মাশাআল্লাহ অসাধারণ কবিতা অসাধারণ লেখনীর সাথে আপনার কন্ঠের আবৃত্তি, দোয়া ও শুভ কামনা রইলো কবির জন্য আর আপনার জন্য। এ রকম সুন্দর কবিতা আর আবৃত্তি আমাদেরকে উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে।
@Munmunlifestyle-ou6uj Жыл бұрын
তুমি সেরা , এই সহজ গলা তোমাকে আরো সহজ করছে,সহজ যাতে তোমার পিছু না ছাড়ে এই সহজ টাই মানায় তোমায়
@habiburrahman4902 жыл бұрын
এ মাসের শ্রেষ্ঠ কবিতা এটা। আর অসাধারণ লেখনীর সাথে আপনার চমৎকার আবৃত্তি কবিতাটিকে আরো অসাধারণ করেছে।
সহজ যদি আদৌও সহজ হতো তবে তাকে হয়তো ছাড়তে হতো না কখনোই। 🥀💔
@ArafinJuthy.2 жыл бұрын
সহজ কিছুই দিন দিন জটিল হতে চলেছে জীবন যতোটা আমরা এগিয়ে নিতে চাচ্ছি ততটাই যেনো কঠিন হয়ে ধরা দিচ্ছে, প্রেম সহজ কখনোই ছিলো না, না প্রকাশ করা সহজ, নাই বা ভালোবেসে তাকে পাওয়া সহজ, আমরা যা পাই তাই সহজে হারিয়ে ফেলি, যা কষ্টে পাই তাই আমাদের কাছে থেকে যায়, তোমাকে আমার মতো করে পাওয়া খুব কঠিন, জানো তোমাকে তোমার মতো করে পাওয়াটা খুব সহজ।
@chyafrin6 ай бұрын
খুব সুন্দর, হৃদয় এর সৃষ্টি লেখা, খুব সুন্দর,
@Humayra572 жыл бұрын
প্রচন্ড রকমের আসক্তি কাজ করে এই কন্ঠে। 'সহজ'ভাবেই বলছি, এটি একটি অনন্যসাধারণ কবিতা। আবৃত্তি তাকে আরো মোহনীয় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
@jabirabdullah12602 жыл бұрын
প্রচন্ড রকমের আসক্তি ।
@techviewdot13 ай бұрын
মৃত্যুতো কঠিন তার চেয়ে কঠিন বেঁচে থাকা কথাটা অযৌক্তিক অবাস্তব..! কারণ মৃত্যুকে নিয়ে কারো কোন এক্সপেরিয়েন্স নাই. হত যদি মরে গিয়ে ফের এসে বলতে পারতো..!
@mdtitubhuyan28602 жыл бұрын
আপনার সব ভিডিও গুলো অনেক ভালো লাগে কন্ঠ এতো সুন্দর মুখের ভাষাই প্রকাশ করার মতো না
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
ভালোবাসা জানাই 🌿❤️
@noyonhossendhrubo Жыл бұрын
চমৎকার আবৃত্তি।
@mgshakil7502 жыл бұрын
কমেন্ট রেখে গেলাম,,
@tofazzalmallik60862 жыл бұрын
কবিতায় আমার মনের কথা! সার্থক তুমি কবি। তোমার লেখা কবিতা আবৃত্তিকার মাহবুবুর রহমানের কন্ঠে আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। ধন্যবাদ ও শুভকামনা দু"জনার জন্যই।
@mdtuhin40502 жыл бұрын
দিনের পরে দিন তিল তিল করে জমানো এক অতলান্ত প্রেম আর আকাশের মত সুবিশাল এক সহজ হৃদয় নিয়ে একদিন---একদিন তার কাছে গিয়েছিলাম , অথচ---অথচ কি সহজ ভাবে সে আমাকে ফিরিয়ে দিলো! সে জানতো না কতটা বিশাল সহজ এক হৃদয় ছিল আমার। কতটা কঠিন তার এই সহজ ভাবে ফিরিয়ে দেয়া। 🥰☺️☺️!
@MoitryMoitry-px9sy7 ай бұрын
সব কঠিন হয়ে গেছে
@rajusheikh8352 жыл бұрын
আমার জাহাঙ্গীরনগর ❤️
@আবৃত্তিআলয়2 жыл бұрын
খুব সুন্দর। আমি আপনার আবৃত্তির প্রেমে পড়ে গেছি।❤️
@riyaztahid36062 жыл бұрын
বারবার শুনতে ইচ্ছে করছে। আর শুনতে শুনতে কখন যে চোখে পানি আসলো বুঝতে পারলাম না💔💔
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
কবির লেখা এখানেই সার্থক হয়। ভালোবাসা জানবেন।
@souravahmed5472 жыл бұрын
কন্ঠস্বর আর কথামালায় মিলেমিশে অনুভূতিতে ডুবে থাকতে ইচ্ছে করে!
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
ডুব দিন, দম ফুরাবে না ভরসা রাখুন।
@fchamim5282 жыл бұрын
Boss I love you 💟❤️❤️❤️❤️❤️
@mohammadrajon23762 жыл бұрын
টুনু ভাই আগে কবিতা শুনতাম না, কিন্তু আপনার কবিতার মায়াতে পড়ে শুনতে বাধ্য করে ভাইয়া। আমায় চিনতে একটু কষ্ট হতে পারে আপনার।
@048enamulhoque52 жыл бұрын
Don't know how it seems to be resembling with our own life so much 🔥love u bro
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
Take love bhai ❣️
@MuntarinMuntaha2 жыл бұрын
দারুন হয়েছে দারুণ বন্ধু
@fchamim5282 жыл бұрын
Boss to boss
@mohammadrana35572 жыл бұрын
bah, mon chuye gelo,,,
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
অনেক ধন্যবাদ
@abdussamad017362 жыл бұрын
সত্যিই অসাধারণ! আপনার কন্ঠে বই শুনতে চাই। অনুরোধ রইল।
@sahariyansakil74532 жыл бұрын
খুব বেশি ভালো লাগে - আর আর বড্ড ভালো লাগে আপনার বয়েজটা ভাই/ আহহহ কি শান্তির তৃপ্তি পাই. বড্ড ভালো লাগে ভাই =আমি আমার ফেইছবুক জুড়ে শুধু আপনাকেই রাখি ভাই আমার ওদিক পোস্ট আপনাকে গিরে ভাই (ভালোবাসা অবিরাম ভাইয়া love you)
@ferdausisharmin49612 жыл бұрын
কি দারুন!
@fchamim5282 жыл бұрын
Love you boss
@Aziz-ve6vu2 жыл бұрын
খুব সুন্দর লাগছে ভাইয়া
@rajudawan34802 жыл бұрын
কেয়া সিন হে🙄 সিগারেটের টান টা অসাধারণ ছিল😍
@sujansokhi72772 жыл бұрын
মাশাল্লাহ অনেক সুন্দর কন্ঠ আপনার
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
অশেষ ধন্যবাদ।
@mdtasnimahmed59512 жыл бұрын
আভৃত্তির সাথে গোল্ডলিফে সিগারেটের কম্বিনেশন টা যেনো একবারে পারফেক্ট ছিলো ভালবাসি ভাই।
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
ভালোবাসা জানবেন ভাই
@sheikhsohag91912 жыл бұрын
আহা ভাই চলে আসলাম নোটিফিকেশন পেয়েই🌺❤️
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
ভালোবাসা রইলো। ❤️🌿
@rabbymira30922 жыл бұрын
Ufff ki voice 🥰
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
❣️❤️🌿
@NaimulIslam9ml2 жыл бұрын
এমন আরো আবৃত্তি চাই
@bigboss61152 жыл бұрын
শেষ ৬ মাসে আপনার আবৃতি করা এমন কোন কবিতা নেই যেটা আমি শুনিনি!! আমিও কিছু লাইন লিখি, তবে তা লিখা পর্যন্তই সমাপ্ত, আমার লিখা অনেক লাইন আছে যার ওপর এখন ধুলোর স্তুপ পরে আছে!! লাইন গুলো একান্তই আমার!!
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
শুভকামনা সবসময়।
@jabirabdullah12602 жыл бұрын
খুব ভালো কাজ করছেন। ৬ দিন সব কথা ফোনে শুনে ! তবে আমার কণ্ঠ কি নতুন শুনলেন! এতো এতো ভালো লাগা,,,,,, যা খুশি করতে থাকেন পাগলামী।❤️❤️❤️
If I had you, I would not have asked for anything else, my dear
@nadimhossain18412 жыл бұрын
Bhaiya, Apni Kon Microphone ta use koren?????
@nahianchowdhuri55552 жыл бұрын
Vai akakitto niya jodi akta kobita ba kisu bolten,,,akta vedio upload korte. Valo hoto onk,,,, Vai apnk ami follow kori,,,plzzzzz kotha vab ben😕😕
@sayedtech2 жыл бұрын
ভাই আরো ৩০ মিনিট এর ভিডিও চাই😼
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
হা হা হা কখনো সাধ্য হলে নিশ্চয়ই করবো।
@tawrasinazmul85732 жыл бұрын
কবিঃ নির্মলেন্দ গুন কবিতার নামঃ আমি ঘুমের পক্ষে নয় এই কবিতা টা আপনার মুখে শুনতে চাই গুরু প্লিজ রিপ্লাই 🙏🙏🙏🙏
@সৌরভআহম্মেদ-ব৬ছ2 жыл бұрын
জাহাঙ্গীর নগর বিশ্বিদ্যালয়ের ক্যাম্পাসে ভিডিও করা হয়েছে।
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
ঠিক ধরেছেন।
@EnamulRabin2 жыл бұрын
এবার পাঠের সাথে ফ্রেমিং মারাত্মক হয়েছে
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
আমরা চেষ্টা করেছি নান্দনিক করবার। আপনাকে ধন্যবাদ। ❣️
@Muhammad.Kawser2 жыл бұрын
Video ফ্রেমে অন্য কেউ প্রফেশনাল বিড়িখোড় থাকলে সেটা আমার কাছে best হতো।
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
এই নির্মাণে যা কিছু দেখছেন, শুনছেন এমনকি যাকে দেখছেন সে থেকে শুরু করে পেছনে যারা কাজ করেছেন প্রত্যকেই যে যার যার জায়গা থেকে প্রফেশনাল। যাকে বিড়ি টানতে দেখতেছেন, সে নিজেও জানে না কতো বছর বয়স থেকে সে বিড়ি টানা শুরু করেছিলো!
@afifaislamraihan.official2 жыл бұрын
ভাইয়া! অডিও download করতে পারি?
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
অডিও/ভিডিও দুটোই ডাউনলোড করতে পারেন তবে সেটা ইউটিউবে ব্যবহার করা যাবে না। ফেসবুকে ক্রেডিট সমেত আপলোড করতে পারেন।
@ibudaaa5052 жыл бұрын
ভাই আমার লেখা একটা কবিতা আবৃতি করবেন প্লীজ🙏🙏
@santoislam33962 жыл бұрын
Vai ki jahangirnagar university teh thaken
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
নাহ ভাই। এমনি যাওয়া হয় প্রায়শই।
@NurulIslam-vhai2 жыл бұрын
কবি হইলেই যে নেশা করতে হইবো তা তো কোন কবি বলে যায় নাই
এতদিন যে কবিতা আবৃত্তি শুনতে ভালো লাগতো এখন তা মুহূর্তের মধ্যেই খারাপ হয়ে গেল আপনি একটা বুঝদার ব্যক্তি হয়ে এভাবে ভিডিওতে স্মোক না করলেও পারতেন
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
এই কবিতা এবং ভিডিও; দু'টোর ভেতর যদি চুল পরিমাণও ভালো কিছু থাকে, সেটুকুনই গ্রহণ করুন। বাদ বাকীসব ছুঁড়ে ফেলে দিলেও আমি কিছু মনে করবো না। ব্যক্তি কি গ্রহণ করবেন না করবেন এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। সুতরাং আপনি কি গ্রহণ করবেন নাকি ছুঁড়ে ফেলে দেবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমি বিড়ি টানলাম না কি করলাম; এটা মুখ্য বিষয় নাহ। এটা যথেষ্ট গৌন। 🙂