গত ৪৩ বছর থেকে দাওয়াত ও তাবলিগ এর মেহনতের সাথে জড়িত আছি। আপনার কিছু কিছু কথা আমাকে কষ্ট দেয় বটে, তবুও জানতে পারছি অনেক কিছু। আমি চীরদিনই মুক্ত চিন্তা করতে ভালোবাসি। আর তাই আপনার বই গুলোও কিছু কিছু পড়েছি। আজও একটা বই এর পেমেন্ট করলাম আসা করি দ্রুতই পাবো। দোয়া করি আমাদের বাংলাদেশী মানুষরা আপনার মাধ্যমে ধরমের প্রক্রিত পথ খুযে পায়।
@hasanuzzamananuz82708 ай бұрын
4 bochor dawat o tablig e chilam
@taherabu43832 жыл бұрын
আমার প্রান প্রিয় সজল ভাই, সালামুন আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার ৩০ মিনিটের ভিডিওতে মন ভরে না, কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারি না। কারন আপনে পবিত্র কুরআন মজিদের কথা বলেন। আজকের ভিডিওর জন্য অসংক্ষ ধন্যবাদ। আামার মতে, আমাদের মূল সমস্যা হচ্ছে, আমরা অতিমাত্রায় অনুকরণ প্রিয়, যার বাংলা প্রবাদ হচ্ছে হুজুগে বাংগালী। আমরা সব সময় দেখি কোন মতবাদে বেশি বাহ্যিক আপগ্রেড আছে। যে যত শাজগোজে বেশি পারদর্শি আমরা তার অনুকরণ করি। অথচ আমরা রাসুল (সাঃ)-এর আখলাক চরিত্রত অনুশরণ করিই না, এমনকি আমাদের মধ্যে অনেক ভাল মানুষ আছে, যারা নিজেকে ভাল মানুষ হিসাবে পরিচয় দেন না, কিন্তুু তার মধ্যে অনেক ভালগুন আছে, আমরা তার থেকে কোন শিক্ষা নেয় না। কারন হয়ত সে ভাল মানুষের বা, ধার্মিক মানুষের চরিত্রে অভিনয় করতে যে যে, পোষাক বা মেকআপ লাগে সেগুলো সে পরে নাই বা পরা প্রয়োজন মনে করে নাই। তাই তার কাছ থেকে কোন কিছু শিখা যাবে না। মহান আল্লাহতায়ালা আমাদেরকে হেদায়াত দান করুন। আপনাকে নেক হায়াত দান করুন ও সুস্থ্য রাখুন আমীন।
@mrafiqulislam2386 Жыл бұрын
প্রশ্ন ছিল, সাহস ছিল না। আপনি সেই সাহসের পরিচয় দিয়েছেন। এটাই প্রকৃত ঈমান।
@mozammelhossanrobin30752 жыл бұрын
সজল ভাইকে অনেক ধন্যবাদ ,তার জন্য আমি ইসলামের সৌন্দর্য উপলব্ধী করতে পেরেছি। ছোটবেলায় থেকে মাদরাসায় পড়েছি। কিন্তু কিছুই বুঝেনি ,শুধু বাহ্যিক দিক দিয়ে লোকেরা ইসলাম পালন করে। body shaming ,সামনে পিছনে নিন্দা করতাম ,কারণ তখনো জানতাম না এইটার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সজল ভাইকে নেক হায়াৎ দান করুক। সজল ভাইয়ের বই দুইটি পড়েছি (রিলিজিয়াস মাইন্ডসেট ) অনেক উপকার হইলো
@dr.makhan5693 Жыл бұрын
এমন সুন্দর ওয়াজ জীবনেও শুনিনি। সজল রোশান সহী আলেম। ইসলামের সোনালি দিন ফিরে আসুক।
@imranjahan694 Жыл бұрын
ভাই আপনার রোগের ওষুধ
@SilamPadmalochanАй бұрын
আপনার কথায় আমি বাংলা ও ইংরেজি তরজমা সহ কোরআন কিনেছি।সত্য বোঝতে পারছি। আলহামদুলিল্লাহ
@mechanicholmes79182 жыл бұрын
এক কথায় অসাধারণ। আরও আগে থেকেই কোরআন তিলাওয়াত করা, গবেষণা করা ও তদানুযায়ী আমল করা প্রয়োজন ছিল।
@MdAbuBakker-ib4mx18 күн бұрын
ইস্, কি সুন্দর আলোচনা, মনটা ভরে গেল !! আল্লাহ্ আপনি আমাদের সঠিক ও সত্য পথে আমাদের চালিত করেন, আমিন জয় আল্লাহ এবং নবী রাসূলদের। ❤❤❤
@muhammadjasimuddin80702 жыл бұрын
অাপনার লেকচারগুলো শুনে কুরআন পড়া শুরু করেছি। ইসলামকে সঠিক ভাবে জানার চেষ্টা করছি। অাপনার জন্য শুভকামনা ও ভালোবাসা ❤️
@humayunmondal96862 жыл бұрын
Allah's mercy be with you
@aaqyl56522 жыл бұрын
বাংলাদেশের মানুষরূপী পশু kzbin.info/www/bejne/sKWrfZWJqKiFq5I
@সত্যএসেছেএবংমিথ্যাবিলুপ্তহ-য৪শ2 жыл бұрын
ইহুদী খ্রিস্টান,বৌদ্ধ হিন্দু মুশরিকদের মতো পীর সাহেবে অগ্নিপুজারিরা দাজ্জালকেই তাঁদের ইমাম মাহদী অথবা মনসুর হাল্লাজের পুনরায় আগমনকারী সূফী ভেবে ধোঁকা খাবে!ছারসিনা, ফুরফুরা,আব্বাসী, চরমনাই,আটরশি,মাইজভান্ডারী তাহেরিসহ সব পীরেরা,হিন্দুরাও ইরানি সুফি মান্সুরহাল্লাজের 3rd চোখ খোলার "আমি খোদা,আমাকে সেজদা কর" এই দাজ্জালীয় আক্বীদা পোষন করে! নাঊজুবিল্লাহ্।
@আল্লাহকেভয়করএবংসত্যকথাসোজাভা2 жыл бұрын
যারা ঈসা (আঃ)-কে রব বলে সম্বোধন করে থাকে তাঁরা কি antichrist কেও তাদের রব বলে মেনে নিবে?
@mehediazad17802 жыл бұрын
আপনাকে শুধু আপনার নিজের জন্য না, বাংলাদেশীদের জন্য, বিশ্বের জন্য কুরআনের প্রচার অব্যহত রাখতে হবে। আপনি ইসলামকে নতুন ভাবে চিনিয়েছেন। সত্যিকার অর্থে ইসলামিক গবেষক বা চিন্তাবিদ বলতে যা বুঝায় সজল ভাই হচ্ছেন তেমন একজন ইসলামিক গবেষক। ভাই ইসলামের স্বার্থে, আমাদের জন্য আপনাকে এই গবেষনা চালিয়ে যেতে হবে। আগামী ১০০ বছরেও আপনার মত এভাবে কেউ চিন্তা করবেনা, গবেষনা করবেনা। যতই দিন যাবে , ধর্ম ব্যবসায়ীরা ইসলাম কে নস্ট করে ফেলবে। আপনি স্রোতের প্রতিকুলে জন্ম নেয়া একজন যা সংখ্যায় অতি নগন্য। অনেক ইসলামিক গবেষক আছেন যারা ভয়ে সত্য প্রচার করেন না। চুপ থাকেন। আপনিই একমাত্র যিনি এভাবে সঠিক ইসলাম প্রচার করছেন, বুঝাচ্ছেন। ইসলামের স্বার্থেয়াপনি কাজ চালিয়ে যান। আপনার জন্য দুয়া ও ভালোবাসা সবসময়।আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। অনেক হায়াত দিক। আমিন।
@birdloverruhan34282 жыл бұрын
Right
@mdbokkor43592 жыл бұрын
একমত ভাই আপনার সাথে
@ashikurrahman78637 ай бұрын
vai, pracchobid der somporke apnar temon dharona nei bole mone hocche. eisob kotha goldziher ra aro 150 bochor agei boleche. egula notun kichu na. just orientalist der kothagula banglay bola.
@dmmasud77372 жыл бұрын
সূরা আল বাকারা (البقرة), আয়াত: ৭৯ অতএব তাদের জন্যে আফসোস! যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ-যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ, তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ, তাদের উপার্জনের জন্যে।
@abusalek8595 Жыл бұрын
সুরা বাকার174
@dmmasud7737 Жыл бұрын
@@abusalek8595 ২:৭৪ ثُمَّ قَسَتۡ قُلُوۡبُکُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ فَهِیَ کَالۡحِجَارَۃِ اَوۡ اَشَدُّ قَسۡوَۃً ؕ وَ اِنَّ مِنَ الۡحِجَارَۃِ لَمَا یَتَفَجَّرُ مِنۡهُ الۡاَنۡهٰرُ ؕ وَ اِنَّ مِنۡهَا لَمَا یَشَّقَّقُ فَیَخۡرُجُ مِنۡهُ الۡمَآءُ ؕ وَ اِنَّ مِنۡهَا لَمَا یَهۡبِطُ مِنۡ خَشۡیَۃِ اللّٰهِ ؕوَ مَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۷۴﴾ অতঃপর তোমাদের অন্তরসমূহ এর পরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মত কিংবা তার চেয়েও শক্ত। আর নিশ্চয় পাথরের মধ্যে কিছু আছে, যা থেকে নহর উৎসারিত হয়। আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়। ফলে তা থেকে পানি বের হয়। আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধ্বসে পড়ে। আর আল্লাহ তোমরা যা কর, সে সম্পর্কে গাফেল নন। আল-বায়ান এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তা পাথর কিংবা তদপেক্ষা কঠিন। কতক পাথরও এমন আছে যে তা হতে ঝর্ণাধারা প্রবাহিত হয় এবং কতক এরূপ যে, ফেটে যাওয়ার পর তা হতে পানি নির্গত হয়। আবার কতক এমন যা আল্লাহর ভয়ে ধ্বসে পড়ে এবং তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে বেখেয়াল নন। তাইসিরুল অতঃপর তোমাদের হৃদয় প্রস্তরের ন্যায় কঠিন, বরং ওর চেয়েও কঠিনতর হল এবং নিশ্চয়ই প্রস্তর হতেও প্রস্রবন নির্গত হয় এবং নিশ্চয়ই ওগুলির মধ্যে কোন কোনটি বিদীর্ণ হয়, অতঃপর তা হতে পানি নির্গত হয় এবং নিশ্চয়ই ঐগুলির মধ্যে কোনটি আল্লাহর ভয়ে পতিত হয় এবং তোমরা যা করছ তৎপ্রতি আল্লাহ অমনোযোগী নন। মুজিবুর রহমান Then your hearts became hardened after that, being like stones or even harder. For indeed, there are stones from which rivers burst forth, and there are some of them that split open and water comes out, and there are some of them that fall down for fear of Allah. And Allah is not unaware of what you do. Sahih International
@rayhanrohan27372 жыл бұрын
সমৃদ্ধ হচ্ছি, জ্ঞান বাড়ছে। যুক্তিতর্ক দিয়ে সব যাচাই করছি, কুরানের মানদণ্ডে। বুঝে বুঝে এক আয়াত এক আয়াত করে এগুচ্ছি, শান্তি অনুভব করছি। ইসলাম এভাবেই শান্তির।
@mdbokkor43592 жыл бұрын
এগিয়ে যান ভাই দোয়া রইল
@sharifsorkar45922 жыл бұрын
নিয়মিত কুরআন পড়ুন
@eagleeyes44452 жыл бұрын
@@mdbokkor4359 আপনিও পড়েন😇
@ARKhan9902 жыл бұрын
আমিও
@আল্লাহকেভয়করএবংসত্যকথাসোজাভা2 жыл бұрын
আর Hello শব্দটির মধ্যে Hell অর্থাৎ জাহান্নাম বলে ডাকে। আর এটি শয়তানের পূজারীদের তৈরি। শয়তানের এই কুমন্ত্রনা হতে মহান আল্লাহ্ তাআ'লা আমাদেরকে হেফাজত করুন। আমীন।
@mdsadiqul62152 жыл бұрын
সজল ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনার রিলিজিয়াস মাইন্ডসেট বইটি পড়েছি। খুবই ভাল। অনেক কিছু জানতে পেরেছি। আপনি কোরআনের আলোকে কর্মকান্ড চালিয়ে যান। দশম শ্রেনীতে পড়েছি (ন্যায় কথা বলার সাহস আমাদের থাকা উচিৎ। লোকভয় এবং অন্যের ধারনা সমন্ধে আমাদের মোটেই গ্রাহ্য করা উচিৎ নয়। আমাদের উদ্দেশ্য সৎ হইলে আল্লাহ আমাদের সহায় হইবেন এবং আল্লাহর সহায়তায় আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আল্লাহ যেন আপনার নেক হায়াত বৃদ্ধি করেন।
@yaminalam95902 жыл бұрын
ভাই আপনার বক্তব্য রীতিমত ন্যায়ের বিপ্লব । আমাদের চিন্তায় সত্য ধর্মকে অনুভব করানোর প্রচেষ্টার জন্য এই যুগে আপনি একজন সেরা বক্তা । আল্লাহ আপনার ভালো করুন এবং আমাদের আপনার মাধ্যম সত্য ধর্মকে আরো জানার সুযোগ দিন ।
@nurhossainshaikat54382 жыл бұрын
ভাইয়া আপনি যে আলো চনা কোরে চেন তাতে এত টুকু পরিস্কার বুঝতে পারলাম যে সত্য মিথ্যা যাচাই করার কষ্টি পাথর হচ্ছে কোরআন। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন আমীন।
@mdtofazzal34622 жыл бұрын
ভাই আপনার বর্ণনা একবারে মন ভরে না। তাই বার বার শুনি। সত্যের বাণী জয় হবেই? ইনশাআল্লাহ। অশেষ দোয়া রইলো। ধন্যবাদ।
@sajibahmedbulbul.85262 жыл бұрын
আপনার ভিডিও দেখে আমি কোরআনকে বাংলায় পড়ে বুঝেছি ইসলাম কত সহজ ও সুন্দর,ইসলাম কত শান্তির।ভালোবাসা সীমাহীন।
@NRFP2 жыл бұрын
Same
@NRFP2 жыл бұрын
@@janyjany4368সে বলেনি সে হাদিস মানে না.সে বলছে বুথারি সহি হাদিসের নামে আজগবি হাদিস আছে যা কোরআনের বিপরীত...ধর্ম ব্যবসায়ী দের অন্ধ অনুসরনের ফল আপনাদের..বিদায়
@mdnazrul75092 жыл бұрын
@@janyjany4368 ভাই সজল সাহেব তো কোরআন ও হাদিস থেকেই কথাগুলো বলেন । কিন্তু আপনার নিকট তা ফেতনা, বলেন তাহলে আমরা কোথায় যাবো । তাই বলছি এই ফেতনা ফ্যাসাদ না বলে হাতে রাখা কোরআন একটু বুঝে পড়ার চেষ্টা করুন । ধন্যবাদ
@sajibahmedbulbul.85262 жыл бұрын
@@janyjany4368 আপনাকে আমি একটা অনুরোধ করি। আপনি কোরানের বাংলা ভার্সন টা পড়ুন তাহলে সবকিছু আপনার কাছেও পরিষ্কার হয়ে যাবে,কোনটা ফেতনা আর কোনটা সঠিক,ধন্যবাদ।
@sajibahmedbulbul.85262 жыл бұрын
@@janyjany4368 আপনি ভুল বলছেন,কোরআন ও সহি হাদিস ছাড়া আমি কারো অন্ধ অনুসরণ করি না।
@mohammadtaslimhossain8709 Жыл бұрын
ভাই সালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পবিত্র কুরআন শরীফের সঠিক তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরে প্রচার করে যাচ্ছেন। এ মহা সত্য প্রচারের আন্দোলনে আপনার সাথে আমিও শরিক হতে চাই। মহান আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক।
@israfilhaque58702 жыл бұрын
সজল ভাই, আপনি আমার প্রিয় একজন মানুষ। কিছুদিন আগে আপনার সকল ভিডিও দেখে শেষ করেছি। আমার খুবই ভালো লেগেছে। এভাবে সত্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আশাকরি আগামীতে তা অব্যাহত রাখবেন।
@sumonahamed53122 жыл бұрын
আসসালামু আলাইকুম সজল রোশান ভাই। আপনার ভিডিওগুলো মন্ত্রমুগ্ধের মতো শোনি। মহান আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থতা এবং ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দিন। আমীন।
@rokonemon2 жыл бұрын
আমার অনেক দিনের অনেক প্রশ্ন অ যুক্তি গুলকে আপনি মজবুত করে দিলেন। আমার মহান আল্লাহ্ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। আমিন। দোয়া ও ভালবাসা।
@policymaker4642 жыл бұрын
ভাইয়া আমি আপনার উসিলাতে সত্য বুঝতে ও সত্য ধারণ করতে চেষ্টা করছি। আল্লাহ আপনাকে নেক হায়াত ও অসীম জ্ঞান দান করুন।
@wiseman10712 жыл бұрын
সজলই হলো প্রকৃত আলেম বা জ্ঞানী । সজলের সহীহ্ কথায় তথাকথিত আলেমদের গায়ে ১০৪° জ্বর কিন্তু কিছু বলতে পারছে না কারণ বলার তেমন সুযোগ নেই - ধন্যবাদ এই আলেমকে ।
@birdloverruhan34282 жыл бұрын
Right
@tusharali75292 жыл бұрын
সঠিক
@adv.mainuddinshohel54882 жыл бұрын
সঠিক
@Allinone-xu7yo2 жыл бұрын
থাক ভাই তাদের চেতায়েন না
@wiseman10712 жыл бұрын
@@Allinone-xu7yo চেতার কোনো সুযোগ নাই ।
@TafsirulQuranbangla2 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাইকে, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আমি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে আল কুরআনের তাফসির শুরু করেছি , এই মুহূর্তে আপনার কথাগুলো আমার গবেষণায় অনেক কাজে লাগবে।
@Mehedihasan-nt5zk2 жыл бұрын
আপনি খুব চমৎকার ভাবে কথা বলেন ধন্যবাদ। ❤️💚🤍
@kamruzzaman74752 жыл бұрын
আপনার শিক্ষামূলক প্রচারণা জাতি অনেক উপকৃত হবে। জাযাকাল্লাহ খাইরান।
@jamanahmed32772 жыл бұрын
আলহামদুলিল্লাহ আমি আপনার এবং মুরাদ বিন আমজাদের বক্তব্য শুনেছি। খুব ভালো বিশ্লেষণ করা হয় আপনাদের বক্তব্য গুলোতে।
@mhshamimnawaz2 жыл бұрын
আলহামদুলিল্লাহ ♥️ আল্লাহ যেন খাস অনুগ্রহ করে আমাদের সঠিক বুঝ ও জ্ঞান দান করেন।
@abdulshukkur26382 жыл бұрын
সজল ভাইয়ের লেখা বইটির নাম religious mindset নামকরণটি আমাকে ভীষণ আলোড়িত করে,সত্যিই যতোপযুক্ত নাম, শুধুমাত্র নামটি নিয়ে চিন্তা করলেও অনেক কিছুই ভাবনার জগতে ঢেউ খেলে! ধন্যবাদ
@mdabdurrob18312 жыл бұрын
মাশাআল্লাহ, আপনার দেখানো এই নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে ধর্মকে নতুন ভাবে শিখতেছি, বাংলায় কোরআন পড়তেছি, সত্যিই ভালো লাগছে।
@robiulislambabu34152 жыл бұрын
আজকের দিনটা আমার কাছে ঈদের মতো আনন্দের দিন কারণ ঘুম থেকে উঠেই আপনার ভিডিওটি পেলাম খুবই ভালো লাগছে সজল ভাই
@বিনোদনলাইব্রেরী2 жыл бұрын
ভাই আপনারা মাওলানা মুজাম্মেল হক হুজুরের কথা শুনুন আপনারা সব উত্তর পাবেন।
@ashequeahmed48612 жыл бұрын
আপনাকে শুধু আপনার নিজের জন্য না, বাংলাদেশীদের জন্য, বিশ্বের জন্য কুরআনের প্রচার অব্যহত রাখতে হবে। আপনি ইসলামকে নতুন ভাবে চিনিয়েছেন।
@সত্যএসেছেএবংমিথ্যাবিলুপ্তহ-য৪শ2 жыл бұрын
'আল্লাহ্ আসমানে' একথা বলাকে আমাদের প্রিয় নবী (স:) মুমিনের আক্বীদা হিসেবে গন্য করেছেন।আর পীরেরা ইহুদী,খ্রিস্টান,হিন্দুর 'খোদার সত্তা সর্বত্র'-এই শির্কি আক্বীদার অধিকারী আর তারাই আমাদের নবীর সত্য (সঠিক) আক্বীদাকে বিদআত বলে অপবাদ দিচ্ছে। নাঊজুবিল্লাহ
@ইসলামেরআলো-থ৭ব Жыл бұрын
ইসলাম কে নতুনভাবে জানতে হবে কেন? সজল সাহেব কি ইসলামের প্রবর্তক? সজল সাহেবের বিভ্রান্তি গ্রহণ না করে রাসূলের(স) এর জীবনী পড়ালেখা করলে ইসলাম কে আরো বিস্তারিত জানতে পারবো, ইনশাল্লাহ
@SohanHossen-bz2qu9 ай бұрын
তিনি যা বলেন অনেক অনেক ঠিক আবার অনেক ভুল, হাদিস বিষেয়ে স্যার আব্দুলা জাহাঙ্গীর এর হাদিস নামে জালিয়াতি বই পড়লে জানা যায়, অনেক কিছু, অনার বিষয়ে বলতে গেল আরেক টা চেনল খোলা লাগবে, আমি আসা। ক রি কেউ এই বিষয়ে এগিয়ে আসবে, না আমাকে আসতে হবে, ইনশআল্লা,
@ShahidulIslam-mt7tu2 жыл бұрын
লাখো সালাম ভাই, নবজাগরণের উদ্দীপনাকে শাণিত করবার জন্য
@SYEDALI-ig8kk2 жыл бұрын
আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সজল রশন। কোরআনকে কোরআনের মত সহজ করে মানুষের কাছে উপস্থাপন করার জন্য, আল্লাহ্ নিজেই বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য আছে কি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আপনাকে আবারো ধন্যবাদ।
@mohosin40256 ай бұрын
এই রকম আলোচনা কারো কাছে পাইনি ,,, অপূর্ব অপূর্ব 🎉🎉🎉
@ismailhossainmehedi15216 ай бұрын
Dr, professor Mozammel sir and dr sajal Rawshon is on right way of Islam. I pray to sovereignty Allah for you both. Go ahead, thanks al lot.
@muhammadmominulislam626310 күн бұрын
সহমত
@fuadalkhateeb19892 жыл бұрын
ধন্যবাদ সজল ভাই, অসাধারণ গবেষণা ও প্রকৃত ইসলাম আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, ইসলাম মানে স্বাধীনতা ধর্মান্ধতা নয়। আপনি সত্যিকারের জ্ঞানী ব্যক্তি সজল ভাই। This is the real islam. Sincere thanks because you are teaching true Islam.
@aaqyl56522 жыл бұрын
বাংলাদেশের মানুষরূপী পশু kzbin.info/www/bejne/sKWrfZWJqKiFq5I
@mdjasimuddin96572 жыл бұрын
আল্লহ তুমি সজল ভাইয়ে মেধা এবং নেক হায়াত এবং কুরআনের কথা দিনের কথা যেন আরও সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে বলতে পারে তুমি সেরকম তৌফিক দান করো রাব্বানা তাকাব্বাল দোয়া।
@mdnazrul75092 жыл бұрын
সজল সাহেব ভাই আপনার বক্তব্য শুনলে মন ভরে যায়, শান্তি আর প্রশান্তিতে বুক ভরে যায় । আপনার বক্তব্য হীরা মনি মুক্তার চেয়ে ও দামী , কারণ আপনার বক্তব্য কোরআন এর সাথে সঙ্গতিপূর্ণ । পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি ।
@nurulislam84942 жыл бұрын
ভাই আমার কলিজার ভাই ভাই আমার মুমিন ভাই আলহামদুলিল্লাহ আপনার মতো এমন একজন আলেম আমরা পাওয়ার জন্য।
@mdasad75522 жыл бұрын
সজল ভাই, সালাম,, মহান মাওলা, আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করূন। ধর্মজীবিদের দোকান বন্ধ করবে, আপনার আলোচনা ও গবেষণা লব্ধ বই। কোরান বুঝে পড়লে আমাদের মাঝে এতো, অন্ধত্ব বেধে থাকতো না, কোরান এর সাথে থাকুন। আমি আছি,আপনার সাথে। শুভকামনা রইল, আগামী ভিডিও র অপেক্ষায় রইলাম। ভালোবাসা অবিরত, সজল ভাই, 💓💓🤟🤟👍
@mdabdulhaque42592 жыл бұрын
আপনি মহা গেনি ও মহা পুরুষ,আপনার কথা শুনে আমি মুগ্ধ হলাম।
@MOHAMMAD_JALAL_UDDIN_RUMI2 жыл бұрын
অনেক ধন্যবাদ প্রিয় সজল ভাই। হাদীসগুলো টুকে রাখলাম, কাজে লাগবে কথা বলতে ওনাদের সাথে।
@mdabdulmuhit8392 жыл бұрын
আসেন কথা বলেন বুকেরপাটা থাকলে
@MOHAMMAD_JALAL_UDDIN_RUMI2 жыл бұрын
@@mdabdulmuhit839 বলেন, বুকের পাটা আছে। দেখি আপনি কতো জানেন
@mdabdulmuhit8392 жыл бұрын
@@MOHAMMAD_JALAL_UDDIN_RUMI আপনার মতাদর্শ বয়ান করেন। আমাদের মতাদর্শ পরিষ্কার।
@MOHAMMAD_JALAL_UDDIN_RUMI2 жыл бұрын
@@mdabdulmuhit839 কোরআন অনুসারী মুসলিম
@mdabdulmuhit8392 жыл бұрын
@@MOHAMMAD_JALAL_UDDIN_RUMI কুরআনেই তো বলা হয়েছে হাদিছ অনুস্বরণ করতে, তাই হাদিস অনুস্বরণ করেন তো? যদি ঘুরিয়ে পেচিয়ে হাদিস না মানার চিন্তাভাবনা করেন, তাহলে কোআরন অনুযায়ী মুসলিম হলেন না। প্রথমেই একটি কথা মনে রাখবেন কোরআন হল একটি মৌলিক গ্রন্থ। আর সজল রোশন সরাসরি হাদিস অস্বীকারের কথা বলে না, কারন ধরা পড়ে যাবে, কিন্তু সে বুঝতে পারেনি আমরা এইসব বিষয়ে সজাগ, তবে যারা কোরআন হাদীছে অজ্ঞ, এবং যারা বোকা,তাদের কাছে সে বিরাট বড় জ্ঞানী😁
@alirezahasib2 жыл бұрын
আজকের দিনে চারবার শুনলাম এই ভিডিও।প্রতিবারই নতুন লাগে।যদিও আমার কাছে বই আছে তবুও আপনার ভিডিও শোনায় আলাদা একটা ফ্লেভার আছে🌹।আজগুবিস্থান শব্দটা সেই ছিল ডিকশনারিতে এড করার মত😂
@marufahmed565 Жыл бұрын
ভাইয়া আপনার কথা গুলো নিচে ইংলিশ ট্রান্সলেশন দিয়ে দিলে আরো অনেক বেশি হতো,,যে মুসলিমরা বাংলা জানেন না এই পৃথিবীতে তারাও বুঝতে পারতো তাহলে,, আল্লাহ আপনাকে সফলকাম করুক
@mdbokkor43592 жыл бұрын
ভাই আপনার আলোচনা খুবই ভালো লাগে হাদীছের মায়াজালে আলেমগণ এই জাতির মানুষকে পথভ্রষ্ট করছে সজল ভাইয়ের আলোচনা শুনুন নিজের জীবনে বাস্তবায়ন করুন এবং পরিবর্তন হন এটাই কামনা।
@deepthinking34982 жыл бұрын
মা শা আল্লাহ অনেক যুক্তিপূর্ণ ও সুন্দর আলোচনা। আসলেই আল্লাহর কিতাব বোঝার জন্যই সব থেকে বেশি গুরুত্ব দেয়া দরকার।
@md.asrafulislam3853 Жыл бұрын
সমস্ত মুসলমান ভাইদেরকে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন বুঝতে চেষ্টা করবেন আমাদের শ্রদ্ধেয় সজল ভাইয়ের কথা গুলি সত্যি উনি এতদিন কোথায় ছিল আরো আগে কেন এলো না তাহলে তো আমাদের জীবনটা অন্ধকারে তলিয়ে যেত না সমস্ত মুসলিম জাতির কাছে আমার চাওয়া আপনারা সবাই সজল ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চান তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে আসছেন সবাই আল্লাহর কাছে মাফ চান আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয় এবং কুরআনের সরল সঠিক পথ দেখান সবাই যেন কুরআন মেনে চলতে পারি সত্যি এখন ভাবি জীবনটা কোথায় শেষ করলাম মরীচিকার পিছনে ছুটলাম আর অন্ধকারে চলে গেলাম আল্লাহ আমাদের মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও
@mdyounuskhan9419 ай бұрын
আমার মনের অনেক মিল আছে, আমি তখন কোরআন পড়ি সাথে সাথে বাংলা পড়ি এ প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেতে থাকে,
@changeyourmindchangeyourli47412 жыл бұрын
সালাম স্যার. আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে আপনাকে ফলো করছি কিন্তু আমি স্যার আপনার বই গুলো পড়তে চাই কিন্তু কোনো ব্যবস্থা করতে পারছি না. আপনি যদি এই ব্যপারে একটু সাহায্য করতেন তাহলে খুব উপকৃত হতাম. আপনার সাহায্যের অপেক্ষায় থাকলাম
@mdrubelhasan73542 жыл бұрын
সালাম সজল ভাই কেমন আছেন পারিবারিক সমস্যার কারণে দীর্ঘ দুই মাস আপনার কোন ভিডিও দেখতে পারি নাই। অসাধারণ আলোচনা অনেক উপকৃত হইতেছি। আলোচনা চালিয়ে যান, দোয়া করি আপনার সুস্থতার জন্য, আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারতেছি
@abdulkhaleque2398 Жыл бұрын
সজল রোশান, ইসলাম ধর্মের উপর সুগভীর পান্ডিত্যের জন্য সাধুবাদ জানাই। Sajal Roshan Kudos to you for your profound scholarship on Islam.
@AbdulKarim-cw4qm2 жыл бұрын
Masha Allah! A beautiful discourse ever. May Allah reward you with His mercy and grace(amen).
@isratdola32212 жыл бұрын
আপনাকে আমি শুনি কিছুদিন। হলো তার আগে থেকেই নিজে নিজে কোরআন পড়া ও বুঝার চেষ্টা করে আসছিলাম। আপনার মতো কেউ বক্তব্য দিতে পারে সেটা আমার জানা ছিলো না। আমি সব হুজুর/মানুষকে সম্মান করি, কিন্তু সবার সব কথা কোরআন যাচাই ছাড়া মানতে পারি না। যেগুলো সন্দেহ হয়, সেগুলো আমি কোরআনের এর সাহায্য নেই। মাঝে মাঝে রাতে ঘুমানোর আগে কোরআন অর্ধসহ শুনি ও নিজের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করি।।
@myexplain1 Жыл бұрын
hlw apni ki amake ektu help korben please
@momindowlah20572 жыл бұрын
Outstanding analytical discussion! I wonder can any “Islamic Scholar” disprove what Br. Shojol has discussed?
@mdjamalhussainjamal49982 жыл бұрын
সজল ভাইকি আর কোনো বই লেখবে? তার বই দুটি কিনেছি(রিলিজিয়াস মাইন্ডসেট) এবং পড়েছি। আলহামদুলিল্লাহ।
@nooraalamsikder32472 жыл бұрын
এতো সুন্দর কথা ও এতো চমৎকার আলোচনা আমি আগে কখনোই শুনিনি।
@সারোয়ারহোসাইন-জ৯ছ Жыл бұрын
হাদিসের সনদ নিয়ে অর্থাৎ বর্ননাকারী সাহাবীর কাছ থেকে হাদিস কীভাবে বোখারী কিংবা মুসলিম পর্যন্ত আসলো-এর উপর আপনার একটা আলোচনা অত্যন্ত জরুরি
@humanrights3112 жыл бұрын
আপনাকে ভালোবাসি ভাই। ইসলাম সত্যিসত্যিই শান্তির ধর্ম আপনি বুজালেন আমি বুজলাম।
@abedeenmusic83102 жыл бұрын
আহা, উন্মোচিত হচ্ছে ইসলামের নতুন দিগন্ত❤️❤️❤️
@pokopoko8763 Жыл бұрын
সজল ভাই আপনার কথা আমার খুব ভালো লাগে মনে হচ্ছে এটি সত্যি হওয়া উচিত ছিল
@khanmonoara25992 жыл бұрын
সজল ভাই, আপনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনার হেক হায়াত দান করুন আমিন। 🤲
@mdgeban40872 жыл бұрын
ভাইয়ার জন্য ঈদ মোবারকের শুভেচ্ছা সহ নতুন ভিডিওর জন্য ভালবাসা ও দোয়া,প্রিয় সজল ভাইয়া রাহমাহুল্লাহ,যাকে আমি শতভাগ বিশ্বাস করি।
@ashikalahi3522 жыл бұрын
আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি।
@mdrayhanmolla6190 Жыл бұрын
আল্লাহ তার বান্দাদের জন্য যেসব শুভাময় ও হালাল বস্তু রিজিক হিসেবে দিয়েছেন তা হারাম করেছে
@mdmusharrafhussain49802 жыл бұрын
আপনাকে আল্লাহ হেফাজত করুন আমিন ইনশাআল্লাহ আপনার আলোচনা পৃথিবীর সকল ফিতনা দূর হবে,,,
@wahedulislam38672 жыл бұрын
আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর রসূলের হুকুম মান্য করবে, তাহলে যাঁদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন, সে তাঁদের সঙ্গী হবে। তাঁরা হলেন নবী, ছিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাদের সান্নিধ্যই হল উত্তম। (সূরা আন নিসা, আয়াত-৬৯)
@rabbaabba2 жыл бұрын
একেবারে সত্য কথা গুলো বলেছেন সজল ভাই! ❤️
@shamsperseus012 жыл бұрын
ভাইয়া, আমি আপনার ডিপার্টমেন্টের (আন্তর্জাতিক সম্পর্ক) ছোট ভাই (শামস রামাদান)। আপনার পডকাস্ট গুলো আমার গ্রামের বাড়ি তে বহু কট্টর মোল্লা,বিদআতী এবং মাজারপন্থীদের শুনিয়েছিলাম। শুনে তাদের অনেকেই এখন পরিবর্তিত হয়েছেন এবং তারা নিয়মিত আপনার পডকাস্ট শুনে থাকেন। আপনার জন্য শুভকামনা।
@MOHAMMAD_JALAL_UDDIN_RUMI2 жыл бұрын
আমিও ঢাবির (আইইআর), যোগাযোগ করবেন ভাই। আমরা কোরআন অনুসারী মুসলিমরা এক হতে চাই।
@shamsperseus012 жыл бұрын
@@MOHAMMAD_JALAL_UDDIN_RUMI অনেক ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ আমি আপনার সাথে যোগাযোগ করবো।
@amitumi44472 жыл бұрын
সহীহ হাদিস গ্রন্থ গুলোকে নবীজির হাদিস না বলে আমার মতে বলা উচিত,নবীজির জীবন কর্ম সম্পর্কে সাহাবীদের বর্ণিত নিজস্ব মত বা সাহাবীদের হাদিস
@md.didarhossain17592 жыл бұрын
বাহ। যা বলেছেন। যদি এই বিষয়টা ইমাম বোখারি আর ইমাম মুসলিম আপনার মত বুঝতেন।
@amitumi44472 жыл бұрын
Md. Didar Hossain আপনাকে ধন্যবাদ ,ইমাম মুসলিম সাহেব বুখারী শরীফের তিনশতাধিক এর অধিক হাদিস মুসলিম শরীফে স্থান দেননি,সুতরাং আমার নিজস্ব এ মতামত আপাতত সজল রোশান স্যারের কমেন্ট বক্সেই থাকুক
@hazratbin79322 жыл бұрын
Quran Champak ke Tomar Jana Ney
@amyscreation12 жыл бұрын
ঠিক বলেছেন। হাদিস হচ্ছে সিরাত। নবীজির জীবন চারিত। জীবন বিধান নয়। জীবন বিধান এক মাত্র কুরআন
@aaqyl56522 жыл бұрын
বাংলাদেশের মানুষরূপী পশু kzbin.info/www/bejne/sKWrfZWJqKiFq5I
@rafayetalam79592 жыл бұрын
আল্লাহ যাদের গুমরাহ করছে সয়ং নবী (সঃ) তাদের হেদায়েত করতে পারেননি আমি আপনি কেমনে পারবো ভাই।
@tofailahmed88429 ай бұрын
😢😢
@farukhossainmandal73832 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা |যুক্তিসংগত ব্যাখ্যা কোরআন এবং হাদিসকে নতুন ভাবে বুঝতে আমাদের সাহায্য করছে ৷সাবেকি ভ্রান্ত ব্যাখ্যা আমাদের দিশেহারা করেছে ৷সজল সাহেব আপনাকে অনেক ধন্যবাদ৷ ---পশ্চিমবঙ্গ থেকে ফারুক হোসেন |
@afrojaalam98802 жыл бұрын
সালাম ভাইজান, আপনার ভিডিও গুলো খুবই পছন্দ করি এবং প্রার্থনার গ্রামার শিখার ভিডিওটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুনি এতে আমি খুব উপকার পাচ্ছি। ফলে ধীরে ধীরে আপনার খুব ঘনিষ্ঠ ভক্ত বনে যাচ্ছি আমি। আপনার প্রতি একটি চাওয়া ছিল আমার, সুরা নিসার কিছু আয়াত পড়ে এখনো আমি মারাত্মক ভাবে বিভ্রান্ত হই। যেমন 34 নাম্বার আয়াত, যদি দয়া করে এই সুরাটি নিয়ে একটা ভিডিও করতেন তবে ভালো হতো।
@aeazisan962 жыл бұрын
আমিনুল ইসলাম সজল ভাই সব সময়েই সব কিছুতে পারফেক্ট ছিল
@onecokgaming3 күн бұрын
আপনার আলোচনা মনোযোগ দিয়ে শুনলে সবাই উপক্রিত হবে আশা করছি। আপনাকে সালাম।
@Bad-Mad-Monster2 жыл бұрын
6 নং সূরা:-(আনআম ) এর 114- 115- 116 আশা করি তিনটি আয়াতের ব্যাখ্যা বিস্তারিত করবেন ধন্যবাদ আপনাকে 🥰🥰
@prime-amazon2 жыл бұрын
Nice
@mdsaddamhossain54942 жыл бұрын
সালাম নিবেন বড় ভাই কালকে রাতেই এই অধ্যায়ে পড়লাম তার মধ্যে দেখি সকালে ঘুম থেকে ওঠে ভিডিও টা। ভালো লাগলো।খুব চমৎকার আলোচোনা। এই আলোচোনা থেকে আমাদের আলেম সমাজের অনেক কিছু শেখার আছে। আল্লাহ ভালো রাখুন আপনাকে।
@eusufbhuiyan75582 жыл бұрын
ভাই আপনার এই মন মাতানো অনর্গল লেকচারে আমার মনটা জুড়িয়ে গেল আপনার মত লোকের বর্তমানে খুব দরকার। অবিরাম ভালোবাসা রইলো।
@salimgazi62712 жыл бұрын
স জ ল ভাই যতোবার শুনি ততই মুগ্ধ হচ্ছি।
@mahamudaakter47592 жыл бұрын
সত্যি কথা বলেছেন , বাবা সজলকে বলছি আদম নূরের কথা গুলো সুনেন তাতে আপনার সাথে অনেক মিল পাবেন।
@arjumankhanom8366 Жыл бұрын
আদম,নূরের কথা কোথায় পাবো ?
@shaheenkhan16232 жыл бұрын
সালাম, ভাই আপনাকে ধন্যবাদ, আপনার সবগুলো ভিডিও দেখেছি। সব বক্তব্য ঠিক আছে। এটা পরিষ্কার আমাদের জীবন পরিচালনায় কোরআন ই একমাএ বিধান। ভাই, এখন শুধু কোরআন নিয়ে আলোচনা করুন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
@raselahmed97102 жыл бұрын
আসসালামু আলাইকুম, আল্লাহ সুবহানাওয়াতায়ালার জন্য আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ সুবহানাওয়াতায়ালা আপনার জ্ঞান আরো বৃদ্ধি করে দিন, আপনাকে আরো বেশি বেশি গবেষণা করে সত্য উন্মোচন করে সকলের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ভিডিও এর অপেক্ষায় রইলাম।
@Akhij424 Жыл бұрын
ভাই আপনাকে ধন্যবাদ,, মানুষের অন্তর চক্ষু খুলে দেওয়ার জন্য।
অন্তর থেকে ধন্যবাদ। এগিয়ে যান। আল্লাহ আপনার সহায় হউন।
@maxman47592 жыл бұрын
আপনার সব কয়টা ভিডিও প্রায় দেখেছি,দোয়া করবেন এভাবে যেন জীবন ঘটতে পারি।
@nm.noorshuvo2 жыл бұрын
আপনার কথা গুলো হক। কিন্তু আপনি কিছু কথা ছেরে বলেন। সেই দিন ২ টি জিনিস এর কথা বলছে ১ টি নয়। ১ আল্লাহর কিতাব ২ তার আহালে বায়াত❣️
@hazihasmot7540 Жыл бұрын
চুরি করলে হাত কাটা লাগবে কিন্তু কতখানি কাটা লাগবে এটা তো কোরআন এ নাই। হাদিস ছারা কেমন করে বুঝব। এটা বিষয়ে যানতে চাই। আরও একটা প্রশ্ন। আল্লাহ কোরআন এ বলছে যাকাত দেও কিন্তু কি পরিমান দিতে এটা হাদিস ছাড়া কেমন করে বুঝবো দয়া করে এটা একটা আলোচনা করবেন। তাইলেআসবাই উপক্তিত হয়। হয়।
@eusufbhuiyan75582 жыл бұрын
ভাই দেশে ধর্মের নামে বড় বড় আলেম ওলামা ডক্টরেট দেখি কিন্তু এমন বক্তৃতা দেওয়ার মতো লোক অনেকদিন থেকে খুজতেছি পাচ্ছিনা। কিছুদিন আগে একজনকে পেয়েছি আর এখন আপনাকে পেলাম আপনাদেরকে মানুষের জন্য খুব প্রয়োজন
@shahinurislam58432 жыл бұрын
ধন্যবাদ অাপনি ইসলাম ধর্মের অাসল বৈশিষ্ট্য তুলে ধরছেন। অামরা অাপনার পাশে অাছি চালিয়ে যান
@fairoozsadaf34502 жыл бұрын
Sajol Roshan sir we kotha Mon diye shunte hobe r nijeo Quran bujhe Porte hobe tahole Amra prithibite alo niye ashte parbo Allah r rohomote
@drisratjagansadiya7322 жыл бұрын
অত্যন্ত ভাল লেগেছে আপনার মতামত। আল্লাহ আপনার জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি করুন। আমিন।
@myexplain1 Жыл бұрын
hi ektu help korben please
@mamunmamunkaji40502 жыл бұрын
ভাই আপনাকে হাজার সালাম, সত্য বলার জন্য,
@KabirHossain-ut7bm2 жыл бұрын
অনেক অজানা তথ্য পেলাম ধন্যবাদ সজল ভাইকে
@BengalAgro.2 жыл бұрын
আসলেই আমরা ধর্ম কে অনুরোধের ঢেকি গেলার মত কঠিন করে ফেলেছিলাম।
@mahbubbillah33882 жыл бұрын
اِنَّ الَّذِیۡنَ یَکۡفُرُوۡنَ بِاللّٰہِ وَ رُسُلِہٖ وَ یُرِیۡدُوۡنَ اَنۡ یُّفَرِّقُوۡا بَیۡنَ اللّٰہِ وَ رُسُلِہٖ وَ یَقُوۡلُوۡنَ نُؤۡمِنُ بِبَعۡضٍ وَّ نَکۡفُرُ بِبَعۡضٍ ۙ وَّ یُرِیۡدُوۡنَ اَنۡ یَّتَّخِذُوۡا بَیۡنَ ذٰلِکَ سَبِیۡلًا ﴿ নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের সাথে কুফরী করে এবং আল্লাহ ও তাঁর রাসূলগণের(কুরআন ও হাদীসের) মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে, ‘আমরা কতককে বিশ্বাস করি আর কতককে অস্বীকার করি’ এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায় । اُولٰٓئِکَ ہُمُ الۡکٰفِرُوۡنَ حَقًّا ۚ وَ اَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا مُّہِیۡنًا ﴿۱۵۱﴾ তারাই প্রকৃত কাফির এবং আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি অপমানকর আযাব। 4: সূরা নিসা :( 150-151)
@md.bahauddin46242 жыл бұрын
আজকে সজল ভাইকে খুব সুন্দর লাগতাছে
@golamarshad9713 Жыл бұрын
সত্য উম্মচনের জন্য আপনাকে ধন্যবাদ।❤
@mostofa60132 жыл бұрын
সজল ভাই অনেক ভালো লাগে আমি নিয়মিত দেখি আশা করি আরো ভালো ভাবে মানুষকে আল্লাহর বিধান বুঝিয়ে বলবেন। সালাম আপনার উপর
@md.abdulkhaleque812 жыл бұрын
সুন্দর বিশ্লেষণধর্মী আলোচনা। এভাবে ইসলামের বিভিন্ন দিকসমুহ কোরানের আলোকে বর্ননা করলে মানুষ কুসংস্কার মুক্ত হয়ে সঠিক দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে।
@mdliaquatali82912 жыл бұрын
You are a unique thinker of religion. You are unveiling the truth of Islam. All the best.