Рет қаралды 77,071
আজ ২৫০০ বছর পরেও ভগবান বুদ্ধ আমাদের কাছে ততটাই প্রাসঙ্গিক যতটা তিনি তার সমসাময়িক কালে ছিলেন। সময় বদলালেও তখনকার মত আজও মানুষ একই জ্বালা-যন্ত্রনায় ভোগেন, মানুষ আজও চির-অতৃপ্ত। মানুষ আজও ছুটে চলেছে অবিরাম। এমতাবস্থায় গৌতম সিদ্ধার্থ কীভাবে গৌতম বুদ্ধ হলেন? _ সেই পরম অনুপ্রেরণামূলক কাহিনী এক আশার আলো জোগায়। বুদ্ধ-পূর্ণিমার পবিত্র দিনে তাঁর আত্মজ্ঞান লাভ বা বোধি লাভের বুদ্ধকথা এবং আরও কিছু বিরল ঘটনা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সদগুরু।
English Video: • Video
****************************************
সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জনপ্রিয় লেখক ও কবি। সদগুরুকে ভারতবর্ষের প্রথম ৫০ জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন ধরা হয়।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের ভেল্লিয়ানগিরি পর্বতের পাদদেশে অবস্থিত সদগুরুর আশ্রম, ঈশা যোগ কেন্দ্র; যোগ এবং ধ্যানের এক পীঠস্থান। যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি শিখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই আশ্রমে আসেন। এছাড়াও সদগুরুর প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশ এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় ভাষায় যোগ এবং ধ্যানের শিক্ষা দেওয়া হয়।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করে।
সদগুরু এবং ঈশা ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন:
www.isha.sadhgu...
সদগুরু অ্যাপ ডাউনলোড করুন:
onelink.to/sadh...
অফিসিয়াল সদগুরু বাংলা সোশ্যাল মিডিয়া লিঙ্ক:
Facebook / sadhgurubangla
Instagram / sadhguru.bangla
WhatsApp Group chat.whatsapp....
Telegram t.me/joinchat/....
আত্ম রূপান্তরের যোগ এবং ধ্যান শিখুন বিনামূল্যে:
isha.sadhguru.o...
সদগুরুর দেওয়া ঈশা ক্রিয়া ধ্যান শিখুন বিনামূল্যে:
www.ishafoundat...