এমন ব্যাংকক আমাকে আগে কেউ কখনো দেখায়নি। ব্যাংককের অন্য রকম রুপ দেখানোর জন্য সুমন ভাই ও ভাবীকে ধন্যবাদ।
@shahadatmohamad4577 Жыл бұрын
থাইল্যান্ডের লাক্সারি জীবন যাপনের সঙ্গে যে হতদরিদ্র বস্তিবাসীর জীবন যাপনের তারত্যমের চিত্র তুলে ধরেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।
@md.mominulislam3056 Жыл бұрын
যতদূর বুঝলাম বাংলাদেশের বস্তিগুলোর থেকে অনেক ভালো ও সুন্দর পরিবেশটাও ভালো। ❤
@মানবসেবা-য৮ছ Жыл бұрын
বাংলাদেশ হচ্ছে খাঁটি ইমানদার মুসলমানদের দেশ তাই তাদের থেকে অন্য দেশের বস্তির মানুষ অনেক ভদ্র ও ভালো মানুষ হয়।
@jabaadhikari30707 ай бұрын
😊😊
@mazharulhuq1945 Жыл бұрын
বস্তি দেখে অবাক হচ্ছি।এত ছিম ছাম বসতি কি আমাদের দেশে দেখা যায়? আমাদের বস্তির মানুষজন অনেক অস্থির এবং সময় সময় বন্ধু ভাবাপন্ন একেবারেই নয়,মহিলাদের চিৎকার আর পুরুষদের অদ্ভুত এবং অবন্ধু সুলভ আচরণ দেখা আর শোনার মত। এদের বস্তিতে আবর্জনা কিংবা ময়লার কোনো আলামত চোখে পড়ছেনা।
@zaiamibodrudduza Жыл бұрын
আমাদের বস্তির সাথে তুলনা হয়না, কত পরিস্কার পরিচ্ছন্ন।
@Amin-v9u6 ай бұрын
বস্তি বস্তির মত না হল মানায় না বস্তি বস্তিই বাংলাদেশের বস্তি সব থেকে ভালো এবং আমাদের দেশের বস্তিই সেরা ।
@rabbyscube5005 Жыл бұрын
গরিবরা সব দেশেই গরিব, সব খানেই গরিব, সবখানেই তাদের কষ্ট- অমূল্য কথা। পুরো ভিডিও অনেক ভালো লাগলো। তুমি অবশ্য সব সময়ই ভালো কনটেন্ট বানাও। শুভ কামনা সব সময়। ভালো থেকো
@subratachakraborty4836 Жыл бұрын
মানুষের জীবনে আছে উত্থান আছে পতন আছে দুর্দশা আছে দুঃখ কষ্ট, হতাশা আবার বিলাসী জীবন। আজ যারা বস্তি বাসী, হয়তো ছিল না এমন সামাজিক অবক্ষয়, এদেরকে করেছে এমন। এদেরকে দেখে, ব্যথায় ভরে গেল মন কি যে দৃশ্য দেখালেন, ভাই সুমন। তারাও মানুষ, রাষ্ট্র নেতাদের ভাবা উচিত ওদের কথা পশ্চাতে রাখলে ফেলে, দেশের উন্নয়ন সম্মুখীন হবে প্রতিবন্ধকতা। ধন্যবাদ সুমন ভাই ।আপনারা ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।
@shamalkst8849 Жыл бұрын
আপনার থাইল্যান্ডের ট্রাভেলস ভিডিও এর মধ্যে এটা সব থেকে ভালো লাগলো।যেকোনো দেশের দরিদ্র পীড়িত বাসী এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সেখান থেকে অনেক কিছু উপলব্ধি করা যায় সে দেশের কালচার সম্পর্কে। অনেক ভালো লাগলো ভিডিওটা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ❤
@sujanprodhan301 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সালাউদ্দিন ভাই। আপনার জন্য আমরা জীবনে অনেক না দেখা জিনিস দেখতে পাচ্ছি। শুধু আপনি Blog এ তুলে দরেছেন এর জন্য।
@আধুনিককবিরাজ Жыл бұрын
বই পড়লে জ্ঞান বাড়ে, ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
@oliullah1192 Жыл бұрын
আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ভাই আমি আপনার সাথে চরখানপুরে যেতে চাই
@menon999 Жыл бұрын
U r right
@hemendra2176 Жыл бұрын
@@oliullah1192Aà
@এতিমএরজিবনতেজপাতারমতন Жыл бұрын
গরিব সব দেশেই গরিব! তার পরও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ। 🥰
@syedushaebun6537 ай бұрын
Hmm
@moinmir34410 ай бұрын
সুমন ভাই আপনার থাইল্যান্ডের সবগুলো পর্ব বেশ মজার বিনোদনে পুর্ন। আর এতোটা উপভোগ্য মনেই হয়না ভার্চুয়ালি দেখছি মনে হয় যেন ব্যাংকক পৌছে গেছি। বস্তির এই পর্বটিতে একটা বিষয় খেয়াল করলাম আপনি খেয়াল করেছেন কিনা যানিনা সেটা হলো আমাদের দেশের বস্তির চেয়ে ওদের বস্তিটা একটু আলাদা লাইফস্টাইল ছাড়াও জায়গায় জায়গায় ফায়ার হাইড্রেন্ট বসানো আছে যদি কোন অগ্নি দুর্ঘটনা ঘটে তাহলে দ্রুততার সাথে পানি সরবরাহের জন্য এই ব্যাবস্থা করা। এছাড়াও কিছুদুর পর পর অগ্নি নির্বাপনের জন্য ( ফায়ার এক্সট্রিংগুইসার)অগ্নি নির্বাপন পাউডার এর সিলিন্ডার বসানো আছে যেটা এই বস্তি ছাড়াও পানি আইল্যান্ডের বাড়িগুলোর সামনে দেয়া আছে৷ আমাদের দেশে বস্তি দুরে থাকুক অনেক শপিংমলে এখনো আগুন থেকে বাঁচার কোন ব্যাবস্থা রাখা হয়নি এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের গোচরে আনবেন আশা করি পরবর্তী কোন পর্বে কারন কৃর্তপক্ষ যদি আমাদের দেশের বস্তিগুলোতে সুরক্ষা সরঞ্জামএর ব্যাবস্থা করে তাহলে অগ্নি জনিত দুর্ঘটনায় প্রাণহানী জানমালের ক্ষয়ক্ষতি কমবে বলে আমার বিশ্বাস। আপনার জন্য শুভকামনা রইলো
@asaduzzaman7834 Жыл бұрын
মনটাই ছোঁয়ে গেল এই ভিডিওটা। আহা।।। কতো কষ্টের জীবন। আসলে অপ্রিয় হলেও নির্মম বাস্তব সত্য কথা হলো: "কষ্টের জীবনই আসল জীবন"।
@shibnathdas7646 Жыл бұрын
অপূর্ব যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি সুমন ভাই সাথেই আছি, ভালো বাসা অবিরাম থাকলো ❤❤❤❤
@freedom-bangladesh. Жыл бұрын
থাইল্যান্ডের বস্তিগুলো আমাদের দেশের রাজধানীর চাইতে অনেক পরিচ্ছন্ন সুন্দর
@gamingashik. Жыл бұрын
Sawa pagla
@GhCh-wc2mm Жыл бұрын
Right
@soadvhi1555 Жыл бұрын
ঠিক বলেছেন
@suzamolla2146 Жыл бұрын
নোংরা তো জনগন ই করে
@08tahsin Жыл бұрын
তাহলে ঢাকা শহর নোংরা করে কারা ? আমাদের ফুটফুটে সুন্দর জনগণ
@RabiulMashrafi Жыл бұрын
শুনলাম দেখলাম জানলাম। তোমার একটা কথা আমার খুব ভালো লেগেছে আর সেটি হলো পৃথিবীর সব বস্তিই একই রকম। যেখানে যাও দুজনে একসাথে ঘোরাঘুরির করো এটা খুব ভালো দিক। তবে অবশ্যই পর্দায় রাখতে হবে। দোয়া রইলো ছোট্ট ভাইটি সুমন।
@mdjashim4386 Жыл бұрын
ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন ভাই সুমন কে আপনার মাধ্যমে দেখতে পেলাম বাংলাদেশের মতো বস্তি উন্নত দেশের মধ্যে ও রয়েছে ।শুভ কামনা 😢রহিল আপনাদের প্রতি ।।।😅😅
@ASHOKROY-le3ju17 күн бұрын
❤❤❤❤❤❤ ভাই আপনাকে ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য
@shishmohammad803 Жыл бұрын
বাতির নীচে অন্ধকার, তাই ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ, বাস্তবধর্মী ভিডিও উপস্থাপনের জন্য।
@মানবসেবা-য৮ছ Жыл бұрын
ইমানদার মুসলমানদের দেশের মানুষের জীবন থাইল্যান্ডের বস্তির থেকেও খারাপ।
@muhammadshamsuddoha7654 Жыл бұрын
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুললাহ , একটা সম্পুর্ন আলাদা ভিডিও দেখলাম । না দেখলে অনেক কিছুই মিস করতাম। আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক ।
@bikashbarua9077 Жыл бұрын
সুমন ভাই এর প্রতিবেদন গুলো দেখার মতো আর কথা গুলো খুবই ইমোশনাল
@md.aftabuddin4243 Жыл бұрын
সালাউদ্দিন সুমন একজন ভালো পরিভ্রাজক ও মরমি ভাষা'র অন্যতম উপস্থাপক। আমি তাঁকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। সেই সাথে ব্যাংককের ভ্রমন শুভ হউক।
@sbssheikh92 Жыл бұрын
থাইল্যান্ডের সবগুলো বড় অসাধারণ ছিল ❤🎉 এত সুন্দর পর্বগুলো উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সুমন ভাই
@SalahuddinSumon Жыл бұрын
ভালো থেকো ভাই💕দেখা হবে শাঁওইল হাটে।
@sbssheikh92 Жыл бұрын
@@SalahuddinSumon ইনশাআল্লাহ ❤️😍
@barbhuiyaamirul6126 Жыл бұрын
Suman Bhai, if you get time pls try to come once in Silchar, Assam (India) with Surabhi bhabi.
@abra.vlog.and.cook145 Жыл бұрын
আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে ধন্যবাদ ভাই এই ভিডিও দেওয়ার জন্য
@আরিফুলইসলাম-ঢ২টАй бұрын
আপনার অনেক ভিডিও দেখেছি কিন্তু এটা অনেক ভালো লেগেছে। অর্থহীন মানুষদের নিয়ে এই অর্থবহ ভিডিওটি চমৎকার।
@shadow90847 Жыл бұрын
তারা বস্তির মানুষ হলেও ভদ্র আমাদের দেশের মত শয়তান না।
@08tahsin Жыл бұрын
আমাদের দেশের জনগণ আসলেই শয়তান , নিম্ন মানসিকতা, ফুটফুটে সুন্দর
@princehalder7501 Жыл бұрын
exactly,they are so nice, polite and humble
@afyamin38247 ай бұрын
😜
@parthasarathimistry80396 ай бұрын
আমাদের দেশের বস্তির মানুষরা শয়তান এমন ভাবনার কারণ কি ?
