@@greengardeningwithmallika 2 :51 minute e j gach ta dekha jachhe seta
@Abdullahmahdi55802 ай бұрын
আপু,মরিচ গাছে ছোট ছোট পিঁপড়া কি করনীয়।
@greengardeningwithmallika2 ай бұрын
মরিচ গাছে জন্য কীটনাশক তৈরির ভিডিও আছে ওতে পিঁপড়ে পোকা পাতা কোকড়ানো রোগ এগুলো দূর হয়ে যাবে ফুল ধরার সমস্যা ও রোধ করবে তুমি দয়া করে ওই ভিডিওগুলো দেখে নাও একটু পিছনের দিকে ভিডিও ফলো করো। ভালো থেকো অনেক অনেক ভালোবাসা নিয়ে।
@Abdullahmahdi55802 ай бұрын
এলামুন্ডা গাছ কখন চাটাই করতে হয়
@greengardeningwithmallika2 ай бұрын
এখন যেহেতু ফুলের সিজেন নভেম্বরের দিকে তুমি কাটায় সেটাই করে দেবে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দেবে। যদি ডালগুলো লম্বা লম্বা হয়ে যায় এবং সেফ নষ্ট হয়ে যায় তাহলেই পড়তে পারো, গাছের চেহারা যদি ভালো থাকে সেভ যদি ভাল থাকে তাহলে করার প্রয়োজন নেই। এমনি থেকেই খাবার দাও ভালো থাকবে। ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ। আমার গাছে অজস্র হারে ফুল দিচ্ছে।
@alpanabanerjee61892 ай бұрын
আমি গাছ নিয়ে কি সমস্যায় পড়েছি প্রথম সাদা মাছি কমছে না ছাদে গিয়ে দেখলাম অন্য জবা গাছে ছোট ছোট কালো কালো পোকা টগর গাছে পিঁপড়ে নিম তেল দিয়েছি কিছু হয়নি কাকাও একবার দিয়েছি সাদা মাছি কামিনী কি দেবো ভাই মনটা খুব খারাপ
@greengardeningwithmallika2 ай бұрын
একতারা একপাতা ১৫ টাকা দাম ১ লিটার জলে পুরো প্যাকেটটা দিয়ে দেবে। খুব ভালো করে জলটাকে মিক্স করে প্রত্যেকটা গাছের স্প্রে করবে অবশ্যই সন্ধ্যের আগে পরদিন সকালে স্প্রে করে সমস্ত গাছ জল দিয়ে ধুয়ে দেবে। দশ দিন পর আরো একবার দেবে দুবার করলেই ভালো রেজাল্ট আসবে বাগানে একটি পোকা থাকবে না।
@sukhirakhanam33122 ай бұрын
দিদি তোমার পুরানো লঙ্কা গাছ একসাথে বসানো দেখে আমিও ঐভাবে একটি ক্যারেটে তিনটি গাছ বসাতে চাচ্ছিলাম কিন্তু ক্যারেটের মাটি এতোটা ভেজা বুঝতে পারছিনা এর ভিতরে বসালে শিকড়ের কোনো ক্ষতি হবে কিনা
@greengardeningwithmallika2 ай бұрын
মাটি যদি কম্পোস্ট যুক্ত মাটি, ভালো মাটি হয় কোন সমস্যা হবে না বসিয়ে দিতে পারো। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, একটু সাবধানে বসাবে, বৃষ্টি হলে কোন সমস্যা থাকে না আমি যখন বসেছি খুব বৃষ্টি হয়েছিল ওই জন্য প্রত্যেকটা গাছে ফুলে ভরে গেছে আবার নতুন করে ছোট ছোট লঙ্কায় ভরে গেছে। বৃষ্টি হচ্ছে না যেহেতু একটু সাবধানে সন্ধ্যার আগে বসাবে। পরদিন সকালে দেখবে গাছ ভালো আছে। ভালো থেকো অনেক অনেক ভালোবাসা নিও।