এটাকে হয়ত বলে সফলতা, পেয়েছে লাখো মানুষের ভালোবাসা, পেয়েছে মিস্টি একটা জীবন সঙ্গী, দোয়া করি প্রিয় ভাইয়া এবং ভাবীর জন্য এভাবে আপনাদের বন্ধন বেচে থাকুক সারাটি জীবন।
সুমন ভাইকে তো আগে থেকেই দেখে আসছি। ভাবিকে যতদিন দেখলাম, ঠিক যেন সমুন ভাইয়ের সেই নরম মনের দৈর্ঘ্যটা ভাবি আরো বাড়িয়ে দিল। অর্থাৎ দুজনই কথাবার্তায় নম্র আর শান্ত। এরকম বন্ধন সারা জিবন থাকুক সেটাই কাম্য। প্রিয় কাপলগুলো- মারিয়া & শেহওয়ার সুমন & সুরভী পেটুক কাপল ❤️❤️❤️
@SalahuddinSumon Жыл бұрын
অনেক ধন্যবাদ, মাহীন ভাই। এমন কমেন্টে আসলে মনে শক্তি পাই।💕
@mahinkhan6217 Жыл бұрын
পরবর্তী বিডিওর জন্য প্রহর গুণতেছি.......
@rujiakter262 Жыл бұрын
@@mahinkhan6217 একদমই ঠিক বলেছেন, আমারো তারাই প্রিয়
@kakonbd6806 Жыл бұрын
আশাকরি হামিমুনটা অনবদ্য হবে।সুমন ভাই, সুরভী ভাবিকে তো আমরা আগে থেকেই চিনি বাট বুঝতে পারি নাই যে ঐ আপুটাই একদিন আমাদের প্রিয় ভাবি হবে🤣🤣।বিরুলিয়ার গোলাপ গ্রামে ভাবিকে প্রথম দেখেছিলাম আপনার করা ভিডিওর মাধ্যমে।
@muktakhatune2927 Жыл бұрын
রুবেল ভাই সবার হানিমুনের হোটেল বুকিং এর দায়িত্ব নিয়েছেন দেখছি। ভাই যুগ যুগ জিয়ো... অভিনন্দন ও শুভ কামনা সুমন ভাই।
@nobirulread2589 Жыл бұрын
Shumon vy ami apnar vlog er 1 jon darun fan, apnar shob vlog gulo oshadharon, tar shathe apnar reporting speech mon chuye jawar motoi. Thank you.
@SHORIF883 Жыл бұрын
বউ ক্যামেরা করাতে,,সালাউদ্দিন ভাই খুভ মজা করে বলেছিলেন এমন বউ এই চাইছিলাম,মজার ছিল কথাটা 🥰🥰🥰
Air astra will be one of the giant airlines in the world very soon ❤️❤️❤️❤️ Best of luck for ATR শুভকামনা রইল সুমন ভাই ❤️
@kamranhafiz1776 Жыл бұрын
ভাইয়া, আজকেই আপনার সাবস্ক্রাইবার হয়ে গেলাম। যদিও আরো আগে থেকেই আপনার ভ্লগ দেখি। ভাবীর সাথে ভ্লগ দিয়েছেন, সেটা দেখে খুব ভালো লাগলো। ভালো লাগলো কারন বিখ্যাত বাঙালি ভ্লগাররা সাধারণত স্ত্রীসমেত ভ্লগ দেয় না কেনো জানি। দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। ❤
@shohagsarker1452 Жыл бұрын
আসসালামু আলাইকুম সুমন ভাই আশা করি আপনি এবং ভাবি দুজনেই ভালো আছেন,আমি কিন্তু ভাই আপনার খুব বড় একজন ভক্ত সবসময় আপনার ভিডিও গুলো দেখি,airastra বিমানে করে আপনি কক্সবাজার গেছেন এটা দেখে খুবই ভালো লাগলো,কারন আমি এই airastra কোম্পানির হেড অফিসে চাকরি করি,যেটা উত্তরা জসীমউদ্দিনে অবস্থিত,খুবই ধন্যবাদ আপনাকে ভাই আপনি এই বিমানে করে গেছেন তো আশা করি সার্ভিস ভালো লেগেছে,ইনশাআল্লাহ সামনে আরো ভালো সার্ভিস পাবেন দোয়া করবেন ভাই🥰
@brintikasdays9234 Жыл бұрын
আপনাদের বাইরে হানিমুন করতে যাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনারা বাংলাদেশের কোথাও গেলেন এটি দেখে ভাল লাগলো ❤️❤️❤️
@আধুনিককবিরাজ Жыл бұрын
বই পড়লে জ্ঞান বাড়ে, ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
@mdanwar4652 Жыл бұрын
অনেক দোয়া ও শুভকামনা রইল সালাউদ্দিন সুমন ভাই এবং সুরভী ভাবীর জন্য
@gazireazulislam7973 Жыл бұрын
হানিমুন ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম।
@NM-kl1vi Жыл бұрын
অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো দুজনের জন্য
@rasel6379 Жыл бұрын
আপনাদের জন্য শুভ কামনা রইল। ভাবিকে অনেক আগের ভিডিওতেও দেখেছি কিন্তু তখন বুঝতে পারিনি যে ওনিই আমাদের ভাবি হবে।
@mdusmannana7199 Жыл бұрын
দাম্পত্য জীবনে সুখী হোক হানিমুন
@princesbeuty6787 Жыл бұрын
আপনাকে ও ভাবিকে একিই সাথে দেখে নিজেকে অনেক খুসি খুসি লাগতাছে ভাইয়্যা,,,
@JolilAhmed-ck3bn3 ай бұрын
আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাটুক আপনাদের হানিমুন জীবন আমাদেরকে কক্সবাজারে আশায় আপনাদের কে অসংখ্য ধন্যবাদ।🇧🇩🥰🇲🇾💪✊✊✊
@altafh0ssainbakulbakul827 Жыл бұрын
সুমন ভাই, একেবারে ভিআইপি সম্মোধনা👍💚❤️
@ROKONUZZAMANROKON Жыл бұрын
অনেক অনেক শুভকামনা রইলো ভাই ও ভাবী❤❤ খুব সুন্দর ভাবে দিন কাটান😊দোয়া ও ভালোবাসা রইলো🌸 ভিডিওটি খুব চমৎকার🥰
@HelloBangladeshAlone Жыл бұрын
নিজের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন দূরের যাত্রা শুভ হোক ❤❤
@khkeno9889 Жыл бұрын
অাপনার সব বিডিও আমি মনোযোগ সহকারে দেখি,খুবই ভালো লাগে।
@Rezaulkarim-yd7yv Жыл бұрын
সুমন সাহেবকে হানিমনের জন্য শুভকামনা রইল। আমি আপনার অনেক ভিডও দেখে ইতিহাস ঐতিহ্য জানার সৌভাগ্য হয়েছে।আপনাকে ধন্যবাদ।আমি সৌদআরব থেকে দেখছি।
@mizanmondol6571 Жыл бұрын
সুরভীকে আমার অভিনন্দন। আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক!
@Aerestflow Жыл бұрын
Ato to valo legache vaia... Notun jiboner shuchono,,, khushi te amr mon ta vore gelo
@sahmed1533 Жыл бұрын
যাক ভাই আপনি একলা চলার হাটা শেষ হলো, খুব ভালো লাগছে, শুভ কামনা ডুবাই থেকে সিলেটি ফুয়া। নিয়মিত দর্শক
@SubhroRoy2000 Жыл бұрын
দাদা আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করব একবার পারলে ভাবীকে নিয়ে মুর্শিদাবাদ এসেন এবং আপনার আসার জন্য পথ চেয়ে বসে আছি দাদা আমরা মুর্শিদাবাদ বাসি হইয়া আপনার কাছে সত্যিই ঋনি থাকব যে আপনি হীরাঝিল প্রাসাদ নিয়ে যেভাবে প্রতিবেদনটি বানিয়েছিলেন সকলের মন কেড়ে নিয়েছে তাই চাইব যে আপনার পাশে থাকাটা আমাদের ওতপ্রোতভাবে জরুরী তাই দাদা অবশ্যই একবার মুর্শিদাবাদ আসার চেষ্টা করেন।
@sohelgomes9781 Жыл бұрын
অনেক অনেক শুভকামনা ও ভালবাসা রইলো , আপনাদের যাএা শুধু হোক,হানিমুন মধুর হোক,
@arunimaganguli5380 Жыл бұрын
Beautiful journey captured through your and Surovi's eyes...
