত্যি আমি গ্রামীণ ব্যাংকের কাছে ঋণী যদিও বা তাদের ওই ঋণ পরিশোধ করতে আমার কষ্ট হয়েছিল,, তারপরও আমি তাদের কাছে ঋণী কারণ সেই সময়ে তারা আমার পাশে দাঁড়িয়ে ছিল.
@TapittoKarim3 ай бұрын
@mahinbashar2879প্রমাণ কি? এটা খালি আওয়ামী লীগের লোকজন দাবি করে কোনো প্রমাণ ছাড়া।
@Ns-sojib3 ай бұрын
@mahinbashar2879😂😂😂😂
@anickchowdhury34553 ай бұрын
@mahinbashar2879 শেখ হাসিনা কি নিজের পকেটের টাকায় দিয়েছিলেন সহয়তা ?
@Iostation-p9m3 ай бұрын
@mahinbashar2879 dhon bolso tumi sey Hoi nai
@InnocentPotluck-qi1ge3 ай бұрын
আবার বাঁশও দিছিলো😒
@aminakhanom-hl9yx3 ай бұрын
পুরোটা শুনে একদম গায়ে কাটা দিয়ে উঠলো। জীবন নাটকের চাইতেও নাটকীয়। আমরা জাতি হিসেবে গর্বিত ড. ইউনুসকে পেয়ে। ইনশা আল্লাহ আমরা আমাদের বর্তমান সময়ের সব সংকট কাটিয়ে ড. ইউনুসের হাত ধরে সুন্দর শান্তিপূর্ন একটা বাংলাদেশ পাবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুগের পর যুগ এই ২০২৪ কে ধারণ করে চলবে। ইতিহাস হয়ে থাকবে এই ২৪ আল্লাহ ড. ইউনুসকে দীর্ঘ হায়াত দান করুক। উনার সুস্থতা কামনা করছি ❤️🇧🇩
আমি স্যার এর প্রতিষ্ঠানে 5 বছর চাকুরী করেছি, সেই সুবাদে আমার স্যার এর সাথে অনেকবার দেখা করা কথা বলার সুযোগ হয়েছিল, অসাধারন একজন মানুষ স্যার। অনার সাথে যে অন্যায় করা হয়েছিল তা জাতীর জন্য লজ্যাজনক ।
@rahmanbhy81523 ай бұрын
Right
@ParveenMusharraf3 ай бұрын
1:58 2:00
@Nusrat.Tabassum1433 ай бұрын
R8
@nazrulislam83393 ай бұрын
আওয়ামী লীগ সরকার থাকার সময় কেউ স্বাধীনভাবে ড. ইউনুস এর অবধানের কথা বলতে পারত না এবং আমার মতো অনেকে স্যারের অবধানের কথা জানতে না পেরে স্যারকে একজন অপরাধী মনে করত কিন্তু এখন স্যারের জীবনী এবং অবধানের কথা জানতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে 😊
@Nusrat.Tabassum1433 ай бұрын
❤❤
@badhondas16593 ай бұрын
এ কারনেই গ্রামিন মানুষ গুলো এখনো ভিখারির বাচ্ছা ভিখারি হয়ে আছে,,
@polyhaque84362 ай бұрын
*অবদান।*
@Shakilbro.3 ай бұрын
বৃদ্ধ একটা মানুষকে কি পরিমাণ হয়রানি করা হয়েছে- ৮/৯ তলা ভবনে সে সিড়ি বেয়ে বেয়ে উঠছেন, মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতেন। সত্যি খারাপ লাগছে অনেক। ডঃ ইউনুস একজন সচেতন নাগরিক, আমি মনে করি আমাদের তরুণ প্রজন্ম যদি তাকে অনুসরণ করেন তাহলে আমাদের দেশ অতিশীঘ্র উন্নত দেশে পরিনত হবে।
@shuvosir79093 ай бұрын
Dr unos ur daddy He is ihudi supporter also he donate Israel
@ataharulislam83153 ай бұрын
@@shuvosir7909 bal supporter detected, opinion rejected😂😂😂
@yoursami403 ай бұрын
@@shuvosir7909Abal na Jaina cillai
@detoxishtiak67233 ай бұрын
Shalarput chatrolig @@shuvosir7909
@MohammedAbujor3 ай бұрын
@@shuvosir7909Right bro😢
@minhajahammadrifat41843 ай бұрын
কেন জানিনা দিন দিন উনার অনেক বড় বক্তা হয়ে যাচ্ছে। মহান আল্লাহ উনাকে অনেক বেশি হায়াত দান করুক আমিন❤
@jharnarahman71453 ай бұрын
কি বৈচিত্র্যময় জীবন! দেরীতে হলেও স্যারকে আমরা একটু সন্মানের জায়গা দিতে পেরেছি। সেলুট স্যার, আপনারা হাত ধরে উন্নত বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ।
@Nusrat.Tabassum1433 ай бұрын
In shaa allah❤❤❤❤
@saymasdiary3 ай бұрын
Inshallah
@salmachowdhury-i3i2 ай бұрын
ইনশাআল্লাহ
@sabbirhossainnoyon1002 ай бұрын
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
@hedayetullah12012 ай бұрын
😂😂😂😂😂
@RobiulIslam-e6s3 ай бұрын
২৩ মিনিট ৫১ সেকেন্ড ভিডিওটা দেখার পরে বুঝলাম ইউনুস সাহেব একজন অতি ভালো মানুষ তার জন্য ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল
@WorldDiversityFarm3 ай бұрын
বাংলাদেশ মানুষ এখন বিশ্ব মানের প্রধানমন্ত্রী পেয়েছে যার সাথে পৃথিবীর সব দেশের ভালো সম্পর্ক এবং উচ্চমানের সম্পর্ক
@mrigankadas29022 ай бұрын
প্রধানমন্ত্রী হতে গেলে নির্বাচন এ লড়তে হয়
@mashekin2 ай бұрын
এই ভিডিওটা দেখে উনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরো বেড়ে গেলো!
