বাদশাহ্ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভি দিল্লির...কবিতাটির কথা মনে পড়ে গেলো। বাদশাহ্ আওরঙ্গজেব আলমগীর মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। এই কুরআনটি যদি সত্যি তাঁর হাতে লিখা হয়, তবে এটার ঐতিহাসিক মূল্য অনেক। Christies -এ নিলামে তুললে দুনিয়ার বড় বড় কালেক্টররা এটা কিনতে হুমড়ি খেয়ে পড়বে। বাংলাদেশের উচিৎ হবেনা এটা কখনই বিক্রয় বা অন্য কোথাও হস্তান্তর করা। এটিকে জাতীয় জাদুঘরে আরও নিরাপত্তা দিয়ে প্রদর্শনের জন্য রাখলে, প্রত্নবস্তুটি আরও বিখ্যাত হয়ে উঠবে। জানামতে ভারত, পাকিস্তান, ইরান ও যুক্তরাজ্যের কিছু সংগ্রাহকের কাছেই কেবল আওরঙ্গজেবের হাতে লিখা কুরআন রয়েছে।
@m.a.bworld75382 ай бұрын
Onek dhonnobad Bhai. Ei kobita ta choto belay porechilam. 20 bosor age. Apnar comment dekhe abar porlam. Chokhe pani eshe gelo. Gurujonder shomman korar bepar ta kaaler bibortone shesh hoye gelo.