অপূর্ব এক আনন্দ পেলাম। কোনো সাজানো প্লট ছাড়াই এমন প্রাকৃতিক নাট্যমঞ্চ আর সহজ সরল কুশীলবদের উপস্থাপনাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
@NaturesWomb6 ай бұрын
ধন্যবাদ জানাই ।🙏♥️
@manashsarkar75376 ай бұрын
L) @@NaturesWomb
@LipikaBhattacharya-bj1ty5 ай бұрын
খুব ভালো লাগলো ওদের সুখী জীবন কামনা করছি
@utpaljana13516 ай бұрын
আদিবাসী মানুষজন খুব সহজ সরল পরিশ্রমী । এই নব দম্পতির আগামী দিন গুলি সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক । শুভ কামনা রইলো ।
@ubanjee6 ай бұрын
😊
@ubanjee6 ай бұрын
😊 19:09 😊
@anjaliroy85163 ай бұрын
@@ubanjee¹o 4:57 %
@sankarhari5942 ай бұрын
H😊😊😊@@ubanjee😊
@Bbiswas-uj7xo6 ай бұрын
এই প্রথম সাঁওতালি বিয়ে দেখলাম। খুব সুন্দর লাগলো। আমি মনে করি দুনিয়ার সবচেয়ে সুন্দর বিয়ে। তোমরা দুজনে খুব খুশি থাকবে। আশীর্বাদ রহিল ❤
@meandmyson9026 ай бұрын
আপনার ভিডিও মানেই একটা অন্য রকম সাধ আমরা পাই ভীষণ ভালো লাগলো একটা সুন্দর পরিবেশ মধ্যে একটা অন্য রকম বিয়ে অনুষ্ঠান দেখতে পেলাম খুব ভালো লাগে আপনার ভিডিও দাদা ভালো থাকবেন আপনি এই রকম সুন্দর সুন্দর ভিডিও অপেক্ষা রইলাম ❤️
@NaturesWomb6 ай бұрын
ধন্যবাদ, এই ভাবেই সঙ্গে থাকুন । খুব ভালো থাকুন ।🙏♥️
@tapasdas8016 ай бұрын
খুব সুন্দর। এটা একটা অনবধ্য প্রতিস্তাপন। এমন ভিডিও আগে আমি দেখিনি। আর সুদিপদার রিশটও খুব ভালো লাগলো। ভালো থাকবেন দাদা । ❤ আর পারিজাত দা টাটা।
খুব সুন্দর ভিডিও।সহজ সরল মানুষের বিয়ের অনুষ্ঠান অনেক মানুষ কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
@kallolmukherjee19006 ай бұрын
সুখচাঁদ সাবিত্রী জীবনে সুখী হোক। আর পলাশ ভাই, অনবদ্য ! খুব ভালো লাগলো। এমন করে আরও মাটির কথা বলো।
@NaturesWomb6 ай бұрын
মাটির টান বড় অন্তরের ।♥️
@amitkumarmanna69886 ай бұрын
অসংখ্য ধন্যবাদ,আপনার এই অভূতপূর্ব উপস্থাপনার জন্য।
@someprasadbhunia32706 ай бұрын
অরন্যের দিন রাত্রির মাদলের সুরটা মনে পড়ে যাচ্ছে। ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে আপনার উপস্থাপনা তার সঙ্গে ধামসা মাদলের তালে পরিবেশটা প্রকৃতির সঙ্গে মিশে গেছে। শহরের হৈ হুল্লোড়ের কৃত্রিম পরিবেশের থেকে পুরো আলাদা। মনে জায়গা করে নেয়। দারুন 😊
পলাশদা আপনার ট্রাভেল ভিডিওগুলো দেখে খুব আনন্দ পাই ,এই ভাবেই চালিয়ে যান, নবদম্পতির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই কামনাই করি৷ আপনারা সবাই ভালো থাকবেন৷
@AnindyasTravelogue6 ай бұрын