@NushratJahan-p7c3 ай бұрын
খুবই উপোযোগী একটি ভিডিও। আমাদের দেশে এতবড় একটা অমূল্য সম্পদ আচে অথচ তার সম্পর্কে আমাদের কখনও কিছু জানানোই হয়নি। পুরো স্কুল জীবন শুধু মুক্তিজুদ্ধ আর বঙ্গবন্ধুকে নিয়ে পড়তে পড়তেই জীবন গেছে। এতকিছু জানার পর শুধু একটা কথাই বলবো, এই দেশের পক্ষ থেকে উনি যে পরিমান অপমান আর লাঞ্ছনা পেয়েছেন, অন্তত এই শেষ বয়সে এসে এখন এই সম্মানটা উনাকে যে আমার দেশের মানুশ দিতে পেরেছে, এবং আমি তার প্রত্যক্ষদর্শী হতে পেরেছি। কতটা শান্তি যে লাগছে বলে বোঝাতে পারবো না, সত্যি আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর!!
@rahmanbhy81523 ай бұрын
You are right, Kathal Rani always harras him & begum Khaleda Zia , now where is Mafia Rani & where is Dr. Younus
@snbeauty98253 ай бұрын
Sokol bhai o apura apnader sob kothai thik ache, kintu kotha holo etai j deshe jokhon boro boro duto juddho holo manoniyo dr. Younus sir sei somoy gulotei keno desher baire chilen?
@misty_sardar3 ай бұрын
@@snbeauty9825 apni aktu kosto kore google search kore niyen tahole jante parben uni kothay silen. Na jene sune lafaite lafaite akta opinion dite asben na.
@trs007_2 ай бұрын
@@snbeauty9825bangladeshe tho unar kunu kaj chilo na , world er onek desh unake invitation dito even Olympic e uni chef guest chilen, oigulai niya uni busy chilen. Ta na hole uni deshei takten
@snbeauty98252 ай бұрын
@@trs007_ bhai desher cheye bidesher kaj guloi ki khub joruri chilo?
@mdabusayedrifat67063 ай бұрын
এই মানুষটা এতটা হাম্বল আর বুদ্ধিজীবী! আহ্! কই ছিলাম আমরা! যে মানুষটার বুদ্ধি কিনে খায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি! আমরা এতদিন তাকে রাখছি হয়রানির উপর।
@IftekharUddinRizvi3 ай бұрын
হাসিনা উদ্দেশ্য ছিল দেশের ক্ষতি করা এবং বিশেষ করে তাদের যারা কিনা এই দেশের ভাল করতে চায়। তাই হাসিনা এবং তার দল বার বার এই দেশের দেশপ্রেমিকদের সর্বদাই দেশের জন্য ক্ষতিকর, রাজাকার কিংবা দেশের উন্নয়নের বিরুদ্ধি এই গানগুলো গায়ত।
@smartacsolutionbd80763 ай бұрын
এজন্যই তো আমরা এতো পিছিয়ে আছি
@mrinaldas133 ай бұрын
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। যে দেশের মানুষের সমস্ত জ্ঞান শুধু এই একটা বাক্যটা হেফাজত করতে শিখানো হয় তারা ডক্টর ইউনুসের মত মানুষকে হেফাজত করতে শিখবে কোথা থেকে? এই দুনিয়ায় যে দেশের মানুষ যেমন জ্ঞান অর্জন করেছে তারা ডক্টর ইউনুসকে সেভাবে হেফাজত করেছে। সুবহানাল্লাহ।
@Pink-Floyd20002 ай бұрын
কোন বুদ্ধিটা কিনে খায়?
@mahmudachampa6892Ай бұрын
@@Pink-Floyd2000Video ta ki Valo kore dekhen ni? 1st world country khudro Rin ER idea onk takar binomoye kine niye use kortece
@AleyaBegum-z5v3 ай бұрын
আপনার কাছে ড.ইউনূসের জীবন কাহিনি শুনে তার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল।
@sabbirhossainnoyon1002 ай бұрын
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
@leeminholover-v3v2 ай бұрын
আপনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে ড. ইউনূসের গল্প শুনে তার চরিত্রের সম্পর্কে কিভাবে একটি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন। নিজে বেশি বেশি পড়ুন। এবং নিজেই নিজের দৃষ্টিভঙ্গি তৈরী করুন।
@saydulislam.official3 ай бұрын
যতক্ষণ ভিডিওটা দেখছিলাম একেরপর এক নতুন লাইন আমার কানে এসছে আর শরিলের লোম শিরশির করে দাঁড়িয়ে যাচ্ছে। এই স্যালুট ইউ ড. ইউনুছ স্যার❤
@mahmudrakib3 ай бұрын
এ দেশকে আরো অনেক দুরে নিয়ে জাবো ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজ সব করতে পারবো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
@abdulmotaleb98983 ай бұрын
শুভকামনা ❤
@kamarkamarul3 ай бұрын
ইনশাআল্লাহ
@Md.MamunurRashid-xe2ez3 ай бұрын
ভাই একটু পড়াশোনা কর।
@shifatshahriar12633 ай бұрын
সব করা বাদ দিয়ে ছাত্র সমাজ পড়াশোনায় মন দেন। বর্তমান চলছে, চলেও যাবে ভবিষ্যত টা ঠিক রাখার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেন
@SalmaAkter-xi5kd23 күн бұрын
Hmm. But আমাদেরকে পারমাণবিক বোমা এবং যুদ্ধের জন্য আরও উন্নত মানের অস্ত্র লাগবে। Chittagong এর ওপর উপ জাতি হিসেবে dokol. চাই
@TsukiIslam3 ай бұрын
১৫ই আগস্ট বাংলাদেশের মানুষ ডঃ ইউনুসকে নিয়ে ভিডিও দেখছে, তাও খালিদ ফারহানের বানানো, এটাও ব্যাপক আইরনি! কেউ কি কখনও ভেবেছে 😂 ধন্যবাদ ভাই
@probasifazluvai3 ай бұрын
😅😅😅😅😅😅😅😅
@KobiNurjahan3 ай бұрын
🎉ধন্যবাদ, সুন্দর করে কথা বলতেপারা অনেক বড় গুন।
@Rims83 ай бұрын
কি জগন্য সরকারের নিয়নএনে ছিলাম এতদিন আমরা ইশকলে বঙবনদু পরে আসছিলাম কিনতু আমাদের পরান উচিত ছিল আসলে এগুলা
@getglowwithroops17883 ай бұрын
Amra ro micro credit system social science book e porechi.. Shob e jani egulo. @@Rims8
@leonelmessi13103 ай бұрын
আমাদের জাতির পিতা হিসাবে "ড. মোঃ ইউনুস" এর নাম ঘোষণা করা হোক।
@riponconstruction70243 ай бұрын
আমি এতো দিন ওনার জীবন কাহিনির কিছু জানতাম না, আপনাকে ধন্যবাদ ওনার সম্পর্কে জানানুর জন্য, আমরা সত্যি ভাগ্যবান ডক্টর ইউনুস স্যার কে সরকার হিসেবে পেয়েছি ❤️
@greendimension96632 ай бұрын
Uni j sothik bolesen bujhlen kivabe?
@deshians87643 ай бұрын
গ্রামীণ ব্যংক সম্পকে আমার নিজ চোখে দেখা সেটা হলো কিস্তি দিতে কষ্টকর ছিলো তবে সবার মধ্যে ইউনিট ছিলো।এবং অনেকে গরীব অবস্হা থেকে ভালো অবস্হানে গিয়েছে সন্তানদের পড়াশুনা করে উন্নাত ছিলো।আমার মা নিজেই এর সাথে জড়িত ছিলো আমি নিজে হাতেি কিস্তি পরিষদ করছি।আসলে মানুষের অনেক কষ্টের সময় গুলো গ্রামীণ ব্যংক পাশে ছিলেন।তবে সুদের বিষয়টা হলো ওনাকে বিষয়টা বুঝালেই হয় আলেম সমাজ।আসলে ওনার মত টেলেন্ট ব্যক্তির খুব প্রয়োজন। ওনার বয়স হয়েছে উনি কি আর এখন দেশের কোন ক্ষতি করবে?ওনার চাওয়া পাওয়ার কি আছে দেশের উন্নীত করা ছাড়া?
@eurodream243 ай бұрын
তার এখন দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে দেশের উন্নয়ন অন্য একটি হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিধন।
@jas59622 ай бұрын
Banking system cannot run without interest. Interest is the profit on which banks are built on. Apart from that, interest is one of the core things of economics. Without interest, economy will collapse.
@NewsWingBD3 ай бұрын
ডঃ মুহাম্মদ ইউনুস জন্মেছিলেন এ জাতির একজন পথ প্রদর্শক হিসেবে। জাতি তা এখন বিশ্বাস করতে শুরু করেছে! এখনো অনেক আগাবার বাকি, আল্লাহ উনার দীর্ঘ হায়াত দান করুন(আমিন)
@NabilaIslam-uv8bl3 ай бұрын
আমিন।
@grshuvo37423 ай бұрын
আল্লাহ উনার দীর্ঘ হায়াত দান করুন-আমিন।
@koushikbiswas20433 ай бұрын
আমিন
@IsCreation4203 ай бұрын
Amin
@nahidanwar8612 ай бұрын
Ameen
@MitanoorislamShanta-z1g3 ай бұрын
আমি লজ্জিত 😢 প্রফেসর ইউনুস এর সাথে এত অন্যায় হয়েছে শুনে চোখের পানি ধরে রাখতে পারি নি🥺 আমাদের ক্ষমা করবেন স্যার🙏 আপনি সম্মান ডিজার্ভ করেন। আমি গর্বিত আপনার মত একজন মানুষকে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে।❤️
যাই হোক ধন্যবাদ ভাইয়া আপনাকে শুরু থেকেই ছাত্রদের পক্ষে থাকার জন্য ❤ আপনার শারিরীক প্রতিক্রিয়ায় বোঝাই যাচ্ছে খুব উৎফুল্ল মনোভাব ও স্বাধীনভাবে ভিডিওটা বানালেন 😊
@mahmudulhasan14533 ай бұрын
স্টোরি বলায় আপনাদের লেভেলে বাংলায় কেউ নাই ভাই। সহজ,শ্রুতিমধুর, আটকে রাখে পুরো টাইম।
@ashikmahamudchowdhury24913 ай бұрын
আমরা কতো হতভাগা 🙂 উনার মতো এতো জ্ঞানী এবং দামী মানুষ আমরা এতোগুলো দিন পাইনি।💔
@JoynabBegum-dz6cn2 ай бұрын
হুম ভাই সবাই সারথপর
@ShovonOfficial-sg7ru3 ай бұрын
ভিডিওটা ১ ঘন্টার হওয়ার দরকার ছিলো। এতো ইন্টারেস্টিং ঘটনা, এতো দ্রুত শেষ হয়ে গেলো! মানতে পারলাম না। ফারহান ভাই, বেশ কয়েকদিন ধরে আপনার চ্যানেল এসে ঘুরে যাই, নতুন ভিডিও আসলো কিনা! এটলাস্ট পেলাম। নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম।
@eurodream243 ай бұрын
একদম মনের কথা বলেছেন
@eurodream243 ай бұрын
একদম মনের কথা বলেছেন
@fashion-mela-khulna3 ай бұрын
❤❤
@HumayraHeaven3 ай бұрын
রাত ৩:৩৭ থেকে ৪:০২ পর্যন্ত দেখতেছি, অনেকদিন ধরে উনার ব্যাপারে ডিটেইলস জানার আগ্রহ ছিলো কিন্তু খুব সাবলীল ভাষায় এইরকম ভিডিও পাচ্ছিলাম না। ধন্যবাদ ভাইয়া! থ্রি জিরো নিয়ে আরেকটি ভিডিও চাই।
@TM-wn4xf3 ай бұрын
আমি ওনার এবং আপনার বড় একজন ভক্ত। আমি চাই আপনি নিয়মিত ইতিহাস এবং ফাইনান্স নিয়ে ভিডিও দিবেন তাতে আমার মত বয়সে যারা আছে থেকে ৩০ বছরের ভিতরে তাদের লাইফে খুব বড় পরিবর্তন আসে। আমি আপনার পুরনো ভিডিও গুলো এখনো নিয়মিত দেখি সার্চ করে করে। অনেক কিছু শেখার আছে আপনার ভিডিও থেকে।
@sojibchasa3 ай бұрын
Me 🙋🏻♂️
@jerinabhuiyan90433 ай бұрын
অনেক অনেক শ্রদ্ধা। তাঁকে আমি অনেক আগে থেকেই জানি। অসাধারন মানুষ। মানুষ যাকে বলে তিনি সেটাই!! পৃথিবীতে এমন মানুষ খুবও কম, হাতে গোনা!!
@azizhosen1322 ай бұрын
এমন একটা মানুষকে আমরা চিনতে পারিনি যাক একটু দেরি হলেও আমরা চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ
@muttakin.al.arabi_officials3 ай бұрын
আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার মা গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে আমার পড়াশোনার খরচ চালিয়েছে সেদিক থেকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ডঃ ইউনুসকে দরকার।
@labonisdiary3 ай бұрын
স্যার ফজলে হাসান আবেদ এর উপর ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি। বাংলাদেশের মতো ব্যবসা প্রতিকূল পরিবেশে তিনি কিভাবে ব্যাংক- বিকাশ প্রতিষ্ঠা করলেন, কোয়ালিটি প্রতিষ্ঠান আড়ং, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। আবার গ্রামে স্কুল স্বাস্থ্যসেবা করেছে, বিশ্বের বড় এনজিও হয়েছে। এটা তরুনদের জানা দরকার।
@amanatsarkar61893 ай бұрын
আল্লাহ যাকে সম্মানিত করতে চান, কার সাধ্য আছে তাকে অপমানিত করার!!❤
@achannel66772 ай бұрын
মাথায় সমস্যা নাকি?
@ArifulmowlaAbed3 ай бұрын
তোমার কথা ও ভয়েস ভোকাল অনেক অনেক মনোমুগ্ধকর। অসাধারণ।
@ummeSuraiya-e5j3 ай бұрын
আমাদের দেশে ট্যালেন্ট হওয়াটাও একটা অভিশাপ
@cookscreationbytasnia45383 ай бұрын
এতো অল্প সময়ে পুরোটা তাৎপর্য সুন্দর ভাবে উপস্থাপন করার জন্যে ধন্যবাদ।
@sharminsaima30703 ай бұрын
ডঃ ইউনুস সারাজীবন একজন ভালো ছিলেন। আমি যখনই ওনার কথা বলতাম সবাই ওনাকে অপমান সুচক কথা বলত। কেউ ওনার সম্পর্কে বিস্তারিত জানত না। না জেনে হাসিনা যা আমাদের দেশের মানুষকে যা দেখিয়েছে তাই বলত। আসলে আমরা বাংগালী হিসাবে কত বোকা কারো সম্পর্কে কিছু জানার চেষ্টা করিনা। যা শুনি তাই বিশ্বাস করি। আজ আমি অনেক খুশি যে এত বছর পরে স্যারের সম্পর্কে দেশের মানুষ জানতে পেরেছ। আলহামদুলিল্লাহ স্যারকে দেশে ফিরে পেলাম।
@mdnobel40903 ай бұрын
ভাই সেম অবস্থা আমারও
@ibrahimchowdhury25663 ай бұрын
ekhono tumi bokai aso, manus cheno nai. se purely american agent , working for american agenda not for bangladesh. syria, ukraine hobe ei desh.
@sabbirhossainnoyon1002 ай бұрын
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
@subhashis-7863 ай бұрын
খুব ভালো লাগলো খালিদ উপস্থাপনা এবং বিষয়বস্তু। আরো ভালো লাগলো এই কারনে যে আমি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলাম। গ্রামীণ ব্যাংকের শুরুর দিনগুলো সম্পর্কে একজন কর্মী হিসেবে এবং গ্রামীণ ব্যাংকের আজকের এই অবস্থায় এসে পৌঁছানো পর্যন্ত অনেক ইতিহাসের স্বাক্ষী আমি। বিষয়টা এমন নয় যে এটা শুধুমাত্র আমি জানি, আমার মত আরো অনেক কর্মীই হয়তো জানেন। পার্থক্য শুধু এই টুকু, গ্রামীণ ব্যাংক সম্পর্কে এখনো আমার আগ্রহ আর ভালোবাসা রয়েছে। অভিনন্দন একটি তথ্যবহুল উপস্থাপনার জন্য যা অনেকাংশেই একাডেমিক ও বটে।
@billalhosen85942 ай бұрын
আসলেই ডঃ ইউনুসের লাইফ দেখে আমি মুগ্ধ এবং অনুপ্রেরণায় আপ্লুত! তার সাথে সাক্ষাতের সুযোগ চাই!
