সুমন ভাই আমি ভারতের কোলকাতার কাছেই খড়দহ থেকে বলছি। বাংলাদেশের তোমার প্রত্যেকটা তথ্যচিত্র আমার খুবই ভালো লাগে। তোমার উপস্থাপনা অসাধারণ। চরখানপুরে আবার গেছেো দেখে খুবই ভালো লাগল। তোমার বিউটি বোর্ডিং, কলাকোপা, বা রূপলাল হাউস, বারবার দেখতে ইচ্ছা করে। আলপনা আঁকা সেই গ্রাম। সত্যি অসাধারণ। কোলকাতায় বা মুর্শিদাবাদে আসলে সম্ভব হলে জানিও। কোনো রকম সাহায্যে পাশে থাকতে পারলে খুবই ভালো লাগবে। গ্রাম বাংলার আরও অনেক তথ্য তোমার মাধ্যমে পেতে চাই। ঈশ্বর আল্লাহ্ তোমাকে যেন অনেক অনেক ভালো রাখেন। ভালো থেকো ভাই। 🙏
@madhuxeroxcentre47852 жыл бұрын
পরের এপিসোড জন্য অপেক্ষায় রইলাম, কাঁটাতারের এপার থেকে ভালোবাসা রইলো,,, 🇮🇳🇮🇳🇮🇳
@musfiquealam85112 жыл бұрын
দাদা আমিও কাঁটাতারের এইপারের ।
@sumanmukherjee19422 жыл бұрын
আপনি একদমই মনের কথটি বললেন #সুমন দাদাভাই... "দুনিয়াতে কিছু মানুষের জন্য..." একদম ধ্রুব-সত্য... আর এই 'কিছু-মানুষ' কিন্তু 'সুস্থ-বুদ্ধি'র মানুষদের তুলনায় সংখ্যায় খুবই নগন্য; তবুও তাদের 'সব-উচ্চ-মহল'য়ে এতটাই বেশী প্রভাব যে- আপনাদের বা আমাদের মতো নির্বিরোধী সাধারণ শান্তিপ্রিয় জনতাকে স্রেফ 'ভয়-দেখিয়ে'ই চুপ করে থাকতে বাধ্য করে... 💝 🙏 💝 'এপার-বাংলা'র হাওড়া জেলা থেকে আমাদের পারিবারিক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই...
@Pordasesohan2 жыл бұрын
এই কমেন্ট টা আমি করতাম।ধন্যবাদ আপনাকে।সুমন ভাই ভালোবাসা রইল।
@sumanmukherjee19422 жыл бұрын
@@Pordasesohan অনেক ধন্যবাদ ভাই... আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন...
@ShahriarShahin2 жыл бұрын
দেশের বাইরে থেকেও বাংলাদেশের অপরূপ মনোরম পরিবেশ দেখার সুযোগ হয় আপনার চ্যানেলের মাধ্যমে, ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই
@ChoyonExpress2 жыл бұрын
চরখানপুর আপনার তৃতীয়বারের মতো ভিডিও দেখলাম, গ্রামীণ এই সহজ-সরল মানুষের জীবনযাত্রা তুলে ধরছেন সেই কবে থেকে, সহজ-সরল এই মানুষগুলো ভালো থাকুক সুখে থাকুক ❤️❤️❤️🇧🇩
@bubairoy94802 жыл бұрын
Sottie Bangladesh 🇧🇩 khub e sundor desh....love from India 🇮🇳
@shuvam47712 жыл бұрын
দাদা আমি ইন্ডিয়ার থেকে আপনার সব ভিডিও গুলো দেখি! আপনার মিষ্টি কন্ঠ আমার খুব ভালো লাগে! আমার জন্মও বাংলাদেশের যশোরে!
