Рет қаралды 605,873
১৮৮৮ সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিন সরকারি সফরে এসেছিলেন ঢাকায়। তার সৌজন্যে এক বল-নাচের আয়োজন করবে বলে ঠিক করেছিলো ইংরেজরা। কিন্তু বলনাচের জন্য বড় হলঘর বা সুদৃশ্য ভবন পাওয়া যায় কোথায়? এ নিয়ে ঢাকার একটি ক্লাবে ইংরেজদের বৈঠক হয়েছিলো। সেই সময় ঢাকায় দুটি বাড়ি ছিলো দেখার মতো, একটি আহসান মঞ্জিল, ,অপরটি রূপলাল হাউস। কিন্তু শেষমেষ ইংরেজদের ভোটে জিতেছিলো রূপলাল হাউস।
লর্ড ডাফরিনকে নাচ দেখানোর জন্য ইংরেজরা দুদিনের জন্য রূপলাল হাউজ ভাড়া নিয়েছিলো দুশো টাকায়। কিন্তু বাড়িটি সাজাতে রূপলাল ও তার ভাই রঘুনাথের খরচ হয়েছিলো ৪৫ হাজার টাকা। সেই আয়োজনে অভিভূত হয়েছিলেন ডাফরিন।
বন্ধুরা, আকের ভিডিওতে আমি তুলে ধরেছি রূপলাল হাউজের গৌরবের ইতিহাস।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#রূপলাল #রূপলাল_হাউজ #ruplal_house #ruplal #dhaka