@avijitdeb1071 Жыл бұрын
ধর্ম মানুষের পরিচয় নয় মনুষ্যত্ববোধ মানুষের পরিচয়। আপনার পরিচয়, আপনার ভালো মনুষ্যত্ববোধ। ❤️❤️❤️
@MdziaurRahman-p7e Жыл бұрын
Dhormoi manusher asol porichoy.r monusotto hocce tar prokash...❤❤❤
@Manishdasss Жыл бұрын
@@MdziaurRahman-p7etraditional momin thinking
@muntakaislam90215 ай бұрын
@@MdziaurRahman-p7eধর্মের জন্য মানুষ নয়,মানুষের জন্য ধর্ম,মানুষের প্রথম পরিচয় মানুষ,ধার্মিক নয়
@AnuarulislamAnju2 күн бұрын
আপনার সেনেল থেকে আজ আমরা সারা বিশ্ব ব্যাপারে অনেক কিছু জানতে পারি। যাহা কোন দিন কল্পনা ও করতে পারি না আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
@hasanasad7105 Жыл бұрын
সত্যিই গরীব সব দেশেই গরীব
@kmgsultan8955 Жыл бұрын
খুবই ভালো লাগল। আমাদের দেশের বস্তি থেকে অনেক সুন্দর এই বস্তি।
@momotamajumder82885 ай бұрын
সত্যিই অসাধারণ লেগেছে । দাদা ভাই আপনার ভিডিও গুলো দেখে অনেক ভালো লেগেছে। সব ভিডিও গুলো ইং সত্যিই অসাধারণ লেগেছে।
@tituvlogs06 Жыл бұрын
এক কথায় অসাধারন একটি ভিডিও ---ভাবী সবার সাথে ফোন নিয়ে কথা বলছে সেই দৃশ্য টা খুব সুন্দর ছিল
@রকম Жыл бұрын
পরিষ্কার পরিচ্ছন্ন বস্তি।গরিব হলেও এরা স্মার্ট ❤
@MahmudulHasan-k8z6 ай бұрын
❤ আলহামদুলিল্লাহ আপনার ও আপনার সহধর্মিণীর জন্য দীর্ঘায়ু কামনা রইলো ইনশাআল্লাহ কবি মাহমুদুল হাসান লকিতুল্লাহ্ চিশতী আল মাদারী পটুয়াখালী জেলা
@মুক্তঝড়াডিজিটালস্টুডিও6 күн бұрын
এত সুন্দর ভাবে উপস্থাপনা আমি আর খুজে পাই না খুব খুব ভালো লাগে ভাইয়া , লাভ ই্উ
@shahinsnf5815 Жыл бұрын
থাইল্যান্ডের বস্তিগুলো আমাদের সিংগাপুরের থেকে অনেক উন্নত!
@SujanaSultana-vm7sw5 ай бұрын
Bangladesh singapur 😅😅😅
@AbdullahAl-mamun-ns9ix Жыл бұрын
গেছে পরশুদিন আমাদের এলাকার এক যুবক বয়সী চেয়ারম্যান বাইক এক্সিডেন্টে পরকালে পাড়ি জমিয়েছেন। তিনি আমার ও সবার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। মহান সৃষ্টিকর্তা উনাকে সবচেয়ে উত্তম স্বর্গ দান করুক 🤲
@মানবসেবা-য৮ছ Жыл бұрын
সে মরে গিয়ে আরামের জায়গায় বেহেশতে কচি কচি হুরের কাছে চলে গেছে, বেহেশতে সে এখন কচি কচি হুরের সাথে লাগালাগি করে মজা নিচ্ছে। আর তুমি বাংলাদেশের বস্তিতে বসে আছ।
@tusherkantimazumdar8563 Жыл бұрын
সংগ্রামই জীবন। সংগ্রাম করে বেচে থাকাটা এক আলাদা অনূভুতি।
@mdshohagmia1105 Жыл бұрын
ভাই আপনার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে আমার আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি
@Vaishali252 Жыл бұрын
বাইরেও যে এমন হয়, তা আজকে দেখলাম। অনেক ভালো লাগলো। 😊 Love from ❤❤ Kolkata
@Tipu-y3q Жыл бұрын
আসসালামু আলাইকুম সুমন ভাইয়া আসলে থ্যাইলেনডের মানুষ গুলো অনেক অনেক ভদ্র এবং অনেক ভালো ওদের মন টা আসলে অনেক অনেক সহজ সরল সব মিলিয়ে অসাধারণ জা বলার বাহিরে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা বিডিও উপহার দেবার জন্য আমিন
@noorhossain8511 Жыл бұрын
সালাউদ্দিন ভাই আপনার এডভেন্চার গোলো অনেক ভালো লাগে আমি সব সময় দেখি আমাদের বিক্রমপুর নিয়ে বেশ কহেকটা চিএ দেখেছি ভালই লাগে
@SojibSb-hn1vi Жыл бұрын
ওসব দেশে বস্তি থাকলেও বাংলাদেশের মত খুদায় মরে না কেও,ওরাই প্রকৃত সুখী মানুষ
@SalahuddinSumon Жыл бұрын
ওরা ভালো খায়, পরিচ্ছন্ন জীবনযাপন করে।
@মানবসেবা-য৮ছ Жыл бұрын
খুদায় মরে শুধু খাঁটি ইমানদার মুসলমানদের দেশের মানুষেরা।
@sourajitaiyer Жыл бұрын
very interesting, good you showed the different faces of a city, very good video
@ratnamallick6530 Жыл бұрын
Very enjoyable presentation......the oldest lady with her cordial laugh looked her very pretty just my Mom who passed away keeping me alone .....love her ❤ from Kolkata
@karonhossain1698 Жыл бұрын
Salahuddin suman is a pitch of diamond of Bangladesh. I wish both of you live long.
@mdmasudranamomy5656 Жыл бұрын
সত্যি অসাধারণ আমার ধারনা পাল্টে গেল আমি মনে করতাম ঐ গুলো দেশে একটা ও গরিব নেই
@aparnabanerjee2428 Жыл бұрын
Darun.. Dada sober r tomar majhe atai alada j tumi sober kotha vabo.. Anno keo hole Thailand tourist spot ghure ter video post korto r tumi se khanker gorib manuser kotha video koreche... Akhanei Dada tumi mohan... India theke dekhchi.. Tumi valo theko
@pradiptachowdhury8726 Жыл бұрын
sumon bhai apni eto sundar vabe vdo present korchen ta dekhte osadharon lagche,apni sera achen,thakben ...apni swejzerland jan dada darun vdo pabo jeta sabar upokare asbe.
@SalahuddinSumon Жыл бұрын
অনেক ধন্যবাদ, প্রদিপ্ত দা❤️💕❤️
@ARIFAhmed-z8g Жыл бұрын
সুরভী ভাবিকে থাইল্যান্ডের মেয়ে মনে হচ্ছে
@subhashdas5761 Жыл бұрын
Salauddin suman bhai, Apnake asesh dhannyabad. Apni Bishsher bahut jayg dekhechen. Duwa kori aro dekhne.
@kaziziaul5612 Жыл бұрын
আপনার ভিডিও বিষয়েবস্ত খুবই সুন্দর সত্যি দেখার মতো, ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@faridalam54666 ай бұрын
মেড ইন থাইল্যান্ড টুকটুকের স্পীড এখনও ভুলিনি❤
@mfaruqueahmed626618 күн бұрын
দুটা বিষয় লক্ষনীয়। বস্তির সামনে ফুলের টব যা তাদের রুচির পরিচয় দেয়। দ্বিতীয়ত বিভিন্ন জায়গায় ফায়ার এক্সটিংগুইসার.. তার মানে তাদের নিয়ে ভাববার লোক আছে। ব্যতিক্রমী পর্ব। ধন্যবাদ।
@muslehuddin2715 Жыл бұрын
Yes, you are right, Poor's are all alike, every where. Your presentation is very nice. Thank you Simon.
@MizanurRahman-yj4ff Жыл бұрын
সত্যি আপনি অসাধারণ। খুব খুশি হলাম। ধনী আর গরিব দুই পরিবেশ দেখানোরজন্য।
@forhadhasanmilon6345 Жыл бұрын
আমার কাছে সব থেকে ভালো ইউটিউবার আমাদের সালাউদ্দিন সুমন ভাই
@susmitanath30946 ай бұрын
Excellent laglo❤❤❤❤❤bhai tumi kothay thako
@BiplobHossain-r2f Жыл бұрын
আপনাকে ভাই গ্রামের দৃশ্যই ভালো মানায় থাইল্যান্ড থেকে কবে আসবেন
@joysaha7117 Жыл бұрын
Khub valo kaj korchen dada, nahole hoyto jantey partam na ato kesu, sob kesu to r boi pore jana jayna...
