আসাম যাবো নকরী নেবো

  Рет қаралды 700,979

Farooq Ahmed

Farooq Ahmed

Күн бұрын

মেদনীপুর, দামোদর পাড়ের দরিদ্র মানুষদের চাকরির ফাঁদে ফেলে বৃহত্তম আসামের চা বাগানে জন্ম জন্মান্তর ধরে বন্ডেড লেবার হওয়ার করুণ কাহিণী

Пікірлер: 583
@r-tarang8783
@r-tarang8783 3 жыл бұрын
লোকগানে যারা শহুরে হাওয়া আনেন, তাঁদের গালে সপাটে থাপ্পড় আপনার গান। আপনি প্রকৃতই জীবনশিল্পী । আপনাকে প্রাণের ভালবাসা।
@heemritabrata786
@heemritabrata786 2 жыл бұрын
একদম উপযুক্ত মন্তব্য
@anuradharoy9435
@anuradharoy9435 2 жыл бұрын
তারা মূর্খ বলেই করে। শিল্পীর পায়ে শতকোটি প্রণাম।
@Farooq6666
@Farooq6666 2 жыл бұрын
একদম সত্য। ভালো থাকবেন। অভিজিৎ দার জন্য প্রার্থনা করবেন।
@devpiza3666
@devpiza3666 2 жыл бұрын
অভিজিৎ দা কি গুণী মানুষ তা ওনার বিশ্লেষন শুনেই বোঝা যায়। কিছু শুয়োরের জারজ সন্তান উদারতার নামে ঘোমটা টেনে লেংটো হয়ে খামটা নেচে সমাজটার বারোটা বাজাচ্ছে। বাউল, ও পল্লী সঙ্গীত যারা গান তারা গান তৈরী করেন
@apurbasar8901
@apurbasar8901 Жыл бұрын
ওগুলো আস্ত শুয়ার। টাকার জন্য নিজের মা বা বউকেও বেচে দিতে পারে।
@tirthachakravarty5354
@tirthachakravarty5354 3 жыл бұрын
আজ ও এই ৭৭ বছর বয়সে এসেও বাঁকুড়া ,পুরুলিয়া থেকে আসাম পর্যন্ত বিস্তৃত অঞ্চলের মেঠো-মিঠে- সহজ-সরল পরম্পরাগত সুরের মায়াজালে মোহিত না হয়ে ,শিহরিত না হয়ে পারি না ।
@tamalbhattacharya8819
@tamalbhattacharya8819 3 жыл бұрын
আমাদের অতি প্রিয় শিল্পী। উনার সঙ্গীত জীবনের দীর্ঘায়ু কামনা করি। অভিজিৎ দা আপনার গান শোনার এনার্জি লেভেল অনেক বেড়ে যায়।
@Farooq6666
@Farooq6666 2 жыл бұрын
ধন্যবাদ। অভিজিৎ দার জন্য প্রার্থনা করবেন। ভালো থাকবেন।
@NazimUddin-us2zl
@NazimUddin-us2zl 3 жыл бұрын
আমি বাংলাদেশের বাঙালী দুবাই তেখে দেখেছি ভালো লাগল। এই গানগুলো আমাদের বাংলাদেও অনেক চলে
@sanjaybasak2895
@sanjaybasak2895 4 жыл бұрын
অসম ৰাজ্যৰ ৱিহু গান টাকে খুব ইনজয় কৰেছি খুৱ দাৰুন আমাৰ বাড়ি অসামে ।
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
খুব খুব ভালো লাগলো শুনে। কৃতজ্ঞতা জানবেন । ভাল থাকবেন
@indranilmukherjee5508
@indranilmukherjee5508 4 жыл бұрын
গানটা শুনতে গায়ে কাঁটা দিলো , তারপর বুঝলাম আমি বাঙালি । অদ্ভুত মুগ্ধতা ❤
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
অসাধারণ প্রকাশ অনুভূতির । ধন্যবাদ । ভাল থাকবেন ।
@babu6719
@babu6719 3 жыл бұрын
ঠিকই, গৌরকিশোর ঘোষও এক "সাগিনা মাহাতো"য় হাজার সাগিনাকে অমর করেছেন!পুরুলিয়ার'মাহাতো' উত্তর বঙ্গের চা বাগানের কুলি সর্দার!
@Farooq6666
@Farooq6666 2 жыл бұрын
অসাধারণ পরিস্ফুটন অনুভুতির। ভালো থাকবেন।
@abhisheknishant4346
@abhisheknishant4346 4 жыл бұрын
অনেক শিল্পীর গলায় লোকসঙ্গীত শুনেছি, তবে অভিজিৎ বসুর গলায় শোনার মজাটাই আলাদা। তার কারন গানের পিছনে লুকিয়ে থাকা গল্পটাকে সামনে নিয়ে আসার পর উনি আড্ডার ছলে গাইতে পারেন, যার ফলে গানটাকে নিয়ে আমাদের অনুভূতি, আনন্দের মাত্রাটা বহুগুণ বেড়ে যায়...
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
একদম
@kolkatamachinerybazaar6483
@kolkatamachinerybazaar6483 4 жыл бұрын
এখনকার দিনে উপার্জনের জন্য, বাস্তব বাউল এর জামাটাকে পেশায় এসেছে অনেকে, তাতে কণ্ঠস্বর থাকুক আর না থাকুক, বাউল জামা লাগিয়ে মাইক্রোফোন ধরে নাও, উপার্জন আর উপার্জন, অভিজিত বাবু র গান গাইলে, গানের জায়গায় স্থান, কাল, পাত্র, দর্শন মনে করিয়ে দেয়, ধন্যবাদ অভিজিত বাবুকে,
@johnbutler7280
@johnbutler7280 3 жыл бұрын
🙏🙏🙏ওনার গলা বারবার শুনলে ও পুরনো হয় না 😒😒😟😟
@bidhanbhattacharjee8922
@bidhanbhattacharjee8922 2 жыл бұрын
Onar.gaaner.bhitorey Ohomia der lukano jibon.gatha..o okhankar prokritir kheyali.chitro. bheshey.uthey.
@user-om7bu9fc7v
@user-om7bu9fc7v 8 ай бұрын
জয়হোক
@muktaalam
@muktaalam 3 жыл бұрын
খুব সুন্দর সংগীত শিল্প শুনে মুগ্ধ হলাম আমি বাংলাদেশ থেকে দেখছি
@reazuddinrezareza2841
@reazuddinrezareza2841 2 жыл бұрын
এতোদিনে চিনলাম আমার অতি প্রীয় একটা গলার অধীকর্তা র মুখ। জয় হউক। জয়গুরু🙏
@Farooq6666
@Farooq6666 Жыл бұрын
অভিজিতদা ভালো মানুষদের সবার প্রিয়
@imranwahid3641
@imranwahid3641 2 жыл бұрын
I'm listening from London, UK. Feel proud as a bangali. I'm from Sylhet Bangladesh.
@Farooq6666
@Farooq6666 Жыл бұрын
Thankful
@Farooq6666
@Farooq6666 5 жыл бұрын
মেদিনীপুরের আয়না চিরণ বাঁকুড়ার ঐ ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। আর তেজপাড়িয়ার রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার। কাল জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সাড়া নাই কাল সাড়া নাই পাইযে দরশন (!!) আর নদীর ধারের চাষেই বধূ মিছেই করো আশ আর ঝিরিহিরি বাঁকা লদী বইছে বারোমাস কলি কলি ফুল ফুইটেছে লীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কালো জলে তেজপাড়িয়ার রাজকুমারী (!!) চল মিনি আসাম যাবো জোড়া পঙ্ঘা টঙ্গা লিবো বাবু বলে কাম কাম সাহেব বলি ধরি আন সর্দার বলে লিবো পিঠের চাম রে যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম রে যদুরাম যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম আর চিঠিতে কি ভোলে মন বিনা দরিশণে শিশিরে কি ফুটে ফুল বিনা বরিহণে মনে করি আসাম যাবো আসামদেশে নকরী পাবো (!!)
@sujoyduttagupta2675
@sujoyduttagupta2675 5 жыл бұрын
দাদা, আজ সাড়া নাই কাল সাড়া নাই - নয় - ওটা আজ সারানা ( চার আনা ) কাল সারানা পাই যে দরশন হবে। ভালো থাকুন।
@Farooq6666
@Farooq6666 5 жыл бұрын
@@sujoyduttagupta2675 আপনার জন্যও অনেক অনেক মঙ্গল কামনা । সবাইকে নিয়ে ভাল থাকুন এই প্রার্থনা করজোড়ে ঈশ্বরে
@somesuvra8252
@somesuvra8252 4 жыл бұрын
যে অবাঙালি গানটি( সম্ভবত আসামিজ) গেয়েছেন সেটার একটা লিঙ্ক দিতে পারেন।
@dilipmajumdar4109
@dilipmajumdar4109 4 жыл бұрын
@nandinibasak8657
@nandinibasak8657 4 жыл бұрын
@@somesuvra8252 kzbin.info/www/bejne/iXuyd2elYrSeitE
@Royalsabriassam
@Royalsabriassam Ай бұрын
Fantastic collaboration... Superb singing ! অসমৰ পৰা এইগৰাকী শিল্পী সাধকলৈ গভীৰ শ্ৰদ্ধা যাচিঁছো।
@tanmaymukherjee502
@tanmaymukherjee502 3 жыл бұрын
মুগ্ধ হলাম , সমৃদ্ধ হলাম। আপনাদের সুস্থ ,সুন্দর জীবন কামনা করছি।
@gautamdas1537
@gautamdas1537 Жыл бұрын
অতি উচ্চ মানের উপস্থাপনা। শিল্পীকে অনেক অভিনন্দন।
@kamakhyadey4097
@kamakhyadey4097 3 жыл бұрын
Outstanding 🙏🙏🙏🙏🙏 Assam theke sunchi ar mantramugdha haye jachchi....!
@saifulbari825
@saifulbari825 Жыл бұрын
বাংলাদেশ থেকে শুনলাম, প্রান জুরিয়ে গেল। জয় বাংলা।
@ranajitkumardas5862
@ranajitkumardas5862 3 жыл бұрын
Fantastic sing a song, oh my god too super voice.as like Bhupen Hazarika.
@lbsnaa2026
@lbsnaa2026 Ай бұрын
যখন অভিজিৎ বসু স্যার আর স্বাগত দে স্যার এই দুজনের গলায় এই মাটির গান গুলো শুনি তখন একজন বাঙালি হিসেবে খুব গর্ববোধ করি ও নিজেকে ভাগ্যবান বলে মনে হয়। কারণ আজ যদি বাঙালি না হতাম তাহলে এই মনোমুগ্ধকর মাটির গান গুলো সোনার ভাগ্যটাও হতো না। জানিনা পূর্বজন্ম বা পরজন্ম বলে কিছু হয় কি না, তবে যদি আবার এই মানব কুলে জন্ম পাই তাহলে ভগবানের কাছে প্রার্থনা করব যেন আবার বাঙালি হয়ে জন্মাতে পারি। যাতে আবার এই মাটির গানগুলো কে উপভোগ করতে পারি, কেননা এই বাংলার মাটির লোকগীতি সোনার লোভ আমার একজনমে পূর্ণ হওয়ার নয়।❤ আমি অজ্ঞান, জ্ঞানহীন একটি প্রাণী। তাই আমার কথাতে হয়তো অনেক ভুল হয়েছে তার জন্য সকলের কাছে আমার প্রার্থনা আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার গান সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু গান শুনতে বড় ভালবাসি। যে গান আপনাদের মতো গুণীজনদের জন্য জীবন্ত হয়ে উঠেছে। তাই সব কিছুর জন্য আপনাদের মতন গুনি শিল্পীর চরণে আমর শতকোটি প্রণাম।❤
@bidhandas315
@bidhandas315 3 жыл бұрын
অভিজিৎ বাবু লোকসঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র..…..
@narayangonjcircle6751
@narayangonjcircle6751 4 жыл бұрын
সত্যি, দারুন কন্ঠ এবং গাওয়ার ভঙ্গি ও অসাধারণ কথা
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
একদম সত্য । একসময় লক্ষী নারায়ণ আখড়ার মাঠে অনেক রাত পর্যন্ত দেশ বিদেশের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান দেখেছি। অজস্র ধন্যবাদ মন্তব্যের জন্য । শুভেচ্ছা জানবেন ।
@subratamandal8040
@subratamandal8040 3 жыл бұрын
অভিজিৎ দার গান আমার দারুন লাগে ।দ্বিতীয় হাজারিকা।
@sukhendumandal4332
@sukhendumandal4332 3 жыл бұрын
সত্যিকারের জাত শিল্পী ❤️❤️❤️
@sandipbhattacharyya7540
@sandipbhattacharyya7540 9 ай бұрын
Undoubtedly
@gopalchatterjee7211
@gopalchatterjee7211 3 жыл бұрын
Dear Avajit Babu your presentation and expression both are excellent. Carry on my dear.
@tapasbhattacharya8766
@tapasbhattacharya8766 3 жыл бұрын
দাদা আমি আপনার ফ্যান হয়ে গেলাম....
@faruqueahmed305
@faruqueahmed305 24 күн бұрын
আমি বাংলাদেশ জামায়াতের সমর্থক। বঞ্চিত নিপিড়িত নির্জাতিত মানুষের বেদনা ও অধিকার আদায়ের গান ভুপেন হাজারিকার পরে আপনার গলায় ভালোই লেগেছে। হোক না সে গানের মাধ্যমে। এ গান টা শুনলেই চোখে পানি আসে। আমি চা বাগানের বৈষম্য ও অল্পতেই আনন্দ নিজে চোখে দেখেছি। ইসলাম সব সময়ই নিপিড়িত বঞ্চিত নির্জাতিত মানুষের কথা বলে। সে যে ধর্মের হোক বা অত্যাচারী মোল্লা মুন্সী যেই হোক। মজার ব্যাপার হল ধনীদের চেয়ে গরীবের পক্ষে ইসলাম বেশি কথা বলে কিন্তু খুব কম মানুষই সেটা বোঝে।
@parnachatterjee2538
@parnachatterjee2538 2 жыл бұрын
আমার পছন্দের গান একজন অসাধারণ গানের শিক্ষকের ব্যাখ্যায় মুগ্ধতা বেড়ে গেল।
@Noah-mg8lo
@Noah-mg8lo 4 жыл бұрын
এনারাই জাত শিল্পী। মুগ্ধ হলাম ভাই
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
ধন্যবাদ । ভালো থাকবেন
@user-wf5dt2nh5t
@user-wf5dt2nh5t 3 жыл бұрын
একদম জাত শিল্পী
@tapasbhattacharya8766
@tapasbhattacharya8766 3 жыл бұрын
যা বলেছেন
@sumantachakravarty7843
@sumantachakravarty7843 4 жыл бұрын
তিনি অসমীয়া গানও খুব সুন্দর গেয়েছেন। অসাধারণ।
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
আসলেই
@atanu070
@atanu070 Ай бұрын
গানের মাঝে এত, প্রকৃতির ছোঁয়া, আর কোথায় পাওয়া যায় না
@sriabhijitpathak2961
@sriabhijitpathak2961 3 жыл бұрын
Aah ki sundar... Love from Assam ❤❤❤
@pradipchatterjee7524
@pradipchatterjee7524 3 жыл бұрын
রাঢ়ে অনেকদিন থাকার জন্য ই এই গায়কি ও উচ্চারণ ।
@sujatabothra3131
@sujatabothra3131 Жыл бұрын
অসাধারণ। একদম পারফেক্ট উচ্চারনে, আর মিষ্টতায় অনেক বেশি উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন গানটিকে।
@dipankartalukdar
@dipankartalukdar 3 жыл бұрын
Love from Assam!
@anirbandipu513
@anirbandipu513 4 жыл бұрын
বঞ্চনার গান, শোষনের গান ! অসাধারণ গাইলেন অভিজিৎ বসু ।
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
অভিজিত বসু নিজেকে নিবেদিত করেছেন বঞ্চিত শোষিত মানুষের কষ্ট তুলে ধরতে কথা আর সুরে
@anyannoaxom6290
@anyannoaxom6290 3 жыл бұрын
The best version i hv ever listen
@smritikanajana6096
@smritikanajana6096 3 жыл бұрын
আমার পছন্দের শিল্পী। অপূর্ব।🙏🙏
@samirdas1024
@samirdas1024 3 жыл бұрын
যতবার শুনি ততবার শুনতে ইচ্ছে করে
@harunor6307
@harunor6307 3 жыл бұрын
Super excellent.......mind blowing 🌹🌹🌹👌
@dulalkantidey4207
@dulalkantidey4207 4 жыл бұрын
What a mix of bengali and assamese script with bihari. Simply awesome.