এটি কোনো সাধারণ ভিডিও নয় । অসাধারণ একটি জীবনের গল্প দেখলাম । বৈভব, আরম্বড়ের বাইরে এত সুন্দর আন্তরিকতা মনে দাগ কেটে যায় । অসাধরণ উপস্থাপনা। খুব ভালো লাগলো ❤️
@NaturesWomb6 ай бұрын
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো দাদা । খুব ভালো থাকুন । 🙏🙏🙏♥️♥️♥️
খুব ভালো লাগলো সাঁওতালি বিয়ে দেখতে পেয়ে।আমিও এই বিয়ে প্রথম দেখলাম। নব দম্পতির জন্য শুভকামনা রইল।
@SukumarKisku-qn8ez6 ай бұрын
আপনার ভিডিও টা আমার খুব ভালো লেগেছে❤❤❤❤...... আমার মনে হচ্ছে তোমার মন টাও খুব ভালো... তোমার কথা গুলো সত্যিই খুব ভালো লাগলো.... মন থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই রকম ভিডিও তুলে ধরার জন্য.....❤❤❤❤
@sukdevhalder32685 ай бұрын
এইরকম বিয়ে আমি কোন দিন দেখি নাই। আবার এমন বিয়ের ভিডিও দেবেন। আমার ভালো লেগেছে খুবই।
@sudeepnew95233 ай бұрын
খুব সুন্দর লাগলো বিয়ে অনুষ্ঠান দারুণ 👌👌👌👌
@sumitachoudhury41966 ай бұрын
দারুন দারুন একটা অন্যরকম ভিডিও দেখে সমৃদ্ধ হলাম পলাশ। কি সুন্দর আন্তরিকতা, কোন বাহ্যিক আড়ম্বর নেই। সহজ, সরল সাদাসিধে একদম ঘরোয়া। ওদের নাচ দেখতে খুব ভাল লাগে। কি অপূর্ব বর্ষাভেজা অরণ্য। বিভূতিভূষণ কে মনে পড়ে যাচ্ছিল। বন বিতান রিসোর্ট টাও বেশ ভাল লাগল। সাথে দুপুরের খাবারের মেনুও চমৎকার। আবার অপেক্ষা করে থাকব পরের ভিডিও র জন্য। আপনাকে আর পারিজাত দা কে ধন্যবাদ। ভাল থাকবেন দুজনেই।
@NaturesWomb6 ай бұрын
খুব ভালো থাকুন আপনি । এই ভাবেই সঙ্গে থাকুন ।🙏♥️
@anilmurmu49756 ай бұрын
video valo laglo. Rabindranath Tagore balechen santali samaj thake anek kichu sikhar ache. বিভুতি ভুষন anek sahitta,natak "পথের পাঁচালি " লিখেছেন সাঁওতাল পরগনার মাটি তে বসে। বতর্মানে ভাগলপুর জেলা বিহার রাজ্য। je kabi santal der niye likhechen tara bara bara purskar peye chen ( pather pachali,araner adhikar, sal gira dake, etc emanki sadhinata sangrame bij bune che santal ra. 1770 -1784 (Tilka murmu. (majhi). sidhu & kanu murmu 1855 hul bidraha. santal samaje " sati dah pratha konodin chila na."
@dipakhansda3206 ай бұрын
স্থান জায়গায় ভেদে সাঁওতালি দের বিয়ে আলাদা আলাদা হয়ে থাকে!! আপনি যদি আমাদের গ্ৰামে আসেন আমরাও সাঁওতালি তবে বৈবাহিক রিতিনিতি অনেক অনেক আলাদা!! সাঁওতালি দের বিয়ে অনেক রকম ভাবে হয় !! সত্যি আপনার কথা বলার ধরন অনেক সুন্দর!!
দারুন। সম্পূর্ণ অন্যরকম একটা ব্লগ দেখলাম। অনুরোধ রইলো কখনো সময় পেলে আমার বাড়ি ঘুরে যাওয়ার।💕💕
@anshumanmajumder41876 ай бұрын
Sotti, onekdin por ekta vlog elo aar mon ta jurie gelo....
@Biswajit-Kisku.100927 күн бұрын
Sir আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে সাঁওতালদের বিয়ের অনুষ্ঠান কে তুলে ধরেছেন, আর আপনার কন্ঠস্বর ভীষণ ভালো লাগলো।
@NaturesWomb27 күн бұрын
@@Biswajit-Kisku.1009 অনেক অনেক ♥️🙏
@tapanroy78716 ай бұрын
এক অসাধারণ একটি আদি জনবাসীদের বিবাহ অনুষ্ঠানে স্বাদ পেলাম। নব দম্পতি জুটি কে আমার শুভেচ্ছা রইল।নব বিতান রিসর্টের,সাফল্য কামনা করছি । পলাশ বাবুর প্রতি সৌজন্যে প্রকাশ করছি।
@jayasreedas9526 ай бұрын
বেশ কিছু দিন পর অসাধারণ অনবদ্য সবুজের ঘেরা মন কে ভালো করে দেওয়া সুন্দর একটি ভিডিও উপহার পেলাম আর দোসর পারিজাত বাবু থাকবেন না তা কি হয়।এত সবুজ মন কে উচাটন করে তোলে। আর সাওতালদের বিয়ে একটা অন্য রকম সবাদ পেলাম অসাধারণ লাগলো কোনদিন দেখিনি সুযোগ করে দিলনআপনি সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
@tanushreeghosh94317 күн бұрын
আদিবাসীদের বাড়িগুলি আমার খুবই সুন্দর লাগে।এত সুন্দর ন্যাতা দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করে রাখে আমার তো খুবই ভাল লাগে।
@getsettravel83936 ай бұрын
Bah! Khub laglo Dada.
@SumiMurmu-ph9xr6 ай бұрын
Dada kub valo apni amader ei santhali somaj ke tule dhore chen Thank you
@PrasenjitMandal-kp4gk6 ай бұрын
ওদের জীবন ভালোবাসায় ভরে উঠুক।❤
@bkmurmuofficial81716 ай бұрын
Khub sundor hoyeche vedio❤❤❤❤❤❤
@BijoyChakraborty-ti1sy6 ай бұрын
Very nice place very nice presentation very nice santali wedding mon valo hoa galo many thanks dadafor this presentation
@someprasadbhunia32706 ай бұрын
আপনার ভিডিওটার উপস্থাপনা এতটাই মাধুর্যে পরিপূর্ণ যে যতবার দেখছি একবার করে কমেন্ট করে আপনার প্রসংশা করতে ইচ্ছা করছে। সমস্তটা আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন এককথায় অসাধারণ। 😊
@NaturesWomb6 ай бұрын
♥️♥️♥️♥️
@marangburutudu34946 ай бұрын
আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রকৃতির পূজারী , ওরা ভালোবাসার কাঙাল তাই সহজেই সকলকে অদৃশ্য এক মায়াডোরে বেঁধে ফেলে। কৃত্রিমতার শত ক্রোশ দুরে থেকে আজও মাটির গন্ধ গায়ে মেখে প্রকৃতির অনাবিল আনন্দে মাতোয়ারা। সত্যিই এ যেন ধরিত্রী মায়ের বুকে স্বর্গীয় নন্দনকানন। আপনার অনন্য উপস্থাপনা মন চুরি করে নিয়ে যায় বিভূতিভূষণের ভানুমতি -দোবরু পান্নাদের কাছে। ভালো থাকবেন, ধন্যবাদ ❤❤❤
@TRAVELLERARUP6 ай бұрын
এক কথায় অসাধারণ 👌 দারুন লাগলো 👍❤️
@someprasadbhunia32706 ай бұрын
আদিবাসীদের সংস্কৃতির কোন তুলনাই হয় না। ধামসা মাদলের শব্দ আহা দারুন লাগে।অন্য সম্প্রদায়েরা অবক্ষয়ীত সময়ে নিজেদের রুটটা হারিয়ে ফেলছে কিন্তু আদিবাসী জনগোষ্ঠী এখনো পরম্পরা ধরে রাখছে। ওদের আধুনিক প্রযন্মের মধ্যেও পরম্পরার আগ্রহ কমছে। দারুন জায়গা। খুব তাড়াতাড়ি ঘুরে আসবো।😊
@biplabchakraborty12056 ай бұрын
Khub khub sundar video, osadharon laglo video ta. 👍👍👍
@LETSSTARTARUP6 ай бұрын
Onnorakom ek video ❤ ja dekhey mon vore gelo
@NaturesWomb6 ай бұрын
@@LETSSTARTARUP Thank you Arup, onek onek ♥️♥️♥️
@khokonsoren37656 ай бұрын
Khub sundor hoyeche ❤
@DribbleDyasty6 ай бұрын
এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ 🙏
@subhamnaskar67296 ай бұрын
আপনার মতো ঘুরতে ইচ্ছা করে কিন্ত হয়ে ওঠে না । সাঁওতাল বিয়ে , অসাধারন অভিজ্ঞতা । ভিডিও কর্পোরেট নয় , আন্তরিক ।
@NaturesWomb6 ай бұрын
একদম ।
@shibanidatta34356 ай бұрын
Bah!! Ki sundor sobuj. Ki sundor biye. Beauty parlour chara, artificial natok chara pran pracurje bhora. Ki bhabe dhnnobad dei apnake.🙏🙏🙏
@mahuyarakshit28686 ай бұрын
দারুন লাগলো সাঁওতালিদের বিয়ে সত্যিই অসাধারণ একটা নতুন কিছুর আশ্বাদ পাওয়া গেল ধন্যবাদ দাদা আপনাকে এই সাঁওতালিদের বিয়ে দেখানোর জন্য
@Bhojandbhromon6 ай бұрын
খুব ভালো লাগলো এই সাঁওতাল বিয়ে, প্রথম দেখলাম।
@MamonChakraborty-yt9wp3 ай бұрын
Polash Babu eakt mon chueya jaoya video deklem khub sundor apner uposthapona ta ato pranobontho o sobuj anuvutey roeya che jeay moner shrithi ty rakhey deyoa jaey r notun kore paoa adibashi der bevao anushthan darun 👍👍 khub valo. Valo thakben 🙏🙏
@rajaniofficials83336 ай бұрын
আমাদের পাশের গ্রাম। দৈনন্দিন জীবনের নিত্য ঘটনা সুন্দর উপস্থাপনা ক্যামেরা সব মিলিয়ে এত সুন্দর হয়েছে যে এটা আমার দেখা জিনিষকে নোতুন চোখে যেন দেখছি।
@shyamolimukherjee57436 ай бұрын
বর কনে কে অনেক আশীর্বাদ করলাম। ওরা যেন সুখে শান্তিতে থাকে। অনেক শুভেচ্ছা রইল। ❤❤❤❤
@bimanenduroy55206 ай бұрын
জয় গুরু আমাদের ভারত মাতা এমন ভাবে বৈচিত্র্য এর মাঝে একতা সৃষ্টি করেছেন ইহা অপূর্ব , বেশ ভাল লাগল এই ভিডিওটি
পারিজাত দা কে ফিরে পেয়ে খুব আনন্দ পেলাম! সকাল বেলায় নিম ডাল দিয়ে দাঁতন,আহা।😅 সাবিত্রী ও সুকচাদ কে অনেক অভিনন্দন ও আশীর্বাদ!❤🎉
@DIPTOable6 ай бұрын
অসাধারণ দাদা। যেন গল্পের বই পড়লাম একটা। আরও এরকম ভিডিও দেখতে চাই।
@BarnaliMukherjee-ii9in6 ай бұрын
বিষয়টা খুবই ইন্টারেস্টিং ❤❤
@AdivasiTradition6 ай бұрын
এটাই হলো আমাদের ❤Adivasi Tradition 💗🙏
@TourPlannerBlog6 ай бұрын
Darun laglo dada ❤
@NaturesWomb6 ай бұрын
Onek dhonnobad bhai .♥️
@RamRam-vc1bs2 ай бұрын
দাদা তোমার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে তুমি সব গুলো খুব সুন্দর করে তুলে ধরো
@anuppakhira55096 ай бұрын
Khub valo laglo sob kichu miliye .
@user-sg9fk2jc1v6 ай бұрын
Osadharon sundor ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hillolkrdas77446 ай бұрын
জানি না আমার ভাবনা ঠিক কিনা, তবে আমার কেবলই যেন মনে হয় আমাদের বাঙালিদের বিয়েতে যত সব লৌকিক প্রথা এখনও চালু আছে, সবকটির উৎস কোনো না কোনো আদিবাসী সম্প্রদায়ের প্রথা। হয়ত আমরা কোনো আদিবাসীর উত্তরপুরুষ।
@NaturesWomb6 ай бұрын
হয়তো ।
@Nice-sc1jh6 ай бұрын
আমার বাসা বাংলাদেশ দিনাজপুর জেলা আমাদের বাড়ির পাশে সাঁওতালের আছে এরা নারী পুরুষ ফসলের মাঠে কাজ করে এর আগে যে সনাতন ধর্ম পালন করত এটা নাই এখন খ্রিস্টানেরা এসে ওদেরকে খ্রিস্টান বানিয়ে নিয়েছে
@MITAGhosh-ly3xb6 ай бұрын
দারুণ লাগলো বিয়ের অনুষ্ঠান
@CreativityMe6 ай бұрын
Osadharon Palash da...tumi je ki kore eto misti kore kothagulo bolo.... just mugdho hoe dekhlam. Amra jara travel video banano sobe matro suru korechi...tader onek kichu sekhar ache tomar kach theke.❤❤
@NaturesWomb6 ай бұрын
Onek onek ♥️♥️♥️
@mandirahala6 ай бұрын
আপনার যদি কোনদিন মন খারাপ হয়, কিংবা বেচেঁ থাকতে আর ইচ্ছে না করে। তখন একটা দিনের জন্য কোনো সাওতাল বাড়িতে আশ্রয় নিন। দেখবেন বেচেঁ থাকার একটা আলাদা আনন্দ খুঁজে পাবেন। দেখবেন কতো অভাব অনটনের মধ্যে থেকেও কী ভাবে আনন্দে থাকা যায়। তাদের অভাব অভিযোগ শুধুই মারাং বুরুর কাছে।
@NaturesWomb6 ай бұрын
বড় ভালো বলেছেন ভাই । একমত ।♥️♥️
@MdRafiqulIslam-q9j5 сағат бұрын
শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য
@prabirhait45016 ай бұрын
খুব উপভোগ করলাম পলাশ বাবু সাঁওতালী বিয়ের অনুষ্ঠান
@SarSagun-jw2ck6 ай бұрын
Apnar video dekhe khub VALO LAGLO sir❤
@SanjibDas-ko7vl6 ай бұрын
দারুন লাগলো
@gurudassaren70212 ай бұрын
আমি সাঁওতাল। আমি গর্বিত। সকল ভারত বাসী কে সমান ভাবে ভালবাসা দিয়ে থাকি ❤❤❤❤❤❤❤❤❤❤
@pradipmaity68356 ай бұрын
জীবনে প্রথম সাঁওতালি বিয়ে দেখলাম ,খুব ভাল লাগলো।এবং খুব আনন্দ উপভোগ করলাম। ।এজন্য আপনাকে ধন্যবাদ।
@sylhetirannaghar40656 ай бұрын
Khub khub valo laglo ❤❤❤❤ Thanks
@sohebahammed21846 ай бұрын
সাঁওতালদের সম্বন্ধে হয়তো বেশি জানি না, কিন্তু এতটুকু জানি যে তারা নারী-পুরুষ নির্বিশেষে পরিশ্রমী, সরল, আন্তরিক, সততাপরায়ন।।
আমার প্রথম বাল্য বন্ধু খোকন মুরমু। ওরা ভীষণ সরল আর সৎ।
@DipaliMurmu-qw8lk6 ай бұрын
Amio...
@mylove-kv3kg6 ай бұрын
আমি গর্বিত আমার ভারতবর্ষে সাঁওতালদের মতো জনগোষ্ঠী আমার সহনাগরিক হিসাবে আছে। জোহার জয় ভারত 🇮🇳🇮🇳
@SengelTudu6 ай бұрын
@@mylove-kv3kg জোহার🙏
@SupriyaRoy-x1oАй бұрын
Khub sundor lagche
@preeteshkumarbanerji29436 ай бұрын
Really 100% Natural video
@sudipde59665 ай бұрын
Sampurno ek notun experience holo. Apnar video gulo asadharan lage Subscribe korlum aaro notun notun off beat video pabo bole. Dhanyabad janai.
@KUNDUTRAVEL6 ай бұрын
❤❤❤❤ Sudhu apnar sokal dekhano ta miss korlam
@NaturesWomb6 ай бұрын
Chilo onek gulo clip, deoa hoy ni.
