Рет қаралды 1,263
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে সোনাইছড়ি ইউনিয়নে যাবার পথে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পর্যটন স্পট সোনাইছড়ি সানসেট পয়েন্ট। এই সোনাইছড়ি পর্যটন স্পট এ রয়েছে একটি ক্যাফে যার নাম শৈলচূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ ফুট উচুতে অবস্থিত এই সোনাইছড়ি সানসেট পয়েন্ট। পাহাড়ের চুড়ায় দাড়িয়ে পাহাড় এবং আকাশের মিতালির এক অপূর্ব নিদর্শন এই শৈলচূড়া বা দুর্বিণ পর্যটন স্পট।
নাইক্ষ্যংছড়ি, পার্বত্য জনপদের সর্ব দক্ষিনে অবস্থিত উপজেলা, যার আয়তন প্রায় ৪৬৪ বর্গ কিলোমিটার এটি বান্দরবান জেলার অন্তর্গত দক্ষিন পশ্চিমে অবস্থিত একটি উপজেলা। নাইক্ষ্যংছড়ি রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৮৫ কিলোমিটার দক্ষিনে অবস্থিত একটি উপজেলা শহর যার উত্তরে লামা, পশ্চিমে রয়েছে পর্যটন নগরী কক্সবাজার এর রামু এবং পূর্ব ও দক্ষিন অবস্থিত মিয়ানমারের রাখাইন রাজ্য।
সোনাইছড়ি সানসেট পয়েন্ট নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত একটি নতুন, দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে আত্মপ্রকাশা করেছে। দৃষ্টিনন্দন এই পর্যটন স্পট টি কক্সবাজার থেকে ত্রিশ কিলোমিটার এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে মাত্র চার কিলোমিটার দুরত্বে অবস্থিত। তাই কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা খুব সহজেই ঘুরে আসতে পারেন নাইক্ষ্যংছড়ির এই সোনাইছড়ি সানসেট পয়েন্ট।
নাইক্ষ্যংছড়ি থেকে সোনাইছড়ি সানসেট পয়েন্ট যাওয়ার পথে রাস্তার দুই পাশের পাহাড়ী দৃশ্য খুবই মনোরম যা আরো আকর্ষণীয় করে উপস্থাপন করছে পর্যটকদের কাছে। চারপাশের সবুজ পাহাড় আর বনরাজির অপরুপ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় সকল পর্যটকদের। আর এই অপরুপ দৃশ্য উপভোগ করেত প্রতিদিন ভিড় করছে অসংখ্য সৌন্দর্যপিপাসু পর্যটক।
কিভাবে যাবেনঃ
নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা থেকে মাত্র চার কিলোমিটার দুরত্বে অবস্থিত এই এই সোনাইছড়ি সানসেট পয়েন্টে যেতে পারেন রিজার্ভ সিএনজি যোগে, এছাড়াও কক্সবাজর এর উখিয়া উপজেলার মরিচ্যা বাজার অথবা রামু উপজেলার রামু চৌমোহনী হয়ে যাওয়া যায় এই সোনাইছড়ি সানসেট পয়েন্ট তবে সোনাইছড়ি যেতে লোকাল যোগাগোগ ব্যবস্থা না থাকায় সকল স্থান হতেই রিজার্ভ গাড়ী করে যেতে হয় এই সোনাইছড়ি সানসেট পয়েন্ট। নাইক্ষ্যংছড়ি সদর হতে সোনাইছড়ি ইউনিয়ন যাতায়াতের রাস্তা জারুলিয়াছড়ি এলাকার পাহাড়ী অংশে এই সোনাইছড়ি সানসেট পয়েন্ট অবস্থিত।
বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যানাতে পারেন কমেন্ট করে। ভাল লাগলে শেয়ার করে যানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদের কে। আর ভ্রমণ বিশয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
💚 কক্সবাজার সৈকতে সূর্যাস্ত - লাবনী সৈকত
• কক্সবাজার সৈকতে সূর্যা...
💚 রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, রামু || কক্সবাজার ভ্রমণ
• রাংকূট বনাশ্রম বৌদ্ধ ব...
💚 সেন্টমার্টিন দ্বীপে সূর্যাস্ত | সেন্টমার্টিন ভ্রমণ
• সেন্টমার্টিন দ্বীপে সূ...
💚 মাধবপুর লেক এবং চা বাগান, কমলগঞ্জ, সিলেট || সিলেটের দর্শনীয় স্থান
• মাধবপুর লেক এবং চা বাগ...
💚 আটঘর কুড়িয়ানা, বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার । বাংলাদেশের ব্যাকওয়াটার মার্কেট
• আটঘর কুড়িয়ানা, বাংলাদে...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▶️ যোগাযোগ করুনঃ
vromonjanala@gmail.com
▶️ ফেসবুকে আমাদের অনুসরণ করুনঃ
/ vromonjanala
▶️ টুইটারে আমাদের অনুসরণ করুনঃ
/ vromonjanala
▶️ পিনটারেস্ট এ আমাদের অনুসরণ করুনঃ
/ vromonjanala
▶️ লিঙ্কডিনে আমাদের অনুসরণ করুনঃ
/ vromonjanala
▶️ রেডডিতে আমাদের অনুসরণ করুনঃ
/ vromonjanala
▶️ টাম্বলারে আমাদের অনুসরণ করুনঃ
/ vromonjanala
▶️ ব্লগস্পটে আমাদের সন্ধান করুনঃ
vromonjanala.b...
▶️ ওয়ার্ডপ্রেসে আমাদের সন্ধান করুনঃ
vromonjanala.w...
▶️ ইউটিউব সাবস্ক্রাইব লিঙ্কঃ
/ @vromonjanala
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#SonaichoriSunsetPoint
#naikhongchhari