মন্তব্যটি বেশ রঙিন মনে হয়। জনাবের বক্তব্য অনুযায়ী ২৩ শে মার্চ রাত ১২টার পূর্বে যুদ্ধ শুরু হয়েছে, তাহলে বলা যায় ২৩ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।অবাঙালি বা বিহারিদের সাথে এলাকা ভিত্তিক সংঘর্ষ, স্বাধীনতার অংশবিশেষ হতে পারেনা। এখানে উল্লেখ করা আবশ্যক, একই দিন, দিনগত রাতে, বিহারি অধ্যুষিত মিরপুর, মহম্মদপুরে সংঘর্ষের কথা শোনা যায়নি।