@AfreenAlam-l2kАй бұрын
এতো সুন্দর করে এতো positive দিকগুলো নিয়ে বলার জন্য অজস্র ও আন্তরিক ধন্যবাদ রইল। ।
@nowshadmahsin54163 ай бұрын
ড. ইউনূসের জীবন নিয়ে পুরো একটা সিনেমা বানানো যাবে এবং এই সিনেমা হবে সমস্ত পৃথিবীর মানুষের জন্য শিক্ষনীয় এবং অনুকরণীয় এক উদাহরণ।
@sonda11213 ай бұрын
৮৪ বছর বয়স্ক মানুষ!!!! আল্লাহ উনাকে হায়াত দান করুন।।আমীন।
@MDSayem-jr8hp3 ай бұрын
ড.ইউনুস একজন সচেতন ও সম্মানীয় মানুষ তার সাথে যা যা হইছে তা খুব খারাপ হইছে এবং যারা করেছে তারা এর শাস্তি নিশ্চয় পাইছে আর তিনিও তার যোগ্য সম্মান পেয়েছে❤
@sabbirhossainnoyon1002 ай бұрын
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
@RabbyAhmed1113 ай бұрын
এই মানুষ টা রে যদি আমরা আরো এক দশক আগে পাইতাম তাইলে এই বাংলাদেশ আজকে অনেক বড় পর্যায়ে চলে যেত। আফসোস করবো না, শুধু দোয়া রইলো যে, তিনি যতদিন এই দেশে থাকবেন ততদিনে যেন এই দেশ টা কে ভালো কিছু উপহার দিয়ে যেতে পারেন 🥰 ভালোবাসা রইলো এই মানুষ টার প্রতি ❤
@HBegumHBegum-ey7hn3 ай бұрын
💯
@Nabil-vr8ee-entertainment3 ай бұрын
ভাই আমি স্কুল পড়ি। প্রায়ই আমি আপনার ভিডিও দেখি। আপনার কথা আমার অনেক ভালো লাগে।
@debojotipaulananyo30652 ай бұрын
ডঃ ইউনুস , গ্রামীণ ব্যাংক এবং সরকারের সাথে তাদের কি বিষয়ে দ্বিমত এগুলো সম্পর্কে জানার অনেক আগ্রহ ছিল । ভিডিও আপলোড কারীকে ধন্যবাদ তিনি সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন ।
@dekorans3 ай бұрын
ফারহান ভাই আপনি যদি রাত ৩ বাজেও ভিডিও আপলোড দেন, তবুও পুরো ভিডিও দেখা মিস হবে না। আপনার ভিডিও এতটাই আগ্রহ নিয়ে দেখি ❤
@iamkhalidfarhan3 ай бұрын
Thanks so much bhai
@MdRobel2021-c2n3 ай бұрын
❤❤❤
@talukdermedia27113 ай бұрын
♥️♥️♥️♥️♥️@@iamkhalidfarhan
@Sohansdiary3 ай бұрын
বেশ কিছুদিন ধরে ইউনূস স্যার সম্পর্কে এমন একটা তথ্যবহুল ভিডিও খুঁজছিলাম।ধন্যবাদ ভাই
@afifajahan97623 ай бұрын
Thanks for amazing information about our Nobel Laureate.😍 We want more vedios about him. শেষ জীবনে এসে হলেও স্যার তার প্রাপ্য সম্মান পেয়েছেন এবং বাঙালী জাতিকে সম্মানিত করে যাচ্ছেন। স্যার না থাকলে জাতি হিসেবে আমরা তার কাছে ঋণী হয়ে থাকতাম। তাঁর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি।মনে হচ্ছে সকল সুন্দর আয়োজন স্যারের মতো সুন্দর মনের মানুষের জন্যই যেনো অপেক্ষা করছিলো।তাঁর সম্পর্কে বলে বুঝানোর মতো গোছানো ভাষা আমার কাছে নেই।
@silverrainbybristy3 ай бұрын
এত সুন্দর জীবনী এত সুন্দর সহজ করে উপস্থাপন করার জন্য ফারহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️ আল্লাহ যেন স্যারকে অনেক হায়াত দান করেন, উনি যেন আমাদের পথপ্রদর্শক হয় এবং উনার হাত ধরেই ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।❤ এই দেশ এতোবছর পারেনি তাকে সম্মান দিতে সঠিক মূল্যায়ন করতে উনাকে যারা অপমান অপদস্থ লাঞ্ছিত করেছে, তারা তাদের ফল ভোগ করবে, এই দেশ যে তাঁর শেষ বয়সে এসেও সম্মানিত করতে পেরেছে এবং আমি যে তার প্রত্যক্ষদর্শী হতে পেরেছি এটা ভেবেই অনেক শান্তি লাগে। সত্যিই আল্লাহর পরিকল্পনা অনেক সুন্দর! ইনশাল্লাহ আল্লাহপাক চাইলে সামনে ভালো কিছু হবে। ❤
@rayansid79453 ай бұрын
গ্রামীণ ব্যাংকের চাঁদপুর শাখা আমার বাসার অপজিটে বারিন্দা থেকে দেখা যায়. আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে যে তারা আমাদের বিল্ডিং এর ফ্যাট ভাড়া করেও ব্যাংক স্থাপন করে তখন অবশ্য জানতাম না যে গ্রামীণ ব্যাংক এমন একজন মানুষের দ্বারা তৈরি অথবা তারই মালিক বর্তমানে এ দেশের সরকার হবে
@moinul20063 ай бұрын
চাদপুর কোন জায়গায়, সদরে নাকি মতলবের দিকে?
@rayansid79453 ай бұрын
@@moinul2006 Sadar a .