@saidurrahman69792 жыл бұрын
২০১৯ সালে গিয়েছিলাম চর খানপুরে ওখানকার মানুষ খুবই বিনয়ী তাদের আচরণে আমি মুগ্ধ অপরিচিত মানুষদের কেও তারা আপন করে ফেলে। সময় হলে আবারও কোন একদিন যাবো ইনশাআল্লাহ।
@saidurrahman69792 жыл бұрын
Amake sathe niyen,,, ❣️❣️
@a.bsiddikudoy72992 жыл бұрын
আসলে চলার পথে এত এত মানুষ জনের সঙ্গে দেখা হয়ে যায় আর মনটা ভরে যায়, দুনিয়াতে কিছু খারাপ লোকের কারণে আপনার অস্তি হতে পারে অশান্তি হতে পারে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখেছি দুনিয়ার যতো মানুষের সাথে দেখা হয় অধিকাংশ মানুষই কেন যেন অনেক ভালো। কিছু মানুষ দুনিয়া বলুন সমাজ বলুন সবকিছু বিষিয়ে তুলে রেখেছে ,এই কিছু মানুষকে যদি আমরা এড়িয়ে চলতে পারি ,ভালো মানুষগুলোর সাথে চলতে বা ওই কিছু মানুষকে যদি ভালো লাইনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দুনিয়ার সমাজ সবকিছু বদলে যাবে সবার জন্যই ভালো হবে। অসাধারণ কথা গুলো ভাই।
@anny...16082 жыл бұрын
আমি আপনার একজন ভারতীয় ভক্ত.. 🇮🇳🙏ভাই দ্বিতীয় অধ্যায়টির জন্য অপেক্ষা করছি,কত্ত অসাধারণ ভাবে আপনি সহজ কথা গুলো বুঝিয়ে দেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভাই,আজিজুল ভাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা.. এগিয়ে যান সাথে আছি.. ✊️
@mahabubislam27532 жыл бұрын
আমার অনেক অনেক পছন্দের একজন ইউটিউবার আপনার মাধ্যমে আমরা বিদেশে বসে আমাদের বাংলাদেশের সমস্ত ঐতিহ্য সংস্কৃতি কালচার দেখতে পারি,, কাতার থেকে আছি সব সময় আপনার সাথে ✈️🇶🇦😍
@allahalmighty19982 жыл бұрын
Ami o aci Qatar.amar bari oi Union a arek chor a..
@riktamondol1655 Жыл бұрын
তাই ভাইয়া
@riktamondol1655 Жыл бұрын
তাই ভাইয়া
@travelfood50742 жыл бұрын
আমাদের আইডল হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️❤️❤️❤️
@souravali38832 жыл бұрын
ভাই আপনার বানানো প্রামাণ্যচিত্র গুলি আমার খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য কয়েক মিনিটের মধ্যে তুলে ধরেন এক কথায় অসাধারণ। আমি আপনার একজন ভক্ত। আপনার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন ভাই।
@sultanakarim54162 жыл бұрын
Vaiya I want to contact with you please
@mdhumayunsk2512 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@bidyasingh25162 жыл бұрын
আপনি যত বার চরখানপুরে গেছেন মনেহচ্ছে আমিও যেন সাথে সাথে গেছি কি সুন্দর নিরিবিলি জায়গা!জীবন কষ্টকর কিন্তু শান্তিআছে। আপনজনের অভাব নাই। পড়ালেখা করে স্বপ্ন দেখে স্বপ্ন সার্থক করতে মানুষ আপনজনকে ভূলে যায় পর করে দেয় তার চেয়ে এমন জীবন ই ভালো।। আপনি এতো সুন্দর কথা বলেন ভীষণ ভালো লাগে।
@sabinurmollik90742 жыл бұрын
আমি যতোবার এই চরখান পুরের ভিডিও দেখি আমার মনটা ভরেযাই । আমার খুব ইচ্ছা করে একটি বার চরখান পুরে যেতে। সুমন ভাই কে অনেক ধন্যবাদ আবার একবার চরখান পুরে যাওয়ার জন্য। পরের পরবের জন্য অধির আগ্যাহে আছি ।
@aslamhossain32742 жыл бұрын
ashen insaallah
@ramlalsaha1947 Жыл бұрын
এখানে পদ্মা নদী গ্রাস করছে মানব বসতিকে। আর আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।😥🥺 Pray hetei ardhek par hoayr moto condition. Ki bolbo. Samotol jeno গ্রাস করছে গঙ্গাকে। Chora pore ses hote choleche pray.
@klintonmondal16842 жыл бұрын
India theke . 🇮🇳 Khub valo lagalo dada. Ai manus gulo k dakhle choker kone jol chole ase
@jibonmahato36672 жыл бұрын
সুমনদা শহরের নেতা-মন্ত্রীরা এদের দুঃখ কষ্টের কথা কখনো মনেও করেনা। আমরা শহরে কত সুযোগ সুবিধা ভোগ করে থাকি। আজ আপনার ভিডিওটি দেখে সত্যিই অনেক মায়া লেগে গেছে। বাংলাদেশের মানুষ এখনো কত কষ্ট করে।
@MdMomin-jm2nl2 жыл бұрын
😔😔😔😔😢😢😢😓😓🥺🥺😓😓😫😫😩😩
@nurefatema57552 жыл бұрын
ঠিক কথা বলেছেন ধন্যবাদ 👍
@biswajitkirtania99122 жыл бұрын
*খুব খুব সুন্দর লাগছে সুমন দা। গ্রামীন পরিবেশ তোমার চেয়ে ভালো কেউ তুলে ধরতে পারে না।*
@sabirkazi26572 жыл бұрын
সুমন ভাই চরখানপুর খুব ভালো লাগলো কিন্তু এর পরের পর্ব টা তো দেখা হলো না এর আগেও দু'বার আমি চোর খান পুর দেখেছি অসাধারণ আমি পশ্চিমবাংলা হুগলি জেলা থেকে ভারত আমার নাম সাবির কাজী আমি সব কটা ভিডিও দেখি
@sarowarhossain93142 жыл бұрын
ভাই, পাবনায় অনেক গুলো রাজবাড়ী, অনেক ইতিহাস ঐতিহ্যের স্হান। আপনার ভূমিকা চাচ্ছি সবার আগে তুলে ধরার জন্য। ধন্যবাদ।
@রবিউলকরিম-ভ৯ঘ2 жыл бұрын
ভাই আপনার সবগুলো ভিডিও ভাল লাগে।বাংলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য যে ভাবে তুলে ধরেন সেটা অতুলনীয়।আপনাকে স্যালুট জানাই
@dabidlee59002 жыл бұрын
নদীমাতৃক বাংলাদেশ আর এত সুন্দর গ্রামীণ পরিবেশ। দেখার জন্য অনেক ধন্যবাদ সুমন ভাই💚💚
@ujjwalmonal10572 жыл бұрын
Suman bhai best of luck
@alamgirkabir29102 жыл бұрын
চরখানপুর দেখতে আবারো চলে এলাম। সারাবছর অপেক্ষায় ছিলাম। রাজশাহীতে ভাড়া এতটাই কম যে ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিশ্বাস করাই কষ্টকর ছিল। আজও নৌকা ভাড়ার কথা শুনে বিস্মিত হলাম!
আমি চর মাঝার দিয়াড় থেকে দেখছি। ভালবাসা অবিরাম সুমন ভাই 💕🥀
@sagorahmed65272 жыл бұрын
ভাই আমি অনেকদিন বলেছিলাম চর খানপুরে যেতে এখানকার ভিডিও দেখলে মনটা ছুঁয়ে যায় ভাই অনেক ধন্যবাদ আপনাকে আবার যাওয়ার জন্য🥰🥰♥️
@Prakriti20222 жыл бұрын
সমাজ জীবনে এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ কষ্টের কাহিনী তোমার চ্যানেলের জন্যই সমগ্র বিশ্বের মানুষ দেখতে পারছেন। এই ভাবে এগিয়ে চলুক তোমার অগ্ৰযাত্রা...👌 আগরতলা, ত্রিপুরা, ভারত।
@ashsanhabib5377 Жыл бұрын
সুমন ভাই আপনার প্রতিবেদন গুলো খুবই ভালো লাগে বিশেষ করে চর কানপুরের প্রতিবেদন মুগ্ধ করেছে আর একটা থা হচ্ছে যে চরখানপুরে যে মানুষের কথা শুনে নিজের স্বপ্ন দেখা ভুলে গেছি
@hasanovi4962 жыл бұрын
বলার ভাষা নেই কারন চরখানপুর মানুষের জীবন যুদ্ধ চরখানপুর নাম মনে হলেই আমার মনের মধ্যে আজিজুল ভাইদের দুঃখ কষ্টের জীবন ভেসে ওঠে আল্লাহ আমাদেরকে কতো সুখে রেখেছে আল্লাহ যেন চরখানপুর এর সবাইকে সুখে রাখে আর কষ্ট করে আপনি তৃতীয় বারের মতো আবার গেছেন আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখে তাহলে একদিন আমিও যাবো😰😰😭😓
চরখানপুরের আগের দুইপর্ব দেখে মনের ভেতরটা হুহু করে কেদেছিলো 😭 আজকে আবার কাদালেন 😭😭 তিন নাম্বার টা দেখিয়ে। এজেনো মেঘ না চাইতে জল প্রীয় সুমনভাই🇧🇩❤️❤️❤️❤️
@mdrahadbabu62342 жыл бұрын
আহা কত মধুর আমার দেশ। আমি গর্বিত এমন দেশে আমার জন্ম।❤️
@asadulislamasad69412 жыл бұрын
আপনার চরখানপুরের ৩ টি ভিডিও অনেক ভালো লাগে
@romikhatun27982 жыл бұрын
সুমন ভাই ৯ তারিখ বগুড়ার পোড়াদহ মেলায় আসবেন। এইখানে অনেক বড় মাছের মেলা হয় ,এই মেলায় আর একটা ভিডিও চাই সুমন ভাই।
@MdAnowar-vd2iw2 жыл бұрын
সুমন ভাই আমার মনে হয় প্রকৃতির সব সৌন্দর্য আপনি একাই উপভোগ করতেন 😊😊😊 আপনার উপর আমার হিংসা হয় । আমার ভাগ্যে এরকম ভ্রমণ করার সৌভাগ্য কবে হবে জানিনা।😭😭😭😭😭
@Marvelislive12 жыл бұрын
ভারত মুর্শিদাবাদ থেকে বুক ভরা ভালোবাসা ❤️ সালাউদ্দিন ভাই মুর্শিদাবাদ এলে নিমটিতা রাজবাড়ী ঘুরে যাবেন আমি সাহায্য করবো
@cricketbattle70692 жыл бұрын
চরখানপুর এর তৃতীয় ভিডিও ❤️❤️❤️ খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ♥️♥️♥️
@md.mesbahuddingazi70432 жыл бұрын
আজিজুল ভাই ভাগ্যবান, সুমন ভাই আল্লাহ আপনার সহায় হউন
@fastfood27612 жыл бұрын
এত সুন্দর গ্রাম দেখতে মন চায় মনটা একেবারে ভরে যায়
@ontorali41632 жыл бұрын
আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করছি ।
@asabuhanif31832 жыл бұрын
মাশা"আল্লাহ অসাধারণ দৃশ্য
@ramenmukherjee67812 жыл бұрын
💖💖 পশ্চিমবঙ্গ থেকে সালাউদ্দিন ভাই 🇮🇳🇮🇳🙏🙏
@ayeshakhatoon272 жыл бұрын
অসাধারণ সুমন ভাই। এই দৃশ্য গুলো দেখলে মনটা ভরে যায়। মন চায় শুধু দেখতেই থাকি।
@hasanurmunna90062 жыл бұрын
অনেক দিন পর ভালো এবং সুন্দর একটি ভিডিও পেলাম। ধন্যবাদ ❤️
@sohanurrahmanlikhon26472 жыл бұрын
Bangladesh er matro 4 jon youtuber ka subscribe korchi tar moddo apni akjon,, take love ❤️❤️
@parvezmusharaf34602 жыл бұрын
সুমন ভাইয়ের উপস্থাপন আর চর মিলিয়ে অসাধারণ
@rowshonara32182 жыл бұрын
আজিজুল ভাইয়ের জীবনের গল্পটা আমার কাছে খুব কস্টের লাগছিলো। এমন কেনো হয় জীবনে। এরা কি করে শহরের সিমিত যায়গায় বাস করবে? রাতে দেখি ভিডিও সেই থেকে শুধু কস্ট লাগছে।যদিও আস্রিতা ছিলো, তারপর ও খুব সুন্দর জীবন ছিলো। আল্লাহ সবাইকে হেফাজত করুন। এমন আস্রয়হীন কাউকে না করুন।
@azharulislamrasel8702 жыл бұрын
দুই জন সাংবাদিকের প্রেমে পড়া আমি,,,মোহসীন উল হাকিম ভাই, সালাহউদ্দিন সুমন ভাই ❤️❤️❤️
@anamijatrasamaj2 жыл бұрын
আমি অভিভূত । সুমন দা কে সম্মান জানিয়ে আমাদের গ্ৰুপে ভিডিওটা শেয়ার করলাম । পরের পর্বের অপেক্ষায় আছি ।👌
@alamgirkabir29102 жыл бұрын
এই মাটির মতোই কোমল হৃদয়ের আজিজুল ভাইরাই শাশ্বত বাংলাদেশের গ্রামীন জীবনের প্রতিচ্ছবি। আজিজুল ভাই ও তাঁর পরিবারের জন্য অফুরন্ত শ্রদ্ধা-ভালোবাসা
@nazrulnazrul58182 жыл бұрын
অসাধারণ দৃশ্য ভাই মন জুডিয়ে যা
@Affliction992 жыл бұрын
One of the most finest KZbin channel I have find . Even a stressful mind and soul can fill with full of peace by watching just one 10 to 15 minutes episode of this. Thank you so much
@kishoreganjrivew Жыл бұрын
আজিজুল ভাইয়ের আতিথেয়তা আর সরলমনা কর্মকাণ্ড আমাকে খুবই আপ্লুত করেছে ভাই ❤️ আর আপনার এই সহজ সরল মেলামেশা উদার মনের পরিচয় করিয়ে দেয়💯❤️
@raimunbinsuleman22342 жыл бұрын
Ahhaa!! Manusher Shaader Jibon 💚💚🌲🇧🇩
@pinkubapari31582 жыл бұрын
দারুন একটি ভিডিও। আমি ভারত থেকে দেখছি। সুন্দর একটি পরিবেশন। তিন ঘন্টা সিনেমা দেখার থেকে জীবন সংগ্রামের এই আসল হিরো দের সংগ্রাম গুলোর ব্যপারে সকলেরই জানার দরকার।
@rahuldeb35802 жыл бұрын
Love you Sumon da... Lots of love from INDIA 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹
@asimbasu53229 ай бұрын
একেবারেই সঠিক বিশ্লেষণ করেছেন মাননীয় সুমন ভাই। প্রতিকূল পরিবেশে বসবাস করার ফলে ঐসব এলাকার মানুষেরা স্বপ্ন দেখতে ভুলে যায়।
@sudeepkisku71352 жыл бұрын
এতবড় চর গাছপালা লাগায় না কেন?অসাধারণ দৃশ্য পট আর আপনার মায়াবী সুরেলা কণ্ঠের বাচন ভঙ্গিতে আমারও যেতে ইচ্ছাকরছে।
@CowBazar2 жыл бұрын
Awesome Sumon vai.
@rupasil73792 жыл бұрын
খুব খুব ভালো লাগল অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন
@ইনশাআল্লাহইসলামথাকবেই Жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাইকে অনেক ধন্যবাদ। বাংলার ঐতিহ্য সুন্দর ভাবে সাবালীল ভাষায় উপস্থাপন করার জন্য। যখনই আপনার ভিডিও দেখি মন যতই খারাপ থাকুক। মন ভালো হয় যায় ভাই❤️
@nizamuddin7622 жыл бұрын
যেখানে মানুষের স্বপ্নটাও সীমাবদ্ধ সেখানে আমরা কিভাবে নিজেকে উন্নত বলে তৃপ্তির ঢেকুর তুলতে পারি? সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@mdabduljabbar20997 ай бұрын
হবিগঞ্জ জেলা সদর থেকে দেখছি সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও। আমার খুব ভালো লাগে সুমন ভাইয়ের ভিডিও। আপনি আমাদের হবিগঞ্জ জেলায় আসবেন।চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাতছড়ি জাতীয় উদ্যান ও আছে হবিগঞ্জ জেলায়।❤❤❤❤❤ চরখানপুরের মানুষগুলোর জীবন যাপন অতি সাধারণ। আজিজুল ভাইয়ের মায়াময় মুখ এবং সহজ সরল স্বীকারোক্তি খুব ভালো লাগে।❤❤❤
@FatihaJannat2 жыл бұрын
ভাই আপনার ভিডিও এক সেকেন্ড এর জন্য Skip করতে পারি না অনেক শিক্ষণীয় ।🥀🕋🥀
@ontorali41632 жыл бұрын
আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করছি ।
@RakibAlii Жыл бұрын
আপনার সুন্দর এই উপস্থাপনা আমাকে রীতিমত অবাক করে দিচ্ছে।
@raimunbinsuleman22342 жыл бұрын
Ayy Episode Dekhe R Apnar MonoMugdokor Kotha Shune Apnar Jonne arO Beshi ValObasha Bere GelO Salauddin Vhai ... 🇧🇩🌲💚💝👍
@tahimali2192 жыл бұрын
ভাই আমার বাড়ি ও পদ্ম নদীর ধারে বাড়ি,আপনার এপিসোড গুলো খুব ভালো লাগে🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mr.pranto34702 жыл бұрын
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত
@mofidurrahman5942 жыл бұрын
এই বার নিয়ে চর খান পুর ভিডিও তিন বার দেখলাম। চর খান পুরের ভিডিও দেখলে অনেক কষ্ট লাগে। Love from Assam ( Dhubri)
@abdulmotaleb46592 жыл бұрын
আমিও দেখেছি ধুবুরী থেকে । আসাম (ভারত)
@mofidurrahman5942 жыл бұрын
@@abdulmotaleb4659 ধুবুরী কোন জায়গায়
@abdulmotaleb46592 жыл бұрын
@@mofidurrahman594 muhurir char. মুহুৰিৰ চৰ নতুন বজাৰ
Sumon vaia video ta onak sundor Laglo . Kintu oikhankar Manuser Durgom poth Para parer Drisho Dakha Khub kosto Laglo Ses mesh Chokha Ar Pani Dhora Raktha parlamna . 😥😥😥😥 ❤❤ LOVE FROM INDIA ❤❤
@mdsumontorofdermdsumontoro56162 жыл бұрын
চর খানপুর দ্বিতীয় বার দেখলাম। ধন্যবাদ সুমন ভাই।♥♥♥♥
@sujonkhan59142 жыл бұрын
আহ আবার সেই মন ভোলানো ব্যাকগ্রাউন্ড মিউজিক
@kaziasaduzzaman24062 жыл бұрын
আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি মন ছুঁয়ে যাওয়া অসাধারন।
@khokonbaruabangladeshpolic31082 жыл бұрын
সুমন ভাই আপনার ব্লগ বরাবরই ভালো লাগে। আপনার কথামালা আর উপস্থাপনার ধরণ আমাকে বার বার মহিত করে তোলে। যে ভাবে দেশের ঐতিহ্য গুলো তুলে ধরেন মনে হয় হারিয়ে যায় সেই গ্রমীন জন পদে যা আমাকে নস্টালজিক করে তোলে।।। ভালো থাকবেন সবসময়।।। চরখানপুরে পরের পর্বের অপেক্ষায় রইলাম।
@RiyaUSA2 жыл бұрын
সব ভিডিওর মতো আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে আর আপনার ভিডিও দেখতে খুবই ভালোবাসি
@mehekkhatun83082 жыл бұрын
সুমন ভাই আপনাকে আমার অনেক ধন্যবাদ।চরখান পুর ভিডিও দেখাবার জন্য।আমি ভারত থেকে দখছি
@hafeezmd76482 жыл бұрын
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, এতো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য
@VubonBilash2 жыл бұрын
আমি চেষ্টা করছি দোয়া করবেন। সালাউদ্দিন স্যার আমার আইডল❤️❤️❤️
@ChoyonExpress2 жыл бұрын
❤️
@flfaijurvlogs75162 жыл бұрын
Plzz support me 😥
@hridoysorkar3802 жыл бұрын
খুব ভালো লাগলো,আপনার ভিডিও দেখে মনটা খুব পুড় পুড়ে হয়ে যায়।
@mahabubislam27532 жыл бұрын
আসলে আমি দীর্ঘদিন বিদেশে বসবাস করি প্রথম ছিলাম সৌদি আরব তারপর আরব আমিরাত বর্তমান কাতারের,, কিন্তু আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর প্রকৃতি আমি এসব দেশে খুঁজে পাইনা হইতে পারে বড় বড় রাস্তাঘাট অট্টালিকা সুন্দর সুন্দর সিটি আছে কিন্তু শান্তি পাইনা খুজে
