🕉️সোজা কথায় আসি___ রাম কার পুজো করতো রাবন কার পুজো করতো কৃষ্ণ কার পুজো করতো পরশুরাম কার পুজো করতো___ হরি ভক্তরা তুলসী মালা পড়ে__সত্য যুগের মুনি ঋষিরা কিসের মালা পোরতো___ পরমেশ্বর হলেন শ্রেষ্ঠ যিনি কারো পুজা করেন না__কারন তিনি সর্ব শক্তিমান___ আর শিব কারো পুজা করেনা__এর থেকে বড় প্রমান আর কি হতে পাড়ে। har har mohadev
@rahulll982 жыл бұрын
শিব শুনেছি সব সময় ধ্যানে মগ্ন। কার ধ্যান করেন?
@rahulll982 жыл бұрын
@@Vedic_Religion108 আমি সব কিছুই পড়েছি বা বুঝি তা নয়। আমিও এমন কথাই বলছি যে যদি শিবই শেষ কথা হয় তা হলে তিনি ধ্যানমগ্ন হয় কেন? আপনি যে নিরাকার পরব্রহ্মের কথা বলছেন আমি তাকে রূপ দিয়ে থাকি, কারণ আমাদের মত সাধারণ মানুষ রূপহীন কাউকে কল্পনা করতে পারে না । আপনি বা আপনারা পারলেও আমি পারি না। ভগবান রূপহীন মানি কিন্তু ধ্যান করতে গেলে পারি না। ভগবান অন্ধকার জানি কিন্তু তার মধ্যেই একটা আকার খুজে বের করাই ধ্যান করা।
@saptarshi97192 жыл бұрын
@@rahulll98 দেবী দুর্গার
@rahulll982 жыл бұрын
@@saptarshi9719 করতেই পারেন তিনি। আমরা তার বিবেচনা করার অযোগ্য।
@sharuppaul59622 жыл бұрын
Jay bholenath 🙏🙏
@mousumi666-wy8xk3 ай бұрын
কমেন্ট গুলো পরলাম খুব কষ্ট লাগল আমাদের চিন্তা শক্তি দেখে। ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতাযুগে অনেক অলৌকি নিলা করার পরেও তাকে কেউ ভগবান বলেনি কেউ বুঝতেই পারেনি আর পারেনি বিধায় তাকে বিশ্বরূপ দেখাতে হয়েছিল। এবং তিনি বলেছেন তিনি আবার এবং বার বার আসবেন আর তিনি এসেছেন ও কলিতে শ্রীহরি হয়ে তাই কলির মানুষ ও এখন বুঝবে না সেদিন বুঝবে যেদিন আর সময় থাকবে না যে কৃষ্ণ সেই হরি ❤❤❤ জয় হরিবোল জয় গোবিন্দ 🥰
@m.mmondal4911 Жыл бұрын
শ্রীহরি যে স্বয়ং ভগবান তা স্বার্থান্বেষী দের মানতে বড় কষ্ট হচ্ছে
@SusimMajhi5 ай бұрын
সব ভগবান কে শ্রদ্ধা করা উচিত। এই কথাগুলো বল।
@Radasam3935 ай бұрын
ভাই ভগবান একযোনি হয়@@SusimMajhi
@Motua1233 ай бұрын
আপনি ঠিক বলেছেন হরিচাঁদকে ভগবান বলতে এদের সব কষ্ট হয়
@papaighosh4275 Жыл бұрын
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা নিজের গুরুকে যেমন সম্মান করেন অন্যের গুরু কে তেমনি সম্মান করেন। আপনার কথাগুলো ভালো লাগলো
@Rk_Music817 Жыл бұрын
Joy guru
@SwapanDas-dp3qt Жыл бұрын
100 right joy guru dada
@arellasophia7925 Жыл бұрын
হ্যা,,,পুর্বপুরুষের মহাপুরুষদের শ্রদ্ধা করতেই হবে।
@KalKal-p2f Жыл бұрын
❤
@became83 Жыл бұрын
শ্রী কৃষ্ণ আগেই প্রমান করেছেন,শত শত প্রমান দিয়েছেন। হরিচাদ শুধু শ্রী কৃষ্ণের ই সাধক।একজন সাধক কখন ভগবান হয় না।
@হাসিরঝর্ণাধারা Жыл бұрын
হরিচাঁদ ঠাকুরের চরণে শতকোটি প্রণাম তিনি একজন মহাপুরুষ ছিল কিন্তু আমাদের কিছু লোক তাকে আমরা ভগবান বানিয়ে ফেলছি অথচ আমরা কি মারাত্মক ভুল করছি এই ভুল কবে শুধরাবে মানুষ সঠিক পথে যাবে যে একজন মানুষকে আমরা ভগবান বলছি এবং আসল ভগবান কে আমরা ভুলে গেছি
@sfc_chayon96 Жыл бұрын
অবশ্যই 🙏🙏
@bangladeshofreality2013 Жыл бұрын
পাও কই তোরা
@bangladeshofreality2013 Жыл бұрын
আগে সত্যটা জানার চেষ্টা কর। বাস্তব ধর্মে আসো।গালকল্পে ভরা।মহাভারত কাব্যগন্থ। আর সেটা ধর্মগ্রন্থ হল কি করে?আগে ভাব যে কোনটা সত্য। শ্রীকৃষ্ণ ছিল কিনা সেইটা বড় বিষয়?হরিচাঁদ ঠাকুরের তো প্রমান আছে ওটা কাল্পনিক।
@bangladeshofreality2013 Жыл бұрын
@vecsashis5389তোর বাপের মাথা
@SamarJoydhar10 ай бұрын
তাপস বাবু হরি গুরুচাঁদ দর্শনেআমরা পাই মাবাবা ই। শ্রেষ্ট ভগবান আর পঞ্চ তন্ত্র ওই কাল্পনিক ভগবান না মানলে ও চলবে মুলনিবাসিদের জয় মাবাবা জয় হরিবোল জয় মুলনিবাসির জয় ভিম ❤❤❤❤❤❤❤❤❤
@PriyaBanerjee-z5l Жыл бұрын
শ্রীকৃষ্ণ যে ভগবান এটা বিশ্বাস করার জন্য কোন প্রমাণ লাগে না তার নিকট গেলে তার পূজা করলে তার নাম করলেই বোঝা যায় তিনিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@ঠাকুরহরসীৎАй бұрын
অপূর্ব আলোচনা খুব দারুন আলোচনা দারুন আলোচনা।
@utsavbanerjee5011 ай бұрын
সবার ইষ্ট কে প্রদ্ধা ও সন্মান করা উচিত \ আমি মতুয়া না হয়েও প্রত্যাহ দুই বেলা হরৈচাদ ঠাকুর সহ আরও অন্যান্য সবাইকে শ্রদ্ধা ও প্রনাম জানাই, এক্ষেত্রে কোন বিভেদ করি না যত মত তত পথ' 'প্রতিটি মানুষের চৈতনের উদয কামনা করি।
@debrajmallick701 Жыл бұрын
শ্রী কৃষ্ণ হলেন পরম ঈশ্বর এতে কোনো সন্ধেহ নেই, হরে কৃষ্ণ 🕉️🙏🚩
@Ritika-p4l2 ай бұрын
কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্যে রাম সুগ্রীবের গলায় গজপুষ্পীলতা বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠান। এরপর যখন বালি-সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম গজপুষ্পীলতা - এর চিহ্ন দেখে সুগ্রীবকে চিহ্নিত করেন এবং আড়াল থেকে বালির প্রতি বাণ নিক্ষেপ করে তাঁকে হত্যা করেন। এই জন্যই পরের জন্মে জরার হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল। লে ভগবান তো মারা গেছে😅
@AnimashKumar-oy2to Жыл бұрын
আমরা যে সবাই সনাতনী সেটা বড় কথা ❤❤❤❤❤❤❤❤
@antarbhowmik11572 жыл бұрын
পৃথিবীর এমনকি হয়ে যাচ্ছে হরিচাঁদ ঠাকুর লোকনাথ বাবা রামকৃষ্ণ অনুকুল ঠাকুর সবাইকে একই সময় আসতে হলো।আপনি যতগুলো শাস্ত্রীয় প্রমাণ দেখাচ্ছেন সবগুলো ভুল ব্যাখ্যা করেছেন। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলব আপনি ঢাকা ইসকন মন্দির আসুন। শাস্ত্র নিয়ে বসুন তারপর আপনার অবস্থা দেখব কিরকম। আশাকরি কমেন্টের রিপ্লাই দিবেন
@priyolalgain81176 ай бұрын
ইতিহাস না জেনে উলটো পালটা বলা ঠিক না.অন্তর ভাই পরাশূনাকর,
আচ্ছা আপনার কি মাথা খারাপ আছে ভুল ভাল তো আপনি বলছেন।।। লোকনাথ বাবা র জন্ম 1730 আর হরিচাঁদ ঠাকুরের জন্ম 1812 আর অনুকূল ঠাকুরের জন্ম 1888 তাহলে সবাই একই সময় কিকরে হলো
@mithunmandal414 Жыл бұрын
পরনিন্দা পরচর্চা ভালো নয়,আপনি আরম্ভ তো খুব বাড়াবাড়ি করে বলছেন। আপনার ঠাকুর আপনাকে ঠিক রাস্তা দেখায় যেন 🙏
@dolichakroborty31462 жыл бұрын
শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি পরমব্রহ্ম
@jagannathadhikary4574 Жыл бұрын
শ্রীকৃষ্ণ কি আপনার কানে কানে বলে গেছিল যে আমি ভগবান 😀😀
@David_King_957 Жыл бұрын
@@jagannathadhikary4574 তবে নিশ্চয়ই শ্রীকৃষ্ণ আপনার স্বপ্নে এসে বলে গেছেন যে জগন্নাথ বাবু আমি ভগবান নই। আপনি সমগ্র বিশ্বে এটা প্রচার করুন। 🤣🤣🤣 কি সুন্দর অযৌক্তিকতা।
@niranjandey9049 Жыл бұрын
কৃষ্ণ যদি পূর্ণ ভগবান হয় তবে কার ধ্যান করে, ব্রম্মা এবং বিষ্ণুই বা কার ধ্যান করে? তার মানে এদের উপরে কেউ আছেন যাকে গীতা অধ্যায় ১৭ শ্লোকে উত্তম পুরুষ বলা হয়েছে, এবং ইনিই একমাত্র অবিনাশী মূল ভগবান এবং স্রষ্টা,
@niranjandey9049 Жыл бұрын
গীতায় তিন পুরুষের কথা বলা আছে, ক্ষর পুরুষ, অক্ষর পুরুষ, এবং পরম অক্ষর পুরুষ, গীতা ১৫/১৬, ১৭ অথবা অন্য ভাষায় ঈশ, ঈশ্বর, পরমেশ্বর, দুটো এক,
@gangsterboy9114 Жыл бұрын
@@David_King_957 ta harichad ta kon bhogoban jake kew Mane na🤣
@ratanmishra59212 жыл бұрын
শুনুন দাদা, মা বাবা যতই খারাপ হোক তাদের নিয়ে সমালোচনা করা যেমন পাপ সেরকম শাস্ত্র নিন্দা করাও মহাপাপ ,যখন শাস্ত্র রচনা হয়েছে আপনিও ছিলেন না আমিও ছিলাম না। কারণ আমাদের সনাতন ধর্মে শাস্ত্রই হল ভগবান তাতে যায় লেখা থাক। সেটাই আমাদের শ্রেষ্ঠ এবং তাই শাস্ত্র পড়ে যদি ভক্তি জন্মায় তবেই ভগবানকে পাওয়া যায়। আর স্বাস্থ্যের নিন্দা করলে জীবনে কখনো ভগবান পাওয়া যায় না তাই শাস্ত্রের ভুল ধরার জন্য বৃথা সময় নষ্ট করবেন না অন্য কাজ করুন তাতে সংসারে দুটো টাকা পয়সা আসবে।
@aniknath71152 жыл бұрын
১। ভবিষ্যপুরানাম, ব্রম্মন্ডোৎপত্তি বিস্তার বর্ণন ব্রম্মাবিষ্ণুমোহনাথাং ততঃ শম্ভুসত্ত তেজসা।। আশরীরা বাসুদেবা হ্যনুৎপত্তিরযোনিজঃ।।৭ অনুবাদঃ ব্রম্ম্রা এবং বিষ্ণুর মোহনের জন্য এর পর তেজ থেকে শম্ভু উৎপন্ন হয়। ভগবান বাসুদেব/কৃষ্ণ শরীরহীন, উৎপত্তিহীন এবং অযোনিজ। ২| রামাদিমূর্ত্তিষু কলানিয়মেন তিষ্ঠন্ নানাবতারমকরোদ্ভূবনেষু কিন্তু। কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমাণ্ যো গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি।। (ব্রহ্মসংহিতা- ৫/৪৮) অনুবাদঃ রাম আদি মূর্তিতে--- অংশভাবে অবস্থান করিয়া পৃথিবীতে যিনি নিজ অংশে নানা অবতার প্রকট করেছেন, কিন্তু যিনি স্বয়ং পরমপুরুষ শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হয়েছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ৩। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷ অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্৷ ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে৷৷" আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তখন মুর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে, তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়।“ (পবিত্র গীতা ৯/১১-১২) ৪। শ্রীমদ্ভগবত গীতায়-দশম অধ্যায়ে 37 নং শ্লোকে পরমেশ্বর বললেন বৃষ্ণীনাং বাসুদেবোহস্মি পান্ডবানাং ধনঞ্জয়ঃ। মুনীনামপ্যহং ব্যাসঃ কবীনামুশনাঃ কবিঃ।।৩৭।। অনুবাদঃ বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পান্ডবদের মধ্যে আমি অর্জুন। মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। ৫। অদো যদ্দারু প্লবতে সিন্ধোঃ পারে অপূরুষম্। তদা রভস্ব দুর্হণো তেন গচ্ছ পরস্তরম্॥ (ঋগ্বেদ সংহিতা শাকল শাখা ১০.১৫৫.৩) "হে অজ্ঞানে আচ্ছন্ন জীব, ঐ দূরে সমুদ্রতীরে যে অপৌরুষেয় কাষ্ঠখণ্ড বিরাজ করছেন, তাঁকে আশ্রয় করে তাঁর উপাসনা করে অনায়াসে তুমি ভবসিন্ধু অতিক্রম করে বিষ্ণুলোকে গমন কর।" ৬। বিপদঃ সন্তু নঃ শশ্বত্তত্র তত্র জগদ্গুরো। ভবতো দর্শনং যৎ স্যাদপুনর্ভবদর্শনম্৷৷ (শ্রীমদ্ভাগবত:১.৮.২৫) "হে জগদ্গুরু ! আমাদের জীবনে পদে পদে বিপদ আসুক ; কারণ বিপদের মধ্যেই নিশ্চিতভাবে আপনার দর্শনলাভ হয় এবং আপনার দর্শনলাভ হলে আর জন্মমৃত্যুর চক্রে পড়তে হয় না৷" মাতা কুন্তী দেবী।
@ashokbiswas92192 жыл бұрын
তাপস বাবু নিন্দা করলেন কোথায়। আপনি তো নিন্দা, সমালোচনা আলোচনা কিছুই বোঝেন না। অন্ধ হয়ে পাগল হ ওয়ার দিন শেষ। গুরু চাঁদ ঠাকুর এটাই বলে গেছেন যে তোরা লেখা পড়া শিখে নাও তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ সব বুঝতে পারবে। **অনন্ত অসীম যদি দেখি বারে চাস। ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস।।**
@amalendudebnath78998 ай бұрын
কৌতুক- এক : যে বই কেউ পড়ে নাবইমেলার নিউজ করতে গেলেন এক সাংবাদিক। দেশের নামিদামি এক লেখক প্রশ্ন করলেন তাকে-লেখক: বলুন তো, ক্ল্যাসিক বই কাকে বলে?সাংবাদিক: কাকে বলে?লেখক: যে বইয়ের সবাই প্রশংসা করে, কিন্তু কেউ পড়ে না।
@amalendudebnath78998 ай бұрын
আমরা কি কখনো হিন্দু বাঘ,মুসলমান সিংহ,খৃষ্টান হাতি বা ইহুদি জিরাফের কথা শুনেছি? না! পশু,পাখি,গাছপালা ওদের ও প্রাণ আছে সুতরাং জীব।অথচ মনুষ্য নামক জীবের ই একমাত্র ধর্ম আছে!মানুষ ধর্মের জন্য খুবই প্রয়োজনীয় উপকরণ! ধর্মের জন্য মানুষ চাই! তাই তো প্রতিনিয়ত conversion বা ইসলামের দাওয়াত বা "ন হিন্দু পতিত ভবেৎ" (যেন সমাজপতিরা নয় নিজেই নিজেকে পতিত করেছিল!) বলে 'পরাবর্তন' এর আহ্বান! সকলের মনোগত বাসনা ১০০ শতাংশ মানুষ তার ধর্মের হোক। লোক টানতে না পারলে মিশনারি,ওয়াজী,বাবাজী কারোর value নেই! কিন্তু লোকে (পিউ রিসার্চ সেন্টার ও অন্যান্যরা) ২১০০ সালেও ৩৩,২৪,১৬,১৫,৮ এর একটু আধটু এদিক ওদিক ছাড়া ৫০ শতাংশ ও কোনো এক পক্ষ হবে না! সুতরাং ৫০ শতাংশের বেশী লোক সব সময় হেল, জাহান্নাম বা নরকবাসী থাকবে!
@shykatsarker81242 жыл бұрын
দাদা আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের সবশ্রেষ্ঠ এই সনাতন ধর্মকে এইভাবে বিকৃত করবেন না।আপনাকে প্রথমই বলি ব্রহ্মপুরাণে ৫/১ পড়ে দেখবেন যে, শ্রীকৃষ্ণ সেখানে কী বলা হয়েছে।শ্রীকৃষ্ণ যে পরম ইশ্বর বা ভগবান সেটি শাস্ত্রে অনেক জায়গা উল্লেখ আছে। এছাড়া আপনি ভালো করে গীতা পড়বেন। গীতার এই অমিত বাণীগুলোকে বিকৃত করবেন না।আজকে সারা বিশ্বে ইসকন ভগবান শ্রীকৃষ্ণ অমৃত বাণী প্রচার করছেন। আমার তো মনে হচ্ছে যে আপনি এগুলো সব ষড়যন্ত্র করে এই বিকৃত আলোচনা করছেন।আমাদের সনাতন ধর্মাকে এগিয়ে নিতে হলে সবাইকে একত্রে ভগবান শ্রীকৃষ্ণ এর নির্দেশিত পথ অনুসরণ করতে হবে।
@info3181 Жыл бұрын
Absolutely Right
@dotorarsur4937 Жыл бұрын
আসল ভগবান হলো আত্মা ভগবান প্রতি ঘটে বাস করে। তেমন আত্মায় ভগবান
@laddugopalacuteshorts5605 Жыл бұрын
এদের বলে কিছু হবে না এরা নিজের নাক কেটে ও অন্যের যাত্রা ভঙ্গ করছে এতে যে আমাদের ধর্মের অপমান হচ্ছে এটা এরা বোঝে না ইস্কোন নিয়ে এদের এতো জ্বালা কেনো বুঝি না ইস্কোন এর কেউ তো এমন ভিডিও বানাই না এই দেখেই বোঝা জাই কাদের মন পরিষ্কার আর ইস্কোন আছে বলে দেশে বিদিশে সনাতন ধর্ম কে সবাই ভালোবাসে তবু ও এদের মনের ময়লা গেলো না যার যাকে ভালো লাগে সেই তাকেই মান না বাবা এমন করে ঠাকুর দেবতা ভগবান কে কেনো টানা টানি করছেন
আসল কথা কি জানেন ভাই কে ভগবান কে ভগবান না এইসব শুধু তারাই বলে যারা কিছুই বুঝে না ভগবানকে শুধু ভক্তরাই জানে প্রত্যেকটা মানুষের ভক্ত হওয়ার চেষ্টা করুন
@amareshbiswas5730 Жыл бұрын
ঠিক বলেছেন।
@KalKal-p2f Жыл бұрын
❤
@sanskardarpan74982 жыл бұрын
কোনো ব্যক্তিকে ভগবান প্রমাণ করতে হলে তার গুনবানী সমন্বিত কর্মকাণ্ড প্রচার করলেই হয় । এরজন্য কষ্ট করে অন্যকে ছোটো করার প্রয়োজন নাই । নিজে যারে বড়ো বল সে বড়ো নয়, লোকে যারে বড়ো বলে সেই বড়ো হয় । অল্প বিদ্যা ভয়ংকরী ।
@minalray6521 Жыл бұрын
Thek
@samirhazra6002 Жыл бұрын
বেটা ধর্ম করোস না বুঝে না শুনে ভগবানকে নিয়ে আলোচনা করোস না।৬৪ কলায় পূর্ন কে কার মধ্যে আছে এই ৬৪ কলা।
@samirhazra6002 Жыл бұрын
ভালো হয়ে যা বেটা
@prabhatdebnath47642 жыл бұрын
আপনি ও ঠিক, কারণ ,গুরুবন্ধনায় বলা হয়েছে , গুরু ব্রহ্মা ,গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরুদেব ও পরমব্রহ্ম তস্ময়ী শ্রীগুরুবে নম।।
@satyabanjana-zh7zt Жыл бұрын
Boka number 1000000%
@anantahansda4184 Жыл бұрын
Krishna vogoban নয়, কৃষ্ণ একটা ভালো মনের মানুষ
@RanajitRoy-q1r Жыл бұрын
আমি হরিচাঁদ ঠাকুর কে সম্মান করি 🙏🏻 কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই সর্ব শক্তিমান কারন ঈস্বর পরম কৃষ্ণ সদচিতানন্দ বিগ্ৰহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারন কারনম । কৃষ্ণই সর্ব শক্তিমান 🙏🏻 এছাড়াও আরো অনেক প্রমান আছে বুঝলেন রাঁধে রাঁধে জয় শ্রী কৃষ্ণ 🙏🏻💞💞💞🙏🏻
@KalKal-p2f Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@milanbiswas44724 ай бұрын
আপনার মন্তব্য একদম সঠিক সত্য।জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী হরি চাঁন্দ গুরু গোঁসাই জয় পিতা মাতা ❤❤❤❤😂😂😂😂
@milanbiswas44724 ай бұрын
তাপস বাবু, হিন্দুদের ভুল ধারণা দিয়ে বিপথে পরিচালিত করবেন না। নিন্দা করা উচিত নয়। নিন্দুকের নিন্দা করা উচিত।সব ঈশ্বর সৃষ্টিকে ভালো বাসা উচিত।
@milanbiswas44724 ай бұрын
তাপস বাবু এত জ্ঞানের অধিকারী নয় । কয়েক খানি বই পড়লে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারা যায় না ❤❤❤❤😂😂😂😂
@milanbiswas44724 ай бұрын
আমি মিলন কুমার বিশ্বাস রাজস্থান থেকে দেখছি। আমি আপনার মন্তব্য সহমত পোষণ করছি।
@satudassatu19292 жыл бұрын
কৃষ্ণ ভগবান নয় তুমি ভগবান
@HaribhaktiTv2 жыл бұрын
বলেন কি?? ছিঃ ছিঃ
@pinkpasa26342 жыл бұрын
স্বীকার করছেন?
@sukantasikder34832 жыл бұрын
ভগবান বলে কেউ কোথাও নেই। ভগবান একটি ভাঁওতা। ধর্ম একটি ব্যবসা। কিছু দুষ্টু ধান্দাবাজরা ধর্মকে জিইয়ে রেখেছে নিজেদের স্বার্থের কারণে। ভগবানের অস্তিত্ব কোথায়? পুঁথি-পত্রে,যুক্তিতর্কে। এছাড়া আর কোথাও তাঁকে পাওয়া যায় না। মানুষের কোনো কাজে আসে না। তাই আপনারা এই ভাওতাবাজি থেকে বেরিয়ে এসে মানুষ হওয়ার চেষ্টা করুন।
যে রাম, নারায়ন, কৃষ্ণ, শীব মানে না যে কি করে সনাতনী হতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন? আপনারা কেউ এই কলির পিচাশ 👹এর মিথ্যাচার আমলে না নিয়ে নিজের বিবেক দিয়ে নিজেই যাচাই করুন, দুই একটা শাস্ত্র পড়ে সনাতনকে বুঝতে পারা অত সহজ কাজ নয়, এই পিচাশ💩 যে মিথ্যাচার করে ভুলভাল ব্যখ্যা দিচ্ছে এই মহা পাপের সাথে আপনারা নিজেদেরকে জড়াবেন না দয়া করে, তাকে অবশ্যই এর শাস্তি ভোগ করতে হবে, যে মানুষ নিলজ্জ ভাবে পরম অরাধ্যকে নিয়ে মিথ্যাচার করে বেড়ায় তার নিষ্পাপ মেয়েকে সঙ্গে নিয়ে সে আর যাই হোক কখনো মানুষ হতে পারে না! এই রকম নরপিচাশ👺 অতীতেও ছিল আর ভবিষ্যতেও থাকবে তাই সামগ্রীক ভাবে চিন্তা করে আপনারা সবাই এই মানুষরুপী নরপিচাশ😈 গুলো থেকে সামধানে থাকবেন! পথভ্রষ্ঠ হয়ে নরকগামী হবেন না।🙏
কৃষ্ণ গীতায় বলেছেন মূঢ় ও বুদ্ধিহীন ব্যাক্তি কাছে কখনোই প্রকাশিত হয় না 🙏
@David_King_957 Жыл бұрын
এই ব্যক্তি তাঁহার প্রত্যক্ষ প্রমাণ।
@SampaPoddar-gj6wv Жыл бұрын
একদিন আমসামনে বয় তারপর বোঝা যাবে তোর্ ঘটে কতটুকু বুদ্ধি আছে।
@pinkpasa26342 жыл бұрын
অন্যের ঘরে ঢিল ছোড়ার আগে দেখে নিতে হবে নিজের ঘরটি কাচের তৈরি কিনা! ❤👌
@HaribhaktiTv2 жыл бұрын
ঠিক 🙏
@narayanroy38082 жыл бұрын
TOR JNMO MUSULMANER BANLAY JAHY TOR DAILOK BNDHO KR INDIA Y HOLE TOR BABSTA HOYE JETO
@SampaPoddar-gj6wv Жыл бұрын
তার জন্যতো এই ঢিলটা হল ভাই, মতুয়ারা কখনো কারো ঘরে ঢিল ছুড়ে না।
@bikashmandal5099 Жыл бұрын
@@SampaPoddar-gj6wvSuper....
@manindrabarman1904 Жыл бұрын
চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে অনুসরণ করেন, হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা উনিও চৈতন্য ও বুদ্ধদেবের মিলন করে নূতন ভক্তিধরম প্রতিষ্ঠা করেন।গৃহস্থ ধর্ম কে ত্যাগ করেনি। সনাতনী ধর্মে হরিচাঁদ ঠাকুর,কৃষ্ণ চৈতন্য, রামকৃষ্ণ,রাম, অনুকুল ঠাকুর ইনারা সকলে ভগবান। ভগবানের ভগবান বাবা সাহেব আম্বেদকর।
@jewshalder49752 жыл бұрын
সৃষ্টি কর্তা কখনো পৃথিবীতে আসে না। তার জন্ম মৃত্যু নাই। তাহলে এ সব বন্দ করে হিন্দু দের ধর্মের পথে আসার উৎসাহ দিন।
@HaribhaktiTv2 жыл бұрын
দাদা আমাদেরও এসব ভিডিও করতে ভালো লাগে না কিন্তু যখন দেখি এই সব গ্রন্থের রেফারেন্স দেখিয়ে শূদ্রদের মগজ ধোলাই হচ্ছে তখন তো চুপচাপ মেনে নিতে কষ্ট হয়। তাই শাস্ত্রের যথার্থ সত্য তুলে ধরা আমাদের কর্তব্য বলে আমি মনে করি। 🙏
@HgfhThhu Жыл бұрын
জয় হরি বল জয় গুরু চাঁদ প্রণাম দাদা ভালো লেগেছে আপনার কথা
@sathisarkar734 Жыл бұрын
যিনি নিজেকে ভগবান বলে দাবি করবে বা যাকেই ভগবান বলে মান্য করতে চাইবেন তাকে অব্যশই তার বিশ্বরূপ দেখতে হবে কারণ ভগবান এর বিশ্বরূপ থাকে, আর হ্যাঁ হরি চাঁদ ঠাকুর ও হরি ভক্ত ছিলেন আর হরি কে? স্বয়ং শ্রীকৃষ্ণ ❤️ আপনার আরাধ্য হরি চাঁদ ঠাকুর ও আমার আরাধ্য শ্রীহরির ভক্ত ছিলেন 🥰
অন্যের ধর্মমত নিয়ে গবেষণা করা বন্ধ করুন। এটা কোনো ভালো মানুষের কাজ নয়। পৃথিবীতে বর্তমানে প্রায় ৪৩০০ প্রকার ভিন্ন ভিন্ন ধর্মমত রয়েছে। আপনি সনাতন ধর্ম বাদ দিয়ে বাকী সব ধর্মের ওকালতি শুরু করেন। নিজেকে কত বড় পণ্ডিত ভাবেন?
@Biswaprabhu Жыл бұрын
Anukul amar vogoban
@tapandattu27292 жыл бұрын
আপনি একজন ইসকন ব্রম্মচারির সাথে এই আলোচনা করুন
@flashlight33332 жыл бұрын
ইসকন তো মানুষের ব্রেন ওয়াস করে ঠিক কিছু ধর্মের বেশধারী সন্ত্রাসীদের মতো,,,অতএব ধর্মগ্রন্থ ভালো করে পড়ুন এটাই ধর্মকে জানার সবচেয়ে ভালো উপায়
@saptarshi97192 жыл бұрын
কৃষ্ণ কে জানার জন্য গিতা পরতে হয়
@antarbhowmik11572 жыл бұрын
@@flashlight3333 ব্রেনওয়াশ তো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু করতেন। কারণ ব্রেনে অনেক উল্টাপাল্টা ভগবানের নাম করে বেশভূষা ধারণ করে আর ভগবান বানিয়ে ব্যবসা শুরু করেন। আরে বৃণে এত ময়লা আবর্জনা রূপ চিন্তা ধারাকে ওয়াশ করতে হবে। তার জন্য ইসকনই সেরা।যেমন চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু জগাই মাধাই এর ব্রেন ওয়াশ এর মাধ্যমে উদ্ধার করেছিলেন।
@হরিগুরুচাঁদসেবাসংঘ6 ай бұрын
জয় হরিবোল 🙏 আমরা আপনার পাশে আছি সবসময় 🙏🚩 জয় হরিবোল 🙏🚩
@tuhinsanyal37542 жыл бұрын
নিট ফল কি হলো জানেন আমি 30মিনিট 29সেকেন্ড সময় অপচয় করলাম আর আপনি মাঝখান থেকে আপনি কিছু Utube থেকে কামিয়ে নিলেন কি আমি ঠিক বলেছিতো।
@aniknath71152 жыл бұрын
যে রাম, নারায়ন, কৃষ্ণ, শীব মানে না যে কি করে সনাতনী হতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন? আপনারা কেউ এই কলির পিচাশ 👹এর মিথ্যাচার আমলে না নিয়ে নিজের বিবেক দিয়ে নিজেই যাচাই করুন, দুই একটা শাস্ত্র পড়ে সনাতনকে বুঝতে পারা অত সহজ কাজ নয়, এই পিচাশ💩 যে মিথ্যাচার করে ভুলভাল ব্যখ্যা দিচ্ছে এই মহা পাপের সাথে আপনারা নিজেদেরকে জড়াবেন না দয়া করে, তাকে অবশ্যই এর শাস্তি ভোগ করতে হবে, যে মানুষ নিলজ্জ ভাবে পরম অরাধ্যকে নিয়ে মিথ্যাচার করে বেড়ায় তার নিষ্পাপ মেয়েকে সঙ্গে নিয়ে সে আর যাই হোক কখনো মানুষ হতে পারে না! এই রকম নরপিচাশ👺 অতীতেও ছিল আর ভবিষ্যতেও থাকবে তাই সামগ্রীক ভাবে চিন্তা করে আপনারা সবাই এই মানুষরুপী নরপিচাশ😈 গুলো থেকে সামধানে থাকবেন! পথভ্রষ্ঠ হয়ে নরকগামী হবেন না।🙏
@psc67472 жыл бұрын
একদম দাদা যা বলেছেন আপনি সত্যিই একদম 😁
@mrityunjoyadhikary92582 жыл бұрын
পরমশক্তির কাছে যুক্তি-তর্ক ভিত্তিহীন। যুক্তি-তর্কে কাউকে ভগবান বানানো যায় না। প্রত্যেকের জীবন কাহিনী থেকেই পাওয়া যায় লোকশিক্ষার জন্য কার কত শক্তি ছিল??? মিথ্যা প্রশংসায় কী মূল্য আছে?
@HaribhaktiTv2 жыл бұрын
দাদা আপনার যুক্তিগ্রাহ্য হবে আমার যুক্তিগ্রাহ্য হবে না কেনো??
@madhudebnath97452 жыл бұрын
হরে কৃষ্ণ। আমি কিন্ত আপনাকে অনেক সন্মান করি। যদিও আমি অন্য মতের তার পর ও যার যার ইস্ট তার কাছে ভগবান।
@madhudebnath97452 жыл бұрын
আমার একটা পরামর্শ চাওয়ার ছিল পারসনাল। ভাবে। কি ভাবে যোগাযোগ করব।
@aniknath71152 жыл бұрын
যে রাম, নারায়ন, কৃষ্ণ, শীব মানে না যে কি করে সনাতনী হতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন? আপনারা কেউ এই কলির পিচাশ 👹এর মিথ্যাচার আমলে না নিয়ে নিজের বিবেক দিয়ে নিজেই যাচাই করুন, দুই একটা শাস্ত্র পড়ে সনাতনকে বুঝতে পারা অত সহজ কাজ নয়, এই পিচাশ💩 যে মিথ্যাচার করে ভুলভাল ব্যখ্যা দিচ্ছে এই মহা পাপের সাথে আপনারা নিজেদেরকে জড়াবেন না দয়া করে, তাকে অবশ্যই এর শাস্তি ভোগ করতে হবে, যে মানুষ নিলজ্জ ভাবে পরম অরাধ্যকে নিয়ে মিথ্যাচার করে বেড়ায় তার নিষ্পাপ মেয়েকে সঙ্গে নিয়ে সে আর যাই হোক কখনো মানুষ হতে পারে না! এই রকম নরপিচাশ👺 অতীতেও ছিল আর ভবিষ্যতেও থাকবে তাই সামগ্রীক ভাবে চিন্তা করে আপনারা সবাই এই মানুষরুপী নরপিচাশ😈 গুলো থেকে সামধানে থাকবেন! পথভ্রষ্ঠ হয়ে নরকগামী হবেন না।🙏
@aniknath71152 жыл бұрын
১। ভবিষ্যপুরানাম, ব্রম্মন্ডোৎপত্তি বিস্তার বর্ণন ব্রম্মাবিষ্ণুমোহনাথাং ততঃ শম্ভুসত্ত তেজসা।। আশরীরা বাসুদেবা হ্যনুৎপত্তিরযোনিজঃ।।৭ অনুবাদঃ ব্রম্ম্রা এবং বিষ্ণুর মোহনের জন্য এর পর তেজ থেকে শম্ভু উৎপন্ন হয়। ভগবান বাসুদেব/কৃষ্ণ শরীরহীন, উৎপত্তিহীন এবং অযোনিজ। ২| রামাদিমূর্ত্তিষু কলানিয়মেন তিষ্ঠন্ নানাবতারমকরোদ্ভূবনেষু কিন্তু। কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমাণ্ যো গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি।। (ব্রহ্মসংহিতা- ৫/৪৮) অনুবাদঃ রাম আদি মূর্তিতে--- অংশভাবে অবস্থান করিয়া পৃথিবীতে যিনি নিজ অংশে নানা অবতার প্রকট করেছেন, কিন্তু যিনি স্বয়ং পরমপুরুষ শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হয়েছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ৩। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷ অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্৷ ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে৷৷" আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তখন মুর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে, তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়।“ (পবিত্র গীতা ৯/১১-১২) ৪। শ্রীমদ্ভগবত গীতায়-দশম অধ্যায়ে 37 নং শ্লোকে পরমেশ্বর বললেন বৃষ্ণীনাং বাসুদেবোহস্মি পান্ডবানাং ধনঞ্জয়ঃ। মুনীনামপ্যহং ব্যাসঃ কবীনামুশনাঃ কবিঃ।।৩৭।। অনুবাদঃ বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পান্ডবদের মধ্যে আমি অর্জুন। মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। ৫। অদো যদ্দারু প্লবতে সিন্ধোঃ পারে অপূরুষম্। তদা রভস্ব দুর্হণো তেন গচ্ছ পরস্তরম্॥ (ঋগ্বেদ সংহিতা শাকল শাখা ১০.১৫৫.৩) "হে অজ্ঞানে আচ্ছন্ন জীব, ঐ দূরে সমুদ্রতীরে যে অপৌরুষেয় কাষ্ঠখণ্ড বিরাজ করছেন, তাঁকে আশ্রয় করে তাঁর উপাসনা করে অনায়াসে তুমি ভবসিন্ধু অতিক্রম করে বিষ্ণুলোকে গমন কর।" ৬। বিপদঃ সন্তু নঃ শশ্বত্তত্র তত্র জগদ্গুরো। ভবতো দর্শনং যৎ স্যাদপুনর্ভবদর্শনম্৷৷ (শ্রীমদ্ভাগবত:১.৮.২৫) "হে জগদ্গুরু ! আমাদের জীবনে পদে পদে বিপদ আসুক ; কারণ বিপদের মধ্যেই নিশ্চিতভাবে আপনার দর্শনলাভ হয় এবং আপনার দর্শনলাভ হলে আর জন্মমৃত্যুর চক্রে পড়তে হয় না৷" মাতা কুন্তী দেবী।
মানুষ কিভাবে ভগবান হয় যেখানে সে নিজেই সৃষ্ট? বরং এদের সৃষ্টকর্তাই হছ্ছেন প্রকৃত ভগবান
@HaribhaktiTv2 жыл бұрын
কে তিনি?
@pinkpasa26342 жыл бұрын
Mufassil Islam নামক চ্যানেলটা ঘুরে আসুন।
@parambarman59102 жыл бұрын
আল্লাহই একমাত্র ভগবান আর সব ভন্ড
@sukantasikder34832 жыл бұрын
ভগবান বলে কেউ কোথাও নেই। ভগবান একটি ভাঁওতা। ধর্ম একটি ব্যবসা। কিছু দুষ্টু ধান্দাবাজরা ধর্মকে জিইয়ে রেখেছে নিজেদের স্বার্থের কারণে। ভগবানের অস্তিত্ব কোথায়? পুঁথি-পত্রে,যুক্তিতর্কে। এছাড়া আর কোথাও তাঁকে পাওয়া যায় না। মানুষের কোনো কাজে আসে না। তাই আপনারা এই ভাওতাবাজি থেকে বেরিয়ে এসে মানুষ হওয়ার চেষ্টা করুন।
@apurbatalukdar9962 жыл бұрын
হিন্দুদের ধর্ম নিয়ে শুধু গুতা গুতি ছাড়া অন্য কোনো কাজ নেই, সবার কাজে সবার ভগবান বড় । মানুষ ও সমাজকে যে অন্ধকার থেকে উদ্ধার করে এবং মানুষের মত বাঁচতে শিকায় তিনি প্রকৃত ও সত্যিকার ভগবান, আমার অন্তর আত্মার অনুভূতির থেকে বলছি।
@suniladevi-mm1qb8 ай бұрын
Om sri guru jar Jar estsho tai tar vogovan soitho om santi. 🌸🌸🌹🌸🌸🪔🪔🪔🙏🙏🙏
@lakshmanmunshi832 жыл бұрын
হরি চাঁদ, ঘোড়া চাঁদ, যে চাঁদ ই হোক না কেনো কেহই ভগবান নয়। সকলেই মানুষ। ভগবান মানুষের সৃষ্টি ।।
@HaribhaktiTv2 жыл бұрын
ধন্যবাদ
@dularmotua98752 жыл бұрын
ও তার মানে আপনি নাস্তিক??
@lakshmanmunshi832 жыл бұрын
@@dularmotua9875 নাস্তিক কি?
@dularmotua98752 жыл бұрын
@@lakshmanmunshi83 ken bujen na..aponi to isor ba vogban kaike bisasa koren na...
@lakshmanmunshi832 жыл бұрын
@@dularmotua9875 ইশ্বর,ভগবান, ভগবতী, অবতার,মহামানব ও মানুষের সঙ্গা আগে জানুন তারপর কথা বলুল। আপনারা সবাইকে ভগবান বানাচ্ছেন অথচ এর কোনটারই সঙ্গা জানেন না।
@radhakantamondal3187 Жыл бұрын
গুরু রূপে পুজিত হন যুগে যুগে যুগে মহা পুরুষ গন। জয় গুরু।
@Rk_Music817 Жыл бұрын
Joy guru
@lokesh356710 ай бұрын
শ্রী কৃষ্ণই ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের সময় নিজে দাড়িয়ে বলছেন হে আমিই ভগবান তাহলে কে ভগবান
@alsahmondol99392 жыл бұрын
হরি চাঁদ এতো দিন কোথায় ছিল আপনার ৭ পুরুষ কি নরকে গিয়েছে বলবেন
@HaribhaktiTv2 жыл бұрын
আমরা নরক টরক মানি না। আপনারা মানেন আপনাদের গতি নরকে হতে পারে।
@psc67472 жыл бұрын
টুকি 🙈 কাকু নরক টা ঠিক আছে কিন্তু টরকটা কি ওটা কি আপনারা আবিষ্কার করেছেন
@SobujRoy-nt4ud Жыл бұрын
Jay krisno sai hori jay ram sai hori jay coytonno sai hori ...... Ami o hori kay mantm na.... Boltm sa ishor na kintu akdin akta ghotona dhaka.... Akhon taky cara ami kisu mani na 😢
@utpalojha28958 ай бұрын
@@HaribhaktiTv horichad abar kida sri krisno e ekmatro vogoban
@savesonaton7776 ай бұрын
জয় জয় পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জয় 🙏🙏🚩🙏🙏🚩🙏🙏🚩🙏🙏🚩🙏🙏🚩🙏🙏🚩🙏🙏🚩🙏🙏🚩
@arjunmittra82522 жыл бұрын
কৃষ্ণ যদি ভগবান না হন তাহলে আর কেও ভগবান হতে পারে না। সেটা আমরা ভুলে যাই।
@sunilmondol6658 Жыл бұрын
জয় শ্রীকৃষ্ণ।🙏🙏🙏
@alipdas4913 Жыл бұрын
" স্রষ্টার ভুল নাই " ৷ * গীতার ঃ - ১০/২০ শ্লোক _ হে অর্জুন, সর্বভূতের হৃদয়স্থিত আত্মা ( প্রত্যেক চৈতন্য ) আমিই ৷ আমিই সর্বভূতের উৎপত্তি, স্থিতি ও সংহারস্বরূপ ( অর্থাৎ সৃষ্টি, স্থিতি ও লয়কর্তা ) ৷ = এখানে _ এই আত্মা মানে ঈশ্বর ৷ * গীতার ঃ - ১০/৩৯ স্লোক _ হে অর্জুন, সর্বভূতের যাহা বীজস্বরূপ তাহাই আমি, আমা ব্যতীত উদ্ভূত হইতে পারে চরাচরে এমন পদার্থ নাই ৷ = এখানে বলা হয়েছে _ তিনি ছাড়া দ্বিতীয় আর কেহ নাই ৷ * গীতার ঃ - ১৫/১৫ শ্লোক _ আমি অন্তর্যামিরূপে সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত আছি, আমা হইতেই প্রাণিগণের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হইয়া থাকে এবং আমা হইতেই স্মৃতি ও জ্ঞানের বিলোপও সাধিত হয় ; আমিই বেদসমূহের একমাত্র জ্ঞাতব্য, আমিই আচার্যরূপে বেদান্তের অর্থ-প্রকাশক এবং আমিই বুদ্ধিতে অধিষ্ঠিত থাকিয়ে বেদার্থ পরিজ্ঞাত হই ৷ = এখানে বলা হয়েছে _ সকলের স্মৃতি ও জ্ঞান তাঁর থেকে উৎপন্ন হয় এবং তাঁর থেকেই বিলোপও হয় ৷ * গীতার ঃ - ৪/১ শ্লোক _ শ্রী ভগবান বলিলেন _ এই অব্যয়যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম ৷ সূর্য ( স্বপুত্র ) মনুকে এবং মনু ( স্বপুত্র ) ইক্ষবাকুকে বলিয়াছিলেন ৷ = এখানে বলা হয়েছে _ দীর্ঘকাল পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যকে এই অব্যয় যোগ বলেছিলেন এবং দ্বাপর যুগের শেষভাগে পুনরায় অর্জুনকে সেই একই অব্যয়যোগ বলেছেন ৷ তারপরেও মহাভারতে বা আপনাদের কাছে শ্রীকৃষ্ণ স্মৃতি ভ্রম ৷ কোটি কোটি বছর পূর্বের সেই অব্যয় যোগ_ যুদ্ধের পূর্ব মুহূর্তে অর্জুনকে বলতে পারলেও ; যুদ্ধের মাসখানেক পর আর বলতে পারছেন না ; এটাই হল মূর্খদের জ্ঞানের ব্যাপ্তি ৷ * গীতার ঃ - ১৫/১৭ শ্লোক _ অন্য এক উত্তম পুরুষ পরমাত্মা বলিয়া কথিত হন ৷ তিনি লোকত্রয়ে প্রবিষ্ট হইয়া সকলকে পালন করিতেছেন, তিনি অব্যয়, তিনি ঈশ্বর ৷ = এখানে _ উত্তম পুরুষ মানে পুরুষোত্তম ৷ অর্থাৎ শ্রীকৃষ্ণ, তিনিই পরমাত্মা ৷ তিনি ঈশ্বর রূপে এই পৃথিবীতে প্রবেশ করে সকলকে পালন করিতেছেন ৷ * গীতার ঃ - ১৮/৬১ শ্লোক _ হে অর্জুন, ঈশ্বর সর্ব জীবের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া মায়াদ্বারা যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় তাহাদিগকে ভ্রমণ করাইতেছেন ৷ = এখানে ১৮/৬১ শ্লোকে বলা হয়েছে হৃদয়ের ঈশ্বর এবং ১০/২০ শ্লোকে বলা হয়েছে হৃদয় আত্মা অর্থাৎ ঈশ্বর ও আত্মা এক I * গীতার ঃ - ১৮/৬২ শ্লোক _ হে ভারত, সর্বতোভাবে তাঁহারই শরণ লও ; তাঁহার প্রসাদে পরম শান্তি ও নিত্য স্থান প্রাপ্ত হইবে ৷ = এখানে বলা হয়েছে _ সেই ঈশ্বর বা আত্মার অর্থাৎ সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শরণ লও ৷
@santoshsarkar6659 Жыл бұрын
নমস্কার দাদা, আপনাদের এই প্রচারণা সমাজের জন্য কোন কাজে আসবে না। কারণ ঈশ্বর অনুভূতি যার যার ব্যক্তিগত ব্যাপার এসব যুক্তি-তর্ক দিয়ে প্রমাণ করা যায় না। জা রামকৃষ্ণ দেব বলেছিলেন।
@amarkrishnaroy1367 Жыл бұрын
ভাই তুমি ও লোকটা কি বুঝলে? এতো উলু বনে মুক্তা ছড়ানোর মত l উনি বলেছেন যে কেউ যে কোন কাউকে ভগবান মনে করতে পারে l রাম কৃষ্ণ, হরি চাঁদ, লোক নাথ, অনুকূল যে যুক্তিতে ভগবান কৃষ্ণও সেই যুক্তিতে ভগবান l আর শাস্ত্রে কৃষ্ণকে ভগবান বলা নেই l সেই জন্যই উনি গ্রন্থ দেখাচ্ছেন l আর এক শ্রেণীর লোক বলছে কৃষ্ণ আসল ভগবান অন্য ১৩জন মহাপুরুষ নকল ভগবান l এই জন্যই এতো শাস্ত্রের গু ঘাঁটতে হচ্ছে l ওই ১৩ জনের মধ্যে তোমার রাম কৃষ্ণ ও আছে l
@KalKal-p2f Жыл бұрын
❤
@bijantalukdar5083 Жыл бұрын
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই
@Ani.F.S.868 Жыл бұрын
হর হর মহাদেব 🙏 জয় গুরু 🙏 জয় হরি বোল 🙏হরে কৃষ্ণ 🙏 আমি সকল সম্প্রদায়কে সম্মান করি।
@satisfyingvideo6343 Жыл бұрын
দাদা আপনার দের,বেবসা, ভালো জমেছে
@user_mihirg2qz1g Жыл бұрын
ঠিক জবাব দিলেন দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ajantaroy4095 Жыл бұрын
সাধক ভগবান হয়না।ভক্তদের উপর নির্ভর করে।গীতা এমন একটি ধর্ম গ্রন্থ যা বিশ্বে রিসার্চ হচ্ছে।সাধক হরিচাঁদ ঠাকুর কে প্রনাম জানাই। পৃথিবীর সকল কোনায় যতজন সাধক আছেন সবাই নমস্য ।
@brajendradas7932 Жыл бұрын
KRISHNA IS THE SUPREME PERSONALITY OF ALL GODHEADS....
@SUSHILBALA-s2n9 ай бұрын
।ওম তৎ সৎ জয় গুরু শুভ সন্ধ্যা ।তাপস ভাই সুস্ত থেক সুন্দর সুহৃদয় হোক ইশ্বরের কাছে এই কামনা রইলো ।ভাই তুমি অনেক শাস্ত্র যেনেছ অনেক গেনি হয়েছে ভালো বক্তব্য রাখতে পার।কিছু সুন্দর সুহৃদয় ও আছো।ভাই অসুবিধা টা কোথায় যেমন একটা সংসারে যখন অনেক ভাই থাকে সেই সংসার যেমন সুখের ,হয় না।তেমন ভগবানের দল যখন ভারী হয়ে যায় সেই দেসেও শান্তি হারিয়ে যায় ।ভাই তুমি বললে কলিযুগের কথা ।ভাই কলি মানে হলো অন্ধ কার ।যে কলির কথা তুমি বললে সে কলি সত্যযূগেও ছিল।এখনও আছে ।আর সব দীনই থাকবে ।আর একটা কথা ভাই দেহধারী কখনো পুন্য ব্রম্ভ হয় না ।তুমি বয়সে আমার থেকে অনেক ছোট তাই তুমি আমি বলে কথা বললাম মনে কিছু নিও না ।ভাই তুমি তো অনেক জেনেছ ।কিন্তু নীযেকে চিনতে বা জানতে পেরেছো ।নিজেকে যত সময় জানতে না পারবে তত সময় কিছু ই জানা হয় না ।হরিচাঁদ তো মারা গেছেন ।এখন কোথায় আছেন তাকে খোজ তাকে জান।তাহলে তোমার সব জানা হবে ।নইলে তুমি কিছু ই জান না।ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ।ভালো থেক সুন্দর সুহৃদয় হোক ইশ্বরের কাছে এই কামনা রইলো ।
@adhinchandraroy97052 жыл бұрын
পাগলে কি না বলে ছাগলে কি না খায়? ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। শাস্ত্র ভালোভাবে গবেষণা করে সত্যটা তুলে ধরুন
@adhinchandraroy97052 жыл бұрын
া
@KalKal-p2f Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@KalKal-p2f Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@subalchandramondal26525 ай бұрын
Excellent discuss many many thanks.
@halderprince5011 Жыл бұрын
আপনি নির্বাচন করুন ভালো বকতে পারেন।
@swapanmajumdar8052 Жыл бұрын
ভগবান হলেন কেবিনেট মন্ত্রী। আর ঈশ্বর হলেন প্রধানমন্ত্রী।
@pradipbiswas2674 Жыл бұрын
দারুন বলেছন দাদা একদম শাস্ত গ্রন্থ দেখিয়ে,,,,,,এটা বিশ্বাস যোগ্য,,,,,আমরা সত্যটাই জানতে চাই ধন্যবাদ
@satyabanjana-zh7zt Жыл бұрын
Gita parha siksa Kar ??
@JayshriDas-l3p6 ай бұрын
Joy guru 🙏🙏🙏🙏 khub sundor bollen
@jatirmoyadhikary78652 жыл бұрын
কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সেটা কি মিথ্যা?
@HaribhaktiTv2 жыл бұрын
শ্রীকৃষ্ণ নয় শ্রীভগবান বিশ্বরূপ দেখিয়েছিলেন 🙏
@ritamdas32602 жыл бұрын
@@HaribhaktiTv এই বিশ্বারূপ শ্রীভগবান দেখিয়ে ছিলেন, কৃষ্ণ ঈশ্বর তাই, সেটা প্রমাণ করার জন্য কৃষ্ণ বিশ্বারূপ দেখিয়েছিলেন, ভগবান কৃষ্ণ বিশ্বারূপ দেখিয়ে ছিলেন এটা কথায়, লেখা আছে, ইয়ারকি করছেন নাকি, এবং কৃষ্ণ এটাও বলেছে যখন পৃথিবীতে দুষ্টের দমন ও শিষ্টের পালন আমিই আসবো, এটাও কি ভগবান বলেছে 😁😁
@majumderramkrishno1996 Жыл бұрын
ভগবান শব্দের অর্থ কি দাদা? ভগবানের ক্ষমতা কতটুকু? ঈশ্বর ও ভগবান কি এক?শ্রী হরি চাঁদ ঠাকুর ও শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী কৃষ্ণ পার্থক্য কি দাদা?
@Buramanus126 Жыл бұрын
@@HaribhaktiTv কোনো তথ্য ছাড়া কি করে বলছেন ? যেহেতু সনাতন ধর্ম নিয়ে কথা বলছেন তাই সনাতন ধর্মের বেদ অথবা গীতা থেকে প্রমাণ দিন দয়া করে । 🙏🙏
@gangsterboy9114 Жыл бұрын
@@Buramanus126 bhai ei chagol gulo sudhu amader dhormo ke bodnam kore
@utshoroy825 Жыл бұрын
সত্যি দাদা কথা গুলো ভালো লাগলো❤️ আমার ইস্টদেব হলো অনুকূল ঠাকুর। আমি ঠাকুর কে ভক্তি শ্রদ্ধা করি। তবে দেখলাম ইসকন এর একজন বক্তা জিতেন্দ্রীয় দাস উনি তো আমার, আপনার গুরুকে একদম অসম্মান করে কথা বলছেন।যা ঠিক না।
@gangsterboy9114 Жыл бұрын
Thik e koreche tahole tomader lokera keno sanatan dhormo ke niye criticism kore
@utshoroy825 Жыл бұрын
@@gangsterboy9114 আরে ভাই তুমি যদি সনাতন হয়য়া থাকো তাহলে বলি। তুমি আর আমার সনাতন ধর্ম কি আলাদা নাকি।শুধু একেক গুরুর একেক মত। কিন্তু ঘুরাই ফিরাই সবাই ভালো শিক্ষা পায়। তাই বলে তো আরেক জনের আরাধ্য কে কেউ তুচ্ছ করে কথা বলতে পারে না
@gangsterboy9114 Жыл бұрын
@@utshoroy825 But tomader motua ra KZbin channel aa ki eta thik kore all time krishna ke niye insult korche
@utshoroy825 Жыл бұрын
@@gangsterboy9114 ভাই আমি মতুয়া না। আমার কমেন্ট ভালো করে পড়েন। আর মতুয়া না দেখে যে আমি মতুয়া দের তুচ্ছ করে কথা বলবো আমার গুরুদেব এ শিক্ষা দেয় নাই আমাকে😊
@utshoroy825 Жыл бұрын
@@gangsterboy9114 আর কৃষ্ণকে কে নিয়া ওরা ফির কি বলে🙄🙄
@kartikdolai91972 жыл бұрын
আল্লাহ যেমন তার নবীদেরকে পাঠান ঠিক তেমনি হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ হরিচাঁদ ঠাকুরকে পাঠিয়েছিলেন ধর্মের শিক্ষা দেওয়ার জন্য নাম মিলাবার জন্য আর আপনি স্বয়ং তাকে ভগবানের জায়গায় বসিয়ে দিয়েছেন মশাই বা আপনাদের মত পন্ডিতেরা তো বিশাল জ্ঞানী আপনাদের মতন কিছু পন্ডিতদের জন্য আর মানুষ ভগবানকে চিনতে পারছে না। সত্যিই এই বিশ্বে ভগবানের ফ্যাক্টরি হয়ে গেছে আমি বলছি কৃষ্ণ ভগবান বৈষ্ণব ধর্ম বলছে চৈতন্য মহাপ্রভু ভগবান আবার আপনি বলছেন হরিচাঁদ ঠাকুর ভগবান। কত ভগবান। অথচ আমাদের নিজেদের মনটাই ঠিক নেই কে ভগবান। ঠিক করে আগে নিজের মনটাকে
@bipoddab2339 Жыл бұрын
ভারতে হিন্দু ধর্ম সত্য যুগ টেটা যুগ কলি যুগ চারটি যুগ পারি গেছে হিন্দু ধর্ম আদি যুগের সত্য যুগ দ্বাপর জো আমাদের কোটি কোটি বছর আগের আশা হিন্দু ধর্ম আদি সভ সব ধর্মের মাথা হিন্দু ধর্ম
@artsudeepm10292 жыл бұрын
শ্রীমান তাপস বিশ্বাস আপনার মোবাইল নাম্বারটা দেবেন দয়া করে l
@HaribhaktiTv2 жыл бұрын
আপনারটা দিন🙏
@artsudeepm10292 жыл бұрын
দাদা আপনার নাম্বারটা দিতে কি কোন অসুবিধা আছে
@artsudeepm10292 жыл бұрын
আপনি তো কোনো জবাবই দিচ্ছেন না কি ব্যাপার
@subrotasarker12486 ай бұрын
তবে আপনি সম্মান জনক কথা বলছেন ভালো লাগলো%
@JantoBanik-y2t6 ай бұрын
জয়গুরু
@dipakmondal8792 Жыл бұрын
আপনি একজন মহাপাপি মানুষ
@bishajitbormon3721 Жыл бұрын
😂
@khokonmazumder74492 жыл бұрын
অনেক সুন্দ একটা কথা জে আসল ভগবান কে, আমরা কার উপসনা করি বা করবো, আর ভগবানের অথ কি, আর সবাই ভগবান, ইসর, গড, আল্লাহ্, এই জে বিসয়টা আছে, এটার ভিতরে জত বিভেদ, কে কার পখ নিবে, আর আমার মতে এই বিস জগতের মালিক বা পরিকল্পনা কারি জিনি এই জগতের সকল কিছু বানিয়েছেন বা গরেছেন বা প্রন দিয়েছেন, সেই ভগবান, গড,ইসর, আল্লাহ, এই একজনই, বহু ভগবান হতে পারেনা, হা অতার, প্রাতিনিধি বা পরিচালনা কারি, জেমন একটা দেশ পরিচালনা কারি জেই ভাবে দেশ চালাই, সেই দেশ চালাতে জা জা দরকার জেই জেই ভাবে চালাবে, ঠিক এই বিসয়টাও এমনই হতে পারে কি, আর ভগবান জিনি ওনি তো মরতে পারেনা, চির জিবি, আর সুনাতনিতে জারা জারা এসেছেন সকল ধরমের, তারা সবাই এই জগতেই জন্ম নিয়েছেন মানব আকারে, তারা তো ভগবান হতে পারেনা, হা উনারা জুগে জুগে অবতার বা প্রতি নিধি বানাতে পারেন, এই জগত পরিচালনা করিতে জুগে জুগে, কতই না ধরম এসেছে এই এত ধরম কে বানালেন কেনই বা বানালেন, এই মারা মারি খুনা খুনি হিংসা রক্ত পাত করা লখ লখ ঘর বারি বংস সমাজ মানুষ জিব কত কি ধংস করে ধরম প্রতিঠান করা, এটাকি ভগবান, গড,ইসর, আল্লাহ, নিজে বলেছেন এই ভাবে তুমরা আমার ধরম পরিচালনা কর, বর ছুট সকলকে মেরে বিধবা করে, এতিম করে, লুঠন করে, জালিয়ে পুরিয়ে মেরে, এমার ধরম প্রতিঠান কর, সেই মহান মালিক সকলে শ্রিষ্টি করতা ওনি এভাবে বলেছেন কি হা, আর কেও ওনাকে নিজ চোখে দেখেছেন কি এই জগত সংসারের মালিক কে হা, দয়া করে আমাকে সঠিক জবাব দিবেন, আমি আসাই রহিলাম, কেন না এই চেনেল আমার কাছে খুব ভাল লাগে, এখন সত্ত না মাথা আমি জানিনা, কিন্ত কিছু কিছু বিসয় আমার মনের কাথা গুলি পাছি।আর আলাদা ভাবে আমি আপনার সাথে কথা বলতে চাই, জোগা জোগ করতে চাই, জদি কুন হোয়াট সাপ, ইমু থাকে নামবার দিবেন দয়া করে, আমি খুবই জরুরি কথা গুলো জানতে চাই ও বলতে চাই, ভাল থাকুন সব সময়। আকেরটা কথা তবে সত্তি কারের ধরম বই কুনটা জেটা সয়াং ভগবানের বানি, জানাবেন, আমরা সবাই একটা অন্ধ কারে আছি ও আমাদের রাখতেছে, কেন এমন হা কেন ধোকা দিছে আমাদের, তবে কি ভগবান, ইসর, গড, আল্লাহ, বলতে কেও নাই কি, আমাদের একটা ধোকায় রাখতেছে কি, জে জেই ভাবে পারে সেই ভাবে চালাছে কি, আমি জানতে চাই দাদা।
@aSNIBangla Жыл бұрын
আপনার শাস্ত্রীয় জ্ঞানের প্রচুর অভাব,,
@Motua1233 ай бұрын
তোর বাবা মায়ের অভাব তোকে এরকম শিক্ষা দিয়েছে
@joyKumar-dh5cu8 ай бұрын
আমার ইষ্ট গুরু পুরুষোত্তম দয়াল ঠাকুর 🙏🙏🙏🙏🙏
@AnimashKumar-oy2to Жыл бұрын
অল্প বিদ্যা ভয়ংকরী 😂😂😂😂😂😂😂😂😂
@Wl-GOAT110 ай бұрын
Era Manush chilo😂 Ar krishna Iswsr❤
@uttammistry89312 жыл бұрын
অপূর্ব ব্যক্ষা তুলে ধরার জন্য ধন্যবাদ জয় হরিবল
@durjoydas4678 Жыл бұрын
এই বইগুলো জালিয়াতি বই,!!!!!!!!
@amithazra251 Жыл бұрын
পূর্বতন মানে না যারা জানিস নিছক মেলেছে তারা
@NarayanDas-et8zc5 ай бұрын
Dada joyguro apnar kotha amar valo legesy sorman dile sorman paya zay
@mohonlalhaldar9833 Жыл бұрын
শেষে আপনি একটা কথা ঠিক বলেছেন এত অল্প বুদ্ধি দিয়ে কৃষ্ণকে বুঝা যায় না,,,
@AshitBagchi-kx1fz9 ай бұрын
আমি বাংলাদেশ থেকে বলছি, এমন কিছু গুরু বা ভক্তের সাথে কথা হয়েছিল, এমনকি মুসলমান ভক্ত বা পীর, বা সিদ্ধ পুরুষ, যাহারা আমার আপনার মনের সব কিছু বলে দিতে পারেন, তাঁরা ও কৃষ্ণ কে ভগবান বা সৃষ্টি কতা ভাবেন বা মানেন,, তাই বলছি,সাধনা করুন, কৃষ্ণ কে জানার, উত্তর পেয়ে যাবেন, এত তাড়াতাড়ি কৃষ্ণ কে জানবেন, বুঝবেন, এত সহজ নয়,সমালোচনা ছেড়ে নিজেকে জানুন, চিনুন, দেখবেন, কৃষ্ণ আপনাকে কৃপা করছেন, এমনকি দেখা ও দিতে পারেন, এমন অনেক সাধকের জীবনে ঘটেছে, বহু গ্রন্হে দেখা যায়, হরি ওম, হরে কৃষ্ণ।
@AshitBagchi-kx1fz9 ай бұрын
একজন ভক্ত বলেছেন, রাম, কৃষ্ণ পূজা করেছেন, আর শিব পূজা করেননি,উনি কি জানেন, শিব সব সময় ধানরত অবস্থায় থাকেন, কার ধান করেন উনি, সেটা কি ঐ ভক্ত জানেন, আর রাম, কৃষ্ণ, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো করেছেন, কারণ মানুষ পৃথিবীর সেরা জাতি ও ভগবানের শ্রেষ্ঠ উপহার, তাই তিনি যুগে যুগে মানব অবতার হিসেবে এসেছেন, জীবকে শিক্ষা দেওয়ার জন্য, ভগবানের কি মানব রুপে আসাটা অসম্ভব, বা পারেন না ? আরও অনেক কিছু জানবার আছে, যা সময় সাপেক্ষে, এবং যার যার গুরু বা সিদ্ধ পুরুষের কাছ থেকে জানবেন, যাকে দেখলেই মনে ভক্তি আসে, অবশ্য সেই গুরু জগতে বিরল, আছে অনেক ভন্ড গুরু, //হরে কৃষ্ণ, জয় হোক মানবতার, জয় হোক ভক্তের।
@SampaPoddar-gj6wv Жыл бұрын
জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি নির্ভয়ে চালিয়ে যান।
@amitmondal5773 Жыл бұрын
🙏🚩জয় জগৎ পিতা শ্রী হরিচাঁদ ঠাকুরের জয় 🚩🙏
@bijoyroy7024 Жыл бұрын
Nice video 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 jai Hari bol
@ISKCONMalkangiri2 жыл бұрын
বাজার থেকে ডাক্তারি বই পড়ে ডাক্তার হওয়া যায় না।। অবশ্যই তাকে মেডিকেল কলেজে পড়তে হয়।। যথার্থ ব্যক্তির কাছ থেকে যদি কেউ শাস্ত্র শিক্ষা না পাই। তাহলে আপনারই মত অনেকে এইরকমই বলবেন।।
@joysarker7631 Жыл бұрын
একদম সত্যাি কথা বলেছেন দাদা।।ওনি ওই রকোম একজন মনে হয় আদাবিধি পড়ে ডাক্তারি হয়েছেন
@fulkumarbarman4588 ай бұрын
নমস্কার কার তাপস দা তোমার আলোচনা ঠিক আছে আমি ফুল কুমার বর্মন
@Health360_b2 жыл бұрын
কি সুন্দর অযৌক্তিকতা।
@KalKal-p2f Жыл бұрын
🎉
@dr.dulalhowlader37756 ай бұрын
🎉আপনার কথাবার্তা ও যুক্তি অত্যন্ত খোরা। তবে আপনার একটি কথার গরুত্ব দিচ্ছি। "আপনার যার যাকে ইচ্ছা ভগবান বলুন।" কিন্তু ঝগড়া বিবাদ করে সনাতন ধর্ম তথা নিজেদের ক্ষতি নিজেরা করবেন না। এতে অন্য ধর্মের লোকেরা সনাতন ধর্মের নিন্দা বদনাম ও কুৎসা রটনা করার সুযোগ পাবে।
@somamitra97012 жыл бұрын
আপনার প্রামান দেখাতে হবেনা আপনি নিজের টা নিয়ে নিজে থাকুন
@HaribhaktiTv2 жыл бұрын
তাই তো ছিলাম আপনাদের অনেকে শ্রীহরিচাঁদ ঠাকুরকে নিয়ে বিশ্রী মন্তব্য করেন বলে এ ভিডিও 🙏
@pinkpasa26342 жыл бұрын
সত্য তুলে ধরা উচিৎ।
@dhannorajmadhu49242 жыл бұрын
কাল তুইতো ভগবান হবি
@sukantasikder34832 жыл бұрын
ভগবান বলে কেউ কোথাও নেই। ভগবান একটি ভাঁওতা। ধর্ম একটি ব্যবসা। কিছু দুষ্টু ধান্দাবাজরা ধর্মকে জিইয়ে রেখেছে নিজেদের স্বার্থের কারণে। ভগবানের অস্তিত্ব কোথায়? পুঁথি-পত্রে,যুক্তিতর্কে। এছাড়া আর কোথাও তাঁকে পাওয়া যায় না। মানুষের কোনো কাজে আসে না। তাই আপনারা এই ভাওতাবাজি থেকে বেরিয়ে এসে মানুষ হওয়ার চেষ্টা করুন।
@aniknath71152 жыл бұрын
যে রাম, নারায়ন, কৃষ্ণ, শীব মানে না যে কি করে সনাতনী হতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন? আপনারা কেউ এই কলির পিচাশ 👹এর মিথ্যাচার আমলে না নিয়ে নিজের বিবেক দিয়ে নিজেই যাচাই করুন, দুই একটা শাস্ত্র পড়ে সনাতনকে বুঝতে পারা অত সহজ কাজ নয়, এই পিচাশ💩 যে মিথ্যাচার করে ভুলভাল ব্যখ্যা দিচ্ছে এই মহা পাপের সাথে আপনারা নিজেদেরকে জড়াবেন না দয়া করে, তাকে অবশ্যই এর শাস্তি ভোগ করতে হবে, যে মানুষ নিলজ্জ ভাবে পরম অরাধ্যকে নিয়ে মিথ্যাচার করে বেড়ায় তার নিষ্পাপ মেয়েকে সঙ্গে নিয়ে সে আর যাই হোক কখনো মানুষ হতে পারে না! এই রকম নরপিচাশ👺 অতীতেও ছিল আর ভবিষ্যতেও থাকবে তাই সামগ্রীক ভাবে চিন্তা করে আপনারা সবাই এই মানুষরুপী নরপিচাশ😈 গুলো থেকে সামধানে থাকবেন! পথভ্রষ্ঠ হয়ে নরকগামী হবেন না।🙏
@amalendudebnath78998 ай бұрын
দুই ভাই ছিল, একজনের বয়স ৬ বছর আর অন্যজনের বয়স ১০ বছর....।। তাদের দুজনের দুষ্টুমি ও অত্যাচারে পাড়া প্রতিবেশীরা অতিষ্ঠ। তাদের মা বাবা সবসময় চিন্তায় থাকতো, এই বুঝি ছেলেরা কিছু একটা ঘটিয়ে এলো....।। একদিন গ্রামে এক মহান সাধুবাবা এলো, যার আশীর্ব্বাদে নাকি সকলের মঙ্গল হয়...।। এক প্রতিবেশী এসে তাদের মা কে বললঃ তোমার ছেলে দুটোকে সাধুবাবার কাছে নিয়ে যাও....হয়তো ওদের মতি গতি ঠিক হতে পারে.....।। প্রতিবেশীর কথামতো মা প্রথমে ছোট ছেলেকে সাধুবাবার কাছে নিয়ে গেল....।। সাধু ছেলেটিকে সামনে বসিয়ে মা কে বাইরে অপেক্ষা করতে বলল...... এরপর সাধুবাবা বাচ্ছাটিকে বললঃ বল ব্যাটা.... তুই ভগবান কে জানিস...?? বল ভগবান কোথায়....?? বাচ্ছাটি কিছু বলল না, শুধু সাধুর দিকে তাকিয়ে রইলো...... সাধু আবার জিজ্ঞাসা করলো, ছেলেটি এবারও কিছু বলল না..... সাধুবাবা এবার রেগে গিয়ে বললঃ আমি কি বলছি শুনতে পচ্ছিস না....?? বল....ভগবান কোথায়.....?? ছেলেটি কিছু না বলে ভয়ে ভয়ে সাধুবাবার দিকে তাকিয়ে রইলো.... হঠাৎ যেন ছেলেটির চেতনা এলো, সে উঠে দাঁড়িয়ে বাইরের দিকে ছুট লাগালো...... সাধু তাকে বারবার ডাকলো, কিন্তু সে একছুটে ঘরে গিয়ে খাটের তলায় লুকিয়ে পড়লো.....।। ছেলেটির দাদা ঘরেই ছিল, সে এটা দেখে বললঃ কি হয়েছে......?? তুই লুকোচ্ছিস কেন রে.....?? ভাইঃ দাদা.....পারলে তুইও তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়.... দাদাও খাটের নীচে ঢুকতে ঢুকতে বললঃ কিন্তু...হয়েছেটা কি....?? তুই এতো ভয় পাচ্ছিস কেন....?? ভাইঃ এবার আমরা খুব বড়ো ঝামেলায় ফেসে গেছি....।। শুনলাম.... ভগবান কে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা ,আর সবাই ভাবছে...এতে নাকি আমাদেরই হাত আছে.....।। ভগবান নিখোঁজ নিজেই তথাপি ও তার সন্ধান নিরন্তন চলছে। খুঁজে বের করার দম ই হলো না আবার বলে কি না আসল নকল কোন টি।
@narottammondal6966 Жыл бұрын
দাদা হরিচাঁদ গুরু চাঁদ জন্মের পূর্বে আপনার পূর্ব পুরুষ কোন ভগবান মানতেন একটু কি জানাবেন??? না আপনারা হিন্দু ছিলেন না সেটাও জানাবেন
@SampaPoddar-gj6wv Жыл бұрын
আরে ভাই তুমি তো ছিলে চাড়াল মানে চনডাল তোমারতো পূজা উপসনাই ছিল না।
@nehashaw11686 ай бұрын
একবার হরি বলো,জয় বাবা গুরু চাঁদ, জয় বিষ্ণুর জয়,🚩🚩🚩🚩🚩❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ISKCONMalkangiri2 жыл бұрын
আপনি ঠিকই বলেছেন কৃষ্ণকে বোঝা বড় দায়।আপনার ভিডিও শেষে আপনি তা স্বীকার করলেন।
@rahulll982 жыл бұрын
কৃষ্ণকে বুঝতে পারে হেন মানুষ নাই।
@sumonsarkar-ds2wn2 жыл бұрын
পাগলচুদি লোকজন
@subasbiswas5062 жыл бұрын
যে কোন একটা ভাল বিষয়ে বলুন কৃষ্ণ কোন উপকারে এসছে
@ritamdas32602 жыл бұрын
@@subasbiswas506 কি মনেকরে বলছেন কৃষ্ণ কোনো উপকারে আসেনি, ইআরকি মারারচ্ছেন।
@ratandeb3936 Жыл бұрын
@@subasbiswas506 গাঁজা খেয়ে কোনো কমেন্ট করবেন না
@anantahansda4184 Жыл бұрын
ঠিক বলেছেন আপনি চালিয়ে যান,আমরা তোমার সাথে আছি
@ashimpal4849 Жыл бұрын
দাদা খুব দুঃখজনক ব্যাপার হলো আজকের এই দিনে এখনও আমাদের সঠিক উত্তর দিতে না পারায় কারণ, আপনার কাছে নিবেদন সবাই তার নিজের ইস্ট নিয়ে আলোচনা করে তবেই আপনার বলা উচিত। অনেক অনেক গবেষণা করে বিতর্কের সৃষ্টি না করে শুধু সঠিক বলাই ভালো। এখনও বলছি মানুষ মানুষ এর মধ্যে লড়াই লাগানো ঠিক নয়।
@SampaPoddar-gj6wv Жыл бұрын
লড়াইতো তো তোমাদের ভক্তরা লাগাচ্ছে।
@polashdas8301 Жыл бұрын
ভাই আপনি ঠিক বলেছেন,❤😂
@amarkrishnaroy1367 Жыл бұрын
আমি বেশি পড়াশোনা করি নাই শাস্ত্র নিয়ে l তবে কৃষ্ণের জন্মের আগের গ্রন্থ গুলো থেকে যাহা জানা যায় তাতে ভগবানের সব গুন কৃষ্ণের মধ্যে নেই l তবে কৃষ্ণকে পূর্ণ অবতার বলা যেতে পারে l আর শুধু কৃষ্ণ কেন যে কোন সাধু গুরুই ভক্তের কাছে ভগবান হতে পারে lএক শ্রেণীর মাতাল কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে ভগবান বলে অবতার তত্ত্বকে অস্বীকার করছেন l অবতার তত্ত্বকে অমান্য করলে সব শাস্ত্র গ্রন্থ উলোট পালট হয়ে যাবে l আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দূর্গা এরা কৃষ্ণের দাস দাসীতে পরিণত হবে l এখনও দুই একটা পুরানো অবতার এর ছবিতে বিষ্ণুকে মধ্যমনি হিসাবে দেখানো হচ্ছে l কিন্তু এই ছবি গুলো বিকৃত করা শুরু হয়ে গিয়েছে l আমি বিকৃত ছবি অনেক দেখেছি l মানুষকে ভুল বোঝানো হচ্ছে l কৃষ্ণ নাম বিক্রি করা শুরু হয়ে গিয়েছে l এরা মুখে বলছে সনাতনী কাজের বেলায় পুরানো গ্রন্থ মানছে না l
Joy guru wonderful voice and discuss so I request for you purushottam Sri Sri Thakur anukul Chandra more discuss joy guru
@samirbiswas1771 Жыл бұрын
খুব ভালো আলোচনা অসাধারণ।
@debdashmondal84292 жыл бұрын
ফালতু বকা বন্ধ করে তোমার টা নিয়ে থাক, ভাগবত নিয়ে তোমার টানা টানি করার কোনো দরকার নাই।
@sukantasikder34832 жыл бұрын
ভগবান বলে কেউ কোথাও নেই। ভগবান একটি ভাঁওতা। ধর্ম একটি ব্যবসা। কিছু দুষ্টু ধান্দাবাজরা ধর্মকে জিইয়ে রেখেছে নিজেদের স্বার্থের কারণে। ভগবানের অস্তিত্ব কোথায়? পুঁথি-পত্রে,যুক্তিতর্কে। এছাড়া আর কোথাও তাঁকে পাওয়া যায় না। মানুষের কোনো কাজে আসে না। তাই আপনারা এই ভাওতাবাজি থেকে বেরিয়ে এসে মানুষ হওয়ার চেষ্টা করুন।