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
Thankful. Stay safe
@Jitfamily
@Jitfamily 3 жыл бұрын
I also a tea gardener so i feel it from my heart .I am bangladeshi but my grandfather was orrisa
@imranwahid3641
@imranwahid3641 2 жыл бұрын
Which area from you Bangladesh? I'm from Barlekha, Moulvibazar, Bangladesh. Now live in London, Uk
@swernendusekhershaw2237
@swernendusekhershaw2237 2 ай бұрын
সত্যি এই গান এই যন্ত্র চালিত মানব জীবনকে একটু খোলা মনে ভাবতে সাহায্য করে।।।।।।
@pijushdas7909
@pijushdas7909 3 жыл бұрын
Sir darun gaycchen👌👌
@prasadbasufolksinger
@prasadbasufolksinger 2 ай бұрын
বাংলা লোকসংগীত শিল্পী, গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গবেষক ,শিক্ষক শ্রী অভিজিৎ বসু। অসাধারন তাঁর সংগীত পরিবেশন। বাংলা লোকসংগীতে তাঁর অবদান চিরস্মরণীয় ।
@rakibislam8013
@rakibislam8013 3 жыл бұрын
মুগ্ধতা ছরানো গান,ধন্যবাদ
@drmkc1
@drmkc1 3 жыл бұрын
Khoob bhalo laglo.The expression of the singer also unique and attracts everyone.
@liasmith8622
@liasmith8622 3 жыл бұрын
গায়কী ঢং দেখে তো করুন কাহিনী মনে হচ্ছে না। উপস্থাপিকা কে দেখে মনে হচ্ছে খুবই আনন্দের গান হচ্ছে।
@khargeswarsarma8959
@khargeswarsarma8959 26 күн бұрын
Nice song, I often listen your to your beautiful songs , songs of our wonderful singer Dr. Bhupen Hazarika K.sarma,Assam Guwahati
@maharaju.d.5540
@maharaju.d.5540 Жыл бұрын
অসাধারন দাদা ,যেভাবে সহজ সরল ভাবে সমস্তটাকে তুলে ধরেছেন এক কথায় অসাধারণ ,আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লোকসংস্কৃতি পৃথিবীর কোথাও পাওয়া যাবেনা।উপস্থাপিকা খুবই মিষ্টি উনার সরলতা মন কেড়ে নেয়।
@Farooq6666
@Farooq6666 Жыл бұрын
একদম। ধন্যবাদ
@priyokabi
@priyokabi 3 жыл бұрын
Love his folksy accent, pure joy
@shinjinigoswami4055
@shinjinigoswami4055 5 жыл бұрын
দুর্দান্ত ....👌👌👌 অভিজিৎ বাসু লোকসঙ্গীতের জাদুকর 🙏
@Farooq6666
@Farooq6666 5 жыл бұрын
একদম। সেরা
@nikhileshroy7610
@nikhileshroy7610 3 жыл бұрын
অসাধারণ অসামান্যভাবে পরিবেষ্টিত। ❤️
@bipulhazarika3954
@bipulhazarika3954 3 жыл бұрын
Excellent dada 🙏🙏🙏
@binodbyapari4957
@binodbyapari4957 4 жыл бұрын
Wow ki darun sob sur amar mon vore gelo 😍😍😍😍😍
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
আসলেই মন ভরানো গান বেরিয়ে এসেছে দুঃখী সব মানুষের প্রাণের আর্তনাদ সুখ দুঃখ স্মৃতি থেকে । ধন্যবাদ জানবেন । ভাল থাকবেন । শুভসকাল ।
@bidhandey3301
@bidhandey3301 3 жыл бұрын
Bangladeshi singers and Musicians must learn the quality of folk songs and music playing
@bidhan.chandrabhattacharje585
@bidhan.chandrabhattacharje585 2 жыл бұрын
Asholey.diney.diney barchey Avijit.Babur chuleri.bahar!!! Chulgulo besh boishistopurno..gaan khana ajker brishti bheja sondhyai shuney khub bhalo laglo oshesh dhonnobad
@manabkalita2660
@manabkalita2660 4 жыл бұрын
Great... What a redention of assamese culture
@mbpiku
@mbpiku 4 жыл бұрын
This is awesome. Sometimes youtube does dig up some invaluable gems.
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
Indeed it is. Thankful for your exciting comments. Artists are definitely inspired by heartfelt appreciation. Abhijeet Basu dedicated his whole life in the journey of discovering and sharing local songs with his seemingless effort. We do salute him. You stay safe and fit this is my prayer for you to the creator.
@mohammadfarhadmeazi8169
@mohammadfarhadmeazi8169 3 ай бұрын
বাংলাদেশ থেকে শুনছি 🖤 অদ্ভুত সুন্দর গাইসে🖤
@rontudey590
@rontudey590 2 жыл бұрын
অসমৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ৷
@saifalmahmudapon8196
@saifalmahmudapon8196 3 жыл бұрын
একদম খাঁটি সুর! দারুণ!!
@gautammaulik7605
@gautammaulik7605 2 жыл бұрын
Khubie sundor, DARUN post.
@babuasom6777
@babuasom6777 3 жыл бұрын
Basu da ami mongdoo hoi gelam.... Loves from #assam Iam a big fan of you..
@atinkumarbhattacharjee8704
@atinkumarbhattacharjee8704 3 жыл бұрын
bangla folk song domain refurbished! oh, what a melody, fulfills me with everything!
@dipanjanbhattacharya2906
@dipanjanbhattacharya2906 3 жыл бұрын
অনবদ্য। 🎵🎵🎶🎶❤️🙏🙏🙏🙏🙏
@Osman-rz4un
@Osman-rz4un 3 жыл бұрын
Asole onk er golai suni gaan kintu basu sir er voice just magical
@user-wf5dt2nh5t
@user-wf5dt2nh5t 3 жыл бұрын
কি দখল উনার.... বহুদিন আগে এই অনুষ্ঠান টা তারা মিউজিক এ শুনেছিলাম..... ❤️❤️
@Farooq6666
@Farooq6666 2 жыл бұрын
একদম। উনি অন্তর নিংড়ে গান বের করে আনেন সবার জন্য। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
@ontheway1.0
@ontheway1.0 4 жыл бұрын
সব ভাষা বুঝি না কিন্তু গানগুলো শুনে পরাণটা জুড়ায় যায়।
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
ধন্যবাদ । শুনতে থাকুন। বিশ্বাস করুন একসময় বুঝে যাবেন।
@Unknown_Bong
@Unknown_Bong 4 жыл бұрын
Aha...... Sokal bela headphone e sune chokhe jol chole alo...... Beche thak lokosongit....... Honey singh neha kakkar badsha r bish r osudh ai gan gulo.....
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
আমরা বাঙালি । আবেগ মনুষ্যত্ব আমাদের পরিচয় । ধন্যবাদ । ভালো থাকবেন
@maniklalbera2638
@maniklalbera2638 3 жыл бұрын
খুব সুন্দর অসাধারণ
@supriodeb7716
@supriodeb7716 3 жыл бұрын
দাদা প্রনাম নিবেন অসাধারণ গান গাইছেন
@prodyotc
@prodyotc 2 жыл бұрын
সত্যিকারের শিক্ষিত শিল্পী অনেকটা ভূপেন হাজারিকার মত।কন্ঠস্বর ওনার মত। কিন্ত বেশী প্রচার পেলেন না।
@bikashemrom8154
@bikashemrom8154 2 жыл бұрын
মন মাতানো গান।শুনলেই নাচতে ইচ্ছে করে।
@sujoychanda7078
@sujoychanda7078 4 жыл бұрын
Fantastic variation. Excellent.supurb singing
@suhelsuleman8685
@suhelsuleman8685 2 жыл бұрын
What an outstanding performance. Love the singer along his expression ❤️ What a melodious voice!!!
@AHMED-re2wl
@AHMED-re2wl 3 жыл бұрын
JOI AI Axom... Proud to be an Assamese
@farukreza9786
@farukreza9786 3 жыл бұрын
wow ! one of best performance ever enjoyed .
@suhr1692
@suhr1692 3 жыл бұрын
খুবই ভালো লাগলো। ধন্যবাদ🙏💕
@twinklebanik8904
@twinklebanik8904 5 жыл бұрын
তাঁরা মিউজিকের "আজ সকালের আমন্ত্রণে" অনুষ্ঠানটা খুব মিস করি।।
@happyworks6987
@happyworks6987 4 жыл бұрын
খুবই সুন্দর ছন্দে বাঁধা এই গানটি বহু জায়গায় বহুবার সুনেছি । কিন্তু এত সুন্দর সুর তাল ছন্দে কোথাও শুনিনি । কি আসাধারন উনার গায়কী , এক কথায় আসাধারন পরিবেশন । এই শিল্পী কে , সেইসঙ্গে তারাবাংলা টি ভি কে , চমৎকার উপস্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
@tarunkumardey7441
@tarunkumardey7441 3 жыл бұрын
দারুণ হয়েছে। চালিয়ে যাও।
@kolkatamachinerybazaar6483
@kolkatamachinerybazaar6483 4 жыл бұрын
অভিজিৎ বসু র গানের ধরন আলাদা, গানের লেখা জায়গা স্থান উপলব্ধি করা য়,
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
সত্য ।
@byaptimukherjee1630
@byaptimukherjee1630 3 жыл бұрын
E gan jano hridoyer gaan,mon khushite bhore jae,opurbo shilpir jobab nei.onoboddo gayiki.
@anirban3990
@anirban3990 5 ай бұрын
Abhijit Dada tomake hazar hazar pranam ,ganta sune mone hoi metro city chere garame giye bash kori. satti uparwala tomake anek dhani r santi dik ai parthana kori.jai hind- asole aami ekjon fouji.
@md.wobaydurrahman7499
@md.wobaydurrahman7499 3 жыл бұрын
Excellent folks. 🌹💚💞
@diyasarkar7422
@diyasarkar7422 4 жыл бұрын
Many many thanks for so nice song
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন ।
@gobindaganguly2616
@gobindaganguly2616 Жыл бұрын
অসাধারণ লাগল আপনার কন্ঠে এই গান অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম *
@prakashghosh8988
@prakashghosh8988 3 ай бұрын
Excellent your parformench and it's very very sweet and realistic and again coming very soon utube
@shafiulislam8427
@shafiulislam8427 4 жыл бұрын
অপূর্ব। 🎹 অনুপম শুভেচ্ছা। 💐
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
অশেষ কৃতজ্ঞতা । শীতের উষ্ণ পিঠের শুভেচ্ছা । অনেক অনেক ভাল থাকবেন ।
@runarunkumar5173
@runarunkumar5173 3 жыл бұрын
একদম অন্যরকম গন্ধ পেলাম, গলায় কিছু একটা আছে।
@ujjal101
@ujjal101 3 жыл бұрын
মুগ্ধ। শরীরটা যেনো দুলে উঠলো।
@woisekorni8951
@woisekorni8951 3 жыл бұрын
অহমিয়া গানগুলো মন কেড়ে নিয়েছে গানগুলোর লিঙ্ক কেউ দিতে পারবেন?
@prosenjitbanerjee1230
@prosenjitbanerjee1230 4 жыл бұрын
Apurbo , sundor abodan moon bhore galo
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
কৃতজ্ঞতা । ভালো থাকবেন ।
@shyamalroy1406
@shyamalroy1406 4 жыл бұрын
Shilpi anekta bhupen hazarikar avab purna korechhen, dhanyabad
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
ধন্যবাদ । অভিজিত বসু হেমাঙ্গ বিশ্বাসের ছাত্র আর তার আদর্শ ভূপেন হাজারিকা
@tathagatapaul759
@tathagatapaul759 3 жыл бұрын
DADA biswas korun 1st time apnake dekhlam ar 1st time apnar ganer 1st line sunei apnake like o subscribe korlam . Bihu ganer chando o apnar galar voice, Ganer biboran , Ganer style je keui sune mugdha hoye jabe. Just like Bhupen Hajarika songs. From INDIA , kolkata . Dum Dum.
@subhajitghosh5928
@subhajitghosh5928 3 жыл бұрын
You are always my favourite singer❤️
@shyamalroy1406
@shyamalroy1406 4 жыл бұрын
Monvolano gaangulir jonya thank you.
@Farooq6666
@Farooq6666 4 жыл бұрын
অশেষ কৃতজ্ঞতা । ভালো থাকবেন ।
@ehitapushpi
@ehitapushpi 5 жыл бұрын
গান শুরু করার আগে উনি কাহিনী টা বিশ্লেষণ করে নিলেন বলে গান টা আরো বেশি ফিল করা গেলো।
@Farooq6666
@Farooq6666 5 жыл бұрын
একদম তাই। চা বাগানের শ্রমিকদের কিভাবে পরিবার জমি জিরেত সব ফেলে জেলের চেয়ে খারাপ অবস্থায় ইংরেজ টি প্লান্টাররা আটকে ফেলেছিল তার করুণ চিত্র চোখে ভাসে। জেল থেকে মানুষ একসময় ছাড়া পায়। বন্ডেড লেবার মানে ক্রীতদাস আক্ষরিক অর্থে। বংশপরম্পরায় গোলামী করে যেতে হয়। মুক্তি নেই। বাংলাদেশের বরগুনা বাগেরহাট পটুয়াখালী এবং চট্টগ্রাম কক্সবাজারের অধিকাংশ জেলে যারা সাগরে মাছ ধরতে যায় এই অবস্থায়
@ehitapushpi
@ehitapushpi 5 жыл бұрын
@@Farooq6666 আপনি কি ইমন চক্রবর্তীর ভার্সনটা শুনেছেন? সেটা প্রথমে শোনার পর, আমি গানের আসল অরিজিন টা বোঝার জন্য খুঁজতে খুঁজতে এই ভিডিওটা পেলাম।
@Farooq6666
@Farooq6666 5 жыл бұрын
@@ehitapushpi শুনেছি । আরো অনেকেরই । ঝুমুর এবং দামোদর অঞ্চলের গান আমার প্রিয় । তবে অভিজিতদা এর মতো দরদ এবং সহজ ব্যাখ্যা দিয়ে বোঝানো এটা অনেক উচ্চমার্গের লাগে আমার কাছে। আপনাকে ধন্যবাদ । রোদেলা দুপুরে খরতাপ আর দাবদাহের মধ্যেও ভাল থাকবেন । শুভেচ্ছা ।
@sanjoyguha4355
@sanjoyguha4355 3 жыл бұрын
আগে এটা Whatsapp এ পেয়েছি, খুঁজে খুঁজে শেষে original টা পেলাম। অসাধারন গান, - অনেক ধন্যবাদ 🙏
@mokabber1
@mokabber1 5 жыл бұрын
অসাধারন উপস্হাপনা।
@somnathchoudhury2041
@somnathchoudhury2041 4 жыл бұрын
The similarity of bihu songs and dance movements with jhumoor songs and dances of Santhals has always fascinated me, Thanks to Farooq Ahmed I now understand the sequence of the connection much better ... which brings me to an interesting question... are bihu songs and dances, which are the hallmark of Assamese culture, the offshoots of these Santhal connection, no more than maybe a 150 or 200 years old?
@usharengoni1910
@usharengoni1910 Жыл бұрын
There is no any apparent connection between Bihu and Santhal culture.Bihu is much much older than Santhal culture in Assam.With the entry of the the British in the first half of 19th century, Santhal people started their migration carrying their culture and tradition alongwith.Whreras Bihu evolved and flourished in Assam in the 13th century onwards.
@mahakaalkripa669
@mahakaalkripa669 Ай бұрын
আজকের সময়ে অভিজিত দা অদ্বিতীয় ... কথা শেষ।
@asiskarmakar1709
@asiskarmakar1709 Күн бұрын
লোকসঙ্গীতের গুরুদেব।
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 134 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
TARA MUZIK AAJ SAKALER AMANTRANE ABHIJIT BASU 27 08 11
8:31
taratvop
Рет қаралды 160 М.
Musiana Talk | Kalikaprasad Bhattacharya remembers "Baul Shah Abdul Karim"
20:46
The Musiana Collective
Рет қаралды 1,5 МЛН
Chol Mini Assam Jabo, Basudeb Das Baul and friends
6:24
Folkpick
Рет қаралды 1,4 МЛН