সূরা হামিম সাজদাহ’র শেষপর্বে সেরা তাফসীর || জিকির ও চিরস্থায়ী জাহান্নামীর ব্যাখ্যা || Mozammel Haque

  Рет қаралды 20,884

Tahjib Center

Tahjib Center

Жыл бұрын

সূরা হা-মীম সাজদাহ এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৮, আয়াত : ৪৪-৫৪ শেষপর্ব || Sura Hamim Sasda tafsir : 40-43 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
#সুরা_হামীম
وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَّقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاء وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُوْلَئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍ بَعِيدٍ
আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম, তবে অবশ্যই তারা বলত, এর আয়াতসমূহ পরিস্কার ভাষায় বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য যে, কিতাব অনারব ভাষায় আর রসূল আরবী ভাষী! বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয়, তাদের কানে আছে ছিপি, আর কোরআন তাদের জন্যে অন্ধত্ব। তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহবান করা হয়। [সুরা হা-মীম - ৪১:৪৪]
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ সৃষ্টি হয়। আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। তারা কোরআন সমন্ধে এক অস্বস্তিকর সন্দেহে লিপ্ত। [সুরা হা-মীম - ৪১:৪৫]
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ وَمَنْ أَسَاء فَعَلَيْهَا وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ
যে সৎকর্ম করে, সে নিজের উপকারের জন্যেই করে, আর যে অসৎকর্ম করে, তা তার উপরই বর্তাবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেই যুলুম করেন না। [সুরা হা-মীম - ৪১:৪৬]
إِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ وَمَا تَخْرُجُ مِن ثَمَرَاتٍ مِّنْ أَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَى وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَائِي قَالُوا آذَنَّاكَ مَا مِنَّا مِن شَهِيدٍ
কেয়ামতের জ্ঞান একমাত্র তাঁরই জানা। তাঁর জ্ঞানের বাইরে কোন ফল আবরণমুক্ত হয় না। এবং কোন নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকরা কোথায়? সেদিন তারা বলবে, আমরা আপনাকে বলে দিয়েছি যে, আমাদের কেউ এটা স্বীকার করে না। [সুরা হা-মীম - ৪১:৪৭]
وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا يَدْعُونَ مِن قَبْلُ وَظَنُّوا مَا لَهُم مِّن مَّحِيصٍ
পূর্বে তারা যাদের পূজা করত, তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে, তাদের কোন নিস্কৃতি নেই। [সুরা হা-মীম - ৪১:৪৮]
لَا يَسْأَمُ الْإِنسَانُ مِن دُعَاء الْخَيْرِ وَإِن مَّسَّهُ الشَّرُّ فَيَؤُوسٌ قَنُوطٌ
মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না; যদি তাকে অমঙ্গল স্পর্শ করে, তবে সে সম্পূর্ণ রূপে নিরাশ হয়ে পড়ে। [সুরা হা-মীম - ৪১:৪৯]
وَلَئِنْ أَذَقْنَاهُ رَحْمَةً مِّنَّا مِن بَعْدِ ضَرَّاء مَسَّتْهُ لَيَقُولَنَّ هَذَا لِي وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِن رُّجِعْتُ إِلَى رَبِّي إِنَّ لِي عِندَهُ لَلْحُسْنَى فَلَنُنَبِّئَنَّ الَّذِينَ كَفَرُوا بِمَا عَمِلُوا وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ
বিপদাপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলতে থাকে, এটা যে আমার যোগ্য প্রাপ্য; আমি মনে করি না যে, কেয়ামত সংঘটিত হবে। আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই, তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে। অতএব, আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি। [সুরা হা-মীম - ৪১:৫০]
وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاء عَرِيضٍ
আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে। আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে। [সুরা হা-মীম - ৪১:৫১]
قُلْ أَرَأَيْتُمْ إِن كَانَ مِنْ عِندِ اللَّهِ ثُمَّ كَفَرْتُم بِهِ مَنْ أَضَلُّ مِمَّنْ هُوَ فِي شِقَاقٍ بَعِيدٍ
বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়, অতঃপর তোমরা একে অমান্য কর, তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতায় লিপ্ত, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? [সুরা হা-মীম - ৪১:৫২]
سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ
এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে ফুটে উঠবে যে, এ কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি যথেষ্ট নয়? [সুরা হা-মীম - ৪১:৫৩]
أَلَا إِنَّهُمْ فِي مِرْيَةٍ مِّن لِّقَاء رَبِّهِمْ أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُّحِيطٌ
শুনে রাখ, তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পতিত রয়েছে। শুনে রাখ, তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। [সুরা হা-মীম - ৪১:৫৪]

Пікірлер: 35
@mohammednazmulhasan6993
@mohammednazmulhasan6993 Жыл бұрын
Thanks for your new lecture
@threesistersplayinghouse8021
@threesistersplayinghouse8021 Жыл бұрын
MashaAllah Jajakumollah khayran
@rafikulislam3880
@rafikulislam3880 Жыл бұрын
আলহামদুলিল্লাহ্‌
@arvlog3079
@arvlog3079 Жыл бұрын
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।
@aminulislamgazi4496
@aminulislamgazi4496 Жыл бұрын
May Allah give Hujur thousands year's age.
@mdherumiah5138
@mdherumiah5138 Жыл бұрын
Alhamdulillah
@abdullatifahmed2589
@abdullatifahmed2589 Жыл бұрын
হুজুরের তফসির খুবই ভালো লাগে। আল্লাহ তেনাকে দীর্ঘ হায়াত দান করুন।
@rafiqulislam8966
@rafiqulislam8966 Жыл бұрын
আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততই ভাল লাগে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারছি আল্লাহ হুজুরকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আমিন।
@shahinabegum2984
@shahinabegum2984 Жыл бұрын
আলহামদুলিল্লাহ।
@Kamal18902
@Kamal18902 Жыл бұрын
ÕÕÕÕÕÕÕÕ
@Kamal18902
@Kamal18902 Жыл бұрын
ÕÕÕ
@Kamal18902
@Kamal18902 Жыл бұрын
9
@sazzadulhauqe1877
@sazzadulhauqe1877 Жыл бұрын
বাংলাদেশের শেরা আলেম অধ্যাপক মাউলানা মোজাম্মেল হক
@user-fg6kk5fd8t
@user-fg6kk5fd8t Жыл бұрын
আস্তাগফিরুল্লাহ ও্য়াতুবু ইলাইহী, আল্লাহুমাগফিরলী ।
@mbrchyjontu4194
@mbrchyjontu4194 Жыл бұрын
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,, পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,,
@NasirUddin-qv2ne
@NasirUddin-qv2ne Жыл бұрын
আমি হুজুরের কথা শুনি, ভালই লাগে।
@AbuBakar-eo1oi
@AbuBakar-eo1oi Жыл бұрын
জাযাকুমুল্লাহ
@skmahasin2538
@skmahasin2538 Жыл бұрын
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আমার এক হুজুরের কাছে প্রশ্ন আমি কোন ওয়াজ মাহফিলে কিছু টাকা দান করলাম সেই খানে একটা সুদখোর দান করলো সেই দানে সয়আব পাওয়া যাবে এই উত্তর আসাই রুইলাম
@kayumahmed-rr7fu
@kayumahmed-rr7fu Жыл бұрын
আপনার টা আপনি পাবেন স্বাভাবিক।
@Habiburrahman-gt4vm
@Habiburrahman-gt4vm Жыл бұрын
Assalamoalikum wa
@Muftymunaower123
@Muftymunaower123 Жыл бұрын
ভাইয়া আপনাদের নাম্বার প্রয়োজন
@m.anwarulhaque3595
@m.anwarulhaque3595 Жыл бұрын
I want to buy full set of tafsir ul quran. From which library I can get them in Dhaka?
@md.sirajulislam1997
@md.sirajulislam1997 Жыл бұрын
৮২নং সূরাহর ১৩-১৪ এর তাফসির শুনতে চাই।
@roxanaislam970
@roxanaislam970 Жыл бұрын
হুজুর কোরানে আল্লাহ বলেছেন।যে জান্নাতে যাবে সে চিরকাল জান্নাতে থাকবে।আর যে জাহান্নামে যাবে সে চিরকাল জাহান্নামে থাকবে। তাহলে আপনি কোথায় পেলেন জাহান্নামে গেলে আবার বের হয়ে আসবে।
@emdadulkabirsajib1982
@emdadulkabirsajib1982 Жыл бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমুতুল্লাহ। হুজুরের নিকট আমার একটা বিষয় জানার আছে। আশা করি পরবর্তী কোন আলোচনায় এই বিষয়টা নিয়ে কথা বলবেন। আমার জানার বিষয় হলো দুনিয়াতে রাষ্ট্র বা সমাজ কর্তৃক মানুষের অপরাধের যে শাস্তি দেয়া হয় তাতে কি পরকালের শাস্তি কমবে বা বাতিল হবে?
@md.sirajulislam1997
@md.sirajulislam1997 Жыл бұрын
২নং সূরাহর ৮০নং আয়াত এবং ২৩বং সূরাহর ১০৩ নং আয়াতের একসাথে তাফসির শুনতে চাই।
@md.sirajulislam1997
@md.sirajulislam1997 Жыл бұрын
আল্লাহ কোন আয়াতে হুকুম জারী করেছেন যে, সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে?
@md.sirajulislam1997
@md.sirajulislam1997 Жыл бұрын
জাহান্নাম থেকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে আসবে -- কোরআনের কোন আয়াতে আল্লাহ সেটা বলেছেন?
@md.sirajulislam1997
@md.sirajulislam1997 Жыл бұрын
২৩নং সূরার ১০৩নং আয়াতের ব্যাখ্যা কি দিবেন? ঐখানে কাদের স্থায়ী জাহান্নামি বলবেন?
@markfull007
@markfull007 Жыл бұрын
(79) সূরা নাযিয়াত 42 নম্বার আয়াতে লেখা আছে কেয়ামত কবে হবে? এইটার মধ্যে Calculations করলে পাওয়া যাবে। মূলত 3টি Process এ কেয়ামত হবে। প্রত্যেকটির সময় আলাদা আলাদা নির্ধারণ করা আছে।
@marob5331
@marob5331 Жыл бұрын
জাহান্নাম থেকে বের করা হবে এর সম্পর্কে ১টা আয়াত দেখান। পারবেন না সারা কুরআন শরীফ খুজে। সুতরাং জাহান্নাম থেকে বের করা হবে এটা খ্রিস্টান দের আকিদা।আলে ইমরান ২৪।বাকারাহ ৮০।আয়াত গুলো ভালো ভাবে দেখেন।
@mdzsz1997
@mdzsz1997 Жыл бұрын
Alhamdulillah
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 4,7 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН