Safari Park Gazipur | বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর | বাঘ সিংহের সাথে একদিন | ভ্রমণ গাইড

  Рет қаралды 1,896,205

Vromon Guide

Vromon Guide

Күн бұрын

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক (Bangabandhu Sheikh Mujib Safari Park) : বন্য প্রাণীর সাথে সারাদিন কাটানোর জন্যে ঢাকার কাছে এই এক রোমাঞ্চকর স্থান।
✿ দেশ সেরা ভ্রমণ বিষয়ক মোবাইল অ্যাপ "ভ্রমণ গাইড" : bit.ly/vromonapp
নাগরিক জীবনের ব্যস্ততার অবসরে ঘুরে আসতে পারেন রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে। প্রায় ৩,৬৯০ একরের সাফারী পার্কটি থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি করা হয়েছে। সারাদিন কাটানোর জন্যে খুব সুন্দর জায়গা। এখানে রয়েছে -
নেচার হিস্ট্রি মিউজিয়ামঃ বিভিন্ন জলজ প্রাণী এবং অন্য অংশে বিভিন্ন বন্য প্রাণী বিশেষ প্রকৃয়ায় সংরক্ষণ করা হয়েছে।
সাফারি কিংডমেরঃ সাফারি কিংডমের রয়েছে ম্যাকাও ল্যান্ড, আফ্রিকা থেকে আনা প্রায় ৩৪ প্রজাতির বিভিন্ন রকম পাখি এবং প্রায় ২০ প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিন অ্যাকুরিয়াম।
কোর সাফারিঃ বন্য পরিবেশে উন্মুক্ত বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, হরিণ, বনগরু এবং আফ্রিকান চিতার হেঁটে বেড়ানো খুব কাছ থেকে দেখার সুযোগ রয়েছে এখানে। মিনি বাসে করে কোর সাফারি ভ্রমণকালে হয়তো হঠাৎ কোন বাঘ যদি আপনাদের রাস্তা আটকিয়ে দেয় কিংবা গাড়ির জানালার পাশে এসে সিংহ গর্জন করে উঠে তবে অবাক হবার কিছুই নেই। কারণ এমন ভাবেই সাজানো হয়েছে কোর সাফারি।
আর ঢাকার কাছে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে স্বপরিবারে চলে আসতে পারেন বঙ্গবন্ধু সাফারি পার্কে।
শিশুপার্কঃ শিশু পার্কের ভেতরে রয়েছে মিনি ট্রেন, রোলার কোস্টার, অটো প্লেন সহ বেশকিছু আকর্ষণীয় রাইড।
টাইগার রেস্তোরাঁ ও সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ। এখানে খাবার টেবিলে বসেই কাচের অন্য পাশে সিংহ কিংবা বাঘের ঘুরোঘুড়ি দেখতে পারবেন।
বঙ্গবন্ধু সাফারি পার্কে রয়েছে নৌকায় ঘুরার ব্যবস্থা, প্রজাপতি পার্ক, 9D মুভি থিয়েটার, অর্কিড হাউজ, জিরাফ ফিডিং স্পট, পেঁচা কর্নার, এগ ওয়ার্ল্ড, আইল্যান্ড এবং জলহস্তির কর্মকান্ড দেখতে পারবেন।
পার্কে প্রবেশ মূল্য ও অন্যান্য খরচ:
সকল বাংলাদেশিদের জন্য পার্কে প্রবেশ টিকেটের মূল্য ৫০ টাকা তবে ১৮ বছরের নিচে ছেলেমেয়েরা ২০ টাকায় পার্কে প্রবেশ করতে পারে। আর সাধারণ অথবা শিক্ষা সফরে আসা ছাত্রছাত্রীদের পার্কে প্রবেশ করতে ১০ টাকা দিতে হয়। বিদেশী দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ মূল্য ৫ ডলার।