@zohirahmedof.508 Жыл бұрын
সুমন ভাইয়ের সফরসঙ্গী নতুন ভাবি হওয়ায় ভ্রমণের মজাই আলাদা।
@AhmedSakib-vg7vo5 ай бұрын
সুমন ভাই আল্লাহ আপনাদের বিবাহিত জীবন সুখময় ও সুন্দর করুক । আমিন
@ujjalmistry4323 Жыл бұрын
আপনার লেখা বই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দেখলাম ।।।।।।। ভালো লাগলো ,,,, একখানি সংগ্রহ করলাম
@fnfthavelarmizanurrahman9161 Жыл бұрын
ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের সাথে বেশ ভালো লাগছে।
@WorldDiversityFarm Жыл бұрын
সুমন ভাই এবং ভাবিকে খুব সুন্দর লেগেছে দেখে সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন এই দূয়া করি আল্লাহর রহমতে
@saifvlogs6159 Жыл бұрын
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাবি খুবই খুশি পুরো ভিডিওতেই 🌼
@Buddhir_Jhuli Жыл бұрын
শুভ কামনা
@jahidulislam3300 Жыл бұрын
আপনার উপস্হাপনাশৈলি বরাবরের মতোই অসাধারণ ছিল
@moniruljamman1783 Жыл бұрын
সুমন ভাই ও ভাবি দুজনের জন্য দোয়া ও শুভকামনা রইল
@wowchannel7489 Жыл бұрын
আমি এর আগেও আপনার ভিডিও দেখেছি, আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে তোলা ভিডিওগুলো এককথায় অনবদ্য, কিন্তু এবারেরটা কিঞ্চিত আলাদা কারণ আপনার বিবাহিত জীবনের প্রথম মধুচন্দ্রিমা "ভাবি" অর্থাৎ বৌদির সাথে কক্সবাজার এলাকায় যা আপনার জীবনে দ্বিতীয়বার ভ্রমণ সত্যিই মধময় করে তুলেছে তা বলার অপেক্ষা রাখেনা। আপনি বাংলাদেশ ও এপার বাংলায় এতটাই জনপ্রিয় যে আপনার শুভানুধ্যায়ী বন্ধু এখানে যে সমুদ্রের কাছে হোটেলের ঘরে উঠলেন তা বদলে একটা বিশালাকার ঘরের বন্দোবস্ত করে দিলেন। আপনার পরবর্তী ভ্রমণ সেন্ট মার্টিন দ্বীপ তা দেখব এবং আপনাদের বিবাহিত জীবন আরও আনন্দের হোক আরও মজার হোক এই কামনা করে পরবর্তী ভিডিও দেখবার জন্য প্রস্তুত হচ্ছি। ধন্যবাদ।
@Sohel.Gulandaz628 Жыл бұрын
ভাই ও ভাবি'র জন্য সবসময় দোয়া থাকবে। আর আমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট দিবেন।
@mmoynulislam3601 Жыл бұрын
অনেক দোয়া দুজনের জন্য সারাজীবন এভাবে হাসিখুশি থাকুন ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@lewraff8617 Жыл бұрын
Ota to or bon
@rummansajib6166 Жыл бұрын
মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে🖤
@IstiakbinMohsinvhaiiii985 Жыл бұрын
ভাইয়া আপনার বিশাল ফ্যান আমি,,কাতার থেকে আপনার সব ভিডিও দেখি,,আপনাদের জন্য দোয়া ও শুভকামনা সবসময় আছে 🥰🥰🇶🇦🇶🇦🇧🇩🇧🇩
