আমি মুগ্ধ, আমি নিস্তব্ধ এ আমি কি শুনলাম, ওয়াজের নামে কতো কিচ্ছা কাহিনী শুণি আসল ওয়াজ শুনলাম আপনার থেকে। এই ওয়াজ যদি আমাদের দেশের মোল্লারা করতো তাহলে মানুষ সত্যিকারের হেদায়েত প্রাপ্ত হতো।❤
@asadurrahman3924Күн бұрын
ঠিক বলেছেন
@midulislamsuzon82803 жыл бұрын
ধন্যবাদ বড় ভাই, আপনার বক্তব্য যতই শুনি ততই মুগ্ধ হই, এবং সহিহ ইসলাম জানতে পারি, আল্লাহ আপনাকে সমস্ত মানবজাতির জন্য কবুল করুক,আমিন
@mdahsanali46563 жыл бұрын
হাদিশ ও কোরানের আলোকে ইসলামের বর্তমান , বাস্তব বৈশিষ্ট্য যেভাবে আমি আজ শুনলাম তা আমি জীবনেও শুনিনি । আমার বয়স প্রায় ৬৩ বছর । হয়তো ভাবি জাকির নায়েকের মত বুঝি সকল ধর্মতত্ব বিষয়ে কম আলেমই অভিজ্ঞ । তোমার এত ভাল বক্তব্যর চাইতে আর ভাল বক্তব্য কারো শুনিনি বলা যায় । আল্লাহ তোমার হায়াৎ ব্রৃদ্ধি করুন ও ইসলাম ধর্মীয় জীবন আরো উন্নততর হউক এই কামনা করি ।
@hkhabibullah1221 Жыл бұрын
একজন সাধারণ মানুষ হিসাবে আমার ধারনা আল্লাহ মানুষ সৃষ্টির পর তার মগজে চিন্তা চেতনা ধারনা মেধা বৃদ্বি পায ধীর ধীর পর্য্যাযে । আদম আ: কে যে কৃষি বিদ্দা শিক্খা দেযা হযেছিল তা দিযে বর্তমানে চলেনা ।বিগ্গানের খেত্রেও তাই ।অনেকেই বলেন বিধর্মী কাফেরের তৈরী কোন জিনিষ বেবহার করা ধর্ম বিরোধী অথচ তারা নিজেরাও তাদের তৈরী সবই উপভোগ ও বেবহার করেন । বাস্তব বিবর্জিত চিন্তা ও কথা বা নীতি পৃথিবীতে আল্লাহর পছন্দ না বলেই তিনি যুগে যুগে মৌলিক বিষয ঠিক রেখে ভিন্ন জাতির কাছে তাদের সজাতীয রসুল পাঠিযেছেন ।যেমন মুছা দাউদ ঈশা মোহাম্মদ স: । ভুল হলে আল্লাহ খমা করূন ।
@HafizurRahman-cf9ht Жыл бұрын
সেলুট
@hamidurrahman28305 ай бұрын
জাকির নায়েক ও মিজানুর রহমান এরা হলো ধর্ম ব্যবসায়ী। টাকা ছাড়া কোথাও ওয়াজ করেন না। সুন্দর ভাষা এবং ভালোবাসা দিয়ে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। এরা দেশের সবচেয়ে বড় শত্রু।
@mrskhaleda70453 жыл бұрын
সজল স্যার, আপনার প্রত্যেকটা ভিডিও ১০০বার দেখলেও তৃপ্তি শেষ হয় না।
@shajedabegum44202 жыл бұрын
Thx your thristy quest.
@anontosingha98208 ай бұрын
আপনার কথায় সহমত। আমি অমুসলিম হয়েও ৪ বারের পর আবারো দেখলাম এই ভিডিওটা
@asadurrahman3924Күн бұрын
অনেক জ্ঞ্যানের অধিকারী আপনি
@shamimaakter20174 жыл бұрын
আলহামদুলিল্লাহ, কত জটিল ব্যপারগুলো ও কত সহজ করে ধরিয়ে দিলেন ; আল্লহ আমাদের সঠিক অর্থ বুঝার ও আমল করার তৌফিক দিক, আমিন
@soniashorminkhan5743 жыл бұрын
আপনার বিভিন্ন ভিডিও তে কথা , বিশ্লেষন , চিন্তা ও গবেষণা কে মন থেকে সম্মান করছি ৷ নতুন করে নিজেকে তৈরি করছি ৷ অনেক বিষয়কে সহজ করে দিলেন ৷ মহান আল্লাহ আপনার মত মানুষের ভাল করুন৷ আমিন ৷
@shajedabegum44202 жыл бұрын
God blessing you
@ankhitashin44994 жыл бұрын
আপনি অনেক অনেক সুনদরভাবে ধর্ম কি তা বুঝিয়ে দিয়েছেন।আমি অনেক উপকৃত হয়েছি আপনার কথা শুনে।
@kphmachineriesbd3 жыл бұрын
ইন্টারনেট কে আবারো ধন্যবাদ তার দ্বারা আমি অনেক কিছু শিখেছি/দেখেছি/বুঝেছি/জেনেছি & উপকৃত হয়েছি
স্যার আপনার বক্তব্য যতই শুনছি ততোই ভালো লাগছে আর বারবার মনে হচ্ছে ধর্ম কত সুন্দর কিন্তু বর্তমান ধার্মিক পাওয়া দুষ্কর এজন্য অবশ্য ধার্মিকের কোন দোষ নেই বরং ধর্মগুরুরাই ধর্মকে কালো কাপড় দিয়ে ঢেকে রেখে ধর্মের আসল সুন্দর্য প্রকাশ করতে দিচ্ছে না এজন্য স্যার আপনার এবং আপনার মত মানুষদের অবশ্যই সমাজে কিছু করা উচিত
@abdurrashed2593 жыл бұрын
আল্লাহ পাকের রহমতে এসময় রোশান সাহেবের প্রকৃতসত্য উপস্থাপন সময় উপযোগী। ভাই আপনি এগিয়ে যান আল্লাহ আপনার সাথে আছে।
@ejamulhaque12393 жыл бұрын
আপনি ইসলামের সত্য ব্যাখ্যা দিয়েছেন। ধন্যবাদ।
@HD-hj9vf4 жыл бұрын
আমি মুগ্ধ হয়ে শুনি আপনার কথা গুলো,,,,আল্লাহ আপনার মঙ্গল করুক
@SajalRoshan4 жыл бұрын
Thank you 😊
@monniakter55233 жыл бұрын
Sajal vai আমি আপনার এক জন নিয়মিত , দর্শক আপনার কথা আমার মনের সাথে ভালো মিলে যায়। ধন্যবাদ আপনাকে । সহজ কথা বুঝতে পারেন কম কম মানুষ। আপনার প্রতি আমার হাজার হাজার ভক্তি।
@user-jo7uc2qf4n2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ জানাই, সজল রোশনকে তথ্যবহুল কথা তুলে ধরার জন্য। সজল রোশনের আলোচনা যখন শুনি তখন বেঁচে থাকার অনুভূতি জাগে মাশাআল্লাহ। জাযাকাল্লাহু, খাইরান।
@abdulkhaleque1563 жыл бұрын
Sajal, I am terming you to be the Best Alem and Islam preacher of the Present Age. আমি আপনাকে বর্তমান যুগের সর্ব শ্রেষ্ঠ আলেম ও ইসলাম প্রচারক হিসেবে অবিহিত করছি।
@aktersheuly61453 жыл бұрын
আপনার প্রতিটি ভিডিও সর্বাধিক বার দেখা ব্যাক্তি মনে হয় আমি। যতই শুনি ততই মুগ্ধ হচ্ছি। অসাধারন 💖💖💖💖
@rj-htrajibhossin21354 жыл бұрын
আপনার জন্য দোয়া ও শুভ কামান রইলো । এবং আপনার জ্ঞান আরো বৃদ্ধি করুন ।
@mdanwarulislam95473 жыл бұрын
মহান আল্লাহ রাব্বিল আলামিন যেন যেনো ইসলাম সম্পর্কে এরকম আরো মূল্যবান বক্তব্য বলার সুযোগ করে দেন । এর মাধ্যমে অসংখ্য মানুষের কর্ম পদ্ধতি তথা চরিত্র বদলানো সম্ভব।
@msjohuraenterprise3682 Жыл бұрын
আপনার ৷ জ্ঞানগর্ভ কোরানিক বক্তব্য শুনে নিজেকে পরিবর্ত ন করার চেষ্টা করছি ৷ সাথে আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার এবং আপনার পরিবার পরিজনের উপর শান্তি রহমত নাজিল করেন।
@mdshahabuddin41673 жыл бұрын
পথ হারা পথিকে আপনি পথ দেখিয়েছেন, আল্লাহ আপনার ভালো করুন
@abeedlateef80593 жыл бұрын
সত্যিই অপূর্ব! আপনার ফলোয়ার হয়ে গেলাম। আপনাকে আন্তরিক অভিনন্দন!!! আল্লাহ আপনাকে এই অভিযানে সফল করুন! আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ ধরে চলার তৌফিক দান করুন!
@religionworld1327 Жыл бұрын
হে বিশ্ব জগতের পরিচালক! সজল রোশন ভাই কে তুমি উত্তম বদলা দান করুন, আমরা সজল রোশন এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
@drswapankumarsur39793 жыл бұрын
এই ধরনের শিক্ষা সকলের নেয়া দরকার।
@zulfiquaruhr7 ай бұрын
আসসালামু আলাইকুম। স্যার। আপনার অসাধারণ এই বক্তব্য, আমার মনের জটিল একটি সমস্যার সমাধান করেছে। আল্লাহ আপনাকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান করুন।
@md.ashraffhossain53553 жыл бұрын
সব ধর্মের মৌলবাদী চিন্তা ভাবনা এবং তা প্রয়োগ ও নৃশংসতা সব ধর্মকে কলুষিত করছে এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। সেজন্য ধর্মকে বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে সঠিক ধর্মিয় চিন্তা ভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মতো ব্যক্তিদের নৈতিক দায়িত্ব। আপনার আলোচনা গুলো বেশ ভালো লাগছে। ধন্যবাদ।
@apu.ehsanehsan18033 жыл бұрын
অসাধারণ! আমাদের বাঙালিরা মূলতঃ আপনার মতো করে ইসলামকে গ্রহণ করতেই ঐতিহাসিকভাবে আগ্রহান্বিত হওয়ার কথা। আপনার মাধ্যমে ফ্যাৎনা ফ্যাসাদ দূরীভূত হোক। আপনি বলতে থাকুন,লিখতে থাকুন। আপনার উদ্দেশ্য সফল হোক। আল্লাহ আপনার মঙ্গল করুন।
@firozahmed96714 жыл бұрын
আপনার আলোচনা জতো শুনি ততো, আমার কাছে ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাকে
@RoufulShafi4 жыл бұрын
মহান আল্লাহ আপনার মত লোকের মাধ্যমে ইসলামের আসল সৌন্দর্য প্রকাশ করবেন মনে হচ্ছে। আপনার বক্তব্য আমার জানার পরিধিকে আরও সমৃদ্ধ করছে। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।
স্তত্যের প্রচার ই ইসলামের প্রচার।সত্যই কল্যানকর। ঈমান কে মহব্বত করে কল্যানকর চিন্তা ও কর্ম করাই ইসলাম। আপনার বক্তব্য যযথার্থ । সালাম ভাই সাহেব। নিজকে জানো।
@golamkardarteto80933 жыл бұрын
আপনার স্পষ্ট ভাষায় আল্লাহ এবং কোরআন সম্পর্কে আলোচনা খুব ভাল লাগে বুঝার অনেক কিছু আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
@MohammadimtiajBakul3 жыл бұрын
অসম্ভব সুন্দর যুক্তি, এগিয়ে যান
@sirajulmostafa96423 жыл бұрын
কোনদিন একজন আমদের নেক্সট লজিক,আপনি,,,love u bro,,,, আপনি যা কিছু বলছেন সবগুলো ই আমারই মত।কিন্তু আমার বলার যোগ্যতা নাই,আপনার আছে,,৷ go ahead,,.
@faridahmed84393 жыл бұрын
যতই শুনি ততই ভালো লাগে। জাজাকাল্লাহ খাইরান
@ছন্নছাড়া-ত২দ4 жыл бұрын
ভাই আপনার কথা বলার স্কিল অসাধারণ। আপনার সঠিক শব্দ নির্বাচন আমাকে মুগ্ধ করেছে। আপনি যে কোনো লোককে, আপনার কথার মায়ায় হিপ্নোটাইস করে ফেলতে পারেন। আমি আশা করবো আপনি ভিডিও তৈরী করা কখনো বন্ধ করবেন না। আমার অসাধারণ লেগেছে। আপনি চালিয়ে যান। যদিও আমি নাস্তিক, তবু আপনার কথা আমার মনকে ছুঁয়ে গেছে। ধন্যবাদ।
@nomanhossain2831 Жыл бұрын
আল্লাহ আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন, কারন আপনি সঠিক ব্যাখ্যা তুলে ধরেছেন,, আমরা যা শিখছি ধর্মের নামে, তাই আমাদের জাহান্নামে যাওয়া একমাত্র কারন হয়ে দাঁড়াবে,
@mdredwanmdredwan1479 Жыл бұрын
Hommm
@mhdjamal94383 жыл бұрын
আপনার আলোচনা গুলো শুনে অবাক লাগছে,অসাধারণ।
@asaduzzamanchowdhury64983 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া,আজ প্রথম আপনার ভিডিও দেখলাম খুব ভালো লেগেছে।আপনায় গবেষণা অনেকটা মাইজভাণ্ডার দরবার শরীফের উসূলে- সাবাহ বা সপ্ত- পদ্ধতির মত।এই যুগের আলেমগণ যদি এইভাবে ইসলাম প্রচার করত থাহলে ইসলামি স্বর্ণযুগ আবারও প্রতিষ্ঠিত হত।
@karimbenzama74644 жыл бұрын
মাশাআল্লাহ,,সজল ভাই,,,, এক কথায় অসাধারণ,,,,,,, মহান আল্লাহ সুবহানা তা'আলার কাছে আপনার জন্য দোয়া রইলো,,,,,, আরো অনেক দূর এগিয়ে যান, সজল ভাই,,,,,,,।😍😍😍😍
@SajalRoshan4 жыл бұрын
Thank you 😊
@hasantamim44303 жыл бұрын
আমি আপনার ভক্ত হয়ে গেছি। ভাইয়া এত সুন্দর উপস্থাপন কেউ করে না।
@সকলপরিক্ষা3 жыл бұрын
আমারও ভক্ত হও
@ভালবাসারপ্রহর-ঘ৪দ Жыл бұрын
এই কথাগুলো বুঝতে হলে প্রতিটা মানুষকে সুস্থ মস্তিষ্কের হতে হবে।যা এই সমাজে ধর্ম ব্যবসায়ীদের হাতে জিম্বি।
@ইউসুফআলীশেখ-র১র3 жыл бұрын
আমার সত্যি ভাল লাগছে যে আজ আপনার ভিডিও দেখতে পেলাম।
@samiulhaquerounok57872 жыл бұрын
আমার দেখা ইউটুবে শ্রেষ্ঠ ভিডিও এটা ❤️
@rezaulislam5693 жыл бұрын
আমি আপনার অনেকগুলো ভিডিও মনোযোগ দিয়ে শুনেছি। এক কথায় সত্যি অসাধারণ। আজ আপনার লেখা বইটাও দূর্বিনের মাধ্যমে সংগ্রহ করলাম। আমি একজন সরকারি কর্মকর্তা। তবুও দীর্ঘ পনেরো বছরের অধিক সময় আমি আপনার মতই পবিত্র কোরআন চর্চা করছি। আলহামদুলিল্লাহ্, আপনি আমার আগ্রহ আরও বারিয়ে দিলেন। শুধু একটি তথ্য যোগ করছি, যেমন নামাজের চেয়ে অধিকবার (১০৩) আল্লাহ্ বলেছেন, "হে নবী আপনি ওদেরকে বলে দিন, যে আমার সাথে কাউকে শরিক করেনা এবং সৎকর্ম করে তার জন্য বেহেশত "। অথাৎ সৎকর্মই বেহেশত এর চাবি নামাজ নয়। আপনি এগিয়ে চলেন আমি আপনাকে বহু বিষয়ে কিছু সাহায্য করতে পারব। ইনশাআল্লাহ।
@mdaynurrahaman99003 жыл бұрын
কোন্ সূরার কত নাম্বার আয়াত যদি দয়া করে উল্লেখ করতেন তাহলে উপকার হতো।
@mdhannankhan62703 жыл бұрын
এমন কথা আর কোনো দিন শুনিনি মাশআল্লাহ্ শুভকামনা অবিরাম
@banikkumar3 жыл бұрын
ভাই অনেক দিন পর একজন মনের মতো মানুষের কথা শুনলাম যার কথা গুলো একদম আমার মনের ও চিন্তার প্রতিচ্ছবি। আপনি অনেক গুছিয়ে চমৎকার ভাবে অনেকে অনেক দামি কথা গুলো বলেছেন। অনেক শুভকামনা আপনার জন্য। আপনার সাথে দেখা ও কথাবলতে ভীষণ ইচ্ছে করছে।
@bishnushill67494 жыл бұрын
আমি সংবেদনশীল মানুষ। সোস্যাল মিডিয়ায় কোন মন্তব্য করিনা। পাছে কারো ধর্মীয় মতাদর্শে বা রাজনৈতিক মতাদর্শে আঘাত লাগে। যদিও তেমন ইচ্ছা কখনো হয়নি। তারপরও আপনার ভিডিও দেখার পর, আলোচনা শোনার পর কিছু লেখার জন্য ব্যাকুলতা বোধ করছি। আমি গত রাতে প্রথম আপনার একটা ভিডিও সময় কাটাতে দেখছিলাম। তারপর এতোটা মুগ্ধ হয়েছি যে ক্রমাগত ভিডিও দেখতেই থাকি। আপনার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, জানার পরিধি, বলার ধরন, চমৎকার শব্দ চয়ন আমাকে মুগ্ধ করেছে, আমার জানার আগ্রহ বাড়িয়েছে, আমি নিজেকে সমৃদ্ধ করেছি। আরও একটা বিষয় আমাকে বিস্মিত করেছে যে আপনি একজন বাঙ্গালী যে এভাবে ভাবতে ও এত চমৎকার করে বলতে পারে দেখে। আপনাকে আমার অন্তস্থল থেকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা। সব সময়ের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ
@nuraalam69084 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই, আপনার কথাগুলো পালন করার চেষ্টা করব ভাই।
@makashem30223 жыл бұрын
আমি ৬৩ বছর বয়সের একজন মুসলিম । তোমার বক্তব্য শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। এতকাল সবই ভুল করেছি । তাহলে কি আল্লাহ্ 'র সেই মহা পুরস্কার থেকে বঞ্চিত হব।
@nokibulalam27774 жыл бұрын
Bhaiya your speech is incredible. I am amazed and decided to read the Quran on my own Insha-Allah.
@commerceteachinghome Жыл бұрын
আলহামদুলিল্লাহ। May Allah always protect you.
@MD.AbdurRazzak-j9c8 ай бұрын
আপনার আলোচনার বচনভঙ্গি সৌন্দর্য মাধুর্য ও আদর্শ ও উত্তম পন্থা মানুষের মধ্য মুগ্ধতা ছড়ায়। আপনারউত্তম ভাষা আমাকে মুগ্ধ করেছে আপনার জন্য দোয়া রইল।
@Habibchowdhury714 жыл бұрын
আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা হলো। সত্য প্রকাশে এগিয়ে চলুন। আল্লাহ আপনার সহায়ক হবেন।
@mirzapur59293 жыл бұрын
কি জানলে বুলেন
@visualjournal-com4 жыл бұрын
আমরা ইউটিউবে আপনাদের মতো মানুষদের দেখতে চাই । আপনার চ্যানেল একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। আপনি আরো ভিডিও বানাতে থাকুন।
@bdlike60463 жыл бұрын
আমি জীবনেও এতো লং টাইম ইউটিউবে থাকিনা কনো মুভি ও একসাথে পুরো টা দেখিন আজ এতোক্ষন ছিলাম আর আপনার অনেক গুলা ভিডিও দেখলাম সকাল ১০ টা থেকে সুরু এখন ২ঃ১০মিনিট হলো আপনার যত গুলা ভিডিও দেখলাম কিন্তু মন ভরেনা মনে চায় আরো দেখি, আপনার কথা গুলা ঠিক আমার পেটে গুরতেছিলো কিন্তু কাউকে বলতে পারছিনা আপনি আজ সেই কথা গুলা বলছেন্ আমি মন থেকে দোয়া করি আপনার জন্য
@fatematuzzohra9281 Жыл бұрын
ভিডিও গুলো দেখার পর " রিলিজিয়াস মাইন্ড ও নবীর প্রজ্ঞা" বই দুটি কিনেছি। এখনো পড়া শেষ হয়নি। অণুজ সজল কে অনেক অনেক ধন্যবাদ। বছরের পর বছর মনের মধ্যে ঘুরপাক খাওয়া প্রশ্নের উত্তর গুলোই তিনি সহজ সরল ভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার স্কুল পড়ুয়া ছেলে ও মাঝে মাঝে দেখছি বইগুলোর পৃষ্ঠা ওলটাচ্ছে। ওর ভাষায়," মা , মনের মধ্যে অনেক কিছু, অনেক উত্তর পেয়েছি। Writer অনেক aesthetic ভাবে problem solve করেছেন।" ও এখন আমার সাথে বসে ভিডিও গুলো দেখে। সজল ও তার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। মহান আল্লাহ পাক যেন তাদের সকল ধরনের সুস্থতা ও নিরাপত্তা দান করেন।
@yasinkhan8038 Жыл бұрын
আমি একজন প্রবাসী আমিও কিনবো আমার সন্তানদের জন্য
@mahabubnur52493 жыл бұрын
আপনার সার্বিক কল্যাণ কামনা করছি।
@libertybangladesh22444 жыл бұрын
আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা হলো। ভাই আপনি ঠিক এবং চরম সত্য কথা বলেন। সত্য প্রকাশে এগিয়ে চলুন। আল্লাহ আপনার সহায়ক হবেন। আপনার দৃষ্টিকোণ আমার ভালো লেগেছে।
@khalilsurveyor66104 ай бұрын
ইসলাম এমনই এক অনুপম আদর্শ।কেউ এই ইসলাম হৃদয়ে লালন করলে সে হয়ে উঠবে কহিনূরের চেয়েও দামী। প্রকৃত ইসলাম শিক্ষা খুবই প্রয়োজন।
@Lightoflove4554 жыл бұрын
ভাই আপনি ঠিক এবং চরম সত্য কথা বলেন। আপনার দৃষ্টিকোণ আমার ভালো লেগেছে। সব মানুষ কবে হবে ধর্মের উর্ধে, ভালোবাসায়, মনুষ্যত্বে এক হতে।
@sbnitul21723 жыл бұрын
realy great comment
@AbdulHalim-nk5bm Жыл бұрын
ইসলামের প্রকৃত সত্যকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ৷ দোয়া করি আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখে সারা জীবন হক কথা বলার তৌফিক দান করুক ৷ আমিন
@naziborrahman7850 Жыл бұрын
অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে
@আরিফুলইসলাম-ঢ২ট3 жыл бұрын
আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দান করেছেন। ভাই অনেক ভালো লাগে আপনার আলোচনা।
@naharshamsun85663 жыл бұрын
আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হোক।
@mrjamalmrjamal40299 ай бұрын
আলোচনাটা ৫০ বার এর ও বেশি শুনছি তারপরে ও শুনতে মন চায় ❤❤❤❤❤❤❤❤
@benzirhossain59783 жыл бұрын
ধন্যবাদ সজল ভাই। আপনার আলচনা অত্যন্ত সুন্দর। কেননা যে আলচনা মানুষকে সত্যবলতে উৎসাহিত করে। ধর্মপ্রাণ হতে হলে কোনটা জরুরী। তাও স্পষ্ট বলেছেন।
@ummakulsum52973 жыл бұрын
শ্রদ্ধেয় " সজল স্যার "হয়তো অনেক দেরি করে আপনার কথা গুলো শোনার সৌভাগ্য হলো, তবুও তো হলো। মনে মনে এই কথা গুলো ভাবতাম কিন্তু আমার মনের কথা গুলো ও যে অন্য কোন মানুষের মন- মননেও থাকতে পারে এবং তা এতো সুন্দর করে উপস্থাপন করা যায় তা না শুনলে বিশ্বাস করতাম না। সত্যি ই চমৎকৃত হলাম তৃপ্ত হলাম।
@toufikhasan26952 жыл бұрын
ধন্যবাদ সজল রোশন স্যার। আপনাকে একটু সামনে দেখতে পারলে অনেক ভালো লাগতো ।এত সুন্দর করে বুঝান ফোনের স্ক্রিনেই আপনার কপালে চুমু দেই। আল্লাহ যেনো আমদের সবাইকে ধর্মের আসল সৌন্দর্য বুঝার তৌফিক দান করেন। হে আমার প্রতিপালক ,আমার পরওয়ারদেগার,আমার রব,তুমি আমাদের রহমত দান করিও। মানুষের সাথে সর্বোত্তম ব্যাবহার করতে পারি সেই মন মানসিকতা আমাদের দিয়ে দাও আমার রব❤️❤️
@habibaafros74493 жыл бұрын
আলহামদুলিল্লাহ সজল ভাইয়া আমি এ কথাগুলো সাধারণ মানুষদের শুনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।ধন্যবাদ।
@riponbd46713 жыл бұрын
আপনাকে তো,,,,কেউবুজবে না
@FaruqueAkand7 ай бұрын
আমি আপনার কথা গুলো শুনে মুগ্ধ হয়েছি।আমি যা অনুধাবন করেছি তাতে মূল কথা হলো, সদা সর্বদা সত্যি কথা বলা,সত্যি কারের মুসলমান হওয়া, নামে বা লেবাসে মুসলমান হওয়া মুসলমান নয়।মানব কল্যানে কাজ করা। নিজে সর্বদা সত্য পথে চলা।নিজের এবং অপরের ভালোর জন্য কিছু করা। সত্য পথে চলা এবং সত্য কথা বলা। তাতেই সৃষ্টি কর্তা সন্তুষ্ট। এক কথায় মানবিক হওয়া, মানব কল্যানে কাজ করা। এতে সৃষ্টি কর্তা পাওয়া যাবে --------
@rowshonarakhatun79593 жыл бұрын
আমি বিশ্বাস করি শুধু হাফেজ মউলানা ফালতু ওয়াজ করার চেয়ে এই রকম চিন্তা চেতনা সবার থাকা উচিত। আপনার ভিডিও দেখলাম আর মনে হলো যে এতোদিন এসবই খুজছিলাম। আপনাকে অসংখ্য ধন্নবাদ।
@moniruzzaman59723 жыл бұрын
ভাইয়া আপনার সব ভিডিও গুলো আমি শুনি আপনার কুরআনের রেফারেন্স চমৎকার আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে আর চমৎকার আলোচনা করার তৌফিক দান করুন। আমি ঢাকা থেকে বলছি।
@SundarBan963 ай бұрын
কমেন্ট কিছুই করার নেই শুধু বলবো এই কাজ আপনি করে যান। আমি এতো মনোযোগ দিয়ে কোনোদিন কারোর বক্তব্য শুনি নাই। আপনার কণ্ঠে জাদু আছে আল্লাহ র রহমত আছে। মন চায় শুধু শুনি আপনার কথা। আপনি বাংলাদেশ নেই এই জন্য আমার চিন্তা কম হয়। আল্লাহ আপনাকে সুস্থ শরীরে রাখুন দোয়া করি। সবাই আমিন বলুন 😊
@amirmillon57906 ай бұрын
সজল রোশান ভাইয়ের বক্তব্য শুনে ইসলাম ধর্মের আসল সৌন্দর্য বুঝতে পেরেছি। ধর্মের নামে কুসংস্কার গোড়ামী ছাড়তে পেরেছি। তার বক্তব্য শুনে অনেক সমৃদ্ধ হয়েছি। তিনি একজন জ্ঞানী মানুষ।
@sohag33ranamotive954 жыл бұрын
আল্লাহ আপনাকে ইসলামে অনেক কিছু শিখার তৌফিক দান করুক, আমিন,
@shahidullah28573 жыл бұрын
Alhamdulillah, Thanks,Allah bless you.
@delwarhossain9029 Жыл бұрын
ধন্যবাদ অসাধারণ বক্তব্যের জন্য যে বোঝার সে বুঝে যাবে !!!❤❤❤
@md.shafiullahkhan7896 Жыл бұрын
Sajal Rawasn's arguments of the Islamic doctrines is clear to practice Islamic virtues.
@loveu98762 жыл бұрын
সজল ভাই ধন্যবাদ। আমি শুধু সতিকারের ধর্ম শিক্ষা খুজে বেড়াচ্ছি আমি এখন আপনার লেকচার থেকে শিখতে পারতেছি
@iliushussainfakir79844 жыл бұрын
স্যার আপনার মত একজন মানুষ আমাদের দেশে অনেক প্রয়োজন জাতীকে সঠিক পথ দেখানোর জন্য
অসিম পরিপাটি প্রজয্য শব্দ প্রয়োগ করে কথা বলেন, সত্যি এতো ঘুচানো থাকে মনে হয় পুঁথির গাঁথনি, সাথে আছে ভকালের সহায়তা,, আমি শুনতে শুনতে হাড়িয়ে যাই, আপনার শুভকামনায় শুভাকাঙ্ক্ষী।
@mixedsport47783 жыл бұрын
আপনার কথা গুলো মানবজাতির জন্য কল্লান নিয়ে আসবে।
@Itsrojagames21 күн бұрын
আপনি অসাধারণ আলোচনা করেন।কিন্তু নিজের শরীরে ধর্মীয় লেবাস অনুপস্থিত। দাড়ি রাখাটা জরুরী। ধন্যবাদ
@RakibulIslam-pl7mp10 ай бұрын
Sotti mon chuye gelo...❤
@abdulhekimrtd46703 жыл бұрын
খুব যুক্তি সংগত ও সত্য বক্তব্য।ভাই আপনার উদ্দেশ্য সফল হউক।
@kkakhan11 Жыл бұрын
Best speech ever.., absolutely correct.
@ah_raihan3 жыл бұрын
সত্যি বলতে ভিডিওর শেষ দিকে এসে আমার ইচ্ছে করছিলো ভিডিও যেন শেষ না হয়, আরো সময় বাডুক আরো চলুক, আরো শুনি, চির চেনা জিনিস গুলোকে নতুন করে জানি। মসজিদ-মন্দিরের তালা নিয়ে কথা শুরুর সময়ে কবি নজরুলের কবিতাটা আমার মনে পড়ে যায়। তবে আসা করিনি আপনি সেই কবিতাটি বলবেন যেটে আমার হৃদয়ে ইতিমধ্যে বাজতে শুরু হয়েছে। মদ্রাসার ছাত্র হিসেবে এসব বিষয় আমার মনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। বুঝতে পারছিলাম দিয়ার আর সামথিং ইজ রং.... আপনার ব্যবহৃত প্রতিটি শব্দেন জন্য আমি শব্দ খুধাতে ভুগছি। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র; নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবা-রাত্র। ( কমেন্টা লেখার সময় মনে পড়লো তাই লিখলাম )
@SajalRoshan3 жыл бұрын
ধন্যবাদ, আমার চ্যানেলে আরো ভিডিও আছে, দেখলে হয়ত ভালো লাগবে
স্যার, অনেকদিন যাবত এমন একজনকে খুজছিলাম যিনি আমাকে ইসলামের সঠিক দিক্ষা দিবেন, এ নিয়ে আল্লাহর কাছে দুয়াও করেছিলাম। বাংলাদেশের আলেমদের কাদা ছুড়াছুড়ি আমাদের ভাল লাগে না। আল্লাহ হয়ত আপনাকে আমাদের বিশ্বাস কে দৃড় করার জন্য চিনিয়ে দিয়েছেন। আপনার মত আরো অনেকেই আছেন ইউটিউবে, কিন্তু এত পরিষ্কার করে বুঝাতে পারে নি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকে এই কাজে সাহায্য করুক।
@SajalRoshan3 жыл бұрын
Thank you 😊
@sahelaparvin12483 жыл бұрын
আপনি ফেসবুকে এগুলো আপলোড করুন প্লিজ।ফেসবুকে বেশি মানুষ দেখে।সবার জানা দরকার।
@traveler69133 жыл бұрын
আগমন বিলম্ব হলেও শেষ হয়নি? চমৎকার ভালো থেক ভাই
@fahmednayon3 жыл бұрын
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমীন
@shakhawathossain75373 жыл бұрын
Lots of thing learn from your lecture . We need a free thinker Muslim like you sir . Thanks for your hard working
@hkhabibullah1221 Жыл бұрын
মানুষের যুগ উপযোগী চাহিদা মত মহান আল্লাহর কোরান ও রসুলের হাদিসের সঠিক বেখ্খা সজল রওসন সহজ ভাষায উদাহরণ সহ দিযে থাকেন । আল্লাহ তাকে আরও হেকমত ও রহমত দান করুন ।
@mihirdas16873 жыл бұрын
Really it is a great discussion society will be benefited if they really understand properly thanks sir