@stboyha38736 ай бұрын
I love you sir Ami tomar video dekhi kintu comment kori na ❤❤❤❤ Nice 🎉🎉
@JamunaTudu-v4b16 күн бұрын
Dada sundar video hoyeche
@rinakuhu49032 ай бұрын
নতুন দম্পতিকে আগামীদিনের অনেক অনেক শুভেচ্ছাজানাই 🙏🙏
@pralaychatterjee33536 ай бұрын
দাদা খুব সুন্দর একটি ভিডিও উপহার দিলে। এরকম পরিবেশের ভিডিও জন্য অপেক্ষায় রইলাম। পারিজাতদা আর আপনার জুটি তো অতুলনীয়❤ ভিডিও কে আরো সুন্দর করে তুলেছে
@NaturesWomb6 ай бұрын
ধন্যবাদ জানাই ।
@FurgalMandi83fm2 ай бұрын
Hi sir আমি আপনার নতুন subscriber video দেখে খুব ভালো লাগলো,আমিও সাঁওতালি,
@subhamroy72106 ай бұрын
Palasda You are Just Theee best😍tar sathe apnar partner Parijat dao asadharon, apnar protek ta video r music collection cinematography annobaddo, tabe ei video ta ektu alada karon ete parichito holam ekta notun culture ar sathe, khub bhalo laglo, jodio sag vlog golui best hoy tao ei vlog ta jeno satti alada.....😍😍😍😍😍
@travelMagicN6 ай бұрын
আমারও খুব ইচ্ছা আছে এমনই এক সাঁওতাল বিয়েতে অংশগ্রহণের কিন্ত আজও সুযোগ হয়ে ওঠেনি যদিও নাম না জানা অনেক সাঁওতাল ও আদিবাসীদের গ্রামে আমি ঘুরেছি ❤❤❤
@Adi-m5g7m6 ай бұрын
Moja lut te jabe naki??
@samratmurmu20646 ай бұрын
চলে আসবেন আমাদের বাড়িতে
@rameshbesra25945 күн бұрын
Fantastic 🌹.... Johar jharkhand.
@SanjayBhowmick-lk8ub5 ай бұрын
খুব খুব ভালো লাগল দাদা দরুন ❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹
@dipankarchoudhury57186 ай бұрын
KHUB VALO LAGLO. MON VALO HOYA GELO 💜💙
@AbhijitDatta-ee9gu6 ай бұрын
God bless the newlyweds. Bhalo legeche video ta.
@md.noorsalam6 ай бұрын
Santa life akdm amr darun legechee verynise tomadrky Amy Dhaka Bangladesh thaky dakch very good indian kalcer
@kishorkisku86586 ай бұрын
Khub valo laglo ❤
@SanuSanu-bd1pv6 ай бұрын
Thank you sir for attend the wedding house of our tribel santali
@NaturesWomb6 ай бұрын
Thank you
@jayantibanerjee86576 ай бұрын
Sadharon laglo bhai, amar baper bari purilia te, r Bankura teo amar bari ache, daruun laglo❤❤❤❤❤❤
@Adiwasi_series6 ай бұрын
সাঁওতালি বিয়ে সিনেমার থেকেও বড়ো, যদি আপনি বিয়ের প্রতিটি কাজের অর্থ জানতে পারতেন। দেখলাম আপনি জানতে চাইছেন কিন্তু ঠিক করে বোঝাতে পারছে না কেউ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের নিয়ে এই ভিডিও টা তুলে ধরার জন্য। আমি - সিদ্ধার্থ হাঁসদা
@NaturesWomb6 ай бұрын
হ্যাঁ, চেষ্টা করেছি জানার ।
@golammostafachowdhury84316 ай бұрын
good presentation. Thanks
@nikolashkhristianakash12096 ай бұрын
So beautiful moment ❤❤❤❤
@StarVisionPhotography2 ай бұрын
Ye mane amk ekta biye te nimontron koren... Ami sudhu suru theke sesh pornonto biye ta nijo chokhe dekhte chai.... Kobe mara jai kono thik nei.... Onk diner icche.. Aapnader biye dekhar
@haponkunu39436 ай бұрын
খুব সুন্দর উপস্থাপন করেছেন। দারুন লাগলো। সাঁওতাল সম্প্রদায়ের সামাজিক স্বীকৃত অনেক রকমের বিয়ের প্রথা রয়েছে। বিয়ের আগেই কনেকে বরবাড়িতে আনলে এইভাবে বিয়ের অনুষ্ঠান হয়। তবে মূল যে প্রথা, বর তার বরযাত্রী নিয়ে কনে বাড়ি থেকে কনেকে বিয়ে করে আনার যে রীতি, তা আরও ধুমধাম আর জমকালো হয়। কোনো দিন উপভোগ করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মন ভরে যাবে। এটা দুনিয়ার শ্রেষ্ঠ সংস্কৃতির একটা ভাবতে বাধ্য করবে আপনাকে...