কোর সাফারি পার্ক যেখানে খোলা পরিবেশে জীব জন্তু ঘুরে বেড়ায় তার মাঝ দিয়ে জীপ ও মিনিবাসে ঘুরে দেখতে জনপ্রতি ১০০ টাকা প্রদান করতে হবে। ১৮ বছরের কম বয়সীদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। মিনিবাসে করে কোর সাফারি ঘুরতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।
পার্কের অন্যান্য জায়গাতে প্রবেশ করতে হলেও টিকেট কেটে প্রবেশ করতে হয়। সবগুলো স্পট দেখতে মোটামুটি ২০০-৩০০ টাকা লাগবে। একসাথে কয়েকটি স্পট দেখার প্যাকেজ ও পাওয়া যায়। এছাড়া প্যাডেল বোটে ৩০ মিনিট ভ্রমণ করতে জনপ্রতি ২০০ টাকা খরচ হবে।
বাস, মাইক্রোবাস/মিনি বাসে পার্কিং ভাড়া ২০০ টাকা এবং জিপ/প্রাইভেট কার, অটোরিক্সা/সিএনজির পার্কিং ভাড়া ৬০ টাকা।
(সময় ভেদে সকল ভাড়া পরিবর্তিত হতে পারে)
পরিদর্শনের সময়:
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মঙ্গলবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। পুরোটা ঘুরে দেখতে চাইলে সারাদিন চলে যাবে। তাই সবচেয়ে ভালো হয় যদি সকাল সকাল চলে যান। তাহলে আরামে সারাদিন ঘুরে ঘুরে সব অংশ দেখতে পারবেন।
যোগাযোগ:
বন সংরক্ষক
বন্য প্রানী ও প্রক্তি সংরক্ষক অঞ্চল
বন ভবন, আগারগাও, ঢাকা
মোবাইল: +88-01727-329816
ওয়েবসাইট: www.safariparkgazipur.info.bd
হোটেল,পিকনিক স্পট বুকিং সহ যেকোনো প্রয়জনে হট লাইন:
+88-01973-000044
+88-01823-000044
+88-01823-004484
সাফারি পার্ক যাবার উপায়:
ঢাকার যেকোন স্থান থেকে শ্রীপুর, ভালুকা কিংবা ময়মনসিংহ গামী বাসে গাজীপুর চৌরাস্তা অতিক্রম করে কিছুটা গেলে বাঘের বাজারে সাফারি পার্কের বিশাল সাইনবোর্ড দেখতে পাবেন। বাঘের বাজার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক যেতে রিকশা বা অটোরিকশা ভাড়া লাগবে ২০-৪০ টাকা।
এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজার যাওয়ার জন্য কিছু হিউম্যান হলার রয়েছে। সেগুলোতে বাঘের বাজার গিয়ে রিক্সা বা অটোরিক্সাতে সাফারি পার্ক যেতে পারবেন।
পর্যটকদের জন্য পরামর্শ:
- প্লাস্টিক বোতল, পলিথিন, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন।
- বাঘ ও সিংহের পরিদর্শনকালে চলন্ত গাড়ি থেকে নামবেন না।
- হিংস্র বন্য প্রাণীর খাচা থেকে দূরে থাকবেন।
- সতর্কতা বার্তা যেখানে যা লিখা আছে মেনে চলুন।
- মাইক বাজানো বা উচ্চ শব্দ সৃষ্টিকারী কোন যন্ত্র ব্যবহার করবেন না।
- বিশ্রামাগার ব্যবহার করতে চাইলে অগ্রিম বুকিং দিয়ে নিন।
- বন্যপ্রাণিদের খাবার প্রদান থেকে বিরত থাকুন।
----------------------
যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।
✿ ইউটিউব সাবস্ক্রাইব লিংকঃ www.youtube.co...
✿ ফেসবুক পেইজঃ / vromonguidebd
✿ ওয়েবসাইটঃ VromonGuide.com

Пікірлер: 699
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 65 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН