Рет қаралды 805
সূরা আল কদর (বা ক্বদর) (আরবি: سورة القدر) কুরআনের ৯৭ তম সূরা, এর আয়াত সংখ্যা ৫ টি এবং এর রূকুর সংখ্যা ১।
আল ক্বদর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কদরের এর অর্থ মাহাত্ম্য ও সম্মান। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে "লায়লাতুল-কদর" তথা মহিম্মান্বিত রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেনঃ এ রাত্রিকে লায়লাতুল-কদর বলার কারণ এই যে, আমল না করার কারণে এর পূর্বে যার কোন সম্মান ও মূল্য মহিমান্বিত থাকে না, সে এ রাত্রিতে তওবা-এস্তেগফার ও এবাদতের মাধ্যমে সম্মানিতও হয়ে যায়।
ঐতিহাসিক পটভূমি
হযরত আবু যর গেফারী বর্ণিত রেওয়ায়েতে রসূলুল্লাহ্ (সঃ) বলেনঃ ইবরাহীম-এর সহীফাসমূহ ৩রা রমযানে, তাওরাত ৬ই রমযানে, ইঞ্জিল ১৩ই রমযানে এবং যাবুর ১৮ই রমযানে অবতীর্ণ হয়েছে। কোরআন পাক ২০শে রমযানুল-মোয়ারকে নাযিল হয়েছে। হাদীসে আছে, শবে-কদরে জিবরাঈল ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী-পুরুষ নামায অথবা যিকরে মশগুল থাকে, তাদের জন্যে রহমতের দোয়া করেন। ফেরেশতাগণ শবে-কদরে সারা বছরের অবধারিত ঘটনাবলী নিয়ে পৃথিবীতে অবতরণ করে। কোন কোন তফসীরবিদ একে "সালাম্মুন" এর সাথে সম্পর্কযুক্ত করে এ অর্থ করেছেন যে, এ রাত্রিটি যাবতীয় অনিষ্ট ও বিপদাপদ থেকে শান্তিস্বরূপ। শবে-কদরের এই বরকত রাত্রির কোন বিশেষ অংশে সীমিত নয়; বরং ফজরের উদয় পর্যন্ত বিস্তৃত।
#সূরাআলকদর #surahAlQadr #qarimahmudulhasanashrafi
মিজানুর রহমান আজহারীর প্রথম মাহফিল ও সকল ওয়াজ মাহফিল
• ইউটিউবে প্রথম মাহফিল “...
ক্বারী আবু রায়হান কুরআন সম্পূর্ণ তিলাওয়াত Qari Abu Rayhan Quran Tilawat
• সূরা আন নিসা | ক্বারী ...
🎯 Subscribe Here: / @alheraislamiccenter
🎯 Our Facebook Page: / alheraislamicofficial
🌐 Subscribe Here: / @worldmuslimmedia
🌐 Our Facebook Page: / alheratv
Recorded by Al Hera Islamic Center
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ইসলাম প্রচারে শরীক হবেন আশাকরি। সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।
Al Hera Islamic Center চ্যানেলে আপলোডকৃত সমস্ত ভিডিও Al Hera Islamic Center এর নিজস্ব। Al Hera Islamic Center চ্যানেলের কোন ভিডিও সম্পূর্ণ বা আংশিক কোন ইউটিউব চ্যানেল বা অন্য কোন সোশ্যাল মিডিয়ায় আপেলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ।