আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই-রোজা ছাড়া। তা আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব।
@BIPULAWACADEMY2 жыл бұрын
অবশ্যই দিবে। তবে তা হালাল উপার্জন কারীদের জন্য
@shohaghhossain42182 жыл бұрын
😍
@জাকিরটিভি522 жыл бұрын
AMEEN
@loobbullabib45042 жыл бұрын
আমীন
@shamsiakhatun39822 жыл бұрын
Amin
@এসোসবাইইসলামএ2 жыл бұрын
মাশাআল্লাহ এতো সুন্দর প্রোগ্রাম এর জন্য যমুনা টিভি কে শুকরিয়া
@rekhabegom12542 жыл бұрын
সুবহানাল্লাহ
@MUSAFiRbySPaRvez2 жыл бұрын
আসলেই ভাল হয়েছে
@mdhamidulislam892 жыл бұрын
বান্দা যখন দোয়ার জন্য হাত উঠায়, সেই হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। 💛 _(আবু - দাউদ - ৩৩৭০)
সুবহানাল্লাহ কুরআন ও সহিহ হাদিস থেকে খুব সুন্দর বর্ণনা। এই প্রোগ্রাম মিস করবোনা ইনশাআল্লাহ ❤
@dmmasud77372 жыл бұрын
আল্লাহ্ যেভাবে সন্ধ্যার পরিচয় দিয়েছেনঃ 1.মাগরিবাশ শামস- সুর্যাস্তের স্থান (shura kahaf১৮:৮৬)"অবশেষে যখন সে পৌঁছল সুর্যাস্তের স্থানে। 2. আশ শাফাক সন্ধ্যা লালিমা,লাল আভা- সন্ধ্যকালীন গোধূলি,রক্তজবা. (shura insikak৮৪:১৬) অত:পর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার। 3.আছাল (সন্ধ্যা) (shura ra'ad১৩:১৫) আর আল্লাহ্'র জন্য আসমানসমূহ ও যমীনের সবকিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদাহ্ করে সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও. (shura noor ২৪:৩৬) সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ্ করে। 4.আশীয়্যাহ(সন্ধ্যা) (shura marayam১৯:১১) " তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবীহ্ পাঠ কর। 5.তুমছুম (সন্ধ্যায় উপনীত হওয়া) (shura roum৩০:১৭ ) "অতএব তোমরা আল্লাহ্ তাসবীহ্ কর,যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে। 6. তুরীহুন (সন্ধ্যা) (shura nahol১৬ঃ৬) "আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও। আরও দেখুনঃ (shura marayam১৯:৬২) (shura momin৪০:৪৬) (shura furkan২৫:৫)(shura ahojab৩৩:৪২)(shura fatah৪৮:৯)(shura dahor৭৬:২৫) (suhra kaff৫০:৩৯) । অতএব উপরোক্ত আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবেই জানা গেল সূর্যাস্ত গেলে সন্ধ্যা হয়। রাত হয় না। তাই সূর্যাস্ত কিংবা আছীল বা প্রচলিত মাগরিবের আযানের সংঙ্গে সিয়াম পূর্ণ করার/ইতমাতের কোনই সম্পর্ক নেই। সুতরাং সুর্যাস্তের পর পশ্চিম আকাশের শাফাক 'লালীমা চলে যাওয়ার পর যখন রাতের অন্ধকারে ছেয়ে যাবে তথা রাতের প্রথম প্রহর শুরু হবে ঠিক সিয়ামের ইতমাত এর সঠিক সময় হবে। (shura baqara২:১৮৭) অত:পর তোমরা সওমগুলোকে রাত পর্যন্ত পূর্ণ কর। এবার দেখব সু'মহান আল্লাহ্ কি ভাবে আমাদের'কে রাতের সংঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। 1."কসম রাতের যখন তা অন্ধকারে ঢেকে যায়।(shura layl৯২:১ ) 2.'কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছান্ন হয়।(shura insirah৯৩:২) 3."কসম রাতের যখন উহাকে তথা সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে দেয়।(shura sams৯১:৪) 4."আর আমিই রাত'কে করেছি অন্ধকারাচ্ছন্ন আবরণ-পোশাক হিসাবে।(shura naba৭৮:১০) 5.''অত:পর আমি অবশ্যই কসম করছি পশ্চিম আকাশের সন্ধ্যা লালিমার,কসম রাতের আর রাত যা কিচ্ছু অন্ধকারে ঢেকে দেয়।