শেষের কথা গুলা নিশকাম কর্ম হলো না স্বকাম কর্ম হলো। তবে ভগবানের পথ চাইলে নিস্বকাম কর্ম করতে হবে। ভগবান আমাদের পাঠিয়েছে ভগবানের আমরা ভগবান আমাদের কি করবে না করবে সেইটা তারই ইচ্ছা। এটা শ্রীমদ ভগবদ গীতাই আছে। তবে আপনার কথা গুলা অনেক ভাল লাগলো। ভগবানের কাছে কিছু চাওয়ার নাই শুধু তার চরনে নিজেকে সমপন করেন। বাকিটা সেই দেখবে সেই বুজবে।
@nonigopal2864 жыл бұрын
Monk program Brahma chari protha Hindu Koma r mul karon
@sontupal56894 жыл бұрын
Doya kore ekta gitar nam bolen jeta khub sohoj & bujhte subidha hoy eka porte sobar Riterer nam soho janaben please
@protivabiswas470411 ай бұрын
I'll p
@nabasinha68192 жыл бұрын
নমস্কার . আমি আমার মতো করে স্রষ্টাকে ডাকি যতটুকু পারি । ঈশ্বর আছে কি না জানি না তবুও নিজের কাছে অনুমান হয় তখনি ধরে নিই হয়তো আছে । যাহোক ঈশ্বরের কাছে যাওয়ার রাস্তা প্রতিটি ধর্ম মতপথই, ইসলাম, খৃষ্টান , সনাতন । কোনটা ভাল মন্দ সেটা বিচার করার যোগ্যতা একমাত্র স্রষ্টার । মতপথের বিচার করার যোগ্যতা স্রষ্টার । মানুষের নয় । হয়তো এগুলোতে আপনিও একমত । কিন্তু আমার কিছু প্রশ্ন - 1) সনাতন ধর্মই বিবাহ ব্যতিরেকে ব্রহ্মচারী হওয়ার বিধান লালন করে কেন ? তাহলে অন্যান্য ধর্মীয় ব্যক্তিরা কি স্রষ্টাকে লাভ করতে পারবে না ? আর তারা যদি তাদের ধর্ম থেকে বিয়ে করে স্রষ্টাকে লাভ করতে পারে তাহলে ব্রহ্মচারী হয়ে লাভ কি ? সংখ্যা লঘু আর সংখ্যা শূন্য কিন্তু এই ব্রহ্মচারী প্রথা থেকে ই হয়ে আসতেছে পর্যায়ক্রমে । জাগতিক ধারণা আগে অর্জন করুন পরকালের টা পরে । কারণ জগতে আগে নিরপত্তার সাথে টিকে থাকার জন্য সংখ্যা গরিষ্ঠ হয়ে থাকতে হবে অন্যথায় চলমান অবস্থা র চেয়েও ভয়াবহ । তাই পরকালের ভাবনার আগে চলমান অস্তিত্ব রক্ষার জন্য জাগতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হবে নাহলে অনুকুল ঠাকুরের মতো , নিজের বাসভূমি ছেড়ে ঐ হিন্দু অধ্যুষিত জায়গায় প্রভুত্ব অর্জন করা । যেটাতে অন্য ধর্মের মানুষের ভয়ে পলায়ন করেছেন অনুকুল বাবু । কাশ্মীর এর হিন্দু দের মতো । দুঃখ লাগে ভবিষ্যৎ প্রজন্মের হিন্দু সন্তানেরা একদিন ভাববে বা ভাবার দিন এসে গেছে যেটার জন্য কি আপনার মতো সন্যাসী , ব্রহ্মচারী রা আর সনাতনী হিন্দুরা দায়ী নয় ? অনেকে আমাকে খারাপ ভাববেন কিন্তু পরকালের কাল্পনিক ভাল দেখার আগে যে , জাগতিক নরকের যন্ত্রণায় ভুগতে হচ্ছে একমাত্র সংখ্যা লঘু হবার কারণে । আর আপনারা সংখ্যালঘু হবার প্রচেষ্টায় ব্যস্ত । তাই অনেক হিন্দু রা ধর্মান্তরিত হচ্ছে জাগতিক সংখ্যা লঘুর নির্যাতনের শিকার হয়ে । হয়তো আরও হতে থাকবে ,, হবে না কেন বলুন ? জগতে এসেছি তাই প্রথমে জাগতিক ধারণা অস্তিত্বকে follow করুন বাবু । হিন্দু প্রজন্মের অস্তিত্ব আর কত বিলুপ্ত ঘটাবেন ? আমাকে খারাপ ভাবার আগে চলমান বাস্তবতা বিবেচনা করুন । অন্যান্য ধর্মের আগ্রাসন দেখুন অতিশীঘ্রই হিন্দু ধর্ম তাদের পেটে হজম হতে চলেছে ।
@nabasinha68192 жыл бұрын
নিরামিষ তো খাচ্ছেনই সাথে রসুন পেয়াঁজকেও বিদায় দিয়েছেন অনেকেই । Science কি বলে রসুন পেয়াঁজ আমিষ ? এটার মুল কারণ তো উত্তেজনা শক্তি দমন করা তাই না ? আর সেজন্যই পৃথিবীতে হিন্দু ধর্মের সংখ্যা কমে আসতেছে সাথে পরকালের ভাবনা মনে বেশি বেশি এসে গেছে । পরকালের স্বর্গের জন্য সনাতনীরা সিরিয়ালে প্রথম সারিতে । ভাল , খুব ভাল ।
@nanibhowmik2304 жыл бұрын
হরে কৃষ্ণ , ভগবান জগন্নাথদেব কে ( জগন্নাথদেবের মহিমা ) নিয়ে , কোন আলোচনা যদি থেকে থাকে । তবে শ্রবণ করার খুবই ইচ্ছে প্রকাশ করছি । অনুগ্রহ পূর্বক যদি আমাদের মতো পাপিদের প্রতি সদয় হোন তবে । জয় জগন্নাথ ...........
@SreedhamSreeangon4 жыл бұрын
নিচের লিংকে ক্লিক করে জগন্নাথ দেব সম্পর্কে জেনে নিন।। kzbin.info/www/bejne/a16Wq3Smocd7e68