@israilmunshi2049 Жыл бұрын
খুব ভালো লাগলো এই ভিডিও। অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
@momtajahsan77707 ай бұрын
আসোলেই গরীব রা দেশেই গরীব ধন্যবাদ সুমন ভাই
@habibadanceclub8885 Жыл бұрын
❤❤ অনেক ভালো একটা ভিডিও,,দেখে অনেক ভালো লাগলো ❤❤
@Jamalhossainofficial6 ай бұрын
আপনার ভিডিও অনেক সুন্দর হইয়েছে
@MdSakib-ch4zp Жыл бұрын
Amon obostha. Amar dekhei Dom bondo hoyearce alhamdulillah Ami Muslim and bangladeshi
@naonkhan191 Жыл бұрын
তারা বস্তিতে কিন্তু তারপরও তারা বেশ পরিচ্ছন্ন আর আমাদের দেশের বস্তি 😂😂😂হাগু মুতু খাবার সব একজায়গায় 😁😁😁
@Nsm123 Жыл бұрын
Right bhai😂 bharot theke😂
@munnaexpress4056 Жыл бұрын
ভাই থাইল্যান্ডের বস্তিতেও এস্টিংগুইশার দেখতাছি কাজে তাদের জীবনযাত্রা আমাদের চেয়ে অনেক বেটার
@muhammadjalil3306 Жыл бұрын
This slum and slum in Bangladesh/India/Philippine and many other countries in the world day and night difference.But slum in Thailand is tidy and seems peaceful.
@SalahuddinSumon Жыл бұрын
বস্তটি বেশ পরিস্কার-পরিচ্ছন্ন। মানুষগুলোও খুব আন্তরিক।
@SRV23 Жыл бұрын
দাদা একদিন দেখা করা যাক। জলদি বাংলাদেশে আসছি
@dipumondal2610 Жыл бұрын
আজকে ভিডিওটি দেখে আমার খুব ভাল লাগলো।
@arifulhossain4622 Жыл бұрын
ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য
কেমন আছেন ভাই। আমি আপনার ভিডিও গুলো সব দেখি আর নতুন কিছু শেখা হয়।❤❤❤
@EkThaMaruf-tt7qy6 ай бұрын
খুবই ভাল লাগল চট্টগ্রাম কৈয়গ্রাম হইতে।
@hillncer1 Жыл бұрын
অসাধারন একটি ভিডিও! বিলাসী জাঁকজমক ব্যাংককেরই ঝাপসা দারিদ্রময় এলাকা সহজ বাংলায় যা বস্তি বলা যেতে পারে। কিন্তু মানুষগুলো দেখে মনে হলো যেন তারা অভাবে থাকলেও সুখী, পরিচ্ছন্নময় জীবনযাপন তাদের। হয়তো বড়লোকের বিলাসিতা নেই তাদের কিন্তু হয়তোবা মনে রয়েছে কিঞ্চিৎ শান্তি।
@chandnigaming056 Жыл бұрын
ব্যাংককের বস্তিগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও তারা নিজেরাই ইনকাম করে ❤❤❤ কই বাংলাদেশ কই থাইল্যান্ড
@JewelAhmed-v8z7 ай бұрын
থাইল্যান্ডে বাসিন্দারা অনেক সুন্দর 💝💝
@md.rafiqulislam6180 Жыл бұрын
যখন তারা কথা বলে,তখন Google Translate ব্যবহার করতে পারেন।
@mdabushamim1 Жыл бұрын
আল্লাহ তায়ালা যাকে যেভাবে রেখেছেন সেই অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
@NayanChakraborty330 Жыл бұрын
Khub valo ekta video upovog korlam.