@rayansid79453 ай бұрын
@@moinul2006 Ami MAin Sadar a thiki
@sabbirhossainnoyon1002 ай бұрын
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
@ismailhosen453 ай бұрын
আমিও এমন সব তথ্য খুজছিলাম যেখানে ডাঃ ইউনিস এর পুরা জীবনের মেইন কাহিনী গুলো জানতে পারবো। ফাইনালি খালিদ ফারহান ভাইয়ের টা পেলাম। সত্যি সব তথ্য একসাথে পাওয়ার পর আমি খুব খুশি। আমি খালিদ ফারহান ভাইকে সেই ৪০কে+ সাব থেকে ফলো করি এবং প্রায় সব ভিডিও আমার দেখা হয়েছে। দোয়া করি সবসময় সুস্থ থাকেন এবং আমাদেরকে এভাবে সেবা দিয়ে যাবেন।
@sabbirhossainnoyon1002 ай бұрын
উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা হয়নি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
@ahsanjubaid27993 ай бұрын
বাংলাদেশের ইতিহাস নিয়ে একটা ভিডিও বানালে খুব ভালো হয়। রাজনৈতিক ইতিহাস। ১. কি ধরণের সমস্যার কারণে দেশ ভাগ হলো। ২. ভাষা আন্দোলন প্রেক্ষাপট। ৩. কি কারণে ৭১ এ যুদ্ধ হলো। সমস্যা গুলো কি ছিল। ৪. কি কারণে বঙ্গবন্ধু খুন হলো। জটিলতা গুলো কি ছিল এবং ঐদিন কি হইছিলো (যদিও শুধুমাত্র এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানালেও ভালো হয়) ৫. এরশাদের ভালো মন্দ দিকগুলো কি ছিল। ৬. কিভাবে আওয়ামী এবং বিনপি একহয়ে এরশাদকে ক্ষমতাচ্যুত করলো। ৭. এসবকিছুতে জিয়ার ভূমিকা কি ছিল। ৮. পরবর্তী সময়ের নির্বাচন কেন্দ্রিক দুর্নীতি ইত্যাদি। Love how you say things. Love to learn from you 👍
@tafurahannan21123 ай бұрын
উপস্থাপনা আর একটু ধীর স্থির ভাবে করলে আরো ভালো লাগতো। তবু ও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যে শুভ কামনা রইল।
@MmiahLife35193 ай бұрын
সম্পূর্ণ ভিডিও দেখলাম সত্যি খুব ইন্টারেসটিং গল্প ❤️
@AhanafIslam-b4z3 ай бұрын
ডা ইউনুস খুব ভালো মনের মানুষ ❤❤❤❤❤
@shakiltalukdarniloy34423 ай бұрын
ভাই আপনি বোরকার ভিতর থেকে এতদিন পরে বের হয়েছেন । স্বাগতম স্বাধীন বাংলাদেশ ❤️
@mdalaminzone17313 ай бұрын
খালিদ ফারহান ভাইয়া একজন জিনিয়াস মানুষ। কত সুন্দর ভাবে বিষয়গুলো আলোচনা করেছেন।
@anisurrahman445Ай бұрын
আমি তখন এস এস সি পাশ করলাম সময় টা তখন ২০০৭ সাল।আমার কম্পিউটার শেখার খুব আগ্রহ, আমার এই আগ্রহ দেখে আমার মা আমার জন্য গ্রামীন ব্যাংক থেকে লোন নিয়ে আমাকে কম্পিউটার কিনে দেয় যার ফলে আমি আমার সেই কম্পিউটার দিয়ে অনেক কিছু শিখি,পরবর্তীতে আমি আমার এই শেখাকে কাজে লাগিয়ে আমি এখন একটা বিদেশি কোম্পানির ই আর পি ডেভেলপার হিসেবে কাজ করছি।আমি এটা এজন্য করছি যে আমার জীবন জীবিকার পিছনে কোনো না কোনো দিক থেকে এই গ্রামীনব্যাংকের অবদান আছে এটা আমি স্বীকার করছি।
@tajminakter87953 ай бұрын
আপনার কথা বলার ধরন সুন্দর। অনেক কিছুই জানলাম। ধন্যবাদ এই তথ্যপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য।
@bishwajitkumar85173 ай бұрын
তিনি সর্বশ্রেষ্ট মানুষ গুলোর একজন ,, ❤❤ 3.0 নিয়ে একটা ভিডিও অবশ্যই করবেন ভাই ❤❤❤❤
@ChotonValomanus3 ай бұрын
Matro youtube e duke khalid farhan search dilam. Ar new video pailam. Uploaded 26 sec ago🙂
@fishinglife98263 ай бұрын
ধন্যবাদ দিয়ে ছোট করবো না ইনফরমেশন জানানোর জন্য আপনাকে অনেক দোয়া ও ভালবাসা রইলো প্রিয় ভাই ।
@DeshSeputer3 ай бұрын
একজন প্রকৃত দেশপ্রেমিককে আর একজন দেশখেকু ঘৃনা করবে এটা স্বাভাবিক।
@monoarabegum4184Ай бұрын
খালিদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এতো সুন্দর করে গুছিয়ে আমাদের কাছে এ মহান ব্যক্তিত্বকে উপস্থাপন করেছো।তুমি ও ভালো থাকো এবং এমন সুন্দর সুন্দর উপস্হাপনের মাধ্যমে আমাদের কাছে আরও কিছু উপস্থাপন করো।
@Psychologicaltherapy243 ай бұрын
3 0 নিয়ে বিস্তারিত জানার ছিল।।। ধন্যবাদ
@nazmaeva19583 ай бұрын
ফারহান ভাই আমাদের পাঠ্যবই এ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের নিয়ে তেমন কোনো ইতিহাস বা তথ্য নেই।আপনি এর উপর একটা ভিডিও বানালে উপকৃত হবো।
@NabilaIslam-uv8bl3 ай бұрын
ওনার ব্যাপারে যত জানি ,ওনাকে যত দেখি ততই মনে হয় ওনাকে যদি সম্মান প্রদর্শন করার কোনো সুযোগ পাওয়া যেত।
@jabedumor1744Ай бұрын
ওনার লাইফ স্টোরিটা শুনে সত্যিই আমার ওনার প্রতি ভালোবাসা বেড়ে গেল ❤
@md.shadrahaman3 ай бұрын
এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই জানতে চেয়েছিলাম, আজ তা ক্লিয়ার হলাম। ধন্যবাদ খালিদ ফারহান ভাই ❤️
@soniyaKhatunjnu3 ай бұрын
আপনের কি মনে আছে ১০ সালের ssc exam এর সময় ওনার জীবন নিয়ে Re arrange পড়ার কথা?