(shura insikak৮৪:১৬-১৭) 6."আর তিনিই তোমাদের জন্য রাত'কে অন্ধকারের ঢাকনা হিসাবে নির্ধারণ করেছেনও নিদ্রাকে করেছেন আরামপ্রদ এবং দিন'কে করেছেন জাগ্রত থাকার সময়।(shura furkan২৫:৪৭) 7."অত:পর রাত যখন তার উপর অন্ধকারে আচ্ছন্ন করল,তখন সে কোন একটা তারকা দেখল।(shura anam ৬:৭৬) 8."আর তারা ইশার সময় তথা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট উপস্থিতহল। (shura eusuf১২:১৬) 9."আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।(shura easin৩৬:৩৭) উপরোক্ত আয়াত দ্বারা স্পষ্ট থেকে সুস্পষ্ট ভাবে প্রমান হলো কখন সু'মহান রব্বুল আ'লামীন ইতমাম/ ইতমাত করতে বলেছেন,অবশ্যই রাত পর্যন্ত পূর্ণ করতে বলেছেন এবং কখন রাত হয় তাও সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আর তাই যখন সূর্যের আলো চলে গিয়ে অন্ধকার হবে তখন আমাদেরকে ইতমাম/ইতমাত করতে হবে অর্থাৎ যখন চারদিকে অন্ধকার হয়ে যায় ।
@loobbullabib45042 жыл бұрын
ইনশাআল্লাহ
@mahanif85002 жыл бұрын
সুবাহান্নালাহ,যিনি এই ধরণের একটা প্রোগ্রাম তৈরি করেছেন তাকে ধন্যবাদ।
@jahidmiah13822 жыл бұрын
অনেক অনেক শুকরিয়া যমুনা টেলিভিশন কে এত সুন্দর একটি ভিডিও দেখাবার জন্য
@tafikulislam2 жыл бұрын
Jamuna TV কে ধন্যবাদ ইসলামীক আয়োজন করার জন্য এবং সূরা আল-কাহাফ এর ফযিলত সম্পর্কে বিস্তারিত বলার জন্য
@voiceoftheemaan21792 жыл бұрын
অধিকাংশ সাহাবী, মুফাসসির এবং ঐতিহাসিকদের মতে আসহাবে কাহাফের গুহা জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত।
@qreyeyyaggsgd32672 жыл бұрын
Right ami thekhesi u sha bin noon (a) er kobor r nobikorim (s.a) er jonno je tree jibito hoyese ja akhono ase mon vore thekhesi nobijir our panite shatar ketesi
@mohammedomarfaroquefarobi46378 ай бұрын
ঠিক বলেছেন এটাবজর্দানে
@ShshJ2jwi2 ай бұрын
আমি আজকে জর্ডানের সম্মানে এসে ৭ যুবকের কবর দেখলাম আলহামদুলিল্লাহ
❤️ইসলামের এমন গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করার জন্য,✅আপনাদের ধন্যবাদ,৷❤️ আসা করি এমন আরো ঘটনা তুলে ধরলে প্রতিটা মানুষ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার,পারবে,, ✅❤️
@MdIsmail-or8en2 жыл бұрын
কিছুক্ষণের জন্যে হারিয়ে গিয়েছিলাম সেই সময়ে। জাজাকুমুল্লাহ খাইরান।
@neyamulzannat68572 жыл бұрын
ধন্যবাদ। আল্লাহ্ এভাবেই যেন আল্লাহ্ বাণী প্রচারে প্রতিটি মিডিয়াকে সঠিক জ্ঞান দান করেন। আমিন।
@anisurrahmanapu46982 жыл бұрын
খুবি ভাল লাগলো,, ধন্যবাদ যমুনা টিভি কে এরকম একটা প্রোগ্রাম উপহার দেয়ার জন্য।
@pachmisali1232 жыл бұрын
সূরা কাহাফ এর অর্থ পরার পর সিরিয়াল "আসহাবে কাসাফ " দেখি৷ আর এবার সরাসরি গুহাটাও দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ
@10thgenerationdairyman72 жыл бұрын
গুহা জর্দানে,,, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন,,, সব জায়গায় ভেজাল।
@mazedulislam8093Ай бұрын
Ata onno jaiga,,ashaba kahaf er guha Jordan a ,
@mzbadal452 жыл бұрын
প্রতি শুক্রবার সুরা কাহাফ পড়ার ফযিলত বর্না করেন যাতে মানুষের উপকার হয়।
@crazyexplorer72028 ай бұрын
তুই পড়ছ তাইলেই হইছে। সবকিছু এক জায়গায় চাস ক্যা?
@mdnirobsathysathy80042 жыл бұрын
আমরা আসা করছিলাম এমন সব ইসলামের ইতিহাস যমুনা টেলিভিশনে আয়োজন করা হক,আর যখন দেখলাম মাশাহআল্লাহ,খুব ভালো লাগলো,ধন্যবাদ যমুনা টেলিভিশনকে,
@mdarobali55192 жыл бұрын
৩৫০ নই ৩০৯ বছর, আল্লাহ সর্বশক্তিমান।
@NCP762 жыл бұрын
৩০৯ নির্দিস্ট নয় ভাই
@humanbrain57072 жыл бұрын
🙏, আল্লাহ আমাকে দিয়ে বলালো (সব কিছু আল্লাহর ইচ্ছায়) এটা শুধু মাত্র একটা গল্প, এ থেকে কি কি বাস্তবতা পাওয়া যায় ? সেটাই বরং আমলে/কর্মে নেয়া উচিত।
@mdarobali55192 жыл бұрын
@@NCP76 যাই হোক আল্লাহ ভালো জানেন ভাই,
@mdarobali55192 жыл бұрын
@@humanbrain5707 ঠিক বলেছেন ভাই, এই ব্যাপারের আল্লাহ ভালো জানেন।
আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ধন্যবাদ এতসুন্দর ভিডিও করার জন্য।
@omarfaruq40832 жыл бұрын
মাশাআল্লাহ ভালো উদ্যোগ,,,দোয়া করি এই ভাবে আরো বেশি বেশি ইসলাম প্রচার করুন
@Zinia-bb8mn2 жыл бұрын
মাশাআল্লাহ। অনেক সুন্দর প্রোগ্রাম করেছেন। মুসলিম হিসেবে সঠিক ইতিহাস তুলে ধরা একই সাথে সওয়াব ও জ্ঞানের কাজ।
@lailahaillallah99382 жыл бұрын
"মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই " - চিরস্থায়ী নেতা হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) মহান সৃষ্টিকর্তা এক ও একক মহান সৃষ্টিকর্তার নিকট সকল হৃদয়ের প্রার্থনা একটাই সৃষ্টি পরিবারের প্রতিটি প্রানের জন্য সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী চাই..... সৌজন্যে : মানবজাতি পরিবারের সকল মুসাফির
@mohammadmojammel69702 жыл бұрын
এই আসহাবে কাহফের গুহা দেখার জন্য অনেক খুজছিলাম কিন্তু পায়নি। কিন্তু আজ যমুনা টিভির মাধ্যমে তা পেয়েছি তাই যমুনা টিভিকে অনেক শুকরিয়া।
@JamilAhmed-ot1pn2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ যমুনা টিভিকে। ইসলামের সৌন্দর্য্য ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী। আমীন
মাশাআল্লাহ্ ইসলামের ইতিহাসের সত্য ঘটনা তুলে ধরার জন্য যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ।
@mamunahmed-rp2wz2 жыл бұрын
শুকরিয়া,,, সুন্দর একটা প্রতিবেদন প্রকাশের জন্য।
@shiblymahmood24012 жыл бұрын
তিন শ নয় বছর ঘুমিয়ে ছিলেন এবং পরবর্তীতে বিশ্ব শ্রষ্টা আল্লাহ্ রাব্বুল আলামিন মা'বুদ মাওলার নির্দেশে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন।
@qreyeyyaggsgd32672 жыл бұрын
Na tader ke poroborti somoy ghomonto obostha te mittu boron koren ata jordane ammaan City r ai ammaan er name silo filad elfia ami vebesilam tara jibito pore jante pari tader oddesso shese ghomiye gele Allah tader mittu dan koren amer kase tader pic ase
@mirzaabujafar72922 жыл бұрын
বর্ণনাকারীর আকর্ষণীয় কন্ঠস্বর, চমৎকার বাচনভঙ্গী এবং হৃদয়ছোঁয়া বর্ণনা খুবই ভাল লেগেছে। মহান আল্লাহ্ তায়ালা পৃথিবীর প্রতিটি মুসলমানকে এভাবেই হেদায়েত এবং হেফাজত করুন। আমীন।
@iftekharhasanrezvee76362 жыл бұрын
সুবাহানাল্লাহ, শুধুমাত্র আল্লাহ পক্ষেই সকল কিছু সম্ভব
@hashiwala59872 жыл бұрын
জাজাকাল্লাহ খাইরান। ধন্যবাদ 'নগদ ইসলামিক ও যমুনা টিভি'কে
@shadowoflife4212 жыл бұрын
মিউজিক বন্ধ করে পরবর্তী প্রোগ্রাম গুলো পরিচালনা করার জন্য অনুরোধ রইল। আল্লাহ সুবহানুয়া তায়ালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন
সত্যিই আমরাও যেন সরাসরি দেখলাম।আলহামদুলিল্লাহ।যমুনা টিভি ও তার ব্যবস্হাপক দের ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রগ্রাম উপহার দেওয়ার জন্য।
@Dalyvillagefishvlog11022 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ নিউজ চ্যানেল জমুনা টিভি করতিপক্ষকে ।জানিনা জীবনে এই খানে নিজে গিয়ে দেখতে পারব কিনা । তাই জমুনা টিভি চ্যানেল কে ধন্যবাদ ।
@MahbubMohu2 жыл бұрын
মাশাআল্লাহ এইরকম ইসলামিক ইতিহাস দেখার জন্য ধন্যবাদ যমুনা চ্যানেলকে
@hridoyebangladh90532 жыл бұрын
যমুনা টেলিভিশনকে অনেক অনেক সালাম ও ধন্যবাদ।
@saifulkhalil32282 жыл бұрын
জাযাকাল্লাহ, আপনাদেরকে অভিনন্দন জানাই এই আয়োজনের জন্য "
@সোনারবাংলাদেশ-র৫ম2 жыл бұрын
এমন সংবাদ পরিবেশন করায় যমুনা পরিবার কে অসংখ্য ধন্যবাদ
@MdNurAlam-rs4wi2 жыл бұрын
আলহামদুলিল্লাহ নিজের চোখে না দেখলে ও মিডিয়ার মাধ্যমে দেখলাম যমুনা টেলিভিশনকে ধন্যবাদ
@dmmasud77372 жыл бұрын
আল্লাহ্ যেভাবে সন্ধ্যার পরিচয় দিয়েছেনঃ 1.মাগরিবাশ শামস- সুর্যাস্তের স্থান (shura kahaf১৮:৮৬)"অবশেষে যখন সে পৌঁছল সুর্যাস্তের স্থানে। 2. আশ শাফাক সন্ধ্যা লালিমা,লাল আভা- সন্ধ্যকালীন গোধূলি,রক্তজবা. (shura insikak৮৪:১৬) অত:পর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার। 3.আছাল (সন্ধ্যা) (shura ra'ad১৩:১৫) আর আল্লাহ্'র জন্য আসমানসমূহ ও যমীনের সবকিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদাহ্ করে সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও. (shura noor ২৪:৩৬) সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ্ করে। 4.আশীয়্যাহ(সন্ধ্যা) (shura marayam১৯:১১) " তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবীহ্ পাঠ কর। 5.তুমছুম (সন্ধ্যায় উপনীত হওয়া) (shura roum৩০:১৭ ) "অতএব তোমরা আল্লাহ্ তাসবীহ্ কর,যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে। 6. তুরীহুন (সন্ধ্যা) (shura nahol১৬ঃ৬) "আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও। আরও দেখুনঃ (shura marayam১৯:৬২) (shura momin৪০:৪৬) (shura furkan২৫:৫)(shura ahojab৩৩:৪২)(shura fatah৪৮:৯)(shura dahor৭৬:২৫) (suhra kaff৫০:৩৯) । অতএব উপরোক্ত আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবেই জানা গেল সূর্যাস্ত গেলে সন্ধ্যা হয়। রাত হয় না। তাই সূর্যাস্ত কিংবা আছীল বা প্রচলিত মাগরিবের আযানের সংঙ্গে সিয়াম পূর্ণ করার/ইতমাতের কোনই সম্পর্ক নেই। সুতরাং সুর্যাস্তের পর পশ্চিম আকাশের শাফাক 'লালীমা চলে যাওয়ার পর যখন রাতের অন্ধকারে ছেয়ে যাবে তথা রাতের প্রথম প্রহর শুরু হবে ঠিক সিয়ামের ইতমাত এর সঠিক সময় হবে। (shura baqara২:১৮৭) অত:পর তোমরা সওমগুলোকে রাত পর্যন্ত পূর্ণ কর। এবার দেখব সু'মহান আল্লাহ্ কি ভাবে আমাদের'কে রাতের সংঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। 1."কসম রাতের যখন তা অন্ধকারে ঢেকে যায়।(shura layl৯২:১ ) 2.'কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছান্ন হয়।(shura insirah৯৩:২) 3."কসম রাতের যখন উহাকে তথা সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে দেয়।(shura sams৯১:৪) 4."আর আমিই রাত'কে করেছি অন্ধকারাচ্ছন্ন আবরণ-পোশাক হিসাবে।(shura naba৭৮:১০) 5.''অত:পর আমি অবশ্যই কসম করছি পশ্চিম আকাশের সন্ধ্যা লালিমার,কসম রাতের আর রাত যা কিচ্ছু অন্ধকারে ঢেকে দেয়।(shura insikak৮৪:১৬-১৭) 6."আর তিনিই তোমাদের জন্য রাত'কে অন্ধকারের ঢাকনা হিসাবে নির্ধারণ করেছেনও নিদ্রাকে করেছেন আরামপ্রদ এবং দিন'কে করেছেন জাগ্রত থাকার সময়।(shura furkan২৫:৪৭) 7."অত:পর রাত যখন তার উপর অন্ধকারে আচ্ছন্ন করল,তখন সে কোন একটা তারকা দেখল।(shura anam ৬:৭৬) 8."আর তারা ইশার সময় তথা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট উপস্থিতহল। (shura eusuf১২:১৬) 9."আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।(shura easin৩৬:৩৭) উপরোক্ত আয়াত দ্বারা স্পষ্ট থেকে সুস্পষ্ট ভাবে প্রমান হলো কখন সু'মহান রব্বুল আ'লামীন ইতমাম/ ইতমাত করতে বলেছেন,অবশ্যই রাত পর্যন্ত পূর্ণ করতে বলেছেন এবং কখন রাত হয় তাও সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আর তাই যখন সূর্যের আলো চলে গিয়ে অন্ধকার হবে তখন আমাদেরকে ইতমাম/ইতমাত করতে হবে অর্থাৎ যখন চারদিকে অন্ধকার হয়ে যায় ।
@ONOSHONDHAN_BANGLA_TV2 жыл бұрын
সুবহানাল্লাহ কী সুন্দর অনুষ্ঠান ৷ ধন্যবাদ যমুনা টেলিভিশন |
@Jony.T7 Жыл бұрын
আসহাবে কাহাফের গুহা শুনেছি জর্ডানে!!!
@Alowr-Maya2 ай бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে দ্বিনি পথে চলার তৌফিক দান করুক আমীন।
@kalarabsongofficial2 жыл бұрын
মাশা-আল্লাহ প্রিয় ইলিয়াস হাসান ভাইয়ের চমৎকার উপস্থাপনায় আরো চমৎকার ভাবে ফুটে উঠলো আসহাবে ক্বাফ ইতিহাস।
@MuHaMMaDHaSan-tt5ni2 жыл бұрын
ইলিয়াস ভাইয়ার কথা গুলো রিদয়ে দোলা দেয় 😊🌸🥀
@user-wahid-9082 жыл бұрын
মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ যমুনা চ্যানেল কে সুন্দর একটি দৃশ্য দেখানোর জন্য !!
@dulalmia26872 жыл бұрын
কত সুন্দর আনুষ্ঠান দেখে মন ভরে যায় ধন্যবাদ যমুনা টিভি কে
@rubayetaddittohasan252 жыл бұрын
Alhamdulillah Subhan Allah Thanks Jamuna TV
@oksnms51772 жыл бұрын
সময় টিভি কে অসংখ্য ধন্যবাদ।অনেক হাদিস জানতে পারলাম যা আগে জানা ছিলোনা।
@Ofood.bd12 жыл бұрын
মাশাল্লাহ্ অনেক গুরুত্বপূর্ণ ঘঠনা উপস্থাপন করার জন্য ধন্যবাদ
@momomomo84972 жыл бұрын
এত বড় একটা ভিডিও করলেন অথচ কোন সঠিক তথ্যই নেই। বাদশাহ দাকিয়ানুসের শাসিত রাজ্যের নাম ছিল 'আফসুস'। এটি ছিল একটি নগর রাষ্ট্র। বর্তমানে এই শহরটির নাম 'তারসুস'। এই শহরটি তুরস্কের দক্ষিণে সিরিয়া সীমান্তে অবস্থিত। এখানে 'রকীম' নামে একটি প্রান্তর আছে। এখানেই 'তারাবালুস' পর্বতের 'জিরক' নামক গুহাই হচ্ছে আসহাবে কাহফের গুহা। আপনি বলছেন গুহা আর দেখাচ্ছেন অট্টালিকার ধ্বংসাবশেষ।
@Shillongteerguru2 жыл бұрын
Seven sleeper cave google map a dekhay.. Jordan er ammam a
@saifulbhuiyan81452 жыл бұрын
@INFORMATION তিনি আসাফে কাহাফ ছবি দেখ বলছে, কিন্তু তার কথার যুক্তি আছে।
@tohominaakter8922 жыл бұрын
আপনি কোথায় থেকে পড়ছেন বলবেন প্লিজ
@kmnayeemnoor38582 жыл бұрын
এটা এফসিস, ইযমির জেলায়, আর টারসুস মারসিন জেলায়, দুটোই আসহাবে কাহাফের গুহা হিসেবে সন্দেহ করা হয়। তুরস্কে মোট চারটি জায়গাকে আসহাবে কাহাফের গুহা হিসেবে ধারণা করা হয়। কেউ কেউ স্পেনের কথাও বলে। আর জর্ডানের আম্মানকেও অনেকে ধারণা করে, কারণ রোমান সাম্রাজ্যের সময়ে ফিলাডেলফিয়া বলতে বর্তমান আম্মানকে বুঝাত, ফিলাডেলফিয়ার আরেকটা সম্ভাব্য অবস্থান তুরস্কের আলাসেহের। ধারণা করা হয় এই ফিলাডেলফিয়ার শাসক ছিল দাকইয়ানুস। সে কোন রোমান সম্রাট ছিল না।
@tohominaakter8922 жыл бұрын
@@kmnayeemnoor3858 কোথায় পড়েছেন বলবেন প্লিজ
@mdmuharramali28738 ай бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর উপস্থাপনা,ধন্যবাদ সাংবাদিক ভাইকে,ধন্যবাদ ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে
@zohirahmedof.5082 жыл бұрын
মাশাআল্লাহ! বাংলাদেশের টিভি চ্যানেল গুলো যদি এভাবে ইসলাম নিয়ে প্রচার ও প্রসারে, নিয়মিত ধারাবাহিক কাজ করে যায়, তাহলে এদেশে ইসলাম বিদ্বেষীরা কোনো ঠাই পাবেনা, ইনশাআল্লাহ!
@AtaurRahman-hu4eo2 жыл бұрын
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সত্য আলোচনা করা হয়েছে!
@reajulislam54982 жыл бұрын
মাশা'আল্লাহ,, এমন অনুষ্ঠান সব সময় দেখতে চাই,,, ধন্যবাদ যমুনা টিভি
@আল্লাহুআকবার-চ২ব2 жыл бұрын
✿•𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧𝐞❥•࿐ لا إله إلا الله مح رسول اللّه "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)" সবাই কে কালিমার দাওয়াত 🥰🥰
@sahedafrintumpa89832 жыл бұрын
যে নাম পুরো বিশ্বকে কাঁপায় 💗😍 তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 👍❤💗💗💗
@AnowarHussain-nz3li2 жыл бұрын
Subhanallah 💞 Alhamdulillah 💞 Masha Allah 💞 Ameen 💞💞💞 💞💞💞 Insha Allah 💞💞💞💞
@akibkhanabid36622 жыл бұрын
ধন্যবাদ যমুনা টেলিভিশন কে। আল্লাহ যেনো যমুনা টেলিভিশনের মানিকে হেপাজত করেন। আর আমরা যেনো যমুনা টেলিভিশনের পাশে থাকতে পাড়ি সব সময়
@mdjuwel-bk2oc2 жыл бұрын
মাশাল্লাহ বারাকাল্লাহু ফি, আল্লাহ আপনাদের এই খেদমাত কবুল করুন।
@tofayelahmed88482 жыл бұрын
সুবহানাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ
@custom65312 жыл бұрын
অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর প্রতিবেদন উপস্থাপন করার জন্য
@fardousatik82082 жыл бұрын
Masaallah 💜 thanks jumuna tv ato sundor Islamic akta video dawar jonno.. amra aro amon video chai ✊
@robiulhasan6852 жыл бұрын
জাজাক'আল্লাহ খায়ের এত সুন্ধর একটা ফ্রুটেজ তৈরী করার জন্য।
@zakirahmed210 Жыл бұрын
ধন্যবাদ যমুনা tv এবং যারা শ্রম দিয়েছেন....
@ArifKhan-ll6et2 жыл бұрын
সুন্দর সংবাদ। ধন্যবাদ যমুনা টিভি কে।
@mustafareza32052 жыл бұрын
আল্লাহর অলি গণের কারামত সত্য। এভাবেই আল্লাহ তায়ালা অলিগণের মর্যাদাকে অক্ষুন্ন রেখেছেন৷ আল্লাহ আমাদের কে আউলিয়ায়ে কেরামগণের রুহানী ফয়ূজাত দান করেন, আমিন ছুম্মা আমিন।
@anaskhans33722 жыл бұрын
যমুনা টিভি কে অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান রিপোর্টার ভাই। অামাদের অাবেগ,অামাদের বিশ্বাস,অামাদের ভালবাসা, অামাদের সফলতার কেন্দ্রই হলো ইসলাম । ❤👌🇧🇩
@shajedauddin29992 жыл бұрын
মা-শা -আল্লাহ , অনেক ভালো লাগলো এই আয়োজন
@soniaisrat33672 жыл бұрын
আল্লাহ্র কাছে শুধু একটাই চাওয়া আমাদের সবাইকে যেন বেহেশতবাসী করে
@MasudRana-wv8nu2 жыл бұрын
খুব ভালো লাগলো।এভাবে চালিয়ে যান
@nurulislamnurulcomilla88152 жыл бұрын
আসহাবে কাহাফ এর গুহা ।জর্ডানের এক পাহাড়ের উপর অবস্থিত বলে অনেক কিছু নিদর্শন রয়েছে🇧🇩 তবে মহান আল্লাহ পাকই ভালো যানেন 🤲🕋
@Fahimur2 жыл бұрын
Subhan Allah Masha Allah ❤
@tofailteknaf65652 жыл бұрын
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল যমুনা টেলিভিশনের এই সুন্দর সৃতি বহুল ইসলামিক স্হাপনা ও স্হান উপস্থাপনার জন্য, যাযাকাল্লাহ
@tourtour91492 жыл бұрын
Jomuna tv কে ধন্যবাদ ইসলাম বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করার জন্য।
@mdmenon37772 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মহান আল্লাহ আপনার নেক হায়াত দারাস করুক। আমীন।।
@shamimhossain50192 жыл бұрын
সত্যি অসাধারণ, লোম দারিয়ে গেল
@AmjadHosenBadsha22 жыл бұрын
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ যমুনা টিভি কে❤❤
@mdjahangiralam51928 ай бұрын
ইসলামের ইতিহাসগুলো আগামীতে আরো বেশী বেশী করে মানুষের মাঝে প্রকাশ করবেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক
@fazlulkarim43252 жыл бұрын
ভাগ্য ভালো যে এটা বাংলাদেশে হয়নি হলে এটা দিয়ে ইনকাম করতো।
@nuryia19122 жыл бұрын
শুধু কি তাই?হয়তো কাপলদেরও নোংরামিও চলতো।
@mdarmanhossainkhanarmanhos59822 жыл бұрын
রাইট
@আলোআঁধার-ঢ৩থ2 жыл бұрын
😁😁
@আবিরখান-জ৩ঘ2 жыл бұрын
রাইট
@mdzarifhasan49872 жыл бұрын
আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম হতে পেরেছি 🕋🕋
@meghmeghoboti75432 жыл бұрын
মা-শা-আল্লাহ!
@nurunnaherdole9955 Жыл бұрын
আলহামদুলিল্লাহ
@shalimakabir40742 жыл бұрын
যমুনা টিভি কে ধন্যবাদ জানাই।
@rabeyasultana60742 жыл бұрын
সকল প্রশংসা মহান আল্লাহ তালার
@sheikhtawhid11382 жыл бұрын
যমুনা টিভি কে ধন্যবাদ পোরো রমজানে এই ধরনের আরো অনোষ্টান দেখতে চাই।