আস সালাম জামে মসজিদ, শেখের কিল্লা,রামগতি, লক্ষীপুর। As Salam Jame Mosque, Ramgoti, Laxmipur.

  Рет қаралды 3,809

Mosiur Suzan Travel

Mosiur Suzan Travel

Күн бұрын

দ্বিতল এ মসজিদে কোনো আলাদা জানালা নেই। মসজিদটি নকশাই এমন চারদিক থেকে কোনো বাধা ছাড়াই আলো বাতাস প্রবেশ করছে ভেতরে। তবে মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য দুইটি দৃষ্টিনন্দন দরজা রয়েছে।মসজিদে আসা মুসল্লিরা রোদ-বৃষ্টি-কুয়াশা উপভোগ করতে পারবেন। তবে রোদে গরমে কেউ পুড়বে না, বৃষ্টিতে কেউ ভিজবে না। গরমে মসজিদকে শীতল করার জন্য ভেতরে রয়েছে পানি সংরক্ষণের জন্য ৪টি জলাধার। গ্রীষ্মকালে মসজিদকে শীতল রাখবে জলাধারগুলোতে স্থান পাওয়া শীতল পাথরগুলো।
দ্বিতল এ মসজিদটির নিচ তলা দুই ভাগে বিভক্ত। সামনে মেহরাব ও মসজিদের মূল অংশ। এর পেছনে মাঝ বরারব গলিপথ। তার দুই পাশে শীতল জলাধার, রোদ আর বৃষ্টির প্রবেশ পথ। মুসল্লিদের জন্য একটি প্রশান্তময় স্থান তৈরি করতেই মসজিদে প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে। পেছনের অংশে বড় গ্যালারির মসজিদ। গ্যালারির অংশের পিছন থেকে দোতলায় উঠার সিঁড়ি। দোতলায় রয়েছে নারীদের নামাজ পড়ার স্থান।
এ মসজিদটিতে যেতে হলে আপনারা লক্ষীপুরের ঝুমুর বাস স্টান্ড থেকে ২টি উপায়ে যেতে পারেন....
১। বাস/লেগুনা/সিএনজি করে চর লরেন্স চলে যাবেন। বাস/লেগুনা ৫০ টাকা ভাড়া নিবে। চর লরেন্স বাজার থেকে সিএনজি যোগে ফজু মিয়ার হাট চলে যাবেন। ফজু মিয়ার হাট নেমে হাজীগঞ্জ বাজার নামক স্থানে চলে যাবেন। হাজীগঞ্জ বাজার গিয়ে রিক্সায় করে স্থানীয়দের সহায়তায় শেখের কিল্লা সংলগ্ন স্থানটিতে চলে যেতে পারেন। শেখের কিল্লার পাশেই মসজিদের অবস্থান।
২। বাস/লেগুনায় আলেক্সান্ডার চলে যেতে পারেন। আলেক্সান্ডার থেকে সোনাপুরের রাস্তায় ১১ কিমি. দুরত্বে হাজীগঞ্জ বাজার(শেখের কিল্লা) মসজিদটিতে চলে যেতে পারেন।

Пікірлер: 5
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
How to win a argument
9:28
ajaxkmr
Рет қаралды 524 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН