বোধিচিত্ত-কে অসংখ্য ধন্যবাদ এমন অনন্যসাধারণ বক্তৃতা শুনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছি, তাই সলিমুল্লাহ খাঁন-এর সরাসরি বক্তৃতা শুনার সুযোগ হয়নি। দুঃখ এই যে, যদি ওঁর ছাত্র হতে পারতাম তাহলে হয়ত চিন্তার জগৎটাই পাল্টে যেত। আবারো অসংখ্য ধন্যবাদ বোধিচিত্ত-কে। আপনাদের কাছে আমার অশেষ ঋণ।
@sky382437 жыл бұрын
অসাধারণ উদ্যোগ। আমি ঢাকার বাইরে থাকি। তাই সেমিনারগুলোতে অংশগ্রহণ করতে পারি না। কিন্তু আপনারা যে কষ্ট করে ইউটিউবে ছেড়েছেন, আপনাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। যদি আপনাদের আয়োজনে আমি কোন ধরনের সহযোগী হতে পারি, খুব ভালো লাগবে। আবারো কৃতজ্ঞতা
@saalimahmed37624 жыл бұрын
স্যার সলিমুল্লা খান এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ...! স্যারের জন্য অশেষ শুভকামনা...! এই মহান মানুষের ছায়া আমাদের উপর প্রলম্বিত হোক...!
@afmfaruque9031 Жыл бұрын
বোধিচিত্তের কাছে অশেষ ঋণ,জ্ঞানতাপস সলিমুল্লাহ খানের বক্তৃতা শোনার সুযোগ করে দেয়ার জন্য। তিনি আমাদের সামনে জ্ঞানের এক নতুন দিক উন্মোচন করে দিয়েছেন।
@kazikamruzzaman80334 жыл бұрын
অধ্যাপক ড. সলিমুল্লাহ খানকে দেখলে মনে হয় আসলেই মহাবিশ্বের কোন শেষ নেই!
@Tareq-yp7eh6 жыл бұрын
কষ্ট লাগে তখনই যখন দেখি আরমান আলির (সম্মান রেখেই বলছি) গান দুই মাসে ১২কোটি ভিউ হয়, আর এমন জ্ঞ্যান গর্ভ আলোচনার ভিডিও ৪ মাসেও ১৩ হাজার(১২,৯৯৮ ভিউ যখন কমেন্ট লিখছি) ভিউ হয় না তখন। আমাদের মুক্তি তাই অনন্ত কালের হাতেই রয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ 'বোধিচিত্ত' কে এমন সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য।
@foysalsheikh62375 жыл бұрын
Vai amra gan_bimukh ! You are right
@rubayetfaisal14 жыл бұрын
দেখেন ভাই , এটা ভিউ হওয়ার বিষয় নয়। যার জানার দরকার, পিপাসা আছে এটা শুধুই তাদের জন্যে। এটাতো মমতাজের গান না , যে সবাইর ভালো লাগবে।
@moksedulislam25224 жыл бұрын
absolutely
@hamimnbrothers70303 жыл бұрын
আমার মত আম জনতার বুঝতেও কষ্ট হচ্ছে
@Sardaramithasan3 жыл бұрын
রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু, তেমনি বুদ্ধিজীবীরা বুদ্ধিজিবিকেই চিনবে সেটাই স্বাভাবিক । গ্রামসির তত্ত্ব অনুযায়ী আমরাও বুদ্ধিজীবী ।
@BillahaMdMasum4 жыл бұрын
আমার কাছে ইদানীং ইউটিউব মানেই সলিমুল্লাহ্ খান স্যারের লেকচার। স্যার আরও আরও লেকচার দেবেন। আপনার ক্লাস লেকচার গুলিও শুনতে পেলে ধন্য হতাম।
@mdmahabubreza1137 Жыл бұрын
ী😊র😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊
@gkmamun4820 Жыл бұрын
same
@aminulhuque59209 ай бұрын
আলহামদুলিল্লাহ। কিভাবে একজন মানুষ এত জ্ঞানী হয়, ভাবতে অবাক লাগে। স্যারের জন্য শুভকামনা রইল।
@tanmoyabdullah90454 жыл бұрын
স্যার সলিমুল্লা খান এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ...! স্যারের জন্য অশেষ শুভকামনা...! এই মহান মানুষের ছায়া আমাদের উপর প্রলম্বিত হোক...! অকুণ্ঠ মনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বোধিচিত্ত এর প্রতি।
@bmtv92504 жыл бұрын
বাংলাদেশ মুক্তি পার্টি পক্ষ থেকে ধন্যবাদ। আমি বঞ্চিত হয়েছি আদর্শ শিক্ষা থেকে। কিন্তু এখন ধন্য এই মহান শিক্ষকের আলোচনা শুনতে পেয়ে। তবে যদি সরাসরি তার আর্শিবাদ পাইতাম তাহলে আমার জীবন মোবারক হইত।
@Jannat32023 жыл бұрын
স্যারের বক্তব্য শুনলেই ঈমান বেড়ে যায়, কারণ আল্লাহ রব্বুল আলামীন বলেছেনঃ আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, মানুষের জ্ঞান যদি হয় সামান্য তাহলে আল্লাহর জ্ঞান কত অসীম।
@moinulislamnishat90283 жыл бұрын
বোধিচিত্ত ও সলিমুল্লাহ খাঁন স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা এবং শুভকামনা।
@konokrahman74472 жыл бұрын
আপনাকে যতই শুনি অবাক হয়েই যাচ্ছি ক্রমাগত
@shihabhossainshifat14357 жыл бұрын
আল্লাহ এ কেমন মানুষ!একটা মানুষের পক্ষে এত কিছুও মনে রাখা সম্ভব?উনাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না।
@eyakubsheikh76117 жыл бұрын
allhao
@kazikamruzzaman80334 жыл бұрын
Ei mohapurusher choron dhuli neyar sujog hoisilo vai ei odhomer!
@r.rahman124 жыл бұрын
আল্লাহইতো দিবেন। আর কে দিবে! আবার আল্লাহই নিবেন। তাই ব্রডার অ্যাসপেক্টে সবার ভাবা উচিৎ। মনুষ্য সৃষ্ট নিয়ম-নীতি, দর্শন কোনদিনই নিখুঁত নয়। যুগে যুগে পরিবর্তিত হয়। এজন্য একটা স্ট্যান্ডার্ড থাকা কমন সেন্স। সেই স্ট্যান্ডার্ড সৃষ্টিকর্তা থেকেই শুধু আসতে পারে।।
@sarkersusanta68573 жыл бұрын
Jedin se jei bisoy niye alochona kore tar age sei bisoy niye balo vabe pore asen, total information niye alochona koren
@setukhan41613 жыл бұрын
@@sarkersusanta6857 আপনি পারবেন এভাবে? এটা কি খুব সহজ কাজ?
@azizhasan1384 жыл бұрын
সলিমুল্লাহ খানের সাথে যারা দ্বিমত তারা নিশ্চয়ই খুব জ্ঞানী মানুষ। ভিডিওতে তাদের দু-একটি লেকচার পেলে আমরা হয়তো অনেক কিছু শিখতে পারতাম।
@bachchusk66362 жыл бұрын
Yes
@aminulhuque59209 ай бұрын
পৃথিবীর ইতিহাসে শ্রষ্ঠ জ্ঞানীদের একজন স্যার সলিমুল্লাহ খান।
@iqbalmahmudmoon39653 жыл бұрын
বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে সলিমুল্লাহ খান কে পৌছানোর ব্যবস্থা করা উচিত।
@sukantaray2 жыл бұрын
শুধু স্যারের কথা শোনার জন্যই আমি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ যেতে চাই ।
@ezajulchowdhury1994 жыл бұрын
আলোচনাগুলো খুবই আগ্রহ নিয়ে শুনছি। বোধিচিত্তকে ধন্যবাদ তাদের এ উদ্দোগের জন্য।
@dr.sultanashrafi3223 жыл бұрын
বোধি চিত্তের এই প্রচেষ্টায় অনেক লোকের শিক্ষার যে পারি কাঠামো চমৎকার ভাবে বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ জানাই এমন গঠনমুলক উদ্যেককে। ড. সলিমুল্লাহ স্যারের লেকচার এমনি অনেক সুন্দর লাগে।
@souravbiswas46542 жыл бұрын
Thanks to IT revolution that we are easily getting such opportunity to gain knowledge....
@nekirahman3040 Жыл бұрын
what a knowledge salimullah sir. i have never seen such a knowledgeable person in my life.
@mehadihasan1928 Жыл бұрын
নাম গুলো কিভাবে মনে রাখা সম্ভব,,,,,,,,.! সত্যি অসাধারণ
@islamsaiful4920 Жыл бұрын
যথার্থ বিশ্লেষণ ইতালিয়ান ভাষার। কারণ আমি ইতালিতে বসবাসরত এবং এ ভাষাতে অভ্যস্ত। ❤
@Dr_strange_26524 жыл бұрын
নিরন্তর যদি আপনাদের ধন্যবাদ দেই তাও কিছুই হবে না।অসাধারণ উদ্যোগ
@arifhussaein44513 жыл бұрын
আল্লাহ তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন...
@Lovebangladesh453 жыл бұрын
এই লোক ভাতের পরিবর্তে বই খায়। অামার কাছে রহস্য হলো এতো বই কিভাবে কালেক্ট করে।
@russelkhan13683 жыл бұрын
আল্লাহ্ স্যার কে আপনি আর ১০০ বচর সুস্থ্য ভাবে হায়াত দিন...❣️❣️❣️❣️💝💝💝💝💝💝💝💝💖💖💖💖💞💞💞💞
@habibajaved97945 жыл бұрын
আমি তাঁর এক জন মুগ্ধ শ্রোতা।
@mdgolamsamdani44594 жыл бұрын
অত্যন্ত চমৎকার আলোচনা। il grido del popolo এর অর্থ জনগনের কান্না বোধ করি সঠিক নয়, এর অর্থ হবে জনগনের আওয়াজ।
@munshishajahan273710 ай бұрын
ভালো লাগে তাই শুনি।
@mrmethodofenglish17203 жыл бұрын
I can't but be impressed to hear this speech.
@md.ruhulaminmunshi43032 жыл бұрын
এই লোকটার স্বরণ শক্তি অবিশ্বাস্য!
@MUHAMMADSOHELRANA19903 жыл бұрын
স্যারের মতো যদি সব সেক্টরে সবার পড়াশোনা থাকতো
@MobarakRabo8 ай бұрын
'Great'
@parthoprotimganguly2125 Жыл бұрын
Osadhaaron, aro aro chayi.
@RSD-302 жыл бұрын
কি দারুণ কথা বলা...
@rahmanshaifur3655 Жыл бұрын
আমার অসম্ভব প্রিয় স্যার
@JiamBabar-kc1nf9 ай бұрын
তার জ্ঞান আশ্চর্যজনক
@m.n.haiderchowdhury99134 жыл бұрын
Sir r apnader Allah dirgojibi koron.. amin
@Chupkotha215 жыл бұрын
স্যার , আপনি না বললে ম্যাকিয়াভেলির পজিটিভ দিক আছে , জানতেই পারতাম না। ম্যাকিয়াভেলিকে ফ্যাসিজম এর প্রচারক বলেই জানতাম। ধন্যবাদ স্যার। দ্যা প্রিন্স পড়ে দেখবো ।
@shahniazhabib89596 жыл бұрын
outstanding speech.
@RE12345rainbow Жыл бұрын
Great lecture
@sanjoyb.chowdhury77153 жыл бұрын
বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ ড. সলিমুল্লাহ খানকে ঢাকা ভার্সিটির ভিসি হিসেবে দেখতে চাই, আর যদি ভিসি পদে না দেন তাহলে স্যারকে শিক্ষামন্ত্রী হিসেবে যেন অলংকৃত করেন। জ্ঞানতাপস ড. সলিমুল্লাহ খানের মত মানুষদের হাত ধরেই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা সম্ভব৷
@masudrana493 жыл бұрын
Chamchamu chara bdte kono pod nai.ganider time nai.
@jajneshwarsarma3552 жыл бұрын
অসাধাৰণ লোক৷ অলৌকিক মেধা৷ আমি আসাম থেকে বলেছি৷
@shimantosarker56623 жыл бұрын
oshadharon
@alimmahmud97944 ай бұрын
Brilliant
@safayetjamil15043 жыл бұрын
অসাধরন মেধার অধিকারী একজন শিক্ষক।
@JobayerJisan4 жыл бұрын
কি মেধা!! ❤❤❤❤
@Observer2012FYI6 жыл бұрын
Excellent Lecture !
@RE12345rainbow Жыл бұрын
great lecture
@mhmithu28446 жыл бұрын
দারুন। অনেক ধন্যবাদ।
@Protip7122 ай бұрын
সাধারণত বক্তৃতা শুনতে বিরক্ত লাগে।কিন্তু একটা সেকেন্ডের জন্যও সলিমুল্লাহ স্যারের বক্তৃতা বিরক্ত লাগেনি।
@mehadihasan1928 Жыл бұрын
💐💐💐
@SKNoor-g7m2 ай бұрын
❤❤❤❤❤
@mdraihanali25214 жыл бұрын
ধন্যবাদ বোধিচিত্ত....
@azharuzzamanrupon53272 жыл бұрын
স্যারের লেকচারের আশায় থাকি
@riajahmed88925 жыл бұрын
আমার দেখা শ্রেষ্ঠদের একজন।
@prasantasengupta68383 жыл бұрын
Erokom teacher pele jiban dhonyo hoto.
@aniksamiurrahman63654 жыл бұрын
স্যার যে ব্যক্তি ও বইগুলির কথা লেকচারে উল্লেখ করেন সেগুলোর নাম video description এ থাকলে খুব ভালো হত। ইন্টারনেটে ব্যাপারগুলো খুঁজে নিজে পড়াশুনা করাটা অনেক সহজ হত। আমি Piere Srafa ব্যাপারে নেটে খুঁজতে গিয়ে নাকানি চুবানি খাচ্ছি।
@izotzharreman24603 жыл бұрын
Anik Saimur Rahman: You have wrongly spelled his name. His name is PIERO SRAFFA.
@aniksamiurrahman63653 жыл бұрын
@@izotzharreman2460 নামের সঠিক বানানটা জানানোর জন্যে ধন্যবাদ। তবে ভিডিও ডেসক্রিপশনে Further reading টাইপ একটা সেকশন রাখার দাবি রাখছি তারপরও।
@masudrana493 жыл бұрын
Osadaron person
@mdsayem14444 жыл бұрын
সুন্দর আলোচনা
@MahbubHossain-u5y9 күн бұрын
গ্রামসীর ওপর আমি পিএইচডি করছি। উনার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে গেলাম,কারণ আমরা পিএইচডি করে যা জানছি তিনি নিজে পড়েই এতো জানে,অভাবনীয়
@azizhasan1384 жыл бұрын
No matter Dhaka University didn't make a room for this scholar, he has been brilliantly doing his business.
@aminprl4 жыл бұрын
Professor balun
@azizhasan1384 жыл бұрын
@@aminprl S.Khan was one year senior to me at DU and an important member of our leftist faction. Okay brother, I must not forget that this is social media and he is a teacher now. Henceforth I will prefix 'prof.' with his name as you suggested.
@sudipghosh144 жыл бұрын
@@azizhasan138 is scholar a derogatory word, in comparison to "prof."?
@azizhasan1384 жыл бұрын
@@sudipghosh14 I'm confused now as you raised the point. Could you please explain the comparison for my learning?
@sudipghosh144 жыл бұрын
@@azizhasan138 in my humble understanding, scholar, which you, fir sure, are aware that scholar is a word respectable enough to address any # professor, which you duly address for salimulla khan, aka prof .why did Ruhul Amin found it objectionable, I didn't get that. And you took pain to explain him as to why did you address him as an scholar and not a professor. Hope this ends this discussion. By the way I do listen to his lectures and hold him in high esteem. And scholar is a respectable word Ruhul
@abdulbarisk86085 жыл бұрын
অসাধারণ
@shireenfatemaliza32943 жыл бұрын
Genius
@mdyasinahmadmoon29232 жыл бұрын
woow 22:06
@shakibsakil31215 жыл бұрын
শোনার মতো
@sadi-bn92593 жыл бұрын
First Day - April-10 - 1st Lecture Done.
@sumaiyasuma38687 жыл бұрын
dr.salimullah tini ke abon tar jibonita jante chachhi,,,,keo sahajjo korte parben?
@bodhichittaju7 жыл бұрын
সলিমুল্লাহ খান। জন্মেছেন চট্টগ্রামের মহেশখালিতে(১৮ অগাস্ট ১৯৫৮)। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-ইউল্যাবে পড়ান। গুরুত্বপূর্ণ বই : ‘আদমবোমা’ (২০০৯), ‘আহমদ ছফা সঞ্জীবনী’ (২০১০), ‘স্বাধীনতা ব্যবসায়’ (২০১১), ‘আল্লাহর বাদশাহি’, ২য় সংস্করণ, (২০১২)।
@sumaiyasuma38687 жыл бұрын
tnx
@mdmilonhossain28267 жыл бұрын
you can know from google.com
@kamrulhassan15274 жыл бұрын
উইকিপিডিয়া তে দেখুন। আমাদের মহেশখালীর।
@sheaikhrazib54186 жыл бұрын
বোধিচিত্ত আমি এসব সেমিনারে আংশগ্রহন করেতে চাই ? সেটা কিভাবে ববেন কি ?
সলিমুল্লাহ খানের সবই ভালো লাগে , শুধু তথ্যের ভার ছাড়া। বুদ্ধিবৃত্তিক আলোচনার গভীরতার বদলে এত মেমোরাইজড তথ্যের ব্যবহার জাকির নায়েক স্টাইল হয়ে যায়।
@Chupkotha215 жыл бұрын
Brain Damage আমার মনে হয় তথ্যসমৃদ্ধতাই উনার বক্তব্যের মুল সৌন্দর্য এবং প্রয়োজনীয় উপাদান। তথ্যই রেফারেন্স , রেফারেন্স এর পর আসে এনালাইসিস এবং বুদ্ধিবৃত্তিক যুক্তি খন্ডন। যেকোন একটির অভাব বক্তব্যকে পংগু করে । বিশ্বাসযোগ্যতা হারায়। বাস্তবভিত্তিক পর্যালোচনা ও জ্ঞানের বিকাশ ব্য র্থ হয়। সলিমুল্লাহ খানের সাথে অন্য যা কারো ডিস্কোর্সের মুল পার্থক্য হলো , সলিমুল্লাহ খানের বক্তব্য শুনলে শুধু পলিটিক্স বা হিস্টরি না , জিওগ্রাফি , থিওলজি অনেক কিছু জানার এবং আরো জানার আগ্রহ সৃষ্টি হয়। একেই বলে উদ্ভাবনী বক্তব্য।
@JyotirmoyBiswas5 жыл бұрын
@barin, একসময় আমারও তাই মনে হইতো, পরে আরেকটু ভেবে দেখলাম, এই লোকটা আসলে ছাত্রদের পড়াশোনার আগ্রহ বাড়িয়ে দেন। পথটা ধরিয়ে দেন।
@riashatazim34735 жыл бұрын
আফরিন, আমি আপনার সাথে সহমত
@asmomair3 жыл бұрын
এলার্জি থাকলে চিকিৎসা করাতে পারেন।
@sudiptasom6041Ай бұрын
17:10
@latifulsayed6811 Жыл бұрын
News livec
@mahdiajoba13704 жыл бұрын
স্যার কী কম্যুনিজম এ বিশ্বাসী? কেউ জানলে বলবেন প্লিজ।
@shoponsarker29314 жыл бұрын
না
@brewedmeditation28864 жыл бұрын
হ্যাঁ
@azizhasan1384 жыл бұрын
ছাত্রজীবন থেকে তিনি বামপন্থী তবে সমাজতন্ত্র নিয়ে তার বিশ্লেষণমূলক সমালোচনা আছে।
@tahidurrahmanaoyon75183 жыл бұрын
ভাই উনি কি মানুষ না উইকিপিডিয়া ?
@arnabpanda80874 жыл бұрын
Baddo besi historical hoye galo.... Theory te to pray dhuklen e na... Eta superficial roye galoo
@sg60913 жыл бұрын
44:14
@mdmilonhossain28267 жыл бұрын
it's okk that you provide more information but I think you have to be more analytical,, this is easy to get information in google.com, and you have to keep in mind that analytical lecture is better than provide information
@muzahidulhaq60475 жыл бұрын
Do you have that level of education to relate information and theory?
@soumensarkar4321 Жыл бұрын
আর সকলেবোকা
@navidhasan2676 жыл бұрын
This is Bangla wash..
@hmcyrus5 жыл бұрын
57:20 1:05:42 1:06:46
@reazrazaul82754 жыл бұрын
11:20
@diptoquazi319 Жыл бұрын
বোকা 🤣😍
@suchitrapaul64694 жыл бұрын
Was Robindranath going there for seeking job?Mr.learned your spece shouldn't similar to Roddur Roy.
@aminprl4 жыл бұрын
The problem is that Bengali can't take criticism on R.n. Tagore.
@mtanzimulislamkhan83913 жыл бұрын
উনি উইকিপিডিয়া তেলাওয়াত করেন তবে রাজনৈতিক চুলকানি আছে।
@mohammadsazzadhossainmasud9683 Жыл бұрын
স্যার সলিমুল্লা খান এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ...! স্যারের জন্য অশেষ শুভকামনা...! এই মহান মানুষের ছায়া আমাদের উপর প্রলম্বিত হোক...!