Рет қаралды 1,789,292
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের এই গ্রামটিতেই শায়িত রয়েছেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। গত পর্বে তার সেই কবর ও কবর ঘিরে কর্মকাণ্ড আপনাদের দেখিয়েছি। এই গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের-যাপনের সাথে বখতিয়ার খিলজির কবর তথা পীর বাবার দরগার বিরাট প্রভাব রয়েছে। মনের আশা পূরণে বখতিয়ার খিলজির কবরে মানত করেই শেষ নয়, তাকে উপলক্ষ করেই সেই শত শত বছর ধরে এই গ্রামের কোনো মানুষ খাটে বা চৌকিতে ঘুমায় না। বিষয়টা রীতিমতো অবিশ্বাস্য ঠেকেছে আমার কাছে, তাই তো হাজির হয়েছি এই গ্রামে।
Contact :
sumonmcj@yahoo.com
#পীরপাল_গ্রাম #মাটির_বিছানা #peerpal_Village #west_bengal