@abdurroufhridoy79803 ай бұрын
Hummm❤
@AsifMahmud2m3 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে তুলে ধরার জন্য ❤
@zaitunelmee56903 ай бұрын
I love him 💗 and really very proud that he is a Bangladeshi and also regret the fact that we couldn't give him that much appreciation and respect for his work which he deserve...
@md.aminulislam82332 ай бұрын
ভাই, এই সুন্দর একটি সত্য ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ.. এই রকম ইতিহাস মুলক সত্য ঘটনা নিয়ে আরও ভিডিও চাই।
@monoarabegum4184Ай бұрын
আল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা কে আরও হায়াত দান করুন। আরও সুস্থতা দান করুন। উনি যাতে আমাদের এই ছোট্ট বাংলাদেশ টাকে একটি আদর্শ দেশ হিসাবে পৃথিবীর বুকে দাড় করিয়ে রেখে যেতে পারেন।
@tanviralam7668Ай бұрын
ড. ইউনুছ স্যার আসলেই একজন ভালো মানুষ , তার জন্য শুভকামনা ❤
@iftakharulalambhuiyan16553 ай бұрын
আপনি যেমন কোন কিছুই না ভেবেই বলতে পারছেন ঠিক তেমনি আমরাও কোন কিছু না ভেবে কমেন্ট করতে পারছি, স্ট্যাটাস দিতে পারছি। BTW we are looking for shotruzzz 🔥
@NewJourney-c7p3 ай бұрын
শত্রুজ😂😂😂
@freedomhouz3 ай бұрын
WC 2 BD 2.0
@tahmidtabaq21583 ай бұрын
১৯৪০ সালে জন্মগ্রহণ করে ১৯৬০ সালে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করলেন। আর আমার মাস্টার্স শেষ করতে করতে লাগল ২৬ বছর। সেই সময়টা আসলেই লেখাপড়ার জন্য ভালো ছিল। এরপর আসলো সেসন জট এর যুগ
@mehrinkhan4502 ай бұрын
পাশের দেশ ভারতেও ২০/২১ বছরে অনার্স কমপ্লিট হয়ে যায় কিন্তু আমাদের দেশেই এটা ২৫/২৬ লাগে।এর জন্য হাসিনা সরকারই দায়ী,বিএনপি আমলেও ৩ বছরে গ্র্যাজুয়েশন শেষ হইতো।এই পুরা কোভিড টাইমে হাসিনা স্টাডি অফ করে মারাত্মক সেশন জট সৃষ্টি করসে😶
@aminulislamhowlader3726Ай бұрын
😂
@TaosifMahmudArka3 ай бұрын
আমার মেটার সকল বন্ধুদেরকে লিংক কপি করে দিয়েছি। জাতির কাছে অনুরোধ এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করা হোক। বাংলাদেশের প্রতিটি মানুষেরই এই ভিডিওটি দেখা উচিত।
@unknownhacker26003 ай бұрын
আরে ভাই ওটা মেটা না ফেসবুকই কিন্তু এর কম্পানির নাম পাল্টেছে
@sabbirhossainnoyon1002 ай бұрын
একটা জিনিস দেখুন, উনি আদালতে গিয়েছেন কোন হেলমেট পরেন নি, কোন প্রটেকশন গায়ে দেয়া লাগে নি। ওনার ওপরে কেউ হামলা করেনি। অথচ বর্তমানে আমরা কি দেখছি? আদালতে প্রাঙ্গনে মারা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে এক জন বৃদ্ধ সাবেক বিচারপতি এখন আই সি ইউতে। গণহারে মামলা করা হচ্ছে বিভিন্ন মানুষের নামে। এসব দেখে মনে হয় আওয়ামী লীগ সরকার এতোটা খারাপ ছিলো না, যতোটা খারাপি এখন চলতেছে।
@RedmiNote11pro5g-c8n3 ай бұрын
একটা ভালো মানুষ একটা ভালো মানুষ কে প্রথম দেখেই চিনে ফেলে সে কেমন। চেনার কারন আমি।আমি জানি আমি কতটা ভালো। সেই ভালো মন দিয়েই তাকে প্রথম দিকে চিনে ফেলেছি সেও কতটা ভালো মনের মানুষ। ডঃ ইউনুস
@najahfineline98233 ай бұрын
যেদিন দেশে এসে জেলে যাওয়ার কথা সেই দিন হয়ে গেলেন দেশের সরকার😂 What a luck!