@أمعبدالله-غ4ص7و2 жыл бұрын
So true
@musfiquealam85112 жыл бұрын
Love from West Bengal ❤️❤️😊
@soro46342 жыл бұрын
I am a Bangladeshi. I love my homeland. I am a Muslim
@mdsiddikurrahman63772 жыл бұрын
ভাই আপনার কথা গুলো মনে ভর তৃপ্তি এনে দিলো দুয়া করি আল্লাহ আপনাকে রাখেন ইনশাআল্লাহ ।তবে একটি কথা নিজে ভলো ভালো মানুষেরও দেখা পাওয়া যেমন আপনি ।
@gamerboybd82222 жыл бұрын
ভিডিওটি অসাধারণ হয়েছে 💖💖💜💙💜 ভাই
@hillncer12 жыл бұрын
খুবই সুন্দর দৃশ্যধারণ করেছেন সুমন ভাই
@asmusicvideostation57422 жыл бұрын
ধন্যবাদ ভাই গ্রামের মানুষের সূখ দুঃখ তুলে ধরার জন্য
@humayunkobir48442 жыл бұрын
আপনার সবগুলো প্রতিবেদন অসাধারণ
@milonalmamun8012 жыл бұрын
❤️❤️ এই নৌকা আমরা যাব, ভালো লাগলো ভাই কথাটি
@mdjubayer1875 Жыл бұрын
আজিজুল ভাই আর সুমন ভাইকে আবার একসঙ্গে দেখতে চাই সত্যিই এক মায়ার চর
@anowarhossain-xf7ll2 жыл бұрын
আমার দেখা আপনার ভিডিও গুলোর মধ্যে চরখানপুরের ভিডিও সেরা ছিল
@kamranahmed55422 жыл бұрын
অসাধারণ লেগেছে। পরের পর্বের অপক্ষোয়.............
@petswild999k42 жыл бұрын
আপনার উপস্থাপনায় সামান্য কিছু ও যেন অসামান্য হয়ে উঠে ❤️❤️❤️❤️❤️
@mdohidul98832 жыл бұрын
আপনার ভিডিওর সবচাইতে বেশি ভালো লেগেছে এই চরখানপুরে ইতিহাস আগের ভিডিওটি ও খুব ভালো হোয়েছে 💝
@tarkulislam75452 жыл бұрын
খুব সুন্দর একটা গ্রামাঞ্চলের ভিডিও চিত্র
@Numan_Bin_Hamid2 жыл бұрын
সিলেট থেকে আমার ভালোবাসা নিবেন সুমন ভাই...🙂 পদ্মার চরে এই নিয়ে আপনার তৃতীয় ব্লগ দেখলাম,,
@mdmojnuhossan25752 жыл бұрын
পরের পরবের জন্য অপেক্ষায় রইলাম তবে দয়াকরে আজকেই দ্বিতীয় পাঠ দেখাবেন।কারন দেখার জন্য মনটা ছটফট করতেছে।ভাল থাকবেন সবাই ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ruhulamindewan89442 жыл бұрын
সুমন ভাই কে অসংখ্য ধন্যবাদ ভিডিও টা দবার যন্ন
@mahabubalam17312 жыл бұрын
আপনার এই কাজকর্ম খুবই ভালো লাগে ভাই,,,ভারত থেকে,, সালাম রইল।।
@asaduzzamanshaikatminar35992 жыл бұрын
ভাইয়া।।।। অসম্ভব দারুণ। খুব ভাল লাগতেছে ভিডিওটা। অবশ্য শুধু এই ভিডিওটা না, আপনার সবগুলো ভিডিওই অসাধারণ অসাধারণ অসাধারণ। দারুণণণণণ।
@reshmasultana52722 жыл бұрын
It's a great pleasure to watch your vedio. INDIA is a great historical place. Please come INDIA and make some attractive adventurous vedio. Ibrahim Khan , INDIA.
@litonhussain99592 жыл бұрын
সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য
@wildfruits2 жыл бұрын
আহা,আমি থাকতে পাহাড়ি এলাকায়,ফলের বাগান আর পাহাড়ি প্রকৃতি নিয়ে।আর সমুদ্রের এমন প্রকৃতি দেখলে মন উতলা হয়ে উঠে।