Рет қаралды 50,590
উদিত সূর্যের ন্যায় দেহকান্তি এনং প্রভাতকালীন কোটি সূর্যের মতো দেহপ্রভা। রূপবতী দেবী ত্রিনয়নী। পদ্মাসনে উপবিষ্টা। সৌম্য। সদাহাস্যময় দেবীআনন। রক্তবর্ণ দেহ। পরিধানে বিচিত্র বস্ত্র। কপালে অর্দ্ধচন্দ্র মুকুট। সর্বপ্রকার আভরণে বিভূষিতা। দেবী চতুর্ভুজা অঙ্কুশ ও পাশ দেবীর মুখ্য অস্ত্র। নিয়ন্ত্রণের প্রতীক অঙ্কুশ। পাশ হল রাগ অর্থাৎ অনুরাগ বা আসক্তির প্রতীক। দেবীর অন্য দুটি হাত বর ও অভয়মুদ্রায়। দেবী সর্বদাই অন্নদানে রত। এরকম আকৃতিবিশিষ্ট দেবীকে প্রথমে মানসোপচারে পুজো করে পরে বাহ্যপুজো করা কর্তব্য।
#dasmahavidya #dasmahavidyasadhana #bhuvaneswari #bhuvaneswari #bhubaneswarimandir #bhubaneswarimata #bhubaneswaritemple #KamakhyaMataMandir #hindumysteries #hindumythology #hindumythologyexplained #hindumythologyexplained #hindumythologyfacts #hindumythologystories #mythology #mythologystories #hinduism #SadhuBani #SaintsofIndia #SibsankarBharati #AjanaBharat #SudhaSagar
দেবীকে দর্শন করলেই বোধ হয় তিনি যেন জগতের সমস্ত দুঃখ বিমোচনে নিরত আছেন। ভগবান শিবশঙ্করের বাম অঙ্গকেই এই দেবী বলে বলা হয়েছে। যার জন্যই তো দেবীর সঙ্গে থাকার সুবাদে সদাশিব ভুবনেশ্বর সর্বেশ হওয়ার যোগ্যতা লাভ করেছেন। সবকটি মহাবিদ্যাই দেবীর সেবায় সদাই নিরত থাকেন। ঈশ্বররাত্রে যখন ঈশ্বরের জাগতিক সমস্ত ব্যবহার সুপ্ত থাকে, তখন একমাত্র ব্রহ্মাই তাঁর অব্যক্ত প্রকৃতিসহ বর্তমান থাকেন, সেই সময় সেই রাত্রির অধিষ্ঠাত্রী দেবীর নাম ভুবনেশ্বরী।