@NOBITA2.0-c5e3 ай бұрын
আসসালামুয়ালাইকুম ভাই, আপনার কোর্সে ভর্তি হতে গিয়ে দেখলাম ২০,০০০ টাকা। তাই মুখটা গম্ভীর করে ভর্তি হওয়ার চিন্তা বাতিল করলাম। কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। ভাই একটা কথা- আপনার কোর্স ছাত্ররাই বেশি করে তাহলে এতো ফি কেন ভাই। আসলে মধ্যবিত্তদের বড় স্বপ্ন দেখা পাপ। যদি দশ হাজার করেন তাহলে আমাদের মতো অনেক মধ্যবিত্ত আপনাদের মতো সম্মানিত মানুষদের সংস্পর্শে এসে বড়লোক হওয়ার স্বপ্ন দেখবে। আপনার সব ভিডিও দেখি আপনাকে আমি আইডল ভেবে এগিয়ে যেতে চাই। আপনাকে অনেক ভালোবাসি। কথাগুলো খারাপ ভাবে নিবেন না প্লিজ। ❤ ভালোবাসা অবিরাম থাকবে 💕
@advanceFire_03 ай бұрын
Aponi telegram thake agola free dakte parben Note : agola sob record video. To aponi 20k diye kinen are Telegram thake free daken 😊
@QuickAccess-yy7wv3 ай бұрын
@@advanceFire_0 telegram channel name??
@nafee_bd3 ай бұрын
Kivabe??
@entertainww013 ай бұрын
ভাই দয়া করে এই স্ক্যামারের ফাঁদে পা দিবেন না। আর এইসব বালছালকে আইডল মানবেন না। এর কোর্স কিনে আমার পুরো টাকাটাই বাঁশ। অনেক কষ্ট করে জমানো টাকা। টাকা দিয়ে যেই কোর্স কিনবেন। সেইটা ফ্রী তে দেওয়া আছে। এরপরও যদি বুঝ না হয় কষ্টের টাকা দিয়ে ওর বানানো কোর্স নামক তাবিজ কিনে ঝুলাই রাইখেন।
@SkEmon-sk7ib3 ай бұрын
@@advanceFire_0Telegram link ta diben kindly?
@WakilHasanRafi3 ай бұрын
ভাইয়া আপনার বিড়িও র জন্য অপেক্ষায় ছিলাম । ধন্যবাদ এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য।
@mdyousup8223 ай бұрын
অসাধারণ তথ্যবহুল একটা ভিডিও। এরকম ভিডিও আরো চাই ❤❤❤
@alaminjcnofficial2612 ай бұрын
ড. ইউনূস স্যার কমপক্ষে ৫ বছর ক্ষমতায় থাকলে এই দেশটা একটা ভালো অবস্থানে গিয়ে দাঁড়াবে!! আমার সাথে কে কে একমত?
@hedayetullah12012 ай бұрын
😂😂😂😂😂😂
@ahmedullahkhan92872 ай бұрын
দারুণ ইনফরমেটিভ ভিডিও ফারহান ভাই। কদিন আগে প্যারিসে বেড়াতে গেলাম অলিম্পিকের পরপরি। জানতামনই না যে তিনি সেখানে প্রধান অতিথিদের একজন ছিলেন।
@foysalratul3 ай бұрын
শান্তিতে নোবেল পুরষ্কার পান কারণ, অর্থনীতি তে নোবেল পুরষ্কার দেয়া হয় না। আলফ্রেড নোবেল এর সম্মানে অর্থনীতি তে নোবেল পুরষ্কার দেয়। এইজন্য উনি অরিজিনাল নোবেল টাই প্রেফার করেছেন 😃
@MiftahulFahim3 ай бұрын
আপনার কথা বলার ভঙ্গিমা জাস্ট অসাধারণ, ভাইয়া🤍🤍
@candy194883 ай бұрын
Dr yunus ke amr personally onek Smart mone hoy,,❤❤Bangladesh er gorbo uni.
@ninad_bhaiya3 ай бұрын
খুব মনোযোগ সহকারে পুরোটা দেখতে বাধ্য হলাম। It's a really informative video. Thanks for sharing with us.
@kanizmastura45843 ай бұрын
এতো ইনফরমেটিভ ভিডিওটা! না দেখলে হয়তো কখনো জানতেই পারতাম না মানুষটার মযার্দা কোথায়!হিউজ রেসপেক্ট ফর ড.ইউনুস স্যার এন্ড ফারহান ভাই🤍
@educationunlocktoday3 ай бұрын
The Dark Side of Education System | ভাই এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান প্লিজ❤🩹
@aifiroz0073 ай бұрын
অপেক্ষাতে ছিলাম ভিডিওর জন্য। ধন্যবাদ।
@mdabdullah-ym5nm3 ай бұрын
আসসালামুয়ালাইকুম ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করতে পারেন ভিডিও গুলো ধন্যবাদ আপনাকে
@jungli76914 күн бұрын
মন গড়া কথা বলছেন ভাই , এটা আপনার থেকে আশা করনি ভাই ধন্যবাদ
@Njhgvjjj2 ай бұрын
প্রথমত কথা হল ডক্টর ইউনুস সাহেবের কনসেপ্ট গুলো আমারও অনেক ভালো লেগেছে এবং উনি দেশের মানুষকে নিয়ে চিন্তা করেছে এটাও মানি। আর অনেক খুশি হয়েছিলাম এটা শুনে আমাদের বাংলার মানুষের জন্য কোন পলিটিশিয়ান ভালো চিন্তা করেন। আমি নিরপেক্ষভাবে একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। কি সেই প্রশ্নের উত্তর আছে। প্রশ্নটা হল :ইউনুস সাহেব প্যারিসে অলিম্পিক দেখতে ছিলেন উনি কি বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের সম্বন্ধে কিছুই জানতেনা।? আরে বাংলাদেশের হিস্ট্রি উনি একমাত্র আসামী জেনে কিনা অন্তর্ভুক্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার সংবাদ এর সাথে সাথে সকল মামলা থেকে বেকসুর খালাস পান। এর মধ্যে কি কোন রাজনৈতিক দলের হাত আছে কি,না বলে আপনার মনে হয়না।?
@mdrakibulhasan30493 ай бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া অনেকদিন পর আপনার ভিডিও এর নোটিফিকেশন পেলাম