@itihaseraanusandhane7G Жыл бұрын
Air ★ Star বিমান বন্দরের আত্মীয়তা দেখে ভালো লাগলো তবে এটা এরকম কতোদিন থাকবে জানি না 🤔 সবসময় এমন হলে ভালোই হয়। তবে মনে হয় না এই বন্দর পুরাতন হলে এরকম সম্মানের সঙ্গে আত্মীয়তা সাধরে সেবা দিবে বলে, কারণ বাংলাদেশের সবগুলো বন্দরই নতুন অবস্থায় এমন ভালো হয়। শুভকামনা রইল এই নতুন এয়ারলাইনসের জন্য দোয়া করি সবসময় এরকম সেবাই যেন পায় মানুষ অন্যাঅন্য বন্দর গুলোর মতো যেন না হয়। ❤️❤️
ভাইয়া আপনাদের মনে হয় রিলেশনের বিয়ে,কারন অনেক আগের অনেকগুলো ব্লগে সুরভি আপুকে দেখেছি,উনাকে নিয়ে অনেক জায়গা ঘুরেছেন🤗
@mdmazharul9747 Жыл бұрын
মামাতো বোন ছিলো যে,আগে থেকেই মনে হয় কথা হয়েছিলো।
@md.habib.md.habib.1711 Жыл бұрын
@@mdmazharul9747 মামাতো বোন.
@shohorcity Жыл бұрын
আপনার ভিডিওগুলো সময় হলেই দেখি অনেক ভালো লাগে আপনাদের জুরি দারুন মানিয়েছে ধন্যবাদ
@Islamechannel-1 Жыл бұрын
সালামুআলাইকুম সুমন ভাই কেমন আছেন ভাই আসলে আপনার ভিডিওগুলো আমার কাছে অসাধারণ লাগছে মন মুগ্ধ করার মত আমার মন ভাই আমারও ট্রাবল করার অনেক ইচ্ছা কিন্তু সাধ্য থাকলেও তো আর যাওয়া যায় না তবে আমি আপনার প্রত্যেকটা ভিডিও আমি ফলো করি এবং কি দেখি ভিডিও দৈনিক ২ থেকে ৩ বার ৫ বার দেখি আপনার ভিডিওগুলো যত দেখি ততই মুগ্ধ করে আর বিশেষ করে আপনার কথার বচন ভঙ্গি গুলো অনেক সুন্দর ওকে ভাই আপনাদের হানিমুন নিরাপদে ও সুস্থভাবে কাটুক সুন্দর কাটুক আপনার এবং ভাবির দীর্ঘায়ু কামনা করছি ওকে আল্লাহ হাফেজ ।
@massallahcomputer7071 Жыл бұрын
মাশাআল্লাহ শুভ হোক আগামীর দিনগুলো।
@rakibuddinkhan918 Жыл бұрын
অসাধারন একটি টুর সুমন দাদার দেখে মন ভরে গেলো ❤️🇮🇳💓
ভাইয়া, ভিডিওটি দেখেছি আর হেসেছি। খুবই ভালো লাগছে আপনাদের দুজনকে। আপনাদের সংসার সুখের হোক সেই কামনাই রইলো।
@bannyhoews9802 Жыл бұрын
আস্ সালামু আলাইকুম, আপনাদের দুজনকেই অনেক দোয়া ও ভালবাসা অবিরাম💕💕💕💕আমিও যাবো হানিমুনে,,,,, ইনশাআল্লাহ,,
@ShabbirRKhan Жыл бұрын
ব্যাক্তিগত জীবন'কে কিছুটা হলেও প্রাইভেসি রাখেন।
@HMRayan Жыл бұрын
খুবই ভাল লাগল আপনাদের এভাবে হাসি-খুশি দেখে
@nahidhosen6250 Жыл бұрын
দোয়া ও শুভকামনা রইল ভাই সারাজীবন অনেক ভালো থাকবেন দুজন
@nahidmunshi5946 Жыл бұрын
সুমন ভাই আপনার কথা গুলো, ফুল কুড়িয়ে মালা গাঁথার মতো। সুমন ভাই আপনার সাথে একদিন দেখা করবো ইনশাআল্লাহ।
@mithusarker1837 Жыл бұрын
Khub valo legese video ta dekhe...
@mdimamhossain555 Жыл бұрын
Assalamu alaikum vaiya ami saudi theke bolci khub valo lagche vdo ta ❤️❤️❤️
@zubairmahbub8873 Жыл бұрын
খুব সুন্দর একটি ব্লগ। আপনাদের উভয়ের জন্য অনেক শুভকামনা রইল।
@Mdzzzz3653 Жыл бұрын
Khub sundor hoise Bhai video
@shaownbapari3603 Жыл бұрын
আপনাদের দুজনের জন্য শুভকামনা ও ভালোবাসা অবিরাম 💞💞💞
@AbulKalam-ik9ex Жыл бұрын
আসসালামু আলাইকুম সুমন ভাই। আপনাদের জন্য দোয়া আর শুভকামনা রইল। ভালো থাকবেন।
@shahinfaruk8787 Жыл бұрын
শুভকামনা রইল ভাই এবং ভাবির জন্য। সুমন ভাই, আপনার সকল ভিডিও আমরা দেখি। আমাদের খুব ভালো লাগে।
@Frooti-l8w Жыл бұрын
Suman bhai we Indians are loving your contents. Keep it up. Don't be afraid of these islamic fanatics.
@AbdussaburShak10 ай бұрын
মাশাল্লাহ, দারুণ....
@md.arindom2864 Жыл бұрын
আপনাদের দাম্পত্য জীবন সুখী হোক।
@mdjashim7631 Жыл бұрын
স্বাগতম প্রিয় মাতৃভূমি পর্যটন নগরী কক্সবাজারে।
@mihirroy5772 Жыл бұрын
অনেক অনেক শুভকামনা রইলো ভাই ও ভাবী❤❤
@bikashvlogs9530 Жыл бұрын
এক কথায় অসাধারণ ভাইয়া পুরো ভ্লগটা 💗💗
@scdobaksumondas3582 Жыл бұрын
শুভ কামনা ভাই আপনাদের নতুন দাম্পত্য জীবন সুখের হক।
@ASBangladeshiblogger Жыл бұрын
আসসালামু আলায়কুম মাসাআল্লাহ খুব ভালো লাগলো অনেক অনেক শুভেচ্ছা রইল ❤❤
@zinatmomkitchen7545 Жыл бұрын
মাশাল্লাহ্ ভাবীকে অসাধারণ লাগছিল
@swapanbasu6460 Жыл бұрын
শুভকামনা ও অভিনন্দন ভাই এবং ভাবী 🙏
@kawseralambabu3392 Жыл бұрын
শুভকামনা আপনাদের জন্য। তবে ভাই আমার একান্ত মতামত এই যে, নিজের বিয়ে দেখানো পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল,কিন্তুু হানিমুনে গেছেন এইটা না দেখাইলেও পারতেন এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার এ পড়ে মনে হয়,কারণ প্রায় ৮০℅ মানুষ মনে করে হানিমুন মানে স্বামী আর স্ত্রী বিয়ের পরে দুরে কোথাও একান্তে সময় যাপন করা, যেখানে তাদের একান্ত ভালবাসার সময়েকে বাধাহীন ভাবে উপভোগ করে।।তাই না দেখিয়ে পরের কোনো পর্বে বলে দিতে পারতেন আপনি হানিমুনে গেছেন তাই ভিডিও দিতে দেরি হয়েছে।। অনেকে এই ভিডিও দেখে,আপনি হানিমুনে কোথায় কোন হোটেলে গেছেন কিরকম বিছানায় কিভাবে একান্ত সময় কাটিয়েছেন এটা কল্পনা করে শিহরিত হতে পারে।।।
@souravmondal9379 Жыл бұрын
একদম ঠিক কথা বলেছেন,,, সহমত আমি
@ashrafulislam1410 Жыл бұрын
আল্লাহ সুস্থ সুখী জীবন দান করুন আপনাদের।
@ranajoy_sen Жыл бұрын
আপনাদের শুভেচ্ছা আমার তরফ থেকে।
@mdalamgir-ou1bk Жыл бұрын
ঘুরতে যে একে অপরের সাথে সুখ দুখের আলাপ করে আর আপনার বউ দেখি মোবাইল নিয়ে বসে আছে
@mahabuburrahmanrussel3887 Жыл бұрын
নতুন দম্পতির জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।
@TonatunisDiary Жыл бұрын
খুব ভাল লাগলো ভাইয়া। শুভ কামনা রইল। ❤️❤️❤️
@গনেশকুমারমৈত্র Жыл бұрын
শুভ কামনা রইলো সুমন ভাই
@tajudindada4012 Жыл бұрын
Thanks very good onak sundor so nice Dui jon ke onak onak Dhonnobad
@alokdastraveler Жыл бұрын
ভিডিওটার জন্য অপেক্ষায় ছিলাম
@mohammedshahadathossain40126 ай бұрын
ইনশাআল্লাহ সালাউদ্দিন সুমন ভাই ও ভাবীকে চট্টগ্রামে আসলে দেখা করবো। ইনশাআল্লাহ
@এবাদুলহোসেনমোল্লা Жыл бұрын
মাশাল্লাহ্। সুমন ভাই মনে কিছু নিবেন না এক জন মুসলিম ভাই হিসাবে আর এক জন মুসলিম ভাই কে নসোয়াত করা আমাদের ইমানি দায়িত্ব।ভাই ভাবীকে এবাভে দেখাছেন মনে হয় আপনার ভিডিও দেখা হবে না।ভাবিকে একটু র্পদা করবেন তাহলে আরও সুন্দর লাগবে আশা করি বুঝতে পারছেন।
@taspiasultana6931 Жыл бұрын
ঠিক এমন একটা রুমেই ছিলাম। শুভ কামনা আপনাদের জন্য।
@sakibna5551 Жыл бұрын
Kakhan ?
@sharminpoly6 Жыл бұрын
Masha Allah kuv sundor video
@joyabormon2546 Жыл бұрын
আসসালামু আলাইকুম সুমন ভাই শুভকামনা রইল অনেক অনেক আমার কাছ থেকে ধন্যবাদ
@travelingmylife6560 Жыл бұрын
Very very sweet couple❤❤❤💐💐💐
@akashafif8533 Жыл бұрын
Onek valo laglo vai
@mdnoyon4489 Жыл бұрын
সালাউদ্দীন সুমন ভাই আপনার জন্য দোয়া রইলো। 🙋♂️❤️❤️
@simonroy2472 Жыл бұрын
Have a wonderful, enjoyable honeymoon tour ❤ Sumon bhai! Wishing a great time to both of you!
@MizanurRahman-oc6et Жыл бұрын
Apur chehara ta onk misti. Apnader life anonde katuk doa roilo. Sei sathe riquest roilo apuke pordar arale rakhun r open cheharata nije upvog korun.
@moktarhossain3853 Жыл бұрын
Maldives really beautiful bro come soon.....i am from kuramathi maldives
@ahmedfilms2.0 Жыл бұрын
শুভকামনা ও অভিনন্দন সুমন ভাই এবং সুরভী ভাবী। দোয়া ও ভালবাসা রইল সারা জীবন দুজন অনেক ভালো থাকবেন । যাত্রা শুভ হোক।❤❤❤
@nobirulread2589 Жыл бұрын
First time i want to say, Have a nice tour both of you, nice couple.