@shohibulisalam1424 Жыл бұрын
থাইল্যান্ডের বস্তি নিয়ে নতুন অভিজ্ঞতা হলো। জানতামনা থাইল্যান্ডেও বাংলাদেশের মত বস্তি আছে.
@parthabiswas275 Жыл бұрын
Khub sundor uphar dao amader ke....ami india, West Bengal, Nadia district theke.... welcome come janai tomake shibnibas temple prosonge video korar jonno
@SalahuddinSumon Жыл бұрын
ভালো ৎাকবেন❤️
@MdAbdusSalamKhan-fe1js7 ай бұрын
সব দেশেই গরীব মানুষগুলো খুব আন্তরিক হয়।
@SelinaZinnat Жыл бұрын
11:44 কিন্তু সবার মসজিদই এক। এটাই ইসলামের সৌন্দর্য।
@shawonshahriar3628 Жыл бұрын
বোকার হদ্দ।
@juwelrana6382 Жыл бұрын
শান্ত মনের মানুষ এরা। ভালো লাগলো
@narayankurmi99537 ай бұрын
সুন্দর মানুষের সুন্দর পরিবেশ তো থাকবেই।
@rihansorker Жыл бұрын
আমার টাকা আছে, ইচ্ছে আছে কিন্তু যেতে পারিনা, আপনাদের দেখে আরো বেশি যেতে মন চাচ্ছে কিন্তু একা যেতে পারবো না 😒😒😒
@jabberali4877 Жыл бұрын
ভাই আমকে নিয়া যান
@Scruples110 ай бұрын
এঁদের বস্তি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বস্তি থেকে অনেক উন্নত। মানুষ গুলোও অনেক বন্ধুত্বপূর্ণ। কেন এমনটা হয়?
@syedalkamal65034 күн бұрын
যত্রতত্র আবর্জনা নাই। দরিদ্র কিন্তু পরিছন্ন। আমাদের রুচিবোধ কি অন্যদের দেখেও উন্নত করতে পারি না?
@sannikhan105 Жыл бұрын
ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে, রাজশাহীর তাহেরপুর থেকে দেখছি?
@khadijarahman4627 ай бұрын
আসলেই মন ছুয়ে গেলো
@MarufHasan-h3z Жыл бұрын
Vaiya kmn Acn ❤❤❤I like your All vedeo valobasa nbn vaiya Meherpur theke Wahid maruf
@AHRASEL.7 ай бұрын
ধনী দরিদ্রের বৈষম্য সেই আগের যুগেও ছিল, এখনো আছে আর যুগ যুগ ধরে রয়ে যাবে
@tishaadhikari29487 ай бұрын
ভাইয়া আপনার ভিডিও গুলো আমার দেখতে খুব ভালো লাগে আমি টিভিতে দেখি তাই কমেন্ট করতে পারি না
@christopherdecosta4847 Жыл бұрын
The slum area is better than Bangladesh, comparatively neat and clean!
@MarieManush6 ай бұрын
The lives of human beings in the slums really hurt me, beat me, hit me, bite me, pain me and puncture me. O God, make all of us happy, relieve all of us from the brutal battery of poverty. Sumon Bhai, stay safe and secured. Don't take Bhabi in the dingy places.
@MonyshaVlogs7 ай бұрын
ভাল লাগল ভাই বাচ্চা গুলি দেখে❤
@sarnadiphalder3884 Жыл бұрын
ভাইয়ের ভিডিও সর্বদাই ভালো লাগে। তবে ভিডিওতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করার অনুরোধ রইলো।🥰
@debashischakraborty7395 Жыл бұрын
Sumon Bhai, your voice and expression is very nice.
@সুরজুলমিয়া-ল৬ছ Жыл бұрын
সুমন ভাইয়া আপনাকে ধন্যবাদ, আমার থেকে এই ধরনের ভিডিও ভালো লাগে , ❤❤❤❤❤❤❤❤
@rinachattopadhyay6403 Жыл бұрын
Very nice information . Love from India. West Bengal. Kolkata. Rina chattopadhyay . Good morning.08.10.2023. 08.35.am.